#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৮৩
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্রিড,
৭২ তম ফ্লোরের মধ্যে একটা ভয়ানক ফাইট হচ্ছিলো। যে ফাইটে পুরো ফ্লোর কাপছিলো। যদিও গ্রিড একটা সিকরেট রুমের মধ্যে ছিলো তারপরও টাওয়ারের একটা ফ্লোরের কাঁপা-কাঁপি এবং তার একটা ওয়ার্কারের মৃত্যুর বিষয়টা অনুভব করতে পারে। ব্যাপারটা কি ছিলো সেটা দেখার চেষ্টা করলে সে যা দেখতে পেলো সেটা নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলো না। যে ব্যক্তিকে সে একটু পূর্বে হত্যা করেছে সে ফাইট করছিলো। শুধু কি ফাইট ছিলো সেটা? গ্রিডের নজর শুধু ফাইটের দিকে ছিলো না। তার সামনের ক্রিনে সে জ্যাকের হাতে একটা লাঠি দেখতে পেলো যেটা হঠাৎ বিশাল আকার ধারণ করেছিলো। লাঠিটা কোথা থেকে আসলো সেটা গ্রিড নিজেও বলতে পারছে না। কারণ,
"এই টাওয়ারে যে ডুপ্লিকেট ইউয়ি ছিলো সেটা তো আমি এবজোর্ব করিয়ে ফেলেছি এই আইটেমে। তাহলে আরেকটা কোথা থেকে আসলো?" (গ্রিড ভাবছে)
গ্রিডের ভাবনার মধ্যে বাজ পরলো যখন তার ম্যাজিক বলের মধ্যে হঠাৎ একটা ব্যক্তির চেহারা ভেসে উঠলো। লোকটা লোকি ছিলো, যে এক্সব্লক থেকে গ্রিডের সাথে যোগাযোগ করছিলো।
-> আবারো আমাদের দেখা হলো। (লোকি)
-> আমি চাচ্ছিলাম না তোমার সাথে দেখা করতে, কিন্তু এই সময়েই তুমি তোমার থোবরা নিয়ে আসলে আমার সামনে। (গ্রিড)
-> এমন করছো কেনো ম্যামন? আমরা না এক সময়ে ছোট সময়ের বন্ধু ছিলাম। আমরা তো একে অপরের ডায়াপারও কয়েক বার পরেছি। (লোকি)
-> ফালতু কথা বাদ দিয়ে আসল বিষয়ে আসো। কিসের জন্য আবার আমার সাথে যোগাযোগ করলে? (গ্রিড)
-> বিষয়টা তেমন বড় না। তুমি জানোই তোমার টাওয়ারে একজন ব্যক্তি আছে যাকে আমার হত্যা করতে হবে। আর এটাও হয়তো জানো তার সাথে থাকা আরেকটা ব্যক্তি সেটা সম্ভব হতে দিয়েছিলো না পূর্বের সময়। (লোকি)
-> আমি এবার কোনো ধরনের সাহায্য করতে পারবো না তোমাকে। কারণ তুমি যে ব্যক্তিকে হত্যা করতে চাচ্ছো মনে হচ্ছে স্টোন মাংকি তাকে নিজের অ্যাভেটার বানিয়ে নিয়েছে। (গ্রিড)
-> এতে ভয় পাওয়ার কি আছে। এটা তো আমি পূর্বে থেকেই জানতাম। এক সময়ে অনেক লজ্জাজনক ভাবে আমার অ্যাভেটার তার কাছে হেরে গিয়েছিলো এই স্টোন মাংকির জন্যই, তবে সেটা এখন আর হবে না। কারণ আমার কাছে এখন পারফেক্ট একটা প্লান রয়েছে। (লোকি)
-> আমি আবারো বলছি এখানে আমি কোনো সাহায্য করতে পারবো না। আমি এখনি এমন একটা ডিম্যানকে রাগান্বিত করতে চাচ্ছি না যে এক সময়ে হ্যাভেনলি কিং কে পর্যন্ত হত্যা করেছে। (গ্রিড)
