#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫৩
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
ড্যানজনের মধ্যে খবর ছড়িয়ে যেতে সময়ের প্রয়োজন হয় না। বাতাসের সাথে মিলে তথ্য এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায়।
-->> এটা কি সত্য?
-->> হ্যাঁ।
-->> আমার বিশ্বাস হচ্ছে না যে হোয়াইট পার্টির ভাইস লিডার তার এতো গুরুত্বপূর্ণ পদ ছেড়ে দিয়ে অন্য একটা পার্টিতে যোগ দিবে।
-->> আমার মনে হয় মাস্ক পার্টি হোয়াইট পার্টির থেকেও শক্তিশালী নাহলে রোজা কেনো এতো শক্তিশালী একটা পার্টি থেকে বের হবে?
-->> মাস্ক পার্টিতে না দুটো মেম্বার ছিলো মাত্র? এখন যদি রোজা প্রবেশ করে সেই পার্টিতে তাহলে আমার মনে হয় হোয়াইট পার্টিকে টক্কর দেওয়ার মতো ফোর্স তাদের তৈরী হবে।
-->> ব্লাক পার্টি কি এখন চুপ থাকবে?
-->> যেহেতু রোজা বেরিয়ে গিয়েছে হোয়াইট পার্টি থেকে তাই আমি নিশ্চিত যে ব্লাক পার্টি এখন আর চুপ থাকবে না।
-->> দেখা যাক কি হয়।
-->> বাই দ্যা ওয়ে, কেউ কি জানো মাস্ক পার্টিতে কিভাবে যুক্ত হতে পারবো?
-->> হোয়াইট পার্টির রোজা এবং মাস্ক পার্টির জ্যাকের সাথে যে ফাইট হয়েছিলো তার মধ্যে তাদের দুজনের শর্ত ছিলো কি এটা কি কেউ জানতে পেরেছে?
-->> আমি যতদূর আমার স্কিল "ব্লাবেরিং" দিয়ে বুঝতে পেরেছিলাম, তাতে রোজা হারলে সে মাস্ক পার্টিতে যুক্ত হতো এবং জ্যাক হারলে সে হোয়াইট পার্টিতে।
-->> আমি এটা আশা করি নি যে দুজনে আমাদের আড়ালে আড়ালে ডেট করছিলো একে অপরের সাথে।
-->> হ্যা, শেষের কিসটা অনেক আনএক্সপেক্টেড ছিলো। আমি কল্পনাও করতে পারি নি।
-->> তবে আমি একটুর জন্য আমার ফক্সি টেইলের চেহারা দেখতে পারি নি।
-->> তোমাদের কি মনে হয় রোজা কি দেখেছে জ্যাকের চেহারা?
পুরো ড্যানজনের মধ্যে একজন থেকে আরেকজনের মুখের কথা গুলো এরকমই ছিলো। মূলত ড্যানজনে বিনোদন দেওয়ার মতো টিভি প্রোগ্রাম না থাকার কারনে, প্লেয়াররা এসব ইন্টারেস্টিং খবরেই বিনোদন পেয়ে থাকে। তারা সাধারণ কোনো খবরকেও পুরো সিটির মধ্যে ছড়িয়ে দিতে পারে কিছু সময়ের মধ্যে। তবে যদি সে খবরটা একটুও গুরুত্বপূর্ণ হয় তাহলে সব প্লেয়ারই ইনফরমেশন ব্রোকারের কাজ করে থাকে।
জ্যাক এবং রোজা দুজনে অনেক কষ্টে লোক আড়ালের বাইরে চলে এসেছে। তাদের দুজনের ফাইটের পর থেকে লোকজন তাদের পিছনে পরে আছে। তাদেরকে হত্যা করার জন্য নয় বরং তাদের সাথে কথা বলার জন্য। এই ড্যানজনে রিপোর্টার না থাকলেও অনেক প্লেয়ার রিপোর্টারের থেকে কম কিছু না। দুজন একটা পুরাতন বিল্ডিং এর মধ্যে বসে আছে। যেখানে তারা তাদের পার্টির অন্য মেম্বারদের জন্য বসে আছে। দুজনে কোনো কথা বলছে না। জ্যাক রোজার দিকে তাকিয়ে থাকলে রোজা সেটাকে এড়ানোর জন্য অন্যদিকে তাকিয়ে আছে। তাদের অবস্থাটা মোটোও ঠিক নয়। যদিও রোজা এখানে জ্যাককে কিছু বলতে চাচ্ছে তবে সে লজ্জায় বলতে পারছে না কিছুই। এই পর্যন্ত এরকম আজব অনুভূতি সে অনুভব করে নি। তাই এই অবস্থায় সে কি করবে সেটা জানে না। তাই বিষয়টাকে ইগনোর করাটায় ভালো মনে করে চুপ করে বসে আছে।
