#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৭৭
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্রিড)
৭১ তম ফ্লোরের মধ্যে জ্যাক প্রবেশ করেছে। তবে এখানে আসার পরই তার দেখা হয় টাওয়ারের একজন ওয়ার্কারের সাথে। ওয়ার্কার এমন দশজন ব্যক্তি যারা টাওয়ারের প্রতি দশ ফ্লোর নিয়ন্ত্রন করে থাকে। জ্যাকের সামনে এখন দাঁড়িয়ে ছিলো ৭০ থেকে ৮০ তম ফ্লোরের একজন ওয়ার্কার। ম্যামন টাওয়ারের সিস্টেমটাকে যখন একটা গেমের মতো তৈরী করে তখন সে সর্বপ্রথম দশজন ব্যক্তিকে নিয়োগ দেই তার জন্য কাজ করার জন্য। এর ফলে গ্রিডের কষ্টের কোনো কাজ করতে হবে না। যেহেতু তারা ওয়ার্কার পদে রয়েছে তাই কোনো প্লেয়ার যদি টাওয়ারের নিয়ম ভঙ্গ করে তাহলে তাদেরকে শাস্তি দেওয়ার দায়িত্ব রয়েছে। আর জ্যাক তো এখন অনেক বড় একটা নিয়ম ভঙ্গ করেছে। ওয়ার্কার নিজেও জানে না কিভাবে, তবে জ্যাক পূর্বের ফ্লোর ক্লিয়ার না করেই ৭০ তম ফ্লোরে এসেছে। এটুকু জ্যাকের জন্য বড় একটা অপরাধ ছিলো না। তবে যখন জ্যাক ৭০ তম ফ্লোর ক্লিয়ার করে ৭১ তম ফ্লোরে প্রবেশ করেছে তখনি সে টাওয়ারের অনেক বড় একটা নিয়ম ভঙ্গ করে ফেলেছে। তাইতো ওয়ার্কার এখন এখানে এসেছে জ্যাককে হত্যা করতে যাতে আরো নিয়ম ভঙ্গ না হয় টাওয়ারের।
-->> ওহহো। তাহলে তোমরা টাওয়ারের কিছু পাপেট ছাড়া আর কিছু নও। যদিও দুঃখ হচ্ছে তোমার উপরে। তারপরও যেহেতু তুমি তোমার রাইট মাইন্ডে এবং জীবিত নও আর তাই তোমাকে হত্যা করতে আমার কোনো সমস্যা হবে না। (জ্যাক)
জ্যাক হেসে কথাটা বললো। জ্যাকের সামনে যে ব্যক্তিটা দাঁড়িয়ে আছে তাকে এক সময়ে মানুষ বলা গেলেও এখন সে কোনো দিক দিয়েই মানুষ ছিলো না। লোকটার পুরো বডির আকার পূর্বের মতো থাকলেও এখন আর সেখানে হাড্ডি কিংবা মাংস উপস্থিত নেই। বরং তার পুরো শরীর এখন কাঠের তৈরী ছিলো। তাই তাকে এক দিক দিয়ে রোবট বলা চলে। সাধারণ কেউ দেখলে তার শরীরের পার্থক্য লক্ষ করবে না। কাঠ দিয়ে তার বডি তৈরী হলেও সেটা দেখতে একদম হুবুহু আসলের মতো হওয়ায় সব ব্যক্তিই মনে করবে ওয়ার্কারটা একটা জীবিত ব্যক্তি। যাইহোক জ্যাক বেশী ডিটেইলসে আর দেখতে পারলো না কারণ লোকটা দাঁড়িয়ে থাকলেও তার পাওয়ার আর দাঁড়িয়ে ছিলো না। টাওয়ারের ওয়ার্কার হওয়ার কারনে সে টাওয়ারের একটা বস্তুর উপরে পুরো নিয়ন্ত্রণ করতে পারে। আর সেই বস্তু হলো গাছ। তার নিয়ন্ত্রণকৃত দশটা ফ্লোরের মধ্যে সে সব গুলো গাছকে নিচের মতো করে কন্ট্রোল করতে পারে। সে চাইলে গাছের আকার পরিবর্তনও করতে পারে। আর এখন সেই পাওয়ার ব্যবহার করেই সে জ্যাকের উপরে এট্যাক করছিলো।
