#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৮১
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্রিড,
চল্লিশ তম ফ্লোরের মধ্যে মাস্ক পার্টির সকল মেম্বার রয়েছে। একটা ড্যানজনের সামনে দাঁড়িয়ে মাস্ক পার্টির সকল মেয়ে মেম্বার আর তারা ভিতর থেকে ছেলে মেম্বারগুলোর বের হওয়ার অপেক্ষা করে যাচ্ছে। সবাই একে অপরের সাথে গল্পগুজব নিয়ে ব্যস্ত ছিলো। তবে সবার মধ্য থেকে শুধুমাত্র একজনই গল্পের দিকে আগ্রহী ছিলো না। এথিনা পর্যন্তও গল্প করছিলো হাসি মনে সবার সাথে। শুধু এরিয়েলই আনমনা অবস্থায় বসে ছিলো। সে পূর্বের জন্মে ম্যাডুসা ছিলো যার শরীরের মধ্য দিয়ে গর্গনের ব্লাড বইছে। গর্গনের মূল পাওয়ার তার চোখের দিকে যেকোনো ব্যক্তি তাকালেই পাথরে পরিণত হয়ে যাবে, তবে এরিয়েলের ক্ষেত্রে সেটা দুর্বল হয়ে শুধুমাত্র ছেলেদের উপরে কাজ করে। মূল কথায় আসা যাক,
এরিয়েলের শরীরে গর্গনের ব্লাড থাকার কারণে সে শুধুমাত্র একটা এবিলিটি ব্যবহার করতে পারে না গর্গনের, বরং আরো একটা এবিলিটি মধ্যে রয়েছে ফিউচার সাইট। এই এবিলিটির মাধ্যমে এরিয়েল ভবিষ্যতের কিছু দৃশ্য দেখতে পারে। যেহেতু গর্গন এমন একটা মনস্টার ছিলো যে এমন একটা প্রিমোর্ডিয়াল বিয়িং ছিলো যে কিং অফ ডেসন্টিনির থেকেও ভয়ানক ওরাকেল বহন করতো, তাই এরিয়েলের কাছে সেই এবিলিটিটা থাকা মানে অনেক বড় একটা বিষয়।
"আমার হৃদপিন্ডটা হঠাৎ বেশী বিট করতে শুরু করেছে। এটা স্বাভাবিক কোনো বিষয় মনে হচ্ছে না। হয়তো জ্যাকের সাথে কিছু একটা হয়েছে।" (এরিয়েল ভাবছে)
যেহেতু ভবিষ্যতের কিছু সিন দেখতে পারে ম্যাডুসা এবং তা প্রায় সময়ই সঠিক হয় তাই এবারও সে ভবিষ্যতে দেখার চেষ্টা করলো। এই সময়ে সবাই গল্প করছিলো তাই তার দিকে কারো নজর ছিলো না। এই সুযোগটা কাজে লাগিয়ে সে ভবিষ্যতে উঁকি মারতে চাইলো নিজের এবিলিটি ব্যবহার করে। এমনিতেই তার চোখ দুটো প্রথমে সাপের মতো হয়ে ছিলো তবে এখন সেটা স্বাভাবিক ছিলো, তবে আবারও নিজের এবিলিটি ব্যবহার করার সাথে সাথে তার চোখ দুটো সাপের চোখের মতো হয়ে গেলো। আর এই সময়টাতেই সে নিজের চোখ বন্ধ করে ভবিষ্যতের দৃশ্য দেখার চেষ্টা করতে লাগলো।
