#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৭২
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্রিড)
৬৫ তম ফ্লোরের মধ্যে জ্যাক এবং তার মাস্টার ডোয়ার্ক মল্ট এসেছে।
"তোমার ট্রেনিং আপাতোতো শেষ, তাই কালকে আমার সাথে ৬৫ তম ফ্লোরে যাবে।"
এটাই ছিলো গতকালকে ডোয়ার্ক মল্টের কথা। এক সপ্তাহ হয়ে যায় জ্যাকের মোটা হওয়ার কাহিনী। সেটা জ্যাকের জন্য লজ্জাজনক একটা অবস্থা হলেও জ্যাকের অনেক উপকার হয়েছে। সে তার শরীরের লিমিটকে অতিক্রম করতে পেরেছে। আপাতোতো দুজনে ৬৫ তম ফ্লোরে অবস্থান করছে। ডোয়ার্ক মল্ট সামনে হেঁটে যাচ্ছিলো আর পিছনে জ্যাক।
"আমার মাস্টার এতোগুলো ফ্লোর ক্লিয়ার করেছে, আমি কি পারবো এক সময়ে এটা করতে?" (জ্যাক ভাবছে)
দুজনে ফ্লোরের শুরুতে ছিলো তাই আপাতোতো কোনো মনস্টারের সাথে তাদের দেখা হয় নি। তবে এমন নয় কোনো মনস্টার তাদের সামনে আসবে না। শুধু একটু সামনে গেলেই মনস্টারদের দেখা যাবে।
-->> প্রতিটা ফ্লোরের ফ্লোর বস একমাত্র মনস্টার যেটাকে হত্যা করলে সেটা আর স্পন হয় না। মানে একটা ফ্লোরে শুধুমাত্র একটা মাত্র ফ্লোর বস মনস্টার থাকে যেটাকে হত্যা করতে পারলেই ফ্লোর ক্লিয়ার হয়ে যায়। (ডোয়ার্ক মল্ট)
মল্ট ছোট কিছু তথ্য জ্যাকের সাথে শেয়ার করতে লাগলো,
-->> যেহেতু তোমার স্ট্রেন্থ দিয়ে এখন বস মনস্টারের সামনেই দাঁড়ানো তোমার জন্য অসম্ভব তাই বস মনস্টারকে আমার কাছে ছেড়ে দাও, তুমি শুধু সাধারণ মনস্টার হত্যা করে নিজের স্ট্রেন্থ বারানোর চেষ্টা করো। (ডোয়ার্ক মল্ট)
মল্টের কথা জ্যাক মাথা নাড়িয়ে সম্মতি জানালো।
-->> অবশ্য কিছু মনস্টার রয়েছে যেটা তোমার লেভেল দিয়ে হত্যা করা সম্ভব হবে না। আবার অসম্ভব কিছুও না, তাই তোমার টাস্ক থাকবে একমাস, একমাসের মধ্যে মনস্টার হত্যা করতে করতে বস মনস্টারের কাছে যাওয়া, আমি সেখানেই অপেক্ষা করবো তোমার জন্য। (মল্ট)
জ্যাক কিছু একটা বলতে যাবে তখনি মল্ট সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। যার কারনে জ্যাক আর বলতে পারলো না।
-->> একমাস সময় কি বেশী হয়ে গেলো না? আমি তো সাতদিনের মধ্যেই বস মনস্টারের কাছে চলে যেতো পারবো। (জ্যাক)
