#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৭৪
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্রিড)
৭০ তম ফ্লোরের মধ্যে হাওয়ার মধ্যে মনে হচ্ছিলো জায়গা ফেটে যাচ্ছিলো। এটা ডিম্যান প্রিন্স অফ গ্রিড, ম্যামনের একটা কপি স্কিল ছিলো। যেটাকে বলা হয় "স্পেস কাটার"। এই স্কিলের মাধ্যমে ম্যামন যেকোনো সময় যেকোনো জায়গায় স্পেসকে কাটতে পারে এবং সেই জায়গার সাথে অন্য একটা জায়গার সংযোগ করে দিতে পারে। স্পেসকে কাটতে সেটা একটা পোর্টাল তৈরী করে যার মধ্যে প্রবেশ করলে গ্রিড টাওয়ারের যেকোনো একটা জায়গার মধ্যে বের হতে পারে। তাই জ্যাককে নিয়ে গ্রিড ৭০ তম ফ্লোরের মধ্যে এসেছে।
-->> তোমার সাথে আমার কাজ শেষ হলে আর তোমাকে আমার প্রয়োজন হবে না পোসেইডন। (গ্রিড)
কথাটা গ্রিড বলে জ্যাককে দূরে নিক্ষেপ করে ফেলো দিলো। জ্যাকের পিঠ একটা পাথরের গায়ে অনেক জোরে গিয়ে লাগলো। যার ফলে কটকট করে আওয়াজ হয়ে পিছনের দু'চারটা হাড় ভেঙে গেলো তার।
-->> তুমি আমার পরিচয় জানো? তাহলে নিশ্চয় তুমি জিতুর কন্সটেলেশন হবে। (জ্যাক)
যেহেতু জ্যাকে জিতুর সাথে অনেকদিন হলো দেখা করে নি, তাই তার সাথে কি হয়েছে তা সম্পর্কে জানে না। শুধু একটা জিনিস বুঝতে পারছে আপাতোতো জিতুর শরীরকে একটা কন্সটেলেশন কন্ট্রোল করছে।
-->> হাহাহাহাহা, তুমি আর তোমার কন্সটেলেশন টক। আমি কোনো কন্সটেলেশন নই। (গ্রিড)
গ্রিডের কথা শুনে জ্যাক বুঝতে পারছিলো না জিতু কি বোঝাতে চাচ্ছিলো। জ্যাক প্রথমে একটা কন্সটেলেশনের কথা ভাবলেও এবার যেহেতু গ্রিড তার এনার্জি লুশ করেছে তাই জ্যাক বুঝতে পারলো সেটা কোনো কন্সটেলেশন নয়।
-->> ডিমনিক এনার্জি? (জ্যাক)
জ্যাকের মাথায় এখন সবটা কাজ করলো। যেহেতু সে টাওয়ার অফ গ্রিডের মধ্যে রয়েছে তাই অবশ্যই সে এটা জানে যে এটা ডিম্যান কিং এর তৈরী করা টাওয়ার। এবং যেহেতু এটা টাওয়ার অফ গ্রিড তাই ডিম্যান কিং মারা যাওয়ার ফলে এই টাওয়ারের বর্তমান মাস্টার,
"ডিম্যান প্রিন্স অফ গ্রিড, ম্যামন"
জ্যাক কিছুটা অবাক হলো। সে পরিস্থিতি ঠিক ভাবে নিতে পারছে না। জ্যাক বুঝতে পারছে ম্যামন জিতুর শরীরকে হোস্ট বানিয়েছে। যার একটায় অর্থ এখন জিতুই ম্যামন হয়ে গিয়েছে। ডিম্যানরা কাউকে হোস্ট বানালে সেই ব্যক্তির শরীর সহ মাইন্ডকে নিজের করে নেই। এর ফলে যার বডি ছিলো তার সকল স্মৃতিও ডিম্যানের হয়ে যায়। তাই বলা যায় সেই ব্যক্তিটাই একটা ডিম্যান হয়েছে এবং ডিম্যানই সেই ব্যক্তি হয়ে গেছে। এখন ম্যামন জানে সে জিতু আবার জিতুও জানে সে ম্যামন।
