#Demon_King#
পর্ব:৯৯
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্লাটোনি)
প্রথম ফ্লোরের মধ্যে তিনটা কিংডম রয়েছে। যাদের মধ্যে ব্লু কিংডম একটা। ব্লু কিংডমের একাডেমির মধ্যে আজকে অনেক বড় একটা ইভেন্ট হচ্ছে। যেটা প্রজেকশন স্টোনের মাধ্যমে তিন কিংডমের মধ্যেই দেখানো হচ্ছে। যাদের কাছে ম্যাজিক স্টোন রয়েছে তারা সকলেই টুর্নামেন্টটা দেখতে পারছিলো। তবে সামনা সামনি এবং প্রজেকশনের মধ্যে দেখার মধ্যে অনেক পার্থক্য ছিলো। তারপরও কেউ এতো বড় একটা ইভেন্ট মিস করার কথা ভাবছে না। প্রায় সকলেই একাডেমির টুর্নামেন্ট দেখে যাচ্ছে। এটা এমন একটা মাধ্যম যার মাধ্যমে এক কিংডম অন্য কিংডমকে নিজেদের পাওয়ার দেখাতে পারে। যাইহোক আসল জায়গায় ফেরা যাক।
একাডেমির ট্রেনিং এরিনার মধ্যে টুর্নামেন্টের তৃতীয় বা ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এখানে কিংডমের সকল প্রকার ব্যক্তিই উপস্থিত রয়েছে দর্শক হিসেবে। একাডেমির স্টুডেন্ট থেকে শুরু করে নোবেল ব্যক্তি এমনকি কমনার ব্যক্তিগনও এখানে রয়েছে টুর্নামেন্টকে দেখার জন্য। তাছাড়া ভিআইপি রুমের মধ্যে তিন কিংডমের কিং এবং কুইনও উপস্থিত ছিলো। সব মিলিয়ে অনেক বড় একটা ইভেন্ট ছিলো একাডেমির জন্য। তাই তারা চাচ্ছিলো এটাকে আরো ইন্টারেস্টিং করে তোলার।
-->> আমাদের প্রথম ধাপ শেষ। মোট ১০৭ টা টিম দ্বিতীয় ধাপে প্রবেশ করবে। পাঁচ মিনিটের মধ্যে দ্বিতীয় ধাপের ম্যাচিং শুরু করা হবে। সবাই অপেক্ষা করুন একটু।
মাঝখানে বেশ কিছু শিক্ষকের মধ্য থেকে একজন এই কথাটা বলে উঠলো। যেসকল টিম হেরে গিয়েছে তারা সকলেই এরিনার মধ্য থেকে বেরিয়ে গিয়েছে। আর যারা আহত হয়েছে তাদের বাইরে হিলাররা ট্রিটমেন্ট নিয়ে ব্যস্ত। বেশ কয়েকটা টিম রয়েছে যাদের মেম্বার গুরুতর আহত হয়েছে তাই তাদের পরিবর্তে প্রতিটা টিম অন্য কাউকে এড করতে পারছে। অবশ্য এটা অনেক দুর্বল টিমের জন্য ভালো হয়েছে। তারা তাদের টিমে শক্তিশালী কাউকে প্রবেশ করাতে পারছিলো।
-->> অনেক শক্তিশালী টিম প্রথম ধাপে বাদ পরেছে। (এনরি)
-->> যেহেতু র্যানডম ভাবে বের করা হচ্ছে কোন টিম কোন টিমের সাথে ফাইট করবে তাই অনেক টপ টিমের সাথে টপ টিমের ফাইট হয়েছিলো, যার কারনে অনেক শক্তিশালী টিম হেরে গিয়েছে। (মাইরা)
-->> তাহলে তো এটা আমাদের অনেক কাজে দিবে। অনেক দুর্বল টিমও থাকবে এই ধাপে। (ডুফেস)
-->> হ্যাঁ অনেক দুর্বল টিম থাকবে কিন্তু সাধারণ স্ট্রেন্থ এবং র্যাংকের দিক দিয়ে তারা আমাদের থেকে উপরে থাকবে। তাই আমাদের সাবধান থাকতে হবে। (মাইরা)
-->> আমি মাইরার প্লানের উপকারিতা এখন বুঝতে পারছি। (এবা)
-->> যেহেতু প্রথম ধাপে আমাদের তেমন শক্তিশালী একটা টিমের সাথে ফাইট হয় নি, তাই এলেক্স আর এলিন চাইলেই সেটা জিততে পারতো। তবে সেটা করলে আমরা পরের রাউন্ডে অনেকটা চাপে পরে যেতাম। যদি এলেক্স এবং এলিন প্রথম ধাপে প্রবেশ করে তাহলে তারা দ্বিতীয় ধাপে প্রথমে যেতে পারবে না। আমাদের আটজনের মধ্য থেকে দুজনকে প্রথমে যেতে হবে এরপর সুইচ এর মাধ্যমে আমরা তাদের প্রবেশ করাতে পারবো। আমরা চাইলে প্রথম ধাপে অন্য দুজনকে পাঠিয়ে দ্বিতীয় ধাপে এলেক্স এবং এলিনকে পাঠাতে পারতাম। তবে সেটা করলে দ্বিতীয় কিংবা তৃতীয় ধাপে টপ কোনো টিম আমাদের বিপক্ষে পরলে আমাদের কোনো চান্সই থাকবে না। তাই আমরা যদি প্রথম ধাপে আমাদের টিমের সবচেয়ে শক্তিশালী দুই ব্যক্তির পাওয়ারকে দুর্বল দেখাতে পারি তাহলে পরের ধাপে তারা আমাদের ছোট করে দেখবে। আর সেই সুযোগেই আমরা উপরে উঠে যেতে পারবো। (মাইরা)
মাইরা তার প্লানের পুরোটা বিশ্লেষণ করে দিলো। যেহেতু সে লিডার তাই টিমের প্লান তৈরী করার দায়িত্ব তার হাতেই। তার প্লানটা খারাপ ছিলো না তাই কেউ অবজেক্ট করে নি। আর এমনিতেও প্রথম ধাপে হারলেও দ্বিতীয় রাউন্ডে টপ করার কারনে তারা দ্বিতীয় ধাপে উঠে যেতে পারবে। তাই এই নিয়ে কোনো চিন্তা ছিলো না।
-->> আমরা কি সিওর দ্বিতীয় ধাপে আমরা জিততে পারবো? কারন এখন যত টিম দেখতে পারছি তারা প্রায় সবাই টপ টিম। (ডুফেস)
