#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৮২
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্রিড,
জ্যাকের কথা শুনে সবাই অবাক হলো। ডোয়ার্ক মল্ট যার পাওয়ার সম্পর্কে ছোট খাটো ধারণা মাস্ক পার্টির মধ্যে সকলেরই ছিলো। তাই কারোরই বিশ্বাস হচ্ছিলো না। কিন্তু জ্যাকের এক্সপ্রেশন দেখতে পেয়ে সবাইকে সেটা মানতে হলো। অন্যদিকে জ্যাক সেন্স লেস হয়ে যাওয়ার কারণে সবাই প্রথমে তার যত্ন নিতে শুরু করলো। আর জ্যাক ঘুমের মধ্যে পুরোনো ঘটনা মনে করতে লাগলো।
ফ্লাশব্যাক,
জ্যাক তার রুই জিঙ্গু বাঙ বের করেছে। যদিও এটা তার পূর্বেরটা নয় তারপরও সেটার নামেই ডাকা হয় এগুলো। প্রতিটা ট্রু ড্রাগনের শরীরে একটা হাড় থাকে যেটার মধ্যে স্পেশাল পাওয়ার রয়েছে। সে হাড় গুলো তাদের ব্যবহার কারীর আদেশে ছোট এবং বড় হতে পারে। আর এই হাড়কে বলা হয় রুই জিঙ্গু বাঙ বা সংক্ষেপে ইউয়ি। জ্যাকের কাছে এখন গোল্ডেন ড্রাগনের ইউয়ি ছিলো যেটা পূর্বের টার থেকে আলাদা এবং দুর্বল ছিলো। তারপরও এই ফেইক আইটেমের জায়গায় এটাই যথেষ্ট ছিলো সবার সাথে ফাইট করার।
-> তাহলো আমার স্টুডেন্ট শেষ মেষে স্টোন মাংকির অ্যাভেটার হয়েছে। দেখা যাক কতটা শক্তিশালী হয়েছে তাতে। (মল্ট)
মল্ট তার সামনের বিশাল পিলারের দিকে তাকিয়ে উক্ত কথাটা বললো। জ্যাক তার সদ্য হাতে পাওয়া বিশাল ড্রাগন বোন (হাড্ডি) কে একটা বিশাল পিলারের মতো বৃদ্ধি করেছে যেটার সাথে ডোয়ার্ক মল্টের মারাত্মক লেভেলের একটা এট্যাক বারিয়ে খেয়েছে। যদিও জ্যাকের ইউয়ির পিছনে থাকা জায়গার কিছু হয় নি। তবে সামনে এবং পাশের জায়গার কোনো চিহ্নই দেখা যাচ্ছিলো না। যত গাছপালা এবং মাটি ছিলো তা কিছুই দেখা যাচ্ছিলো না এবার।
"স্রিঙ্ক"
জ্যাকের কথাটা মতো সামনের বিশাল পিলারের মতো বস্তুটা আবারো হাতে বহন যোগ্য সরু একটা লাঠিতে পরিণত হলো। জ্যাক তার ইউয়িকে ধরে পিছনের অবস্থা দেখতে লাগলো,
"আমার ইউয়ির পিছনে বাদে চারদিকে প্রায় এক কিলো জায়গা জুড়ে কোনো কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে এখানে একটা উল্কাপিণ্ড পরেছে বিশাল একটা। মাস্টার যে আসলেই মজা করছে না সেটা এটা দেখেই বুঝতে পারছি। আমার ইউয়ি না থাকলে এই এটাকে আসলেই আমি মারা যেতাম। তবে যেহেতু মাস্টার আমার সাথে সিরিয়াস ভাবেই ফাইট করছে তাই আমাকেও সিরিয়াস হতে হবে। যেহেতু এনার্জি এট্যাক তার উপরে কাজ করবে না। তাই আমার কাছে দুইটা পথ রয়েছে।" (জ্যাক ভাবছে)
