#Demon_King#
পর্ব:১০৮
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
প্রথম ফ্লোরের ব্লু কিংডমের একাডেমির মধ্যে একটা বিশাল টুর্নামেন্টের ব্যবস্থা করা হয়েছে। যার আজকেই ফাইনাল স্টেজ ছিলো। এই স্টেজের মধ্যে দশটা টিম অংশগ্রহন করেছে, যার মধ্য থেকে একটা টিম প্রথম হবে এবং বাকি নয় টিমকে তাদের পয়েন্ট অনুযায়ী র্যাংকিং দেওয়া হবে। দশটা টিমের মধ্যে ছয়টা টিমের সকল স্টুডেন্টই নক আউট হয়ে গিয়েছে। এখন আপাতোতো পুরো এরিনার মধ্যে চারটা টিম অবশিষ্ট আছে যাদের মধ্যে একটা টিমের সব গুলো মেম্বার দাঁড়িয়ে ছিলো। তবে সেটা কিছুটা পূর্বের কাহিনী, কারণ সেই টিমও তাদের নিজস্ব টিমের দুজন মেম্বারকে হারিয়ে ফেলেছে।
টিম মাইরা এবং টিম স্যামের মধ্যে সর্বশেষ একটা ফাইট শুরু হতে যাচ্ছিলো। দুই টিমেরই কেউ না কেউ অন্য টিমে নক আউট করেছে, তাই এক দিক দিয়ে দেখলে তাদের মাঝে একটা সমতা ছিলো। তবে এখানে কোনো রকম সমতায় কাজে দিবে না।
-> গাইস আমি সবাইকে একটু সাবধান থাকতে বলবো। যদিও আমি একজন ক্রাউন প্রিন্স তারপরও শক্তি এবং ক্ষমতা দিয়ে সে আমার অনেক উপরে রয়েছে। এটা ঠিক যে তার বয়স বেশী হওয়ার কারণে সে বেশী শক্তিশালী হতেই পারে কিন্তু এখানে সেটা মূল কথা নয়। কারণ আমার বয়সী বয়সে স্যাম নিজেই একটা D র্যাংক ড্যানজন ক্লিয়ার করতে পারতো। (হ্যারি)
হ্যারির কথা শুনে সবাই অবাক হয়ে স্যামের দিকে তাকালো। তাদের মনে শুধু একটা কথায় ঘুরপাক খাচ্ছিলো,
"তাহলে এটাই একাডেমির সবচেয়ে শক্তিশালী স্টুডেন্ট"
সকলে এটাই ভাবছিলো। তবে হ্যারির ভাবনা অন্যরকম ছিলো।
"আমি জানি সবাই এখন স্যামকে সবচেয়ে শক্তিশালী স্টুডেন্ট ভেবে ভুল করবে, কিন্তু এখানে আমার কিছু করার নেই, যেহেতু একাডেমির র্যাংকিং ব্যবস্থাটা মিশন ক্লিয়ারের উপরে নির্ভর করে করা হয় তাই টপ স্টুডেন্টকে শক্তিশালী স্টুডেন্ট মনে করে অনেকেই ভুল করবে। যদিও একাডেমির সবচেয়ে শক্তিশালী স্টুডেন্ট স্যাম নয় তারপরও আমাদের টিম ওর সাথে একা ফাইট করে জিততে পারবে না।" (হ্যারি ভাবছে)
হ্যারি এলেক্সকে অনেকটা বিশ্বাস করে। কিন্তু তারপরও সে এলেক্সের সাথে এতোদিন থাকতে পেরে এলেক্সের লিমিট সম্পর্কে জানে। তাই সে সিওর ছিলো এখানে এলেক্স তার ফুল পাওয়ার ব্যবহার করলেও জিততে পারবে না। আর যদি ফ্যামিলিয়ারের কথা বলা হয়, তাহলে তো বললাম হ্যারি কিছু ভাবতেই চাচ্ছে না।
এলেক্স স্যামের সাথে ফাইটের জন্য অনেকটা আগ্রহী ছিলো। কিন্তু সে প্রথমেই ফাইট করার সুযোগ পেলো না।
-> আমি শুধু মাত্র দুজন ডিভাইন বিস্ট ফ্যামিলিয়ারের সাথে ফাইট করতে ইচ্ছুক, তাই প্রথমেই বাকিদের কিছু করা যাক। (স্যাম)
স্যাম তার কথাটা শেষ করার সাথে সাথে নিজের একটা এট্যাক ব্যবহার করার জন্য প্রস্তুত হলো,
-> সবাই সাবধান, স্যাম তার ডোমেইন ব্যবহার করতে যাচ্ছে। এই ডোমেইনটা শক্তিশালী ডিফেন্স ছাড়া কাউন্টার করা পুরোই অসম্ভব। (হ্যারি)
হ্যারি সবাইকে সাবধান করে দিলো। কিন্তু তার সাবধান করার পরও সবাই সময় মতো রিয়াক্ট করতে পারলো না। কারণ স্যামের ডোমেইন ব্যবহার করা শেষ।