এরিয়েল যখনি তার এই এবিলিটি ব্যবহার করে তখন সে নিজের কোনো ফর্ম নিতে পারে না। তাই শরীরহীন ভাসমান বায়ুর মতো সব কিছু দেখা ছাড়া আর কিছু সে করতে পারে না। তার চোখের সামনে একটা ভয়ানক ফাইট হচ্ছিলো। যা হচ্ছিলো জ্যাক আর অন্য একজন ছিলো তাদের, মানে জ্যাকের নিজের মাস্টার ডোয়ার্ক মল্ট। তাদের ফাইটে ফরেস্টের পর ফরেস্ট এমন কি পাহাড়ের পর পাহাড় ধ্বংস হয়ে গিয়েছে। জ্যাক তার হাতের বিশাল লাঠি এবং ডোয়ার্ক মল্ট একদম শূন্য হাতে ফাইট করে যাচ্ছে। ফাইটের প্রায় শেষ পর্যায় ছিলো সেটা। বিশাল লাঠির এক আঘাতে জ্যাক মল্টের বাম হাতকে শরীর থেকে ছিন্ন করে দিলো কিন্তু সেই সাথে ডোয়ার্ক মল্ট তার ডান হাতের একটা পান্স দিয়ে জ্যাকের বুকের এই পাশ থেকে ঔপাশ ফুটো করে দিলো। শেষমেষে মল্ট দাঁড়িয়ে রইলো কিন্তু জ্যাক নিচে পরে গেলো।
সিনটা দেখার সাথে সাথে এরিয়েল বাস্তবে ছিটকে উঠলো এবং নিচে পরে গেলো। ঠিক এই সময়েই ড্যানজন থেকে ছেলেদের গ্রুপ বের হয়েছে। এরিয়েলের উপরে মেয়েদের নজর ভালো মতো পরলো না। তারা সবাই ছেলেদের বিজয়ের কাহিনী শুনতে প্রস্তুত ছিলো। ঠিক তখনি ড্যানজনের গেইটের সামনের দিক থেকে কিছু প্লেয়ার মাস্ক পার্টির উপরে হামলা করে। মাস্ক পার্টির ভাইস লিডার রোজা সাথে সাথে তাদের সামনের ব্যক্তি গুলোকে চিনতে পারলো।
-> ব্লাক পার্টি লিডার এবং তাদের টপ ছয় মেম্বার! (রোজা)
রোজার কথাটা শুনতে পেরে ব্লাক পার্টির লিডার একটু এগিয়ে আসলো। যার পিছনে বাকি ছয়জনও আগাতে শুরু করলো। তিনজন ডান এবং তিনজন বাম পাশ দিয়ে আসছিলো লিডারের।
-> হাহাহা, হোয়াইট পার্টির ফর্মার লিডার তাহলে আমাদের এখনো ভুলে নি। হয়তো এটা ভুলবার মতো চেহারা না আমার তাই এখনো মিস রোজা মনে রেখেছে আমাকে।
ব্লাক পার্টির লিডার ইনডাইরেক্ট ভাবে রোজার সাথে ফ্লার্ট করছিলো। যা শুনেই রোজা রেগে গেলো। কিন্তু এখানে তার রাগলে হবে না। পুর টিমকে এখন তার লিড করতে হবে। তাই সে শান্ত মাথায় ভাবতে লাগলো,
"যেহেতু ওরা প্রথমেই আমাদের উপরে এট্যাক করেছে তাই আমি বলতে পারছি ওদের আগ্রহটা আমাদের হত্যা করার। যে করেই হোক আমাদের এখানে ফাইট করা যাবে না। টেস্ট ড্যানজনে তাদের তিনজন যেহেতু ড্রাগনে ট্রান্সফর্ম হতে পারছিলো তাই আমি বলতে পারছি এরাও পারবে সেটা।" (রোজা)
রোজা কি করবে সেটা নিয়ে অনেক চিন্তিত ছিলো, ঠিক তখনি ব্লাক পার্টির লিডার বলতে লাগলো,
-> আমরা এখানে বড় সড় কিছু করতে আসি নি। তাই তোমাদের বেশী চিন্তা করতে হবে না। শুধুমাত্র এই মেয়েটাকে এখানে রেখে তোমরা এই ফ্লোর ছেড়ে চলে যাও, তাহলে আর কাউকেই আঘাত করবো না আমরা।
