#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৮৫ (The End)
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্রিড,
টাওয়ারের কোনো এক জায়গার মধ্যে গ্রিড টেলিপোর্ট হয়ে এসেছে। সে নিজের এনার্জি এবং স্ট্যামেনা দুটোই হারিয়েছে অনেকটা। যার কারণে সে একটু ক্লান্ত হয়ে গিয়েছে।
-> সেই এট্যাকের মধ্যে পরলে আমার কোনো চিহ্নই পাওয়া যেতো না। (গ্রিড)
গ্রিড সময় মতো তার স্পেস টেলিপোর্টেশন স্কিল ব্যবহার করে উক্ত জায়গা থেকে পালিয়ে আসে। পালিয়ে আসলেও তার কৌতূহল কমলো না।
❝আমাকে দেখতে হবে সেখানে কি হচ্ছে।❞
গ্রিড তার টাওয়ারের সিস্টেম রুমের মধ্যে টেলিপোর্ট হলো এবং সেখানে থাকা হাজারো স্ক্রিনের ফুটেজ এর মধ্য থেকে একটাকে বেছে নিলো। কিছু জিনিস যেটা গ্রিডের জানার কথা ছিলো না সেটা সে জানতে পারলো। আর সেটা জানতে পেরে গ্রিড অনেক বড় একটা ভাবনার মধ্যে পরে গেলো। যা নিয়ে সে এতোটা ব্যস্ত হয়ে পরলো যে কি করবে কিছুই ভেবে পাচ্ছিলো না সে। ঠিক তখনি তার মাথার মধ্যে একটা পরিচিত কন্ঠ শুনতে পেলো সে।
❝গ্রিড আমি লেভিয়াথান। অনেক কষ্টে আমি আমার টেলিপ্যাথি এবিলিটি ব্যবহার করতে পেরেছি। যেহেতু আমরা ভিন্ন ওয়ার্ল্ডে আছি তাই এটা অনেক কষ্টকর ছিলো। তবে আসল কথা সেটা নয়। আসল কথা হলো আমি ডিম্যান কিং এর প্লান সম্পর্কে ধারণা করতে পেরেছি। আমার মনে হয় না আমি বেশীক্ষণ এই এবিলিটি ব্যবহার করতে পারবো। তাই আমি তোমাকে আমার টাওয়ারের লোকেশন পাঠিয়ে দিচ্ছি। যত দ্রুত সম্ভব তুমি আমার টাওয়ারে চলে আসো। এই ব্যাপারটা সমাধান না করলে আমাদের সকল ডিম্যান প্রিন্সের জীবন অনেক বড় একটা ঝুঁকির মধ্যে পরে যাবে।❞
ডিম্যান প্রিন্স অফ এনভি, লেভিয়াথান দূরের এক ইউনিভার্স থেকে উক্ত মেসেজটা কোনো এক ভাবে গ্রিডের কাছে পৌঁছে দিয়েছে।
❝লুসিফার দ্যা ওয়ান মারা গিয়েছিলো, এটা আমরা সবাই জানতাম। কিন্তু হঠাৎ তার আগমন এবং ডিম্যান কিং এর প্লানের জন্য নিজের জীবনটা ত্যাগ করা দেখে আমি কিছুটা হলেও ডিম্যান কিং এর প্লান সম্পর্কে বুঝতে পারছি।❞ (গ্রিড ভাবছিলো)
গ্রিডের মাইন্ডে একটা ইউনিভার্সের লোকেশন চলে আসলো, যেটা লেভিয়াথান নিজে পাঠিয়েছে। অবশ্য এটা অনেকটা সিগন্যালের মতো। তাই যাদের কাছে স্পেস টেলিপোর্টেশন এবিলিটি বা স্কিল রয়েছে শুধু মাত্র তারাই এটা বুঝতে পারে।