জ্যাকের ভাবনা মতো তার কাছে আসলেই দুটো পথ রয়েছে। এখান থেকে পালিয়ে যাওয়া সে পথের মধ্যে পরবে না অবশ্য, তাই এটা নিয়ে জ্যাকের কোনো চিন্তা ছিলো না। কারণ সেটা সম্ভবও না। প্রথম যে পথটা জ্যাকের রয়েছে সেটা হলো নিজের ফিজিকাল স্ট্রেন্থ দিয়ে তার মাস্টারের সাথে ফাইট করা। যেটা তার জন্য কখনোই সম্ভব নয়। কারণ তার মাস্টার নিজের ফিজিকাল শক্তি দিয়েই তার বিশাল বড় পিলারের সমান ইউয়িকে নরিয়ে দিতে পেরেছে। তাই শারিরীক শক্তির দিক দিয়ে দেখতে তার থেকে তার মাস্টার শত গুনে উপরে রয়েছে। অন্য একটা পথ রয়েছে যেখানে জ্যাককে তার মাস্টারের মতো চি এনার্জি ব্যবহার করতে হবে যেটায় শুধুমাত্র তার মাস্টারের উপরে কাজ করে। পূর্বে দুটো পথই জ্যাকের জন্য অসম্ভব ছিলো। কিন্তু বর্তমানে সেটা তার জন্য সম্ভব হয়ে দাঁড়িয়েছে।
"মাস্টার বার বার আমাকে মাংকি কিং এর অ্যাভেটার বলছে, কিন্তু হয়তো মাস্টার এটা জানে না যে আমি নিজেই মাংকি কিং।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার ডান হাতের ইউয়িকে শক্ত করে ধরলো এবং সেটার এক পাশ মাটিতে আঘাত করলো। যেহেতু সে এখন পূর্বের থেকে অনেক উন্নতমানের একটা শরীর পেয়েছে তাই তার বারতি কিছুর চিন্তা ছিলো না। তাছাড়াও তার মাস্টারের থেকে তার কম স্ট্রেন্থের ব্যাপারটা তার হাতের ইউয়ি দেখে নিবে।
-> মাস্টার যেহেতু আপনিও সিরিয়াস, তাই আমিও আর সম্মান দেখাচ্ছি না। (জ্যাক)
জ্যাক তার মাস্কটাকে আরেকটু শক্ত করে মুখে গেঁথে রাখলো। এবার তার ইউয়িটাকে সে শক্তি করে ধরলো এবং মল্টের দিকে এগিয়ে আসতে লাগলো। মল্টের স্ট্রেন্থকে কাউন্টার করার একটা ট্রিক জ্যাক ভেবেছে যা কাজ করবে কিনা তা সে আদৌও জানে না। তবে একটা জিনিস সে ভালো করেই জানে,
"চেষ্টা না করে কোনো জিনিসের ফল আশা করাটা বোকামি।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার বাম হাতে ইউয়ি নিয়ে নিলো এবং মল্টের কাছে এগিয়ে যাওয়ার সাথে সাথে বাম হাতের ইউয়ি দিয়ে একটা বারি দিলো মল্টকে। তবে মল্ট খুব স্পিডে একটা সাইড ফ্লিপ দিলো সেখানেই যার কারণে জ্যাকের এট্যাকটা লাগলো না তার। জ্যাক তার ইউয়িকে পিছনে নিয়ে আসলো কনুই ভেঙে কিছুটা।
"এক্সপ্যান্ড"
হঠাৎ তার ইউয়িটা চোখের পলকের মধ্যে বৃদ্ধি পেলো। যা সাধারণ চোখে দেখা প্রায় অসম্ভব ছিলো। তবে ডোয়ার্ক মল্ট তার দিকে বৃদ্ধি পাওয়া ইউয়ির একদম শেষ প্রান্তে ব্যাক ফ্লিপের সাথে একটা কিক দিয়ে ডিরেকশন চেঞ্জ করে দিলো।
"স্রিঙ্ক"
জ্যাকের কথা মতো তার ইউয়ি স্রিঙ্ক হয়ে গেলো। ইউয়ি স্রিঙ্ক হাওয়ার সাথে সাথে সেটা নিয়ে সে সময় নষ্ট করলো না। যেহেতু মল্ট ব্যাক ফ্লিপ দিচ্ছিলো, তাই এই সুযোগ কাজে লাগিয়ে জ্যাক তার ইউয়িকে আবারো,