-->> তোমার পছন্দ করা ব্যক্তিগুলো আসবে না? অনেক সময় তো হয়ে গেলো? (জ্যাক)
জ্যাক চুপ করে বসে ছিলো অনেকক্ষন হলো, তাই সে বিরক্ত হয়ে গিয়েছে। এভাবে চুপ করে কতক্ষন বসে থাকা যায়।
-->> কিছু মিনিটের মধ্যেই চলে আসবে, ও চলে আসছে তারা। (রোজা)
কিছু প্লেয়ার জ্যাক এবং রোজা যে রুমের মধ্যে ছিলো সেখানে প্রবেশ করলো। দুজন লোক জনের দৃষ্টি এড়ানোর জন্য খুবই গোপনে আন্ডারগ্রাউন্ড সিটির একটা বাসার মধ্যে প্রবেশ করেছিলো। এখানে কেউই আসতে পারবে না রোজার অনুমতি ছাড়া।
"আমার বিশ্বাস হচ্ছে না আমি এটা করতেছি। নিজের এতো বিশাল এবং শক্তিশালী পার্টিকে ছেড়ে দিয়ে নতুন একটা পার্টিতে।" (রোজা ভাবছে)
রোজা পুরাতন বিষয়গুলো আবারো একটু মনে করার চেষ্টা করতে লাগলো। তার মাইন্ড জ্যাকের সাথে থাকা ব্যারিয়ারের মধ্যকার কথা ভাবতে শুরু করলো। নিজের গডেস যখন বলেছিলো এই ব্যক্তির সাহায্যেই রোজা পারবে ড্যানজনটা ক্লিয়ার করতে, তখন রোজা জ্যাককে হোয়াইট পার্টিতে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করতে যাচ্ছিলো। কারন তাতে তাদের ড্যানজনটা ক্লিয়ার করার চান্সও অনেক বৃদ্ধি পেতো। তবে হঠাৎ করেই যে জ্যাক ভাবনার বাইরে একটা কাজ করে ফেলবে সেটা রোজা ভাবতেই পারে নি। রোজা কৃত কাজটা হওয়ার পর আর কিছু বলতে পারে নি। জ্যাকের কথায় রাজি হয়ে তার নিজ পার্টি থেকে বের হয়ে মাস্ক পার্টিতে যুক্ত হয়েছে।
-->> তোমার মুখ লাল হচ্ছে কেনো? (জ্যাক)
রোজা পূর্বের চিত্র গুলো ভাবছিলো, যার ফলে লজ্জায় তার মুখ লাল হয়েছে। এটা জ্যাক দেখতে পেরে তাকে কথাটা বললো। রোজা ধরা পরা চোরের মতো ব্যবহার করতে যাবে কিন্তু তখনি এমিলির কন্ঠে সবাই এমিলির দিকে তাকালো।
-->> আপু! (এমিলি)
বেশ কিছু প্লেয়ার এসেছে। যাদের সবাইকে রোজা নিজে ঠিক করেছে মাস্ক প্লেয়ারের জন্য। জ্যাক এই ড্যানজনে তেমন কোনো প্লেয়ারকে চিনে না। তার প্রথম লক্ষ ছিলো বুড়ো লোকটার কাছে গিয়ে তার থেকে তথ্য সংগ্রহ করা। তবে হঠাৎ রোজার সাথে ফাইট হবে এই ঘটনার পর জ্যাক তার প্লান চেঞ্জ করেছিলো। সে ভেবে রেখেছিলো,
"যদি এমন কাউকে আমার টিম যুক্ত করি যে ভালো ভালো প্লেয়ারদের সম্পর্কে জানে, তাহলে মেম্বার নিয়ে আর ভাবতে হবে না আমাকে।"
রোজা মাস্ক পার্টিতে যুক্ত হওয়ার পরই জ্যাক তাকে কিছু মেম্বার এড করার জন্য বলেছে। যেহেতু রোজা হোয়াইট পার্টির ভাইস লিডার ছিলো, তাই সে চাইলেই সেখান থেকে শক্তিশালী প্লেয়ার গুলো আনতে পারতো। তবে সেটা সে করে নি। সেটা করলে ব্লাক পার্টি অবশ্যই হোয়াইট পার্টির উপরে হামলা করতো।
-->> লুইস, রাইসা, এলিস, ক্যাভেন, ভুসেকা, জুন, ইভা, এমিলি, শাও, ব্রান্ডেন, আয়াব এরা এগারো জন আমাদের এই পার্টির জন্য পারফেক্ট চয়েস। (রোজা)