-->> তুমি অবাক হচ্ছো আমাকে দেখে, তাহলে নিশ্চয় বুঝতে পেরেছো আমি কে। হাহাহাহা। (গ্রিড)
জ্যাক চাচ্ছিলো না একটা ডিম্যান প্রিন্সের সাথে দেখা করতে। বিশেষ করে এই অবস্থায় না। এখন তার পাওয়ার নেই পূর্বের মতো। যদিও গ্রিডও তার পাওয়ার হারিয়ে ফেলছে এক্সব্লক থেকে আসার কারণে, তারপরও এখানে জ্যাকের কোনো চান্স ছিলো না। তাই সে মাটিতে বসেই ছিলো।
-->> হুহুহু। এক সময়ে সাটান আর লুসিফার ব্যতীত আমি অন্য কোনো ডিম্যান প্রিন্সের কাছে হারি নি। বিশেষ করে তোমার কাছে। কিন্তু দেখো পরিস্থিতি আমাকে কোথায় নিয়ে আসছে। একদম পাওয়ারলেস হয়ে বসি আছি তোমার সামনে। ঠিক যেভাবে তুমি আমার সামনে বসে ছিলে এক সময়ে। (জ্যাক)
জ্যাক হাসতে হাসতে কথাটা বললো। সে চাচ্ছিলো ম্যামন যাতে তাকে হত্যা করে ফেলে এখানে যাতে সে আরো একবার সময়ের পিছনে যেতে পারে এবং গ্রিডের এট্যাক থেকে বাঁচতে পারে। তাই তাকে রাগানোর চেষ্টা করছিলো। জ্যাক চাইলে এখানে নিজের হাতে নিজেই মরতে পারতো, তবে গ্রিড এমন একজন ব্যক্তির কপি স্কিল ব্যবহার করেছে জ্যাকের উপরে যেটার জন্য জ্যাক তার শরীরকে নারাতেই পারছিলো না।
"আমি ড্রাকুলাকে মনে করতে চাচ্ছিলাম না। কিন্তু এই গ্রিড যে তারও একটা স্কিল কপি করে রেখেছে সেটা কে জানতো।" (জ্যাক ভাবছিলো)
জ্যাকের পিঠের হাড় ভেঙে যাওয়ার ফলে সে ব্যথায় চুপ করে বসে ছিলো। আপাতোতো তার নাড়াচাড়া করার কোনো শক্তি ছিলো না। তার মাস্টার তাকে ১ হাজার গ্রাভিটি ফোর্স পর্যন্ত ট্রেনিং করিয়েছে তারপরও জ্যাক গ্রিডের মাত্র ব্যবহার করা স্কিলের গ্রাভিটি নিতে পারছিলো না। যেহেতু এক সময় এই একই গ্রাভিটির মধ্যে অনেক দিন সে ড্রাকুলার সাথে ফাইট করেছিলো তাই জ্যাক সহজেই বুঝতে পারলো সেটা ড্রাকুলার এবিলিটি ছিলো।
-->> আমার প্রথম কাজটা করে রাখি, নাহলে তো আবার কোনো ভাবে মারা গেলে সময় এক ঘন্টার জন্য পিছিয়ে ফেলবে তুমি। (গ্রিড)
গ্রিডের কথাটা শুনে জ্যাক এবার আরো বেশী অবাক হয়ে গেলো। তার পরিচয়টা গ্রিড জানতে পেরেছে এটাই জ্যাকের কাছে অনেক বড় একটা সারপ্রাইজ ছিলো। সেই সাথে গ্রিড এটাও জানে যে জ্যাক এক সময়কে এক ঘন্টা পিছনে পাঠিয়ে দিতে পারে তার মৃত্যুর কারনে। রুলার অফ ডেড এর এই এবিলিটি সম্পর্কে খুব কম ব্যক্তিই জানতো। যাদেী মধ্যে ডিম্যান প্রিন্স অফ গ্রিডও রয়েছে।
