#Demon_King#
পর্ব:১০০
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্লাটোনি)
প্রথম ফ্লোরের ব্লু কিংডমের মধ্যে একাডেমি অবস্থিত। যার মধ্যে একটা বিশাল টুর্নামেন্টের ব্যবস্থা করা হচ্ছে। এই টুর্নামেন্ট শুধু মাত্র একাডেমির এরিনা থেকে দেখা যাচ্ছে না। বরং এটা টাওয়ারের তিন কিংডমের সব জায়গায় দেখার ব্যবস্থাও করা হয়েছে। সাধারণত এরকম বিশাল ইভেন্ট বাইরের কিংডমে দেখানোর মানে হলো ব্লু কিংডম তাদের ইয়াং জেনারেশন এর পাওয়ার সম্পর্কে বাকি দুই কিংডমকে একটা ধারনা দিচ্ছিলো। যা কয়েকবছর পূর্বে রেড কিংডমও করেছিলো একবার।
একাডেমির ট্রেনিং এরিনার মধ্যে টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। প্রথম এবং দ্বিতীয় রাউন্ড পূর্বে শেষ করে আজকে তৃতীয় রাউন্ড চলছিলো। আবার তৃতীয় রাউন্ডের প্রথম এবং দ্বিতীয় ধাপ শেষ হয়ে এখন তৃতীয় ধাপ শুরু হয়েছে। এই ধাপে মোট ৫০ টা টিম উঠতে পেরেছে যারা আবারো র্যানডম পিকের মাধ্যমে অন্য টিমের সাথে ফাইট করবে। করবে বললে ভুল হবে কারন ফাইট অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই ধাপ যেহেতু আজকের শেষ ধাপ তাই ফাইট গুলো একসাথে না হয়ে এক এক করে হচ্ছে। যেহেতু ৫০টা টিম রয়েছে তাই পঁচিশটা ফাইটেই রাউন্ড শেষ হয়ে যাবে। একসাথে ফাইট হলে অনেক ভালো ভালো ফাইট একসাথে দেখার সুযোগ থাকে না। সবাইকে একটার দিকে ফোকাস দিতে হয় আর সেই সময়ে অন্য একটা ধামাকাদার ফাইট মিস হয়ে যায়। তাই একাডেমি তৃতীয় ধাপকে এভাবে সাজিয়েছে। সকাল থেকে প্রথম দুই ধাপ অনেক দ্রুত শেষ হওয়ার কারনে এখনো অনেকটা সময় ছিলো রাত হওয়ার। তাই আস্তে আস্তেই চলতে শুরু করেছে এই ধাপ।
তৃতীয় ধাপের প্রথম ফাইট হচ্ছে জনপ্রিয় টিম হেয়া এবং নতুন রাইজিং টিম মাইরার সাথে। হেয়া ব্লু কিংডমের ডিউক এর একমাত্র কন্যা অপর দিকে টিম মাইরার মধ্যে রয়েছে ব্লু কিংডমের প্রিন্স। দুজনে সম্পর্কে চাচাতো ভাই-বোন এটা সবাই জানে। আর এজন্যই পুরো দর্শক তাকিয়ে আছে তাদের দিকে। তবে সবাই হতাশ হয়েছে এটা দেখে যে টিম মাইরার মধ্য থেকে আবারো সেই প্রথম দুর্বল মেয়ে এবং একটা মোটা অউরা ইউজার এসেছে।
-->> প্রিন্স হ্যারি কি ভাবছে?
-->> সে কি জানে না প্রিন্সেস হেয়ার টিম একটা S র্যাংক টিম। তাদের বিপক্ষে এরকম দুর্বল ব্যক্তি পাঠালে তো এক সেকেন্ডেই হেরে যাবে।
-->> আমার মনে হয় না এটা এক সেকেন্ডেই শেষ হবে। কারন এখন আমাদের দুর্বল ডার্ক এট্রিবিউট ড্রাগনবয় আসে নি।
-->> হাহাহাহা। হ্যাঁ এটা ঠিক। আমি ভেবেছিলাম হয়তো ডিভাইন ফ্যামিলিয়ার থাকলে একজন অনেক শক্তিশালী হয়। কিন্তু তা যে আসলেই না সেটা ওকে দেখে বুঝতে পারলাম।
-->> আমি সেই ফাইটে আমার অনেক গোল্ড কয়েন হারিয়ে ফেলছি। তবে এবার সেটা তুলতে হবে।
-->> কিন্তু টিম হেয়ার উপর বেটিং রেট তো অনেক কম। তাদের উপরে বেট ধরলো একশত কয়েনে মাত্র একটা কয়েন পাওয়া যাবে।
-->> হ্যাঁ কারন তারা এই ফাইটে সিওর জিতবে তাই।
-->> আর টিম মাইরার বেটিং রেট দেখেছো? একটা গোল্ড কয়েনে একশত গোল্ড কয়েন।
-->> কোনো বোকা এবার আর টিম মাইরার উপরে বেট ধরবে না। কারন তারা সিওর হারবে।
-->> তাহলে ঔ বোকারা কারা? ওরা তো পাঁচশত গোল্ড কয়েন একসাথে লাগিয়ে দিয়েছে দুজনে টিম মাইরার পক্ষে।
-->> আমি চিনি ওদের। ওরা তো চেইন আর লুবা।
-->> আমি এরকম বোকা দেখি নি। ওদের গোল্ড কয়েন গুলো পুরো পানিতে চলে যাবে।
দর্শকদের মাঝে কথা হচ্ছিলো বিভিন্ন বিষয় নিয়ে। তবে অধিকাংশ স্টুডেন্টই বেটিং নিয়ে কথা বলছিলো। বেটিং বিষয়টা অনেক জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে। তাই তারা সে বিষয়েই খেয়াল করছে বেশী করে। অন্যদিকে রিং নং ১ এর মধ্যে টিম মাইরা থেকে এলিন এবং ডুফেস উঠেছে। এবং টিম হেয়ার মধ্য থেকে দুজন মানা ইউজার। যেহেতু এলেক্স আসে নি, তাই হেয়া কনফিডেন্স ছিলো সে একজন মানা ইউজার দিয়েই এলিন এবং ডুফেসকে হারিয়ে দিতে পারবে। তারপরও সে দুজন মানা ইউজারকে পাঠিয়েছে ফাইট করার জন্য।
-->> এলিন ওরা দুজনেই মানা ইউজার। আমি বেশী এডভান্টেজে থাকবো। আমি ওদেরকে বিজি রাখবো সেই সময়ে তুমি পিছন থেকে শুধু আমাকে সাপোর্ট করবে। (ডুফেস)
ডুফেস উক্ত কথাটা বললো এলিনকে। একজন ব্যক্তি মানা নাকি অউরা ইউজার সেটা তাদের আইটেম দেখলেই বোঝা যায়। অউরা ইউজার সব সময় তাদের সাথে আর্মার কিংবা সোর্ড/স্পেয়ার/বো/ হ্যামার/এক্স বহন করে। আর অন্যদিকে মানা ইউজার সব সময় হাতে স্টাফ নিয়ে ঘুরে বেরায়। মানা এবং প্রাণ দুই ধরনের এনার্জি ইউজার ম্যাজিক স্টাফ ব্যবহার করলে সেটা তাদের ম্যাজিকের এট্যাক পাওয়ার বৃদ্ধি করে। সেই সাথে অনেক স্টাফ এনার্জি দ্রুত সংগ্রহ করতেও সাহায্য করে। আবার কিছু স্টাফ তো স্পেল ব্যবহারের মধ্যে যে সময়ের ব্যবধান থাকে সেটাও কমিয়ে দিয়ে থাকে। ডিউক কন্যা হেয়ার টিমের দুজন মানা ইউজারের কাছেই অনেক উচ্চ লেভেলের দুটো স্টাফ রয়েছে। যা নিয়ে তারা গর্বের সাথে দাঁড়িয়ে ছিলো। অন্যদিকে এলিন কোনো রকম স্টাফের ব্যবহার করছে না এবার। পূর্বের ধাপে সে একটা সাধারণ স্টাফ ব্যবহার করলেও এবার তার কাছে কোনো আইটেম ছিলো না। অন্যদিকে ডুফেস একটা লং সোর্ড এবং শরীরে একটা হ্যাভি আর্মার পরা ছিলো। আপাতোতো তাদের প্লান, ডুফেস প্রথমে ক্লোজ রেঞ্জে গিয়ে মানা ইউজার দুজনকে এট্যাক করবে এরপর এলিন তার স্পেল ব্যবহার করবে দূর থেকে। ডুফেস মনে করছিলো বিপক্ষে টিমে মানা ইউজার হওয়ার কারনে সে ক্লোজ রেঞ্জে কিছু একটা করতে পারবে। তবে সে এলেক্সের মতো লেভেলের ডিফারেন্স করতে পারে না দেখেই। তাই একটু কনফিডেন্স নিয়ে এগিয়ে গেলো সামনের দিকে। অউরা ইউজার হওয়ার কারনে ডুফেস হ্যাভি একটা আর্মার পরার পরও নিজের সাধারণ স্পিডকে মেইনটেইন করতে পারছে। অবশ্য এটাই আপাতোতো তার সর্বোচ্চ স্পিড ছিলো যা ব্যবহার করে ডুফেস একদম সামনে চলে গেলো দুজন মানা ইউজারের।