রোজা তার পুরাতন পার্টির মধ্য থেকে নতুন কিছু প্লেয়ারকে তাদের নতুন পার্টিতে যোগ করার সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু হোয়াইট পার্টি টেকনিক্যালি রোজার বাবার, এবং সেখানে রোজা ভাইস লিডার ছিলো তাই বের হয়ে যাওয়ার পরও সেখানে তার অথোরিটি হারিয়ে যায় নি। রোজা নতুন কিছু সদস্যদের বেছে নিয়েছে যাতে হোয়াইট পার্টির পাওয়ারে কোনো রকম ঘাটতি না পরে। এমনিতেই রোজা চলে আসার জন্য পার্টি অনেকটা দুর্বল হয়ে আছে তাই সে অন্যদেরকে বের করিয়ে পার্টিকে আরো দুর্বল করতে চাই না।
-->> যদিও এরা সবাই নতুন প্লেয়ার, তারপরও আমাদের পার্টির জন্য পারফেক্ট চয়েস হবে। (রোজা)
রোজা আবারো বললো। সবাই নতুন প্লেয়ার ছিলো যারা হোয়াইট পার্টিতে যুক্ত হয়েছিলো এবার। তবে নতুন হলেও সবাই যোগ্য প্লেয়ার ছিলো বলেই হোয়াইট পার্টিতে যুক্ত হওয়ার সুযোগ পেয়েছিলো। আর নতুন প্লেয়ার হওয়ায় তাদের হোয়াইট পার্টি থেকে বের হওয়াতে পার্টির তেমন পাওয়ার লস হবে না। যদিও অনেকটা ক্ষতি দেখতে হয়েছে তবে,
"আমি সিওর বাবা সেটাকে মেনেজ করে নিবে।" (রোজা ভাবছে)
-->> ওয়াও এটা কি সত্যিই ফক্সি টেইল জ্যাক? আমার বিশ্বাস হচ্ছে না? (লুইস)
-->> আমরা আপনার হিউজ ফ্যান স্যার। (ব্রান্ডেন)
-->> সো কুল। (রাইসা)
-->> আমি ভাবছিলাম কিভাবে মাস্ক পার্টিতে যোগ দেওয়া যায়, কিন্তু সুযোগ পাবো বলে আশা করি নি। (ইভা)
-->> আমাকে কি আপনার একটা অটোগ্রাফ দেওয়া যাবে? প্লিজ? (জুন)
বাকি প্লেয়াররাও তাদের মনোভাব প্রকাশ করতে শুরু করলো। সবাই কথা বলতে থাকলেও তাদের মধ্য থেকে এমিলি চুপ ছিলো। যদিও সে এথিনা, তারপরও তার অ্যাভেটারের মধ্যে থাকার ফলে এমিলির পরিচয়ও সে বহন করে যাচ্ছে। আর রোজাকে মানে মামাতো বোনকে জ্যাকের পাশে সে বসে থাকতে দেখে অনেক জেলাস ফিল করছে।
"পোসেইডনের জন্য আমার মনে আর কোনো ফিলিংস নেই। আর এই ছেলে পোসেইডনের ইনকার্নেট ছাড়া কিছুই না। মারা গেলে আরো ইনকার্নেটের জন্ম হবে, আমি একজন গডেস হয়ে এরকম চিন্তা ভাবনা করতে পারি না।" (এথিনা ভাবছে)
পরিবেশ গরম ছিলো এতোক্ষনে, কারন সবাই তাদের কৌতূহল থামাতে না পেরে জ্যাককে একের পর এক প্রশ্ন করতে ছিলো। যাদের মধ্যে একটা প্রশ্ন এথিনাকে কাঁপিয়ে দিলো।
-->> আমি দেখেছি আমাদের ভাইস লিডারের সাথে ফাইটের শেষের দিকে আপনারা দুজন একে অপরকে কিস করেছেন। তাহলে কি আপনারা একে অপরকে ভালোবাসেন? (রাইসা)
রাইসা আগ্রহ নিয়ে কথাটা জিজ্ঞেস করলো। এমিলি এবং রোজা বাদে বাকি মতো এখানে থাকা মেয়েরাও জ্যাকের ভক্ত হয়ে আছে। মূলত ভক্ত বললে ভুল হবে। যেহেতু সে অনেক রহস্যে ভরা আর মেয়েরা রহস্যকেই অনেক পছন্দ করে, তাই অনেক মেয়েই জ্যাকের উপরে ক্রাশিত। ঠিক ছেলেরা যেমন হোয়াইট পার্টির ভাইস লিডার রোজার উপরে পাগল ছিলো তেমনি। রাইসা প্রশ্নটা জিজ্ঞেস করলো, যা সম্পর্কে এথিনা কিছুই জানতো না। এতোক্ষন সে তার রাগকে কন্ট্রোল করতে পারলেও এখন সে পারছিলো না। হঠাৎ পুরো বিল্ডিং কেঁপে উঠতে শুরু করলো।