-> ডিম্যান কিং এর প্লান যেটায় হোক না কেনো। আমি সেটার জন্য নিজের জীবন দিতে রাজি নই। যদিও আমার এই বডি পারফেক্ট নই। তারপরও এখন আর আমার কাছে কোনো উপায় নেই। আমাকে লেভিয়াথানের সাথে দেখা করতেই হবে। (গ্রিড)
কথাটা বলেই গ্রিড তার সামনের স্পেস ভেঙে ফেড়ে সেটার মধ্যে প্রবেশ করলো। সে তার টাওয়ারের সমস্ত কিছু ফেলে রেখে অন্য একটা ইউনিভার্সের দিকে রওনা দিলো। কারণ উক্ত টাওয়ারে নেওয়ার মতো তার আর কিছু ছিলো না। যেটার প্রয়োজন ছিলো সেটা সম্ভব হয় নি তাই অন্য কোনো ব্যক্তিকে হোস্ট বানানোর কোনো আগ্রহ তার আর ছিলো না। তাইতো সে টাওয়ার অফ গ্রিডকে সে জায়গায় ফেলে রেখে চলে গেলো।
* * * * *
২৫ তম ফ্লোর,
এই ফ্লোরে ডোয়ার্ক মল্টের একটা জায়গা ছিলো। যেখানে মল্ট মাস্ক পার্টির সকল ব্যক্তিকে ট্রেনিং দিয়েছিলো। ৪০ তম ফ্লোরে জ্যাক তার দুর্বল এবং ক্ষতযুক্ত শরীর নিয়েই ফাইট করেছিলো ব্লাক পার্টির লিডারের সাথে। যেটার পরে সে সেন্স লেস হয়ে যায়। আর তখন তার পার্টির সদস্যরা মিলে তাকে নিয়ে আসে পঁচিশতম ফ্লোরের সে জায়গায় যেখানে স্বাভাবিক ভাবে আসা অসম্ভব। অবশ্য এখানে এনেছিলো রোজা যার কাছে একটা স্পেশাল আইটেম ছিলো। ছোট একটা কাগজের মতো বস্তু ছিলো যেটা ডোয়ার্ক মল্ট নিজে দিয়েছিলো। মল্টের কথা মতো কখনো বিপদ হলে যদি রোজা এই কাগজটা ছিঁড়ে ফেলে তাহলে তার পাশে থাকা পার্টির সকলকে সেই কাগজটা পঁচিশতম ফ্লোরের সেই পাহাড়ের উপরে নিয়ে আসবে। সেটার মাধ্যমেই এখন পুরো মাস্ক পার্টি ডোয়ার্ক মল্টের স্পেশাল জায়গার মধ্যে ছিলো। প্রায় এক সপ্তাহের মতো জ্যাক ঘুমের মধ্যে ছিলো। এক সপ্তাহ পরে সে ঘুম থেকে উঠলো। উঠার পর নিজেকে একটা বেডে শুয়ে থাকতে দেখলো। তার পাশে সে নিজের ইউয়িকে দেখতে পেলো। সেটা দেখা মাত্র তার ৭০ তম ফ্লোরের দৃশ্য মনে পরতো লাগলো।
ফ্লাশব্যাক শুরু,
ডোয়ার্ক মল্ট হারিয়ে গেলো। তার কোনো একটা অংশও অবশিষ্ট ছিলো না শুধুমাত্র একটা ফোটা চোখের পানি ব্যতীত। সেই চোখের পানিতে পুরো ৭০ তম ফ্লোর হ্যাভেনের থেকেও সুন্দর হয়ে গিয়েছে। কোনো মনস্টার ছিলো না সেখানে, চারিদিকে সবুজ গাছপালা। কিছু কিছু জায়গায় পুকুরও দেখা যাচ্ছিলো। এটা এমন একটা জায়গা ছিলো যেখানে মানুষ তাদের সারা জীবন শান্তিতে থাকতে পারবে। জ্যাক তাকিয়ে ছিলো পরিবেশের আসল সৌন্দর্যের দিকে। তবে তার আর এখানে দাঁড়িয়ে থাকার কোনো ইচ্ছা ছিলো না। নিজের মাস্টারকে হারিয়ে জ্যাক অনেকটা ভেঙে পরেছে। এই পর্যন্ত জ্যাকের যে কয়টা মাস্টার ছিলো তারা সকলেই সময়ের সাথে সাথে বিলীন হয়ে গিয়েছে। আর সর্বশেষটাও বিলীন হয়েছে। তাই জ্যাক নিজের মনটাকে শান্ত করার জন্য এই তার পার্টির দিকে যাওয়ার চিন্তা করলো। তবে তার পূর্বে তাকে তার ইউয়ি খোঁজা দরকার ছিলো।
