#Demon_King#
পর্ব:৯৩
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্লাটোনি)
ব্লু কিংডমের একাডেমি হাতে প্রথম ফ্লোরেই এক হাজারের উপরে ড্যানজন রয়েছে। তবে তারা এক হাজার ড্যানজনকে সাজিয়েছে তাদের সবচেয়ে বড় ইভেন্ট টুর্নামেন্টের জন্য। এটি এমন একটা ইভেন্ট যেখানে একাডেমি না বরং পুরো কিংডমের মধ্যেই স্টুডেন্টদের মেধা এবং শক্তির প্রকাশ দেখা যায়। এটা শুধু মাত্র স্টুডেন্টদের জন্য নয় বরং একাডেমির রয়েল এবং নোবেল পরিবারের জন্য ও অনেক বড় সুযোগ তেরী করে দিতে পারে।
টুর্নামেন্টের প্রথম রাউন্ড হচ্ছে ড্যানজনের প্রথম ফ্লোরের মধ্যেই। একাডেমির এক হাজার ড্যানজনের মধ্যে এখন প্রায় প্রতিটা ড্যানজনের মধ্যেই স্টুডেন্টরা প্রবেশ করেছে এবং কয়েন সংগ্রহ নিয়ে ব্যস্ত। কিছু টিম কয়েন সংগ্রহ করছে মনস্টার হত্যা করে, আবার কিছু টিম সংগ্রহ করছে ড্যানজনের গোপন জায়গা গুলো খোঁজার মাধ্যমে, আবার কিছু টিম অন্যান্য টিমদের টার্গেট করছে কয়েন সংগ্রহের জন্য। সব মিলিয়ে প্রায় প্রতিটা ড্যানজনের মধ্যেই ফাইট দেখা দিচ্ছিলো। ঠিক তেমনি একটা ড্যানজনের মধ্যে বিশজনের দুটো টিম কয়েন সংগ্রহ করে যাচ্ছে। মূলত তারা দুটো টিম নয় বরং একটাই টিম শুধুমাত্র এই রাউন্ডের নিয়মের জন্য তাদের দুটো টিম তৈরী করতে হয়েছে। তারপরও তাদের লিডার একজনই। এই পর্যন্ত এই দুটো টিম অনেক গুলো টিমের সাথেই ফাইট করেছে। বেশীরভাগ বিপক্ষ টিমই কমনারদের ছিলো তাই খুব সহজেই তারা জয়ী হতে পেরেছে। তাই তাদের কনফিডেন্স ছিলো অনেক। দুই টিমের প্রধান লিডার মূলত ভিসকাউন্টের ছেলে আবরামা ছিলো।
-->> মনে হচ্ছে এই রাউন্ড আমাদের হাতের মুঠোই। একবার এই টুর্নামেন্টটা শেষ করলে আমি দুই প্রিন্সেসকে দেখাতে পারবো আমিই একমাত্র তাদের স্বামী হওয়ার অধিকার রাখি, হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা। (আবরামা)
ভিসকাউন্টের ছেলে আবরামা স্বাভাবিক একটা ছেলে ছিলো। তার বয়স অনুযায়ী তাকে দেখলে কোনো ভাবেই কেউ স্বাভাবিক মনে করবে না। তার টিমের সকলেই তাদের লিডারের কথা শুনে হাসতে চাইলো তবে নিজেদের জীবনকে ভালোবাসার কারনে কেউই একটা টু শব্দ করলো না।
-->> এখানে একটা হাতি দেখতে পারবো সেটা ভাবি নি। (এলেক্স)
ভিসকাউন্টের ছেলের টিম মাত্রই নতুন একটা ড্যানজনের মধ্যে প্রবেশ করেছিলো। তাই তারা তেমন ভিতরে যেতে পারে নি। তাই এতো শীঘ্রই অন্য একটা টিমেরও চলে আসার কথা ছিলো। তবে আবরামা এটা ভাবে নি যে কেউ একা এখানে আসার সাহস করবে। বিশেষ করে কেউ যে তাকে হাতি বলতে পারবে। রাগে আবরামা সুপার সাইয়ান হচ্ছিলো। না সরি রাগে তার শরীর থেকে হলুদ অউরা বের হচ্ছিলো।
