#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৬৬
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
এক সপ্তাহ হয়েছে জ্যাক এবং তার পার্টির সাথে ডোয়ার্ক মল্টের দেখা হয়েছে। পৃথিবীর মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের গড ফাদার ডোয়ার্ক মল্টকে দেখে মনেই হবে না সে এতোটা শক্তিশালী হবে। তবে তেতো হলেও বিষয়টা মেনে নিতে হচ্ছে সবাইকে। মাস্ক পার্টির সকলেই অবাক হয়েছে একটা জিনিস দেখতে পেরে, ডোয়ার্ক মল্ট এক সময়ে সমস্ত এরিয়ার মাফিয়াদের নিয়ন্ত্রন করতো, তবে টাওয়ারে সে সম্পূর্ণ একা। তার কোনো ফলোয়ার নেই কিংবা কোনো পার্টি নেই। একাই ডোয়ার্ক মল্ট টাওয়ারের ফ্লোর গুলো ক্লিয়ার করে। এই বিষয়ে মাস্ক পার্টির কেউই কোনো কিছু জিজ্ঞাসা করেনি। বিশেষ করে কেউ জিজ্ঞাসা করার সময়ই পায় নি।
-->> ট্রেনিং গুলো প্রতিদিন বেশী কঠিন হয়ে যাচ্ছে। তবে আমি ফিল করতে পারছি ট্রেনিং গুলো আমার বডিকে অনেকটা শক্তিশালী করে দিয়েছে। (জ্যাক)
পুরো পার্টি পঁচিশতম ফ্লোরের মধ্যে একটা পাহাড়ের উপরে অবস্থিত ছিলো। যেখানে কাঠের বিশাল একটা বাড়ি বানানো ছিলো। বাসাটা ডোয়ার্ক মল্টের ছিলো তবে সেটা সে আপাতোতো মাক্স পার্টিকে ব্যবহার করতে দিয়েছে। রাতের সময় তাই সবাই ক্লান্ত হয়ে আছে এখন। অধিকাংশই ঘুমাচ্ছিলো আবার কেউ জেগেও থাকতে পারে। শুধুমাত্র জ্যাক বাসা থেকে বাইরে এবং জায়গাটার সৌন্দর্য উপভোগ করছিলো। বাসাটার প্রায় কিছুটা সামনেই পাহাড়ের চূড়া হালকা উঁচু হয়ে আছে, যেখানে জ্যাক বসে আছে। পা কে নিচের দিকে রেখে সে বসে আছে এবং নিচের দিকে তাকাচ্ছে। এখান থেকে পরে গেলে মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই কারন পাহাড়টা এতো উঁচু যে উপর থেকে নিচ বা নিচ থেকে উপরে দেখা যায় না। তাদের এখানে আসতে বেশী সময় লাগে নি, কারন ডোয়ার্ক মল্ট একটা টেলিপোর্টেশন আইটেমের ব্যবহার করেছিলো এখানে সবাইকে আনতে।
-->> তাহলে আমরা চাইলেও এখান থেকে যেতে পারবো না। (জ্যাক)
জায়গা থেকে নামার কোনো রাস্তা ছিলো না। তারা একদম খাড়া একটা পাহাড়ের চূড়ার উপরে ছিলো। যেখানের জায়গাটা তেমন বড় না। এক পাশে একটা বাসা, একপাশে একটা ঝর্না সহ পুকুর এবং একপাশে ঘন গাছের একটা বন। এই নিয়েই জায়গাটা তৈরী। জ্যাক তার বসা জায়গা থেকে উঠে গেলো এবং খাড়ির দিকে মুখ করে সে পুশ আপ দিতে শুরু করলো। এভাবে শারিরীক ট্রেনিং জ্যাকের কোনো সময়েই ভালো লাগতো না। তারপরও শক্তিশালী হওয়ার জন্য তাকে করতেই হবে।
-->> মাস্টার বলেছে প্রতি পাঁচ মিনিট পর পর একশত পুশ আপ দিতে। (জ্যাক)