-->> তোমাদের চিন্তা করতে হবে না, তোমাদের আইটেম এবং নিজের ট্রেনিংকে ভালো মতো ব্যবহার করতে পারলে অন্তত টপ টিমের মেম্বারদের বিপক্ষেও দাঁড়াতে পারবে। (এলেক্স)
এলেক্সের কথা শুনে মাইরা বলতে লাগলো,
-->> সবাইকে আরো একবার বলে রাখি, আমাদের আইটেম গুলো আমরা একটা ড্যানজন থেকে পেয়েছি। আমরা ভুলে যাবো এলেক্স আমাদের থেকে আইটেম গুলো নিয়েছিলো। (মাইরা)
-->> হ্যাঁ। (সবাই)
সবাই তাদের এনার্জি সোর্চ দেখতে পেরেছে, তাই তারা সবাই এখন টুর্নামেন্টের ব্যাপার নিয়ে ব্যস্ত ছিলো। মাইরা প্লান নিয়ে ব্যস্ত, যেহেতু সে লিডার তাই তার উপরে প্রেসার বাকিদের থেকে একটু বেশী। এলেক্স এক সাইডে বসে ছিলো, যার পাশে এলিন এসে তার স্পেশাল একটা পাওয়ার ব্যবহার করলো।
"হেল ফায়ার ফিনিক্স ডোমেইন"
সাথে সাথেই এলেক্সের চারপাশ পরিবর্তন হতে শুরু করলো। এলেক্স একাডেমির এরিনা থেকে পুরো অন্য একটা জায়গার মধ্যে চলে গেলো। এটা ছিলো হেল ফায়ার ফিনিক্সের ডোমেইন। চারিদিকে শুধু কালো রঙের ফ্লেম ছিলো। যা এলেক্সের পুরো শরীরকে পুড়িয়ে ফেলতে চাচ্ছিলো। ডোমেইনের মধ্যে এলিনের কোনো চিহ্ন ছিলো না। বরং সেখানে এলেক্স এবং হেল ফায়ার ফিনিক্স ছিলো।
[আমি এভাবে দেখা করতে চাচ্ছিলাম না। তবে ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। জিডুরী?] (ফিনিক্স)
ফিনিক্সের কথা শোনার সাথে সাথে এলেক্সের রিং থেকে জিডুরী বেরিয়ে গেলো। তার বের হওয়াটা এলেক্সের কাছে অনেকটা আলাদিনের জ্বীনের চেরাক থেকে বের হওয়ার মতো মনে হয়।
[ফিনিক্স, অনেক দিন পরে দেখা হলো তাহলে আমাদের।] (জিডুরী)
[ডিসট্রাকশন এসে গিয়েছে।] (ফিনিক্স)
হেল ফায়ার ফিনিক্স একটা কোডের মাধ্যমে কথাটা বললো। সে বোঝাতে চাচ্ছিলো সাটান এসে গেছে এই টাওয়ারে। এটা স্বাভাবিক ভাবেই বললেই হতো, তবে সে চাচ্ছিলো না এলেক্সকে বুঝতে দিতে। যেহেতু জিডুরীর মাস্টার এলেক্স, তাই সাটান এখানে আসবে এবং এলেক্সকে হত্যা করে জিডুরীকে নিয়ে যাবে। ফিনিক্স চাচ্ছিলো না এলেক্স সাটানের সম্পর্কে জানুক, অবশ্য আপাতোতো চাচ্ছিলো না। কারন সাটান এমন এক ব্যক্তি যার বিপক্ষে ফিনিক্সের আসল মাস্টার বিলজবাবও ফাইট করতে চাইতো না।
-->> তোমরা কি বলছো আমি বুঝতে পারছি না। আর এই জায়গাটা কি আমি বুঝতে পারছি না? (এলেক্স)
জিডুরী একটা শকের মধ্যে ছিলো। সে আশা করছিলো না এমন কিছুর। বিশেষ করে ডিম্যান প্রিন্স সাটান এখানে আসবে সেটা আশা করে নি। সাটান জিডুরীকে অনেক বার প্রপোজাল দিয়েছে এমনকি জোর করে তুলে নেওয়ারও চেষ্টা করেছে। তবে বিলজবাব এর জন্য সেটা সম্ভব হয় নি এবং জিডুরী কখনো তার প্রপোজালে রাজি হয় নি। তবে এখন জিডুরীকে আবার তুলে নিতে আসছে এবং সেটা আটকানোর জন্য বিলজবাব এখানে নেই। জিডুরী একবার এলেক্সের দিকে তাকালো। তার মাথা সঠিক ভাবে কাজ করছিলো না। সে চাচ্ছিলো না তার এই ব্যাপারে তার নতুন মাস্টার জড়িত হোক, কিন্তু কিছু করার নেই। রিং অফ বিলজবাব যেটাকে এখন জিডুরী বলা হয় এটা এলেক্স পরার পর থেকে কেউ এলেক্সের জীবিত অবস্থায় তার হাত থেকে এই রিং টা খুলতে পারবে না। এলেক্সের বডি যত মারা যাক, যদি তার সউল অন্য একটা বডিতে প্রবেশ করে তাহলে রিংটাও সেই বডিতে প্রবেশ করবে। যেমনটা এলেক্সের সাথে হয়েছে। এবং ঠিক এমনটা তার মাস্টার বিলজবাবের সাথেও হবে। বিলজবাব যেই বডিতেই রেইনকার্নেট হোক না কেনো এই রিংটা ঠিক সেই বডিতেই চলে যাবে। তবে আপাতোতো জিডুরীর মাস্টার ছিলো এলেক্স তাই সে চাচ্ছিলো না তার মাস্টারকে বড় একটা বিপদের মুখে ফেলে দিতে। বিশেষ করে তার জন্য সে চাচ্ছিলো না তার মাস্টার বিপদে পরুক। এলেক্সের প্রশ্নের উত্তর দিতে শুরু করলো ফিনিক্স।
[প্রতিটা ব্যক্তি তাদের নিজ এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করতে পারে। তেমনি আমরা বিস্টরাও ডোমেইন ব্যবহার করতে পারি। আর আমাদের সাথে কন্ট্রাক করলে আমাদের মাস্টাররাও আমাদের ডোমেইন ব্যবহার করতে পারে।]
ফিনিক্স কিছুটা থেমে আবারো বলতে লাগলো,
