#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৬৯
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
জ্যাক তার স্বপ্নের মধ্যে ছিলো নাকি বাস্তবে ছিলো এটা আর বুঝতে পারছিলো না। তার সামনে মেটিস দাঁড়িয়ে ছিলো। জায়গা এবং মুহূর্ত গুলো তার কাছে সম্পূর্ণ নতুন ছিলো তাই সে বুঝতে পারলো এটা তার স্মৃতির কোনো অংশ ছিলো না। জ্যাকের সামনে দাঁড়িয়ে ছিলো তার প্রথম ভালোবাসা মেটিস। যার জন্য পোসেইডন সব কিছু করতে রাজি ছিলো। তারপরও সে তার মনের কথাটা বলতে পারে নি মেটিসের কাছে। মেটিসকে সে নিজের মনের কথা বলার পূর্বেই জিউস মেটিসকে আপন করে নিয়েছিলো। পোসেইডন এক সময়ে কোনো নারীর প্রতি আসক্ত ছিলো না। বরং সে সকল নারীদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করতো। তবে তার মনটা প্রথম বারের মতো কাউকে ভালোবাসার পর যখন সেটা ভেঙে গিয়েছিলো তখন পোসেইডনের যাওয়ার কোনো জায়গা ছিলো না। এক সময়ে সে তার ভাই জিউসকে সব বিষয়ে পারফেক্ট মনে করতো। মনে করবেই না কেনো জিউসের পাওয়ার ছিলো, লুক ছিলো, চার্ম ছিলো, অলিম্পাস ছিলো, এমনকি পোসেইডনের ভালোবাসার নারীটাও জিউসের ছিলো। পোসেইডন বাইরে প্রকাশ না করলেও তার ছোট ভাইকে এই বিষয়ে ঘৃণা এবং ঈর্ষা করতো। কোনো কন্সটেলেশনই জন্মের পর থেকে মন ভাঙা অবস্থা বোধ করে না। যার একমাত্র কারন হলো তাদের মন বলতে তেমন কোনো জিনিসই নেই। ভালোবাসা কাকে বলে সেটা কন্সটেলেশন গুলো জানে না, তারা শুধু নিজেদের শারিরীক চাহিদা এবং সন্তান জন্ম দেওয়াকেই ভালোবাসা মনে করতো এবং এখনো অনেকে করে। যার মধ্য পোসেইডন ও ছিলো একজন। তবে মেটিসকে দেখার পর থেকে পোসেইডনের সেই ধারনা পুরো বদলে গিয়েছিলো। পোসেইডন মেটিসকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলো। তবে সেগুলো যখন ভেঙে গেলো তখন সে নিজেকে অন্ধকারের মধ্যে পেয়েছিলো। যে অন্ধকারকে সে পূর্বে কখনো বোধ করে নি। সব কিছু মাঝে পোসেইডন একমাত্র অলিম্পিয়ান ছিলো যে নিজেকে বড় একা বোধ করতে শুরু করেছিলো। তাই তো সে তার একাকিত্বকে দূর করার জন্য নিজের লজ্জাবোধকে এক সাইডে রেখে সবার মাঝে বেরিয়ে পরে। পোসেইডনের তখনকার একটা কথা অনেকটা এরকম,
"যদি আমি আমার মতো হয়ে কিছু না পায়। তাহলে অবশ্যই আমাকে জিউসের মতো হতে হবে।"