-->> আজব! এই পর্যন্ত কখনো ভূমিকম্প হলো না এখানে। (ভুসেকা)
রাইসার প্রশ্নকে এক সাইডে রেখে জ্যাক কথা বলতে লাগলো,
-->> আজ থেকে তোমরা সবাই আমার পার্টির অফিসিয়াল মেম্বার। আমি কাউকে জোর করবো না, নিজ ইচ্ছা মতে তোমরা পার্টিতে যুক্ত হবে এবং বের হবে। যদিও হোয়াইট পার্টির মতো সুবিধা আমি দিতে পারবো না, তারপরও একটা জিনিস গ্যারান্টি দিচ্ছি এই ড্যানজনের মধ্যে তোমাদের মধ্য থেকে কেউ মরবে না। (জ্যাক)
জ্যাক তার কথাটা বললো, সাথে সাথে পরিবেশ ঠান্ডা হয়ে গেলো। সবাই মাস্ক পরা ব্যক্তিতার দিকে তাকিয়ে ছিলো। একজন লিডার যেভাবে ভাষন দেই ঠিক সেভাবেই জ্যাক সবার সামনে কথা বললো। এথিনা রেগে থাকলেও সে নিজেকে শান্ত করে নিলো।
-->> তো সবাই কি যুক্ত হতে চাও মাস্ক পার্টিতে? চাইলে হাত তুলে জানাও। (জ্যাক)
সবাই হাত তুললো। যাতে জ্যাক একটু বিরক্ত হলো। যদিও সে চাচ্ছিলো সবাই যুক্ত হোক, তারপরও বিরক্তির বিষয় হলো এথিনা।
"আমি জানতাম এথিনা হোয়াইট পার্টির সদস্য, তবে এটা আশা করি নি যে রোজা তাকে এখানে ডাকবে। আবার সে রোজাকে আপু বলেও সম্মোধন করলো একটু পূর্বে।" (জ্যাক ভাবছে)
জ্যাকের কাছে তার পূর্ব জীবনের স্মৃতি গুলো যুক্ত হওয়ার কারনে তাকে এখন থেকে কি করতে হবে সেটা সে ভালো করেই জানে। তবে তার গ্রান্ড প্লানের মধ্যে এথিনা পথের কাটা হয়ে দাঁড়াতে পারে এটা সে ভালো করেই বুঝতে পেরেছে।
"তবে আমি যদি এথিনাকে ব্যবহার করতে পারি আমার বানিয়ে, তাহলে আমার ফলটা আমি খুব শীঘ্রই পাবো, হাহাহাহা। যেহেতু আমার প্রমিস আমি পূরণ করেছি এবং নিজের শরীর হারিয়েছি, তাই মনে হয় না পুরাতন কিছু বিষয় নিয়ে আমার এখন ভাবা উচিত।" (জ্যাক ভাবছে)
সবার দৃষ্টি জ্যাকের দিকে। সে কি বলবে তাদের এটা শোনার জন্য তারা আগ্রহ নিয়ে তাকিয়ে আছে।
-->> তোমরা হয়তো একটা জিনিসে জানতে অনেক আগ্রহী হবে। সেটা হলো আমার পার্টিতে আমি প্লেয়ারদের এক চাপা প্রবেশ করাই না কেনো। (জ্যাকের)
-->> হ্যাঁ, আমি অনেক প্লেয়ারকেই দেখেছি যারা মাস্ক পার্টিতে প্রবেশ করতে চাচ্ছে, তবে কিভাবে করবে এটা জানে না। (আয়াব)
-->> আমি তো প্রথমে ভেবেছিলাম, হয়তো ভালো ভালো প্লেয়ার গুলোকেই এড করা হবে। তবে আমি সুযোগ পেয়ে নিজেকে আসলেই লাকি মনে করছি। (লুইস)
-->> হোয়াইট পার্টি আসলেই অনেক শক্তিশালী এবং রিসোর্সফুল পার্টি, তবে তাদের মেম্বার অধিক হওয়ার কারনে সেখানে লেভেল আপ করাটা কষ্টকর আমাদের জন্য। যদিও সেটা ছাড়া আমাদের জন্য ভালো কোনো পার্টি ছিলো না, তারপরও মাস্ক পার্টিতে আসার সুযোগ কে মিস করবে। (এলিস)
