#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৬৭
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
{(স্পেশাল নোটঃ গল্পের কিছু নাম পরিবর্তন করা হয়েছে। যেমন, গডের পরিবর্তে এখন থেকে কন্সটেলেশন ব্যবহৃত হবে। কন্সটেলেশনের মূল অর্থ মূলত নক্ষত্রপুঞ্জ বা কিছু উজ্জ্বল নক্ষত্রের সমষ্টি। তবে গল্পে তারা শক্তিশালী কিছু স্পিসিজ, যাদের নিজস্ব কিছু নক্ষত্রপুঞ্জ রয়েছে। আবার যেসব জায়গায় গড অফ বলা হতো সে জায়গায় কিং শব্দটা ব্যবহার হবে এখন থেকে।)}
(টাওয়ার অফ গ্রিড)
জ্যাক তার ট্রেনিং এ ব্যস্ত ছিলো। তার মাস্টার ট্রেনিং এর সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। সাধারণ চোখে মনে হবে কত স্বাভাবিক একটা ট্রেনিং, তবে জ্যাক নিজেই বুঝতে পারছে সে কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলো।
[জ্যাক চরিত্রে,]
আমার নাম জ্যাকসন। আমি একজন কন্সটেলেশন ছিলাম। পোসেইডন কন্সটেলেশন বলা হতো সেটাকে। তবে আমাকে যখন ইটানার্ল কার্স দিয়ে এক্সব্লক থেকে বের করে দেওয়া হয় তখন আমার কন্সটেলেশন আমি হারিয়ে ফেলি। আমার কিং অফ ওয়াটার টাইটেলও হারিয়ে যায় আমার থেকে। এখন আমি শুধু মাত্র একটা মানুষ যে বারবার মারা গিয়ে আবারো জন্ম নিচ্ছি। এই পর্যন্ত শত-শত ইনকার্নেট ছিলো আমার। তবে মনে হচ্ছে এটাই আমার শেষ ইনকার্নেট। এক্সব্লকে প্রবেশের পূর্বে আমি মারা গেলেও আর কোনো ইনকার্নেটের শরীরে যেতে পারবো না। বরং মারা গেলে আবারো এক ঘন্টা পূর্বে চলে আসলো। এটা এমন একটা এবিলিটি যা আমার একটুও পছন্দের নয়। আবার এক্সব্লকে প্রবেশের পর মারা গেলে আমার সউল সোজা আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে, যেহেতু আমার ইটানার্ল কার্স এখন আর নেই তাই এক্সব্লকে যাওয়ার পর একটা জীবনই আমি পাবো শুধু। আর এজন্যই আমি শক্তিশালী হচ্ছি। পূর্বের থেকেও হাজার গুনে আমাকে শক্তিশালী হতে হবে। উপরে এমন কিছু বিয়িং রয়েছে যারা কন্সটেলেশনদের থেকেও শক্তিশালী। আর তাদের বিরুদ্ধে যদি আমি কখনো দাঁড়াতে চাই তাহলে আমাকে শক্তিশালী হতে হবে।
একটা মানুষের শরীরে অনেক লিমিট থাকে। যার কারনে তারা শারিরীক দিক দিয়ে ততটা শক্তিশালী হতে পারে না। তবে ম্যাজিকের দিক দিয়ে তারা অনেক দক্ষ এবং শক্তিশালী হতে পারে। ম্যাজিক বিষয়টা আমার শক্তিশালী দিক ছিলো না কখনোই। আমি কন্সটেলেশন থাকা অবস্থা থেকেই আমার ট্রাইডেন্ট এবং শারিরীক ক্ষমতা দিয়েই ফাইট করেছি। আমার শক্তিশালী ইনকার্নেটদের কথাও যদি বলি তাহলে সবাই শারিরীক ভাবেই শক্তিশালী ছিলো। তাই বলা যায় আমার একমাত্র অস্ত্রই আমার শরীর। যদিও আমি অস্ত্রের