জ্যাকের চারপাশেই বিশাল বিশাল গাছ ছিলো। তাই এই জায়গাটা ওয়ার্কারের ফাইটের জন্য একদম পারফেক্ট ছিলো। জ্যাক দাঁড়িয়ে ছিলো ঠিক সেই সময়েই চারপাশ থেকে গাছের কান্ড বৃদ্ধি পেয়ে সেগুলো জ্যাকের দিকে দ্রুত এট্যাক করার জন্য ছুটে যাচ্ছে। প্রায় ত্রিশটা মতো গাছের লম্বা লম্বা কান্ডের এট্যাক জ্যাক শুধু লাফিয়ে লাফিয়েই এড়িয়ে গেলো। প্রথম ওয়েব এড়াতে পারলেও দ্বিতীয়টা একটু কষ্টকর হয়ে দাঁড়ালো। এবার আর কান্ড নয় বরং জ্যাক যেখানে দাঁড়িয়ে ছিলো তার নিচ থেকে গাছের শিকড় বিশাল হয়ে সেগুলো এট্যাক করতে শুরু করলো।
-->> এই কান্ড আর শিকড় গুলো আমাকে অনেক বিরক্ত করতে শুরু করেছে। যেহেতু এগুলো শুধুমাত্র কিছু গাছ তাই এদের উপরে সহজেই আগুন লেগে যাবে। (জ্যাক)
জ্যাক তার হাতের স্পেস ব্রেসলেট থেকে তার ফায়ার ড্রাগন সোর্ডটা বের করলো।
"ইগনাইট"
সোর্ডের পাওয়ার একটিভ করার সাথে সাথে সেটার ব্লেড থেকে আগুন বের হতে শুরু করলো যা অনেকটা উপর পর্যন্ত উঠে গেলো।
[মাস্টার, আপনাকে নতুন লাগছে! আপনি কি আবারো বডি চেঞ্জ করেছেন?]
কথাটা ইগড্রাসিল তার মাইন্ডে বলেছে। যা শোনার পর জ্যাক বলতে লাগলো,
-->> আমার সাথে কি হবে সেটা আমি নিজেই জানি না। প্রথমে দুজন ব্যক্তি আমার ডেস্টিনি নিয়ে খেলা করেছে এখন সেখানে আরো একজন যুক্ত হয়েছে। তাই কখন কি হয় সেটা সম্পর্কে আমি মোটেও বলতে পারছি না। (জ্যাক)
জ্যাক তার কথা শেষ করে নিচে থেকে বের হওয়া শিকড়ের উপরে পা রেখে একটা লাফ দিলো এবং তার দিকে এগিয়ে আসা গাছের কান্ড এবং শিকড়কে হাতে থাকা ফায়ার ড্রাগন সোর্ড দিয়ে কেটে ফেললো। তার প্রতিটা স্লাশে গাছের কান্ড এবং শিকড় গুলো কেটে যাওয়ার সাথে পুড়ে যাচ্ছিলো তাই ওয়ার্কার সেটা দিয়ে আবার এট্যাক করতে পারছিলো না।
-->> যেহেতু গাছ গুলো দিয়েই তুমি এট্যাক করছো আমাকে, তাই বলা যাচ্ছে তোমার নিজস্ব শারিরীক কোনো পাওয়ার নেই। তাই তোমাকে এট্যাক করলেই সব কিছু শেষ হয়ে যাবে। (জ্যাক)