(এক্সপ্যান্ড)
(এক্সপ্যান্ড)
(এক্সপ্যান্ড)
(এক্সপ্যান্ড)
(এক্সপ্যান্ড)
(এক্সপ্যান্ড)
(এক্সপ্যান্ড)
জ্যাক তার ইউয়িকে বিশাল হওয়ার হুকুম দিলো। গোল্ডেন ড্রাগন তার ব্যাকবোন দিয়েছে জ্যাককে নিজের ইচ্ছায়। তাই সে ইউয়িটা জ্যাককে নিজের মাস্টার হিসেবে মেনে নিয়েছে। জ্যাকের হাতে থাকুক কিংবা যেখানেই থাকুক। জ্যাককে সেন্স করার মতো জায়গায় ইউয়িটা থাকলে জ্যাকের সব কথায় সে শুনবে। তাইতো মাটির মধ্য থেকে বিশাল আকার ধারন করলো সেটা এবং বাইরে বেরিয়ে আসলো।
ফ্লাশব্যাক শেষ,
লাঠিকে সেখানে রেখেই জ্যাক একটু বাইরে যাওয়ার চিন্তা করলো। তাই সে বিশাল রুমের বেলকনিতে বের হলো। বেলকণিতে দাঁড়িয়ে সে বিশাল চাঁদের আলো উপভোগ করছিলো। তবে নিচে সে আরো একটা চাঁদ দেখতে পেলো।
❝এথিনা!❞
এথিনা দাঁড়িয়ে ছিলো। যার পায়ের নিচে একটা শরীর রক্তাক্ত শরীর পরে ছিলো। জ্যাকের মনে অনেক বড় চিন্তা ঢুকে গেলো। তার কেনো জানি এরিয়েলের কথা মনে পরে যাচ্ছিলো। তাই সে চেক করার জন্য সামনে এগিয়ে গেলো। তবে নিচে এরিয়েল কিংবা মাস্ক পার্টির কেউ ছিলো না। বরং সেটা একটা ছেলে ছিলো যার শরীর থেকে অনেক পরিচিত একটা এনার্জি বের হচ্ছিলো।
-> ও তুমি উঠে গিয়েছো। (এথিনা)
এথিনার হাতে ব্লাড ছিলো। সে ব্লাড নিয়ে কোনো চিন্তা না করে জ্যাককে জরিয়ে ধরলো। যদিও বাইরে থেকে জ্যাককে নতুন মনে হচ্ছে কিন্তু সউলের দিক দিয়ে এথিনার কাছে তার পোসেইডনই মনে হচ্ছিলো জ্যাককে। তাইতো সে সেখানেই জ্যাককে জরিয়ে ধরে চুমু খেলো একটা। এক মিনিটে এথিনা জ্যাককে ছেড়ে দিলো এবং বলতে লাগলো,
-> হয়তো এটা আমাদের সময় না। তাই আবার আমাদের কবে দেখা হবে বলতে পারছি না। এরিসের অ্যাভেটারকে হত্যা করার কারণে বাবা অবশ্যই আমার আসল শরীরের উপরে রেসট্রেইন লাগিয়ে দিবে অথবা প্রিজন ড্যানজনের মধ্যেও রেখে দিতে পারে। আবার স্মৃতি গুলোও মুছে দিতে পারে আমার। যেটাই করুক না কেনো। পরের বার যদি আমি তোমাকে কোনো ভাবে চিনতে না পারি তাহলে আমাকে শুধু এই জিনিসটা দেখাবে। (এথিনা)