ব্যবহার করি তারপরও সেটা আমার শারিরীক ক্ষমতা দিয়েই ব্যবহার করতে হয়। অন্যদিকে ম্যাজিকের সম্পর্কে আমি জানলেও আমি ম্যাজিকের সেরকম ফ্যান না। তাই আপাতোতো আমাকে আমার শরীরের দিকে ফোকাস দিতে হবে। একটা মানুষের শরীরে অনেক লিমিট থাকে। যে লিমিট গুলো ভাঙা অসম্ভব। সকল স্পিসিজদের মধ্যে মানুষ বুদ্ধিমান একটা স্পিসিজ হলেও শক্তির দিক দিয়ে তাদের অনেক লিমিট থাকে। মানুষের লিমিটের প্রধান অংশই তাদের শরীর। একটা মানব দেহের মধ্যে দুর্বলতাই ভরা থাকে।
-->> আমি বুঝতে পারছি আমার লিমিট ভাঙতে হবে, তবে এটা কি একটু বেশী হয়ে যাচ্ছে না? (আমি)
আমি কথাটা একটু জোরে বললাম। এতোক্ষন ভাবতে ছিলাম। তবে কথাটা মুখ থেকে না বেরিয়ে পারলো না। সময়টা রাতের, সবাই ঘুমিয়ে গিয়েছে হয়তো, শুধুমাত্র আমি এবং মাস্টার ট্রেনিং করতে ব্যস্ত। মাস্টার পুকুরের মধ্যে দুটো গাছের কান্ড গেঁড়ে তাতে বিশাল জোরে জোরে পান্স মারছে। তার পান্স গুলোতে অনেক জোরালো শব্দ তৈরী হচ্ছিলো। আর অন্যদিকে আমাকে বনের মধ্যে মাস্টার রেখে দিয়েছে। কোনো ভাবেই এই জায়গা থেকে বের হতে বলে নি। বিশেষ করে পুকুরের সাইডে তো যেতে এক্সট্রা ভাবে মানা করেছে। পুকুরের রহস্য নিয়প আমি ভাবনা বন্ধ করেছি। কারন ভাবলেও তেমন কিছু আমি পাবো না। তাই আপাতোতো আমার লিমিট ভাঙার চেষ্টা করছি। এক সময়ে একটা কন্সটেলেশন থাকার কারনে আমি অনেক শক্তিশালী ছিলাম, যদিও এখনো শক্তিশালী আছি কারন অনেক জিনিসের সাহায্য আমি পাচ্ছি। তবে এটাকে আসল শক্তি বলা যায় না। আমি যে বিষয়ে সবচেয়ে বেশী গর্ব করতাম সেটাই আমার কাছে নেই এখন। আমাকে আমার গর্বের বিষয়টা ফিরে পেতে হলে প্রথমে এই লিমিট ভাঙার চেষ্টা করতে হবে। আমি জানি না পারবো কিনা, কারন আজ পর্যন্ত এক্সব্লকের বাইরে কাউকে তাদের শারিরীক লিমিট ভাঙতে দেখি নি। অবশ্য হাইব্রিড হলে অন্য কথা। যেমনটা আমি ছিলাম আমার জ্যাকসন ইনকার্নেটের সময়ে।
আমার মাথায় একটা প্রশ্ন সব সময় খেলা করে। আমার মাস্টার ডোয়ার্ক মল্ট সে কি আদৌও মানুষ। আমার টেস্ট ড্যানজনের একটা বস ক্লিয়ার করতে গিয়েই অনেকটা সময় লেগেছিলো সেখানে আমার মাস্টার যাচ্ছে এবং তিনদিনের মধ্যে একটা ফ্লোর ক্লিয়ার করে আসছে। এখানে তো কোনো ড্যানজনের কথা হচ্ছে না বরং টাওয়ারের একটা ফ্লোর। প্রতিটা ফ্লোরেই তো অসংখ্য মনস্টার থাকে, যে ফ্লোর ক্লিয়ার হয় নি সেখানে মনস্টারের সংখ্যা অনেক থাকে। তাই সহজেই বলা যায় না যে আমিও আমার শক্তি দিয়ে একা একটা ফ্লোর ক্লিয়ার করতে পারবো। অন্তত এখন তো বলতে পারবো না।
-->> যাইহোক এসব ডিটেইলসে নজর না দিয়ে আমি আমার ট্রেনিং এ ফোকাস করি। (আমি)