জ্যাক কনফিডেন্সে কথাটা বললো। এতোক্ষন সে তার মাস্ক পরা ছিলো না। তার লাল এবং নীল চোখ দুটো জ্বলজ্বল করছিলো। সেটাকে ঢাকতে জ্যাক তার মাস্কটা পরে নিলো। ফক্স মনস্টারের আকারে তৈরী মাস্কটা পরে থাকার জন্য জ্যাক একটা নিকনেইম পেয়েছে, "ফক্সিটেইল জ্যাক"। আপাতোতো নামের দিকে জ্যাক ফোকাস না দিয়ে কাজের দিকে ফোকাস দিলো। মল্ট তাকে এমন একটা জায়গার সামনে রেখে চলে গিয়েছে যার সামনেই মনস্টারের একটা হর্ডি ছিলো। প্রায় শত মনস্টারের থেকেও বেশী হবে তাদের সংখ্যা। জ্যাক তার হাতের ফোনটা বের করলো এবং তার ক্যামেরা এঙ্গেল মনস্টারদের সামনে ধরলো,
××× ×××
নেইমঃ আনডেড(হিউম্যান)
লেভেলঃ ১৩০
এরা মৃত একধরনের মনস্টার যাদের কোনো সউল নেই। এক সময়ে এরা হিউম্যান ছিলো যারা এখন সউল হীন আনডেডে পরিণত হয়েছে। তাই এরা কোনো ব্যথা কিংবা ভয় অনুভব করে না।
××× ×××
জ্যাক মন্সটারের হর্ডি থেকে একটু দূরে ছিলো তাই তারা এখনো জ্যাককে দেখতে পারে নি। আনডেড মনস্টারের সেন্স অনেক শার্প হয় তাই তারা আশেপাশের জীবিত বস্তুকে অনেক দ্রুত সেন্স করতে পারে। তাই মনস্টার গুলোর বেশী সময় লাগলো না জ্যাকের উপস্থিতি সেন্স করতে। তবে তারা জ্যাকের বিরুদ্ধে কিছু করতে যাবে তার পূর্বেই জ্যাক তাদের উপরে এট্যাক করা শুরু করে দিয়েছে। জ্যাক দূর থেকে একটা গাছের গায়ে পান্স করে সেটাকে ভেঙে ফেলে দিয়েছে এবং সেই গাছকে দুই হাত দিয়ে তুলে আনডেডদের উপরে নিক্ষেপ করেছে। সব গুলো আনডেড কে একসাথে এট্যাক করা সম্ভব ছিলো না তাই জ্যাক প্রথমত তাদের সংখ্যা কমিয়ে নিয়েছে।
-->> ১৩০ লেভেলের মনস্টার এতো সহজে মারা যাবে না। (জ্যাক)
কোনো আনডেডই মারা যায় নি। তারা গাছের আঘাতে নিচে পরেছে কিংবা আহত হয়েছে একটি কিন্তু কোনো রকম ব্যথা কিংবা ভয় অনুভব না করার কারনে তারা উঠে দাঁড়িয়েছে এবং জ্যাকের উপরে আক্রমন করার জন্য প্রস্তুত ছিলো।
-->> তাহলো মনে হচ্ছে আমার ট্রেনিং স্যুট এখানে ভালো কাজে দিবে। (জ্যাক)
"সুপার হিউম্যান স্ট্রেন্থ"
জ্যাক তার সুপার ন্যাচারাল এবিলিটি ব্যবহার করলো। সুপার হিউম্যান স্ট্রেন্থ জ্যাককে অন্য লেভেলের স্ট্রেন্থ দিয়ে দেই যেটা সাধারণ একটা মানুষের সামর্থের বাইরে। আর এখন তো জ্যাক নিজের শরীরের লিমিটই ভেঙে ফেলেছে ছয় মাসের ট্রেনিং এর কারনে। তাই তার স্ট্রেন্থ এখন অন্য একটা লেভেলে ছিলো। জ্যাক তার সমস্ত ভর দুই পায়ের মধ্য রাখলো এবং হালকা বসে একটা বিশাল জাম্প দিলো। এক জাম্পে সে একটা গাছের চূড়া ছাড়িয়ে গেলো।
"১০০০ গ্রাভিটি ফোর্স"