-> তুমি একটু বেশী চিন্তা করছো। সেটা তো ক্ষণিকের জন্য ছিলো। এখন স্টোন মাংকি কিছুই করতে পারবে না। আর তাছাড়া তুমি আমাকে হেল্প করলে আমিও তোমাকে হেল্প করতে পারবো। (লোকি)
-> আমাকে কিরকম হেল্প করবে তুমি? আমার তো শুধু ওডিনের গুঙনির এর প্রয়োজন ছিল যেটা এখন আর প্রয়োজন হবে না। (গ্রিড)
-> তুমি যে জিনিসটার জন্য অপেক্ষা করে আছো এতোদিন এই টাওয়ারে। একটা শক্তিশালী বডি যেটা তোমার ফুল ডিমনিক পাওয়ারকে সংরক্ষণ করতে পারবে। কিন্তু শত চেষ্টা করেও তাকে তুমি হারাতে পারো নি, কারণ সেই ব্যক্তির স্ট্রেন্থ একদম ধারণার বাইরে আর সেই সাথে তার উপরে কোনো রকমের ম্যাজিক কাজ করে না। (লোকি)
-> তুমি এসব কিছু জানলে কিভাবে? (গ্রিড)
-> অনেক অনেক বছর পূর্বে হ্যাভেনের আর্কএঞ্জেল স্যামুয়েল কোনো এক ইউনিভার্সের এক মানুষ মেয়ের সাথে ভালোবাসায় লিপ্ত হয়। যেহেতু হ্যাভেনের নিয়ম অনুযায়ী নিজ স্পিসিজ ব্যতীত অন্যান্য স্পিসিজ এর সাথে বৈবাহিক বা শারিরীক সম্পর্কে লিপ্ত হতে পারবে না। যারা এই নিয়ম ভঙ্গ করবে তাদেরকে হত্যা করা হবে। তবে স্যামুয়েল একজন আর্কএঞ্জেল হওয়ার কারণে নিজের জীবন হারানো থেকে বেঁচে যায়। তবে হ্যাভেনলি কিং স্যামুয়েল এর ডানা এবং পাওয়ার তার থেকে আলাদা করে রাখে। যে কারণে স্যামুয়েল একজন সাধারণ মানুষ হয়ে যায় এঞ্জেল থেকে। এরপরে তার সাথে কি হয় সেটা আদৌও অজানা। (লোকি)
-> তাহলে তুমি বলতে চাচ্ছো এই ব্যক্তিটা যেটা আমার টাওয়ারে রয়েছে এবং যার বডিটা আমি আমার করতে চাচ্ছি সে স্যামুয়েল ছিলো? এক সময়ের হ্যাভেনের সবচেয়ে শক্তিশালী এঞ্জেল? (গ্রিড)
-> না, সেটা কখনো সম্ভব না। স্যামুয়েলের পাওয়ার হ্যাভেনলি কিং এবজোর্ব করে নিয়েছিলো তখন। আর ডানা ছাড়া সে একজন সাধারণ মানুষ ছাড়া আর কিছুই ছিলো না। তাই তার আয়ুও মানুষের মতো হয়েছিলো। তার পক্ষে একশত বছর বেঁচে থাকাটাও অসম্ভব ছিলো। আর এটা তো প্রায় কয়েক হাজার বছর পূর্বের কাহিনী ছিলো। তাই আমি নিশ্চিত এতোদিনে সে আন্ডারওয়ার্ল্ডের কোনো এক জায়গায় জ্বলছে কিংবা তার সউল ভয়েডের মধ্যে চলে গিয়েছে। (লোকি)
-> তাহলে তুমি বলতে চাচ্ছে এই ডোয়ার্ক মল্ট তখনকার স্যামুয়েলের কোনো এক বংশধর হবে? (গ্রিড)
-> এটাই আমার ধারণা। তা নাহলে আজ পর্যন্ত এমন কাউকে আমি দেখি নি যে তার মতো পারফেক্ট এন্টি ম্যাজিক বডি রয়েছে কারো। (লোকি)
-> আমি তো শুধু ভেবেছিলাম এই টাওয়ারের এনার্জি দিয়ে কোনো এক নতুন স্কিল হবে সেটা। কিন্তু কে ভেবেছিলো যে স্বয়ং স্যামুয়েলের বংশধরকেই দেখতে পারবো আমার টাওয়ারে। গুড ভেরি গুড। যদিও স্যামুয়েল তার পাওয়ার হারিয়েছিলো, কিন্তু তার ব্লাডে এঞ্জেলের নাম অবশ্যই লেখা থাকবে সারাজীবন। তাই তার বংশধরের ব্লাডেও এঞ্জেল ব্লাড থাকবে এটা সিওর একটা কথা। মনে হচ্ছে আমি আসলেই জ্যাকপট মেরে দিয়েছি। (গ্রিড)