ডোয়ার্ক মল্ট জ্যাককে তার স্টুডেন্ট বানিয়েছে। এটার জন্য নয় যে জ্যাকের কাছে ট্যালেন্ট আছে। বরং এটার জন্য কারন জ্যাক ডোয়ার্ক মল্টের চিঠিটা নিয়ে এসেছিলো। ফর্মার মাফিয়া কিং সব সময় তার কথা রাখে। তাই সে জন্যই সে জ্যাককে স্পেশাল ভাবে ট্রেনিং দিচ্ছে। জ্যাকের যেহেতু একটা পার্টিও রয়েছে তাই মল্ট তার পার্টির বাকি সদস্যদের জন্যও হালকা ট্রেনিং এর ব্যবস্থা করেছে। তবে সেটাকে জ্যাকের সাথে তুলনা করা যায় না। কারন জ্যাকের ট্রেনিং গুলো খুবই কঠিন ছিলো। জ্যাক তার একশত পুশ আপ শেষ করতে পারলো না। চল্লিশটা দিয়েই সে হাঁপিয়ে গেলো এবং শুয়ে পরলো সেখানেই।
-->> আমি এখনো পারছি না। (জ্যাক)
প্রতি পাঁচ মিনিট পর পর একশত পুশ আপ দেওয়া অনেক কষ্টকর একটা বিষয়, যা জ্যাক জানে তারপরও সে এটা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। জ্যাক এবার দুই পা ভাজ করে দিয়ে বসলো। সে মেডিটেশন করতে লাগলো। এটা একটা টেকনিক যার মাধ্যমে খুবই দ্রুত এনার্জি এবং স্ট্যােমানা শরীরে যুক্ত হতে থাকে। জ্যাক তার চোখ বন্ধ করে নিলো এবং ভারী একটা নিশ্বাস নিয়ে সেটাকে আবার ছেড়ে দিলো আস্তে করে। কিছুক্ষন মেডিটেশন করার পর জ্যাক সেখান থেকে উঠে গেলো এবং হাটতে শুরু করলো। তার গন্তব্য ছিলো বনের দিকে। ঘন বনের মধ্যে কোনো মনস্টার না থাকলেও জ্যাকের ট্রেনিং এর জন্য সাহায্যকারী অনেক কিছুই আছে।
-->> মাস্টার গিয়েছে পরবর্তী ফ্লোর ক্লিয়ার করতে। তাই এই সময়ে আমাকে নিজ মতো ট্রেনিং করতে হবে। (জ্যাক)
বন প্রবেশ করার পূর্বে ছোট একটা চাউনির মতো তৈরী করা আছে। যার মধ্যে বেশ কিছু কুড়াল রয়েছে। জ্যাক সেই কুড়ালের একটা হাতে নিয়ে বনের ভিতরে প্রবেশ করলো। একটা মোটা এবং তাজা গাছ বেছে নিলো এবং সেটাকে নিচ থেকে কাটতে শুরু করলো। গাছের ত্বক অনেক মোটা হওয়ার কারনে জ্যাক তার আঘাত গুলো দিয়ে সেটাকে কাটতে পারছিলো না। খুব সামান্যতম ড্যামেজ হচ্ছিলো প্রতিটা কুড়ালের আঘাতে। অবশ্য এটা জ্যাকের ট্রেনিং ছিলো না। তাই সে তার এবিলিটি ব্যবহার করলো।
"সুপার স্ট্রেন্থ"
একটু পরে সে বন থেকে বের হলো নিজের ঘাড়ে একটা বড় এবং মোটা গাছের কান্ড নিয়ে বের হলো। কিছুদিন ভারী জিনিস ঘাড়ে এবং মাথায় নিয়ে জ্যাকের অভ্যাস হয়ে গিয়েছে। তারপরও তাকে এতো ভারী একটা গাছের কান্ড বহন করার জন্য সুপার স্ট্রেন্থ ব্যবহার করতে হয়েছে। জ্যাক সেটাকে নিয়ে পুকুরের পাশে গেলো এবং পুকুরের পানির মধ্যেই নিজের সুপার স্ট্রেন্থ দিয়ে গেঁথে দিলো।