-->> কি করতে চাচ্ছো ম্যামন? (জ্যাক)
-->> তুমি যেমন এখন পোসেইডন ডাক শুনতে চাও না। আমারও পছন্দ না যখন কেউ আমাকে ডিম্যান কিং এর দেওয়া নামে ডাকে। আমি এখন গ্রিড নামে পরিচিত সবার কাছে। (গ্রিড)
-->> তাহলে কি করতে চাচ্ছো আমার সাথে গ্রিড? তুমি তো নিশ্চয় জানো যে আমাকে হত্যা করতে পারবে না। (জ্যাক)
গ্রিড একটা ভয়ানক হাসি দিলো। যেহেতু সে জিতুর শরীরে ছিলো তাই তার হাসিটা ততটাও ভয়ানক মনে হলো না জ্যাকের কাছে। তবে এটা ঠিক যে তার শরীর থেকে যে ডার্ক এনার্জি বের হচ্ছিলো সেটা লোম দাঁড় করে দেওয়ার মতো। গ্রিড জ্যাকের সামনে আসলো এবং হাঁটুতে ভর করে বসে পরলো।
-->> আমার একটা আইটেমের প্রয়োজন, যেটা তোমার কাছে আছে। এবং এই আইটেমটাই তোমাকে ভবিষ্যৎ এ একটা বিপদজনক ব্যক্তিতে পরিণত করতে পারে। তাই আমার মনে হয় সেটা এখনি কেঁড়ে নেওয়া ভালো হবে। (গ্রিড)
কথাটা গ্রিড বলার সাথে সাথে জ্যাকের ডান হাতকে উঁচু করলো। ডান হাতের আঙ্গুলে একটা রিং ছিলো যেটা জ্যাক অনেক আশ্চর্যকর ভাবে পেয়েছিলো। প্রথমে জ্যাক সেটাকে একটা প্রয়োজনের আইটেম মনে করলেও এখন সে সেটাকে যে করেই হোক খুলে ফেলতে চাই। কিন্তু এই আইটেমটা কখনোই তার হাত থেকে খুলবে না যতক্ষন না সে মারা যাচ্ছে। তাই খোলার চেষ্টাও করে না জ্যাক এখন।
-->> এটা খুলতে হলে আমাকে মেরে ফেলতে হবে তোমার। আর যেহেতু আমার এবিলিটি সম্পর্কে জানো তাই হাজারো চেষ্টা করেও এই রিং পাবে না আমার থেকে। (জ্যাক)
-->> অলিম্পাসের কন্সটেলেশন গুলো সব সময় নিজেদের একধাপ উপরে মেনে এসেছে অন্যান্য কন্সটেলেশন থেকে। তাই তোমরা অনেক জিনিস সম্পর্কেই জানো না। একজন ডেড রুলারের আইটেম সম্পর্কে আরেকজন কন্সটেলেশন অফ ডেডই অনেক ভালো করে জানবে। তাই তোমাকে চিন্তা করতে হবে না ছোট ডিটেইলস নিয়ে। (গ্রিড)
এটা বলেই গ্রিড জ্যাকের যে আঙ্গুলে রিং ছিলো সে আঙ্গুলটা কেটে ফেললো ছোট একটা ড্যাগার দিয়ে। ড্যাগারটা হাওয়া দিয়ে উড়ছিলো গ্রিডের কমান্ডে। যেটার এক আঘাতেই জ্যাকের আঙ্গুল নেমে মাটিতে পরে গেলো। জ্যাক ব্যথায় চিল্লিয়ে উঠলো। তার শরীরে এমনিতেই অসহনীয় ব্যথা হচ্ছিলো গ্রাভিটি ফোর্সের জন্য। সে যে পাথরের উপরে বসে ছিলো সেটায় গর্ত হয়ে অনেকটা ভিতরে প্রবেশ করেছে এতোক্ষণে। পিঠের হাড় ভাঙা আর এখন নিজের একটা আঙ্গুল কাটা, সব মিলিয়ে জ্যাক নিজেকে আর কন্ট্রোল করতে পারে নি। অনেক জোরে চিৎকার শুরু করেছে সে।