ব্লাক পার্টির লিডার কথাটা বললো এথিনার উপরে ইঙ্গিত করে। যে বুঝতেই পারলো না লোকটা কি বোঝাতে চাচ্ছিলো। এথিনা তাদের কথা বুঝতে পারছিলো না কারণ সে তার সামনের সাত ব্যক্তির থেকে একটা ভয়ানক এনার্জি অনুভব করছিলো যা সে অনুভব করতে চাই নি।
"তাহলে ব্লাক ড্রাগন অলিম্পাসের বিপক্ষে যেতেই চাচ্ছে।" (এথিনা)
এথিনা একজন উচ্চতর লেভেলের কন্সটেলেশন। সে এখন যে টাওয়ারে রয়েছে সেখানের ৯৯ শতাংশ মানুষই নরমাল কন্সটেলেশনের অ্যাভেটার। হয়তো হাতে গোনা কয়েকজনই হবে যারা উচ্চ লেভেলের কন্সটেলেশন। আর সেখানে এথিনা একজন উচ্চতর লেভেলের কন্সটেলেশন। অলিম্পাসের মধ্যে শুধুমাত্র তিনজন ব্যক্তিই আছে যারা উচ্চতর লেভেলে পৌঁছাতে পেরেছে। যার মধ্যে এথিনা এবং তার বাবা জিউস অন্যতম। তাই তার পরিচয় এই সম্পর্কে অন্যান্য উচ্চ কিংবা নরমাল কন্সটেলেশনের বের করা কখনোই সম্ভব নয়। এজন্যই তো রোজার কন্সটেলেশন পূর্বে এমিলির কন্সটেলেশন শনাক্ত করে পারে নি। এথিনা তাদের কথার অর্থ না বুঝতে পারলেও তাদের এনার্জি দেখে বুঝতে পেরেছে তারা কি বোঝাতে চাচ্ছিলো।
-> ইন ইউর ড্রিম। (রাইসা)
-> তোমরা ব্লাক পার্টি বলে কি মনে করছো আমরা তোমাদেরকে ভয় করবো? পূর্বের মতো নেই আমরা আর। এখন অনেকটা শক্তিশালী হয়েছি আমরা। (ভুসেকা)
-> আমরা সবাই একসাথে ফাইট করলে তোমরা সাতজন কিছুই না। (এলিস)
মাস্ক পার্টির প্রতিজনই প্রতিবাদ জানালো। তাদের কথা শুনতে পেরে ব্লাক পার্টি পিছনে থাকা ছয়জন মেম্বার অনেকটা রেগে গেলো। তারা এট্যাক করতে চাচ্ছিলো কিন্তু তাদের লিডার তাদেরকে আটকিয়ে দিলো,
-> এসব ব্যক্তিদের কিছুটা শিক্ষার অভাব রয়েছে। তারা জানে না তাদের জায়গা কোথায়, তাই তো উপরের স্পিসিজদের উপরে কুকুরের মতো ঘেউ ঘেউ ছাড়া আর কিছু করতে পারে না। তাই এদের একটু শিক্ষা এবং তাদের জায়গা কোথায় সেটা বুঝিয়ে দেওয়া দেওয়া উচিত।
ব্লাক পার্টির লিডার প্রথম থেকেই নিজের শক্তি না লুকিয়ে রেখে সেটা প্রকাশ করতে লাগলো।
"ড্রাগন ট্রান্সফর্মেশন প্রথম স্টেজঃ হ্যান্ড অফ ড্রাগন"