এথিনা জ্যাকের ডান হাতে একটা জিনিস রেখে হাতটা মুঠো করে দিলো। এবং জ্যাকের বাম হাতকে নিজের গালে রাখলো। একটা মিষ্টি হাসি দিলো এথিনা।
-> আরো অনেক দূর চলতে চেয়েছিলাম তোমার সাথে। হয়তো এক্সব্লক ছাড়া সেটা সম্ভব হবে না। অপেক্ষায় থাকবো আমি তোমার। (এথিনা)
এটা বলেই এথিনা নিজের সেন্স হারিয়ে জ্যাকের শরীরের উপরে পরে গেলো। জ্যাক বুঝতে পারলো তার সামনের মেয়েটা এখন শুধু মাত্র এমিলি যে শুধু মাত্র এথিনার অ্যাভেটার। জ্যাক এমিলিকে নিয়ে রুমের মধ্যে চলে আসলো। নিজের রুমে সে এমিলিকে শুইয়ে দিয়ে আবারো বাইরে বেরিয়ে আসলো। জ্যাকের মনে অনেকটা চিন্তা ভাবনা ছিলো। যা সে শত ভেবেও শেষ করতে পারছে না।
❝মনে হচ্ছে সব কিছু আমার জন্য আটকে গিয়েছে। যা থেকে এখন আর বের হতে পারছি না।❞ (জ্যাক ভাবছিলো)
পাহাড়ের একদম শেষ প্রান্তে জ্যাক এসে বসে পরলো। সে সব কিছু আস্তে আস্তে করে জ্যাক ক্লিয়ার করার চেষ্টা করতে লাগলো। তখনি পিছন থেকে এরিয়েল চলে আসলো যে জ্যাকের পাশে বসে পরলো।
-> তোমার মাস্টারের মৃত্যুতে ভেঙে পরার মতো ব্যক্তি তুমি নও। তাহলে এখানে মন খারাপ করে বসে আছো কেনো সেটা কি আমি জানতে পারি? (এরিয়েল)
এরিয়েল মিষ্টি একটা হাসি দিয়ে কথাটা বললো। জ্যাকের মনের মধ্যে অনেক প্রশ্ন ছিলো যার উত্তর পাওয়ার পরও সে এখন মনে করতে পারছে না সেগুলো। তাই সে প্রশ্নগুলোর ভাড়ে তার মন অনেকটা ভাড়ী হয়ে আছে। আর এরিয়েলকে পাশে পেয়ে সে আস্তে আস্তে সে ভাড় গুলো ক্লিয়ার করার চেষ্টা করতে লাগলো।
-> আমার মনে হচ্ছে সবটা রাস্তা আমার জন্য ব্লক হয়ে আছে। কোথায় যাবো এবং কি করবো কিছুই বুঝতে পারছি না। দুটো ব্যক্তির সউলের কারণে আমার পোসেইডন অংশ আমাকে বলছে এক্সব্লকে গিয়ে এথিনার ইচ্ছাটা পূর্ণ করতে। অন্যদিকে আমার স্টোন মাংকির অংশটা আমাকে সেসব মায়া থেকে দূরে থেকে মাস্টারের প্লান অনুসরণ করতে বলছে। এখন আমি কনফিউজড। কি করবো আমি বুঝতে পারছি না। (জ্যাক)
জ্যাক আকাশের দিকে তাকিয়ে উক্ত কথাটা বললো। এরিয়েল জ্যাকের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। সে নিজের ডান হাতটা জ্যাকের হার্ট বরাবর রাখলো। জ্যাকের হার্টবিট অনুভব করছিলো এরিয়েল স্পর্শেই।