* * * * *
জ্যাক ট্রেনিং করছিলো বনের মধ্যে। তার ট্রেনিং খুব সহজ ছিলো। তার মাস্টারের জন্য কিছু গাছ কাটা। পূর্বের একদিন যদিও সে তার সুপার স্ট্রেন্থ এবিলিটি ব্যবহার করেছিলো কিন্তু এখানে সেটা করার কোনো সুযোগ দেই নি তার মাস্টার। জ্যাক চাইলে শর্টকার্ট ব্যবহার করতে পারে, কিন্তু তাতে সে আসলেই শক্তিশালী হবে না। এটা তার মাস্টারের কথায় ছিলো। সাধারণ ভাবে একটা গাছ কাটা ততোটাও কষ্টের বিষয় না। তবে কিছুটা সময়ের প্রয়োজন হয় আরকি। তবে জ্যাকের জন্য মোটেও এই কাজটা স্বাভাবিক না। সে তার মাস্টারের দেওয়া ট্রেনিং আইটেম পরে ছিলো। সব গুলো আইটেম একত্রে কাজ করে, আর সেগুলো শুধু সংখ্যা দিয়ে নিয়ন্ত্রন করা যায়। এখন সব গুলো আইটেমের গ্রাভিটি ফোর্স ছিলো ৫০। যার অর্থ জ্যাকের উপরে বর্তমানে ৫০ কেজির মতো ওজন চাপিয়ে দেওয়া হয়েছে। আর এই ওজন নিয়েই জ্যাক কুড়াল দিয়ে গাছ কাটতে ব্যস্ত ছিলো। তার প্রতিটা এট্যাকে তার পুরো শরীর কেঁপে উঠছিলো। আপাতোতো সে ৫০ গ্রাভিটি ফোর্সই নিয়ন্ত্রন করতে পারছে। এর চেয়ে একটু বেশী হলেই সে আর সেটাকে বহন করতে পারে না। যেহেতু যে কোনো সময় সেটার গ্রাভিটি ফোর্স কমিয়ে বারিয়ে দেওয়া যায় তাই জ্যাক যখন সে ওজন আর বহন করতে পারে না তখন গ্রাভিটি ফোর্স কমিয়ে দেই।
-->> মাস্টার বলেছে ১০-৫০ পর্যন্ত রাখতে গ্রাভিটি ফোর্স সব সময়। আমি বুঝতে পেরেছে কেনো বলেছে সেটা। সাধারণ ভাবে আমি এক মাস ৫০ কেজির কোনো বস্তু উঠিয়েও সেটায় অভস্ত হতে পারতাম না। কিন্তু এই ট্রেনিংটা আমাকে সেটার সাথে তারাতাড়ি লিংক করে দিচ্ছে। আর গ্রাভিটি ফোর্স একদম কম না করার জনয় এজন্য বলেছে যাতে আমার শরীর একটা নির্দিষ্ট গ্রাভিটির সাথে তাল মিলিয়ে চলতে পারে সব সময়। তাতে করে সেটা আমার সাধারণ ওজন বলে গণ্য হবে। (জ্যাক)
জ্যাক তার ট্রেনিং এর পিছনের রহস্যটা বের করতে পেরেছে। যা বের করার পর তার মুখে আরো আগ্রহ দেখা দিলো। সে বুঝতে পারলো কেউ যদি তার লিমিট ভাঙতে সাহায্য করে তাহলে সেটা তার মাস্টার ছাড়া অন্য কেউ না। জ্যাক একের পর এক এট্যাক দিয়েই যাচ্ছে তার কুড়াল দিয়ে। যদিও এখনো একটা গাছ কাটতে পারে নি। তারপরও সে অনেকটা ইমপ্রুভ হয়েছে।
অন্যদিকে,
ছেলেদের এবং মেয়েদের জন্য আলাদা আলাদা রুম তৈরী করা হয়েছে এই বাসার মধ্যে। ডোয়ার্ক মল্ট ফিরে আসার পর থেকে ছেলেদের উপরে আবারো অত্যাচার হওয়া শুরু হয়েছে। তাদের আবারো সেই হেলিস ট্রেনিং এর মধ্যে অংশ নিতে হচ্ছিলো যেটা তারা করতে চাই না। তবে মেয়েদের কোনো রকম ট্রেনিং করায় না ডোয়ার্ক মল্ট। বরং তাদেরকে নিজেদের মতো ছেড়ে দিয়েছে স্পেশাল একটা ড্যানজন