সে তার স্কিল ব্যবহার করলো। যা একটা ট্রান্সফর্মেশন স্কিল ছিলো। এটা ব্যবহারের সাথে সাথে তার ডান হাত পুরো পুরি ড্রাগনের হাতের মতো হয়ে গেলো। শুধু পার্থক্য হলো সেই হাত ছোট ছিলো এবং ড্রাগনের হাত বড় হয় অনেকটা। ব্লাক পার্টির লিডার একটা পান্স মারলো মাটিতে যে পান্সের ফলে প্রায় হাফ কিলোর মতো জায়গা ফেটে গেলো। পান্সটা এতোটায় ভয়ানক ছিলো যা তাদের দাঁড়িয়ে থাকা এরিয়ার মধ্য থেকে লাভা বের করে দিলো। উক্ত লাভা বের হওয়ার কারণে মাটিতে পা রাখা এমনকি সেখানে দাঁড়িয়ে থাকার মতো অবস্থাও ছিলো না তাপের কারণে।
-> আমি এখনো সুযোগ দিচ্ছি, যদি কেউ নিজের জীবন বাঁচাতে চাও তাহলে এই মেয়েটাকে রেখে এখান থেকে চলে যাও।
ব্লাক পার্টির লিডার আবারো ওয়ার্নিং দিলো একটা। কিন্তু তার ওয়ার্নিং এ কেউ এক পা ও নরলো না। এমনিতেও তাদের সে জায়গা থেকে নরার কোনো জায়গা ছিলো না। তারা যেখানে দাঁড়িয়ে ছিলো শুধুমাত্র সেখানেই কিছুটা মাটি ছিলো, তাছাড়া বাকি অংশে গলিত লাভা বের হয়েছে যার স্পর্শে লাগলেই শরীর পুরে যাবে। কেউ যখন এক পা ও নরলো না ঠিক তখনি ব্লাক পার্টির লিডার বুঝতে পারলো তারা এখান থেকে যাবে না তাই সে আর নিজের হোল্ড ব্যাক করলো না তার পাওয়ার। সেখানে দাঁড়িয়েই সে একটা পান্স মারলো যে পান্সের মধ্য থেকে কালো ফায়ারের একটা ওয়েব বের হয়ে মাস্ক পার্টির সকল সদস্যের দিকে এগিয়ে যাচ্ছিলো। ওয়েব গুলোর দূরত্ব এতোটা বেশী ছিলো যে সেটা চোখের পলকের মধ্যেই মাস্ক পার্টির মেম্বারকে আক্রমন করতে গেলো। কালো আগুন মাস্ক পার্টির মেম্বারদের শরীরে লাগবে তার পূর্বেই একটা বিশাল স্তম্ভ তাদের সামনে এসে দাঁড়ালো। যার সাথে আগুনের সংস্পর্শে এসেও কিছু হলো না। জিনিসটাকে স্তম্ভ বললে ভুল হবে সেটা একটা লাঠি ছিলো বিশাল মোটা যা আকাশ থেকে পরেছে। তাই সবার নজরই এখন আকাশের দিকে চলে গেলো। এট্যাকের আগুন গুলো লাটির শরীরে লাগার পরে যখন সেটা নিভে যায় তখন উপরে একটা মেঘের টুকরোর উপরে বসে থাকা ব্যক্তি বলতে লাগলো,
"স্রিঙ্ক"
মেঘের টুকরোর উপরে আর কেউ না বরং জ্যাক বসে ছিলো। যার কথা মতো নিচে পরা বিশাল লাঠিটা তার সাধারণ আকারে চলে আসলো এবং সেটাকে ঘুরিয়ে নিয়ে জ্যাক তার কাধে রাখলো। তার শরীরের উপরে জামা নেই, একটা ভয়ানক যুদ্ধ করেছে সেটা তার শরীরের ক্ষত দেখেই বোঝা যাচ্ছিলো। একটা প্যান্ট পরে আছে শুধু যার ডান পায়ের হাটু থেকে ছিঁড়ে গিয়েছে তাছাড়া বিভিন্ন জায়গায় ফুটো তো রয়েছেই। পুরো শরীরে এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাচ্ছিলো না যেখানে কোনো দাগ পরে নি ক্ষতের। মুখের মাস্কটা অর্ধেক ভেঙে গিয়েছে। ডান পাশের টুকু শুধু অবশিষ্ট রয়েছে। বাম পাশের মাস্কের সাথে বাম পাশের চোখও কেটে গিয়েছে জ্যাকের। যা অনেক ধারালো কিছু একটা দিয়ে কাটা হয়েছে।