-> তাহলে হেল্প করবা আমাকে? (লোকি)
-> আচ্ছা আমি এই জ্যাককে দেখে নিবো। আর তুমি আমার জন্য ডোয়ার্ক মল্টকে। তবে আমি তোমাকে একটা ওয়ার্নিং দিচ্ছি, ওর শরীরে যেনো বেশী দাগ না পরে। (গ্রিড)
* * *
এখন বর্তমানে আসা যাক,
জ্যাক এবং তার মাস্টার, ডোয়ার্ক মল্টের মধ্যে অনেক ভয়াবহ একটা ফাইট হচ্ছিলো। যে ফাইটের মধ্যে হঠাৎ লোকি এসে পিছন থেকে ডোয়ার্ক মল্টের পিঠে সোর্ড দিয়ে আঘাত করে। মল্ট লোকির উপস্তিতি একদমই বুঝতে পারে নি, তাই সে অনেকটা অবাক হয়েছিলো। তবে তার এখানে কিছু করার ছিলো না। যেহেতু তার পেট বরাবর সোর্ডটা পিঠ থেকে বের হয়ে গিয়েছে তাই পেটের ভিতরে অনেক মারাত্মক ইনজুরি হয়েছে তার। লোকি একটা মিষ্টি হাসি দিয়ে সোর্ডটা তার পিঠে রেখেই আরো পিছনে চলে গেলো।
এদিকে জ্যাক ফাইট বাদ দিয়ে প্রথমে তার মাস্টারকে ধরলো। মাস্টারের হাতকে নিজের কাধের উপরে দিয়ে মল্টকে দাড় করিয়ে রাখলো জ্যাক। ডান হাত দিয়ে সে তার মাস্টারকে ধরে বাম হাত দিয়ে সোর্ডের হাতলটা ধরে টান দিয়ে বের করে ফেললো।
-> মাস্টার আপনি ঠিক আছেন? (জ্যাক)
-> এই ইনজুরি আমাকে কিছুই করতে পারবে না। এটা তো মাত্র সামান্য একটা ইনজুরি। (মল্ট)
মল্ট কথাটা বলার পর আর দাঁড়িয়ে থাকতে পারছিলো না। তার চোখ ঘোলাটে হয়ে আসছিলো। সে কিছুই ক্লিয়ার ভাবে দেখতে পারছিলো না। তার চোখ এবং শরীরের সব অংশই বেগুনি রঙ ধারণ করলো।
"বেগুন রঙ! এটা পয়জন।" (জ্যাক ভাবছিলো)
জ্যাক তার স্পেস ব্রেসলেট থেকে পয়জনের এন্টিডোট এবং হিলিং পোশন বের করে মল্টকে খাওয়াতে যাচ্ছিলো, কিন্তু তখনি লোকি বলতে শুরু করলো,
-> এতো কোনো লাভ হবে না। তোমার মাস্টারের স্পেশাল একটা এবিলিটি রয়েছে। যা সব ধরনের ম্যাজিক এনার্জি দূরে রাখতে পারে। আর পোশন এবং পয়জন এন্টিডোট যেহেতু ম্যাজিক এনার্জি দিয়ে তৈরী হয় তাই সেটা কোনো কাজেই দিবে না তার। আর তাছাড়া আমি যে সোর্ড দিয়ে মাত্র তাকে এট্যাক করেছি সেটায় অনেক স্পেশাল একটা পয়জন লাগানো রয়েছে। যে পয়জনের সংস্পর্শে আসার সাথে সাথে শরীরের প্রতিটা অংশ কাজ করা বন্ধ করে দিবে। (লোকি)
-> লোকি, আমি পূর্বের বার তোকে শুধু সিল করেছিলাম বলে এমন মনে করিস না যে আমি এবারো কিছু করবো না। (জ্যাক)
জ্যাক অনেক রেগে গেলো।
-> ও মা, আমাদের জ্যাক তো রেগে গিয়েছে। তার মুখ থেকে তুই শব্দও বের হয়েছে। কিন্তু জ্যাক স্পয়লার দিয়ে দি একটা। যদিও মাংকি কিং তোমার কন্সটেলেশন হয়েছে, তারপরও আমার মনে হয় না তুমি আমাদের দুজনের সাথে ফাইট করে জিততে পারবে। (লোকি)