"লাইটনিং শিল্ড"
ডুফেস কাছে এসে এট্যাক করবে দুজনকে, কিন্তু তারা এক পা না সরে তাদের ডিফেন্সিভ স্পেল ব্যবহার করলো। একজনের লাইটনিং এট্রিবিউট থাকার কারনে সে একটা উচ্চ লেভেল স্পেল ব্যবহার করলো। লাইটনিং শিল্ড, যার উপরে ডুফেস এট্যাক করার কারণে তার পুরো শরীর লাইটনিং এর একটা শক খেলো। ঠিক সেই সময়েই পাশে থাকা আরো একজন মানা ইউজার তার স্পেল ব্যবহার করতে যাচ্ছিলো।
"ফায়ার বল"
তার ফায়ার বলটা সাধারণ স্পেল হলেও সেটা একদম ক্লোজ রেঞ্জের মধ্যে অনেক ভয়ানক কাজ করে। আর ডুফেস একদম ক্লোজ রেঞ্জের মধ্যে ছিলো তাই সেটা তার জন্য অনেক মারাত্মক একটা এট্যাক হতে যাচ্ছিলো।
-->> হাহাহাহাহা, তোমাদের নিশ্চয় মনে আছে পূর্বের কথা। সে কি ফাইটই না হয়েছিলো আমাদের মধ্যে।
লাইটনিং শিল্ড ব্যবহারকারী মানা ইউজার উক্ত কথাটা বললো। সে ডুফেস এবং এলিনকে পূর্বের কথা মনে করিয়ে ভয় দেখাতে চাচ্ছিলো। কিন্তু সে এটা জানে না যে দুজনেই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে।
-->> এটা ঠিক যে পাওয়ারের দিক দিয়ে আমরা এখনো আপনাদের লেভেলে পৌঁছাতে পারি নি। কিন্তু আমরা স্পেশাল। আর স্পেশাল ছেলে মেয়েরা অন্যদের দেখে ভয় করে না কখনো। (ডুফেস)
"আইস স্পেয়ার"
এলিনের হাতের উপরে একটা আইসের স্পেয়ার তৈরী হলো। যেটা দিয়ে সে ডুফেসের সোর্ডের উপরে এট্যাক করলো। আইসের স্পেয়ারটা সোর্ডের উপরে লাগার সাথে সাথে সেটা লাইটনিং এর শিল্ড থেকে সরে গেলো। ডুফেস এতোক্ষন লাইটনিং এর শক খাচ্ছিলো সেটা ডুফেসের শরীরকে তেমন ড্যামেজ করতে না পারলো তার শরীরে ভালো ব্যথার তৈরী করেছে।
ভিআইপি রুমের মধ্যে সবাই বসে বসে ফাইট দেখছিলো। রুমের মধ্যে তেমন উত্তেজনা ছিলো না পূর্বের ফাইটের মতো। তারা সকলেই বুঝতে পেরেছে এটা এক মুখী একটা ফাইট ছিলো যেটা দ্রুত শেষ হয়ে যাবে। তবে তাদের সবার আকর্ষন এক জায়গায় আটকে গেলে যখন মাইরার টিমের এলিন ডিউক কন্যা হেয়ার দিকে তাকিয়ে বলতে লাগলো,
-->> আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম। রিং এ আসুন এবং ফাইট করুন। (এলিন)
এলিনের এই কথায় সবাই অবাক হয়ে গেলো। শুধু দর্শকরা নয় বরং ভিআইপি রুমের সবাইও অবাক হয়ে গিয়েছে।
-->> বলতে হবে মেয়েটার সাহস রয়েছে। তা নাহলে ব্লু কিংডমের ডিউকের মেয়েকে এভাবে কেউ চ্যালেঞ্জ করার সাহস পায়? (গালাটুস)
গালাটুসের কথা শুনে একাডেমির প্রিন্সিপাল কথা বলতে লাগলো,
-->> হাহাহাহা, আপনারা হয়তো অবাক হবেন মেয়েটার পরিচয় শুনতে পেলে। মেয়েটার পুরো নাম। এলিন ভন উয়েক্সকুল, টাওয়ারের এক পরিচিত ব্যক্তি কন্যা সে। (প্রিন্সিপাল)
-->> এভেস্টের এর মেয়ে! (মারিয়া)
সবার নজর মারিয়ার দিকে পরলো। তারা মারিয়ার দিকে তাকিয়ে ছিলো কারণ মাত্র যে ব্যক্তির নাম উচ্চারণ করা হয়েছে সে এক সময়ে টাওয়ারের শক্তিশালী একটা টিমের অংশ ছিলো আর সেই টিমের লিডার এখানে বসে থাকা সিকরেট কিংডমের কুইন মারিয়ায় ছিলো।
-->> তাহলে মনে হচ্ছে আমরা ভুল বিবেচনা করেছি। প্রথম ফাইটে হয়তো ভালো কিছু দেখতে পারতাম যদি ঔ ছেলেটা একসাথে তার ডার্ক ম্যাজিক ব্যবহার না করতো। (গালাটুস)
-->> ডিউক আপনার কি মনে হয়, এই ফাইটে কে জিতবে? (হোমস)
ব্লু কিংডমের কিং হোমস তার ছোট ভাই যে কিনা ব্লু কিংডমের ডিউক তাকে প্রশ্নটা জিজ্ঞাসা করলো। হোমস জানে উয়েক্সকুল কিংবা যারই সন্তান হোক না কেনো তারপরও হেয়ার টিমের কাছে জিততে পারবে না। কারন আপাতোতো হেয়ার টিম হলো একটা এস র্যাংক টিম আর সেখানে উয়েক্সকুলের কন্যা তো মাত্র কিছুদিন পূর্বে টাওয়ারে এসেছে। তাই এখানে কোনো চান্সই ছিলো না। তারপরও কিং তার ভাইয়ের মুখে কথাটা শুনতে চাচ্ছিলো।
-->> মাই কিং, আমার মেয়ে ঠিক আপনার মতো পারশোনালিটি নিয়ে জন্ম নিয়েছে। তাই আমার মনে হয় না সে রাজি হবে ফাইট করতে।
কথাটা ব্লু কিংডমের ডিউক হ্যানিস বলে উঠলো। সবাই আগ্রহ নিয়ে ফাইটটা দেখতে শুরু করলো। যেখানে এলিন চ্যালেঞ্জ করেছে হেয়াকে। কিন্তু হেয়া সে চ্যালেঞ্জের কোনো জবাবই দিচ্ছিলো না। সে চুপ থেকে এলিনকে বোঝাচ্ছিলো এলিনের সেই পাওয়ার নেই যে, হেয়া তার সাথে ফাইট করবে। এজন্য সে চুপ করে ছিলো।
"তাহলে তুমি মনে করছো আমি শক্তিশালী না যে তোমার ফাইট করতে হবে। ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি আমার স্ট্রেন্থ।" (এলিন ভাবছে)
"আইস এট্রিবিউট ডোমেইন"
এলিন তার নিজস্ব এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করলো। সবার অবাক চোখ আবারো টিম মাইরার দিকে পরে গেলো।
-->> আমি বুঝতে পারছি না, এই টিমের সবাই কি ডোমেইন ব্যবহার করতে পারে?
-->> আমি এখন C র্যাংকে আছি তারপরও আমি আমার এট্রিবিউট কিংবা ফ্যামিলিয়ারের ডোমেইন ব্যবহার করতে পারি না।
-->> আমার মনে হয়, শক্তিশালী ফ্যামিলিয়ার পাওয়ার সুবিধা সেটা।
-->> এই দুর্বল ডোমেইন দিয়ে কি হবে? তারা দুজন এস র্যাংক মানা ইউজারের বিপক্ষে ফাইট করছে। তাদের একটা স্পেলই এই ডোমেইন ভেঙে দিতে পারবে।
দর্শকদের মাঝে কথা ছিনিমিনি খেলা করছিলো। আর এদিকে এলিন তার আইস ডোমেইন ব্যবহার করে দিয়েছে।
"সাধারণত স্পেলের স্ট্রেন্থ দিয়ে দেখতে গেলে আমি অনেকটা দুর্বল তাদের বিপক্ষে। তবে সেটা কাটিয়ে তুলতে আমার ডোমেইন আমাকে সাহায্য করবে।" (এলিন ভাবছে)
এলিনের আইস ডোমেইন ব্যবহার করার সাথে সাথে পুরো রিং বরফে জমে গিয়েছে। সেখানে এতোটা ঠান্ডা ছিলো যে স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যাচ্ছিলো। তবে বিপক্ষ টিমের মানা ইউজারদের মধ্যে একজনের ফায়ার এট্রিবিউট থাকার কারণে তাদের ঠান্ডা কিছুই করতে পারছিলো না।
"ফায়ার এট্রিবিউট ডোমেইন"