[ডোমেইন খুব স্পেশাল একটা স্পেল যেটা ব্যবহার করতে শরীরের অধিকাংশ এনার্জি শেষ হয়ে যায় তবে এটার ফলে আমাদের চারপাশে এমন একটা পরিবেশ তৈরী করা যায় যেটা আমাদের এট্রিবিউটের পাওয়ারকে তিনগুণ শক্তিশালী করে। আমাদের এট্রিবিউটের পাওয়ারের সাথে স্ট্রেন্থ, স্পিড, এবং লাইফও তিন গুন বৃদ্ধি হয়ে যায় একটা ডোমেইনের মধ্যে। আর এখন যেটা দেখতে পারছো তুমি এটা আমার ডোমেইন। "হেল ফায়ার ফিনিক্স ডোমেইন" এই ডোমেইনের মধ্যে আমি যেকোনো বস্তুকে পলকের মধ্যে পুড়িয়ে ফেলতে পারি। আপাতোতো তুমি ঠিক আছো কারন তোমার সাথে আমার মাস্টারের বন্ডিং ইফেক্ট রয়েছে। নাহলে অনেক পূর্বে পুড়ে ছাই হয়ে যেতে। আর জিডুরী ঠিক আছে কারন সে একজন হাফ-ড্রাগন। একটা ফায়ার ড্রাগনের কোর রয়েছে তার তাই আমার ব্লাক ফ্লেমও তাকে কিছু করতে পারে না।] (ফিনিক্স)
ডোমেইন সম্পর্কে জানে এলেক্স, তবে এরকম ডোমেইন সে পূর্বে কখনো দেখে নি। মিও নামক রহস্যময়ী ব্যক্তিকে ডোমেইন ব্যবহার করতে দেখেছিলো যেটা চারপাশে আইসের একটা টেরিটোরি তৈরী করলোও পুরো স্পেসকে পরিবর্তন করে নি। তাই এটা এলেক্সের জন্য নতুন ছিলো। শুধু চারপাশের পরিবেশ পরিবর্তন হয় নি বরং শুধুমাত্র এলেক্সই সেখানে প্রবেশ করেছিলো। তাই একটা অবাক করার মতো বিষয় ছিলো। তবে এলেক্স ততটা অবাক হয় নি। সে একটা বিষয় কৌতূহল ছিলো।
"তাহলে আমার তিন ফ্যামিলিয়ারের ডোমেইন কি রকম হবে?" (এলেক্স ভাবছে)
ফিনিক্স যখন বুঝতে পারলো এলেক্স আর ডিসট্রাকশন বিষয় নিয়ে ভাবছিলো না তখন সে কিছুটা শান্ত হলো। বিসয়টা এলেক্সের থেকে এড়িয়ে শুধু জিডুরীকে বলায় সে ভালো মনে করেছিলো। যেটা সে বলেছে, তাই তার কাজ এখানে শেষ হয়ে গিয়েছে।
[আমার কথা বলা মনে হয় শেষ হয়ে গিয়েছে। জিডুরী সাবধানে থেকো।] (ফিনিক্স)
হেল ফায়ার ফিনিক্স তার কথা শেষ করলো। সব কিছু আবার স্বাভাবিক হয়ে গেলো। এলেক্সের চারপাশ থেকে কালো আগুনের তৈরী ডোমেইন আস্তে আস্তে হারিয়ে যেতে শুরু করলো। ডোমেইন ক্যান্সেল হয়ে গেলে এলেক্স আবারো নিজেকে এরিনার মধ্যকার বেঞ্চের মধ্যে পেলো।
-->> আহঃ এলেক্স, তাহলে তুমি তোমার সেন্সে ফিরে এসেছো? আমরা চিন্তায় ছিলাম। (স্নেরা)
-->> কি হয়েছিলো আমার সাথে? (এলেক্স)
-->> ম্যান, তুমি হঠাৎ বসে বসে ঘুমাচ্ছিলে মনে হচ্ছিলো। প্রথমে মনে করেছিলাম তুমিও এনার্জি সোর্চের ট্রেনিং করছিলে। কিন্তু না তোমার সারা শরীর আগুনের মতো জ্বলছিলো। (ডুফেস)
-->> আমি ঠিক আছি, কতক্ষন সেন্সহীন ছিলাম আমি? (এলেক্স)
-->> প্রায় দশ মিনিট। (এলিন)
-->> দশ মিনিট! (এলেক্স)
-->> হ্যাঁ আমাদের টিমের ফাইট শুরু হয়েছে। তুমি এবং এলিন এমনিতেও প্রথমে যেতে পারবে না, তাই মাইরা আর হ্যারি গিয়েছে এবং তারা ফাইটও করছে। (এবা)
সবাই দেখিয়ে দিলো একটা রিং এর দিকে। রিং নং ২২ এর মধ্যে ফাইট হচ্ছিলো দুটো টিমের মধ্যে। যার দিকেই সবার দৃষ্টি। টিম মাইরার থেকে কেউ কোনো কিছু আশা করে নি। কিন্তু যখন শিক্ষক বলেছে ক্রাউন প্রিন্স হ্যারি ফাইট করছিলো ঠিক তখন থেকেই সবার নজর সেই এরিনার দিকে ছিলো।
-->> আমার বিশ্বাস হচ্ছে না, ক্রাউন প্রিন্স হ্যারি এতো দুর্বল একটা টিমের মধ্যে কেনো প্রবেশ করবে?
-->> আমি তো প্রথমে শুনেছিলাম প্রিন্স হ্যারি কয়েকবার সেই টিমের সাথে কথা বলেছে। কিন্তু এটা আশা করি নি সে ঔ টিমের একটা মেম্বার হবে।
-->> তাই তো বলি এবার প্রিন্স এবং প্রিন্সেস এর টিম দেখতে পারলাম না কেনো।
-->> আমি মনে করি প্রিন্স এবং একজন রয়েল ব্লাড হয়ে প্রিন্স সবচেয়ে বোকামির একটা সিদ্ধান্ত নিয়েছে।
দর্শকদের মাঝে কথা শেষ হচ্ছিলো না। যেহেতু প্রিন্স হ্যারি এতোদিন একটা আইটেমের সাহায্যে নিজের পরিচয় গোপন রেখেছে তাই শুধু মাত্র তারা জানে যে প্রিন্স হ্যারি টিম মাইরার মধ্যে আছে যারা পূর্বে থেকে জানতো যে প্রিন্স হ্যারি টিম মাইরার মধ্যে ছিলো। শুধুমাত্র কিছু সংখ্যক লোকই জানতো হ্যারি মাইরার টিমের যুক্ত ছিলো, এমনি নোবেল এবং সাধারণ ব্যক্তিরা কয়েকবার মাইরার টিমের সাথে প্রথমে পিন্সকে কথা বলতে দেখেছে কিন্তু সেটা প্রিন্স সবার সাথেই কথা বলে দেখে কেউ গুরুত্ব দেই নি। তাই তো প্রিন্সের আইটেম এতোদিন তার পরিচয় গোপন রাখতে সাহায্য করেছে। কিন্তু এখন যেহেতু শিক্ষক বলে দিয়েছে এটাই প্রিন্স তাই তার আইটেমের আর কোনো ইফেক্ট কাজ করছে না। পুরো কিংডমই এখন দেখতে পারছে, ক্রাউন প্রিন্স অফ ব্লু কিংডম টিম মাইরার মধ্যে ছিলো।