-> আমি জানি না তোমার সউল আছে। কিন্তু যতদিন তোমার মাঝে আমার স্বামী, আমার মাস্টার, আমার কিং এর সউলের বিন্দু মাত্র অবস্থান করবে ততদিন আমি তোমার পাশে আছি এবং থাকবো। এখন হোক এ হার্টে এক বা একাধিক ব্যক্তির সউল তারপরও এই হার্ট বহনকারী ব্যক্তির একটা নাম রয়েছে। আর সে নাম হলো জ্যাক। আর এই জ্যাকের এখন যেটা করতে মন চাইবে আমার মনে হয় তোমার সেটা করাই উচিত হবে। (এরিয়েল)
এরিয়েল কথাটা বলতে বলতে জ্যাকের কোলে মাথা দিয়ে শুয়ে পরলো। সে জ্যাককে একটা উজ্জ্বল পথ দেখিয়ে দিলো যা দেখার আশাতেই বসে ছিলো জ্যাক।
-> আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। তবে তুমি কি আমার সেই পথের সাথী হবে? (জ্যাক)
-> আমি আমার মৃত্যু পর্যন্ত তোমার সাথে আছি। (এরিয়েল)
দুজনে পাহাড়ের এক পাশে বসেই সারা রাত কাঁটালো।
এক মাস পরে,
টাওয়ার অফ গ্রিডের কোনো মালিক ছিলো না। ৭২ তম এবং ৭১ তম ফ্লোর ভেঙে যাওয়ার ফলে ৭০ তম ফ্লোরের উপরে আর কোনো প্লেয়ার যেতে পারছে না। যেহেতু পুরো টাওয়ারের মধ্যে একমাত্র ৭০ তম ফ্লোরই এমন যেখানে কোনো মনস্টার নেই তাই সব প্লেয়ার সে ফ্লোরেই মাইগ্রেশন করতে শুরু করেছে। টাওয়ারের সবচেয়ে শক্তিশালী একটা পার্টি হিসেবে পরিচিত হয়েছে মাস্ক পার্টি যারা এই একমাসের মধ্যে পুরো টাওয়ারকে নিজেদের কন্ট্রোলে নিয়ে এসেছে। ডোয়ার্ক মল্ট সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলো একসময়ে তবে সে তার পাওয়ার টাওয়ার ক্লিয়ার ছাড়া অন্য কোনো কাজে ব্যবহার করতো না। কিন্তু এখন টাওয়ারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ফক্সিটেইল জ্যাক, যে মাস্ক পার্টির লিডার। সে নিজের পাওয়ার টাওয়ার ক্লিয়ারে ফোকাস করে না। যেহেতু ৭০ ফ্লোরের উপরে কেউ যেতে পারবে না তাই মাস্ক পার্টির লিডার তার সমস্ত নজর টাওয়ারের প্লেয়ারদের একত্র করতে লাগিয়েছে। কিছুদিন পূর্বেও জ্যাকের পার্টিতে পনেরোজনের থেকে কম মেম্বার ছিলো। কিন্তু এখন মাস্ক পার্টির মধ্যে শত শত হাই লেভেল প্লেয়ার এবং হাজারো সাধারণ প্লেয়ার রয়েছে। যাদের নিয়ে জ্যাকের মাস্ক পার্টি পুরো টাওয়ারের মধ্যে রাজ করতে শুরু করেছে। অবশ্য সেটা মাত্র শুরু তাদের জন্য। কিন্তু আমাদের কাহিনী এদিকে নয়।
১ম ফ্লোর,