-->> যাক তাহলে এটা আমার ট্রেনিং পার্টনার হতে পারবে। (জ্যাক)
যেখানে জ্যাক গাছের কান্ডটা গেঁড়েছে সেখানে তার বুক পর্যন্ত পানি ছিলো। জ্যাক পানির মধ্যে নামলো এবং গাছের কান্ডটার সামনে দাঁড়ালো। নিজের প্যান্টের পকেটে একটু মোটা দড়ি ছিলো যা জ্যাক তার দুই হাতে বেঁধে নিচ্ছিলো। এবার সে পান্স করতে শুরু করলো। ডোয়ার্ক মল্টকে এক রাতে এভাবেই এখানে ট্রেনিং করতে দেখেছিলো জ্যাক। আর সেজন্যই সে এটা ব্যবহার করতে চাচ্ছিলো।
-->> অবশ্যই সহজ হবে এটা। (জ্যাক)
সে একটু সহজ মনে করে পান্স দিলো গাছের কান্ডে, কিন্তু সাথে সাথেই যন্ত্রনায় তার চোখ দিয়ে পানি চলে আসলো।
-->> আউ, আউ, আউচ। (জ্যাক)
জ্যাক তার হাতে নারাতে শুরু করলো এবং ফুক দিতে লাগলো। সে এক সময় কনক্রিটের দেওয়াল ভাঙতে পারতো খুব সহজেই। তবে সেটা তার শক্তিশালী বডির জন্য সম্ভব ছিলো। তবে এখন সে সাধারণ একটা মানুষের শরীরে আছে। তাছাড়াও কোনো এবিলিটি এবং কোনো এনার্জির ব্যবহার করছে না জ্যাক।
-->> এনার্জি ছাড়া কিভাবে সম্ভব এটাকে পান্স করা? (জ্যাক)
জ্যাক হার মানলো না। প্রথমটা সে জোরে দিলেও এবার সে আস্তে আস্তে পান্স দিতে লাগলো। পানি তাপমাত্রা ছিলো অনেক ঠান্ডা, যার কারনে জ্যাকের শরীরে জমে যেতে চাচ্ছিলো। তবে তার পান্সের ফলে যে ব্যথা তৈরী হচ্ছিলো হাতে তা তাকে গরম রাখতে সাহায্য করছিলো। এভাবে কতক্ষন সে পান্স করেছে সেটা সে নিজেই জানে না। যখন সে সকালে উঠলো তখন নিজেকে পানির উপরে ভাসতে দেখলো।
-->> পান্স করতে করতে ঘুমিয়ে গিয়েছিলাম আমি? (জ্যাক)
জ্যাক খেয়াল করলো, সে গাছের কান্ডে পান্স করে তাতে কোনো ক্ষয় করতে পারে নি। বরং সে সেটার কালার চেঞ্জ করে ফেলছে। হাতে দিকে তাকালো জ্যাক। ব্লাড গুলো শুকিয়ে গেছে এখন।
"সুপার হিলিং"
জ্যাক তার এবিলিটি ব্যবহার করলো যা তার হাতের ক্ষতকে আস্তে আস্তে করে হিল করিয়ে দিতে লাগলো। সে পানি থেকে উঠলো। নিজের সারা শরীর ভিজে রয়েছে।
-->> আমার হঠাৎ অন্যরকম লাগছে কেনো? (জ্যাক)
জ্যাক তার শরীরে অন্যরকম একটা কিছু ফিল করতে পারছে। বিশেষ করে এই পানিতে পুরো রাত সময় কাটানের জন্য তার শরীরে মনে হচ্ছিলো বিশেষ কিছু চেঞ্জ হয়েছে। জ্যাক তেমন কোনো গুরুত্ব না দিয়ে তার টিম মেম্বারদের কাছে যেতে লাগলো।
* * * * *
ডিম্যান প্রিন্স অফ গ্রিড তার প্রতিদিনের থাকার জায়গাতে ভেসে ভেসে ঘুমাচ্ছিলো। তবে তার ঘুমটা বেশীক্ষন হতে পারলো না। কারন তার পাশে থাকে গোল ম্যাজিক বলের মধ্য দিয়ে লোকি কথা বলতে শুরু করলো।
-->> আবার কি হয়েছে লোকি? (গ্রিড)
গ্রিড তার চোখ মুছতে মুছতে কথাটা বললো। তার চোখে এখনো ঘুম ছিলো। লোকি রাগে কথা বলতে শুরু করলো।