একটা এট্রিবিউটের ডোমেইনে অনেকেই ব্যবহার করতে পারে তাই তাতে অবাক হওয়ার কোনো বিষয় ছিলো না। অধিকাংশ নোবেল পরিবারের ছেলে মেয়েরা খুব দ্রুত ডোমেইন ব্যবহার করা শিখে যায় যেটা কমনারদের শিখতে সময় বেশী লাগে। আর এলিনের মধ্যে যে নোবেল ব্লাড রয়েছে সেটা সবাই তার ডোমেইন ব্যবহার করা দেখেই বুঝতে পেরেছে। তবে একসাথে দুটো এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করাটা,
-->> আমি কি সঠিক দেখছি? (হোমস)
-->> হ্যাঁ, আপনাদের সামনে আমি পেশ করছি ডাবল ডোমেইন ইউজার। (প্রিন্সিপাল)
-->> আমার মনে হচ্ছে আবারো উয়েক্সকুলকে একশনে দেখতে পাচ্ছি। (মারিয়া)
-->> হাতে গোনা কিছু ব্যক্তিই শুধু ডাবল ডোমেইন একসাথে ব্যবহার করতে পারে। এই মেয়েটা আরো অভিজ্ঞতা অর্জন করতে পারলে একটা মনস্টারে পরিণত হবে। (গালাটুস)
রেড কিংডমের ইন্টারেস্ট প্রথম থেকেই এলিনের উপরে ছিলো। কারন এলিন একটা ব্লাক ফিনিক্সের সাথে কন্ট্রাক তৈরী করেছে। প্রথম ফাইটের সেই হার দেখতে পেয়ে গালাটুসের সমস্ত আশা ভেঙে গিয়েছিলো। কিন্তু এখন যখন গালাটুস এলিনের ট্যালেন্ট এবং তার পরিচয় জানতে পারলো তাই সে তার মাইন্ড ঠিক করে নিলো।
"আমার ক্রাউন প্রিন্সের জন্য এই উয়েক্সকুলের কন্যায় একমাত্র যোগ্য।" (গালাটুস ভাবছে)
গালাটুসের পাশে তার স্ত্রী মানে কুইন বসে ছিলো। আর কুইনের পাশে বসে ছিলো গালাটুসের কন্যা। অপরদিকে গালাটুসের অপরপাশে বসে ছিলো তার একমাত্র ছেলে। নিজের ছেলের দিকে তাকিয়ে সে উক্ত কথাটা ভাবলো। ডিভাইন বিস্ট ফ্যামিলিয়ার থাকলে যে কোনো ব্যক্তিই শক্তিশালী হতে পারে। শুধু মাত্র যোগ্য ট্রেনিং দরকার তাদের। আর এজন্যই গালাটুস এই সুযোগ মিস করতে চাচ্ছে না। ফিনিক্স ফ্যামিলিয়ার আছে এরকম মেয়ে পাওয়া প্রায় অসম্ভব। তাই গালাটুস মনে করছে তার ছেলের জন্য এলিনই সবচেয়ে পারফেক্ট হবে।
-->> আমার মনে হয় না এখনো আসল মনস্টারকে কেউ দেখতে পেরেছো। (এলমন্ড)
পিছন থেকে এলমন্ডের কথায় আবারো পুরো রুম স্তব্ধ হয়ে যায়। দুই কিং তাদের দাঁত করমর করছিলো। তারা চাইলেও এলমন্ডের বিরুদ্ধে কিছু করতে পারবে না। তাই শুধু চুপ থাকা ছাড়া আর কিছু করতে পারলো না তারা। এলমন্ডের কথা শুনে মারিয়া বসা থেকে উঠলো এবং তার দিকে রাগি লুক নিয়ে তাকালো। এলমন্ড আবারো চুপ হয়ে গেলো।
-->> সরি ফর মাই হাসবেন্ড। আমি একটা জিনিস ভাবছিলাম বেশ অনেকদিন যাবৎ, আমার মনে হয় আপনারা সবাই আমার আইডিয়াতে আগ্রহী হবেন। তবে এটা ভালো সময় না সেটা বলার। তাই আমরা প্রথমে এই ফাইটটা এনজয় করি। (মারিয়া)
রিং এর মধ্যে এলিন এবং ডুফেস এক পাশে ছিলো। এলিন তার ডোমেইন ব্যবহার করেছে। একটা নয় বরং দুটো ডোমেইন ব্যবহার করেছে। যা সবার মুখের ভাষা কেড়ে নিয়েছে। সামনে বিপক্ষ টিমের মানা ইউজারও অনেকটা অবাক হয়েছে। তারা ভাবতেও পারে নি এলিন এরকম কিছু একটা করতে পারবে।
-->> বলতে হবে আমরা অবাক হয়েছি অনেকটা। কিন্তু দুটো ডোমেইন ব্যবহার করলেও ব্যবহার কারীর পাওয়ার সেই লেভেলে না উঠলে সেটা আমাদের কিছু করতে পারবে না।
হেয়ার টিমের লাইটনিং এট্রিবিউটর মানা ইউজার কথাটা বললো। এলিন কথাটা চুপ করে নিলো। সে তাদের সাথে ফাইট করতে চাচ্ছিলো না। তাই এখনো তাদেরকে কোনোরকম এট্যাক করে নি। সে আশা করেছিলো অন্তত হেয়া তার দুটো ডোমেইম দেখতে পেয়ে রিং এর মধ্যে প্রবেশ করবে। কিন্তু সেরকম কিছু হলো না। হেয়া অবাক হয়েছে কিছুটা কিন্তু সবাই একটা বিষয় ভালো করেই জানে, একজন যত শক্তিশালী স্পেলই ব্যবহার করতে শিখুক না কেনো যদি তাদের সে স্পেল ব্যবহার করার সামর্থ্য না থাকে তাহলে সেটা নিয়ে কোনো ভয় নেই। যেহেতু এলিন টাওয়ারের বাইরে থেকে এসেছে এবং এখনো F র্যাংকে রয়েছে তাই তাকে গুরুত্ব দিয়ে দেখছিলো না হেয়া। আর তাছাড়াও একবার হারিয়ে দিয়েছিলো খুব সহজেই এলিনকে।
এলিনের কোনো এট্যাক না দেখতে পেরে হেয়ার টিমের দুজন আর চুপ রইলো না। তারা নিজেদের এট্যাক ব্যবহার করতে লাগলো,
"লাইটনিং বোল্ট"
"ইনফার্নো ব্লাস্ট"
দুজনে দুটো শক্তিশালী স্পেল ব্যবহার করলো। দুটোই এলিনের উপরে করা হয়েছিলো। এলিন তার দুটো ডোমেইন ব্যবহার করার মাধ্যমে পুরো রিংকে আইস এবং ফায়ার দিয়ে ঘিরে রেখেছে। এই জায়গার মধ্যে যা কিছু হবে আপাতোতো তা তার ইচ্ছা মতো হবে।
[মাস্টার আপনি আমার পাওয়ারের কিছু অংশ ব্যবহার করতে পারবেন।] (ফিনিক্স)
ফিনিক্স কথাটা এলিনকে বললো। যেটা এলিন বাদে আর কেউ শুনতে পারলো না। উপর থেকে লাইটনিং বোল্ট এবং সামনে থেকে ইনফার্নো ব্লাস্ট এলিনের দিকে যেতে শুরু হয়েছে। তবে এলিন নরছিলো না। সে তার জায়গা মতো দাঁড়িয়ে ছিলো। দুটো ডোমেইনের কারনে তার সব এবিলিটি ও স্পেল প্রায় ছয়গুন বৃদ্ধি পেয়েছে। আর ফিনিক্সের পাওয়ার তো রয়েছেই। লাইটনিং বোল্ট এবং ইনফার্নো ব্লাস্টের সংস্পর্শে এলিন আসার পূর্বেই একটা স্পেল ব্যবহার করলো।
"হেল ফায়ার"
এলিনের দুই হাতে শুধু কালো রঙের ফ্লেম দেখা জ্বলে উঠেছিলো। যার উপরে লাইটনিং বোল্ট এবং ইনফার্নো ব্লাস্ট লাগার পূর্বেই সেগুলো পুড়ে ছাই হয়ে গেলো।
-->> না, এটা অসম্ভব। দুটো ডোমেইন হলেও আমার লাইটনিং বোল্ট আর ইনফার্নো ব্লাস্ট একসাথে কাউন্টার করা সম্ভব নয়।
ভিআইপি রুমের মধ্যে সবাই অবাক হয়ে বসে ছিলো। তাদের আশা ছিলো হয়তো এলিন সেই এট্যাক দুটো এড়িয়ে যাবে নাহলে কোনো স্পেল দিয়ে কাউন্টার করবে। কাউন্টার করলে এলিন যে আহত হবে কিছুটা এটা সবাই আশা করছিলো। কিন্তু শুধু যে এলিন কাউন্টার করে নি বরং কোনো রকম ড্যামেজ তার হয় নি। বরং স্পেল দুটো তার শরীরে লাগার পূর্বেই হারিয়ে গিয়েছে।
-->> এটা কি ডার্ক এট্রিবিউট ছিলো?
কথাটা রেড কিংডমের প্রিন্স বলে উঠলো।
-->> সেটা ডার্ক এট্রিবিউট ছিলো না। তবে যেটা ছিলো সেটা অনেক ভয়ানক বস্তু। (গালাটুস)
গালাটুসের দিকে প্রশ্নবোধক মুখ করে তাকিয়ে ছিলো তার ছেলে।
-->> হাহাহাহাহা। কে ভেবেছিলো আমাদের কিংডমের মধ্যে হেল ফায়ার দেখতে পারবো আমরা। (প্রিন্সিপাল)
-->> এলফেডো তাহলে তুমি বলতে চাচ্ছো এই মেয়ের ব্লাক ফিনিক্স....