-->> মানুষের চিৎকার গুলো শুনতে বেশ লাগে, যখন তারা পাওয়ারের লোভ করে এবং পাওয়ার পেয়েও যায়। কিন্তু তারপরও তারা বুঝতে পারে তাদের থেকে শক্তিশালী কোনো ব্যক্তি আছে, তখন সেই মানুষের অবস্থা দেখে আমি অনেক তৃপ্তি পায়। ঠিক যেমনটা তোমাকে দেখে আমি পাচ্ছি।
গ্রিড একটা ভয়ানক হাসি দিয়ে মাটি থেকে জ্যাকের আঙ্গুলটা উঠালো। আঙ্গুলটা উঠিয়ে গ্রিড তার বাম হাত দিয়ে গলার পেনডেন্ট বা নেকলেস টা খুলে হাতে নিলো। এবার পেনডেন্টের চোখের যে অংশটা তার উপরে গ্রিড রিং এর উপরের অংশ স্পর্শ করালো। রিং এর মধ্য থেকে কালো এনার্জি আস্তে আস্তে বের হতে শুরু করলো এবং সেটা গ্রিডের পেনডেন্টের চোখের মধ্যে প্রবেশ করতে লাগলো। এনার্জির সাথে রুলার অফ ডেড লিচ দ্যা আনডেডের ছোট একটা সউলের অংশও জমা ছিলো রিং এর মধ্যে যেটাও রিং থেকে গ্রিডের আইটেমের চোখের মধ্যে এবজোর্ব হয়ে গেলো। জ্যাক এতোক্ষণ ব্যথায় চিৎকার করছিলো তাই সে লক্ষ করে নি গ্রিড কি করছিলো। তবে এবার তার চোখের সামনে একটা মেসেজ চলে আসলো।
""হোস্টের রিং নষ্ট হয়ে গিয়েছে। তাই হোস্টকে তার বর্তমান রুলার অফ ডেড টাইটেল থেকে বরখাস্ত করা হয়েছে। এই সময়ে হোস্টকে রুলার অফ ডেড টাইটেল পাওয়ার জন্য অন্যান্য কন্সটেলেশনদের থেকে বেশী জীবিত বস্তুর সউলকে আন্ডারওয়ার্ল্ডে পাঠাতে হবে।""
মেসেজ টা তার পড়ার সময় হয়ে উঠলো না। কারন তার সারা শরীরে যন্ত্রনা করতে শুরু করলো। তার স্পেস ব্রেসলেটের মধ্য থেকে এমন সময়ে একটা আইটেম বেরিয়ে আসলো। ক্রসের মতো আইটেমটা একা একাই বের হওয়ার সাথে সাথে তার নিজস্ব ফর্মে চলে আসলো। প্রায় আট ফুটের মতো একটা লম্বা কালো রঙের মানব শরীর এবং জ্যাকেলের মাথা নিয়ে দাঁড়িয়ে ছিলো আনুবিস।
-->> তাহলে রুলারের টাইটেল অবশেষে আমার হাতে চলে আসলো। (আনুবিস)
জ্যাক এবং গ্রিডের সামনে বিশাল দেহী কন্সটেলেশন আনুবিস দাঁড়িয়ে ছিলো। জ্যাকের রুলার অফ ডেড টাইটেল বাতিল হওয়ার সাথে সাথে সেটা আনুবিসের হয়ে গিয়েছে। অনেকটা ট্রান্সফারের মতো। আর এখন জ্যাককে সেই টাইটেল নিজের করতে হলে আনুবিসের থেকেও অধিক সংখ্যক জীবিত বস্তু হত্যা করতে হবে। আপাতোতো জ্যাক এরকম তার টাইটেল হারানো কিংবা কিভাবে ফিরে পাবে সেটা নিয়ে ভাবছিলো না। বরং জ্যাকের মাথায় একটা চিন্তায় ছিলো, আনুবিস তাকে সাহায্য করছে না কেনো?