জ্যাক তার শরীরের ওজন নিজের ওজনের সাথে আরো ১০০০ কেজি বৃদ্ধি করে নিলো। সে যে স্পিডে নিচে পরছিলো এবার তার থেকেও বেশী এবং মারাত্মক স্পিডে সে নিচে পরছিলো।
"বুম"
একটা ব্লাস্ট হয়ে গেলো জ্যাকের নিচে পরার সাথে সাথে। জ্যাক দুটো আনডেড এর মাথার উপরে পা দিয়ে নিচে পরেছিলো যাদের কোনো চিহ্নই দেখা যাচ্ছিলো না। শুধু তারা নয় আশে পাশের প্রায় বিশটার মতো আনডেডের শরীরকে আর শরীর বলা যাচ্ছিলো না। জ্যাকের উপর থেকে পরার ফলে মাটিতে একটা বিশাল ইমপ্যাক্ট তৈরী হয়েছিলো যা তার পাশের আনডেডদের ছিন্নভিন্ন করে ফেলে।
-->> মাস্টার বলেছে এটা সহজ হবে না। কিন্তু এতো উঁচু ফ্লোরের মনস্টার এতো দুর্বল হবে সেটা কে ভেবেছে। (জ্যাক)
জ্যাকের সামনের আনডেড গুলো এই ফ্লোরের সবচেয়ে দুর্বল মনস্টার ছিলো তাই জ্যাক অনেক কনফিডেন্সে কথাটা বললো। কিন্তু সে জানে না তার জন্য ভিতরে আরো ভয়ঙ্কর মনস্টার অপেক্ষা করে যাচ্ছে।
-->> আনডেডদের দুর্বল জায়গা হলো তাদের মাথা। তাহলে দেখা যাক তাদের লেভেল বেশী নাকি আমার ব্রুট স্ট্রেন্থ। (জ্যাক)
"জিরো গ্রাভিটি ফোর্স"
জ্যাক তার গ্রাভিটি ফোর্সকে জিরো করে দিলো। এবার তার শরীরের গ্রাভিটির কারনে কোনো প্রকার স্ট্রেন্থ নেই। এক দিক দিয়ে গ্রাভিটি জ্যাকের স্ট্রেন্থ বৃদ্ধি করে তবে এখন জ্যাকের স্ট্রেন্থ দরকার নেই। কারন এখন তার কাছে পর্যাপ্ত স্ট্রেন্থ রয়েছে।
বাকি আনডেড গুলো জ্যাকের উপরে ঝাঁপিয়ে পরলো। তারা উপর থেকে লাফ দিয়ে জ্যাকের উপরে পরতে শুরু করলো। তবে জ্যাক দাড়িয়ে ছিলো না। সে তার বাম পা সামনে এবং ডান পা পিছনে দিয়ে দাঁড়ালো। ডান হাত পিছনে এবং বাম হাত সামনে রাখলো। একটা মার্শাল আর্ট স্টাইলে দাঁড়িয়ে আছে সে। আনডেড গুলো তার শরীরে স্পর্শ করবে তার পূর্বেই সে দুটো মাথাকে শক্ত করে ধরে তাদের টান দিয়ে সামনের দিকে এনে ক্রিকেট ব্যাট দিয়ে যেভাবে ছক্কা মারে সেভাবে ছক্কা মারলো। তার উপরে ঝাঁপিয়ে পরা সকল আনডেড দূরে ছিটকে গিয়ে পরলো। জ্যাক সেদিকে তাকিয়ে থেকে সময় নষ্ট না করে হাতে থাকা দুটো আনডেডের মাথাকে শক্ত করে ধরে ভেঙে ফেললো। তার পকেটে থাকা ফোন শুধু ভাইব্রেট হচ্ছিলো। এই ফোনে কোনো কল আসবে না তাই জ্যাক বুঝতে পারলো তার লেভেল অনেক দ্রুত বৃদ্ধি পাচ্ছিলো।