"এক্সপ্যান্ড"
জ্যাক তার ইউয়িকে আবারো এক্সপ্যান্ড করে দিলো। এবার লম্বা হওয়ার সাথে অনেকটা মোটাও হয়েছে। ইউয়ি এর শেষ প্রান্ত মল্টের শরীরে স্পর্শ লাগবে ঠিক তখনি মল্ট সেটার মাথা ধরে ফেললো।
"এক্সপ্যান্ড"
ইউয়ি জ্যাকের হাতে থেকেই আরো বেশী বৃদ্ধি পেলো। যার সাথে মল্টও উপরে চলে যাচ্ছিলো। সে ইউয়ি এর শেষ প্রান্তে ধরে রাখার কারণে পরে যাচ্ছিলো না। অবশ্য এটা অনেক আচমকা একটা এট্যাক ছিলো যা পূর্বে কেউ তার উপরে ব্যবহার করে নি। তাই ভেবেছিলো লাঠির শেষ প্রান্ত ধরে রাখতে তার তেমন কিছু হবে না। তবে জ্যাক সেটা নিশানা করছিলো না।
"স্রিঙ্ক"
"এক্সপ্যান্ড"
"স্রিঙ্ক"
"এক্সপ্যান্ড"
"স্রিঙ্ক"
"এক্সপ্যান্ড"
"স্রিঙ্ক"
"এক্সপ্যান্ড"
"স্রিঙ্ক"
"এক্সপ্যান্ড"
জ্যাক তার ইউয়িকে ছোট এবং বড় করছিলো। যা প্রতি মিলি সেকেন্ডে হওয়ার কারণে ডোয়ার্ক মল্ট কোনো সময়ই পাচ্ছিলো না কিছু করার। প্রথম স্রিঙ্কেই তার হাত ছুটে গিয়েছিলো। তাই এরপরে প্রতিবারের একপ্যান্ডের সময় তার শরীরে ওয়ার্ল্ডের সবচেয়ে শক্ত ধাতুর মধ্যে একটার এট্যাক লাগছিলো। সে শুধু চিন্তা ছাড়া কিছুক্ষন কিছুই করতে পারে নি।
"মনে হচ্ছে আমি জ্যাকের ব্যাপারে সঠিক ছিলাম। আজ কত দিন হলো আমি শারিরীক ব্যথা অনুভব করি না? যদি আমার মনে হচ্ছে আমি মৃত্যের অনেক কাছে চলে এসেছি, তারপরও আমার নিজস্ব একটা প্রাইড আছে। তাই আমি আমার সর্বোচ্চ না দিয়ে কিভাবে মরতে পারি।" (মল্ট ভাবছিলো)
তার ভাবনা শেষ করে সে সেই মিলি সেকেন্ডের মধ্যে, যেখানে জ্যাকের ইউয়ি স্রিঙ্ক হয়েছে তখন নিজের হাতে এনার্জি চ্যানেল করালো। তার হাত উজ্জ্বল হলুদ আলোতে জ্বলে উঠলো। এরপরে সে তার দিকে এক্সপ্যান্ড হয়ে আসা ইউয়ির শেষ প্রান্তে নিজের শক্তিশালী একটা পান্স মারলো,
"কিলার মুভঃ ইমমর্টাল ফিনিক্স"
ডোয়ার্ক মল্টের পিঠ থেকে দুটো ডানা বের হচ্ছিলো। যা হলুদ রঙের আগুনে জ্বলছিলো মনে হচ্ছিলো। এটা একটা প্রজেকশন ছিলো যা মল্টের এনার্জির কারণে তৈরী হয়েছিলো। দূর থেকে যে তাকে দেখবে সেই বলবে সেখানে কিং অফ বার্ড, ফিনিক্স এসেছে। ডোয়ার্ক মল্ট তার পান্সটা মারলো জ্যাকের ইউয়ি এর উপরে। পান্সের এবং ইউয়ির সংস্পর্শে যে ইমপ্যাক্ট তৈরী হলো সেটা চারিদিকে ছড়াতে সময় নিলো না। নিজ থেকে জ্যাকের পুরো শরীর কাপছিলো।
বুম,