এর মধ্যে। ড্যানজনটা ঠিক এই বাসার বেসমেন্টের নিচে। যা দিয়ে সব মেয়েরা প্রবেশ করেছে কিন্তু এখনো বের হওয়ার কোনো নামই নিচ্ছে না। তাদের সাথে পর্যাপ্ত খাবার, পানীয় এবং হিলিং আইটেম থাকার কারনে ডোয়ার্ক মল্ট তাদের নিয়ে চিন্তা করছে না। কারন তারা সেখান থেকে এমনিতেই ফিরে আসতে পারবে আর একবার ফিরে আসলে তারা ছেলেদের থেকেও শক্তিশালী হয়ে উঠবে। অন্তত পক্ষে বলা যায় জ্যাক বাদে জ্যাকের বাকি পার্টি মেম্বারদের থেকে শক্তিশালী হয়ে উঠবে।
-->> ভুসেকা আমার মনে হয় স্টোর থেকে তোমার ডায়াপার কিনে নেওয়া ভালো হবে। (লুইস)
-->> হ্যাঁ আমি লুইসের সাথে একমত। আজকে তিনবার তুমি তোমার প্যান্ট নষ্ট করে ফেলছো। এভাবে চললে তো তোমার পাশে ট্রেনিং করে আমরাই অসুস্থ হয়ে উঠবো। (ব্রান্ডেন)
-->> গাইস, এটা কোনো কথা। এই সময়ে তোমাদের উচিত লিডারের মাস্টারের সম্পর্কে কিছু বলা, তা রেখে তোমরা আমার প্যান্ট নষ্ট করার কথা বলতেছো। (ভুসেকা)
-->> কারন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এখন। (শাও)
-->> এক মিনিট, এক মিনিট। সকাল থেকে আমাদের রাত হওয়ার আগ পর্যন্ত ট্রেনিং করানো হয়। এর মাঝে খাবার কিংবা পানির জন্যও কোনো ব্রেক দেওয়া হয় না। তাহলে শুধু আমিই আমার প্যান্ট নষ্ট করি কেনো? (ভুসেকা)
-->> কারন তুমি কন্ট্রোল করতে পারো না। (আয়াব)
-->> তোমার ডায়াবেটিস আছে তাই হয়তো। (লুইস)
-->> তোমার বহুমূত্র রোগ আছে তাই হয়তো। (ব্রান্ডেন)
-->> সবাই উপরের দিকে তাকিয়ে কথাটা বলতে লাগলো। তারা কিছু লুকাচ্ছিলো সেটা ভুসেকা বুঝতে পারলো। কি লুকাচ্ছিলো তা শুধু দেখবার পালা ছিলো।
সকাল,
ভুসেকা ঘুমের অভিনয় করে শুয়ে ছিলো। এই সময়ে তাদের সবার উঠে খাবার খাওয়ার সময় ছিলো। ভুসেকা চোখ বুঝে দেখার চেষ্টা করতে লাগলো।
"আমি জানি তোমরা ডায়াপার পরবে। আর একবার সেটা দেখতে পারলে, হাহাহাহাহা। সবার ইজ্জ্বতের বারোটা বাজিয়ে দিবো।" (ভুসেকা ভাবছিলো)
চোখ বন্ধ করেও ভুসেকার কোনো লাভ হলো না। কোনো কিছু সে দেখতে পারলো না হালকা চোখ খুলেও। তাই সে সময় নষ্ট না করে ফ্রেস হয়ে নিয়ে খাবার খেয়ে নিলো বাকিদের সাথে। এই সময়ে সে সিওর হয়ে নিয়েছিলো যে তার ডায়াবেটিসের সমস্যা আছে। তাই নিজে লুকিয়ে গিয়ে স্টোরের মধ্যে খুঁজতে লাগলো।
"স্টোরে সব রকম পন্য পাওয়া যায়। তাই সেখানে ডায়াপার অবশ্যই পাওয়া যাবে।" (ভুসেকা)
ভুসেকা বড়দের ডায়াপার কিনে নিয়ে সেটা পরে নিলো এবং ড্রেসিং রুমের মধ্য থেকে শীষ বাজাতে বাজাতে বেরিয়ে গেলো। তার আনন্দ আর দেখে কে। রুমের বাইরে আসতেই সে দেখে বাকিরা দাঁড়িয়ে আছে এবং সবাই তার দিকেই তাকিয়ে ছিলো।