৭০ তম ফ্লোর পুরোটায় মাস্ক পার্টির দখলে ছিলো। তারা অনেক সুষ্ঠু নিয়মে সে ফ্লোরটা চালনা করছে। শুধু মাত্র ১ম ফ্লোরকে মাস্ক পার্টি ছেড়ে দিয়েছে। যেসব পার্টি মাস্ক পার্টির শাসনে খুশি না তারা প্রথম ফ্লোরে অবস্থান করছে। আর সেসব পার্টির মধ্যে রয়েছে ব্লাক পার্টির সদস্যরা। জ্যাকের সাথে ব্লাক পার্টির লিডারের অনেক ভয়ানক একটা ফাইট হয়েছিলো। যেখানে অনেকেই মনে করেছে ব্লাক পার্টির লিডার মারা গিয়েছে, কিন্তু আসলে সেটা হয় নি। ব্লাক পার্টির লিডার জীবিত ছিলো। শুধু মাত্র শরীরে মারাত্মক ইনজুরি সে সে বেডে শুয়ে আছে। প্রথম ফ্লোরের একটা ক্যাম্পের মধ্যে ব্লাক পার্টি সহ আর অনেক খারাপ পার্টি গুলো অবস্থান করছিলো। অনেক গুলো বাসা রয়েছে যাদের মধ্যে কয়েকটা ব্লাক পার্টির কন্ট্রোলে ছিলো। একটার মধ্যে ব্লাক পার্টির লিডার শুয়ে ছিলো যেখানে অন্য কোনো মেম্বার ছিলো না। ব্লাক পার্টির লিডারের বেডের পাশে একটা ব্লাক হোল তৈরী হলো। যার মধ্য থেকে দুজন ব্যক্তি বের হলো। একটা ছিলো জ্যাক অন্যটা এরিয়েল।
-> তুমি কি সিওর যে তোমার এই প্লান কাজ করবে? (এরিয়েল)
-> অবশ্যই, আমি আমার ক্লোনের থেকে এক সপ্তাহের জন্য দূরে থাকলে সে ঠিক আমার মতোই চিন্তা করবে এবং নিজেকে ক্লোন মনে করবে না। তাই আমি নিশ্চিত এই টাওয়ারের সমস্ত ঝামেলা সে দেখতে পারবে। তাই আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে এখানের। (জ্যাক)
ব্লাক পার্টির লিডার ঘুমাচ্ছিলো। জ্যাক এখানে ব্লাক পার্টির লিডারের সাথে কথা বা হত্যা করতে আসে নি। বরং জ্যাক আরো মারাত্মক কিছু করতে এসেছিলো যেটা কোনো কন্সটেলেশনও করার সাহস করে না। জ্যাক তার ডান হাতকে ব্লাক পার্টির লিডারের কপালে রাখলো এবং নিজের শরীরের সিল হয়ে থাকা গোল্ডেন ড্রাগনের সাধারণ এনার্জি চ্যানেল করলো। সাথে সাথে ব্লাক পার্টির লিডার চিল্লাতে শুরু করলো।
(স্কিলঃ বুকপেইজ)
(নয়েজ ক্যান্সেলেশন)
এরিয়েল তার বুকপেইজ থেকে একটা স্কিল ব্যবহার করলো। যার কারণে ব্লাক পার্টির লিডারের মুখ থেকে কোনো রকম কথা বের হচ্ছিলো না। হঠাৎ ব্লাক পার্টির কপালের মধ্য থেকে একটা সোর্ড বেরিয়ে আসতে শুরু করলো যা দেখা মাত্রই জ্যাক চিনতে পারলো। এটা পুরো সোর্ড ছিলো না বরং একটা সোর্ডের হাতল ছিলো মাত্র। একটু পূর্বে জ্যাক ব্লাক পার্টির বাকি মেম্বারদের শরীর থেকেও সোর্ডের টুকরো টুকরো ব্লেডের অংশ বের করেছে এ ভাবেই।
-> তুমি সিওর এগুলো একটা পিলের মতো ছিলো? (জ্যাক)