-->> আমি এটা আশা করি নি, যে আপনি একজন প্রিন্স হবেন। যে নিজের পরিচয় লুকিয়ে আমাদের টিমের ব্যবহার করবে। (মাইরা)
মাইরা রাগে কথাটা বললো। তার বিশ্বাস হচ্ছিলো না সে এতোদিন একটা প্রিন্সের সাথে এক টিমে ছিলো। তাছাড়া তার ব্যবহারও একটা প্রিন্সের বিপক্ষে ঠিক ছিলো না এতোদিন। এতো বড় একটা পরিচয় লুকানোর জন্য মাইরা আসলেই অনেক রেগে ছিলো।
-->> আমাদের সকলের কিছু না কিছু সিকরেট থাকে তাই না ডিউক কন্যা? (হ্যারি)
-->> হ্যাঁ, কিন্তু আমি আমার পরিচয় লুকিয়ে রাখি নি। (মাইরা)
-->> একজন ডিউকের কন্যা হওয়ার পরও সেটা প্রকাশ করেন নি আপনি। ইনসাইডার কিংবা আউটসাইডার, নোবেল ব্লাড গুলো এক সময় এক পরিবার থেকেই এসেছে। (হ্যারি)
দুজনে ফাইট করছিলো বিপক্ষ টিমের দুজনের সাথে। তাদের বিপক্ষে পরেছে একটা B র্যাংকের টিম। যে দুজন তাদের বিপক্ষে ফাইট করতে এসেছে তারা সেই টিমের একজন অউরা ইউজার এবং অন্যজন হিলার।
"এই টিমের সবচেয়ে শক্তিশালী ছিলো সেই দুজন যারা দুটো ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক তৈরী করেছিলো। তাদের পাওয়ার যেহেতু ততটুকু ছিলো তাই এদের পাওয়ার তাদের থেকে অনেক কম। আমার কোনো চিন্তা নেই, আমি চাইলে এক এট্যাকে তাদেরকে হারিয়ে দিতে পারবো। কিন্তু সমস্যা করলো প্রিন্স হ্যারি। তার পরিচয় গোপন থাকলে হয়তো ভালো হতো। এখন যেহেতু তার পরিচয় প্রকাশ পেয়েছে তাই একজন নোবেল হওয়ার কারনে আমি সহজেই তার উপরে হাত তুলতে পারবো না।" (বিপক্ষ টিমের অউরা ইউজার ভাবছিলো)
অউরা ইউজাররা শর্ট রেঞ্জে ফাইট করলেও মাইরা যে টিমের বিপক্ষে পরেছে সে টিমের অউরা ইউজার লং রেঞ্জে ফাইট করছিলো। তার হাতে বিশাল একটা টি হ্যান্ডেড হ্যাভি সোর্ড ছিলো। যেটাকে দুই হাত দিয়ে ব্যবহার করছিলো। সেটার প্রতিটা সুয়িং এর ফলে দশটা করে অউরা ওয়েব তৈরী হচ্ছিলো। যা একের পর এক মাইরা এবং হ্যারির দিকে এট্যাক করছিলো। হ্যারি ক্লোজ রেঞ্জে ফাইট করলেও অউরা ওয়েব গুলো মাইরার জন্য বিপদজনক ছিলো। তাই সে মাইরার কাছে থেকে অউরা ওয়েব গুলোকে কাউন্টার করছিলো তার সোর্ড দিয়ে।
-->> আমার মনে হয় এটা ভুলে যাওয়া উচিত যে আমি একজন প্রিন্স। আর তাছাড়া আমি আপনাদের কারো ব্যবহার করছিলাম না। বরং তোমাদের সাথে থাকাটা আমার ভালো লাগে। আমার কাছে মনে হয় এটাই আমার টিম যেখানে আমি থাকার যোগ্য। (হ্যারি)
-->> ব্লু কিংডমের ক্রাউন প্রিন্সের মুখে সেটা মানায় না। আমরা সবাই এখানের আউটসাইডার যারা এক সময়ে টাওয়ারের বাইরে চলে যাবো। তাই আমাদের সাথে থাকলে আপনার কোনো উপকার হবে বলে মনে হয় না। (মাইরা)
দুজনে কথা বলছিলো, অন্যদিকে এলেক্স এবং বাকিরা তাকিয়ে ছিলো,
-->> আমি জানতাম যে হ্যারি গুরুত্বপূর্ণ কোনো পরিবার থেকে এসেছে। কিন্তু সে যে প্রিন্স এটা আশা করি নি। (ডুফেস)
-->> হয়তো আমাদের কাছে তার পরিচয় ফাস করে নি কারন তাতে আমরা তাকে আমাদের টিমে রাখবো না এটা ভেবে। (স্নেরা)
-->> কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না। আমাদের সাথে থাকার সময় অন্য কেউ এটা খেয়াল করলো না কেনো যে প্রিন্স আমাদের সাথে ছিলো। (এবা)
-->> প্রথম দিকে আমরা সবাই খেয়াল করেছিলাম অনেকে আমাদের দিকে কিভাবে তাকিয়ে ছিলো। হয়তো সেটা ইগনোর করেছিলাম আমাদের আউটসাইডার মনে করে। কিন্তু তারা হ্যারির জন্যই তাকিয়ে ছিলো আমাদের দিকে। এরপর আমার মনে হয় হ্যারি কোনো পরিচয় লুকানোর আইটেম ব্যবহার করেছে। যেটা সবার থেকে হ্যারির পরিচয় লুকিয়ে রেখেছে। (এনরি)
-->> হ্যাঁ কিছু দিন তো হ্যারি নিজের আর্মার পরে একাডেমিতে প্রবেশ করেছে। হয়তো তার পরিচয় অন্যদের থেকে লুকানোর জন্য। (জেবা)
-->> কিন্তু একটা প্রিন্স তার পরিচয় লুকিয়ে আমাদের সাথে থাকার চেষ্টা করবে কেনো? তাও আবার একজন ক্রাউন প্রিন্স। (এলিন)
-->> কেনো আবার? আমরা বন্ধু তাই। (ডুফেস)
এলেক্স চুপ ছিলো, কিন্তু সে এবার তার মুখ খুললো,