কিং হোমসের কথা শেষ না করতে দিয়ে তার ছোট ভাই বলতে লাগলো,
-->> এই মেয়ে ফিনিক্স স্পিসিজ এর মধ্যে সবচেয়ে ভয়ানক এক জাতের ফিনিক্সকে নিজের ফ্যামিলিয়ার বানিয়েছে। (হ্যানিস)
-->> সবাই ঠিক ধরেছেন। এলিন ভন উয়েক্সকুল এর ফ্যামিলিয়ার হেল ফায়ার ফিনিক্স। আর আমার মনে হয় না এই পর্যন্ত কোনো ব্যক্তি জীবিত নেই যারা হেল ফায়ার ফিনিক্সের ভয়াবহতা সম্পর্কে জানে না। (প্রিন্সিপাল)
কথাটা শুনতে পেয়ে সবাই অবাক হতে শুরু করলো। হেল ফায়ার ফিনিক্স, ফিনিক্স স্পিসিজদের মধ্যে এমন একটা জাত যাদের সকল ফিনিক্সদের থেকে শক্তিশালী মানা হয়। একটা দুর্বল হেল ফায়ার ফিনিক্সও যদি কারো সাথে কন্ট্রাক তৈরী করে তাহলে সেটা কতটা ভয়ঙ্কর হতে পারে এটা এখানে উপস্থিত সকল ব্যক্তিই ভালো করে জানে। তবে একটা জিনিস তারা হয়তো জানে না যে এলিনের কন্ট্রাক ফ্যামিলিয়ারটা কোনো দুর্বল হেল ফায়ার ফিনিক্স ছিলো না। বরং সে এক সময়ে ফিনিক্সদের কিং ছিলো যাকে সবচেয়ে শক্তিশালী ফিনিক্সও মানা হতো। কালো রঙের ফিনিক্সের কথা শুনে প্রথম থেকেই গালাটুসের মনে লাড্ডু ফুটছিলো। কিন্তু এখন যখন জানতে পারলো যে এলিনের ফ্যামিলিয়ারটা একটা হেল ফায়ার ফিনিক্স তাই তার মনে বিস্ফোরণের মতো লাড্ডু ফুটতে শুরু হলো।
"এখানে কুইন মারিয়ার কোনো ছেলে নেই। আর হোমস তার ছেলের বিয়ে এখন এই মেয়ের সাথে দিতে পারবে না। বাকি রইলো তার ভাই ডিউক, হ্যাঁ সে একটু ঝামেলা করবে। কিন্তু আমাকে প্রথমেই উয়েক্সকুলের সাথে কথা বলতে হবে। আমি এই সুযোগ কোনো ভাবেই হাতছাড়া করতে পারি না।" (গালাটুস ভাবছে)
আবারো রিং এর মধ্যে আসা যাক। উত্তেজনায় সবাই ভুলেই গিয়েছে যে একটু পূর্বে এলিনকে সবাই দুর্বল মনে করেছিলো। তাছাড়া সবাই ভুলেই গিয়েছে রিং এর মধ্যে আরো একজন ব্যক্তি ছিলো। ডুফেস তার স্পেস রিং এর মধ্য থেকে তার আইটেম বের করে নিয়েছে। এবং সাথে সাথে তার স্পেল ব্যবহার করেছে।
"স্পেশাল স্কিলঃ ব্লিংক"
ডুফেস তার লং সোর্ড পরিবর্তন করে অন্য একটা বের করে নিয়েছে। এমন একটা আইটেম বের করেছে যেটাকে একসময়ে অনেকটা সাধারণ সোর্ডই বলা যেতো। তবে এটা এমন একটা আইটেম ছিলো যা সবার আকর্ষন এখন কেঁড়ে নিচ্ছিলো। ডুফেসের হাতে একটা সোর্ড ছিলো যেটার পুরো ব্লেডে হলুদ কালারে কিং শব্দ লেখা ছিলো যা কারো মাথায় আসছিলো না। লেখা শব্দ গুলো উজ্জ্বল ভাবে জ্বলছিলো তাই সেটা সাথে সাথে সবার নজর কেঁড়ে নিলো। সোর্ডটা হাতে নেওয়ার সাথে সাথে ডুফেস একটা স্কিল ব্যবহার করতে পারবে যেটার নাম ব্লিংক। তবে স্কিল যেহেতু তার জন্য প্রপার শব্দ না বরং এলেক্সের জন্য। তাই এলেক্স ডুফেসকে সেটাকে স্পেল বলতেই বলেছে। ডুফেস পলকের মধ্যে তার জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো। এমনিতেই হেয়ার টিমের দুইজন অবাক স্ট্যাটে ছিলো এলিনের হেল ফায়ার দেখতে পেয়ে। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে ডুফেস একদম লাইটনিং এট্রিবিউটরের সামনে চলে গেলো ব্লিংক এর মাধ্যমে।
-->> একমাত্র লাইটনিং ছাড়া আমি অন্য কোনো কিছু ঘৃণা করি না। (ডুফেস)
ডুফেস তার সোর্ড দিয়ে এট্যাক করতে যাচ্ছিলো তার উপরে।
"লাইটনিং শিল্ড"
আবারো সে লাইটনিং শিল্ড তৈরী করলো তার চারপাশ দিয়ে। এবং ভেবেছিলো ডুফেস এবারো আহত হবে সেই এট্যাকে। তবে কেউ হয়তো জানে না যে ডুফেসের সোর্ডে রুন ম্যাজিক ব্যবহার করার ফলে সেটা এখন একটা এন্টি ম্যাজিক সোর্ড হয়ে গিয়েছে। অবশ্য ডুফেস কোনো স্পেল বা এনার্জি ব্যবহার করতে পারবে না সেই সোর্ড হাতে থাকলে শুধু ব্লিংক ব্যতীত। তবে এটা অনেক কাজের, বিশেষ করে এমন একটা সময়ের জন্য।
-->> শুধু শক্তিশালী স্পেল থাকলেই একজন শক্তিশালী হয় না। বরং প্লান এবং আইটেম ও থাকতে হয়। (ডুফেস)
কথাটা বলার সাথে সাথে ডুফেস তার সোর্ড দিয়ে এট্যাক করলো শিল্ডের উপরে। এবার লাইটনিং এর শিল্ড ভেদ করে ডুফেসের সোর্ডটা চলে গেলো। ডুফেস জানতো এরকম কিছু হবে তাই সে তার সোর্ডের ব্লেডের ধারালো অংশ দিয়ে এট্যাক করে নি। বরং ব্লেডের পার্শ দিয়ে এট্যাক করেছে।
-->> এটা অসম্ভব।
লাইটনিং এট্রিবিউটরের মাথায় আঘাত লাগার ফলে সে সেন্সলেস হয়ে গেলো এবং সেখানেই নক ডাউন। একই সময়ে পাশে থাকা ফায়ার এট্রিবিউটরকেও সে এট্যাক করতে চাচ্ছিলো। তবে এলিন ডুফেসকে বলতে লাগলো,
-->> আমার উপরে ছেড়ে দাও। (এলিন)
"স্পেশাল স্পেলঃ ব্লিংক"
ডুফেস সেখান থেকে আবারো সোর্ডের স্পেল ব্লিংক ব্যবহার করে ফেললো এবং সেই জায়গা থেকে এলিনের পাশে চলে আসলো। এলিন এখনো বুঝতে পারছিলো না হেয়া কেনো আসতে চাচ্ছে না ফাইট করতে। তাই সে জোরপূর্বক হেয়াকে আনার চেষ্টা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। আর সেটা করার জন্য এলিনকে শুধু জোর পূর্বক উক্ত ফায়ার এট্রিবিউটরকে রিং থেকে ফেলে দিতে হবে।
"কম্বাইন্ড ম্যাজিকঃ ফায়ার আইস হ্যামার"
দুটো এট্রিবিউটের ডোমেইন অনেকে ব্যবহার করতে পারলেও দুটো এট্রিবিউটের ম্যাজিক একসাথে ব্যবহার করাটা সবার কাছে অসম্ভব একটা ব্যাপার। কিন্তু এলিন এমন একটা জিনিস করে দেখিয়েছে যেটা পূর্বে কেউ করতে পারে নি বরং চেষ্টাও করে নি। দুটো এট্রিবিউটের স্পেল একসাথে ব্যবহার করে সম্পূর্ণ নতুন একটা স্পেল তৈরী করেছে। এলিনের স্পেলের ফলে একটা আইসের তৈরী বিশাল হ্যামার তৈরী হয়েছে রিং এর উপরে এবং সেই হ্যামারের হাতল এবং পিটানোর সাইডে আগুন জ্বলতে শুরু হয়েছে। বিশাল হ্যামারটা একটুও সময় নষ্ট করলো না। হেয়ার টিমের মেম্বার যেখানে দাঁড়িয়ে ছিলো হ্যামারটা তার সামনে একটা স্ম্যাস দিলো। এক স্ম্যাসে পুরো রিং কেঁপে উঠলো। কম্পনটা হেয়ার টিমের মেম্বারের কাছে হওয়ার ফলে সে ছিটকে রিং থেকে বেরিয়ে গেলো। তার সেন্স না হারানোর কারণে নিয়ম অনুযায়ী হেয়ার টিম থেকে আরো একজন রিং এর মধ্যে প্রবেশ করতে পারবে। সিদ্ধান্ত ছিলো হেয়ার উপরে, যে সে লিডার তাই তার সিদ্ধান্তেই একজন প্রবেশ করবে। ড্যানজনের মধ্যে এলিন এবং ডুফেসকে খুব সহজে হারিয়ে দেওয়ার কারনে হেয়া তাদেরকে আবার রিং এ আসতে দেখে তার টিমের দুর্বল দুজন ব্যক্তিকে পাঠিয়েছিলো এটা ভেবে যে খুব সহজে তারা জিতে যাবে। কিন্তু পরিস্থিতি পুরো পাল্টে দিয়েছে দুজনেই। অবশ্য হেয়া চাইলে এখানে তার টিমের শক্তিশালী ব্যক্তিদের মধ্য থেকে একজনকে পাঠাতে পারবে, কিন্তু তাতে তার কোনো লাভ হবে না। হেয়া দূরে বসে থাকা এলেক্সের দিকে তাকালো এবং নিজের হাত তুলে বলতে লাগলো,
-->> আমি দুর্বলদের সাথে ফাইট করি না। আপাতোতো আমার যে টিম মেম্বাররা রয়েছে তাদের এট্যাকে আমি তোমাদের দুজনের সুরক্ষা গ্যারান্টি দিতে পারবো না। শিক্ষক আমরা এই রাউন্ডে হার মেনে নিচ্ছি। (হেয়া)