একটা বিশাল ব্লাস্টের তৈরী হলো। যে ব্লাসে জ্যাক তার ইউয়ি সহ মাটিতে দাঁড়ানো অবস্থাতেই পিছনে চলে গেলো। অপর দিকে উপরে থেকে নিজের দুই পায়েই মাটিতে দাড়ালো মল্ট। দুজনকেই একদম ভালো দেখা যাচ্ছিলো। তবে সমস্যা হলো জ্যাকের হাতের হাড্ডির টুকরো নিয়ে।
"আমি ধারনাও করতে পারি নি মাস্টার এটা ভেঙে ফেলবে। এই গোল্ডেন ড্রাগন, তুমি কি সত্যি আমাকে তোমার হাড্ডি দিয়েছো? এটা কি আসলেই আসল? তুমি কি আসলেই একটা ট্রু গড?" (জ্যাক টেলিপ্যাথি ভাবে গোল্ডেন ড্রাগনের সাথে কথা বলার চেষ্টা করছিলো)
সে গোল্ডেন ড্রাগনের সাথে কথা বলার চেষ্টা করছিলো, কিন্তু গোল্ডেন ড্রাগনের থেকে কোনো উত্তর না পেয়ে সাবজেক্ট পরিবর্তন করে ফেললো। জ্যাক বিশ্বাসই করতে পারছে না যে একটা মানুষ ইউয়ি ভেঙে ফেলবে। এটা এমন একটা জিনিস যা ৯০ শতাংশ কন্সটেলেশনই ভাঙতে পারে না। আর সেখানে তো এক্সব্লকের মানুষের কথা হচ্ছে না। বরং এক্সব্লকের বাইরে যেখানে মানুষের উপরে এতোটা লিমিট দিয়ে রাখা হয়েছে যে তারা এক্সব্লকের একটা গবলিনের সাথেও ফাইট করতে পারবে না। জ্যাক তার ভাবনাকে বাদ দিলো, কারণ তাকে ফাইট করতে হবে এখন।
-> বলতে হবে জ্যাক, তোমার কন্সটেলেশনের এই আইটেমটা আসলেই একটা জিনিস। তবে যেহেতু এই টাওয়ারের সকল লিজেন্ডারি আইটেমের মতো এটাও গ্রিডের তৈরী কৃত একটা কপি। তাই ততটাও শক্তিশালী ছিলো না এটা। (মল্ট)
জ্যাক মল্টের কথায় কিছুটা অবাক হলো। এখানে তার মাস্টার মনে করতেছে জ্যাকের হাতের ইউয়ি গ্রিডের তৈরী করা একটা আইটেম ছাড়া আর কিছু নয়। যেহেতু কোনো কন্সটেলেশনই তাদের অ্যাভেটারকে নিজেদের আসল আইটেম দিতে পারে না, বা দিলেও অনেক সমস্যায় পরতে হয় তাদের তাই মল্ট জানে যে আসল স্টোন মাংকি কখনোই তার আইটেমটাকে তার অ্যাভেটারের কাছে দিবে না। তবে এখানে যে সে ভুল ছিলো এটা জ্যাক বোঝাতে চাচ্ছে না। যদিও জ্যাকের আসল এবং অরিজিনাল ইউয়ি যেটা দিয়ে সে হাজারো বছর ডিম্যান এবং কন্সটেলেশনদের সাথে ফাইট করে এসেছে সেটা কোথায় জানে না। তবে আরো একটা ট্রু ড্রাগনের হাড্ডি হিসেবে এটার এবিলিটিও পূর্বেরটার মতোই।
"তাই এটা যতই ভেঙে যাক না কেনো। যদি হালকা একটু টুকরোও আমার হাতে থেকে যায় তাহলে আবারো," (জ্যাক ভাবছে)
জ্যাকের ইউয়ি অর্ধেক ভেঙে গিয়েছিলো। তবে সেটা আবারো পূর্বের সেপে চলে আসে।
-> মাস্টার যেহেতু আমার কন্সটেলেশন সম্পর্কে এতোকিছু জানেন, তাই নিশ্চয় তার আইটেমটা সম্পর্কে জানার কথা। আসল কিংবা গ্রিডের কপি দুটোতে এই জিনিসটা যত ভাঙবে তত বেশী শক্তিশালী হয়ে যাবে। (জ্যাক)