জ্যাকের শরীরের এখন কোনো গ্রাভিটি ফোর্স না থাকার কারনে তার স্পিডও এখন অন্য একটা লেভেলে ছিলো। জ্যাক দ্রুত সামনের দিকে এগিয়ে গেলো এবং দুই হাত দিয়ে দুটো আনডেড এর মুখে হাতের থাবা দিয়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছিলো। দুটো আনডেডের পিছনে আরো আনডেড ছিলো যারা লাইন বরাবর পিছনের দিকে যাচ্ছিলো।
"গডহ্যান্ড"
জ্যাক তার গডহ্যান্ড স্কিল ব্যবহার করলো। যার কারনে তার পিঠ থেকে একটা হাত বের হলো। এটা এমন একটা স্কিল যেটা একসময়ে জ্যাকের একটা অংশ ছিলো। ভ্যাম্পায়ার কুইন সিজন ওয়ান এর জ্যাক এর বডি ছিলো এই হাতটা। তাই সেটা চাইলে জ্যাকের যেকোনো সোর্ডই উঠাতে পারে। জ্যাকের হাতের ব্রেসলেট থেকে ফায়ার ড্রাগন সোর্ড বের হলো যা জ্যাক তার গডহ্যান্ড দিয়ে বের করেছে।
"ইগনাইট"
গডহ্যান্ডের সাহায্যে সোর্ডটা ইগনাইট করে দিলো জ্যাক এবং সেটাকে ছুঁড়ে মারলো একটা গাছের গায়ে। হাতল বাদে সোর্ডের ব্লেডটা ঢুকে গেলো গাছের মধ্যে। ব্লেডের কিছুটা অংশ পিছন থেকে বের ও হয়েছে। জ্যাকের ডান হাতে একটা আনডেড ছিলো তবে তার পিছনে আরো চারটা ছিলো তেমনি তার বাম হাতে একটা ছিলো তবে তার পিছনে আরো দুটো ছিলো। জ্যাক তার ডান হাতে থাকা আনডেডকে সোজা চাপ দিয়ে ফায়ার ড্রাগনের সোর্ডের হাতল সোজা জোরে একটা স্ম্যাস করলো। একদম পিছনে থাকা আনডেড এর মাথা হাতল এর মধ্যেই ঢুকে গেলো চারটার মাথা প্রেসারে ভেঙে গেলো। এবার জ্যাক তার ডান হাত দিয়ে গাছে গেঁথে থাকা ফায়ার ড্রাগন সোর্ডটা বের করলো।
-->> ইগড্রাসিল? (জ্যাক)
[জ্বী মাস্টার]
-->> লেটস ড্যান্স। (জ্যাক)
ফায়ার ড্রাগন ব্লেড যাকে এক সময়ে জ্যাক ইগড্রাসিল বা ভিরুদা বলে ডাকতো সে তৈরী হয়েছিলো ফায়ার ড্রাগন ইগড্রাসিলের শরীর এবং কোর থেকে। ইগড্রাসিল ভ্যাম্পায়ার কুইনের ইউনিভার্সে থাকা একটা ড্রাগন ছিলো যে ড্রাগোনিয়া নামক একটা প্লানেটে বাস করতো। বেশ অনেকদিন হয়েছে ইগড্রাসিলের ঘুম ভেঙেছে। কয়েকবার জ্যাকের সাথে সে কথাও বলেছে, তবে সে অতিরিক্ত কথা বলছে না। একজন ড্রাগন হওয়ার ফলে সে জ্যাকের ভিতরে মারাত্মক একটা বস্তুর অবস্থান লক্ষ করেছিলো। একটা বললে খারাপ হবে, বরং দুটো বস্তুর অবস্থান লক্ষ করেছিলো। তারা দুজনে কি সেটা ইগড্রাসিল জানে না, তবে সব সময় কথাবার্তা এরিয়ে চলাকেই সে প্রাধন্য দিয়েছে। আপাতোতো সোর্ডের নামটা ফায়ার ড্রাগন সোর্ড, তবে এই সোর্ড অন্যান্য স্বাভাবিক সোর্ডের মতো নয়। জ্যাক ভালো করেই