এমনিতেই একের পর এক সারপ্রাইজে সবাই অবাক হচ্ছিলো। তাই নতুন করে কোনো সারপ্রাইজ আর কেউ নিতে পারছিলো না। বিশেষ করে এই সারপ্রাইজটা কেউ নিতে পারছিলো না। ডিউকের কন্যা যে হার মেনে নিয়েছে এতে কেউ এটা ভাবছিলো না যে হেয়া ভয় পেয়ে ফাইট করতে চাচ্ছে না। বরং সবাই ভালো করে জানে তার টিমের ভয়াবহতা সম্পর্কে। তাই এটা বুঝতে পারছে না হেয়া এখানে হার মেনে নিবে কেনো? এমনিতেই ডিউকের কন্যা এই টুর্নামেন্টে হারলো কিংবা জিতলো তাতে কোনো পার্থক্য হবে না। তবে সম্মানের একটা ব্যাপার ছিলো। এলিন তার ডোমেইন ক্যান্সেল করে দিলো। সে যেটা চাচ্ছিলো তা হলো না।
"আমি বুঝতে পারছি না এই মেয়ের মাথায় কি চলছে। এভাবে এতো দূরে এসে এতো সহজে হার কেনো মেনে নিলো?" (এলিন ভাবছে)
-->> চলো ডুফেস। (এলিন)
দর্শকদের মতো ভিআইপি রুমের মধ্যেও সবাই অবাক হয়েছে। তারা বুঝতে পারছে না এতো ইন্টারেস্টিং একটা ফাইট এখানে এসে থেমে গেলো কেনো। প্রথমত একটা রুন আইটেম যেটা ব্লিংক এর মতো পাওয়ারফুল স্পেল বহন করে সেই সাথে এন্টিম্যাজিকও ব্লেড। আবার উয়েক্সকুলের কন্যা যে দুটো ডোমেইনের সাথে দুটো এট্রিবিউটের স্পেলও একসাথে ব্যবহার করতে পারে। তারা এরকম ট্যালেন্টের সম্পর্কে পূর্বে কখনো শুনে নি।
-->> ডিউক হ্যানিস, আপনার মেয়ের সিদ্ধান্ত আমি বুঝতে পারলাম না। (গালাটুস)
-->> বর্তমানে বাচ্চাদের মধ্যে একটা ভয়ানক রোগের জন্ম হচ্ছে। যেটা তাদেরকে অনেক বোকার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য করে। (হ্যানিস)
-->> তোমার কথাটা বুঝলাম না হ্যানিস। (হোমস)
-->> তাহলে বলতে হবে আমাদের তিন কিংডমের মধ্যে তাদের নিজস্ব রহস্য রয়েছে। (মারিয়া)
-->> হ্যাঁ কুইন মারিয়া এটা ঠিক বলেছে। আমি এখানে না আসলে তো জানতামই না যে এরকম ট্যালেন্টেড ছেলে মেয়েরা রয়েছে ব্লু কিংডমের একাডেমিতে। (গালাটুস)
-->> ইয়াং জেনারেশন আমাদের এক সময়ে ছাড়িয়ে যাবে এটাই নিয়ম। আর আমার মনে হয় সেটা সব কিংডমেই হচ্ছে এখন থেকেই। শুধু আমাদের তাদেরকে সঠিক পথে নিতে হবে। (প্রিন্সিপাল)
ভিআইপি রুমের মধ্যে এই সময়ে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেলো। যেটা হতে হতে একাডেমির টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডও শেষ হয়ে গেলো।
* * * * *
(ছেলেদের ডোর্ম)
চেইন, ডুফেস, জেয়াব এবং এলেক্স ছিলো রুমের মধ্যে। তিনজনের মুখেই আনন্দের ছাপ ছিলো। চেইন টুর্নামেন্টে জিততে না পারলেও সে শেষ বেটিং এ পুরো জ্যাকপট মেরে দিয়েছে। তাই ডোর্মে আসার সময় নানান রকম খাবার কিনে এনেছে অন্যদের জন্য।
-->> আমার বিশ্বাস হচ্ছে না আমরা এতো সহজে জিতে গিয়েছি। (জেয়াব)
-->> হ্যাঁ আমি তো আশায় করি নি যে প্রিন্সেস হেয়া সেখানে হার মেনে নিবে। তার টিমের শক্তিশালী মেম্বার গুলো সেখানেই দাঁড়িয়ে ছিলো। তাদের একজন আসলে হয়তো ফাইটটা অন্যরকম হয়ে যেতো। এটা ঠিক যে এলিন তাদেরকে নিজের শক্তি দেখিয়ে সারপ্রাইজ করে দিয়েছে, ডুফেসও সেটা করেছে। তবে তাদের অউরা ইউজার গুলো থাকলে ফাইটটা উল্টো হতো। (চেইন)
-->> এসব নিয়ে চিন্তা করে লাভ নেই। আমরা জিতেছি এবং তাদের বিরুদ্ধে সেদিনের রিভেঞ্জ নিয়েছি এটাই সব। (ডুফেস)
-->> আমার বিশ্বাসই হচ্ছে না তোমরা হেয়ার বিপক্ষে পরেছিলে প্রথম রাউন্ডে। (চেইন)
-->> হ্যাঁ ব্যাপারটা অনেক খারাপ ছিলো। একাডেমির হিলারের সাহায্য না পেলে তো কয়টা হাড় ভাঙা থাকতো সেটা আমরাও বলতে পারবো না। (জেয়াব)
-->> তবে আমার এলিনকে নিয়ে চিন্তা হচ্ছে। যদিও সে তার ইমোশনাল সাইড দেখায় না কখনো। তারপরও হেয়ার টিম যখন হার মেনে নিলো তখন আমি এলিনের চোখে তাকিয়েছিলাম। আমার মনে হয়েছিলো যে এলিন সেই মুহূর্তে সব কিছু ধ্বংস করে দিবে। এতোটা রাগ আমি কখনো কারো কাছে দেখি নি। (ডুফেস)
-->> এলিন ঠিক হয়ে যাবে কোনো চিন্তা করতে হবে না। তাছাড়া এমন নয় যে তোমরা এটাই শেষ সুযোগ পেলে তাদের বিরুদ্ধে ফাইট করার। যেহেতু একাডেমি সে এবং তোমরা সবাই আছো তাই এক সময় না এক সময় আবারো ফাইট করার সুযোগ পাবে। (চেইন)
-->> তবে আমি একটা জিনিস বুঝতে পারছি না। তুমি কখনো আমাদের ট্রিট দাও না। আজকে হঠাৎ এতো কিছু? লুবা তো বলেছে তুমি নাকি একটা গোল্ড কয়েনও খরচ করতে চাও না। (ডুফেস খেতে খেতে বললো)
-->> আরে আজকে তোমাদের বিগ ডে। তোমরা ফাইনাল ধাপে ফাইট করবে কালকে তাই বড় ভাই হিসেবে এটুকু তো আমি করতেই পারি। (চেইন)
চেইন মুখে বললেও সে ভাবছিলো অন্য কথা,
"লুবা যদি না বলতো আমি কখনোই তোমাদের উপরে বেট ধরতাম না। তবে লুবার কথায় ধরে আমি আজ অনেক অনেক বড়লোক হয়ে গিয়েছি। হাহাহাহাহাহাহা।" (চেইন ভাবছিলো)
-->> তোমরা খেয়ে তারাতাড়ি ঘুমিয়ে পরো। কালকে আবারো বড় একটা দিন আসতে চলেছে। আর আমার মনে হয় না সেটা আজকের মতো সহজ হবে। (এলেক্স)
-->> হ্যাঁ, এলেক্স একদম ঠিক বলেছে। কালকে যেসব টিম ফাইট করবে, তাদের সবাই টপ টিম একাডেমির। সবচেয়ে শক্তিশালী স্টুডেন্টরা রয়েছে সেসব টিমের মধ্যে। তাছাড়া কাল আবার নতুন নিয়মে শুরু করবে। তাই তোমাদের সবার রেস্ট নেওয়া দরকার। (চেইন)
* * * * *
ব্লু কিংডমের ক্যাপিটালে বিশাল একটা বাসার মধ্যে গেস্ট হিসেবে উঠেছে সিকরেট কিংডমের সকল গেস্ট। গেস্ট বলতে মারিয়া, এলমন্ড, মারফা, মারফি এবং কিছু নোবেল। একটা রুমের মধ্যে মারিয়া শুয়ে ছিলো মারফা এবং মারফির সাথে। এলমন্ডের কোনো খোঁজ আপাতোতো পাওয়া যাচ্ছে। যতদূর মারিয়া জানে এলমন্ড আশেপাশেই আছে এবং তাদের সুরক্ষিত রাখছিলো কোনো রকম এসাসিন্সদের থেকে।
-->> আন্ট, তুমি কি এলেক্সের সাথে দেখা করবে না? ওর জন্যই তো তুমি এখানে এসেছো। (মারফা)
-->> আমি ভেবেছিলাম হয়তো ওর সাথে দেখা করে যাওয়াটা ভালো হবে। কিন্তু আজকে ওকে এতো মানুষের মধ্যে দেখতে পেয়ে মনে হলো কিছুটা সময় দেওয়া দরকার ওকে। (মারিয়া)
-->> হ্যাঁ, একটা প্রিন্স কিংবা প্রিন্সেস হওয়াটা অনেক ঝামেলার। একবার সবাই পরিচয় জেনে ফেললে পূর্বের মতো হওয়াটা অনেক সময়ের প্রয়োজন হয়। (মারফি)
-->> এজন্যই আপাতোতো এলেক্সকে ওর মতো থাকতে দিচ্ছি। সময় হলে একদিন ঠিকই তার সামনে চলে আসবো আমি। (মারিয়া)
-->> আন্ট, তোমার কি মনে হয় ডার্ক ম্যাজিক গুলো মাস্টার করা সম্ভব? (মারফি)
-->> একবারেই যে অসম্ভব এমন নয়। হাজার বছর পূর্বে যখন প্রথম আমাদের উপরে ম্যাজিক গিফট হিসেবে আসলো তখন মানুষ তো ফায়ার ম্যাজিকই ভালো করে ব্যবহার করতে পারতো না। লাইটনিং নামে কোনো এট্রিবিউট ছিলো সেটা তো মানুষ জানতোই না। তাই বলা যাচ্ছে কেউ একজন আসবে যে ডার্ক এট্রিবিউটকেও মাস্টার করতে পারবে। (মারিয়া)
-->> তাহলে তো কাল সবাই সারপ্রাইজড হতে যাচ্ছে তাহলে।
* * * * *
পরের দিন,