-->> প্রথমে হ্যারি আমার জন্য এই টিমের প্রবেশ করেছিলো। তার নিজের অনেক শক্তিশালী টিম রয়েছে যেটা এখন দুই প্রিন্সেস নিয়ন্ত্রন করে। আমাকে তার টিমে যুক্ত করতে চেয়েছিলো। কিন্তু আমি সাথে সাথে মানা করে দিয়েছিলাম। হয়তো আমাকে তার টিমে যুক্ত করার জন্যই সে আমাদের টিমে প্রথমে প্রবেশ করেছিলো। (এলেক্স)
-->> আমি জানতাম, এখানে কোনো বিষয় নিশ্চয় আছে। নাহলে একজন প্রিন্স কেনো আমাদের মতো আউটসাইডার দের টিমে আসবে নিজের পরিচয় লুকিয়ে। (জেয়াব)
-->> কিন্তু আমার মনে হয় না সে এই টিমে এখন সে কারনের জন্য আছে। তোমরা রিং এর মধ্যে দেখলেই বুঝতে পারবে আমাদের টিমের মধ্যে প্রিন্স হ্যারি কেনো রয়েছে। (এলেক্স)
এলেক্সের কথাটা ডুফেস এবং জেয়াবের মাথায় না ঢুকলেও মেয়েরা সাথে সাথে বুঝতে পারলো। হ্যারি যে মাইরাকে ভালোবাসে এটা অনেক ক্লিয়ার ছিলো। রিং এর মধ্যে হ্যারি নিজের দিকে আসা অউরা ওয়েবের দিকে নজরই দিচ্ছিলো না। বরং মাইরার দিকে আসা সকল অউরা ওয়েব সে প্রথমে কাউন্টার করছিলো। পাওয়ারফুল একটা আর্মার শরীরে থাকার কারনে অউরা ওয়েব গুলো হ্যারির শরীরে তেমন ড্যামেজ করতে পারছিলো না। তবে এমন নয় যে একদম ঠিক ছিলো সে। অনেক জায়গায় ক্ষত হয়েছে তার শরীরে।
-->> তো প্রিন্স হ্যারি আমাদের টিমের মধ্যে আছে কেনো? যদি সে আমাদের ব্যবহারই করতে না চাই তাহলে সে থাকবেই বা কেনো আমাদের টিমে? (মাইরা)
হ্যারি কোনো উত্তর দিতে পারছিলো না এই কথাটার। কারন সে যে উত্তর দিবে সেটা সবার সামনে এভাবে দেওয়া মোটেই ঠিক হবে।
"আমি চাইলে কথাটা বলে দিতে পারি। কিন্তু এটা এমন একটা কথা যেটা শুধু মাত্র তোমাকে বলতে চাই আমি।" (হ্যারি ভাবছে)
এতোক্ষনে বিপক্ষ টিমে থাকা অউরা ইউজার তার ধৈর্য হারিয়ে ফেলেছে। সে একটু পর পর তার অউরা ওয়েব ব্যবহার করছিলো দুজনের উপরে, কিন্তু তাতে কোনো কাজে দিচ্ছিলো না দেখে এবার সে আর প্রিন্সের চিন্তা করলো না।
"আমাকে এটা জিততে হবে। প্রথমে আমি প্রিন্সকে নক ডাউন করতে পারি না। তাই আমাকে প্রথমে মেয়েটার ব্যবস্থা করতে হবে। এরপর প্রিন্সকে দেখে নিবো।" (অউরা ইউজার ভাবছিলো)
বিপক্ষ টিমের অউরা ইউজার এবার আর লং রেঞ্জে ফাইট না করে ক্লোজ রেঞ্জে চলে আসলো। হ্যারির কাছে একটা লং সোর্ড ছিলো শুধু, কিন্তু তার কাছে একটা হ্যাভি লং সোর্ড। তাই স্ট্রেন্থ এর দিক দিয়ে বিবেচনা করলে হ্যারি দুর্বল ছিলো। একটা জোরালো এট্যাক দিলো হ্যারির দিকে। যেটা হ্যারি তার সোর্ড দিয়ে আটকিয়ে দিলো। তবে এট্যাকের ইমপ্যাক্টের কারনে হ্যারি পিছনে চলে গেলো অনেকটা। এই সময়ে বিপক্ষ টিমের অউরা ইউজার তার অউরা স্পেল ব্যবহার করলো।
"ফায়ার স্পেলঃ ব্লেড ইনফার্নো"
অউরা ইউজারের লং হ্যাভি সোর্ডের বিশাল ব্লেডে আগুন জ্বলে উঠলো। সে ব্লেডটা দিয়ে সোজা মাইরার উপরে এট্যাক করতে যাচ্ছিলো। মাইরা এতোক্ষন তার সাধারণ ফায়ার স্পেল দিয়ে অউরা ওয়েব গুলো কাউন্টার করার চেষ্টা করছিলো যাতে বিপক্ষ টিম মনে করে সে অনেকটা দুর্বল।
"মাইরা যে লিডার। সে অনেকটা দুর্বল। অবশ্য একটা F র্যাংক টিমের কাছ থেকে এটাই আশা করা যায়। তাই এটা দ্রুত শেষ হবে।"
উক্ত কথাটা ভাবছিলো বিপক্ষ টিমের রিং এর মধ্যে থাকা হিলারটা মানে প্রাণ ইউজার। অউরা ইউজারের ইনফার্নো ব্লেডটা মাইরার শরীরে লাগবে ঠিক তখনি মাইরার সামনে হ্যারি চলে আসলো। হ্যারি কোনো রকম স্পেল ব্যবহার করছিলো না। নিজের সোর্ড দিয়ে সে বিগ হ্যাভি ইনফার্নো সোর্ডটার এট্যাক আটকানোর চেষ্টা করছিলো। কিন্তু সেটা সম্ভব ছিলো না। তাই হ্যারির সোর্ডটা আস্তে আস্তে ভাঙতে শুরু হলো।
-->> আমি তোমাদের টিমে আছি কারন সবাইকে আমার বন্ধু মনে করি। আর যদি বলি আমি কেনো যাচ্ছি না এই টিম থেকে। তাহলে কারন হিসেবে আমি বলতে পারি সে কারন তুমি। (হ্যারি)
হ্যারির সোর্ডটা ভেঙে গেলো। ফ্লেম সোর্ডটা ঠিক হ্যারির মাথা আঘাত করতে যাচ্ছিলো। অউরা ইউজারটা এটা চাচ্ছিলো না। কিন্তু একবার তার এট্যাকটা ব্যবহার করলে সে এই সোর্ডকে আর থামাতে পারবে না। তাই এখনে তার কিছু করার ছিলো না। প্রিন্স মারা যাবে না অন্তত গুরুতর আহত হবে এটা মনে করে সে নিজের চোখ বন্ধ করে ফেললো। কিন্তু তখনি,
"ডোমেইন অফ ট্রিভিয়া, ফায়ারকেজ"