জানে, যেহেতু সে এক সময়ে একজন কন্সটেলেশন ছিলো। সোর্ডটা অন্যান্য ম্যাজিকাল আইটেমের মতো নয়। কারন এটার মধ্যে একটা ড্রাগন স্পিরিট বাস করে। ইগড্রাসিল যে নিজের শরীরকে ত্যাগ দিয়ে সেটাকে একটা অস্ত্রের আকার দিয়েছিলো এবং সেটার মধ্যে নিজের সউলকে ট্রান্সপ্লান্ট করেছিলো। তাই এটা এই টাওয়ারের আইটেম গুলোর থেকে অনেক ভিন্ন।
"কারন এই টাওয়ারের ৯৯.৯৯% আইটেমই ফেইক।" (জ্যাক ভাবছে)
জ্যাকের ফায়ার ড্রাগন সোর্ড নিয়ে সে একের পর এক আনডেড এর মাথা কেটে ফেলছে এবং বাম হাত দিয়ে একের পর এক আনডেড এর মাথা পুরো ক্রাশ করে দিচ্ছে। তারপরও জ্যাকের মনে হচ্ছি মনস্টার গুলোর সংখ্যা কমছিলো না। তাই তাদের উপরে একটা বড় এট্যাকের প্রয়োজন ছিলো। জ্যাক তার ডান হাত দিয়ে তার ফায়ার ড্রাগন সোর্ডটা নিক্ষেপ করলো যেটা সামনের দিকে যেতে যেতে চারটা আনডেড এর মাথা ফুটো করে একটা গাছের সাথে গেথে দিলো। এবার জ্যাক আবারো তার বাম হাত এবং পাকে সামনের দিকে এবং ডান হাত এবং পাকে পিছনের দিকে দিয়ে দাঁড়ালো। একটা বড় নিশ্বাস নিলো এবং আস্তে করে প্রশ্বাস ছারলো। জ্যাক একটা লাফ দিলো যার ফলে সেএকটু উপরে উঠলো এবার সে একটা ফ্রন্ট ফ্লিপ দিলো। ফ্রন্ট ফ্লিপের সাথে সাথে সে নিচের দিকে পরলো। পায়ের গোড়ালি দিয়ে একটা আনডেড এর মাথার উপরে সে আঘাত করলো।
"টার্টেল ফিউরি"
আকাশ থেকে মনে হলো একটা বিশাল কচ্ছপ পরলো মাটিতে। যেটা বিশ মিটার পর্যন্ত জায়গার মাটি পুরো ফাটিয়ে দিলো। তার মাঝে যতগুলো বস্তু ছিলো তাদের শরীরে নিয়ন্ত্রনের থেকে বাইরে প্রেসার প্রবেশ হয়েছিলো, যার ফলে তাদের সকলের শরীরই চূর্ণ হয়ে গিয়েছে।
-->> এটা সহজ ছিলো। (জ্যাক)
টার্টেল ফিউরি এমন একটা মার্শাল আর্ট স্কিল যেটা আপাতোতো জ্যাকের চারপাশে বিশ মিটার জায়গার মধ্যে অনেক উচ্চ লেভেলের একটা প্রেসার তৈরী করে। যেটা তৈরীর সময় একটা কাল্পনিক কচ্ছপের দৃশ্য তৈরী হয় তাই সবাই মনে করে এই সময়ে একটা কচ্ছপই সব ডেমেজ দিচ্ছিলো কিন্তু সেরকম কিছু না। পুরো ড্যামেজটা আসছিলো জ্যাকের পা থেকে। জ্যাক লক্ষ করলো তার কিকের ফলে পুরো চার পাশের মাটি ফেটে নিচে পরে গিয়েছে। যার উপর থেকে দুটো আনডেড তার উপরে এট্যাক করলো দুই পাশ থেকে। জ্যাক দুটোর মাথা খুব সাবধানে ধরে ফেললো। যেহেতু তারা এই ফ্লোরের সবচেয়ে দুর্বল আনডেড ছিলো তাই ভেবে চিন্তে কোনো এট্যাক করার