-->> আমি জানি না তুমি কে? একটা মাস্ক পরেছো তাই বলা যাচ্ছে একজন কমনার হতে পারো। এখানে একা এসেছো সেটা তোমার ভুল নয়, বরং হাতি বলেছে আমাদের টিমের একজনকে সেটাই তোমার বড় একটা ভুল। (আবরামা)
টিম লিডার আবরামা নিজে অতিরিক্ত মোটা তবে সে কখনো পছন্দ করে না কেউ তাকে মোটা কিংবা হাতি বললে। তাই সব সময় সে এই বিষয়টাকে এড়িয়ে চলার চেষ্টা করে। তার সামনে ছেলেটা যেহেতু হাতি বলেছে কিন্তু কাকে বলেছে এটা উল্লেখ করে নি তাই আবরামা সেটাকে তার টিম মেম্বারদের উপরে চাপিয়ে দিলো চালাকি করে। তবে তার রাগ কমে নি। সে চাচ্ছিলো তার সামনের ব্যক্তিটার মাথাকে মাটির মধ্যে পিষে দিতে, কিন্তু শরীরের অতিরিক্ত ওজনের কারনে সে সেভাবে নরতে পারছিলো না। তাই তার কাজটা তার টিম মেম্বার করে দিতে লাগলো।
-->> কেউ আমাদের লিডারকে হাতি বলে এই পর্যন্ত বেঁচে ফিরতে পারে নি।
-->> তোমার ভাগ্য ভালো আমরা টুর্নামেন্টের মধ্যে আছি, নাহলে এখানেই তোমার মৃত্যু হতো।
-->> তোমাকে হত্যা না করলেও তোমার চেহারাটা চেনার মতো হবে না এমন কিছু আমরা এখন করতে যাচ্ছি।
আবরামার টিমের সকলেই নোবেল সন্তান এবং সাধারণ ভাবে তারা অনেক শক্তিশালী। যেহেতু সে একজন ভিসকাউন্টের ছেলে তাই তার টিমের মধ্যে ব্যারন কিংবা সাধারণ নোবেলদের ছেলে মেয়েরাই ছিলো। সবার বাবা মা নোবেল হলেও আবরামার বাবার টাইটেল তাদের থেকে বড় হওয়ার কারনে সবাই আবরামার আদেশ মতোই চলে। তিন জন উপরোক্ত কথাটা বলে তাদের সামনে সাদা রঙের মাস্ক পড়ে থাকা ছেলেটার উপরে এট্যাক করতে গেলো। তিনজনই অউরা ইউজার ছিলো। তাই তারা তাদের সোর্ড দিয়ে একসাথে এট্যাক করেছে। তবে সোর্ডের সাথে ছেলেটার শরীর স্পর্শ লাগার পূর্বেই তার শরীর সেখান থেকে হাওয়া হয়ে গেলো। সকলেই অবাক হলো, তারা বুঝতে পারছিলো না এখানে কি হলো।
"এটা কি কোনো আইটেম ছিলো? না টেলিপোর্টেশন আইটেম গুলো পাওয়া এতো সহজ নয়। সেগুলো শুধুমাত্র উচ্চ লেভেলের নোবেল বা রয়েল ফ্যামিলির কাছে থাকে। তাহলে কি এটা কোনো স্পেল? না সেটা কিভাবে সম্ভব? স্পেস এট্রিবিউট তো এখনো কোনো স্টুডেন্টই আনলক করতে পারে নি। এটা নিশ্চিত কোনো আইটেমই হবে।" (আবরামা ভাবছিলো)
মাস্ক পরা ছেলেটা হঠাৎ তিনজনের পিছনে চলে আসলো এবং তার হাতের ড্যাগারের হাতলের সাহায্যে তিনটা আঘাতে তিনজনকে সেন্সলেস করে দিলো।
-->> ওয়েল যা ভেবেছিলাম তার থেকে সহজ হতে যাচ্ছে মনে হয়। (ছেলেটা)