জ্যাক দ্রুত ওয়ার্কারের দুর্বলতা সম্পর্কে জানতে পারলো। যেহেতু ওয়ার্কার কোনো কিছু করছিলো না বরং গাছগুলোই সব এট্যাক করছিলো তাই জ্যাক বুঝতে পারছিলো ক্লোজ রেঞ্জে ওয়ার্কার কিছুই করতে পারবে না জ্যাকের বিপরীতে। কিন্তু এখানে সমস্যা হলো ক্লোজ রেঞ্জে প্রবেশ করা। জ্যাক যতটা কাছে যাওয়ার চেষ্টা করছে ততই গাছের কান্ডের এবং শিকড়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাই জ্যাক কিছুটা বিরক্ত হয়ে গেলো।
-->> মনে হচ্ছে যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজ হবে না এই ফাইটটা। (জ্যাক)
"সুপার স্পিড"
"সুপার হিউম্যান স্ট্রেন্থ"
জ্যাক যতই সামনে যাচ্ছিলো তার মনে হচ্ছিলো গাছগুলোর এট্যাকের সাথে তাদের এট্যাকের স্পিডও বৃদ্ধি পাচ্ছিলো। তাই তাকেও তার স্পিড বৃদ্ধি করতে হবে। জ্যাক তার ফায়ার ড্রাগন সোর্ডটাকে শক্ত করে ধরলো এবং এক সেকেন্ডের মধ্যে তাদের মধ্যকার গ্যাপটাকে পার করে ফেললো। তার স্পিড এতো ছিলো যে গাছের কান্ড কিংবা শিকড়ও সময় মতো রিয়েক্ট করতে পারে নি। তবে জ্যাক যখন তার হাতের সোর্ড দিয়ে ওয়ার্কারের হার্ট বরাবর এট্যাক করবে ঠিক তখনি মাটির নিচ থেকে একটা গাছের শিকড় বের হলো যেটা জ্যাকের এট্যাক ওয়ার্কারের শরীরে স্পর্শ করার পূর্বেই ওয়ার্কারের শরীরকে ঘিরে ফেললো। জ্যাক তার ফায়ার ড্রাগন সোর্ড দিয়ে তার সুপার হিউম্যান স্ট্রেন্থ এবিলিটি একটিভ থাকার পরও সেই গাছের শিকড়কে ছেদ করতে পারলো না। ছেদ তো দূরের কথা সেটাতে একটু দাগও পরলো না।
-->> আমার মনে হচ্ছে আমি ওয়ার্ল্ড ট্রির উপরে এট্যাক করেছি। (জ্যাক)
সুপার হিউম্যান স্ট্রেন্থে এট্যাক করার ফলে জ্যাকের পুরো শরীর কেঁপে উঠেছে তারপরও সে একটু ড্যামেজ দিতে পারে নি সেই গাছের শিকড়ে। যার একটা কারণই বুঝতে পারে জ্যাক।
-->> আমার দেখা সবচেয়ে শক্তিশালী প্লেয়ারের মধ্যে তুমি একজন হবে। নাহলে এতো উপরে আসতে পারতে না কখনোই। আমি এটা দেখাতে চাই নি তারপরও যেহেতু আমি সকল গাছকে ভালোবাসি তাই সকল গাছও আমাকে ভালোবাসে। এজন্যই আমার বিপদে তারা আমাকে সাহায্য করে। এখন যে শিকড় দেখতে পাচ্ছো এটা "ওয়ার্ল্ড ট্রি" নামক ডিভাইন গাছের একটা বীজ থেকে উৎপন্ন নৈব গাছ মাত্র। ওয়ার্ল্ড ট্রি কখনো কারো জীবন নিতে চাই না তাই এটা থাকতে আমার কিছুই করতে পারবে না তুমি। (ওয়ার্কার)