হঠাৎ সেখানের স্পেস ফাটিয়ে গ্রিডের আগমন হলো। যে লোকির পাশেই এসে দাঁড়ালো। অন্যদিকে জ্যাক মল্টকে আস্তে আস্তে বসালো।
-> মাস্টার আপনি রেস্ট নিন একটু। আমি কথা দিচ্ছি আমি আপনার কিছু হতে দিবো না। (জ্যাক)
মল্ট জ্যাকের হাত ধরে বলতে লাগলো,
-> এই সামান্য ক্ষত আমাকে কিছু করতে পারবে না। জ্যাক তুমি ওদেরকে ইগনোর করে ফাইট করতে থাকো আমার সাথে। (মল্ট)
জ্যাক তার মাস্টারের মাথায় কি চলছিলো সেটা বুঝতেই পারছিলো না। তাইতো সে তার মাস্টারের হাতকে নিজের হাত থেকে ছাড়িয়ে নিলো এবং সামনের দিকে হেঁটে আসলো লোকি এবং গ্রিডের সাথে ফাইট করার জন্য। কিন্তু ডোয়ার্ক মল্ট মাটিতে বসে থাকার মতো মানুষ ছিলো না। সে চোখে ঠিকমতো দেখতে পারছিলো না। তার শরীরও আস্তে আস্তে প্যারালাইস হয়ে আসছিলো। তারপরও সে উঠলো এবং পিছন থেকেই জ্যাকের পায়ে একটা কিক দিয়ে জ্যাকের হাটু ভেঙে দিলো। এরপরে খুব স্পিডে সে জ্যাকের সামনে চলে এসে সেই তালেই জ্যাকের থুতনিতে একটা জোড়ালো কিক দিলো। যে কিকের কারনে জ্যাক মাটিতে পরে গেলো।
-> ওয়াও, মনে হচ্ছে স্টুডেন্ট এবং মাস্টারের মধ্যে অনেক বড় একটা ঝগড়া লেগেছে। আমার মনে হয় প্রথমে সেটা শেষ হলে আমাদের ফাইট করা উচিত। (লোকি)
লোকির কথা শুনে মল্ট সেখানে দাঁড়িয়ে রইলো না। বরং সে সেখানে তার একটা আফটার ইমেজ রেখে লোকির সামনে চলে আসলো।
-> ওপস, মনে হচ্ছে প্রথমেই কথা বলে ফেলেছি। (লোকি)
মল্ট তার ডান পায়ে নিজের চি এনার্জি ফোকাস করে একটা মারাত্মক ব্রাজিলিয়ান হাই কিক মারলো। মল্টের ডান পা লোকির মাথার উপরে চলো গেলো এবং সেটা লোকির বাম কাঁধের উপরে লাগলো। কিকের উপরে এতোটা ফোর্স ছিলো যে লোকি সাথে সাথে মাটিতে পরে গেলো। তাদের অবস্থান করা মাটি ফেটে গেলো এবং সেখানে গর্ত তৈরী হলো। লোকি নিচে পরে গেলো। সে নরতে পারছিলো না। মল্ট তার বাম হাত দিয়ে লোকির গলা ধরলো এবং তাকে উঠালো।
-> আমাকে হত্যা করার মতো কোনো কন্সটেলেশনই তৈরী হয় নি। আর তো একটা কন্সটেলেশনের অ্যাভেটার। (মল্ট)
মল্ট চিল্লিয়ে কথাটা বললো। লোকির মনে হচ্ছিলো সে তার সামনে একটা মনস্টার দেখছিলো। না সেটা কোনো মনস্টার ছিলো না। বরং লোকির কাছে সেটাকে একটা ডিম্যান মনে হচ্ছিলো। মল্ট তার কপাল দিয়ে লোকির মুখে আঘাত করতে করতে লোকির দাঁত এবং নাক ভেঙে দিলো। এখন লোকির চেহারা দেখে চেনায় যাচ্ছিলো না। মল্ট লোকির গলা জোরে ধরার কারণে কাপা কন্ঠে সে বলতে লাগলো,