মাইরা তখনি তার স্পিরিট বিস্ট ট্রিভিয়ার ডোমেইন ব্যবহার করলো। ফ্যামিলিয়ারের ডোমেইন ব্যবহার করাটা এতো সহজ বিষয় না। একাডেমি অনেক শিক্ষকই আছেন যারা এখনো তাদের ফ্যামিলিয়ারের ডোমেইন ব্যবহার করতে পারে না। একটা ফ্যামিলিয়ারের ডোমেইন ব্যবহারের জন্য সে ফ্যামিলিয়ারের সর্বোচ্চ বিশ্বাস থাকতে হয়। আর মাইরা কিছুদিন হলো তার বিস্টের সাথে কন্ট্রাক তৈরী করেছে আর এতো দ্রুত তার ফ্যামিলিয়ারের ডোমেইন ব্যবহার করা কারো পক্ষেই সম্ভব নয়। মাইরার ডোমেইন তৈরীর সাথে সাথে পুরো রিং এর পরিবেশ চেঞ্জ হতে শুরু করেছে। তবে এই ডোমেইন পুরো ভিন্ন ছিলো হেল ফায়ার ফিনিক্সের ডোমেইন থেকে। দুটোই ফায়ার রিলেটেড ডোমেইন হলেও মাইরার তৈরী ডোমেইনের মধ্য থেকে বাইরের সব এবং বাইরো থেকে ভিতরের সব দেখা যাচ্ছিলো।
-->> একটা ইনকম্প্লিট ডোমেইন? তাও আবার একটা ফায়ার স্পিরিট বিস্টের। এটা এতো দ্রুত দেখা দেখা যায় না। বলতে হবে ড্রাগন ফ্যামিলিয়ারের থেকে আমি এই মেয়ের উপরে বেশী আগ্রহী হয়েছি। (গালাটুস)
ভিআইপি রুম থেকে কথাটা রেড কিংডমের কিং বলে উঠলো। এতোক্ষণ তারাও এই ফাইটটা অনেক গুরুত্ব দিয়ে দেখছিলো। প্রথম প্রথম তাদের নজর ব্লু কিংডমের প্রিন্সের উপরে থাকলেও এখন সেটা পুরো বদলে গিয়েছে। কেউ হ্যারির উপরে গুরুত্ব দিচ্ছিলো না। তাদের নজর মাইরার উপরে ছিলো।
-->> আমার মনে হচ্ছে ব্লু কিংডমের ক্রাউন প্রিন্স এবং এই মেয়েটার মধ্যে কোনো কানেকশন রয়েছে। (মারিয়া)
মারিয়া তার মেয়েলি সেন্স দিয়ে বুঝতে পারলো তাদের দুজনের মধ্যে কিছু একটা চলছিলো, যেটা হয়তো পুরো কিংডমের সাথে শেয়ার করা ঠিক হবে না। কারন একটা ক্রাউন প্রিন্সের সাথে কোনো আউটসাইডার এর সম্পর্ক রয়েছে। তারপরও মারিয়া তার ব্রেইনের সাহায্য নিয়েছে এখানে। যেহেতু তিন কিংডমের মানুষ রয়েছে এখানে তাই মেয়েটার সাথে যদি হ্যারির সম্পর্ক থেকেও থাকে তাহলেও ব্লু কিংডমের কিং তার বিরুদ্ধে কিছু করতে পারবে না।
-->> হ্যাঁ, কুইন মারিয়ার কথা শুনে এখন বুঝতে পারছি। একটা ক্রাউন প্রিন্স কেনো এতো বিপদজনক একটা এট্যাকের সামনের নিজের জীবনকে ফেলে দিবে যদি না তাদের মাঝে কোনো কিছু না থাকে। মনে হচ্ছে আমরা আবারো শীঘ্রই চলে আসবো প্রিন্সের বিয়ে খেতে। হাহাহাহাহা। (গালাটুস)
ব্লু কিংডমের কিং এমনকি ব্লু কিংডমের নোবেলরা সকলেই চুপ ছিলো। এই বিষয়ে তারা কোনো কথা বলছে না আর। তারা ফাইট দেখছে মনযোগ দিয়ে। রিং নং ২২ এর মধ্যে মাইরা তার ডোমেইন ব্যবহার করেছে। যার কারনে পুরো রিং এর মধ্যে ফায়ার এর একটা টেরিটোরিতে তেরী হয়েছে। চারদিক দিয়ে আগুন জ্বলছিলো। যার মধ্যে কোনো কিছু এখনো না পুড়লেও মাইরা সে ডোমেইনেই মধ্যে সকল ফায়ারকে নিয়ন্ত্রন করতে পারছিলো। আর সকল ফায়ার বলতে বিপক্ষ টিমের ইনফার্নো ব্লেডও। অউরা ইউজারের ব্লেড যেটা আগুনে নিমজ্জিত ছিলো সেটার ব্লেড থেকে আগুন সাথে সাথে নিভে গেলো। আর এই সময়ে হ্যারি তার ভাঙা সোর্ডের মধ্যে নিজের লাইটনিং অউরা প্রবেশ করালো। তার ভাঙা সোর্ডের দিয়ে সে সাথে সাথে বিগ সোর্ডকে কাউন্টার করলো এবং অউরা ইউজারকে দূরে সরিয়ে দিলো।
-->> আমার মনে হয় অনেক হয়েছে আমাদের লুকোচুরি খেলা। (হ্যারি)
হ্যারি তার আর্মার খুলে ফেললো। এই সময়ে মাইরার ডোমেইন একটিভ থাকার জন্য সে নিয়ন্ত্রন করতে পারছিলো সেখানে কারা কারা ইফেক্ট হবে। যেহেতু সে সেটা নিয়ন্ত্রন করতে পারছে তাই হ্যারি বাদে বিপক্ষ টিমের দুজনেই অনেক হ্যাভি একটা প্রেসার অনুভব করছিলো। আর সেই প্রেসারের কারনে তারা কোনো রকম এট্যাক করতে পারছিলো না।
"লাইটনিং পিল"
হ্যারির হাতে কোনো অস্ত্র ছিলো না। তার শরীরেও কোনো আর্মার ছিলো না। সে তার হাতের মধ্যে ছোট একটা লাইটনিং বল তৈরী করলো। যেটার আকার একদম একটা ছোট মার্বেলের মতো ছিলো। যেহেতু সে একজন অউরা ইউজার তাই এই পিল দিয়ে সে এট্যাক করতে পারবে না মানা ইউজারদের মতো। তবে এটাকে ব্যবহার করতে পারবে নিজের শরীরের স্পিড এবং স্ট্রেন্থকে বৃদ্ধি করতে। পিলটা খেয়ে নিলো হ্যারি, যেটা খাওয়ার সাথে সাথে তার চোখ এবং চুলে লাইটনিং ছিটকে বের হতে শুরু করলো। তার চুলগুলো দাঁড়িয়ে গিয়েছে যা দেখতে অনেক সুন্দর লাগছিলো। পুরো এরিনার দর্শকেরা প্রিন্সকে উৎসাহ দিতে শুরু করলো। তাদের মুখে শুধু প্রিন্সের নামই ভাসতে শুরু করেছে। হ্যারির নজর সেদিকে না গিয়ে সে তার বিপক্ষ প্লেয়ারের দিকে তাকিয়ে ছিলো।