ওয়ার্কারের মুখে কোনো ইমোশন ছিলো না। সে একটা রোবটের মতো কথাটা বলে গেলো শুধু। তার জায়গায় এখানে অন্য কেউ থাকলে হয়তো একটা ভয়ানক হাসির সাথে কথাটা বলতো। তা যায়হোক যেহেতু শিকড়টার পরিচয় সম্পর্কে সে জ্যাককে বলে দিয়েছে তাই জ্যাককে আর সিওর হতে হলো না।
-->> এই সময়ে আমার রুয়ির কথা অনেকটা মনে পরে যাচ্ছে। তারপরও যেহেতু আমার সামনে সবচেয়ে শক্তিশালী ডিফেন্সিভ গাছের শিকড় দাঁড়িয়ে আছে তাই তার জন্য আমার রুয়ির প্রয়োজন হবে না। (জ্যাক)
ওয়ার্কারের শরীরের চারদিকে গোল বলের মতো করে ওয়ার্ল্ড ট্রির শিকড় পেঁচিয়ে ছিলো যা এখন আবার মাটির নিচে চলে গেলো। ঠিক এই সময়ে পিছন থেকে প্রায় শত শত সূঁচালো কান্ড এবং গাছের শিকড় জ্যাকের পিছন থেকে তাকে এট্যাক করলো। জ্যাক এটার জন্য প্রস্তুত ছিলো। সে একটা জিনিস লক্ষ করেছে একটু পূর্বে,
"যখন আমি ওকে এট্যাক করেছি তখন পিছনের সব কান্ড এবং শিকড় গুলো তাদের নিয়ন্ত্রন হারিয়ে ফেলেছিলো এবং তখনি মাটি থেকে ওয়ার্ল্ড ট্রির শিকড় বের হয়েছিলো। তার মানে এই সেভেন্থ ওয়ার্কার হয়তো ওয়ার্ল্ড ট্রি নাহলে সাধারণ গাছ নিয়ন্ত্রণ করতে পারে। যাইহোক এটা আমার জন্য ভালো একটা সুযোগ।" (জ্যাক ভাবছে)
জ্যাকের সুপার স্পিড এখনে একটিভ ছিলো। তাই সে ডান দিকে দ্রুত ঘুরলো এবং তার সোর্ড দিয়ে একটা মারাত্মক স্লাশ দিলো। সোর্ডের থেকে আগুনের একটা ওয়েব সামনে দিকে চলে গেলো যা সামনে থাকা সকল কিছুকো পুরিয়ে দিলো ঠিক এই সময়ে জ্যাক পিছনে ফিরলো এবং ওয়ার্কারকে এট্যাক করতে চাইলো তবে সে সেখানে ছিলো না। জ্যাক চারিদিকে খুঁজেও কোথাও ওয়ার্কারকে দেখতে পেলো না। তবে সে বুঝতে পেরেছে ওয়ার্কার কোথায় থাকতে পারে।
-->> যেহেতু তুমি গাছের মধ্য থেকে বের হয়েছিলে তাই এখনো কোনো গাছের মধ্যেই লুকিয়ে আছো। (জ্যাক)
জ্যাক তার মাথায় হাত দিলো এবং কয়েকটা চুল তুলে ফেললো। সে তার এখনকার স্ট্রেন্থে মাত্র দশটা ক্লোনই তৈরী করতে পারে। তাই তার হাতে থাকা চুল গুলোকে ফুক দিলো এবং মাটিতে ফেলে দিলো।
"ক্লোন"
জ্যাকের দশটা পারফেক্ট ক্লোন তৈরী হলো। এর বেশীও সে ক্লোন তৈরী করতে পারবে তবে তাদের আকার, পাওয়ার কোনো কিছুই পারফেক্ট থাকবে না। তাই সে কষ্ট করে নিজের এনার্জি হারাতে চাচ্ছে না সেটা করে। এখানে মোট এগারো জন জ্যাক ছিলো যাদের হাতে একই ধরনের ফায়ার ড্রাগন সোর্ড ছিলো। ক্লোন গুলো অরিজিনালের পাওয়ারের অর্ধেক ব্যবহার করতে পারে তাই সেগুলো অনেক মারাত্মক হতে পারে মাঝে মাঝে।