-> এটা ঠিক যে তোমার এন্টি ম্যাজিকের জন্য আমি তোমাকে হত্যা করতে পারবো না। তবে তোমার এন্টি ম্যাজিকের থেকেও কিছু ভয়ানক জিনিস রয়েছে আমার কাছে। (লোকি)
লোকি তার হাতের স্টোরেজ রিং থেকে একটা আইটেম বের করলো। যেটা দেখারও সুযোগ পেলো না ডোয়ার্ক মল্ট। দেখার পূর্বেই লোকি সেটার সাহায্যে মল্টের ডান হাত কেটে ফেললো।
-> যদিও এটা আসলটা নয়। তবে ম্যামনের স্কিলের সাহায্যে তোমার এন্টি ম্যাজিকের থেকেও শক্তিশালী একটা আইটেম বানাতে পেরেছি আমরা। (লোকি)
মল্ট ক্লিয়ার ভাবে দেখতে পারছিলো না। তারপরও সে অনেক কষ্টে লোকির হাতে একটা আইটেম দেখলো যেটা দেখতে একটা স্পেয়ারের মতো ছিলো। যার মাথায় দুটো স্পেয়ার ব্লেড ছিলো। ক্লিয়ার না দেখার জন্য সে বুঝতে পারলো না সেটা কি আইটেম ছিলো। কিন্তু যেহেতু সেটা তার হাতের সাথে স্পর্শ করার সাথে সাথে তার হাতকে কেটে ফেলতে পেরেছে তাই মল্ট ভাবছিলো সেটা অনেক শক্তিশালী কোনো আইটেমই হবে।
-> রুলার অফ আন্ডারওয়ার্ল্ড, হেডিস এর আইটেম যেটা দিয়ে একসময়ে হেডিস জিউসের প্রধান স্ত্রী এবং নিজের বোনের গলা পর্যন্ত কেটে ফেলেছিলো
আমি সবার সামনে পেশ করছি, "বিডেন্ট"। অবশ্য এটা কপি ভার্সন। হাহাহাহা। (লোকি)
লোকির মুখে আঘাতের ফলে সে ভালো মতো কথা বলতে পারছিলো না। কিন্তু তার তেমন কোনো কিছু ফিল হচ্ছিলো না। যেহেতু এটা মাত্র তার অ্যাভেটার ছিলো তাই একজন কন্সটেলেশন হিসেবে তার আঘাত লাগবে এরকম কোনো এট্যাক এখনো ব্যবহার হয় নি তার উপরে। এজন্যই অনেক কনফিডেন্স নিয়ে সে দাঁড়িয়ে ছিলো মল্টের সামনে। অন্যদিকে মল্টের হাত পা কাপছিলো। সে যেকোনো সময় মাটিতে পরে যাবে।
"মনে হচ্ছে আমি এখনি আমার জ্ঞান হারিয়ে ফেলবো। না সেটা হতে দিতে পারবো না। এরা কেউই আমাকে হত্যা করতে পারবে না। উল্টো এখানে আমি আমার সেন্স হারালে আবারো সব কিছু নষ্ট হয়ে যাবে। আমাকে যেভাবেই হোক জ্যাকের সাথে ফাইট করতে হবে।" (ডোয়ার্ক মল্ট ভাবছিলো)
তাদের পিছনে জ্যাক তার মাস্টারের সাহায্য করার জন্য এগিয়ে আসছিলো। একটু পূর্বে মল্টের আঘাতে জ্যাক এক সাইডে পরে গিয়েছিলে। এরপরে মল্ট যখন লোকির সাথে ফাইট করছিলো তখন জ্যাক ডোয়ার্ক মল্টকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছিলো। কিন্তু তখনি তার সামনে গ্রিড চলে আসে এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়।
"পরিস্থিতি আমার একদম ভালো মনে হচ্ছে না। মাস্টারের প্রায় সারা শরীরে পয়জন ছড়িয়ে গিয়েছে। এই সময়ে সে যত বেশী ফাইট করবে পয়জনও তার শরীরকে তত দ্রুত শেষ করে দিবে। না, আমাকে দ্রুত মাস্টারকে সাহায্য করতে হবে।" (জ্যাক ভাবছিলো)