-->> কি হয়েছে তোমরা এরকম করে আমার দিকে তাকিয়ে আছো কেনো? (ভুসেকা)
-->> আসলে আমরা কালকে বলতে ভুলে গিয়েছি, আমরা কোনো ডায়াপার ব্যবহার করি না। বরং একটা স্টোরের মধ্যে এক ধরনের পিল থাকে যা আমাদের শরীরের আবর্জনাকে আটকে রাখতে সাহায্য করে। (লুইস)
-->> আমরা সবাই সেটাই ব্যবহার করছি। একটা পিল খেলে সারাদিন কোনো চাপ দিবে না। (ব্রান্ডেন)
-->> যেহেতু প্রতিদিন তোমার প্যান্ট নষ্ট করে ফেলতেছো ট্রেনিং এর সময়ে তাই তোমার জন্য আমরা দশটা পিল কিনে দিয়েছি। (শাও)
-->> হ্যাঁ এটা অনেক কাজে দিবে। (লুইস)
সবার দিকে তাকিয়ে ভুসেকার চোখ থেকে পানি বেরিয়ে গেলো। সে জানতো না তারা তার জন্য এতো কেয়ার করে। ভুসেকা হাসি মুখে একটা পিল খেয়ে সবার আগে যেতে যেতে বললো,
-->> ধন্যবাদ গাইস। আমি তোমাদের এই ব্যাপারটা কখনোই ভুলবো না। (ভুসেকা)
ভুসেকা পিছনে ফিরলো না। নাহলে সে তার বন্ধুদের শয়তানি হাসি দেখে সেখানেই হার্ট এট্যাক করতো। তারা সবাই ট্রেনিং এ চলে গেলো। আজকে জ্যাককে দেখা যাচ্ছিলো না। শুধু মাত্র ডোয়ার্ক মল্টই ছিলো সেখানে।
-->> স্যার আমাদের লিডারকে দেখা যাচ্ছে না যে? (লুইস)
-->> জ্যাক আমাদের জন্য গাছ কাটা নিয়ে ব্যস্ত। যেহেতু আজকে আমি বিগ র্যাবিট এর বিশাল বড় একটা ভোজের আয়োজন করেছি তাই সেটা পোড়ানোর জন্য অনেক কাঠের প্রয়োজন হবে। (মল্ট)
-->> তাহলে কি আমাদের ট্রেনিংও আজকে গাছ কাটা? (ব্রান্ডেন)
-->> জ্যাক যে ট্রেনিং করছে সেটা তোমাদের শরীর হ্যান্ডেল করতে পারবে না। তাই সেটা সম্পর্কে ভুলে যাও, আজকে তোমাদের ট্রেনিং অনেক সহজ হবে। (মল্ট)
-->> কি রকম স্যার? (লুইস)
-->> তোমরা একে অপরকে পিঠের উপরে বসিয়ে পুশ আপ দিবে আজকে। প্রতি বিশ পুশ আপের পর সঙ্গী চেঞ্জ হবে। উপরের জন নিচে এবং নিচের জন উপরে যাবে। (মল্ট)
মল্টের কথা শুনে সবার নজরই ভুসেকার দিকে যাচ্ছিলো। তারা বিশ্বাসই করতে পারছিলো না তাদের আজকে কি করতে হবে। ভুসেকা এমনিতেই হালকা মোটা, তার ওজন নিয়ে তেমন সমস্যা না। তবে সমস্যা হলো তারা খুব খারাপ একটা জিনিস করেছে ভুসেকার সাথে। বরং বলা যায় খারাপ জিনিস হবে ভুসেকার পুশআপ পার্টনারের জন্য।
"বুঝলাম না পিলটা খেয়ে নিলাম তারপরও এতো তারাতাড়ি কেনো চাপ দিলো। ভাগ্য ভালো ডায়াপার পরে নিয়েছিলাম। নাহলে তো আজকে সর্বনাশ হয়ে যেতো এখনি। মনে হচ্ছে পিলটা এখন থেকে কাজ করা শুরু করবে। তারপরও আরো তিন চারটা খেয়ে নেই সুরক্ষার জন্য।" (ভুসেকা)
ভুসেকা নয়টা পিল থেকে আরো তিনটা খেয়ে নিলো। যা দেখতে পেরে বাকিদের মুখ থেকে আর কোনো কথা বের হতে চাচ্ছিলো না। তারা শুধু একে অপরের দিকে তাকিয়ে ছিলো এবং এটা ভাবছিলো,