ছেলেটা সোজা হয়ে দাঁড়ালো, এবং বড় একটা নিশ্বাস ফেললো। তবে আবরামা আর চুপ থাকলো না। মাস্ক পরা ছেলেটার হাতে ড্যাগার দেখে বুঝতে পারলো সে একজন অউরা ইউজার।
-->> সব মানা ইউজার একসাথে এট্যাক করো। আমাদের টার্গেট মাত্র একজন অউরা ইউজার। কেউ তাকে কাছে আসার সুযোগ দিয়ো না। (আবরামা)
আবরামা অনেক মোটা, যার কারনে তার চলাফেরা করতে সমস্যা হয়। ফাইটে সে নিজে তেমন দক্ষ না হলেও সে তার টিমকে কমান্ড করতে অনেক দক্ষ। তার ব্যবহার যেমনি হোক না কেনো সে যদি তার একটা দুর্বল টিমের সাথেও থাকে তারপরও সেটাকে শক্তিশালী করে দিতে পারবে। তার ট্যালেন্টই হলো একটা টিমকে সুন্দর মতো নির্দেশনা দেওয়া। যেহেতু তাদের প্রতিপক্ষ ছেলেটাকে সে দেখেছে একটা ড্যাগার হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে। তাই সে সিওর হয়ে গেলো যে সেটা একজন অউরা ইউজার। আর একজন অউড়া ইউজারের সাথে ক্লোজ রেঞ্জের মধ্যে সবচেয়ে দুর্বল হয়ে যায় মানা এবং প্রাণ ইউজাররা। তবে লং রেঞ্জের জন্য আবার অউরা ইউজারদের বড় শত্রু হলো মানা ইউজার। তাদের স্পেল গুলো অনেক সময় অনেক ডেডলি হতে পারে। আবরামার টিমের মধ্যে যদিও ততো বড় নামকরা শক্তিশালী নেই, তারপরও আবরামার লিডারশীপের কারনে তাদের টিম অনেকটা শক্তিশালী এখন। তাই তারা কনফিডেন্স ছিলো একজনকে তো হারানো কোনো ব্যাপারই না। তারপরও আবরামা কখনো তার প্রতিপক্ষকে ছোট করে দেখে না।
বুম
একটা ব্লাস্ট হলো, আবরামার টিমের মানা ইউজার গুলো তাদের স্পেল ব্যবহার করেছে। তারা সবাই তাদের এট্রিবিউটের ব্যাসিক স্পেল দিয়ে এট্যাক করেছে। যেহেতু এই রাউন্ডের নিয়মের মধ্যে কেউ কাউকে হত্যা করতে পারবে না। তাই তারা শক্তিশালী স্পেল ব্যবহার করে একজনকে হত্যা করতে পারবে না। তারা সবাই ভেবেছিলো হয়তো ছেলেটা গুরুতর আহত হয়েছে কিন্তু সব গুলো স্পেল থেকে যে ব্লাস্ট তৈরী হয়েছিলো তার থেকে তৈরী ধোঁয়াটা কেটে যাওয়ার পর তারা সেখানে কাউকেই দেখতে পারলো না। একটু পূর্বে তাদের টিমের তিনজন ব্যক্তি সেখানে পরে ছিলো। তাদেরও দেখতে পারলো না সেখানে কেউ।
"আমার ক্যালকুলেশন ভুল ছিলো। রাগে আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারি নি।" (আবরামা ভাবছে)
পুরো টিমের নজর সামনের দিকে ছিলো। তবে মাস্ক পরা ছেলেটা বাকি তিনজনকে নিয়ে সবার পিছনে চলে গিয়েছে। তাদের কারো নজরই সেদিকে ছিলো না।
-->> ইয়ো হাতি, তুমি তো দেখছি তোমার নিজের টিম মেম্বারকেই রোস্ট করতে চাচ্ছিলে। (মাস্ক পরা ছেলেটা)
-->> স্পেল গুলো মারাত্মক ছিলো, তবে আমার এখানে খেলা করার সময় নেই।