-->> আমি দুঃখিত পোসেইডন। তবে আমার মনে হয় না আমাকে এখন আবারো ব্লাক ড্রাগনের থেকে সিল হওয়ার কোনো ভয় করতে হবে। যেহেতু আমি রুলারের টাইটেল পেয়েছি তাই আবারো আন্ডারওয়ার্ল্ডে ফেরত যেতে পারবো আমি। (আনুবিস)
কথাটা বলেই আনুবিস দুটো হাত দিয়ে নিজেই নিজের মাথা টেনে শরীর থেকে আলাদা করে দিলো এবং সেটাকে জ্যাকের সামনে ফেলে দিলো। শরীর থেকে নিজের সউল যাওয়ার পূর্বে সে একটা কথা জ্যাককে বলে গেলো।
-->> আমাদের কন্ট্রাক অনুযায়ী আমি তোমাকে সাহায্য করবো এবং তুমি আমাকে সাহায্য করবে ব্লাক ড্রাগনের নজর থেকে লুকাতে। যেহেতু কন্ট্রাকটা আমি চাইলেই ভাঙতে পারবো না, তাই আমার মৃত্যুর মধ্য দিয়ে সেটাকে বাতিল করে দিচ্ছি। আমি এখন রুলার অফ ডেড। তাই আন্ডারওয়ার্ল্ডে ফিরে যাচ্ছি আমার রাইটফুল জায়গার মধ্যে। (আনুবিস)
কথাটা আনুবিস বলার পরই তার সউল শরীর থেকে হারিয়ে গেলো। শুধু পরে রইলো একটা নিস্তেজ বডি। জ্যাকের এখানে কিছু বলার ছিলো না। রিং নষ্ট হয়ে গিয়েছে মানে এখন সে আর রুলার অফ ডেড নয়। আর সে রুলার অফ ডেড নয় মানে এখন মারা গেলেও আর ব্রিং মি ব্যাক স্কিল একটিভ হবে না। আবার ইটার্নাল কার্সের ইফেক্ট তার উপরে নেই মানে সে আর মারা গেলেও রেইনকার্নেট হতে পারবে না।
"হয়তো আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার সময় আমারও হয়ে গিয়েছে।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার বেঁচে যাওয়ার সকল আশা ছেড়ে দিয়েছে। আপাতোতো তারা এমন জায়গায় আছে যেখানে ডোয়ার্ক মল্টেরও অনেক সময় লাগবে। যেহেতু সে এখনো ক্লিয়ার করে নি নিচের কয়েকটা ফ্লোর তাই জ্যাকের এখানে নিজের পাওয়ার দিয়ে জয়ী হওয়াটা সম্ভব ছিলো না।
-->> আমার কাছে এখন পুরো ওয়ার্ল্ডের সবথেকে মারাত্মক আইটেম রয়েছে। যেটার কারনে ডিম্যান থ্রোন এখন শুধু আমার। (গ্রিড)
গ্রিড হাজারো স্কিল, এবিলিটি কপি করে থাকলেও সে কখনো ডিম্যান কিং এর স্কিল কিংবা এবিলিটি কপি করতে পারে নি। ডিম্যান কিং যার একটা এবিলিটির জন্য সে ডিম্যান কিং ছিলো যাকে দেখে উচ্চতর কন্সটেলেশন গুলোও ভয় করতো সেটা ছিলো, "আই অফ এনাহিলেশন"। গ্রিড তার সারা জীবন শুধু সেই এবিলিটি টাকে কপি করার চেষ্টা করে কাটিয়ে দিয়েছে। কিন্তু কোনো ভাবে সেটা সম্ভব হয় নি। কিন্তু গ্রিড সেই এবিলিটি কপি করতে না পারলেও এখন একটা আইটেম তৈরী করেছে, যার নাম সে দিয়েছে "আই অফ এনাহিলেশন"।
* * * * *
(ছোট একটা ফ্লাশব্যাক)
অনেকটা পূর্বের কাহিনী। ডিম্যান কিং একটা আজব গুহার মধ্যে প্রবেশ করেছিলো। যেখানে তার দেখা হয়েছিলো দ্যা স্টোন মাংকি এ.কে.এ মাংকি কিং এর সাথে। মাংকি কিং এর সাথে কথা বলে দুজনেই ইটার্নাল স্লিপের মধ্যে চলে যায়। তবে ইটার্নাল স্লিপে চলে যাওয়ার পূর্বে ডিম্যান কিং তার সর্বশেষ লাইফ এনার্জি ব্যবহার করে এবং সর্বশেষ একটা স্পেল ব্যবহার করে। এরপর থেকেই সেই গুহার মধ্যে শুধু একজন মানুষের অস্তিত্ব ছিলো যে ইটার্নাল স্লিপের মধ্যে ছিলো।