-->> তুমি নিশ্চয় জানো আমার সাথে কি হয়েছে। আমি জ্যাকের সাথে ফাইট করবো বলে আজ কয়েকবছর হলো প্লান করে আসছিলাম। সব কিছু আমার প্লান মতোই যাচ্ছিলো। আমি ওর প্রতিটা এট্যাকের কাউন্টার তৈরী করে রেখেছিলাম। কিন্তু শেষমেষে একটা ব্যক্তি আসলো যে আমার এন্টিম্যাজিক ব্যারিয়ার পার করে আমাকে এক পান্সে সেন্সলেস করে দিলো। এটা আমি কিছুতেই মানতে পারছি না। আমি নিশ্চিত এর ভিতরে তোমার হাত রয়েছে। (লোকি)
লোকির কথাটা শুনে গ্রিডের মেজাজটা খারাপ হয়ে গেলো। একে তো লোকি এখনো তাকে গুঙনির এনে দেই নি। তারপরও গ্রিড যেসব কাজ করে নি সেসবের দোষী বানাচ্ছে।
-->> ও লোকি, এজগার্ডের গ্রেট উইজার্ড। তারপরও এজগার্ডের সুপ্রিম উইজার্ড তো ওডিন তাই না? গড অফ মিসচিফ দ্যা এ.কে.এ ট্রিকসটার গড লোকি একটা সামান্য মানুষের পান্স খেয়ে এসেছে যে কোনো গডের অ্যাভেটারও না। আবার সেই লোকি আমার সামনে এসে বলছে আমি কিছু একটা করেছি। তোমার তো লজ্জা থাকা উচিত। (গ্রিড)
গ্রিডের কথা শুনে লোকি অনেকটা অবাক হয়েছে।
-->> এটা কিভাবে সম্ভব? একটা মানুষ গডের পাওয়ার ছাড়া কিভাবে এতোটা শক্তিশালী হতে পারে? অন্তত এই জায়গায় তো সেটা সম্ভব না। (লোকি)
-->> এই মানুষটা অনেক স্পেশাল। তাই আমি একটা পরামর্শ দিবো এর থেকে দূরে থাকতে। (গ্রিড)
গ্রিডের কথাটা শুনতে পেরে হঠাৎ লোকির মাথায় একটা জিনিস খেলা করলো। সে এখন তার অ্যাভেটারের শরীরে ছিলো না। সে প্রধান এজগার্ডের মধ্যে ছিলো যেটা এক্সব্লকের মধ্যে অবস্থিত। লোকি তার সময় নষ্ট না করে টেলিপোর্টেশন ব্যবহার করলো এবং একটা বিশাল ভাসমান লাইব্রেরির সামনে পৌঁছে গেলো। লাইব্রেরিটা অনেক অদ্ভুদ একটা জায়গা যেখানে অন্তত লোকি বার বার আসতে চাই না। তবে তাকে একটা জিনিস জানতেই হবে যার কারনে সে তার সময় নষ্ট করতে চাচ্ছিলো না।
-->> লাইব্রেরি অফ নলেজ, আমি আশা করছি আবারো আমার প্রশ্নের উত্তর গুলো তুমি দিতে পারবে। (লোকি)
লোকি প্রবেশ করলো লাইব্রেরির ভিতরে। কোনো রকম গার্ড নেই লাইব্রেরিটার মধ্যে। শুধু ভিতরে রয়েছে একজন লাইব্রেরিয়ান যে এই বিশাল লাইব্রেরিকে নিয়ন্ত্রন করে। লোকি ভিতরে প্রবেশ করার সাথে সাথেই তার দেখা লাইব্রেরিয়ানের সাথে হলো। নিজের মুখ লুকিয়ে সে তার পাশ দিয়ে চলে যেতে চাচ্ছিলো তবে সেটা পারলো না। বেশ কিছু গোল্ডেন কালারের শিকল লোকিকে আটকে ধরলো।
-->> আউচচচচচ। (লোকি)
[গড অফ মিসচিফ লোকি, লাইব্রেরি অফ নলেজে তোমার প্রবেশকে ব্যান করা হয়েছে। তারপরও আবারো এখানে তোমাকে দেখা যাচ্ছে কেনো?]