"লাইটনিং পান্স"
হ্যারি তার লাইটনিং অউরা স্পেল, "লাইটনিং পান্স" ব্যবহার করলো। আপাতোতো তার শরীর লাইটনিং পিলের ইফেক্টে অনেক স্পিড এবং স্ট্রেন্থ অর্জন করেছে তাই তার লাইটনিং পান্সও এখন অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে।
-->> আমি টাইটেলের দিক দিয়ে প্রিন্সের কাছে সাধারণ একটা ব্যক্তি হলেও এতো দ্রুত আমি হার মেনে নিচ্ছি না। (বিপক্ষ টিমের অউরা ইউজার)
দুজনেই একে অপরের বিপক্ষে ফাইট করতে শুরু করলো। মাইরা তার ডোমেইন ব্যবহার করার কারনে বিপক্ষ টিমের স্ট্রেন্থ অনেকটা কমে গিয়েছে। তাই তাদের অউরা ইউজার ততটা ভালো করতে পারছিলো না। হ্যারি একের পর এক তার লাইটনিং পান্স ব্যবহার করতে শুরু করেছে, যার সব গুলো অউরা ইউজার তার বিগ সোর্ড দিয়ে কাউন্টার করতে পারছিলো না।
-->> আমার এক ধরনের ব্যক্তি সবচেয়ে অপছন্দ হয়, যে ছেলেদের রেখে প্রথমে মেয়েদের উপরে এট্যাক করে। আর তুমি সে শ্রেনীতে পরো। আমি এখন কিং থাকলে তোমার নোবেল টাইটেল কেড়ে রাখতাম। তবে যেহেতু কিং আমি এখনো হতে পারি নি। তাই এবারের মতো মাফ করে দিলাম। (হ্যারি)
কথাটা বলে তার অন্য অউরা স্পেল ব্যবহার করতে লাগলো।
"লাইটনিং ভোর্টেক্স কিক"
হ্যারি প্রথমে একটা পান্স দিয়েছিলো যেটা অউরা ইউজার তার সোর্ড দিয়ে কাউন্টার করেছিলো ঠিক সেই সময়ে হ্যারি তার "লাইটনিং ভোর্টেক্স কিক ব্যবহার করলো। কিকটা সরাসরি অউরা ইউজারের বুকে লাগলো। যেহেতু সে মেটালিক আর্মার পরে ছিলো তাই হ্যারির কিক থেকে লাইটনিং সরাসরি মেটালিক আর্মার দিয়ে অউরা ইউজারের শরীরে প্রবেশ করলো। প্রচন্ড একটা শক লাগলো তার। যার কারনে অউরা ইউজারটা তার সেন্স হারিয়ে ফেললো। সেই সময়ে বিপক্ষ টিমের প্রাণ এনার্জি ইউজারটা রিং থেকে বেরিয়ে যেতে চাচ্ছিলো এবং তার পরিবর্তে অন্য একজন ফাইট করতে পারে এমন কাউকে আনতে চাচ্ছিলো। মাইরার ডোমেইনের মধ্যে থাকার কারনে সে তার টিমের অউরা ইউজারের উপরে কোনো রকম হিলিং ম্যাজিক ব্যবহার করতে পারছিলো না। তাই আপাতোতো সে অকেজো এক ব্যক্তি ছিলো যে তার টিমকে হারানোর পথে ছিলো। কিন্তু চারপাশে আগুনের জন্য সে বের হতে পারছিলো না।
" ইনফার্নো ব্লাস্ট"
এটা একটা উচ্চ লেভেল স্পেল ছিলো যেটা মাইরা ব্যবহার করলো। অধিকাংশ স্টুডেন্টই এই স্পেল সম্পর্কে জানে না তাই তারা তেমন অবাক হয় নি। তবে শিক্ষক, দর্শকদের মধ্যে থাকা সকল নোবেল এবং এমনকি ভিআইপি রুমের সকল ব্যক্তি অবাক হয়েছে।
-->> আমার বিশ্বাস হচ্ছে না। ইনফার্নো ব্লাস্ট, এটা তো আমাকে শিখতেই পুরো ৮০ বছর সময় লেগেছে আমার জীবনের। আর এই মেয়ের বয়স কত যে সে এতো সহজেই সেটা ব্যবহার করছে! (গালাটুস)
-->> হাহাহাহাহাহা, সরি ফর মাই হাসি। তবে আমার মনে হচ্ছে ব্লু কিংডমের ভবিষ্যৎ কিং এর স্ত্রী মারাত্মক একটা ব্যক্তি হতে চলেছে। (এলমন্ড)
এলমন্ডের কথার সাথে সাথে ভিআইপি রুমের পুরো পরিবেশ আবারো ঠান্ডা হয়ে গেলো। কেউ কোনো কথা বলতে পারছিলো না। তিন কিংডমের কিং এবং কুইন বসে ছিলো সবার সামনে। যাদের জন্য তিন সাইডে তিনটা সোফার ব্যবস্থা করা হয়েছিলো। রেড কিংডমের কিং গালাটুস তার স্ত্রী এবং দুই সন্তান নিয়ে একটা সোফায় বসে ছিলো। একটার মধ্যে ব্লু কিংডমের কিং তার স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে বসে ছিলো। এবং সবশেষে সিকরেট কিংডমের কুইন তার দুই পাশে দুজন মেয়েকে নিয়ে বসে ছিলো যারা সম্পর্কে কুইনের ভাতিজি, তবে মেয়েই বলা চলে। কিং হোমস এর জমজ মেয়ে একজনের মনে একটা প্রশ্ন অনেকক্ষন যাবৎ ছিলো। তবে সেটা সে করতে পারছিলো না। তবে এখন সে তার বাবাকে একটা আইটেমের সাহায্যে টেলিপ্যাথি ভাবে বলতে লাগলো,
"বাবা, আমি একটা জিনিস বুঝতে পারছি না। ঔ লোকটা তেমন কোনো পজিশন বহন করছে না। তার পোষাক দেখে মনে হচ্ছে সে কুইন মারিয়ার রয়েল গার্ডের একজন। কিন্তু তার একটা কথায় এখানের সবাই চুপ হয়ে যাচ্ছে কেনো?"