সামর্থ্য তাদের ছিলো না। তবে একটা জিনিস তাদের মাঝে ঠিকই ছিলো না। সেটা হলো ভয়। পায়ের নিচে একটা অর্ধজীবিত অবস্থায় ছিলো যা হালকা মাটির নিচে ঢাকা ছিলো। জ্যাক তার হাতের দুটোর মাথা ক্রাস করে দিলো তার ব্রুট স্ট্রেন্থ দিয়ে। ঠিক সেই সময়েই জ্যাকের পা বরাবর একটা আনডেড তার দাঁত দিয়ে কামড় দিয়ে দিলো। জ্যাক প্রথমে তেমন ব্যথা অনুভব না করলেও ডান পা দিয়ে যখন আনডেড এর মাথাটা ভেঙে চুরমার করে দিলো ঠিক তখনি জ্যাকের পায়ে ব্যথা হতে শুরু করলো।
-->> কার্স! এটা প্রতিনিয়ত দেখা যায় না। (জ্যাক)
জ্যাকের ফোনে বেশ কিছু মেসেজ এসেছে। যেহেতু আশেপাশের সব গুলো মনস্টার হত্যা হয়ে গিয়েছে তাই আপাতোতো জ্যাকের মনস্টার নিয়ে কোনো চিন্তা ছিলো না। তার চিন্তা শুধু কার্স নিয়েই ছিলো যেটা তার পায়ে অসহনীয় ব্যথার তৈরী করতে শুরু করেছে। তারপরও এই ব্যথাটা জ্যাকের জন্য কিছুই না। কারন সে কিছুদিন পূর্বে যে ব্যথা অনুভব করেছে সেটা হয়তো কোনো কন্সটেলেশনও ভোগ করে নি।
<প্লেয়ার জ্যাকের উপরে কার্স অফ ডালের ইফেক্ট দেখা দিয়েছে। উক্ত কার্সের কারনে প্লেয়ার জ্যাক তিনদিনের জন্য ফাইট করতে সক্ষম হবে না। এই সময়ে কোনো মনস্টারের সামনে পরলে প্লেয়ার জ্যাক মারা যাবে।>
মেসেজটা দেখতে পেয়ে জ্যাকের বিশ্বাস হচ্ছিলো না। সে আশা করে নি এমন একটা কার্সের ইফেক্টে সে পরবে।
-->> এটা তো সেই কার্স যেটা আনডেড ক্লান ব্যবহার করে। যদিও ততটা শক্তিশালী না তারপরও আমার হিউম্যান বডির জন্য এটা মারাত্মক। (জ্যাক)
জ্যাকের হঠাৎ এই কার্স সম্পর্কে কিছু মনে পরলো। এক্সব্লকে থাকা সময়ে সে অনেকবারই এই কার্সের সংস্পর্শে এসেছিলো তাই এটা সম্পর্কে তার অভিজ্ঞতা রয়েছে। এই কার্সটার ইফেক্ট অন্যরকম, প্রথম ছয় ঘন্টা শরীরে মারাত্মক লেভেলের ব্যথার তৈরী করবে এবং এরপর সারা শরীরে আরামদায়ক একটা ভাব নিয়ে আসবে। যতদিন কার্সের ইফেক্ট থাকবে ততদিন শরীরে আরামদায়ক অনুভূতি প্রকাশ হতে থাকবে। সেই সময়ে কোনো ব্যক্তিই কোনো রকম কাজ করতে চাইবে না। পুরো অলস হয়ে যাবে যার কোনো কাজেই ভালো লাগবে না।
-->> আমি তিনশত বছর এই কার্সে একবার ভুগেছিলাম। আবারো তিনদিন থাকতে হলে আমার মাথা আর ঠিক থাকবে না। (জ্যাক)
জ্যাক তার কন্সটেলেশন লাইফে একবার এই কার্সের ইফেক্টে পরেছিলো আনডেড ক্লানের একজনের সাথে ফাইট করে। কিছুটা ফ্লাশব্যাক তার মনে পরতে শুরু হয়েছে। তবে আমরা সেটায় যাবো না।