-->> হ্যাঁ যে পার্টির লিডার আমাদের মতোই নতুন প্লেয়ার হওয়া সত্ত্বেও দুজন এবং নিজে একাই সপ্তম ফ্লোর পর্যন্ত গিয়েছে মাত্র এই কিছু সময়ের মধ্যে। এটা আসলেই কল্পনার বাইরের একটা বিষয়। (ক্যাভেন)
জ্যাক সবাইকে এক এক করে কথা বলার সুযোগ দিলো। কারন সে এখন এমন একটা কথা বলতে যাচ্ছিলো যাতে সবার কথায় হারিয়ে যাবে।
-->> তোমরা সবাই কত নম্বর ফ্লোরে আছো? (জ্যাক)
জ্যাকের প্রশ্নটা শুনে তারা কেউ উত্তর দিলো না, বরং রোজা বলতে লাগলো।
-->> বড় একটা পার্টিতে যুক্ত থাকলে সব প্লেয়ারকে তাদের হত্যা করা বস মনস্টারের এক্সপি পুরো পার্টির প্লেয়ারের সাথে শেয়ার করতে হয়। যদিও সাধারণ মনস্টার হত্যা করলে তাদের এক্সপি শেয়ার হয় না পার্টির অন্যান্য মেম্বারদের সাথে, তবে সাধারণ মনস্টার হত্যা করে লেভেল আপ করাটা অনেক কষ্টকর। বিশেষ করে একটা পার্টির সকল সদস্যদের জন্য। প্রতি ফ্লোরেই বিভিন্ন প্লেয়ার দেখা যায় বিভিন্ন পার্টির এবং তারাও মনস্টার হান্টের জন্যই সেখানে অবস্থান করে। যত লেভেল বৃদ্ধি পায় সাধারণ মনস্টার হত্যা করার পরিমাণও ততো বৃদ্ধি পায় একটা লেভেল আপের জন্য। তাই এরা সবাই তৃতীয় ফ্লোরে উঠেছে। (রোজা)
রোজা সবার নিচু ফ্লোরে থাকার কারনটা বুঝিয়ে বললো। জ্যাক বিষয়টা বুঝতে পেরেছে।
"আমিও এখন দ্বিতীয় বা তৃতীয় ফ্লোরেই পরে থাকতাম যদি শুরুতে কোনো বড় পার্টিতে প্রবেশ করার চেষ্টা করতাম তাহলে।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার গলাটা ঠিক করে নিলো একটা কাশি দিয়ে। এরপর বলতে লাগলো সবার উদ্দেশ্যে,
-->> মাস্ক পার্টিতে থাকাটা এতো সহজ হবে না কারো জন্য। তবে আমি আপাতোতো সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে। তবে আমি দেড়মাস সময় দিচ্ছি সবাইকে, এই দেড় মাসের মধ্যে আমি সবাইকে সপ্তম ফ্লোরে আসতে হবে সবাইকে। (জ্যাক)
জ্যাক কথাটা বললো খুব স্বাভাবিক একটা টোনে। সে স্বাভাবিক ভাবে কথাটা বললেও বাকিদের জন্য এটা স্বাভাবিক ছিলো না মোটেও। সবাই জানে একটা ফ্লোর ক্লিয়ার করতে কতটা ঝামেলা হয়। যদিও মনস্টার হত্যার মাধ্যমে নিজের লেভেল বৃদ্ধি করে বসকে হারানো সম্ভব কিন্তু প্রতিটা বসের পিছনে অনেক পার্টি পরে থাকে। তাই একটা ফ্লোর ক্লিয়ার করতে হলে শুধু মনস্টার হত্যা করলেই হয় না। বিভিন্ন পার্টির সাথেও লড়তে হয়। জ্যাক এই বিষয়টা ভালো করেই জানে। সবাই কি চিন্তা করছে তা তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে।
"ট্যালিপ্যাথি"
জ্যাক তার সুপার ন্যাচারাল এবিলিটি ব্যবহার করেছে। এই এবিলিটি গুলো এরকম একটা জিনিস যা গ্রিডের বানানো সিস্টেমও পরিমাপ করতে পারে না। তাই এগুলো কোনো স্কিলে পরিণত হয় নি এখনো। তবে নিয়াক যেভাবে ব্যবহার করতো জ্যাকও সেভাবেই ব্যবহার করছে। মাইন্ড পড়ার এবিলিটিটা আসলেই অনেক কাজের। এটার সাহায্যে যেকোনো ব্যক্তির মাইন্ডে কি চলছে সেটা স্পষ্ট বোঝা যায়। আর এখন জ্যাক তার এবিলিটির মাধ্যমে বুঝতে পারছে সামনের বারোজন কি ভাবছে।