জ্যাক তাদের ফাইটটা দ্রুত শেষ করতে চাচ্ছিলো। কিন্তু কোনো ভাবেই সে দ্রুত শেষ করতে পারছিলো না। প্রথমে গ্রিডের হাতে কোনো অস্ত্রই ছিলো না। কিন্তু জ্যাক যখন তার ইউয়ি দিয়ে প্রথম এট্যাকটা করে তখন গ্রিড তার স্কিলের সাহায্যে জ্যাকের ইউয়ির একটা ডুপ্লিকেট ভার্সন তৈরী করে। যেটা দিয়ে সে ফাইট করছে।
-> এই জিনিসটা সত্যই অনেক ভারী একটা বস্তু। কিন্তু যেহেতু আমার তৈরীকৃত আইটেম ব্যবহারে আমার কোনো সমস্যা হওয়ার কথা না তাই তুলোর মতোই লাগছে এটাকে। (গ্রিড)
গ্রিড জ্যাকের মতোই খুব সহজে তার হাতের ডুপ্লিকেট ইউয়ি ব্যবহার করছিলো। দুজনেই ইউয়ি দিয়ে একের পর এক এট্যাক করছিলো।
(এক্সপ্যান্ড)
(স্রিঙ্ক)
(এক্সপ্যান্ড)
(স্রিঙ্ক)
দুজনেই একসাথে তাদের লাঠিটা এক্সপ্যান্ড এমনকি স্রিঙ্ক করছিলো। যার কারণে কেউই কাউকে তেমন গুরুতর আহত করতে পারছিলো না। তাছাড়া জ্যাক তার যে স্কিল ব্যবহার করার চেষ্টা করছিলো তা দেখা মাত্রই গ্রিডও সেটা ব্যবহার করতে পারছিলো। যার কারণে জ্যাক গ্রিডকে এবার সহজেই হারাতে পারছিলো না।
"ডিম্যান প্রিন্স অফ গ্রিড, ম্যামন। তার টাইটেল অনুযায়ী তার পাওয়ারটা রয়েছে। যার আসল পাওয়ার আমি এখন দেখতে পাচ্ছি। আমার গোল্ডেন বডি কিংবা ড্রাগন স্যুট আর্মার থাকলে এখানে কোনো সমস্যায় হতো না। কিন্তু এখন মনে হচ্ছে মাস্টারকে বাঁচানো আমার জন্য একটু কষ্ট হয়েই যাবে।" (জ্যাক ভাবছে)
অন্যদিকে ডোয়ার্ক মল্ট এবং লোকির মধ্যে ফাইট হচ্ছে। জ্যাক এবং গ্রিড তাদের এনার্জি ব্যবহার করলেও লোকি তার কোনো এনার্জি ব্যবহার করতে পারছিলো না ডোয়ার্ক মল্টের এন্টি ম্যাজিকের কারণে। কিন্তু তার কোনো এনার্জির প্রয়োজন ছিলো না। কারণ তার কাছে রুলার অফ আন্ডারওয়ার্ল্ডের একটা আইটেম ছিলো, যেটা দিয়ে যেকোনা বস্তুই কাটা সম্ভব। যদিও সেটা ডুপ্লিকেট ছিলো তারপরও একটা মানুষের শরীর যতই শক্তিশালী হোক সেটাকে কেটে হাজারো টুকরো করা কোনো ব্যাপারই ছিলো না। আর লোকি সে আইটেমটা নিয়ে নাক ফুলিয়ে দাঁড়িয়ে আছে। যদিও লোকির নাক ভেঙে বুচো হয়ে আছে তারপরও এটা কথার কথা আরকি।
-> হার মেনে নাও, তোমার শেষ সময়টা একটু শান্তির মতো কাটিয়ে যাও আর তোমার স্টুডেন্টকে কয়েকটা উপদেশ দিয়ে যাও। এখন তোমার কোনো চান্সই নেই আমাকে হারানোর। (লোকি)
-> ও সেটা দেখা যাবে। (মল্ট)
মল্টের একটা হাত পুরো প্যারালাইস হয়ে গিয়েছে অন্যটা কেটে গিয়েছে। হাত না থাকার জন্য তার কয়েক কদম ব্যালেন্স রাখতে অসুবিধা হচ্ছিলো কিন্তু সেটা সে আয়ত্ত্বে নিয়ে আসে। সে লোকির একদম সামনে চলে আসে। লোকি সেটা দেখতে পেরে তার হাতের বিডেন্ট দিয়ে মল্টের দিকে আঘাত করে। কিন্তু মল্ট সেখানে ছিলো না। ডোয়ার্ক মল্ট তার স্পিডের সাহায্যে লোকির একদম মাথার উপরে চলে যায় এক লাফে।