অলিম্পাসের সকল কন্সটেলেশনের মধ্যে শুধুমাত্র জিউসই এমন ব্যক্তি ছিলো যার একাধিক নারীর সাথে সম্পর্ক ছিলো। পুরো অলিম্পাস সহ এক্সব্লক জানতো জিউস একটা মেয়েদের জন্য একটা মনস্টার। বিশেষ করে অলিম্পিয়ান মেয়ে এবং মানুষের জন্য জিউসের চার্ম ছিলো ভয়াবহ। জিউসের টাইটান ফর্মে যদিও সে শক্তিশালী মনস্টারদের হৃদয়ে ভয় তৈরী করতো কিন্তু জিউসের হিউম্যান ফর্মটা এতো হ্যান্ডসাম ছিলো যে কোনো মেয়েদের সাথে সে বেশীক্ষন কথা বললে সেই মেয়ে জিউসের জন্য পাগল হয়ে যাবে। আর পোসেইডন তার প্রথম ভালোবাসা হারানোর শোকে ঠিক তার ভাইয়ের মতো হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলো। সব কিছু সঠিক ভাবে কাজে না দিলেও অন্তত সে নিজের দুঃখকে ভুলিয়ে রাখতে পেরেছিলো এবং এখনো পারছে এটার জন্য। তবে মনে মনে পোসেইডন কখনো এটা চাইতো না। একটা প্রধান স্ত্রী এবং চারটা উপস্ত্রী থাকার ফলেও পোসেইডন সেরকম ফিল করে নি যেরকমটা সে মেটিসের সাথে একটা কথা বললে ফিল করতো। সে সেরকম ফিল করে না যেরকমটা সে মেটিসের দিকে তাকালে ফিল করতো। মেটিসের দিকে তাকালে, তার সাথে কথা বললে পোসেইডনের হৃদপিণ্ড অনেক জোরে কাঁপতে থাকতো, কি থেকে সে কি বলবে তার বুঝতে পারতো না। সব কিছু তার মনের মধ্যে গুলিয়ে ফেলতো সে। তবে এসবের কোনো কিছু তার সাথে হয়নি অন্যান্য মেয়ের সাথে।
"আমি ইটার্নাল কার্সের কারনে অনেক গুলো জীবন কাটিয়েছি। যাদের মধ্যে সবচেয়ে ভালো জীবনটা বলা যায় ভ্যাম্পায়ার কুইনে জ্যাক হয়ে কাটিয়েছিলাম। তবে আমার মনে হয় না আমি কোনো সময় এরকম ফিল করেছি যেমনটা আমি এখন ফিল করছি।" (জ্যাক ভাবছে)
জ্যাক মেটিসের সামনে দাঁড়িয়ে ছিলো। আর মেটিস জ্যাকের সামনে। জ্যাকের হৃদপিণ্ডটা অনেক জোরে কাঁপছিলো। সে কোনো ভাবেই তার হার্টকে নিয়ন্ত্রন করতে পারছে না। জ্যাক কিছু বলার মতো পাচ্ছিলো না। কি বলবে সে মেটিসকে এখন?
-->> কেমন আছো পোসেইডন? ও সরি এখন থেকে তো তুমি জ্যাক নামে পরিচিত। (মেটিস)
কথাটা মেটিস হেঁসে হেঁসে বললো। জ্যাক তাকিয়ে ছিলো মেটিসের দিকে এক নজরে। সে তার চোখকে সরাতে চাচ্ছিলো না। অনেক অনেক অনেক বছর পার হয়েছে, জ্যাকের মনের গভীরে যে ব্যক্তিটা লুকিয়ে ছিলো সে হঠাৎ তার সামনে এসেছে, তাই তার বলার কোনো শব্দ এখানে ছিলো না।
-->> বলতে হবে জ্যাক, আমি সত্যি তোমার উপরে হতাশ হয়েছি। জিউস এবং হেডিস কতটা শক্তিশালী হয়ে গিয়েছে। কিন্তু তুমি এখনো সেই পূর্বের পোসেইডন আছো। না তার থেকেও দুর্বল হয়ে গিয়েছো। তোমাদের তিনজনের প্রথম মাস্টার হিসেবে তো আমি আসলেই লজ্জা পাচ্ছি। (মেটিস)