একাডেমির টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের শেষ ধাপ অনুষ্ঠিত হচ্ছে। তিন কিংডমের গেস্টরাই ভেবেছিলো তারা সেরকম এনজয় করবে না এবং এই ধাপে উপস্থিত থাকবে না। তবে গতকালের ফাইট গুলো সবার মনকেই কেঁড়ে নিয়েছে। তাইতো সকল নোবেলই এখানে উপস্থিত রয়েছে। গতকাল যারা আসতে পারে নি আজ সেসব ব্যক্তিদের দিয়ে আজকে এরিনার গ্যালারির সিট ভরে গিয়েছে।
-->> লেডিস এন্ড জেন্টেলম্যানস আজকে আমি সকলের হোস্ট। যেহেতু আমরা আজ আমাদের ফাইনাল ধাপে চলে আসছি তাই আজকের দিনটাকে একটু স্পেশাল করে দেওয়া যাক। কাল তৃতীয় রাউন্ডের ফাইটের পরে মোট ২৫ টা টিম জীবিত আছে, ও সরি মানে ২৫ টা টিম কোয়ালিফাই হয়েছে। তাই আজ তাদেরকে নিয়ে শেষ ধাপ শুরু হতে যাচ্ছে। যেহেতু আমাদের ভাইস প্রিন্সিপাল সবাইকে পূর্বেই বলে দিয়েছিলো যে এই ধাপে পূর্বের নিয়ম গুলো পরিবর্তন হবে, তাই আমরা কিছু পরিবর্তন করেছি।
একজন শিক্ষক মাঝখানে ছোট স্টেজের উপরে দাড়িয়ে কথাটা বললো। সেখানে আরো অনেক শিক্ষক ছিলো তবে তারা কোনো কথা বলছিলো না। শিক্ষকটা আবারো বলতে শুরু করলো,
-->> এই ধাপটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। একাডেমি পূর্বে এরকম ইভেন্টের তৈরী করে নি কখনো। তাই আমাকে ভালো করে এক্সপ্লেইন করতে দাও সবাই। আমরা এই এরিনার মধ্যে একটা আর্টিফিশিয়াল ড্যানজন তৈরী করবো। যেটাকে একটা গোলকধাঁধাও বলতে পারো তোমরা। সেই গোলকধাঁধার মধ্যে তোমাদের পঁচিশ টিমকে ছেড়ে দেওয়া হবে ভিন্ন ভিন্ন জায়গায়। প্রতিটা টিম থেকে মোট তিনজন ব্যক্তি প্রবেশ করতে পারবে এই গোলকধাঁধার মধ্যে। একজন মানা, একজন অউরা এবং একজন প্রাণ ইউজার ব্যতীত অন্য কেউ একটা টিম থেকে এই ধাপে অংশ নিতে পারবে না। তাই সকল টিমকে বলা হচ্ছে ভেবেচিন্তে তাদের মেম্বারকে এই গোলকধাঁধায় পাঠাতে। কারণ এবার আর পূর্বের মতো স্টুডেন্ট সুইচের অপশন থাকবে না।
শিক্ষকটা একটু থেমে আবারো এক্সপ্লেইন করতে শুরু করলো।
-->> পঁচিশ টিমের তিনজন করে স্টুডেন্ট গোলকধাঁধার এক এক প্রান্তে থাকবে, যেখানে তাদের মিশন থাকবে অন্যন্য টিমের তিনজন সদস্যের ব্যাজ সংগ্রহ করা। একটা টিম থেকে যে তিনজন এই গোলকধাঁধায় প্রবেশ করতে ইচ্ছুক হবে তাদেরকে আমরা তাদের ব্যাজ দিয়ে দিবো। যে ব্যাজ নিয়ে তারা ফাইট করবে এই ধাপে। প্রতিটা টিমের টার্গেট থাকবে অন্য টিমের ব্যাজের উপরে। ব্যাজ গুলো সংগ্রহ বা নষ্ট যেকোনো একটা করা যাবে। যদি ফাইট প্রয়োজন হয় তাহলে ফাইটও করা যাবে। তবে এবার আর কারো মৃত্যুর ভয় করতে হবে। যদি কোনো স্টুডেন্ট অন্যদের হত্যা করতে চাই তাহলে সে হত্যা করতে পারবে, ভয়ের কোনো কারন নেই। আমাদের আর্টিফিশিয়াল ড্যানজনের মধ্যে একজন আরেকজনকে হত্যা করলেও সে হত্যা হবে না। বরং মৃত্যুর ঝুঁকি দেখলে সেটা সেই স্টুডেন্টকে ড্যানজন থেকে বের করে দিবে।
শিক্ষক আবারো একটু থামলো। সে একটু বেশী ডিটেইলস এই বলতেছিলো কথাগুলো। তাই অনেকক্ষন সময় লাগছিলো তার কথা শেষ হতে।
-->> এই ধাপে পঁচিশ টিমের মধ্য থেকে পনেরো টিম বাতিল হয়ে যাবে। যে পনেরো টিমের ব্যাজ পূর্বে হারিয়ে যাবে বা ভেঙে যাবে তারা হেরে যাবে এবং এই ধাপের প্রথম স্টেজ শেষ হবে। একটা টিমকে হারাতে বা বাতিল করতে হলে অবশ্যই তিনটা মেম্বারের ব্যাজ সংগ্রহ বা নষ্ট করতে হবে। যতক্ষন নিজেদের একটা ব্যাজ একটা টিমের কাছে থাকবে ততক্ষন তারা তিনজনই ড্যানজনের মধ্যে থাকতে পারবে। তবে একবার তিনটা ব্যাজ হারিয়ে ফেললে তারা সাথে সাথে ড্যানজন থেকে বেরিয়ে যাবে। এই স্টেজটা শেষ হওয়ার পর যে দশটা টিম অবশিষ্ট থাকবে তাদের নিয়ে পরবর্তী স্টেজে চলে যাবো আমরা। (শিক্ষক)
শিক্ষক পরবর্তী স্টেজ সম্পর্কে আর কিছু বললো না। আপাতোতো সবাই উক্ত স্টেজ নিয়ে চিন্তার মধ্যে ছিলো। এরকম কোনো ইভেন্ট সম্পর্কে পূর্বে কেউ কখনো শুনতে পায় নি। একটা ড্যানজন তৈরী করা কি আদৌও সম্ভব এটা সবাই বুঝতে পারে নি। তবে একাডেমির আর্থ এট্রিবিউট মানা ইউজার গুলো একত্রে যখন একটা ড্যানজন তৈরী করে ফেললো তখন সেটা দেখে সবার চোখ সেটার উপরেই ছিলো। একটা গোলকধাঁধা যার মধ্যে অসংখ্য রাস্তা ছিলো। প্রায় দশ মিটার উঁচু মোটা দেওয়াল ছিলো। তবে উপরে কোনো ছাদ না থাকার কারণে খোলা আকাশ দেখা যাচ্ছিলো। উপর থেকে দর্শকরাও দেখতে পাচ্ছিলো কোথায় কোন টিম থাকবে। সব কিছুর প্রস্তুতি রেডি ছিলো। এখন শুধু অপেক্ষা ছিলো টিম গুলোর তিনটা করে মেম্বার প্রবেশের।
-->> মাইরা?
টিম মাইরার সকলেই মাইরার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছিলো। মাইরা কিছু বলছিলো না। সে শিক্ষকের নিয়ম গুলো শোনার পর চুপ করে বসে ভাবছিলো।
-->> আমি ঠিক করেছি। এই রাউন্ডে মানা ইউজার এলেক্স, অউরা ইউজার জেয়াব এবং প্রাণ ইউজার স্নেরা যাবে। এলেক্সকে সবাই দেখেছে ফাইট করতে। তাই তারা এলেক্সের থেকে বেশী কিছু আশা করবে না। যেহেতু জেয়াব এখনো ফাইট করে নি। তাই সবার নজর অধিকাংশ সময় জেয়াবের দিকে থাকবে। আর এই সুযোগে এলেক্স তার কাজ করতে পারবে। (মাইরা)
-->> আমার মনে হয় না এটা ভালো কোনো আইডিয়া হবে? আপাতোতো সময়ে আমি টিমের সবচেয়ে দুর্বল অউরা ইউজার। আমার বদলে ডুফেস কিংবা হ্যারি যাক। (জেয়াব)
-->> আমিও জেয়াবের সাথে একমত। আমার বদলে এনরি গেলে ভালো হবে। আমার হিলিং স্পেলের থেকে এনরির স্পেল বেশী কাজে দিবে। (স্নেরা)
-->> প্রিন্স হ্যারির প্রায় সব স্পেল এবং ট্রিক সম্পর্কে বিপরীত টিম গুলো অবগত তাই তারা প্রস্তুত থাকবে। তবে জেয়াব তোমার এবং তোমার আইটেমটার জন্য তারা প্রস্তুত থাকবে না। আর এনরির হিলিং স্পেল বেশী কাজের হলেও তুমিও কম নও স্নেরা। একটা টিমের জীবন বলা হয় তাদের হিলারকে। যেহেতু একটা প্রাণ ইউজার ফাইটের দিক দিয়ে সবচেয়ে দুর্বল হয় তাই বিপরীত টিম গুলো প্রথমেই আমাদের হিলারের উপরে আক্রমন করবে। এনরি গেলে হয়তো বাকি দুইজনের ইনজুরি দ্রুত ঠিক হবে। কিন্তু যখন প্রতিপক্ষ এট্যাক করবে তখন স্নেরাই বেশী নিরাপদ থাকবে তার ফ্যামিলিয়ার এবং আইটেমের কারনে। (মাইরা)
-->> তারপরও আমার মনে হয় হ্যারির যাওয়া উচিত। পরবর্তীতে না হয় আমি তাছাড়া হ্যারি গেলে সবার নজর হ্যারির দিকেই থাকবে। (জেয়াব)
মাইরার প্লান হ্যারিকেই পাঠানো ছিলো। ঠিক জেয়াব যেটা বলেছে সেরকমই। হ্যারি গেলে হ্যারির দিকেই সবার ফোকাস থাকবে। কিন্তু হ্যারি যে একটা প্রিন্স এই পরিচয় পাওয়ার পর থেকে মাইরা আর হ্যারিকে স্বাভাবিক ভাবে নিতে পারছিলো না। তার মধ্যে এমনিতেও একটা রাগের ভাব রয়েছে সেই সাথে সে একটা প্রিন্সের সাথে অসম্মানজনক ব্যবহারও করতে পারবে না।
-->> হ্যা আমার মনে হয় এটা অনেক ভালো একটা আইডিয়া হবে। তাছাড়া এলেক্স যেহেতু আছে আমার সাথে তাই খুব দ্রুতই আমরা এই রাউন্ড জিতে যেতে পারবো। (হ্যারি)