(চি এনার্জি ডোমেইনঃ ওয়ার্ল্ড অফ বাটারফ্লাই)
ডোয়ার্ক মল্ট তার চি এনার্জির ডোমেইন ব্যবহার করলো। লোকি যেটা দেখলো তা সে নিজ চোখেও বিশ্বাস করতে পারছিলো না। সে কয়েকবার দেখেছে এ এনার্জি ব্যবহার করতে অনেক মানুষকেই। কিন্তু এটা মানা কিংবা অউরা এনার্জির কাছে একটা পিঁপড়া ছাড়া আর কিছু ছিলো না। সকল কন্সটেলেশনই এই এনার্জির উপরে চোখ রাখে না কারণ এটা শুধুমাত্র মানুষ ব্যতীত আর কেউ ব্যবহার করতে পারে না। মানুষ এই এনার্জি দিয়ে শক্ত জিনিস ভাঙা ছাড়া আর কিছু করতে পারে না বলে কোনো কন্সটেলেশনই এটা নিয়ে বেশী গবেষণা করে নি। কিন্তু তার চোখের সামনে সে এখন যেটা দেখতে পেলো সেটা তার বিশ্বাসই হচ্ছিলো না। পুরো ৭২ ফ্লোর চেঞ্জ হয়ে গিয়েছে। যে গাছে ফুল ধরার কথা নয় সে গাছেও শত রঙের ফুল ধরেছে। চারিদিকে প্রজাপ্রতি খেলা করছিলো।
-> চি সব জায়গায় থাকে। এটা পরিবেশের এনার্জি। যেখানে জীবিত বস্তু থাকবে সেখানেই পাওয়া যাবে। আর আমিই একমাত্র ব্যক্তি যে এই এনার্জিটাকে আমার মতো ব্যবহার করতে পারি। আর এটাই একমাত্র এনার্জি যার কোনো লিমিট নেই। এটাই সেই ফরবিডেন এনার্জি যেটা এক সময় সকল কন্সটেলেশনদের কাঁপাতো।
(কিলার মুভঃ কন্সটেলেশন কিলার কিক)
মল্ট উপরে থেকে উক্ত কথাটা বললো এবং সেই সাথে সে তার সবচেয়ে মারাত্মক মুভটা ব্যবহার করলো। তার ডোমেইনের কারণে তার নিজের পাওয়ার প্রায় শতভাগ বৃদ্ধি পেয়েছিলো। আর সেই সাথে তার সবচেয়ে ভয়ানক একটা মুভ ছিলো এটা, যা সে মাত্র ব্যবহার করতে যাচ্ছিলো। এক পলকের মধ্যে ৭২ তম ফ্লোরে মল্টের ডোমেইনের মধ্যে তৈরী হওয়া সকল ফুল এবং সকল প্রজাপতি উড়ে এসে মল্টের শরীরে যুক্ত হলো। এই জিনিসগুলো চি এনার্জি ছিলো। মল্টের শরীরে এতোটা চি এনার্জি জমা হচ্ছিলো যে সে ফেটে যেতে চাচ্ছিলো। সবটা এনার্জি সে তার পায়ে ফোকাস করলো এবং উপর থেকে লোকির উপরে একটা কিক মারলো। এবার কোনো বিস্টের প্রজেকশন দেখা গেলো না। বরং একটা একটা গ্রীপ রিপার ছিলো যে তার স্কাইটি নিয়ে প্রস্তুত ছিলো লোকির জন্য।
কাবুম,
কয়েকশত পারমাণবিক বোমা একটা ওয়ার্ল্ডে(প্লানেটে) পরলে যেরকম ধ্বংসাত্মক অবস্থা তৈরী করে ঠিক ৭২ ফ্লোরের সাথেও তেমন হলো। পুরো ৭২ ফ্লোর ভেঙে গেলো এবং সেখানে থাকা সকল জিনিস আস্তে আস্তে নিচের ফ্লোর গুলোতে পরতে লাগলো।
-> আমার স্টুডেন্টের সাথে লড়লে আমি তার সাথেও এটা ব্যবহার করতাম। আর সেখানে তুমি তো সেদিনের লোকি। (ডোয়ার্ক মল্ট)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।