-> আমার ভিশনে আমি যতদূর দেখেছি। মোট ছয়টা ড্রাগন হঠাৎ এই ওয়ার্ল্ডে প্রবেশ করে তোমার একটা ইনকার্নেশনের সাথে। ছয়টা ড্রাগন এখানে আসার পরই সব পাঁচটা গ্রিডের হাতে চলে যায়। যার মধ্যে ফায়ার এবং ওয়াটার ড্রাগন সোর্ড ব্যতীত বাকি সব তিনটা ড্রাগন আইটেম গ্রিড নষ্ট করে ফেলে। কিন্তু শেষ একটা আইটেম, ব্লাক ড্রাগন সোর্ড মোট দশটা টুকরোতে ভাগ হয়ে যায় এবং দশটা পিলের আকার নেই। আর এই পিল গুলো ব্লাক পার্টির হাতে চলে আসে। দশজন ব্যক্তি উক্ত পিল খাওয়ার মাধ্যমে ব্লাক ড্রাগনের পাওয়ার লাভ করে। সেই সাথে.... (এরিয়েল)
-> থাক আর বলতে হবে না। আমি বুঝতে পেরেছি। (জ্যাক)
উক্ত ব্লাক ড্রাগনটা জ্যাকের পূর্ব ইনকার্নেশনের ওয়ার্ল্ডে ছিলো। যেটার সাথে ট্রু ব্লাক ড্রাগনের কোনো সম্পর্ক থাকার কথা না। কিন্তু যেহেতু জ্যাকের কাছে ড্রাগন সম্পর্কে কিছু ধারনা রয়েছে তাই সে জানে,
❝উক্ত ব্লাক ড্রাগনটা নিশ্চয়ই ট্রু ব্লাক ড্রাগনের অ্যাভেটার ছিলো। আর সেই অ্যাভেটারের পাওয়ারের মাধ্যমে এই ব্যক্তিগুলোও এক ভাবে ট্রু ব্লাক ড্রাগনের অ্যাভেটার হয়ে গিয়েছিলো।❞ (জ্যাক ভাবছে)
যতদূর জ্যাক বুঝতে পারছে ট্রু ব্লাক ড্রাগনের কোনো এক উদ্দেশ্য ছিলো এখানে। কিন্তু সেটা ডিম্যান কিং এর প্লানের অংশ ছিলো কিনা সেটা সম্পর্কে শুধু জানে না জ্যাক। আর সেটা জানতে চাইলেও জ্যাক জানতে পারবে না এটা ঠিকই জানে।
সোর্ডের সবগুলো টুকরো একত্র না করতে পারলেও সাতটা অংশ একত্র করেছিলো। যা জ্যাকের জন্য যথেষ্ট ছিলো। জ্যাক তার স্পেস রিল এর মধ্য থেকে ফায়ার এবং ওয়াটার ড্রাগন সোর্ড ব্যবহার করলো।
❝গোল্ডেন ড্রাগন, তোমার বলা মতো আমি পর্যাপ্ত ড্রাগন সউল সাপ্লাই দিয়েছি হয়তো। তাই এবার তুমি আমার জন্য ডিভাইন গেইট খুলে দাও।❞ (জ্যাক)
জ্যাক মনে মনে গোল্ডেন ড্রাগনকে উক্ত কথাটা বললো।
[আমার ব্যাকবোন তোমাকে দেওয়ার পর সেটা এখনো জন্ম নেই নি। তাই আমার কাছে পর্যাপ্ত পরিমাণ এনার্জি নেই এখন। তবে তোমার হত্যা করা এই টাওয়ারের সকল ড্রাগনের সউল এবং এই তিন ড্রাগন আইটেমের সাহায্যে ডিভাইন গেইট খোলা আমার জন্য কোনো ব্যাপার না। কিন্তু মনে রেখো এক্সব্লকে ঢোকার জন্য সব কিছু হারাতে হবে তোমাকে। আবার প্রথম থেকে শুরু করতে হবে সব কিছু।]
-> সেটা আমি ভালো করেই জানি। (জ্যাক)