"এক সময়ে আমার ক্লোন আর্মি নিয়ে আমি হ্যাভেনের সাথে যুদ্ধ করেছি। আর এটা তো মাত্র ওয়ার্ল্ড ট্রির একটা টুকরো মাত্র।" (জ্যাক ভাবছে)
এগারোটা জ্যাক এক এক করে আশে পাশের সকল গাছ গুলোকে কাটতে শুরু করলো। তার স্ট্রেন্থ এমনিতেই এখন অনেক তাই সোর্ড দিয়ে একটা স্লাশ দিয়েই পুরো গাছ কেটে যাচ্ছে। অবশ্য সাধারণ সোর্ড হলে অনেক পূর্বেই সেটা ভেঙে যেতো। তবে একটা ড্রাগনের সউল সোর্ড হওয়ার কারণে এটা ওয়ার্ল্ড ট্রি কে এট্যাক করেও এখনো ড্যামেজ হয় নি।
-->> আমি আসলেই ক্লান্ত হয়ে গিয়েছি। যে ব্যক্তি আমাকে হত্যা করতে এসেছিলো এখন সেই পালিয়ে রয়েছে। (জ্যাক)
জ্যাকের দশটা ক্লোন গাছ কাটা নিয়ে ব্যস্ত ছিলো। তবে জ্যাক একটু বিশ্রাম নিচ্ছিলো। সে আকাশে ফ্লায়িং নিম্বাসের উপরে বসে নিচের সব কিছু দেখছিলো। হঠাৎ জ্যাকের নজরে পরলো তার একটা ক্লোনের পিছনের একটা কাটা গাছের মধ্য থেকে একটা হাত বের হচ্ছিলো যা জ্যাকের সেই ক্লোনের পা ধরে তাকে সেই গাছের মধ্যেই টেনে নিয়ে গেলো।
-->> সেখানে আমি থাকলে আসলেই অনেক খারাপ কিছু হতো আমার সাথে। যাইহোক এখন এগুলোকে শুধু কাটলে হবে না। আমাকে এই পুরো ফরেস্ট পুরিয়ে ফেলতে হবে। (জ্যাক)
জ্যাকের সাথে তার ক্লোন গুলোও কানেক্টেড ছিলো। যতক্ষন ক্লোনগুলো আসল জ্যাকের আশে পাশে থাকবে ততক্ষণ জ্যাক যা তাদের করতে বলবে তারা সেটাই করবে। আসল জ্যাক যদি কিছু না করতে বলে তাহলে আসল জ্যাক যা করবে তারা সেটাই করবে। জ্যাক আকাশের দিকে নিজের হাত মুঠো করে রাখলো। তার মতো তার ক্লোনগুলোও ফলো করতো লাগলো। সবাই একসাথে একটা ভয়ানক এবিলিটি ব্যবহার করলো।
"নিম্বাস"
স্টোন মাংকির এবিলিটির মধ্যে একটা রয়েছে ক্লাউড ম্যানিপুলেশন। যেটাকে সে এক সময়ে নিম্বাস নাম দিয়েছিলো। এই স্কিলের মাধ্যমে সে মেঘকে নিয়ন্ত্রণ করতে পারে। আর মেঘকে নিয়ন্ত্রণ করা মানে সে যখন ইচ্ছা যেখানে খুশি বৃষ্টি এবং লাইটনিং ফেলতেও পারে। তার ফ্লায়িং নিম্বাসও একই এবিলিটির মধ্যে পরে। শুধু ভালোবেসে সেটাকে আলাদা একটা নাম দিয়েছে আর কি। যাইহোক দশজন জ্যাক যখন একসাথে ক্লাউড ম্যানিপুলেশন এবিলিটি বা স্কিল ব্যবহার করলো তখন পুরো আকাশ কালো মেঘে ঢেকে গেলো। একটু পূর্বেও আকাশে কোনো মেঘ ছিলো না তবে হঠাৎ কোথায় থেকে