লাইব্রেরিয়ান কথাটা লোকির দিকে তাকিয়েও বললো না। সে কাউন্টারের মতো একটা টেবিলের পাশে বসে ছিলো যেখানে কাগজের উপরে কোনো একটা হিসাব করতে ব্যস্ত ছিলো। লোকি জানতো এখানে এরকম কিছু একটা হবে, তাই সে সাথে সাথে তার হাতের স্পেস রিং থেকে প্রায় এক হাজারের উপরে বই বের করলো এবং সেগুলোকে লাইব্রেরিয়ানের টেবিলের উপরে রেখে দিলো।
-->> আমি তো এসেছিলাম এই বই গুলো ফেরত দিতে। (লোকি)
বই গুলোর দিকে লাইব্রেরিয়ান এক নজর তাকিয়ে আবারো হিসাবে ব্যস্ত হয়ে গেলো সে।
[তোমার নেওয়া বারো হাজার তিনশত নয়টা বই এর মধ্যে এক হাজার এখানে। বাকি বই গুলো কবে ফেরত দিচ্ছো লোকি?]
-->> আমি চেষ্টা করছি, কিন্তু অনেক বছর হয়ে গিয়েছে। তাই সঠিক ভাবে বই গুলোকে খুঁজে পাচ্ছি না। আমাকে আরো কিছু সময় দিলে সেগুলোও খুঁজে বের করবো। (লোকি)
[একটা বই, আমি যেকোনো একটা বই পড়ার সুযোগ দিতে পারবো। তোমার জন্য বই নিয়ে যাওয়া অসম্ভব এখন।]
-->> আমি এন্টি ম্যাজিকের বইটা পড়তে চাই। (লোকি)
লাইব্রেরিয়ান লোকির কথাটা শোনার সাথে সাথে নিজের ডান হাত সামনের দিকে রাখলো। সাথে সাথে ভিতরের বিশাল এবং শেষ না হওয়া বইয়ের কালেকশন থেকে একটা বিশাল বই উড়ে লাইব্রেরিয়ানের হাতের উপরে চলে আসলো। লোকি তার থেকে বইটা নিয়ে ভিতরে চলে যেতে চাইলো তবে,
[ভিতরে তোমার প্রবেশ নিষিদ্ধ, তাই একটা স্পেশাল প্লেসের ব্যবস্থা করেছি আমি।]
লোকির মুখটা সাথে সাথে ফ্যাকাসে হয়ে গেলো। সে ভালো করেই জানে জায়গাটা কোথায়। হঠাৎ তার পায়ের নিচের ফ্লোর উধাও হয়ে গেলো এবং লোকি বি সহ তার মধ্যে পরে গেলো।
-->> আমার বানরদের এমনিতেই দেখতে মন চাই না। আর এঔ কিং কং কে তো আরো ভালো লাগে না। শুধু সান গডের অ্যাভেটার না হলে দেখি দিতাম আমি লোকি কি জিনিস। (লোকি)
লোকি একটা বন্ধ রুমের মধ্যে প্রবেশ করেছে। জায়গা তৈরী করা হয়েছে লাইব্রেরির মধ্যে যারা জোরপূর্বক প্রবেশ করে তাদের জন্য। এখানে তাদের আটক করে রাখা হয় তাদের সারাজীবনের জন্য। এরকম অগণিত রুম রয়েছে এই লাইব্রেরি অফ নলেজের মধ্যে। লোকি আপাতোতো এই বিষয়ে নজর না দিয়ে টেবিলের উপরে বই রেখে পাশের একটা চেয়ারে বসে পরলো। রুমটা একটা প্রিজন হতে পারে তারপরও এখানে একটা বেড, একটা টয়লেট, একটা টেবিল এবং দুটো চেয়ার রয়েছে। সেই সাথে ম্যাজিক বাল্বের ব্যবস্থাও রয়েছে আলোর জন্য। তাই লোকি আরাম করে বসে বইটা পড়তে শুরু করলো।