"জানি না কার পিঠের উপরে বোমা ফাটবে আজকে। আমি শুধু আশা করছি আমার উপরে যেনো না হয়।" (সবাই ভাবছিলো)
* * * * *
(লাইব্রেরি অফ নলেজ)
এটা এমন একটা জায়গা যার মধ্যে কেয়সের থেকে পুরো ইউনিভার্স তৈরী হওয়ার পর থেকে যা কিছু হয়েছে তা বই আকারে লেখা আছে। তারই একটা বই লাইব্রেরি অফ নলেজের প্রিজনের মধ্যে বসে লোকি পরছিলো।
-->> আমি একটা জিনিস বুঝতে পারছি না। আমার এন্টি ম্যাজিক স্পেলের মধ্যে এসে আমাকে একটা পান্সে নক করে দিয়ে চলে গেলো যা পুরো অসম্ভব একটা ব্যাপার। আমার উপরে সবচেয়ে শক্তিশালী ডিফেন্স এনচান্টমেন্ট স্পেল কাস্ট করে রেখেছিলাম যার কারনে জিউসের অ্যাভেটার শক্তিশালী লাইটনিং পান্সও আমাকে নক ডাউন করতে পারতো না। কিন্তু সেখানে আননোন অরিজিনের এক মানুষ যার কোনো কন্সটেলেশন এর সাথেও কন্ট্রাক নেই সে আমাকে কিভাবে এক পান্সে নক ডাউন করলো। আমি এটুকু সিওর যে পান্সটা লাগার পূর্বে আমার স্পেল কাজ করে নি। কিন্তু এরকম কোনো স্পেলই নেই যেটা আমার এন্টি ম্যাজিককে কাউন্টার করতে পারবে। তাহলে কি এটা সেই অরিজিনাল এন্টি ম্যাজিক? (লোকি)
লোকি ভাবছে, অনেক গভীর ভাবনার মধ্যে সে পরে গেলো। বইরের একটা পৃষ্ঠার মধ্যে এক ব্যক্তির ছবি ছিলো। দুটো সাদা পাখির ডানা বিশিষ্ট এক ব্যক্তি। যাকে দেখেই বোঝা যাচ্ছিলো সে একজন এঞ্জেল।
-->> স্যামুয়েল, রেকর্ডে আছে সে অনেক পূর্বে কিং অফ হ্যাভেন এর সাথে ফাইট করতে গিয়ে মারা গিয়েছে। তার মৃত্যুর মাধ্যমে অরিজিনাল এন্টি ম্যাজিক শুধু কল্পনার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিলো। তাহলে এটা কিভাবে সম্ভব? নাকি স্যামুয়েলের ইনকার্নেট না না এরকম কিছু হলে কিং অফ হ্যাভেন অনেক পূর্বেই কিছু একটা করতো। আর অলিম্পাস একটা কথা, আমি এখনি হ্যাভেন এর সাথে কোনো রকম ঝামেলার মধ্যে পড়তে চাই না। তাই এই বিষয়টা আমাকে নিজেই বের করতে হবে এবং সমাধান করতে হবে। (লোকি)
লোকি মূলত একটা বিষয় নিয়ে কনফিউজড। এন্টি ম্যাজিক এটা একটা স্পেল, যা কিছু সংখ্যক কন্সটেলেশনই ব্যবহার করতে পারে। তবে এটাকে অরিজিনাল এন্টি ম্যাজিক বলা যায় না। তার এবং বাকি কন্সটেলেশন এর ব্যবহৃত যে এন্টি ম্যাজিক স্পেল রয়েছে এটা এনার্জির সাহায্যে ব্যবহৃত হয় এবং শুধুমাত্র তাদের থেকে এনার্জির দিক দিয়ে দুর্বল ব্যক্তিদের সব ধরনের এনার্জি ব্লোক করে রাখে। তবে অরিজিনাল যে এন্টি ম্যাজিক রয়েছে সেটা লোকি কিংবা বাকি কন্সটেলেশন দের ব্যবহৃত স্পেলের মতো না। অরিজিনাল এন্টি ম্যাজিক ব্যবহার করতে কোনো রকম এনার্জির প্রয়োজন হয় না। বরং এনার্জিই সেই ব্যক্তির থেকে দূরে সরে যায়।