"যাদের ব্রেইন রয়েছে তারা সবাই ভাববে এটা অসম্ভব, কিন্তু এটা সম্ভব হবে।" (জ্যাক ভাবছে)
-->> আমি আপাতোতো সময়ের জন্য আমার কিছু আইটেম পার্টি স্টোরেজের মধ্যে রেখেছি। তোমরা এগুলোকে যেকোনো সময় ব্যবহার করতে পারবে। দেড়মাস পরে সবাই সপ্তম ফ্লোরে আসতে পারলে এই পর্যন্ত আমার পাওয়া সব মনস্টার হত্যার আইটেমই পার্টি স্টোরেজের মধ্যে থাকবে, যা যেকোনো সময়ে তোমরা সবাই ব্যবহার করতে পারবে। সেই সাথে আমাদের পার্টির স্পেশাল মাস্কও রয়েছে সবার জন্য ফ্রি। (জ্যাকের)
আইটেম এমন একটা জিনিস যা যে কাউকে মোটিভেশান করতে বাধ্য। আর সেটা জ্যাকের সামনের প্লেয়ারদেরও বাধ্য করলো। তাদের সবার চোখেই উত্তেজনা দেখা যাচ্ছে এই কথাটা শোনার পর থেকে।
-->> সময় কিন্তু অপেক্ষা করে না কারো জন্য। আমি তোমাদের জায়গায় থাকলে এখনি ফ্লোর ক্লিয়ার করতে চলে যেতাম। (জ্যাক)
জ্যাকের কথা মতো সবাই চলে গেলো রুম থেকে। এথিনা কিছু একটা বলতে চাচ্ছিলো সেও কিছু বললো না। তার নিজেরও ড্যানজন ক্লিয়ার করতে হবে, যদি সে পোসেইডনকে আরো পর্যবেক্ষন করতে চাই। তাছাড়াও তার মূল অবজেক্টিভ শুধু সেটা নয়। তার মূল অবজেক্টিভ পূর্ণ করতে হলে তাকে জ্যাকের কাছেই থাকতে হবে।
পুরো রুমটা খালি হয়ে গেলো, শুধু জ্যাক এবং রোজা দাঁড়িয়ে ছিলো তাদের মাঝে।
-->> তাহলে আমি কি করবো এখন? (রোজা)
রোজা পুরোপুরি মাস্ক পার্টিতে যুক্ত হয়ে গিয়েছে। তবে এখনো সে জ্যাকের কোনো প্লান সম্পর্কে জানে না। নতুন প্লেয়ার নিয়োগ দেওয়াতে আপাতোতো তারা সপ্তম ফ্লোর পর্যন্ত না আসা পর্যন্ত জ্যাক সপ্তম ফ্লোর ক্লিয়ার করতে পারবে না। যদিও সপ্তম ফ্লোরের কোনো স্কাউটিং বিশেষজ্ঞ প্লেয়ারের সাহায্যে তারা এটা ক্লিয়ার করতে পারবে, তবে রোজা বুঝতে পারছে জ্যাক সেটা করবে না। যেহেতু নিজের গডেস এর সাজেশন অনুযায়ী রোজা জ্যাকের সাথে আছে তাই তাকে পরবর্তী প্লানও জানতে হবে।
-->> আপাতোতো কোনো প্লান নেই৷ তবে প্লান হবে দেড়মাস পরে। (জ্যাক)
-->> ওয়েট এ মিনিট, তুমি কি মাত্র আমার মনের কথা শুনেছো? (রোজা)
রোজা কোনো বোকা ব্যক্তি নয়। সে সাথে সাথে ধরতে পারলো জ্যাকের চালাকি। জ্যাক এখনো তার এবিলিটি ব্যবহার করে যাচ্ছে। এবং সেটা দিয়ে সে রোজার মনোভাব শুনছিলো। তবে আপাতোতো সেটা ক্যানসেল করে দিলো।
-->> আসল কথায় আসা যাক। আপাতোতো তোমার তেমন কোনো কাজ নেই। তাই তোমার শর্ত অনুযায়ী তুমি তোমার হোয়াইট পার্টির কার্যক্রম করতে পারো। তবে দেড় মাস পরে এখানে সবাইকে এক সাথে করে দেখা করবে আমার সাথে। (জ্যাক)