এরিয়েলের হাতে একটা আইটেম ছিলো। যেটা অনেকগুলো মৃত ড্রাগনের সউল বহন করছিলো। এরিয়েল সে আইটেম থেকে সউল গুলো মুক্ত করে দিলো। যার সবটা জ্যাকের শরীরে প্রবেশ করলো। ফায়ার এবং ওয়াটার ড্রাগন সোর্ড সহ ব্লাক ড্রাগনের ভাঙা সোর্ডের অংশগুলোও জ্যাকের চারিদিক দিয়ে ভাসছিলো। সোর্ড গুলো থেকে এনার্জি জ্যাকের শরীরে প্রবেশ করছিলো। ঠিক তখনি এরিয়েল তার স্কিল ব্যবহার করলো এবং নিজেকে এবং জ্যাককে অন্য একটা জায়গার মধ্যে টেলিপোর্ট করে নিয়ে গেলো। জায়গাটা পুরো জনশূন্য ছিলো। যেখানে জ্যাকের সামনে বিশাল একটা গেইট তৈরী হলো। এ গেইটটা জ্যাকের কাছে অনেক পরিচিত ছিলো। তাই সে কোনো রকম চিন্তা না করেই সে গেইটের মধ্যে প্রবেশ করলো। তবে পূর্বের মতো এবার সে একা নই। এরিয়েলের হাতটা শক্ত করে ধরে জ্যাক সে গেইটের মধ্যে প্রবেশ করলো। ডিভাইন গেইট যেটা জ্যাককে নতুন একটা এডভেঞ্চারের অভিজ্ঞতা করাতে নতুন একটা জায়গায় নিয়ে যাচ্ছিলো। গেইটের ভিতরে পা রাখার পর জ্যাক কিছুই দেখতে পাচ্ছিলো না। তার শুধু ভ্যাম্পায়ার কুইনের সিজন টু এর শেষে ডিভাইন গেইটে প্রবেশের পরের একটা কথা মনে পরলো। যে বিষয়টা এখন পর্যন্ত জ্যাকের মাথায় আসে নি সে বিষয় জ্যাকের মনে পরলো।
ফ্লাশব্যাক শুরু,
জ্যাক ভ্যাম্পায়ার কুইন সিজন টু এর শেষে যখন ডিভাইন গেইটের মধ্যে প্রবেশ করলো নিজের অস্ত্বিত্ব রক্ষার জন্য, ঠিক তখন ডিভাইন গেইটের মধ্যে তার সাথে এক আজব ব্যক্তির সাথে দেখা। যে নিজেকে উইশ মেকারের পরিচয় দিয়েছিলো এবং জ্যাককে তিনটা উইশ চাইতে বলেছিলো। তখন জ্যাক বলেছিলো,
-> আমি আরো শক্তিশালী হতে চাই।
-> আমার ফ্যামিলির সবাই সুখে থাকুক।
-> একদিন যেনো আমি আমার ফ্যামিলির কাছে ফেরত আসতে পারি।
তখন উইশ মেকারের মুখ থেকে একটা কথা শুনতে পেয়েছিলো জ্যাক।
[তাহলে তোমার রাস্তা এক্সব্লক থেকে আমার তৈরীকৃত একটা টাওয়ারের মধ্যেই হোক। কারণ সেখানে আমার একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যে তোমাকে অনেকটা শক্তিশালী করে তুলতে পারবে। বাকিটা তোমার উপরে নির্ভর করবে ভবিষ্যৎ স্টোন মাংকি এবং পোসেইডন।] (উইশ মেকার)
ফ্লাশব্যাক শেষ
জ্যাক তার নিজের সেন্স হারিয়ে ফেললো। সে আশায় ছিলো আবারো এক্সব্লককে দেখার। আদৌও সেটা সম্ভব হবে কিনা সেটা Demon King গল্পের মধ্যে দেখা যাক।
* * *
The End
* * *
কেমন হলো জানাবেন। আসলে আরো কয়েকটা পর্ব দিতে চাচ্ছিলাম। কিন্তু দুটো গল্প লেখাটা আসলেই অনেক বিরক্তিকর হয়ে যাচ্ছে। তাই একটা শেষ করে দিলাম। অনেকের কাছে ভালো না ও লাগতে পারে। কোথাও কোনো ত্রুটি পেলে জানাবেন আমাকে। সংশোধন করার চেষ্টা করবো।