সুপার স্পিডে মেঘ গুলো উড়ে আসলো সেটা কেউ বলতে পারবে না। যাইহোক কালো মেঘ থেকে এখন বিদ্যুৎ চমকানো শুরু করলো। যা থেকে একের পর এক লাইটনিং স্ট্রাইক নিচে পরতে শুরু করলো। প্রত্যেকটা লাইটনিং স্ট্রাইকই মারাত্মক ছিলো যেগুলো যেখানে পুরছিলো সে জায়গার পুরো গাছপালার চিহ্ন হারিয়ে যাচ্ছিলো। চারপাশকে খালি জায়গা বানানোর পরও জ্যাক থামছে না। তার মুখে একটা শয়তানী হাসি ফুটে উঠলো,
-->> যে গাছকে ভালোবাসে তার গাছ গুলোকে হত্যা করে দিলো অবশ্যই সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সে আর লুকিয়ে থাকবে না। হাহাহাহাহা। (জ্যাক)
জ্যাকের পারসোনালিটি অনেকটা চেঞ্জ হয়েছে। পূর্বেও চেঞ্জ হলে এতোটা চেঞ্জ হয় নি। কারণ তখন সে এক সউলের পাঁচ টুকরো ছিলো তাই সবার মধ্যেই কিছু না কিছু ব্যবহার কমন ছিলো। তবে এখন সে সম্পূর্ণ ভিন্ন দুই সউলের মার্জের মাধ্যমে তৈরী হয়েছে যেটা সচারাচর খুব কমই দেখা যায়। এমন নয় যে এরকম শুধু তার সাথেই হয়েছে। এর পূর্বেও দুই সউলের ব্যক্তিরা জীবিত ছিলো। এখনো অনেকে রয়েছে যাদের মধ্যে দুই সউল রয়েছে। যাইহোক দুই সউল থাকার কারণে এখন জ্যাকের ব্যবহার দুই রকমের হচ্ছে। এক সময়ে সে পোসেইডন আরেক সময় সে স্টোন মাংকির মতো ব্যবহার করছে। যেহেতু দুটোই তার অস্তিত্ব এখন তাই ব্যাপারটা স্বাভাবিকই লাগছে তার কাছে।
-->> এতোক্ষণ আমি তোমার উপরে সহজ ব্যবহার করছিলাম। কিন্তু আমার ভালোবাসার গাছগুলো যেহেতু ধ্বংস করেছো এখন আর আমি সহজ ব্যবহার করতে পারছি না। (ওয়ার্কার)
লাইটনিং স্ট্রাইকে নিচে পুড়ে যাওয়া গাছগুলোর মধ্য থেকে ওয়ার্কার বেরিয়ে আসলো। লাইটনিং স্ট্রাইক তার উপরে পরার পূর্বেই ওয়ার্ল্ড ট্রির শিকড় আবারো গোল শিল্ডের মতো তৈরী করে তাকে লাইটনিং থেকে সুরক্ষিত রাখে। তবে এবার আর ওয়ার্ল্ড ট্রির শিকড়টা কোনো নিরাপত্তার শিকড় হয়ে রইলো না। এবার সেটা একটা স্পেয়ার এর আকার নিয়েছে যেটা ওয়ার্কারের হাতে ছিলো।
"আমি জানি ওয়ার্ল্ড ট্রি কোনো প্রাণ নিতে চাই না। তবে প্রাকৃতিক বিষয় ধ্বংস করলে ওয়ার্ল্ড ট্রি তার নিয়মও ভঙ্গ করে ফেলে।" (জ্যাক)
জ্যাক জানতো এরকম কিছু হবে। ওয়ার্ল্ড ট্রির একটা অংশ অনেক শক্তিশালী হওয়ার ফলে সেটা এক আঘাতেই জ্যাকের শরীর দ্বিখণ্ডিত করতে পারবে, তবে জ্যাক সেই বিষয় নিয়ে চিন্তা করছিলো না। কারণ তার কাছে ওয়ার্ল্ড ট্রির মতো শক্তিশালী বস্তুর সাথে ফাইট করার পথ রয়েছে।