যেহেতু কিং হোমস এর মেয়ে একটা টেলিপ্যাথি আইটেমের ব্যবহার করছিলো তাই দুজনের কথায় দুজনেই শুনতে পারবে। হোমস তার মেয়ের উত্তরে জবাব দিলো।
"সিকরেট কিংডম আমাদের দুই কিংডমের থেকে ভিন্ন। সিকরেট কিংডম সব সময় গোপন থাকতে পছন্দ করে। সাধারণত ভাবে দেখলে পাওয়ারের দিক দিয়ে তারা আমাদের থেকে দুর্বল। কিন্তু ব্লু এবং রেড কিংডম মিলেও ফাইট করলে আমরা সিকরেট কিংডমকে হারাতে পারবো না। জানো কেনো? কারনটা হলো এই ব্যক্তি যে বসে আছে সবার পিছনে। সে সাধারণ রয়েল গার্ড নয়। সে সিকরেট কিংডমের রাইটফুল কিং এবং কুইন মারিয়ার হাসবেন্ড। কিন্তু কোনো এক কারনে সে কিং এর টাইটেল গ্রহন না করে কুইন মারিয়ার পারশোনাল রয়েল গার্ড থাকতেই পছন্দ করে। শুধু যে তাকে নিয়েই আমাদের ভয় এমন নয়। সে একা ফাইট করলে এটা ঠিক যে আমাদের সকল রয়েল গার্ডকে হত্যা করে রয়েল কিংকে হত্যা করে যুদ্ধ জিতিয়ে দিতে পারবে। কিন্তু এমন নয় যে পুরো সেনার সামনে সে কিছু করতে পারবে। আর সেখানেই আসে আরো এক ব্যক্তি। যাকে আমরা সবাই ভালো করে জানি। সিকরেট কিংডমের কুইনের ছোট ভাই, দ্যা মনস্টার হান্টার।" (কিং উক্ত কথাটা বললো তার মেয়েকে)
"মনস্টার হান্টার! সেই মনস্টার হান্টার যে একাই একটা ফ্লোর ক্লিয়ার করতে পারে?" (হোমস এর কন্যা)
কিং মাথা নারিয়ে সম্মতি দিলো। প্রিন্সেস দুজন ব্যক্তির শক্তি সম্পর্কে বুঝতে পারলো
একজন যে চাইলে পুরো প্যালেস ক্লিয়ার করে দিতে পারবে এবং অন্যজন চাইলে পুরো আর্মি। তাই রুমের মধ্যে সবাই কুইন মারিয়ার প্রতি একটু বেশী সম্মান দিচ্ছিলো সেটা এখন প্রিন্সেস অফ ব্লু কিংডম বুঝতে পারলো। আপাতোতো সে এসব না ভেবে তার ভাইয়ের পারফরম্যান্স দেখতে শুরু করলো।
হ্যারি তার লাইটনিং ভোর্টেক্স ব্যবহার করে বিপক্ষ টিমের অউরা ইউজারকে সেন্সলেস করে দিয়েছে। তবে এখনো একজন বাকি ছিলো। যার উপরে মাইরা তার ইনফার্নো ব্লাস্ট ব্যবহার করতে যাচ্ছিলো। ইনফার্নো ব্লাস্ট এমন একটা স্পেল যেটা তার দুই হাতের সামনে প্রবল পরিমাণ এনার্জি সংগ্রহ করে এবং একটা বিশাল আকারের আগুনের ব্লাস্ট তৈরী করে। যেটা চারদিকে না ছড়িয়ে শুধু সামনের দিকে যেতে থাকে গোল এবং সরু হয়ে। চারিদিকে না ছড়িয়ে পরার কারনে এটার এট্যাক পাওয়ার সাধারণ ইনফার্নো ব্লাস্টের থেকে বলা যায় প্রায় দশগুণ বেশী। বিপক্ষ দলের প্রাণ ইউজার এট্যাক ব্যবহার করতে পারবে না একজন হিলার হওয়ার কারনে। তাই সে হাটু গেঁড়ে বসলো। এমন নয় যে শুধু সেন্সলেস হলেই সে টিম হেরে যাবে। যদি দুজন প্লেয়ার হার মেনে নেয় তাহলেও তারা হেরে যাবে। যেহেতু একজন সেন্সলেস এবং অন্যজন হার মেনে নিয়েছে তাই শিক্ষক ঘোষনা দিলো,
-->> রিং ২২ এর অসাধারণ ফাইটে বিজয়ী হয়েছে আমাদের ক্রাউন প্রিন্সের টিম, টিম মাইরা। (শিক্ষক)
দর্শকরা সাথে সাথে করতালি দিতে শুরু করলো। যেহেতু প্রিন্স জিতেছে তাই তাদের সম্মান জানানোর দরকার ছিলো। আর তাছাড়াও অন্যান্য ফাইটের থেকে এটা অনেক ইন্টারেস্টিং একটা ফাইট ছিলো। আর সবাই অনেক উপভোগও করেছে। সবাই আরো চাচ্ছিলো কিন্তু সেটা হয়তো পরেও দেখার সুযোগ পাবে বলে সবাই শান্ত আছে। মাইরা এবং হ্যারি দুজনের তাদের টিমের বাকিদের কাছে চলে গেলো। হ্যারি একটু আক্রান্ত ছিলো তাই এনরি এবং স্নেরা তাকে হিল করতে শুরু করলো। অন্যদিকে মাইরা অনেক ক্লান্ত ছিলো তার ডোমেইন এবং একটা উচ্চ লেভেল স্পেল ব্যবহারের কারনে। তাই সে একটু রেস্ট নিচ্ছে বসে বসে।
-->> যেহেতু আমরা তৃতীয় ধাপে উঠতে পেরেছি তাই পরের ধাপে আমাদের প্রথমে দেখতে হবে কেমন টিমের সাথে ফাইট পরে। সে অনুযায়ী আমাদেরকে মাইরার প্লান ফলো করতে হবে। (এলিন)
-->> এখানে প্লান ফলো করার কি আছে? তুমি আর এলিন চলে যাবে এবং সিরিয়াস হয়ে ফাইট করবে, তাতেই তো আমরা জয়ী হয়ে যেতে পারবো। (ডুফেস)
-->> হ্যাঁ সেটা ঠিক তবে আমাদের কে চতুর্থ রাউন্ড সম্পর্কেও ভাবতে হবে। আপাতোতো তৃতীয় রাউন্ডে যদি আমি আর এলেক্স আমাদের পাওয়ার ভালো ভাবে ব্যবহার করি তাহলে চতুর্থ রাউন্ডে যখন একদম শক্তিশালী টিম আমাদের বিপক্ষে পরবে তখন আমার মনে হয় না আমরা কিছু করতে পারবো। (এলিন)
সবাই তাদের প্লান নিয়ে কথা বলতে শুরু করলো। আর এই কথা শেষ হতে হতে দ্বিতীয় ধাপও শেষ হয়ে তৃতীয় ধাপের সময় শুরু হয়ে গেলো।
-->> তৃতীয় ধাপে রিং নং ১ এ ফাইট করবে টিম মাইরা এবং টিম হেয়া। (শিক্ষক)
মাঝখানে থাকা শিক্ষক উক্ত কথাটা বলে উঠলো। শিক্ষকের কথা শুনে পুরো দর্শকদের মাঝে আবারো করতালির দেখা মিললো। সবাই অনেক আগ্রহে ছিলো ডিউক কন্যা হেয়া এবং প্রিন্স হ্যারির টিমের ফাইটটা দেখতে।
-->> তাহলে মনে হচ্ছে আমাদের আর প্লানিং এর দরকার হবে না। তোমরা থাকো, আমি একা যাচ্ছি। (এলেক্স)
-->> মাইরা ঘুমাচ্ছে, তাই টিমের কমান্ড এখন আমি দিচ্ছি। ডুফেস চলো, আমি আর তুমি যাচ্ছি এবার। (এলিন)
এলিনের চোখে কোল্ড ভাবটা আবারো দেখতে পারলো এলেক্স। এই চোখটা সে সেদিন দেখেছিলো যেদিন এলিন এলেক্সকে হত্যা করার চেষ্টা করেছিলো। আবার আজও এটা এলেক্সের সামনে ভেসে উঠলো।
"আমার মনে হচ্ছে আজ আমি এলিনের ফুল পাওয়ার দেখতে পারবো।" (এলেক্স)
এলেক্সের মুখে একটা মুচকি হাসি ভেসে উঠলো। সে খুশিতে নয় বরং উত্তেজনায়। তবে সেটা কারো নজরে আসলো না।
(৪৬৮১ শব্দ)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।