জ্যাক কথাটা বলার সাথে সাথে তার মাথায় একটা ফ্লাশব্যাক চলে আসলো যেটা সে মনে করতে চাচ্ছিলো না। তার চোখের সামনে হ্যাভেনলি কিং পরে ছিলো রক্তাক্ত শরীর নিয়ে। তার গোল্ডেন ইউয়িটা হ্যাভেনলি কিং এর মাথার মাঝে গাঁথা অবস্থায় ছিলো।
জ্যাক তার মাংকি কিং থাকা সময়ের মধ্যে শুধুমাত্র এই ঘটনাটা মনে করতে চাচ্ছিলো না। তাই সে দ্রুত তার ডান হাত দিয়ে মাথাটা ধরে একটা চিৎকার দিতে লাগলো।
-> আহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহহ। (জ্যাক)
অন্যদিকে ডোয়ার্ক মল্ট যাকে একদম ভালো দেখাচ্ছিলো সে কিন্তু একদম ভালো নেই। সে ডান হাত দিয়ে একটা অরিজিনাল ড্রাগনের বেকবোনের হাড় ভেঙেছে, যা অধিকাংশ কন্সটেলেশনই পারে না। তারপরও যেহেতু এই হাড়টা এখনো নতুন করে কয়েকবার রিমেক হয়নি ভাঙার পর তাই এটা ততটাও শক্তিশালী ছিলো না। তবে একটা জিনিস জ্যাক সিওর ছিলো যে এটাকে এক্সব্লকের বাইরের কেউ ভাঙতে পারবে না। মল্টের ডান হাত পুরো প্যারালাইস হয়ে গিয়েছে। সে অনুভব করতে পারছিলো না ডান হাতকে। শুধুমাত্র নিজের শরীরের চি এনার্জির সাহায্যে সেটাকে হালকা নারিয়ে জ্যাককে বোঝাচ্ছিলো তার কিছুই হয় নি। একটা ফাইটের সময়ে সবচেয়ে মূল একটা বিষয় হলো,
"কখনো তোমার প্রতিপক্ষকে নিজের দুর্বলতা জানাতে নেই।" (বাণীতে, ডোয়ার্ক মল্ট)
জ্যাককে হঠাৎ চিল্লানী দিতে দেখে মল্ট কিছুটা অবাক হয়ে যায়। জ্যাক এখানে কি করবে সেটা নিয়ে কোনো রকম ধারনায় ছিলো না মল্টের। তবে একটা জিনিস সে খুব ভালো করেই জানতো যে এসব এট্যাক কখনোই জ্যাক মল্টকে হারাতে পারবে না। এবার জ্যাকের বদলে মল্টই প্রথমে এট্যাক করার জন্য এগিয়ে গেলো। তার দুই পায়ের প্রতিটা কদমে সে অনেক স্পিডে জ্যাক এবং তার মাঝের দূরত্বকে কমিয়ে নিলো। জ্যাক তার মাস্টারকে এট্যাক করতে দেখে স্বাভাবিক হয়ে গেলো এবং নিজেও এট্যাক করতে প্রস্তুত হলো।
"এক্সপ্যান্ড"
"স্রিঙ্ক"
জ্যাকের ইউয়ি বড় এবং ছোট করাতেও কেনো লাভ হলো না। মল্ট সেটা তার কুইক রিয়েকশনের মাধ্যমে এরিয়ে জ্যাকের মুখ বরাবর একটা লো কিক মারলো। নিজের মাথাটা বাম পায়ের কাছের মাটি পর্যন্ত নামিয়ে ডান পা দিয়ে সে জ্যাকের থুতনিতে কিক মারলো। যে কিকে জ্যাক মাটি থেকে উপরে উঠে গেলো। তবে সে তার হাতের ইউয়িকে মাটিতে ফেলে নিজের ব্যালেন্স ঠিক রেখে ফ্লিপ মারলো এবং তার মাস্টারকে কিক মারার চেষ্টা করলো। কিন্তু তার পূর্বেই ডোয়ার্ক মল্ট জ্যাকের পেট বরাবর একটা হ্যাভি পান্স মারলো বাম হাত দিয়ে। যে পান্সে সে জ্যাকের মুখ দিয়ে ব্লাড বের হতে শুরু করলো। সে পান্সের ফোর্সের কারণে পিছনে চলে যাচ্ছিলো, কিন্তু মল্ট সে সুযোগ দিলো না। জ্যাকের ডান