-> আমি অনেক ক্লান্ত, কোথায় ভাবলাম একটু রেস্ট নিবো। কিন্তু এখানে এসে আমাকে কিছু লিজার্ডের সাথে ফাইট করতে হবে এটা আশা করি নি। (জ্যাক)
জ্যাক নিম্বাসের উপরে বসে উক্ত কথাটা বললো। জ্যাকের মাস্কের কারণে মাস্ক পার্টির সকলে তাকে চিনতে পারলো। যেহেতু দুজন বাদে কেউই সেখানে জ্যাকের চেহারা দেখে নি তাই সবাই তাকে জ্যাকই মেনে নিচ্ছিলো। কিন্তু সেখানে দুজন রয়েছে যাদের মনে কিছুটা সন্দেহ রয়েছে। প্রথমত এথিনা যে জ্যাকের দিকে তাকানোর পরে তার অর্ধেক মুখ দেখেই বুঝতে পেরেছে সেটা জ্যাক নয়, তবে এনার্জি এবং অউরার দিক দিয়ে সে সিওর ছিলো যে সেটা জ্যাক। তাই পুরোপুরি সিওর না হওয়া পর্যন্ত সে কিছু বলতে পারছিলো না। অন্যদিকে এরিয়েল যে একটু পূর্বে ভবিষ্যতের একটা মুহুর্ত দেখেছিলো যেখানে জ্যাক তার মাস্টারের হাতে মারা যায় ঠিক সেই দৃশ্যটা আবারো তার মাথায় ভেসে উঠলো। তাই সে কিছুতেই মেনে নিতে পারলো না যে তার সামনের ব্যক্তিটা জ্যাক ছিলো। কিন্তু সে অনুভব করতে পারছিলো, জ্যাকের সউলকে সে অনুভব করতে পারছিলো। যেটা সব সময় সে পারে। তাই এখানে সন্দেহ করার কোনো প্রশ্নেই আসে না। তারপরও সে পুরো ব্যাপারটা শুনতে আগ্রহী।
অন্যদিকে জ্যাকের মাস্কটা টেস্ট ড্যানজন থেকেই অনেক জনপ্রিয়। তাই তার অর্ধেক দেখতে পেয়েও ব্লাক পার্টির লিডার সহ বাকি সদস্যরা চিনতে পারলো।
-> আমাদের ইয়াং সেলেব্রিটি আমাদের মাঝে চলে এসেছে। দেখে মনে হচ্ছে ভালো মানের একটা কন্সটেলেশনের ব্যাকআপ রয়েছে তোমার। কিন্তু সেটা এখনি শেষ হতে চলেছে।
ব্লাক পার্টির লিডার উক্ত কথাটা বললো। তার কথা শেষ না হতে হতেই সে তার দ্বিতীয় ট্রান্সফর্মেশন এর জন্য রেডি হয়ে গেলো।
"ড্রাগন ট্রান্সফর্মেশন সেকেন্ড স্টেজঃ উইং অফ ড্রাগন"
একটা জোরালো চিল্লানি দিয়ে ব্লাক পার্টির লিডার তার স্কিল ব্যবহার করলো। যেটা ব্যবহারের সাথে সাথেই তার পিঠ থেকে দুটো ডানা বের হলো। ডানা দুটো একদম কালো ছিলো যা দেখতে ড্রাগন কম বরং কাকের মতো লাগছিলো। অবশ্য এটা জ্যাক ভাবছিলো।