* * * * *
জ্যাকের চোখের সামনে গ্রিডের হাতের আইটেমটা জ্বলছিলো। জ্যাক এখন এই চোখটাকে চিনতে ভুল করলো না। সে কোনো কিছুতেই ভুল করতে পারে না।
-->> আই অফ এনাহিলেশন! কিন্তু কিভাবে সম্ভব? এটা তো ডিম্যান কিং এর স্পেশাল এবিলিটি ছিলো, যেটা জিউসকে পর্যন্ত এক এট্যাকে হত্যা করতে পারতো। (জ্যাক)
জ্যাক সব কিছু আশা করলেও এটা তার স্বপ্নেরও বাইরে ছিলো। একটা ব্যক্তির কাছে এতোটা মারাত্মক একটা জিনিস কিছুতেই আসতে পারে না।
-->> আমি ভেবেছিলাম তোমাকে জীবিত রেখে আমি সেটা মল্টের উপরে ব্যবহার করতে পারবো তার শরীরকে দখল করার জন্য। কিন্তু আমার মনে হয় না সেটার কোনো দরকার হবে। যেহেতু আমার আইটেম রেডি হয়ে গিয়েছে এখন আমাকে কেউ আটকাতে পারবে না ডিসট্রাকশন তৈরী থেকে। (গ্রিড)
গ্রিড জ্যাককে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে। এখন যেহেতু রিং আর নেই তাই জ্যাককে হত্যা করলে সময়ের এবিলিটি নিয়ে তাকে আর ভাবতে হবে না। তবে জ্যাক এই সময়েও প্রস্তুত ছিলো। তার কাছে একটা ট্রাম্প কার্ড রয়েছে যেটা অনেকটা ভয়ঙ্কর। সে পুরো রিয়েলিটি ধ্বংস করে নতুন একটা তৈরী করতে চাচ্ছিলো। তবে সেটা গ্রিডের এট্যাকের পূর্বে করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
[হাহাহাহাহা, দেখো আবারো সেই একই অবস্থায় পরেছো যেখানে তুমি একজন হেল্পলেস ছেলে হয়ে আছো।]
কথাটা শুধু জ্যাক শুনতে পারলো। কোথায় থেকে আসলো কথাটা সেটা জ্যাক বুঝতে না পেরে এদিক সেদিক তাকাতে শুরু করলো। তবে কোথাও কাউকে সে দেখতে পারলো না। কন্ঠটা পরিচিত হলেও সে সঠিক ভাবে চিনতে পারছিলো না। ঠিক তখনি আবারো জ্যাকের স্পেস ব্রেসলেট এর মধ্যে কাঁপা-কাঁপি শুরু হয়ে গেলো। ভিতর থেকে একটা আইটেম বেরিয়ে আসলো।
-->> আন্ডা? (জ্যাক)
অনেক পূর্বে জ্যাকের পাওয়া একটা ডিম বেরিয়ে আসলো তার স্পেস ব্রেসলেট থেকে। কিছু দিন এই ডিমের সাথে কি করবে জ্যাক ভেবে চিন্তা করে না পেয়ে এটা সম্পর্কে একদম ভুলেই গিয়েছিলো। তবে আজ এভাবে সেটা জ্যাকের সামনে আসার ফলে জ্যাকের হঠাৎ মনে পরলো।
-->> হঠাৎ এই আন্ডা আসলো কোথা থেকে? (গ্রিড)
ডিমটা গ্রিডকে পুরো গার্ডহীন অবস্থায় ধরে ফেললো। যদিও গ্রিড এখন একজন ডিম্যান প্রিন্স তারপরও একটা মানুষের শরীরকে হোস্ট বানানোর কারণে তার কিছু লিমিট রয়েছে। ডিমটা ঠিক গ্রিডের কপাল বরাবর একটা আঘাত করে যার ফলে গ্রিড সেখানেই কিছুক্ষণের জন্য নিজের সেন্স হারিয়ে ফেললো।
[সময় হয়ে গিয়েছে আমাদের কন্ট্রাককে পরিপূর্ণ করবার, জ্যাক।]
আন্ডাটা একটা উটপাখির আন্ডার মতো ছিলো। যার ত্বক অনেক শক্ত ছিলো যা জ্যাক তার সোর্ড দিয়েও ভাঙতে পারে নি। তবে সেই আন্ডা এখন ভাঙতে শুরু করলো আস্তে আস্তে। আন্ডা ভেঙে ভিতর থেকে যা বের হলো সেটা কোনো ভাবেই জ্যাক বিশ্বাস করতে পারছিলো না।
-->> একটা উলঙ্গ মানুষ? (জ্যাক)