কেউ আর কিছু বললো না। সব ঠিক হয়ে গেলো এলেক্স, হ্যারি এবং স্নেরা প্রবেশ করবে গোলকধাঁধার মধ্যে।
* * * * *
ভিআইপি রুমের মধ্যে আজকেও সবাই বসে পুরো টুর্নামেন্ট উপভোগ করছিলো। সবাই একদিনেই অনেকটা ফ্রি হয়ে গিয়েছে তাই ক্যাজুয়াল ভাবে একে অপরের সাথে হাসাহাসি করে কথা বলছিলো।
-->> এটা কি? প্রিন্স হ্যারির টিম থেকে প্রিন্স হ্যারি এবং সেই প্রথম রাউন্ডে ডার্ক ম্যাজিক ব্যবহার করা ছেলেটা। হাহাহা, আমার মনে হয় এইবারও শুরু হওয়ার পূর্বেই তারা হেরে বসে আছে। (গালাটুস)
-->> তবে এই চেহারাটা নতুন। আমার মনে হচ্ছে সে একজন হিলার। দেখে তেমন স্পেশাল মনে হচ্ছে না। তারপরও এই টিমের কাউকেই দেখে স্পেশাল মনে হয় নি শুধু প্রিন্সকে ব্যতীত। তারপরও একজন বাদে সবাই অনেক ভালো পারফর্মেন্স করেছে। (হ্যানিস)
-->> তবে আমার এখন কেনো মনে হচ্ছে এই ছেলেটা পুরো পাল্টে গিয়েছে। তার চেহারার মধ্যে অন্য রকম একটা ভাব দেখতে পারছি। (হোমস)
-->> হ্যাঁ চেহারার কথা শুনে মনে পরলো। আমার মনে হচ্ছে আমি এই ছেলের মতো কাউকে অনেক পূর্বে একবার দেখেছিলাম। তবে সঠিক মনে করতে পারছি না। (গালাটুস)
-->> আমরা এসব কথা না বলে এনজয় করি। (মারিয়া)
* * * * *
প্রতিটা টিম থেকে তিনজন করে প্রবেশ করলো গোলকধাঁধার মধ্যে। প্রথমে তাদের সবাইকে তাদের নামের ব্যাজ দিয়ে দেওয়া হয়েছে। যেটা তারা স্পেস আইটেম ব্যতীত যেকোনো জায়গায় লুকিয়ে রাখতে পারবে। কেউ চাইলেও সে ব্যাজকে স্পেস রিং বা আইটেমের মধ্যে রাখতে পারবে না। তাই সেটা চেষ্টা করেও কারো লাভ হয় নি। এরপর ভিতরে প্রতিটা টিমের কাজ হবে একে অপরের সাথে ফাইট করে প্রতিপক্ষের ব্যাজ কেঁড়ে নেওয়া কিংবা নষ্ট করে দেওয়া। যেহেতু এখানে একে অপরকে হত্যাও করা যাবে তাই অনেকেই ব্যাজ নেওয়ার ঝামেলায় না গিয়ে প্রতিপক্ষের টিম মেম্বারকে হত্যা করে ফেললেই কাজ শেষ। কেউ হত্যা হওয়ার পূর্বেই ড্যানজনটা তাদেরকে পুরো ড্যানজন থেকে বের করে দিবো যার অর্থ দাঁড়াবে তাদের ব্যাজ নষ্ট হয়ে গিয়েছে।
যাইহোক আসল জায়গায় ফেরা যাক। এলেক্স, হ্যারি এবং স্নেরা তিনজনে অন্যদের থেকে ভিন্ন একটায় জায়গার মধ্যে ল্যান্ড করেছে। প্রতিটা টিমের সদস্যদের বাকি টিমদের থেকে একদম ভিন্ন একটা জায়গার মধ্যে ফেলা হয়েছে। ড্যানজনটা এমন ভাবে তৈরী করা হয়েছে যেটার মধ্যে কেউ প্রবেশ করলে তার যদি উচ্চ লেভেলের ম্যাজিক সেন্স না থাকে তাহলে এক যুগ পার হয়ে গেলেও এখান থেকে বের হতে পারবে না। অবশ্য উড়তে পারলে সেটা একদম সহজ কাজ। কিন্তু সেটা কয়জনই পারে।
-->> এরকম জায়গায় থাকলে তো যুগ যুগ পার হয়ে যাবে তারপরও আমার মনে হয় না আমরা অন্য কোনো টিমকে খুঁজে পাবো। (স্নেরা)
-->> একদমই না। যদিও অউরা কিংবা প্রাণ এনার্জি ইউজারদের এখান থেকে বের হতে যুগ যুগ লেগে যাবে এজন্যই প্রতিটা টিমের মধ্যে একজন করে মানা ইউজার বাধ্যতামূলক করে রেখেছে। আমরা ম্যাজিক সেন্স সেরকম ভাবে ব্যবহার না করতে পারলেও। এলেক্স এখানে ভালো ভাবেই পারবে। (হ্যারি)
-->> তোমরা আমাকে ফলো করো। আর স্নেরা তোমার আইটেমটা বের করে রাখো। সেটা কাজে দিবে এখন থেকেই। (এলেক্স)
এলেক্স কোনো কথা না বলে হাঁটতে শুরু করলো। তার পিছনে স্নেরা এবং হ্যারি দুজনেই ফলো করছে। স্নেরা পিছন থেকে অনেক নার্ভাস হয়ে আছে। সাধারণত সে এতো নার্ভাস হয় না। কিন্তু এলেক্সের সাথে সে এসেছে এখানে তাই অনেকটা নার্ভাস হয়ে আছে।
"ম্যাজিক সেন্স"
এটা এলেক্সের একটা স্কিল। যা অন্য মানা ইউজাররা ন্যাচারাল ভাবেই ব্যবহার করতে শিখে। তবে এলেক্সকে ন্যাচারাল ভাবে শিখতে হয়নি। ম্যাজিক সেন্সের ব্যবহার করে এলেক্স পুরো ড্যানজনের স্ট্রাকচারকে নিচের মাইন্ডের মধ্যে কপি করে রেখেছে। সাধারণত ম্যাজিক সেন্স দিয়ে এতো বড় একটা এরিয়ার কাভার করা অসম্ভব এলেক্সের জন্য। তবে এই ড্যানজনের মধ্যে এটা সম্ভব হচ্ছে কারন পুরো জায়গাটাই এনার্জি দিয়ে তৈরী ছিলো। নিচের এনার্জি সেই এনার্জির মধ্য দিয়ে প্রবেশ করালে সামনে কোনো জিনিসে বাঁধা পেলে সেটা সহজেই বলে দেওয়া যায়। এটাকে অনেকটা সিক্স সেন্সও বলা যেতে পারে। এলেক্স পূর্বে কয়েকবার মনস্টারের লোকেশন ট্রাক করার জন্য এটা ব্যবহার করেছে। আবার এখনে সে মানুষের লোকেশন ট্রাক করার জন্য সেটা ব্যবহার করছে।
-->> আমি একটা টিমকে খুঁজে পেয়েছি। (এলেক্স)
এলেক্স বলেই দৌড় শুরু করলো। তার পিছন পিছন স্নেরা এবং হ্যারিও ছুটতে শুরহ করেছে। এমন নয় যে শুধু তারাই বিপক্ষ টিমকে খুঁজে পেয়েছে। বিপক্ষ টিমের মানা ইউজার এলেক্সদেরও খুঁজে পেয়েছে। তাই তারা সেখানেই অপেক্ষা করছিলো এলেক্সদের উপরে সারপ্রাইজ এট্যাক করার জন্য।
-->> এলেক্স আমাদের কি এভাবে যাওয়া ঠিক হবে? আমাদের তো তাদের জন্য অপেক্ষা করে তাদেরকে একটা সারপ্রাইজড এট্যাক করা উচিত। (হ্যারি)
-->> আমরা তাদেরকে এট্যাক করলেই তারা সারপ্রাইজড হয়ে যাবে। (এলেক্স)
কথাটা বলে এলেক্স সামনে এগিয়ে যাচ্ছিলো। গোলকধাঁধা হওয়ার ফলে একটু পরপরই ডানে কিংবা বামে অথবা দুই পাশেই রাস্তা যাচ্ছিলো। ম্যাজিক সেন্স ব্যবহারের ফলে এলেক্স জানে কোথায় দিয়ে সামনের টিমের কাছে যেতে হবে। তাই তার বেশীক্ষন সময় লাগলো না।
-->> আমি তাদের দেখতে পেরেছি। এটা প্রিন্স হ্যারির টিম। সেই টিমে প্রিন্স এবং সেই ড্রাগনবয়টা রয়েছে।
-->> আমাদের ড্রাগনবয়কে নিয়ে চিন্তা করতে হবে না। সে ফায়ার এট্রিবিউট মনে হয় নতুন নতুন আনলক করেছে তাই আপাতোতো তাকে নিয়ে আমাদের ভাবতে হবে না।
এলেক্সদের সামনে থাকা বিপক্ষ টিমের অউরা এবং মানা ইউজার কথাটা বললো। তারা একটা সাইডে লুকিয়ে ছিলো। যেহেতু একটু পর পরই সাইড রয়েছে এই গোলকধাঁধার মধ্যে তাই তাদের আড়ালে লুকিয়ে থাকাটা অনেক সহজ। দেওয়ালের সাথে মিশে থাকলে ম্যাজিক সেন্স কাজ করে না এটা অনেকেই জানে, তাই তারা এই টেকনিক ব্যবহার করে নিজেদের লোকেশন লুকিয়ে রাখতে চাচ্ছিলো। তবে তাদের কাছে ধারনা ছিলো না যে এলেক্সের কাছে একটা মারাত্মক স্কিল ছিলো।
"ইনফো"
এলেক্স তার ইনফো স্কিল একটিভ করলো। এই স্কিল দিয়ে সে যে কোনো ব্যক্তির লেভেল দেখতে পারে। অবশ্য আপাতোতো সে ২০০ লেভেল পর্যন্ত দেখতে পারে। তার উপরে যেসব ব্যক্তি বা মনস্টার রয়েছে তাদের জায়গায় শুধু প্রশ্নবোধক আসে। এই স্কিলটা এসব জায়গায় অনেক কাজে লাগে এলেক্সের। এলেক্স দেওয়ালের বিপরীতে দুজন ব্যক্তিকে দেখতে পেলো। অবশ্য তাদের দেখতে পেলো না বরং তাদের নাম এবং লেভেল দেখা যাচ্ছিলো।
××× ইনফো ×××
নেইমঃ জেনিথ
লেভেলঃ ১৩৫
××× ×××
××× ইনফো ×××
নেইমঃ মারটিন
লেভেলঃ ১৩৮
××× ×××