হঠাৎ ছেলেটার শরীর দিয়ে লাইটনিং বের হতে লাগলো। পুরো শরীরে ব্লু কালারের লাইটনিং ছড়িয়ে গেলো। আবরামা কিছু বলার পূর্বেই মাস্ক পরা ছেলেটা লাইটনিং এর স্পিডে সব গুলো স্টুডেন্টের মাথার পিছনে আঘাত করে তাদেরকে নকডাউন করে দিলো। মাস্ক পরা ছেলেটা এবার আবরামার সামনে দাঁড়ালো যে বুঝতে পারছিলো না এখানে কি হয়েছে। এক পলকের মধ্যে ছেলেটা অনেক পিছে ছিলো আবার সেই পলকের মধ্যেই ছেলেটা তার চোখের একদম সামনে দাঁড়িয়ে আছে।
-->> গাইস, সবাই একসাথে হামলা করো। (আবরামা)
আবরামা পিছনে ফিরে সবাইকে কমান্ড করলো। কিন্তু তার টিমের কেউই দাঁড়িয়ে ছিলো না তার কথা শোনার জন্য। আবরামা নিজে ফাইট করতে পারে না এমন নয়। শুধু তার ফাইট করতে একটু সমস্যা হয় তার শরীর নিয়ে। যেহেতু তার ওজন একটু বেশীই বেশী তাই তার এট্যাক স্পিড গুলো অনেক কম। কোমরের বেল্টের সাথে থাকা আবরামার খাপযুক্ত তলোয়ার থেকে সে তলোয়ারটা বের করে নিলো এবং মাস্ক পরা ছেলেটার সামনে দাঁড়ালো।
-->> আমি দুর্বলদের সাথে ফাইট করি না। (মাস্ক পরা ছেলেটা)
আবরামার হাত কাপছিলো। সে তার সোর্ডকে ভালো করে ধরে রাখতে পারে নি। কাঁপা হাত দিয়ে আবরামা তার তলোয়ারটা নিচে ফেলে দিলো এবং নিজের হার মেনে নিলো। সে তার স্পেস রিং এর মধ্যে সংগ্রহ করা কয়েন গুলো বের করলো এবং মাস্ক পরা ছেলেটার সামনে রাখলো।
-->> আমি তোমাদের কয়েন সংগ্রহ করতে আসি নি। বরং বলতে এসেছিলাম এই ড্যানজন এখন থেকে আমার।
ছেলেটা আর কোনো কথা বললো না। নিচে পরে থাকা সমস্ত কয়েন পরে রইলো কিন্তু তার একটাতেও সে হাত না দিয়ে চলে গেলো ড্যানজনের ভিতরে। যেহেতু সে এই ড্যানজনে থাকা টিমকে হারিয়ে দিয়েছে এবং নিজের শক্তি প্রমাণ করেছে তাই এটাই তার জন্য যথেষ্ট ছিলো। সে ড্যানজনের কিছুটা ভিতরে চলে গেলো।
"ইগ্রিত-জেনারেল"
ছেলেটা তার মাস্ক খুলতে খুলতে তার দুটো আনডেডকে সাম্মন করে নিলো। মাস্কের পিছনে আর কারো নয় বরং স্বয়ং এলেক্সের চেহারাই লুকিয়ে ছিলো। এলেক্স তার টিমের থেকে আলাদা হয়ে এসেছে এবং এ পর্যন্ত তিনটা ড্যানজন ক্লিয়ার করেছে। তিনটার মধ্যেই বেশ কিছু টিমের সাথে দেখা হয়েছে যাদের সবাইকে নক ডাউন করে রেখেছে তবে কারো থেকে একটা কয়েনও সংগ্রহ করে নি। বরং এলেক্স প্রতিটা ড্যানজন ঘুরে বেরাচ্ছে এবং তাদের ক্লিয়ার করে যাচ্ছে। অবশ্য এটা দিয়ে মোট পাঁচটা ড্যানজনে সে প্রবেশ করলো।
[মাই কিং] (ইগ্রিত)
ইগ্রিত তার ঘোড়া থেকে নেমে এক হাঁটুতে ভর করে বসলো। তার বিশাল সোর্ডের হাতলকে ডান হাতে এবং নিজের মাথাকে বাম হাতে ধরে রেখেছে সে। সে এলেক্সের আদেশের অপেক্ষায় ছিলো। অন্যদিকে জেনারেল যার চারটা লোজ বেরিয়ে গিয়েছে এবং তার ফক্সের ফর্মটা আরো সুন্দর দেখা যাচ্ছিলো। সেও তার মাস্টারের আদেশের জন্য অপেক্ষা করছিলো।