রোজা জ্যাকের পার্টিতে প্রবেশ করলেও তার একটা শর্ত ছিলো। শর্ত অনুযায়ী রোজা জ্যাকের পার্টির সদস্য থাকবে, তবে পার্টিতে কোনো কাজ না থাকলে রোজা হোয়াইট পার্টির হেডকোয়ার্টারে চলে যাবে এবং সেখানে ভাইস লিডারের কাজ করে যাবে। যদিও সে হোয়াইট পার্টির সদস্য থাকবে না তারপরও সে সেটাকে নিয়ন্ত্রন করতে পারবে। রোজা বুঝতে পারছে জ্যাক আপাতোতো কি চিন্তা করছে। যেহেতু সপ্তম ফ্লোর তার নিজেরও ক্লিয়ার করতে অনেকটা সমস্যা হয়েছিলো তাই আপাতোতো অপেক্ষা করাটাই ভালো হবে সবার জন্য। রোজা আর কিছু না বলে বেরিয়ে পরলো হোয়াইট পার্টির হেডকোয়ার্টারের দিকে।
আন্ডারগ্রাউন্ড সিটির মধ্যে বেশী বাসা নেই, তবে যেসব বাসা রয়েছে তার মধ্যে অনেক রুম থাকার কারনে সেখানে আর কয়েক হাজারের বেশী প্লেয়ার অবস্থান করতে পারবে। এই সব গুলো বাসার মধ্যে হোয়াইট পার্টির হাতে বেশ অনেক গুলো বাসা রয়েছে। যার মধ্যে এটা একটা। যদিও বাকি গুলোর মধ্যে বিভিন্ন পার্টির এবং নিজ পার্টির সদস্যরা থাকে, তবে এটা রোজার নিজের পারশোনাল ব্যবহারের জন্য ছিলো। যার লোকেশন শুধুমাত্র হোয়াইট পার্টির কিছু সংখ্যক ব্যক্তিই জানে এবং এখন জ্যাক জানে সেটা সম্পর্কে।
জ্যাক তার হাত পা গুটিয়ে নিয়ে বসে পরলো এবং নিজের মাস্কটা খুলে ফেললো। অনেকটা সময় হয়েছে সে ঠিক মতো বাইরের আবহাওয়া মুখে লাগাতে পারে না। যদিও সে মাস্কটা আর ব্যবহার করতে চাচ্ছে না এখন, তবে তার ডান চোখের কালার পরিবর্তনটা সবার সামনে সে তুলে ধরতে চাই না। শুধু যে তার ডান চোখ লাল রঙের হয়েছে এমন নয়, ফায়ার ড্রাগন সোর্ড ব্যবহার করলে তার চোখ থেকে আগুন বের হতে শুরু হয়। যা দেখতে কুল হলেও জ্যাকের কাছে সেটা ভালো লাগে না। হয়তো লাগতো তার আর ইনকার্নেট গুলো একত্র না হলো,
-->> যাইহোক আমার আসল কাজটা আমি শুরু করি। (জ্যাক)
জ্যাক তার ব্যাগের মধ্য থেকে একটা চিঠি বের করলো। প্রথমে একটা স্বাভাবিক কাগজের উপরে কলম দিয়ে কিছু লেখা মনে করলেও জ্যাক এখন এটার রহস্য উপলব্ধি করতে পেরেছে।
-->> হয়তো আমার পূর্ব স্মৃতি গুলো ফিরে না আসলে আমি বুঝতেই পারতাম না এই চিঠিটার রহস্য। (জ্যাক)
জ্যাক একদিন পূর্বেই এই চিঠিটা হাতে নিয়েছিলো এবং একটা হিডেন পিস খুজে বের করতে পেরেছে। যা তখন ভালো করে দেখার সময় হয় নি তার। তবে আজকে থেকে দেড় মাস তার শুধু খালি সময়। এই সময়ে সে এই রুম থেকে বের হতে চাচ্ছে না।
-->> খাবার এবং পানীয় সব কিছু আমার কাছে রয়েছে। তাই দেড় মাস খুব দ্রুত কেটে যাবে। (জ্যাক)
জ্যাক চিঠিটার রহস্য কিছুটা দেখেছিলো যার কারনেই সে এখানে তার সময়টা কাজে লাগাবে এখন।
-->> ডোয়ার্ক মল্ট, আমাকে সত্যি টাওয়ারে যাওয়ার পর তোমাকে ধন্যবাদ জানাতে হবে। (জ্যাক)
জ্যাক চিঠিটার লেখর পিঠ উল্টালো এবং পিছনের সাদা অংশকে চোখে সামনে রাখলো। এবার তার মধ্যে নিজের শরীরের কিছু এনার্জি প্রবেশ করালো, যার সাদা অংশে কিছু লেখা তৈরী হতে শুরু করলো। মূলত সে গুলো লেখা ছিলো না। বরং কিছু ছবি ছিলো। ছবি গুলো কয়েকটা মার্শাল আর্ট স্কিলের ছিলো, যা জ্যাকের শেখা এক্সট্রিম ফিস্টের থেকেও অনেক শক্তিশালী। জ্যাকের মুখে একটা হাসি দেখা গেলো। মূলত তার পূর্বের জীবনে, যখন সে গড ছিলো তখন অনেক ভালো একজন ফাইটার ছিলো পোসেইডন। তবে জিউসের সাথে তাদের বাবাকে হারিয়ে ফেলার পর থেকে নিজের ফাইটিং স্কিলের প্রতি তেমন গুরুত্ব সে দেই নি। তাই তো এই সময়ে সে নিজের ফাইটিং স্কিলকে অনেকটা বারাতে চাচ্ছে। আর কাগজে থাকা স্কিল বা মার্শাল আর্ট মুভ গুলো জ্যাককে অনেক সাহায্য করবে নতুন করে তার ফাইটিং স্প্রিট তৈরী করতে।