হাতকে মল্ট তার বা হাত দিয়ে ধরে ফেললো। এরপর ডান পা দিয়ে জ্যাকের পেটে উপরের দিকে ফোর্স দিয়ে একটা কিক মারলো। যার কারণে জ্যাক উপরে উঠতে লাগলো। এবার মল্ট তার দুই পায়ের উপরে ভর করে উপরে একটা জাম্প দিলো। এক লাফে সে জ্যাকের কাছে পৌঁছে গেলো। জ্যাকের কাছে পৌঁছানোর সময় সে একটা সাইড ফ্লিপ মেরে তার ডান পা দিয়ে জ্যাকের পেট বরাবর একটা কিক মারলো।
"স্পেশাল মুভঃ গার্ডিয়ান অফ ওয়াটার"
মল্টের এই কিক থেকে একটা বিশাল কচ্ছপের দৃশ্য প্রজেক্ট হলো তার পিছে থেকে। যা জ্যাক শুধু দেখা ছাড়া আর কিছুই করতে পারছিলো না।
"গড হ্যান্ড"
ডোয়ার্ক মল্ট জ্যাককে কিক মারলো যেটার বিরুদ্ধে কিছু করার সময় না পেলোও জ্যাক মাটিতে পরার পূর্বে তার গড হ্যান্ড ব্যবহার করেছে। তার পিঠ থেকে দুটো হাতের মতো বের হয়েছে যা তাকে মাটিতে পরবার পূর্বে এক্সট্রা ফোর্স থেকে রক্ষা করেছে।
বুম,
জ্যাক মাটিতে পরার সাথে সাথে একটা ব্লাস্টের শব্দ হলো যা চারদিকে ধোঁয়ার তৈরী করলো। ধোঁয়া কাটার সাথে সাথে জ্যাককে দেখা গেলো দাঁড়িয়ে আছে। যার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত ছিলো যা দিয়ে অনেক পরিমাণে ব্লাড বের হচ্ছিলো। কিন্তু জ্যাকের সেদিকে খেয়াল ছিলো না।
"সুপার হিলিং"
জ্যাক তার সুপার ন্যাচারাল এবিলিটি ব্যবহার করলো। তাই আস্তে আস্তে তার ক্ষত গুলো থেকে ব্লাড পরা বন্ধ হয়ে যাচ্ছে।
"যতই বলি, স্কিলের দিক দিয়ে আমি মাস্টারের থেকে অনেক নিচে আছি। একটা মানুষ যে ফাইটে এতোটা স্কিলফুল হতে পারে সেটা আমার মাস্টারের সাথে এখন ফাইট না করলে জানতেই পারতাম না। যদি একবার মাস্টার এক্সব্লকে প্রবেশ করতে পারে তাহলে আমি নিশ্চিত অনেক কন্সটেলেশনের চোখে আর ঘুম থাকবে না।" (জ্যাক ভাবছিলো)
জ্যাক আর তার মাস্টারের মাঝে এখনো ফাইট চলছিলো। তাই জ্যাক এখানেই বিরতি নিতে পারছে না। জ্যাক তার মাথার থেকে কতগুলো চুল ছিরলো। যে চুল সে ফুক দিয়ে মাটিতে ফেলে দিলো। সে চুল থেকে জ্যাকের মোট দশটা ক্লোন তৈরী হলো। যা জ্যাকের থেকে অর্ধেক পাওয়ার বহন করছিলো। এমনকি জ্যাকের কাছে যে স্কিল ছিলো সেগুলোও ক্লোন গুলো ব্যবহার করতে পারবে। শুধুমাত্র জ্যাকের ইউয়ি বাদে অন্য কোনো আইটেম কপি হবে না। তাই এই জায়গায় ডিস-এডভান্টেজ রয়েছে। তবে জ্যাকের খারাপ দিককে লক্ষ রাখতে হবে না এখন। কারণ আসল বিষয়টা ছিলো তার ইউয়ি, যেটা ছাড়া এখন তার মাস্টারকে সে হারাতে পারবে না। জ্যাক এবং তার এগারো ক্লোন তাদের ইউয়িকে মোটা করে নিলো এবং কাঁধের উপরে সেগুলোকে রেখে দাঁড়িয়ে রইলো।