-->> এখানে একটা র্যামপেজ শুরু করো। (এলেক্স)
এলেক্সের কথাটা শুনতে পেরে দুজনেই আর সময় নষ্ট করলো না। ইগ্রিত তার ঘোড়ার উপরে বসে এবং জেনারেল তার দ্রুত স্পিডে ড্যানজনের আরো গভীরে প্রবেশ করলো। অন্যদিকে এলেক্স হেঁটে হেঁটে যাচ্ছিলো এবং তার নতুন স্কিলটার দিকে তাকিয়ে আছে।
××× স্কিল মেনু ×××
নেইমঃ ব্লিংক
ইফেক্টঃ
১)হোস্ট তার এনার্জির ব্যবহার করে পনেরো মিটার জায়গার মধ্যে টেলিপোর্ট হতে পারবে।
২)কুলডাউনের পর হোস্ট একসাথে পাঁচবার এটাকে ব্যবহার করতে পারবে।
কুলডাউনঃ ১ ঘন্টা
××× ×××
এলেক্স তাকিয়ে ছিলো তার স্কিলের দিকে।
-->> তাহলে র্যানডম বক্সের মধ্যে স্কিলও পাওয়া যায়। (এলেক্স)
এলেক্স আজকের ডেইলি মিশন শেষ করেছে। মিশনটা শেষ করার সাথে সাথেই একটা র্যানডম বক্স পেয়েছে। যেটা খোলার পর এই স্কিলটা উড়ে এসে যুক্ত হয়েছে তার স্কিল মেনুর মধ্যে। একটা এসাসিনের জন্য এটা একটা পারফেক্ট স্কিল ছিলো যা এলেক্সের প্রয়োজন ছিলো এই সময়ে।
-->> যদিও পনেরো মিটারের বেশী জায়গাতে আমি যেতে পারবো না তারপরও এই স্কিলটা আমার ফাইটগুলোতে অনেক কাজে দিবে। (এলেক্স)
এলেক্স তার স্কিলের অপশন দেখছিলো ঠিক তখনি তার রিং এর মধ্য থেকে জিডুরী বের হলো। জিডুরী রিং থেকে বের হয়েই বলতে লাগলো,
[মাস্টার আপনার কোর কেমন কাজ করছে?]
জিডুরী বের হয়েছে তার মাস্টারের কোরের সম্পর্কেই জানতে, নাহলে সে ভিতরে আরাম করে রোমান্টিক গল্প পড়া নিয়ে ব্যস্ত ছিলো। জিডুরীর থেকে কোরের কথাটা শুনে এলেক্সের মুখটা ফ্যাকাসে হয়ে গেলো। এমন নয় যে তার সেকেন্ডারী কোরটা কাজ করছে না। বরং সেকেন্ডারী কোরটা বানাতে গিয়ে এলেক্সের সংগ্রহ করা সব গোল্ড কয়েন শেষ।
"একাডেমির মিশন গুলো শেষ করে খুব কম গোল্ড কয়েন হয়েছিলো। তবে হান্টার অরগানাইজেশানের দুটো মিশনেই আমি বড়লোক হয়ে গিয়েছিলাম। তবে একটা সেকেন্ডারি কোর বানাতে যে এতো গোল্ড কয়েন লেগে যাবে সেটা কে জানতো।" (এলেক্স)
এলেক্সের ইমপ্রেশন না বদলালেও জিডুরী এক নজর এলেক্সের মুখ দেখার সাথে সাথে বুঝে গেলো তার মাস্টার কি ভাবছিলো।
[মাস্টার গোল্ড কয়েন তো কোনো ব্যাপারই না। সেটা আসবে আর যাবে।]
এলেক্স তার বুকের ডান অংশে হাত দিলো। বিষয়টা আজব কারন তার একজনের হার্ট তাদের বুকের বাম পাশে থাকে। তবে এলেক্সের জন্য সেটা ভিন্ন হয়ে গিয়েছে। তার হার্ট ডানপাশেও রয়েছে আবার বাম পাশেও রয়েছে। ডানপাশের হার্টটাই তার নতুন সেকেন্ডারি কোর। এটা বর্তমানে এলেক্সের পাওয়ার সাপ্লাই হিসেবেও ব্যবহৃত হবে। মানে এখানেই তার শরীরের সকল এনার্জি সংগ্রহ হবে আবার এখান থেকে সকল এনার্জি বের হবে ব্যবহারের জন্য।