-->> পূর্বের সময় হলে হয়তো আবারো তিনদিন আমাকে অলস হয়ে এখানে পরে থাকতে হতো। কিন্তু এখন আর সেরকম কিছু হবে না। আমি অনেক শক্তিশালী হয়েছি। তাই আমি কার্সের বিরুদ্ধে ফাইট করবো। (জ্যাক)
জ্যাক হাঁটতে শুরু করলো। তার মনে প্রবল কনফিডেন্স ছিলো। আপাতোতো কিছু সময় সে সামনে যেতে পারবে, কিন্তু একবার তার পায়ের ব্যথা কমে গেলো হয়তো তখন আর সম্ভব হবে না। তারপরও জ্যাক সেটার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু কার্সটা দুর্বল ভার্সন ছিলো তাই জ্যাকের মনে অনেকটা কনফিডেন্স ছিলো। তবে একটু পরই তার কনফিডেন্স আর খুঁজে পাওয়া গেলো না। একটা গাছের নিচে জ্যাক বসে পরলো। তার শরীরের একটা অংশও তার নারাতে মন চাচ্ছিলো না। যদিও সে নিজ ইচ্ছামতো সেগুলো নারাতে পারছিলো তারপরও সে নারাচ্ছিলো না।
-->> মনস্টার হত্যা করে তো বোকা ব্যক্তিরা। আমার মতো লিজেন্ডরা তো গাছের নিচে ছায়ায় বসে বিশ্রাম করে। (জ্যাক)
* * * * *
দুদিন পূর্বে মাস্ক পার্টির মেয়ে গ্রুপ ২৫ ফ্লোরের আন্ডারগ্রাউন্ড ড্যানজন ক্লিয়ার করে বের হয়। তারা এতোটা ক্লান্ত ছিলো যে তাদের অনেক বড় বিশ্রামের প্রয়োজন ছিলো। সেই সাথে সবার গোসলের প্রয়োজনও ছিলো। তারা আসার পর পুরো দুদিন ছেলেদের জায়গা হয় ফরেস্টের মধ্যে। যেহেতু মেয়েদের বেশী প্রাইভেসির প্রয়োজন ছিলো তাই এরিয়েল তার বুকপেইজ স্কিলের মাধ্যমে এমন একটা স্পেল ব্যবহার করেছে যেটার মাধ্যমে কোনো ছেলেই দুদিনের মধ্যে ফরেস্ট থেকে কোনো ভাবে বের হতে পারবে না। আর সেটাই হয়েছে। দুদিন বিশ্রাম এবং মন ভরে গোসল করার পর তারা ছেলেদের সাথে দেখা করেছে। জ্যাকের মেসেজ সবাই পেয়েছে তাই তারা আপাতোতো তাদের লিডারকে নিয়ে চিন্তা করছে না। বরং তাদের নিজস্ব ব্যাপার নিয়ে চিন্তার বিষয় ছিলো। মেয়েরা অতি দ্রুত তাদের লেভেল বৃদ্ধি করতে পারলেও ছেলেদের লেভেল ঠিক সেরকমই ছিলো। আর তাদের লেভেল দ্রুত বৃদ্ধি করতে তাদেরকে আরো উপরে যাওয়ার দরকার ছিলো।
-->> ভাইস লিডার আমি কোনো কমপ্লেন করছি না, তারপরও কি আমাদের এতো দ্রুত ৪০ ফ্লোরের ড্যানজন ক্লিয়ার করা উচিত হবে? (লুইস)
-->> এখানে তো টপ পার্টিরাই শুধু আসতে পেরেছে। আমরা তো এখনো তাদের লেভেলেই পৌঁছাতে পারি নি। (ব্রান্ডেন)