জ্যাক তার চোখ বন্ধ করে ফেললো। এটা আসলেই অনেক লজ্জাজনক একটা পরিস্থিতি ছিলো। একটা মেয়ে হলে আরেক কথা ছিলো তবে জ্যাকের সামনে একটা ছেলে দাঁড়িয়ে ছিলো। তাই সে নিজের সম্মানের জন্য হলেও চোখকে বন্ধ করে রেখেছে। সামনের ছেলেটা কোনো রকম কথা বলছে না। এমন মনে হচ্ছিলো সেটা জীবিত নেই আর। তবে কথা গুলো ছেলেটার মধ্য থেকেই আসছিলো।
[তাহলে উইশ মেকার আমার ফাইনাল উইশ দ্বারা এটাকে বুঝিয়েছে। জানি না সে কি প্লান করছে, শুধু আমার উইশটা পুরন হলেই হলো।]
জ্যাক এতোক্ষণে চিনতে পারলো তার সামনের ব্যক্তিটা কে। জ্যাকের উপরে গ্রিডের ব্যবহার করা গ্রাভিটি স্কিল এখন কাজ না করলেও অতিরিক্ত ব্লাড হারানোর ফলে জ্যাক এখন নরতে পারছিলো না।
-->> আমি এখন সুস্থ অবস্থায় থাকলে তোমার ঔ থোবরাকে এমন করে দিতাম যে কেউ সেটা চিনতে পারতো না। (জ্যাক)
[আমার মনে হয় আমাদের মধ্যে ফাইট করার সময় এটা। যেহেতু তোমার অবস্থা এখন ভালো না, তাই আমি তোমাকে আবারো সাহায্য করতে এসেছি। তবে এবার শুধু আমি একাই সাহায্য করবো না, সেই সাথে তুমিও করবে।]
ছেলেটা আর কোনো কথা বললো না। দেখতে একদম ২০ বছরের নিচে একটা ছেলের মতো লাগছিলো। তবে জ্যাক ভালো করেই জানে সেই চেহারার পিছনের ব্যক্তিটা কে। ছেলেটার বডি এতোক্ষণ হাওয়ার মধ্যেই ছিলো। জ্যাকের দিকে সে এগিয়ে যাচ্ছিলো। জ্যাকের মাথার সাথে ছেলেটার মাথা স্পর্শ করলো। ঠিক তখনি জ্যাকের মনে হচ্ছিলো তার শরীর থেকে তার সউল গুলো বেরিয়ে যাচ্ছিলো। এতোটা যন্ত্রনা করছিলো জ্যাকের শরীরে যে জ্যাক ভাবছিলো সে মারা যাচ্ছিলো।
"বুম"
সেখানে একটা ব্লাস্টের দেখা গেলো। ব্লাস্টের কারণে সেখানে ধোঁয়া উড়তে শুরু করলো। ধোঁয়া গুলো কেটে যাওয়ার পর সেখানে শুধু একটা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখা গেলো। সে ব্যক্তি নিচে বসে থাকা ব্যক্তিটার মুখ থেকে মাস্ক এবং হাত থেকে ব্রেসলেটটা খুলে নিজের মুখে এবং হাতে পরে নিলো।
-->> অনেক আজব বোধ হচ্ছে একসাথে মাংকি কিং এবং পোসেইডনের মিশ্রনটা। তারপরও এই পাওয়ার আমার শরীরে, আমার মনে হচ্ছে আমি সব কিছুই করতে পারবো এখন থেকে।
ব্লাস্টের সময়ে গ্রিড তার সেন্স ফিরে পেয়েছিলো। তাই সঠিক সময়ে সে সেখান থেকে টেলিপোর্ট হয়ে অনেকটা দূরে চলে যায়। আপাতোতো সময়ে সে একটা ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছে ব্লাস্টের মধ্যে। যাকে তার মোটেও জ্যাক মনে হচ্ছিলো না।
"মনে হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিটায় পুরো পাল্টে গিয়েছে। হঠাৎ কি হয়েছে সে ডিমটা বের হওয়ার পর? না আমাকে চিন্তা করে লাভ নেই। আমার কাছে আই অফ এনাহিলেশন রয়েছে।"
মাস্ক পরা ছেলেটা এবার আকাশের দিকে তাকালো এবং নিজের হাতকে মুঠো করলো।
"নিম্বাস"
সাথে সাথে আকাশে কালো মেঘ জমা হতে শুরু করলো। যা থেকে অনেক পাওয়ারফুল একটা লাইটনিং স্ট্রাইক পরলো।
-->> আমি এটা মোটেও আশা করি নি। (গ্রিড)
লাইটনিং স্ট্রাইকটা এতো মারাত্মক ছিলো যেটা গ্রিডের মনেও ভয়ের তৈরী করলো। তবে সে তার আই অফ এনাহিলেশন নিয়ে প্রস্তুত ছিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।