লেভেলের ডিফারেন্স দেখলে তারা এলেক্সের থেকে বেশ লেভেলের উপরে ছিলো। কিন্তু এমন নয় যে তারা একদম শক্তিশালী ছিলো। বলা যায় তারা পঁচিশটা টিমের মধ্যে একটা লাকি টিম যেটা তেমন শক্তিশালী না হওয়ার পরও এতো উপরে আসতে পেরেছে। এটা এলেক্সের মনে হতে শুরু হলো।
-->> হ্যারি সামনে যেতে থাকো এখন। (এলেক্স)
-->> আমি? (হ্যারি)
হ্যারি বুঝতে পারলো না এলেক্স কি প্লান করছে। তবে এলেক্সের তাকানো দেখে সে একটা ঢোক গিললো এবং নিজে সামনের দিকে যেতে লাগলো। একটা প্রিন্সকে লুকিয়ে এট্যাক করাটা অনেক বুদ্ধিমানের কাজ। কারন সামনে থেকে প্রিন্সকে এট্যাক করলে যদি প্রিন্স তাদের চেহারা দেখে ফেলে এবং পরে কোনো ঝামেলা হয় তাই বিপক্ষে টিমের মানা এবং অউরা ইউজার দেওয়ালের পাশে লুকিয়ে ছিলো। তারা হ্যারিকে এট্যাক করার জন্য একদম প্রস্তুত ছিলো। তবে তাদের একদমই আশা ছিলো না যে এলেক্স হ্যারির পিছন থেকে একটা স্কিল ব্যবহার করবে।
"স্টিলথ"
দুজনের একজন দেওয়ালের আড়াল থেকে হালকা হ্যারির দিকে তাকালো এবং আবার লুকিয়ে পরলো। ঠিক এই সময়ে তার পাশে যে আরো একজন ছিলো সেটা সে খেয়াল করে নি। একজন গুপ্ত ঘাতকের মতো এলেক্স কোনো সাউন্ড না করেই তাদের পাশে চলে এসেছে স্টিলথ ব্যবহার করে। এই স্কিলটা এলেক্সকে বেশ কিছুক্ষন লোকনজরের আড়াল থেকে হারিয়ে যেতে সাহায্য করে। এটা একটা এসাসিন স্কিল, যেটার মাধ্যমে খুব সহজেই টার্গেটদের হত্যা করা যায়।
-->> আমি এখনো কোনো মানুষ হত্যা করি নি। তবে যেহেতু তারা আসলেই মারা যাবে না বরং ড্যানজন থেকে টেলিপোর্ট হয়ে যাবে তাই কোনো সমস্যা নেই চার-পাঁচজনকে হত্যা করলে। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই তার ডান হাতের একটা ড্যাগার দিয়ে এট্যাক করলো অউরা ইউজারের গলা বরাবর। যেহেতু এটা মৃত্যু ঘাতি কোনো এট্যাক ছিলো না তাই সে সিরিয়াস ইনজুরি প্রাপ্ত হলো। গলার মধ্যে ড্যাগার প্রবেশ করাটা কোনো ছোট ব্যাপার না।
"আমি ভেবেছিলাম এক এট্যাকেই শেষ হয়ে যাবে। তাহলে মনে হচ্ছে আমার এনার্জি ব্যবহার করতেই হবে।" (এলেক্স)
এলেক্সের এট্যাক এতো দ্রুত ছিলো যে সেটার বিরুদ্ধে কিছু করার সুযোগই পায় নি অউরা ইউজার। আর এই সময়ে এলেক্স আরো একটা এট্যাকের জন্য প্রস্তুত হয়ে গেলো।
"এনার্জি ব্লেড"
এলেক্স স্পেলটার নাম নিজের মতো করে দিয়েছে। সে তার এনার্জিকে তার ডান হাতের ড্যাগারের মধ্যে প্রবেশ করালো। তার হাতে এখন মুন ড্যাগার কিংবা ন্যাকরো ব্লেড কোনোটায় ছিলো না। এটা সাধারণ একটা আইটেম যেটা সে কিছু মনস্টার হান্টের মাধ্যমে পেয়েছিলো। আইটেম যেমনি হোক আপাতোতো সেগুলো এলেক্সের হাতে অনেক ভয়ানক ছিলো। এলেক্সের ড্যাগারের ব্লেড এনার্জিতে নীল রঙের হয়ে গিয়েছিলো। সে তার এনার্জিকে অউরা, মানা, প্রাণ তিন এনার্জি রূপেই ব্যবহার করতে পারে। আপাতোতো সে মানা এনার্জি রূপে সেগুলো ব্যবহার করছিলো। তাই তার ব্লেডের রং নীল ধারন করলো। এলেক্স এবার সেই ড্যাগার দিয়ে পরবর্তী এট্যাক তার সামনের ব্যক্তির গলা নামানোর জন্য করলো। পূর্বের এট্যাকে সে একটা ফুটো করেছে মাত্র গলায়। তবে এবার গলা নামানোর আগে একবারও এলেক্স ভাবলো না। এট্যাকটা অউরা ইউজারের শরীরে লাগতে যাবে তার পূর্বেই সেখান থেকে সে টেলিপোর্ট হয়ে গেলো। আর তার ব্যাজ সেখানে পরে রইলো। ব্যাজটা উপরেই ছিলো এবং নিচে পরতে যাচ্ছিলো। এলেক্সের ব্লেডটা প্রতিপক্ষের শরীরে স্পর্শ করার পূর্বেই তার বডি সেখান থেকে সরে যাওয়ার ফলে এলেক্স এট্যাকটা সেই ব্যাজের উপরে করলো এবং সেটাকে ভেঙে ফেললো।
-->> এখানে একটু রিয়েল এনিমেশন থাকলে অনেক ভালো হতো। (এলেক্স)
প্রথম এট্যাকে এলেক্সের মুখে এবং শরীরে অউরা ইউজারের অনেকটা ব্লাড ছিটকে এসে লেগেছে। এলেক্স ঘুরলো এবার মানা এনার্জি ইউজারের দিকে। যে এলেক্সের প্রেজেন্স বুঝতে পেরেও একটু পূর্বে কিছুই করতে পারে নি। এলেক্সের শরীর থেকে এক ধরনের এনার্জি বের হচ্ছিলো যেটা বর্ননা দিতে পারছিলো না মানা ইউজার। তার শরীর শুধু এলেক্সের চোখ দুটো দেখে পাথরের মতো স্থির হয়ে গেলো। সে কোনো রকম মুভমেন্ট করতে পারছিলো না। এলেক্স এবার দ্রুত তার বাম হাতটা দিয়ে মানা ইউজারের থোবরাটা ধরে ফেললো এবং একটা মারাত্মক লেভেলের স্পেল একদম তার মুখের সামনে ব্যবহার করলো।
"ফায়ার বোম্ব"
স্পেলটা ব্যবহারের পর সেখানে আর উক্ত মানা ইউজারের চিহ্ন পাওয়া গেলো না। একটা ব্যাজ ছিলো যেটা এলেক্সের স্পেলে ছাই হয়ে গিয়েছে। এলেক্সের উক্ত স্পেলটা একদম ক্লোজ রেঞ্জের মধ্যে বোমার মতো করে একটা ব্লাস্ট তৈরী করে। যেটার রেডিয়াস যত কম হবে স্পেলটাও তত ভয়ঙ্কর হবে। আর এলেক্স তো স্পেলটার রেডিয়াস কতটুকু রাখতে হবে সেটা নিয়ন্ত্রন করতে পারে। তাই ব্লাস্টটা আপাতোতো সময়ের মধ্যে এলেক্সের ব্যবহার করা সবচেয়ে ভয়ানক একটা স্পেল ছিলো। এলেক্স দুজনকে হারানোর পরই হ্যারি এদিকে চলে আসলো। হ্যারি এতোক্ষন অপেক্ষা করে নি সে স্বাভাবিক স্পিডেই আসছিলো এদিকে। শুধু এলেক্সই সব কিছু দ্রুত শেষ করে দিয়েছে।
-->> এতো দ্রুত শেষ? (হ্যারি)
হ্যারি আবারো এলেক্সের স্ট্রেন্থ দেখে অবাক হয়েছে। যদিও দেখতে পারে নি তারপরও সে এলেক্সের এবিলিটি সম্পর্কে একটা ধারনা করতে পারে। যে ব্যক্তি একা একটা ড্যানজন ক্লিয়ার করে সে তো এস র্যাংকে থাকার যোগ্যতা বহন করে।
-->> এই টিমের প্রাণ ইউজার রয়েছে, তবে সে পালিয়ে যাচ্ছে সামনের দিকে। এখান থেকে দশ মিনিট পরে সে আরেকটা টিমের সামনে পরবে এবং ড্যানজন থেকে বেরিয়ে যাবে। আর আমাদের জন্যও সেটা অনেক ভালো সময় হবে সেই টিমকে হত্যা, না মানে হারিয়ে ফেলতে। (এলেক্স)
এলেক্সের চোখে একটা অন্যরকম লুক দেখা গেলো। যেটা আজ পর্যন্ত হ্যারি দেখতে পায় নি। তাই সে কিছুটা ভয় পেলো। তারপরও নিজেকে স্বাভাবিক করে নিলো হ্যারি।
এলেক্সের মাত্র করা এট্যাক দেখে কেউই বিশ্বাস করতে পারছিলো না। সবার মুখে শুধু একটা কথা?
-->> ছেলেটা কি মানা ইউজার না? তাহলে সোর্ড কেনো ব্যবহার করছে?
ভিআইপি রুমের মধ্যেও সকলের মুখ চুপ ছিলো। শুধু চারজনের মুখে হালকা মুচকি হাসি ভেসে উঠেছিলো যা কেউই লক্ষ করে নি।
(৬৯০৭ শব্দ)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। একটানা লেখতে লেখতে মাথা হ্যাং হয়ে আছে তাই আর বড় করতে পারলাম না। আশা করি সবার ভালো লাগবে। আর হ্যাঁ, এলেক্সের ফাইট এক পর্বে শেষ করতে বলেন যারা তাদের জন্য বলি, দয়া করে এক পর্বে যারা বড় ইভেন্টের ফাইট শেষ করতে পারে তাদের গল্প পড়বেন। তাহলে বুঝতে পারবেন কতটা ডিটেইলস মিস যায়। অবশ্য ডিটেইলস ধরে যারা এক পর্বে শেষ করতে পারে তারা ভালো মানের লেখক। আমি ভালো মানের লেখক না তাই আমার দ্বারা সম্ভব না এক পর্বে মেজর একটা ফাইট শেষ করে দেওয়া। ধন্যবাদ