-->> তোমরা বেশী চিন্তা করো। মাস্টার ডোয়ার্ক মল্ট, আমাদের এই ফ্লোরে একটা বিশেষ ড্যানজনের লোকেশন দিয়েছে, যেটা সম্পর্কে অন্য কোনো টপ পার্টি জানে না। সেখানে প্রবেশ করলে আমাদের লেভেলে খুব দ্রুত চলে আসতে পারবে তোমরা। (রোজা)
পুরো পার্টির কমান্ড ছিলো মাস্ক পার্টির ভাইস লিডার রোজার কাছে এখন। তাই তার কমান্ডে চল্লিশ তম ফ্লোরের একটা ড্যানজনে মাস্ক পরে মাস্ক পার্টির তেরো জন ব্যক্তি প্রবেশ করেছে।
-->> আমি একটা জিনিস বুঝতে পারছি না ভাইস লিডার, আপনারা এতো দ্রুত কিভাবে এতো লেভেল বৃদ্ধি করলেন? (ভুসেকা)
-->> বলতে পারো আমরা মেয়েরা হেল এর মধ্যে ছিলাম। (রোজা)
সকল মেয়েরা ফ্লাশব্যাক দেখতে লাগলো,
"হ্যাঁ, মনস্টারের গন্ধ এবং গোসল করা ছাড়া আমরা সত্যি হেল এর মধ্যে ছিলাম।" (মেয়েরা ভাবছে)
তারা হাঁটতে হাঁটতে কথা বলছিলো ঠিক তখনি তাদের সামনে মনস্টারের আবির্ভাব হলো।
-->> এই ড্যানজনের মধ্যে শুধু গবলিন মনস্টার পাওয়া যাবে। যদিও গবলিন অনেক নিচু শ্রেনীর মনস্টার। তারপরও এখানে যারা আছে তাদের লেভেল তোমাদের থেকে অনেক বেশী। আমরা মেয়েরা পিছন থেকে তোমাদের সাপোর্ট করবো, যেহেতু গবলিনের ফেবারিট টার্গেট আমরা মেয়েরা তাই তারা সর্বপ্রথম তোমাদের হত্যা করতে চাইবে এবং এরপরে আমাদের বন্ধী করবে। তাই আমরা চাইবো তোমরা নাইটদের মতো আমাদের সুরক্ষা করবে। (রোজা)
রোজা কিউট ভাবে কথাটা বলতে লাগলো। রোজা সহ বাকিরাও একটু উৎসাহ দিলো ছেলেদের। মেয়েদের উৎসাহ পেয়ে সকল ছেলের বুকেই কনফিডেন্স বাসা করলো।
-->> সব মনস্টার আমার হাতেই মারা যাবে। (সব ছেলে)
শুধুমাত্র ভুসেকা মেয়েদের চার্মে পরলো না। সে বলতে শুরু করলো।
-->> গাইস মেয়েরা তাদের লেভেল বৃদ্ধি করলেও এই সময়ে আমরা বসে ছিলাম না। আমাদের স্ট্রেন্থও অন্যরকম একটা লেভেলে গিয়েছে। তাই নার্ভাস হওয়ার কোনো কারন নেই। আমি আর ব্রান্ডেন সকল মনস্টারকে আটকে রাখবো সেই সুযোগে লুইস, শাও এবং আয়াব তোমাদের সমস্ত ড্যামেজ দেওয়ার চেষ্টা করবে। আমরা এই ড্যানজন মেয়েদের সাহায্য ছাড়ায় ক্লিয়ার করে ফেলবো। (ভুসেকা)
-->> ওয়াও ওয়াও, তাহলে ভুসেকা একটা টিম ব্যাটেল এর প্রপোজাল দিচ্ছে। ঠিক আছে তাহলে দেখা যাক ছেলেদের টিম বেশী মনস্টার হত্যা করতে পারে নাকি মেয়েদের মনস্টার। (রাইসা)
-->> হ্যাঁ এটা অনেক মজার বিষয় হবে। (রোজা)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।