[মাস্টার এটাও মোটেও আজব বিষয় না একটার বেশী হার্ট থাকা। আপনি একজন ডিম্যানের হোস্ট হতে যাচ্ছেন তাই একাধিক হার্টের অভিজ্ঞতা এই সময়ে হয়ে যাচ্ছে আপনার।]
জিডুরী কথাটা খুব স্বাভাবিক কন্ঠে বললো। এলেক্স জিডুরীর দিকে তাকালো যা দেখতে পেরে জিডুরী আবারো বলতে লাগলো,
[মাস্টার এখন যখন আমি বেরিয়ে আসতে পারছি, তাই আপনার রোমান্টিক জীবন নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। সব কিছু আমার উপরে ছেড়ে দিন।]
-->> তুমিও বেশী বকবক করো। (এলেক্স)
[এটা কিন্তু ঠিক না মাস্টার, আমি প্রায় এক হাজার বছরের বেশী সময় একটা রিং এর মধ্যে বন্ধী ছিলাম। আর এখন যখন আপনার সাথে কথা বলছি আর আপনি বলছেন আমি বেশী বক বক করছি।]
এলেক্স জিডুরীর কথাকে ইগনোর করে নিজের মতো করে হাঁটতে লাগলো। কয়েক ঘন্টা পূর্বে সে জিডুরীর থেকে সেকেন্ডারি কোর তৈরীর রেসিপি নিয়েছিলো। যার পরে নিজের সিস্টেমের স্টোর থেকে সে কিছু আইটেম ক্রয় করেছিলো। আইটেম গুলো একত্র করার পর একটা সেকেন্ডারি হার্ট তৈরী হয়েছিলো। প্রতিটা ব্যক্তির কোর তার হার্টে তৈরী হয়। এলেক্স যেহেতু এনার্জি হীন একটা জায়গা থেকে এই ওয়ার্ল্ডে এসেছিলো তাই সে জানে তার কোর থাকার কথা না। কিন্তু এখানে কথা হলো এলেক্সের সউলটায় শুধু এই ওয়ার্ল্ডে এসেছিলো। তার বডিটা এই ওয়ার্ল্ডেরই ছিলো। তাহলে তো তার একটা কোর থাকার কথা ছিলো। কিন্তু কোনো এক কারনে তার নিজের হার্টে কোনো কোর ছিলো না।
[মাস্টার আপনি তো অনেক ইন্টারেস্টিং একটা ইভেন্টে অংশ নিয়েছেন। সময়ের সাথে আসলেই সব কিছু বদলে যায়। আমাদের সময়ে এই টাওয়ারের মধ্যে শুধু ফাইট আর ফাইটই হতো।]
জিডুরী তার মতো কথা বলতে লাগলো, এলেক্স তার কথার দিকে খেয়াল করলো না।
"ফ্লাইট মুড"
এলেক্স তার ড্রাগন স্যুট আর্মারের ফ্লাইট মুড ব্যবহার করলো। তার পিঠ থেকে আর্মারের দুটো ডানা বের হয়ে গেলো। যা বের হওয়ার ফলে সে তার সাধারণ স্পিডের থেকেও অনেক বেশী স্পিডে সামনে যেতে লাগলো। সে ভেবেছিলো এর ফলে সে জিডুরীর থেকে অনেক দূরে চলে আসতে পারবে। তবে তার ধারনা ভুল ছিলো।
[মাস্টার আপনি কি রেস করছেন আমার সাথে? ঠিক আছে তাহলে আমি হারবো না।]