-->> তাহলে প্রথমে কোনটা রয়েছে? টুইন ড্রাগন কিক, খারাপ না। নামটা আমার সেই পছন্দ হয়েছে। তাহলে শুরু করা যাক আমার ট্রেনিং। (জ্যাক)
কাগজে স্পষ্ট করে প্রতিটা মুভের ছবি আকানো ছিলো ছোট ছোট করে। কিভাবে দাঁড়াতে হয় এবং কিভাবে এনার্জি ব্যবহার করতে হয় সবটা ইঙ্গিত করা ছিলো তার মাঝে, আর জ্যাক সেটাই মনোযোগ দিয়ে দেখতে শুরু করেছে এবং হাত পা নারিয়ে আজব আজব স্টাইলে শরীরকে রাখার চেষ্টা করে যাচ্ছে।
* * * * *
(কোনো এক জায়গা)
দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে আকাশের উপরে। তাদের একজনের পিঠে পাখির মতো দুটো কালো ডানা, এবং আরেকজনের পিঠে পাখির মতো উজ্জ্বল হলুদ রঙের ডানা। দুজনের চেহারা এতোটা উজ্জ্বল ছিলো যে তারা একে অপরের চেহারাকেই দেখতে পাচ্ছে না। তবে তারা নিজেদের দিকে তাকিয়ে না থেকে বরং নিচের দিকে তাকিয়ে আছে। যেখানে তারা সব কিছু দেখতে পাচ্ছে। মানুষ, এল্ফ, মনস্টার, ভ্যাম্পায়ার, গড, ড্রাগন সকল স্পিসিজ এবং তাদের বিভিন্ন রকম ওয়ার্ল্ড, সব কিছুই তারা দুজন দেখতে পাচ্ছে তাদের দুই চোখের মধ্যে।
-->> তোমার অ্যাভেটার তো বেশ ভালো দুটো চরিত্রই তৈরী করেছে। তবে হয়তো এটা আশা করে নি, যে আমাদের জায়গা নেওয়াটা এখন সয়ং কেয়স এর জন্যও অসম্ভব। হাহাহাহাহাহা।
এটা বলেই উজ্জ্বল হলুদ রঙের ডানা যুক্ত ব্যক্তিটা হাসতে শুরু করলো। তার কথায় কালো ডানা যুক্ত ব্যক্তিতার কোনো পরিবর্তন হলো না। সে তার মতোই রইলো।
-->> জানো মাঝে মাঝে আমার বিশ্বাসই হয় না যে তুমি আমার ভাই। মাঝে মাঝে হেঁসে দেখতে পারো, দেখবে তোমার ঔ হ্যান্ডসাম চেহারাই অনেকেই পাগল হয়ে যাবে।
উজ্জ্বল ডানা যুক্ত ব্যক্তিটা আবারো কথাটা বললো,
-->> বাদ দাও তোমার ফালতু কথা। বরং তুমি তোমার অ্যাভেটারকে নিয়ে চিন্তা করো। হাজারো অ্যাভেটারের মধ্যে তোমার ফেবারিট অ্যাভেটার আমার একমাত্র অ্যাভেটারের মতোই আমাদের চিন্তার বাইরে সিদ্ধান্ত নিয়েছে। তো কি শাস্তি দিবে তাদের?
কালো ডানা যুক্ত ব্যক্তিটা কথাটা বললো।
-->> সে নিয়মের বাইরে কিংবা আমার আদেশের বাইরে কিছু করে নি এখনো, তাই আমি এখনি কিছু করতে চাচ্ছি না। তবে কাহিনীটা কতদূর যায় সেটা দেখার অনেক আগ্রহ আমার। তাইতো অপেক্ষা করে আছি।
উজ্জ্বল ডানা যুক্ত ব্যক্তিটা কথাটা বললো।
-->> মজা করছো আমার সাথে? কাহিনীটা কোথায় যাবে এটা তো ভালো করেই জানো তুমি আমার মতো। তাহলে অপেক্ষা করার কি আছে?
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।