* * * * *
জ্যাকের পার্টির মেয়েরা পঁচিশতম ফ্লোরের মধ্যে একটা আন্ডার গ্রাউন্ড ড্যানজনের মধ্যে রয়েছে। ড্যানজন না বলে এটাকে একটা ভুলভুলাইয়া বলা যায়। একটু সামনে গেলেই একাধিক রাস্তা এবং আবার একটু গেলেই একাধিক রাস্তা। পুলো গার্ল টিম এই ড্যানজনের মধ্যে আটকে আছে। শুধু যে তাদের সমস্যাটা রাস্তা এমন নয়। ড্যানজন ভর্তি মনস্টার রয়েছে। যা সাধারণ কোনো মনস্টার নয়। তাদের নিজ লেভেল অনুযায়ী মনস্টার গুলোর লেভেল অনেক বেশী। তাদের লেভেল বেশী হলেও মনস্টার গুলো এট্যাক এবং ডিফেন্স পাওয়ার অনেক কম ছিলো। যার কারনে মাস্ক পার্টির মেয়ে টিম খুব তারাতাড়ি এবং খুব সহজে দ্রুত শক্তিশালী হয়ে উঠতে পারছে।
মাস্ক পার্টির ছেলেদের টিম পুশ আপ ট্রেনিং নিয়ে ব্যস্ত ছিলো। দুজন দুজন করে পার্টনার তৈরী হয়েছে। যার মধ্যে ভুসেকা এবং লুইস এক টিমের মধ্যে রয়েছে। একবার ভুসেকা এবং একবার লুইস এভাবে করে একজন পুশআপ দিচ্ছে অন্যজন পিঠের উপরে বসে রয়েছে।
"আমার মনে হয় আমার সাথে বাটপারি করা হয়েছে। ঔটা মোটেও চাপ আটকে রাখার পিল ছিলো না। বরং পিলটা সব চাপ বের করে দিচ্ছে। এরকম হলে তো মনে হয় না আমার ডায়াপার আর ধরে রাখতে পারবে।" (ভুসেকা ভাবছে)
লুইস নিচে পুশ আপ আপ দিচ্ছিলো। হঠাৎ তার মনে হলো তার পিঠ ভিজে গিয়েছে।
"বোমা তাহলে ব্লাস্ট হয়ে গিয়েছে।" (লুইস ভাবছে)
লুইস পুশ আপ বন্ধ দ্রুত উঠে গেলো, ভুসেকা প্রস্তুত ছিলো না এবং তার পুরো শরীরের ওজন দিয়ে বসে ছিলো না, তাই লুইস তার নিচ থেকে সহজেই বেরিয়ে গেলো এবং সোজা সেখান থেকে দৌড় দিলো। নিজের পরনের টি শার্ট খুলে ব্রান্ডেন এর মুখে মেরে সে এক দৌড় দিলো পুকুর সাইডের দিকে।
অন্যদিকে,
জ্যাক এখনো গাছ কেটে যাচ্ছিলো। তবে তার মনে হচ্ছিলো সে এখনো শক্তিশালী হতে পারে নি। তার মাস্টার তার পাশেই ছিলো। তাই সে হঠাৎ কথা বলতে শুরু করলো,
-->> মাস্টার আমার মনে হচ্ছে এই সময়ে আপনার সাথে একটা ফাইট করার দরকার ছিলো আমার। (জ্যাক)
-->> তুমি এখনো আমার সাথে ফাইটিং ট্রেনিং করতে প্রস্তুত হও নি। তাই আমি বলবো আপাতোতো নিজের ট্রেনিং এর দিকে মনোযোগ দাও। (মল্ট)
-->> তারপরও মাস্টার, আপনার সাথে ফাইট করলে অন্তত পক্ষে আমাদের মাঝের পার্থক্যটা বুঝতে পেরে আমি অনুপ্ররেণিত হতে পারবো এর থেকে বেশী। (জ্যাক)
-->> ঠিক আছে, তবে আমি কিন্তু কোনো দয়া দেখাবো না। (মল্ট)
জ্যাক তার হাতের কুড়াল ফেলে দিলো। এবং নিজের শরীরের গ্রাভিটি ফোর্স শূন্য করে দিলো। সে হাত পায়ের স্ট্রেস ভাঙতে লাগলো এবং তার মাস্টারের সাথে ফাইট করার জন্য প্রস্তুত হলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।