-->> প্রথম এন্টি ম্যাজিক দেখা দিয়েছিলো হ্যাভেনের গডদের মাঝে, একমাত্র এঞ্জেল স্যামুয়েল ছাড়া কেউ এন্টি ম্যাজিক ব্যবহার করতে পারতো না। তবে এঞ্জেল স্যামুয়েলের মৃত্যুর পর এন্টি ম্যাজিক ছড়িয়ে যায় এবং অনেকেই সেটার ব্যবহার করতে শুরু করে। তবে কোনো ব্যক্তির এন্টি ম্যাজিকই এঞ্জেল স্যামুয়েলের মতো ছিলো না। (লোকি)
লোকি এই লাইনটা একটু জোরে পড়তে লাগলো। সে এটুকু পরেই কিছু একটা বুঝতে পারলো। কিন্তু সে আরো পড়তে লাগলো মনোযোগে খুবই মনোযোগে।
* * * * *
(পচিশতম ফ্লোর)
জ্যাক তার ট্রেনিং নিয়ে ব্যস্ত। যেহেতু ডোয়ার্ক মল্ট এই সময়ে নেই তাই তার পার্টির অন্যান্য ছেলেরা এখন রেস্ট নিতে ব্যস্ত। তারা ঘাসের উপরে বসে জ্যাকের ট্রেনিং করা দেখে যাচ্ছে এবং উৎসাহ দিচ্ছিলো। আজকে তিনদিন থেকে জ্যাকের মনে হচ্ছিলো সে অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। বিশেষ করে তিনদিন আগের রাতে পানিতে ভরা সেই স্পেশাল ট্রেনিং এর কারনে। ওটাকে স্পেশাল ট্রেনিং হয়তো বলা যায় না। জ্যাক কিছু পান্স দেওয়ার পর ঘুমিয়ে শুধু ভাসছিলো পানির উপরে। তবে একটা জিনিস দেখার বিষয় এটা করার পর জ্যাকের স্ট্যােমানা অনেক বৃদ্ধি পেয়েছে। সে সহজেই হাঁপাচ্ছে না আজকে।
-->> দুইশত নব্বই, দুইশত একানব্বই, দুইশত বিরানব্বুই, দুইশত তিরানব্বই, দুইশত চুরানব্বই, দুইশত পঁচানব্বই, দুইশত ছিয়ানব্বই, দুইশত সাতানব্বই, দুইশত আটানব্বই, দুইশত নিরানব্বই, তিনশতততততততততত। (সবাই একসাথে)
জ্যাক পুশ আপ দিচ্ছিলো এবং এরকম সময়ে বাকিরা তাকে উৎসাহ দিচ্ছিলো পুশ আপ কাউন্ট করে। জ্যাক তার পুশ আপ দেওয়া বন্ধ করলো। যদিও আরো কয়েকটা দিতে পারতো। তারপরও সে আর চেষ্টা করলো না।
"এটা আসলেই আজব একটা বিষয়। কিছুদিন পূর্বেও আমি দুই-তিনশত পুশ আপ দিতে পারতাম, তবে সেটা এস এনার্জিকে ব্যবহার করার মাধ্যমে। কিন্তু মাস্টার আমাকে বলেছে কোনো রকম এনার্জির ব্যবহার না করতে ট্রেনিং এর সময়। সব কিছু শুধু আমার শরীর দিয়ে করতে বলেছে। এক সময়ে ত্রিশ-চল্লিশটার উপরে পুশ আপ দেওয়া তো এনার্জি ব্যবহার করা ছাড়া একদমই সম্ভব না।" (জ্যাক ভাবছে)
-->> লিডার থামলেন কেনো? আমরা জানি আপনি আরো দিতে পারতেন। আবার শুরু করেন, আমরা কাউন্ট করবো আবারো। (ভুসেকা)