মেটিসের কথাটা শুনে জ্যাকের আবারো পূর্ব কিছু কথা মনে পরতে শুরু করলো। জ্যাক মানে পোসেইডন জন্ম নেওয়ার পরেই সে সহ তার বড় ভাই হেডিসকে তাদের বাবা ক্রোনোস জীবিত খেয়ে ফেলেছি। দুজনে বাচ্চা থাকা অবস্থায় ভিতরে মারা যায় নি, বরং সেখানেই তারা বড় হয়েছে। জিউস মেটিসের সাহায্য নিয়ে হেডিস এবং পোসেইডনকে চালাকি করে ক্রোনোসের পেট থেকে বের করে। তিনজনে ততটা শক্তিশালী ছিলো না তাই তাদের তিনজনকে তাদের নিজ নিজ এবিলিটি সম্পর্কে শিক্ষা দিয়েছিলো মেটিস যাকে এক দিক দিয়ে জিউস, হেডিস এবং পোসেইডনের মাস্টারও বলা হয়।
-->> জ্যাক জানো, তোমাদের তিন ভাইয়ের মধ্যে সর্বপ্রথম আমার দেখা হয়েছিলো জিউসের সাথে। যদি আমাদের বিশাল পথ চলার মাঝে আমি তাকে ভালোবেসেছিলাম তবে একটা জিনিস তার মাঝে আমি ঠিক বুঝতে পেরেছিলাম। সেই ভালোবাসা হয়তো আমার মন থেকে আসে নি। জিউসের চার্ম অনেকটা শক্তিশালী ছিলো, তাই হয়তো আমি না জেনেই বা না চেয়েই তাকে ভালোবেসে ফেলেছিলাম। তবে একবার ভালোবাসা প্রকাশ পাবার পর সেটা মিথ্যা ছিলো না। আমি আমার সর্বোচ্চ দিয়েই জিউসকে খুশি করার চেষ্টা করেছি৷ যদিও আমি কোনো ফাইটে কাজের ব্যক্তি ছিলাম না তারপরও আমি তার জন্য আমার জীবন দিয়েছি। প্রথমে আমি অনেক দুঃখ বোধ করেছিলাম জানো, কারন আমার জীবনটা দিয়েও আমি আমার চাওয়াকে পূর্ন করতে পারি নি। আমি জিউসকে তার তার বাবার মতো মনস্টার হওয়া থেকে বিরত রাখতে পারি নি। তবে এখন, এখন তোমার জন্য সব কিছু ঠিক হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে আমার মৃত্যুটা আসলেই বিফলে যায় নি। আমি জানি না তোমাকে কিভাবে ধন্যবাদ দিবো, কিন্তু সত্যি তোমাকে ধন্যবাদ এভাবে তোমার ভাইকে ঠিক পথে আনার জন্য। (মেটিস)
মেটিস জ্যাকের করা কাজকে উদ্দেশ্য করে বললো কথাটা। সেই কাজ যেটার জন্য জ্যাক অলিম্পাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছিলো। সেই কাজ যেটা সম্পর্কে জ্যাক এবং এরিয়েল ছাড়া আপাতোতো কারো জানার কথা ছিলো না। তাই জ্যাক কিছুটা অবাক হলো।
-->> একজন বড় ভাই হিসেবে সেটা আমার কর্তব্য ছিলো। (জ্যাক)
-->> গায়ার কার্স এতোটা দুর্বল নয়। জিউস আবারো তার পূর্ব অবস্থায় ফিরে আসবে জ্যাক। যখন কার্স আবারো তার ইফেক্ট শুরু করবে তখন পুরো অলিম্পাস আবারো একবার কেঁপে উঠবে ক্রোনোসের সময়ের মতো। জ্যাক আমার শেষ একটা কথা রাখবে তুমি? (মেটিস)
-->> তাহলে আরো একটা কথা রাখানোর জন্য তুমি আমার কাছে এসেছো? (জ্যাক)
-->> তোমাদের তিন ভাইয়ের মধ্যে যদিও আমি জিউসকে ভালোবেসেছি তাই বলে এমন নয় যে তোমাদেরকে আমি আমার থেকে দূরে রেখেছি। হেডিস সব সময় নিশ্চুপ ছেলে ছিলো যার সাথে তেমন কথা না হলেও জ্যাক তুমি আমার বেস্টফ্রেন্ড ছিলো। আর বিপদের সময় প্রতিটা ব্যক্তিই তাদের বেস্টফ্রেন্ডের কাছেই ফিরে যায়। (মেটিস)