এলেক্স জিডুরীকে অনেক পিছনে ফেলে রেখেছিলো। তারপরও এই কম সময়ে জিডুরী এলেক্সের পাশে চলে এসেছিলো। যা এলেক্স মোটেও আশা করে নি। দুটো ডানা জিডুরীর পিঠ থেকে বের হয়ে আছে। যার সাহায্যে সে উড়ে আরো স্পিডে এক পলকেই এলেক্সের চোখের সামনে থেকে সামনে চলে গেলো। এলেক্স তার জায়গা মতো দাঁড়িয়ে পরলো। এবং আস্তে আস্তে হাঁটতে শুরু করলো।
-->> ওয়েল এটা আশা করি নি। সেগুলো কি ড্রাগন ডানা ছিলো? (এলেক্স)
এলেক্সের ফ্যামিলিয়ার একটা ড্রাগন হওয়ার ফলে সে জিডুরীর ডানাকে দেখেই চিনতে পারলো।
"তাহলে কি আমার কাছে দুটো ড্রাগন হয়ে গেলো?" (এলেক্স ভাবছে)
এলেক্স তার ভাবনা শেষ করলো। সে তার বাম হাটু পুরো গেঁড়ে বসলো। ডান পা পিছনের দিকে রাখলো। রেস করার প্রথমে প্লেয়াররা যেভাবে বাঁশি বা গান শটের জন্য অপেক্ষা করে ঠিক তেমনি এলেক্স দাঁড়িয়ে ছিলো। তার পিঠের ড্রাগন স্যুট আর্মারের ফ্লাইট মুড এখনো একটিভ ছিলো। সেই সাথে তার পুরো শরীরে ব্লু লাইটনিং দেখা যাচ্ছিলো।
-->> জানি না এমিয়াসের লাইটনিং এট্রিবিউটটা সিলেক্ট করে ভুল করেছি কিনা, শুধু সময়ই বলে দিতে পারবে এখন। (এলেক্স)
এলেক্স আল্ট্রা সুপার সুপার দৌড় দিতে শুরু করলো। লাইটনিং তার শরীরের স্পিডকে আরো বারিয়ে দিলো এবং ড্রাগন স্যুট আর্মার তাকে স্পিডের লিমিটে নিয়ে যাচ্ছিলো। একটা ফ্লাশের মধ্যে এলেক্স চলে আসলো বস রুমের সামনে, যেখানে পূর্ব থেকেই জিডুরী দাঁড়িয়ে ছিলো। জেনারেল এবং ইগ্রিত এখনো এতোটা দূরে আসতে পারে নি। এলেক্স সোজা যে এখানে এসেছে তেমন নয়। আসার পথে সে যত মনস্টার দেখেছে তাদেরকে তার ড্যাগার দিয়ে হত্যা করতে করতে এসেছে। বস রুমের বিশাল গেইটের সামনে এলেক্স দাঁড়ালো। ব্লু লাইটনিং তার শরীর থেকে ছিটকে ছিটকে পরছিলো।
[আমি প্রথম মাস্টার।]
জিডুরীর দিকে এলেক্স তাকালো এবং বলতে লাগলো,
-->> ঠিক আছে তাহলে দেখা যাক বস মনস্টারকে কে হত্যা করতে পারে। (এলেক্স)
এলেক্স এখনো জিডুরীর পাওয়ার দেখে নি। তার স্পিড মারাত্মক ছিলো। এলেক্স তার স্বপ্নের মাধ্যমে কিছুটা হলেও জানে জিডুরী এখন মানুষ নয়, এক সময়ে দুর্বল একটা ছোট মেয়ে ছিলো সে। যাকে আগুনে পোড়াতে যাচ্ছিলো তার পুরো শহরের মানুষেরা। তবে একজন ব্যক্তি তাকে সুযোগ দিয়েছিলো। সুযোগ দিয়েছিলো শক্তিশালী হওয়ার। সুযোগ দিয়েছিলো সেই মানুষত্ব ত্যাগ করার যারা নিজের স্বজাতির ছোট একটা মেয়েকে আগুনে পোড়াতেও দ্বিধা বোধ করে নি।
[আমি দ্রুত হলেও মাস্টারের মতো শক্তিশালী না। তাই হয়তো এবার আমি জিততে পারবো না।]
এলেক্স জিডুরীর কথাকে ইগনোর করে বস রুমের দরজা খুলে দিলো। নিজের ইনফো স্কিল একটিভ ছিলো তাই সে বসের ইনফো দেখতে লাগলো,
××× ইনফো ×××
নেইমঃ ???
লেভেলঃ ? ??