-->> আমি সেভেন্থ ওয়ার্কার এই মুহুর্তে তোমার মৃত্যু ঠিক করে ফেলেছি। (ওয়ার্কার)
জ্যাকের নজর এতোক্ষণে ওয়ার্কার এবং তার স্পেয়ারের দিকে ছিলো তাই কখন একটা বিশাল কান্ড তার শরীরকে শক্ত করে বেধে রেখেছে সেটা সে লক্ষই করে নি।
-->> এটা ওয়ার্ল্ড ট্রির কান্ড। এবার তুমি যতই চেষ্টা করো কোনো ভাবেই আমার হাত থেকে বাঁচতে পারবে না। (ওয়ার্কার)
জ্যাক হালকা একটু মুচকি হাসলো। ওয়ার্কার ভেবেছিলো সে জ্যাককে আটকে রেখেছে তবে জ্যাক শীঘ্রই সেটাকে ভুল প্রমাণ করতে যাচ্ছিলো। ওয়ার্কার সময় নষ্ট না করে তার ওয়ার্ল্ড ট্রি শিকড় দিয়ে তৈরী স্পেয়ার টা ফুল ফোর্সে ছুঁড়ে মারলো জ্যাকের দিকে। স্পেয়ারটা জ্যাকের দিকে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিলো। ঠিক সেই সময়ে জ্যাক বড় একটা নিশ্বাস নিলো এবং আস্তে আস্তে নিশ্বাস ছেড়ে দিলো। তার দুই হাতে হলুদ রঙের এনার্জি সংগ্রহ হতে শুরু করলো। এনার্জিটা তার সারা শরীরকে ঘিরে ধরলো। এনার্জি তার শরীরে স্পর্শ করার সাথে সাথেই ওয়ার্ল্ড ট্রির যে কান্ড তাকে শক্ত করে ধরেছিলো সেটা তাকে ছেড়ে দিলো। যে স্পেয়ারটা জ্যাকের দিকে ছুটে আসছিলো ফুল স্পিডে সেটাকে জ্যাক তার ডান হাত দিয়ে ধরে ফেললো।
-->> চি এনার্জি আসলেই অনেক মারাত্মক জিনিস। আমি শুধু বুঝতে পারি না মানুষ আর মাংকিরা বাদে এটা কেউ ব্যবহার করতে পারে না কেনো? (জ্যাক)
জ্যাক বিস্তারিত ডিটেইলসে গেলো না। তার হাতে এখন ওয়ার্ল্ড ট্রির শিকড় দিয়ে তৈরী একটা স্পেয়ার ছিলো যা একটু পূর্বেই অন্য একজনের আদেশ ফলো করছিলো। কিন্তু এখন সেটা জ্যাকের আদেশ মান্য করছে। ওয়ার্কার বুঝতে পারছে না কি হচ্ছিলো। আর জ্যাক এই সুযোগেই ফাইটটা শেষ করে দিতে চাইলো। তাই সে স্পেয়ারটাকে সরাসরি নিক্ষেপ করলো ওয়ার্কারের হার্ট বরাবর। যদিও সেটা এখন মানুষ নয় বরং একটা রোবট মনস্টারের মতো, তাই সেটার ভিতরে একটা কোর অবশ্যই ছিলো। আর সে কোর সোজায় জ্যাক স্পেয়ারটা নিক্ষেপ করেছে।
-->> আমার মাস্টারের সাথে দেখা করে আমাকে আরো কিছু জানতে হবে এই চি এনার্জি সম্পর্কে। আমার তো মনে হচ্ছে এটা দিয়ে আমি মানুষ হলেও একটা কন্সটেলেশন হত্যা করতে পারবো। (জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।