-->> আমি কি করেছি সেটা তুমি যেহেতু জানো তাই অবশ্যই সামনের প্রফেসির কথাও তোমার জানার কথা। একটা কথা আমি বলে রাখি মেটিস। ইটার্নাল কার্সের পরে থেকে আমি পোসেইডন মারা গিয়েছি। আকাশে আমার কন্সটেলেশন ও দেখতে পারবে না। আমি আবার শরীরের সহ আমার টাইটেল হারিয়ে ফেলেছি। সব কিছু করেছিলাম অলিম্পাসের জন্য। তবে অলিম্পাসের রুলার যদি সামান্য একটা কার্সকে হার মানাতে না পারে তাহলে ইটার্নাল কার্সকে হার মানানো আমি আর তাদের কোনো সাহায্য করছি না। (জ্যাক)
-->> আমার প্রথমে তোমাকে বলি নি অলিম্পাসের জন্য কিছু করো এখনো বলবো না। আমি তোমাকে জিউসের জন্য কিছু করতে বলিনি, আর এখনো বলবো না। তবে আমি তোমাকে ঠিকই বলবো, তুমি এথিনাকে দূরে রাখো। বিশেষ করে জিউসের কাছ থেকে দূরে রাখো। আমি চাই না আমার মেয়েটা তার মায়ের মতো কোনো মনস্টারের পেটের মধ্যে চলে যাক। (মেটিস)
-->> আমি জানি তুমি আমার কথা রাখবে জ্যাক। শত হলেও তুমি কেয়ার করো আমার এথিনাকে অনেক। (মেটিস)
মেটিস আর কোনো কথা বললো না। হাওয়ার মধ্যে সে বিলীন হয়ে গেলো। যাওয়ার শেষ শুধু মিষ্টি একটা হাসি দিয়ে গেলো। যার মধ্যে হাজারো ব্যথা লুকিয়ে ছিলো। জ্যাক শুধু সেদিকে তাকিয়ে ছিলো।
জ্যাকের ঘুমটা ভাঙলো, সে তার মাথার উপরে খোলা আকাশ দেখতে পারছিলো। আকাশের মাঝে শত শত তারার মাঝে সে নিজের কন্সটেলেশন খোঁজার চেষ্টা করছিলো। বেশ কিছু তারা মিলে এক একটা কন্সটেলেশন তৈরী করে যেটা প্রতিটা শক্তিশালী স্পিসিজদের প্রতীক। যাদের মধ্যে এক সময়ে জ্যাকেরও নিজস্ব একটা কন্সটেলেশন ছিলো। তবে এখন সেটা আর কোনো আকাশেই খুঁজে পাওয়া যায় না। যার একটায় অর্থ জ্যাক আর এখন পোসেইডন দ্যা কন্সটেলেশন অফ ওয়াটার নয়।
-->> কিছু জিনিস আস্তে যাচ্ছে যার জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে। (জ্যাক)
জ্যাক এতোক্ষন খেয়াল করে নি তবে সে একটা গাছের উপরের ডালে শুয়ে ছিলো। এখানে এসেছিলো কিভাবে তার উত্তর তার মাস্টার ছাড়া হয়তো আর কেউ দিতে পারবে না। সে হালকা নরার চেষ্টা করলো তবে তার পূর্বেই সে গাছের উপরের ডাল থেকে নিচে পরে গেলো। এতো উচু থেকে পরার কারনে চারপাশের মাটি অনেকটা কেঁপে উঠলো, সেই সাথে জ্যাকের শরীরের হাড় গুলোও মচমচিয়ে ভেঙে গেলো বেশ কয়েকটা।
"সুপার হিলিং"
* * * * *
ছয় মাস পরে,