"আমি আমার লর্ডকে নিরাশ করতে পারবো না। লর্ড আমাকে এমন একটা জায়গায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যেখানে গেলে আমাদের হিউম্যান লিমিটকে আমরা পার করতে পারবো এবং এক সময়ে একটা ওয়ার্ল্ড ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা বহন করার সুযোগ পাবো। তাই যে করেই হোক এই মেয়েটাকে লর্ডের জন্য স্যাকরিফাইস করতেই হবে।" (ব্লাক পার্টির লিডার উক্ত বিষয় ভাবছিলো)
এটা ভাবতে ভাবতেই সে তার শরীরের চার পাশ দিয়ে এনার্জি সংগ্রহ করতে লাগলো। কালো এক ধরনের এনার্জি বের হচ্ছিলো তার শরীর থেকে সেটা দিয়ে একটু পরই সে সুপার সাইয়ান হবে। যাইহোক ফান ছিলো এটা। ব্লাক পার্টির লিডারের সেকেন্ড ট্রান্সফর্মেশনের কারণে তার পিঠ থেকে দুটো ডানা বের হয়েছে। যা তাকে উড়ার এবিলিটি এবং নিজের স্পিডকে বৃদ্ধি করেছে। তাই সে নিজে থেকে নিজের সময় নষ্ট না করে সুপার স্পিডে জ্যাকের দিকে রওনা দিলো। জ্যাক তার জায়গা থেকে একটুও নরলো না। অপরদিকে ব্লাক পার্টির লিডার তার ডান হাতকে পিছনের দিকে নিয়ে একটা মারাত্মক পান্স দেওয়ার জন্য প্রস্তুত ছিলো। পান্সটা সে জ্যাকের শরীরে লাগার সাথে সাথেই সেটা মেঘের মতো বিলীন হয়ে গেলো। আকাশের মেঘের মাঝ থেকে আরেকটা ফ্লায়িং নিম্বাসের উপরে দাঁড়িয়ে জ্যাক ব্লাক পার্টির লিডারের কাছে চলে আসলো। সে তার রুই মাছ কে শক্ত করে ধরে রেখেছিলো। (এটাও ফান ছিলো) জ্যাক তার রুই জিঙ্গু বাঙকে শক্ত করে ধরে রেখেছে যা কোনো কথা ছাড়াই সে ছুঁড়ে মারলো ব্লাক পার্টির লিডারের দিকে। রুই মাছ যেটাকে উইয়ি ও বলা হয় সেটা ব্লাক পার্টির লিডার তার হাত দিয়ে ক্যাচ ধরলো। যেহেতু জ্যাক ক্যাচ শেখানোর মতোই নিক্ষেপ করেছে তাই এই সুযোগটা মিস করে নি প্রতিপক্ষ। উইয়ি ব্লাক পার্টির লিডারের হাতে যাওয়ার সাথে সাথে সে প্রতি মিলি সেকেন্ডে ৯.৮ মিটার/সেকেন্ড স্পিডে নিচে পরলো। যা মাটিতে পরার সাথে সাথেই একটা বিস্ফোরণ তৈরী করলো।
বিস্ফোরণটা লাঠি মাটিতে পরার জন্য হলো না। বরং মাটিতে ব্লাক পার্টির লিডার পরার পূর্বে সে তার ট্রান্সফর্মেশন শেষ করেছিলো।
"ফাইনাল ড্রাগন ট্রান্সফর্মেশনঃ ফুল বডি ড্রাগন আর্মার"
ব্লাক পার্টির লিডার এখন একটা ড্রাগনে ট্রান্সফর্ম হয়েছে। এটাকে সম্পূর্ণ ড্রাগন বলা যাচ্ছিলো না। কারণ তার রূপটা হিউ্যানয়েড ছিলো। শুধু তার শরীরটা একটু ড্রাগনের মতো রূপ নিয়েছে। তার শরীর থেকে এতোটা এনার্জি বের হচ্ছিলো যা সেখানে দাঁড়িয়ে থাকা প্রায় সকলের বুক কেঁপে উঠছিলো। নিচে পড়ার পর সে ট্রান্সফর্ম হয়ে জ্যাকের দেওয়া ভাড়ি লাঠিটা এখন খুব আরাম করেই উচু করেছে এবং সহজেই নারাতে পারছিলো।