-> তাহলে স্টোন মাংকি তার সবটা এবিলিটি তার অ্যাভেটারকে ব্যবহার করতে দিচ্ছে। মনে হচ্ছে আমার মৃত্যুর পরে আমার স্টুডেন্টও দ্রুত আমার সাথে আন্ডারওয়ার্ল্ডে ভ্রমণ করতে যাচ্ছে। (মল্ট)
মল্টের কথাটা জ্যাক শুনতে পেলো না। তবে মল্ট যেটা বোঝাতে চাচ্ছিলো সেটা হলো, প্রতিটা অ্যাভেটার তাদের কন্সটেলেশন থেকে সামান্য কিছু পাওয়ার বা এবিলিটি ব্যবহার করতে পারে। এখানে প্রতিটা কন্সটেলেশনই তাদের অ্যাভেটারকে লিমিটে রেখে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। যার মূল কারণ হলো অ্যাভেটার গুলো দুর্বল শরীর। বিশেষ করে অন্যান্য স্পিসিজ দের মধ্যে মানুষের শরীর বেশী দুর্বল। তাই তাদের জন্য কন্সটেলেশনের পাওয়ার গুলো অনেক মারাত্মক ক্ষতি করে। এজন্য কন্সটেলেশন গুলো তাদের পাওয়ার গুলো মানুষকে লিমিটে রেখে দিয়ে থাকে। পরিমাণের থেকে একটু বেশী পাওয়ার ব্যবহার করতে দিলে সে কন্সটেলেশন জায়গায় ব্লাস্ট হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। আর এখানে তো জ্যাক স্টোন মাংকি প্রতিটা এবিলিটি ব্যবহার করছিলো। তাই মল্ট উক্ত কথা ভাবছিলো।
মোট এগারোটা জ্যাক হওয়ার পরও মল্ট কোনো ভাবে পিছালো না। সে জ্যাকের সাথে ক্লোজে ফাইট করতে শুরু করলো। প্রতিটা জ্যাকের ক্লোনের সাথে শুধু দুটো পা দিয়েই একের পর এক কিক দিয়ে মল্ট তাদের উপরে রাজ করছিলো। জ্যাকের দশটা ক্লোন থাকার পরেও জ্যাক তার মাস্টারের স্পিড এবং স্ট্রেন্থের সাথে পেরে উঠতে পারছিলো না। তার শরীরে তেমন স্ট্যােমানাও নেই। তাই সে তার ইউয়িকেও একপ্যান্ড করতে পারছিলো না। শুধু ইউয়ি দিয়ে সে এট্যাক করা ছাড়া আর কোনো কিছু করতে পারছিলো না।
"মাস্টার এখনো হাফাচ্ছে না। কিন্তু আমি এখনি হাফিয়ে গিয়েছি। মনে হচ্ছে আমার লিমিট এখানেই ছিলো।" (জ্যাক)
জ্যাক তার মাস্টারকে একটা মনস্টার ছাড়া আর কিছুই বলতে পারছে না। জ্যাক ভাবছিলো সে হার মেনে নিবে, ঠিক তখনি মল্ট একটা ক্লোনের পেটের মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিলো। জ্যাক পাশেই ছিলো সে একটুর জন্য স্বস্তি লাভ করলো। সে বুঝতে পারলো এখানে হার মেনে নিলেও তার মাস্টার তাকে ছাড়বে না।
-> লং টাইম নো সি।
হঠাৎ পিছন থেকে একজন ব্যক্তির শব্দ শুনতে পেলো জ্যাক এবং মল্ট দুজনেই। কে ছিলো সেটা দেখার জন্য তাকাতে গেলো মল্ট, তবে তার পূর্বেই তার পিঠ দিয়ে একটা স্পেয়ার ঢুকে গেলো।
-> Loki at your service।
লোকি একটা মুচকি হাসি দিয়ে উক্ত কথাটা বললো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।