জ্যাকের নজর এবার তাদের দিকে গেলো। তারা ভালোই রিলেক্সে রয়েছে। তিন দিন হয়েছে ডোয়ার্ক মল্ট এখানে নেই, সেই খুশিতে তারা তাদের সময় অনেক আনন্দের সাথে কাটাচ্ছিলো। জ্যাক সব সময় ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকে তবে তারা জ্যাকের ট্রেনিং দেখা নিয়ে ব্যস্ত থাকে। প্রথম কয়েক দিন ডোয়ার্ক মল্ট তাদের উপরে এতো কড়া ট্রেনিং চাপিয়ে দিয়েছিলো যে তারা তো চাচ্ছিলো এই পাহাড় থেকেই ঝাপ দিতে। তবে সব কিছু সহ্য করার ফলে তারা কিছুটা ফ্রি সময় পেয়েছে, যা ট্রেনিং এর মতো সময়ে ব্যায় করে তারা হারাতে চাচ্ছিলো না।
-->> তোমরা শক্তিশালী হতে চাও না? (জ্যাক)
-->> লিডার, এটা সঠিক যে আমরা সবাই শক্তিশালী হতে চাই, তবে আপনার মাস্টারের শেখানোটা শুধু আমাদের জন্য একটু বেশী হয়ে যায়। (লুইস)
-->> হ্যাঁ লিডার। (বাকিরা)
-->> কি কঠিন হয়ে যায়?
পিছন থেকে হঠাৎ একটা পরিচিত কন্ঠ সবাই শুনতে পেলো। কন্ঠটা শোনার জন্য কেউই প্রস্তুত ছিলো না। তাই কেউ পিছনে না তাকিয়েই দিলো দৌড়।
-->> মাস্টার আপনি এতো দ্রুত চলে আসলেন। (জ্যাক)
জ্যাক ডোয়ার্ক মল্টকে এতো দ্রুত ফিরে আসতে দেখে অবাক হয়ে গিয়েছে। পরবর্তী ফ্লোর ক্লিয়ার করতে গিয়েছিলো একাই ডোয়ার্ক মল্ট। জ্যাক অন্তত আশা করেছিলো এক দুই মাস পরে তার মাস্টারের সাথে দেখা হবে। তবে তার মাস্টার এখনি তার সামনে দাড়িয়ে আছে দেখে জ্যাক বুঝতে পারছে না কি হয়েছে। মল্ট আস্তে আস্তে জ্যাকের পাশে গিয়ে বসলো। যেহেতু জ্যাক মেডিটেশন করতে যাচ্ছিলো তাই সেও জ্যাকের পাশে দুই পা ভাজ করে বসে বসলো।
-->> একটা টেলিপোর্টেশন আইটেম সাথে থাকলে অনেক কাজেই ব্যবহার করা যায় সেটা। (মল্ট)
জ্যাক ডোয়ার্ক মল্টের কথাটা বুঝতে পারলো। মল্ট যেটা বোঝাতে চাচ্ছিলো তা হলো, টেলিপোর্টেশন আইটেমের মাধ্যমে খুব কম সময়ে তার মাস্টার উপরের ফ্লোরে প্রবেশ করেছিলো এবং সেটাকে তিনদিনে ক্লিয়ার করার পর আবারো সাথে সাথে এই খানে টেলিপোর্ট হয়ে চলে এসেছে।
"কিন্তু তিনদিন, তিনদিনে কিভাবে সম্ভব!" (জ্যাক ভাবছে)
জ্যাক লম্বা একটা শ্বাস ছিলো এবং সেটাকে আস্তে করে ছেড়ে দিলো। মেডিটেশন সম্পর্কে সে তেমন কোনো কিছু জানে না, তবে তার মাস্টারের সেই চিঠিতে হালকা দুই লাইন লেখা ছিলো যা ট্রাই করে জ্যাকের অনেকটা হালকা মনে হয়। তাইতো বিরক্ত মনে হলেও সে এখন মেডিটেশন করে।