পুরো অর্ধ বছর কেটে গেলো কিভাবে সেটা কেউ বুঝতে পারলো না। ছয়টা মাস টানা হেলিস একটা ট্রেনিং এর পর সবাই খুব ক্লান্ত। প্রথম প্রথম ডোয়ার্ক মল্টের ট্রেনিং এর প্রতি সবার অনেক কমপ্লেন ছিলো, তবে সময়ের সাথে সাথে যখন তাদের ট্রেনিং এর ইফেক্ট তারা বুঝতে পেরেছিলো তখন থেকে নিজ আগ্রহেই সবাই ট্রেনিং করে এসেছে। মাস্ক পার্টির সকল ছেলে সদস্যদের মধ্যে শুধুমাত্র তাদের লিডারই এই ছয় মাসের ট্রেনিং এর ফলে অন্য একটা লেভেলে পৌঁছে গিয়েছে। যদিও অন্যরাও শক্তিশালী হয়েছে তবে সেটার সাথে জ্যাকের তুলনা করা বোকামি হবে।
জ্যাক সবার আড়ালে ট্রেনিং করতে পছন্দ করে, তাই সে সব সময় ছোট ফরেস্ট এরিয়ার মধ্যে প্রবেশ করে ট্রেনিং জন্য। প্রবেশ করলে ভুল হবে জ্যাক মূলত এই জায়গাতেই থাকে। পূর্বের ছয় মাসের মধ্যে জ্যাক একবারও মল্টের বাসার মধ্যে প্রবেশ করেছে কিনা সেটা একটা প্রশ্নবোধক হয়ে দাড়াবে। আপাতোতো জ্যাক একা একা ফরেস্টের মধ্যে ট্রেনিং করছিলো। তার ট্রেনিং এর সঙ্গী ছিলো তার গ্রাভিটি আর্মার, বা গ্রাভিটি ট্রেনিং স্যুট যা তাকে তার মাস্টার ডোয়ার্ক মল্ট দিয়েছে।
-->> ৯৫০ (জ্যাক)
জ্যাক তার ট্রেনিং স্যুটের গ্রাভিটির মান ৯৫০ করে দিলো। এতোদিনের ট্রেনিং করে সে এখন ৯৫০ কেজির ওজন বহন করতে পারছে। যদিও জ্যাক বহন করতে পারছিলো তারপরও তার হাত পা কাপছিলো। যেকোনো সময় সে পরে যেতে পারে মাটিতে। কিছুক্ষন সে দাঁড়িয়ে থেকে আবার গ্রাভিটি চেঞ্জ করে দিলো,
-->> ৫০০ (জ্যাক)
আপাতোতো জ্যাকের শরীর ৫০০ কেজির ওজন বহন করার সামর্থ রাখছিলো যা তার জন্য স্বাভাবিক হলেও একটা স্বাভাবিক মানুষের থেকে অনেক গুণ শক্তিশালী হয়েছে জ্যাকের বডি। জ্যাক হাঁপিয়ে গিয়েছে, একটু রেস্ট নেওয়ার জন্য সে মাটিতে বসে পরলো। তার বসার কারনে পুরো ফ্লোরটা কেঁপে উঠলো। উঠবেই না কেনো, মাত্র ৫০০ কেজির একটা পাছা পরেছে অন্তত একটা ভূমিকম্প তো জ্যাক আশা করছিলো। যাইহোক,
"আমার হাসি পাচ্ছে, আমি এই সামান্য গ্রাভিটিকে সহ্য করতে পারছি না। তাহলে ভ্যাম্পায়ার কুইনে ড্রাকুলার অ্যাভেটারের সেই ভয়ঙ্কর গ্রাভিটিতে কিভাবে বেঁচে আছি?" (জ্যাক ভাবছে)
জ্যাক একটু রেস্ট নিচ্ছে। অনেকদিন হলো একটানা ট্রেনিং করে যাচ্ছে সে। রাতে ঘুম নেই আর সারাদিন বিভিন্ন রকমের ট্রেনিং আছেই। শরীরে ৫০০ কেজির ওজন বহন করেও জ্যাক এখন দশ মিনিট পর পর একশত করে পুশ আপ দিতে পারে। যা প্রথমে তার বিশ্বাস না হলেও এখন সেটা তার কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে। জ্যাক রেস্ট নিচ্ছিলো এবং চোখটা বন্ধ করে তার পূর্ব করা সব গুলো ট্রেনিং এর ছোট ছোট ফ্লাশব্যাক দেখতে লাগলো। ডোয়ার্ক মল্ট তাকে অনেক ট্রেনিং করিয়েছে, যদিও এখনো তার আরো অনেক কিছু শেখার আছে তারপরও সেই সুযোগ আর সে পাচ্ছে না।