××× ×××
এলেক্স তাকালো বসের দিকে, তবে এতো দূর থেকে বসকে দেখতে পারছিলো না সে। যেহেতু বসের নামটাও সে দেখতে পারলো না তাই বলা যাচ্ছিলো বসটা অনেক শক্তিশালী একটা মনস্টার। এলেক্সের মুখের এক কোনে ছোট একটা মুচকি হাসি ভেসে আসলো।
-->> মনে হচ্ছে ১৫০ লেভেলে শীঘ্রই চলে যাবো। (এলেক্স)
* * * * *
এগনোলেনিয়া,
টাওয়ার অফ গ্লাটোনির বাইরে মোট পাঁচটা এম্পায়ার রয়েছে। ফায়ার, ওয়াটার, আর্থ, এয়ার এবং লাইটনিং এই পাঁচ এম্পায়ার মিলে পুরো এগনোলেনিয়া। পাঁচ এম্পায়ারের মধ্যে ফায়ার এম্পায়ারের মধ্যে অবস্থিত টাওয়ার অফ গ্লাটোনি। আবার এই ফায়ার এম্পায়ারের মধ্যেই অবস্থিত মেফাস কিংডম। যে কিংডমের মধ্যে বর্তমানে যুদ্ধ হয়েই যাচ্ছে থ্রোনের জন্য। কিংডমের প্রথম প্রিন্সের রুমের মধ্যে তিনজন ব্যক্তি রয়েছে। যাদের মধ্যে একটা ব্যক্তি প্রিন্স নিজেই, অন্যজন প্রিন্সের রয়েল নাইট। এবং শেষ প্রিন্সের সামনে বসে থাকা এক মেয়ে
-->> আমি তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ দিচ্ছি। আমি জানি না তুমি কে? বা কি তোমার অরিজিন, তবে তোমার স্কিল গুলো দেখার পর আমার মনে হলো একমাত্র তুমিই এই কাজটা করতে পারবে। (প্রিন্স)
-->> আমি উল্টো কথা পছন্দ করি না। সোজা পয়েন্টে আসুন। (মেয়েটা)
-->> আমার বোন, প্রিন্সেস এনরি বর্তমানে টাওয়ারের মধ্যে আছে। যেহেতু তার পিছনে ডিউক উয়েক্সকুল রয়েছে তাই আমি চাইলেও আমার বোনকে নিয়ে আসতে পারবো না। তাই তোমার কাজ থাকবে টাওয়ারে প্রবেশ করা এবং আমার বোনকে যেভাবেই হোক আমার কাছে নিয়ে আসবে। (প্রিন্স)
-->> জীবিত নাকি মৃত? (মেয়েটা)
-->> জীবিত, এই কাজটা করতে পারলে তোমার যা দরকার সব কিছুই আমি পূর্ণ করে দিতে পারবো। (প্রিন্স)
-->> কি করতে পারবে সেটা পরের বিষয়। আপাতোতো টাওয়ারে প্রবেশ করতে পারছি এটাই আমার জন্য অনেক। (মেয়েটা)
-->> এই লেটারটা সংগ্রহ করতে আমার অনেক কানেকশনের সাহায্যের প্রয়োজন হয়েছে। এটা ক্যাপিটালে দেখাতে পারলেই তোমাকে টাওয়ারে প্রবেশ করতে দিবে। কিন্তু প্রথমে টাওয়ারের টেস্টে অংশ নিতে হবে। (প্রিন্স)
-->> সেটা নিয়ে প্রিন্সকে চিন্তা করতে হবে না। কারন টাওয়ারে আমার অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ রয়েছে। (মেয়েটা)
মেয়েটা প্রিন্সের রুম থেকে বেরিয়ে গেলো। তার মাস্কের কারনে প্রিন্স তার চেহারাটা দেখতে পারলো না। তবে পুরোটা সময় যতক্ষন মেয়েটা এই রুমের মধ্যে ছিলো প্রিন্স সহ তার রয়েল নাইট দুজনেই ভয়ে কাপছিলো। মেয়েটার বিশাল লম্বা চুল প্রায় মাটি পর্যন্ত ছিলো। যার মাথায় ছোট একটা ড্যাগার বাঁধা ছিলো। ড্যাগারটার একদম মাথার অংশ ফ্লোরের উপরে সামান্য জায়গার জন্য লাগছিলো না। মেয়েটা বেরিয়ে যাওয়ার সাথে সাথে প্রিন্সের মনে হলো সে সোজা মৃত্যু থেকে ফিরে এসেছে। প্রিন্স উঠলো এবং তার রুমের জানালা দিয়ে বাইরে তাকালো। তার রয়েল নাইট গুলো নিচে পরে ছিলো। সবাই মৃত অবস্থায় আছে।
-->> আরো একটা মনস্টারের সাথে দেখা হলো।
(২৮৭৪ শব্দ)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।