-->> মাস্টার আমার একটা প্রশ্ন ছিলো? (জ্যাক)
-->> কি সেটা? (মল্ট)
আপনি যেদিন চলে যান, সেদিন রাতে আমি আপনার মতো করেই পুকুরের মধ্যে ট্রেনিং করছিলাম। তবে মাঝপথে আমি এতেটা দুর্বল হয়ে যায় যে কখন ঘুমিয়ে পরি সেটা নিজেও জানি না। যখন সকালে আমার ঘুম ভাঙে তখন আমার কাছে মনে হচ্ছিলো আমার শরীরটা অনেক হালকা এবং পূর্বের থেকে অনেকটা শক্তিশালী হয়েছে। (জ্যাক)
ডোয়ার্ক মল্ট জ্যাকের দিকে একটু তাকালো এবং তাকিয়েই রইলো। হঠাৎ জ্যাকের লোম গুলো দাঁড়িয়ে গেলো তার মাস্টারের তাকানো দেখে।
"আমি বলতে ভুলে গিয়েছি রাতের সময় সেই পুকুরের কাছে না যেতে। কিন্তু হয়তো বলতে পারি নি। যায়হোক, এটা ভালো কোনো কিছু না।" (মল্ট ভাবছে)
-->> তুমি শক্তিশালী হয়েছো? তাহলে তো ট্রেনিংটা বারিয়ে দেওয়া উচিত। (মল্ট)
মল্টের হাতে একটা রিং ছিলো। সে রিং এর মধ্য থেকে বেশ কিছু ট্রেনিং সামগ্রী বের করলো।
-->> মাস্টার এগুলো কি আমার নতুন কোনো ড্রেস আর্মার? (জ্যাক)
ডোয়ার্ক মল্ট একটা ড্রেস টি-শার্ট, একটা প্যান্ট, হাতের গ্লোভস এবং পায়ের জুতা বের করেছে। যা জ্যাকের কাছে ম্যাজিকাল আইটেম মনে হচ্ছিলো। সে ভেবেছিলো হয়তো সেগুলো তাকে শক্তিশালী করবে। কিন্তু কিভাবে করবে সেটা সে জানতো না।
-->> এগুলো পরে দেখো। (মল্ট)
জ্যাক আর এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। সে দ্রুত সেগুলো পরে নিলো।
-->> মাস্কটা খুলে রাখো এই সময়ে। (ডোয়ার্ক মল্ট)
জ্যাক এই সময়েও তার মাস্কটা পরে ছিলো। তবে তার মাস্টারের কথা মতো সে মাস্কটা খুলে নিলো। এবং তার পরা নতুন আইটেম গুলোর দিকে তাকিয়ে ছিলো। দেখে সেগুলোকে আর্মার আর্মার মনে হচ্ছিলো না তার।
-->> তাহলে তোমার ট্রেনিং শুরু করা যাক। একবার এক হাজার বলো। (মল্ট)
-->> এক হাজার!
জ্যাক অবাক হলো, এক হাজার বলতে হবে কেনো তা সে বুঝতে পারলো না। তবে যখন সে বললো তখনি তার মনে হচ্ছিলো সবকিছু ঘুরছিলো তার চারপাশ দিয়ে। তার কাছে মনে হচ্ছিলো আশেপাশের সবকিছু তাকে চাপ দিচ্ছিলো নিচের দিকে। না তার মাস্টার তাকে এই পর্যন্ত এট্যাক করে নি, তাই সে সিওর ছিলো যে ডোয়ার্ক মল্ট তাকে এট্যাক করে নি। জ্যাকের হঠাৎ এরকম একটা এট্যাকের কথা মনে পরলো।
-->> এটা গ্রাভিটি এট্যাক। (জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।