-->> আমি পুশ আপ দিয়েছি, পুশ আপ দিয়েই গিয়েছি এবং আরো পুশ আপ দিয়ে যাচ্ছি। (জ্যাক)
এই ছয়টা মাস জ্যাক অনেক ধরনের বডি ট্রেনিং করেছে, তবে তাদের মধ্যে পুশ আপ সবচেয়ে কম একটা বিষয় ছিলো। জ্যাক সাধারণ ভাবে পুশআপ দিয়েছে, শরীরের গ্রাভিটি বৃদ্ধি করে পুশ আপ দিয়েছে, পিঠের উপরে অনেক ভারী বস্তু নিয়েও সে পুশ আপ দিয়েছে, আবার গ্রাভিটি বৃদ্ধি করে ভারী বস্তু নিয়েও সে পুশ আপ দিয়েছে। শুধু যে এরকম পুশ আপ দিয়েছে তেমন নয়, পুশ আপ দেওয়ার সময় চোখের এবং বুকের নিচে মাটিতে সূঁচালো স্পাইক রেখেও সে পুশ আপ দিয়েছে। সব মিলিয়ে জ্যাকের বেশীরভাগ সময়টা পুশ দিয়েই গিয়েছে। সে যে অন্য রকম ট্রেনিং করে নি এমন নয় আরো অনেক ধরনের ট্রেনিং সে করেছে বরং অনেক মারাত্মক ট্রেনিং ও করেছে জ্যাক।
চিৎ হয়ে শুয়ে জ্যাক গাছের আকাশ দেখছিলো। সে যে জায়গার মধ্যে শুয়ে ছিলো তার পঞ্চাশ মিটার জায়গার মধ্যে একটা গাছও নেই। তাই সে আকাশকে অনেক ক্লিয়ার ভাবে দেখতে পারছিলো। গাছগুলো জ্যাক কোনো কুড়াল বা অন্য কোনো ধারালো বস্তু দিয়ে কাটে নি। বরং সে কেটেছে অনেকটা অবিশ্বাস্য ভাবে।
-->> তাহলে এখন আমি যে এনার্জি ফিল করতে পারছি এটা চি এনার্জি? (জ্যাক)
জ্যাক শুয়ে শুয়ে কিছু একটা অনুভব করছিলো, তবে তার অনুভবের বারোটা বাজিয়ে দিলো ডোয়ার্ক মল্ট। জ্যাক উঠে বসলো এবং নিজের মাস্টারকে বলতে লাগলো,
-->> মাস্টার আপনি যেভাবে টাওয়ারের ফ্লোর গুলো ক্লিয়ার করে যাচ্ছেন আমার মনে হয় না আমাদের আর বেশীদিন লাগবে এই পুরো টাওয়ার ক্লিয়ার করতে বেশীদিন লাগবে। (জ্যাক)
ডোয়ার্ক মল্ট আরো একটা ফ্লোর ক্লিয়ার করে এক সপ্তাহ পরে আসলো জ্যাকের সাথে দেখা করতে। এখনকার ফ্লোর গুলো পূর্বের থেকে শক্তিশালী হওয়ার কারনে মল্টের একটু বেশী সময় প্রয়োজন হয়, তারপরও একজনের যে সাতদিন লাগবে একটা ফ্লোর ক্লিয়ার করতে সেটা তো বড়ই আশ্চর্যকর বিষয়।
"অবশ্য এতোদিনে আমার মাস্টারের স্ট্রেন্থ সম্পর্কে আমার একটা ধারনা হয়ে যাওয়ার কথা।" (জ্যাক ভাবছে)
-->> জ্যাক, এখানে আমাদের ট্রেনিং শেষ হতে চাচ্ছে এক সপ্তাহের মধ্যে। যেহেতু তোমার টিমের ফিমেল মেম্বারগুলো আন্ডারগ্রাউন্ড ড্যানজন থেকে বের হতে যাচ্ছে কিছুদিনের জন্য তাই তোমাদের এখানে থাকার আর কোনো মানে হয় না। আর তাছাড়াও এক্সপেরিয়েন্স ছাড়া কোনো ব্যক্তি কখনো শক্তিশালী হতে পারে না। (মল্ট)