[হাহাহা, এই লাঠিটা কিছুই না। কি ভেবেছিলে এই লাঠির ভাড়ে আমি চাপা পরবো। তুমি হয়তো তোমার জায়গা চিনতে ভুল করেছো ফক্সি টেইল। আমি হলাম মাইটি ড্রাগন, যে এই এক সময় সব কিছুর উপরে রাজ করবে।]
ফুল ট্রান্সফর্মের পরে লুক সহ ব্লাক পার্টির লিডারের এডিটিউট এমনকি কথা বলার স্টাইলও পরিণত হয়েছে। এখন তার ভয়েস শুনলেই মনে হচ্ছিলো সে ড্রাগন।
-> একটা লিজার্ড একটা লিজার্ডের আর্মার পেয়ে নিজেকে কন্সটেলেশন দাবী করতে শুরু করেছে। আমার মজা করার সব ইন্টারেস্টই চলে গিয়েছে এখন। (জ্যাক)
জ্যাকের কথাটা শুনতে পেয়ে ব্লাক পার্টির লিডার অনেকটা রেগে গিয়েছে। তাইতো সে জ্যাকের লাঠি দিয়েই জ্যাককে আঘাত করার জন্য এগিয়ে গেলো।
"এক্সপ্যান্ড"
ব্লাক পার্টির লিডার জ্যাকের কাছাকাছি জায়গায় আসার সাথে সাথে তার হাতে থাকা জ্যাকের উইয়ি লম্বা এবং কিছুটা মোটা হলো। যা সেটার ওজনকেও বৃদ্ধি করে দিলো। আবারো প্রতি মিলি সেকেন্ডে ৯.৮ মিটার/সেকেন্ড স্পিডে ব্লাক পার্টির লিডার নিচে পরলো। নিচে পরার সাথে সাথে অনেক জোরালো ভাবে একটা শব্দ হলো। ধোঁয়ায় চারিদিক ছরিয়ে গেলো যা ক্লিয়ার হওয়ার পরে ব্লাক পার্টির লিডারকে দেখা গেলো সেন্সলেস হয়ে মাটিতে পরে থাকতে। অন্যদিকে তার পার্টির মেম্বাররা তাদের লিডারের জন্য প্রতিশোধ নেওয়ার জন্য মাস্ক পার্টির অন্যান্য সদস্যদের খোঁজার চেষ্টা করলো। কিন্তু তারা কাউকে খুঁজে পেলো না সেখানে।
আকাশে বেশ কয়েকটা ফ্লায়িং নিম্বাস রয়েছে। যার প্রতিটার উপরে মাস্ক পার্টির প্রতিটা মেম্বার বসে আছে। ধোঁয়াকে কাজে লাগিয়ে জ্যাক তাদের সবাইকে ফ্লায়িং নিম্বাসের উপরে বসিয়ে সে জায়গা থেকে নিয়ে আসে। এমনিতেই জ্যাকের শরীরে ক্ষতের অভাব নেই সেই সাথে তার শরীরে এখন ফাইট করার মতো একটুও এনার্জি ছিলো না। তাই তাদেরকে সেখান থেকে নিয়ে আসায় সবচেয়ে ভালো বুদ্ধি বলে মনে হয়েছিলো জ্যাকের। অনেকটা দূরে তাদের নিয়ে আসলো জ্যাক। জায়গাটা একটা বিশাল পাহাড়ের উপরে ছিলো। জ্যাক এবং সবাই ফ্লায়িং নিম্বাস থেকে নামলো। নামার সাথে সাথেই জ্যাক বলতে লাগলো,
-> মাস্টার মারা গিয়েছে। (জ্যাক)
কথাটা বলেই জ্যাক সেন্সলেস হয়ে গেলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।