জ্যাক হঠাৎ তার হাত তুললো কিছু একটা বলা জন্য। মল্ট এজন্য থেমে গেলো এবং জ্যাকের কথা শোনার জন্য দাঁড়ালো,
-->> মাস্টার আমার একটা জিনিস জানার অনেক আগ্রহ ছিলো, আপনি কিরকম ট্রেনিং করেছেন আপনার স্ট্রেন্থ পাওয়ার জন্য? নাকি জন্ম থেকেই স্পেশাল পাওয়ার ছিলো? (জ্যাক)
-->> জন্ম থেকে যারা অসীম শক্তি নিয়ে জন্ম গ্রহন করে তাদের মতো লাকি ব্যক্তি আর কেউ হয় না। তবে আমি সেরকম লাক নিয়ে জন্ম গ্রহন করি নি। আমি শারিরীক ভাবে আমার ভাই বোনদের থেকে অনেক দুর্বল ছিলাম। তবে আমার ফাইটিং স্কিল পুরো অন্য একটা লেভেলে ছিলো। তবে শুধু ফাইটিং স্কিল দিয়ে ওয়ার্ল্ডে সারভাইভ করা যায় না। ফাইটিং স্কিল গুলো ব্যবহারের জন্যও শক্তিশালী একটা বডির প্রয়োজন হয়। আর আমার বডিকে শক্তিশালী করার জন্য আমি সকল বিপদের সামনে এটাকে ফেলে দিয়েছি ভূমিকম্প, সুনামি, ঘূর্নিঝড়, ভলকেনো সব কিছুই আমি চেষ্টা করেছি আমার বডিকে শক্তিশালী করার জন্য। (মল্ট)
জ্যাকের মাস্টার কি বললো তার বিন্দুমাত্র বস্তু জ্যাকের মাথায় গেলো না, শুধুমাত্র একটা জিনিস সে বুঝতে পারলো তার মাস্টার শক্তিশালী হয়েছে তার থেকেও বেশী শক্তিশালী ট্রেনিং করে।
-->> যাইহোক যা বলতে চাচ্ছিলাম, তোমার এখানে ট্রেনিং এর আর মাত্র সাত দিন আছে। আর আমি এই সাতদিনের মধ্যে তোমার পান্স দেখতে চাই। (মল্ট)
মল্ট হাঁটতে হাঁটতে একটা গাছের পাশে চলে গেলো। গাছটার উপরে সে নিজের আঙ্গুল দেখিয়ে কথাটা বললো মল্ট। জ্যাক বুঝতে পারলো তার মাস্টার তাকে কি বলতে চাচ্ছে।
-->> এটা সহজ হবে। (জ্যাক)
-->> গ্রাভিটিকে জিরো করে রাখো। (মল্ট)
ডোয়ার্ক মল্টের কথা অনুযায়ী জ্যাক তার শরীরের উপরের গ্রাভিটি শূন্য করে নিলো। জ্যাক নিজেকে অনেকদিন পর অনেক হালকা মনে হচ্ছিলো। হালকা বাতাসে তার মনে হচ্ছিলো সে বাতাসের মধ্যে ভেসে যাবে। জ্যাক গাছের পাশে এসে দাঁড়ালো। নিজের ডান পাকে পিছনের দিকে এবং বাম পা কে সামনের দিকে রাখলো। বাম হাতকে সামনের দিকে এবং ডান হাতকে মুঠো করে সে পিছনের দিকে রেখে নিজের শরীরের সমস্ত শক্তি সে ডান হাতের উপরে ফোকাস করলো। মল্ট কিছুটা পিছে চলে গেলো। এই সময়ে জ্যাকের হাতে এনার্জিও জমা হতে লাগলো। যেহেতু তার মাস্টার এনার্জি ব্যবহার সম্পর্কে কিছু বলে নি আর এনার্জি ছাড়া একটা গাছের উপরে এখনো জোড়ালো পান্স জ্যাক করার সাহস করে নি। একটা জোড়ালো এবং হাই স্পিডে জ্যাক পান্স দিলো। এতোদিন ৫০০ গ্রাভিটির উপরে ওজন বহন করার ফলে জ্যাকের স্পিড এখন অনেক বৃদ্ধি পেয়েছে। সেই সাথে তার শরীরও অনেক বৃদ্ধি পেয়েছে তবে এটা তার জন্য যথেষ্ঠ ছিলো না। শুধুমাত্র তার হাতে এনার্জি সংগ্রহ হওয়ার কারনেই তার এক পান্সেই বিশাল গাছটার কান্ড যেখানে জ্যাক পান্স করেছে সেটুকু ভেঙে চুরমার হয়ে গেলো এবং উপরের অংশ নিচে পরতে শুরু করলো।
-->> খারাপ না, তবে প্রথম বার সফল হলেও দ্বিতীয় বার অনেকেই ব্যর্থ হয়। আরো একবার চেষ্টা করো। (ডোয়ার্ক মল্ট)
জ্যাকের মাস্টার আরো একটা গাছ দেখিয়ে দিয়ে কথাটা বললো। মল্ট একটা বিষয় খেয়াল করেছে। যা ভালো করে দেখার চেষ্টা করছিলো সে।
-->> ঠিক আছে মাস্টার। (জ্যাক)
জ্যাক গাছের কাছে গিয়ে আবারো একই স্টাইলে পান্স দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলো। তবে এবার পার্থক্য শুধু ডোয়ার্ক মল্ট জ্যাকের শরীরে হাত দিয়ে রেখেছিলো। জ্যাক এবারও সিওর ছিলো যে সে গাছটাকে ভেঙে ফেলতে পারবে তবে সে এটা খেয়াল করে নি যে তার হাতে এনার্জি সংগ্রহ হচ্ছিলো না। জ্যাক এবারো কনফিডেন্সে পান্সটা প্রয়োগ করলো গাছের দিকে। এমন নয় যে তার পান্সটা শক্তিশালী ছিলো না, গাছের অর্ধেক অংশের মধ্যে তার হাত পুরো ঢুকে গিয়েছিলো তবে এটাই তার লিমিট ছিলো।
-->> আআআআআআআআআআআহ। (জ্যাক)
জ্যাক তার ডান হাতকে ধরলো তার বাম হাত দিয়ে এবং শুধুমাত্র একটা চিল্লানি দিলো। পান্সটা যদিও সাধারণ মানুষের থেকে অনেক উচ্চ লেভেলে ছিলো তারপরও সেটা ততোটা শক্তিশালী ছিলো না। জ্যাকের হাতের কব্জা ভেঙে গিয়েছে এবং অনেক ব্লাড বের হতে লাগলো।
"সুপার হিলিং"
তবে যেহেতু জ্যাকের কাছে তার হিলিং এবিলিটি ছিলো তাই তাকে কোনো চিন্তা করতে হলো না। ডোয়ার্ক মল্ট জ্যাকের হাতে একটা পোশনের বোতল ধরিয়ে দিলো এবং সেখান থেকে জ্যাককে বললো,
-->> তোমার এই জায়গার মধ্যে শেষ একটা ট্রেনিং হতে যাচ্ছে এটা। সাতদিনের মধ্যে আমি তোমার এই পান্সটা দেখতে চাই। (মল্ট)
মল্ট হাঁটতে শুরু করলো। সে বন থেকে বেরিয়ে যাচ্ছিলো,
"হ্যাঁ আমি খেয়াল করেছি, সেটা চি এনার্জি ছিলো। শেষের পান্সে জ্যাক অতি সামান্য চি এনার্জি সংগ্রহ করেছিলো তার হাতে। যেটাকে আমার এবিলিটিও ক্যানসেল করতে পারে নি। তাই আপাতোতো বলতে হচ্ছে এটাই আমার বিরুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র হতে যাচ্ছে।" (ডোয়ার্ক মল্ট ভাবছে)
মল্ট আকাশের দিকে তাকালো। একটা দীর্ঘশ্বাস ফেললো সে। এরপর বলতে শুরু করলো,
-->> তাহলে আমার এই জীবনটা শেষ করার মতো কাউকে তৈরী করতে সক্ষম হয়েছি মনে হয়। এখন শুধু দেখার পালা জ্যাক সত্যি আমার জীবনটা নিয়ে আমাকে সারপ্রাইজ দিতে পারে কিনা। (মল্ট)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।