("অউরা ডোমেইন, সোর্ডল্যান্ড")
স্যাম তার ডোমেইন ব্যবহার করে ফেললো। তার হাতে একটা লং সোর্ড ছিলো যা সে মাটিতে গেঁথে ফেললো। যে জায়গায় সোর্ডের ব্লেডটা গেঁথেছে সে জায়গা থেকে আশেপাশে দৃশ্য চেঞ্জ হতে শুরু করলো। চারপাশটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো যেখানে হাজারো ব্যক্তির লাশ পরে ছিলো। সেই লাশ গুলোর শরীরে হাজারো হাজারো সোর্ড গাঁথা ছিলো। স্যামের আদেশে সেই সোর্ড গুলো আকাশে উড়তে শুরু করলো। সে গুলোর বেশী সময় লাগলো না টিম মাইরার সদস্যদের এট্যাক করতে।
সবাই প্রস্তুত না থাকলেও এলেক্স, এলিন এবং হ্যারি স্যামকে দেখার সাথে সাথেই প্রস্তুত ছিলো।
"মানা স্পেলঃ ফায়ার ওয়াল"
"মানা স্পেলঃ আইস স্পাইক"
এলেক্স তার ফায়ার এট্রিবিউট স্পেল ফায়ার ওয়াল ব্যবহার করেছে। যা ব্যবহারের সাথে সাথে তার সামনে একটা আগুনের লম্বা এবং পুরু দেওয়াল তৈরী হয়ে গেলো। অন্যদিকে এলিন তার আইস স্পাইক স্পেলের মাধ্যমে চারিদিক দিয়ে মোটা মোটা স্পাইক তৈরী করলো যা মাটি থেকে বের হলো এবং এলিন সহ বাকিদের ঘিরে ধরলো। তবে তার স্পাইক এবং এলেক্সের ফায়ার ওয়াল তেমন শক্তিশালী ছিলো না স্যামের ডোমেইনের মধ্যের শত শত সোর্ডের বিরুদ্ধে। তাই দুজনের স্পেলই ভেদ করে সোর্ড গুলো ঢুকে গেলো। সোর্ড গুলোর আসল কোনো ফর্ম ছিলো না। সেগুলো ডোমেইনের মধ্যে স্যামের এনার্জি দিয়ে তৈরী হয়েছিলো। যদিও আসল ফর্ম ছিলো না তারপরও তা শরীরে অনেক ড্যামেজ করতে পারছিলো। সোর্ড গুলো এলেক্স এবং এলিনকে বাদ রেখে তাদের টিমের বাকি সদস্যদের এট্যাক করছিলো।
"পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে না। এমন হলে আমরা সবাই নিজেদের সেন্স হারিয়ে ফেলবো।" (হ্যারি ভাবছে)
হ্যারির সামনে মাইরা দাঁড়িয়ে ছিলো। মাইরা তার দুইহাতকে উঁচু করে চোখের সামনে ধরে রেখেছে। সোর্ড গুলো একের পর এক স্লাশ দিয়ে যাচ্ছে যা সবার শরীরে একটু একটু করে অনেক ক্ষত তৈরী করছিলো। এলেক্স এবং এলিন তাদের স্পেল দিয়েও সোর্ড গুলোকে আটকাতে পারে নি। তাই তারা ডোমেইন ব্যবহার করতে যাচ্ছিলো কিন্তু তার পূর্বে জেয়াব, এবা, জেবা এবং ডুফেস সেন্স লেস হয়ে গেলো। সোর্ড গুলো তাদের চারজনের ভাইটাল পয়েন্টে আঘাত করেছে যার কারণে তারা নিজেদের সেন্স হারায়। অন্যদিকে হ্যারি এবং মাইরা দাঁড়িয়ে ছিলো যাদের শরীর অনেক ক্লান্ত দেখাচ্ছিলো।
-> আমার এই ডোমেইনের মধ্যে যেসকল ব্যক্তি আমার সোর্ড গুলোর সংস্পর্শে আসবে তাদের এনার্জি আস্তে আস্তে এবজোর্ব হতে শুরু করবে। ঠিক সে পর্যন্ত এবজোর্ব হবে যে পর্যন্ত না তারা সেন্স হারাবে না। (স্যাম)
স্যামের কথা শুনতে পেয়ে হ্যারি বুঝতে পারলো এখানে তাদের কিছু করার ছিলো না। যেহেতু সে তার অন্যান্য আইটেম গুলো ব্যবহার করতে পারবে না একটা ব্যতীত, তাই স্যামের বিরুদ্ধে জিততে হলে তাকে এলেক্সের এনচান্ট করা আইটেম এখানে বের করতে হবে। হ্যারি কোনো কথা চিন্তা না করেই তার আইটেম বের করতে যাচ্ছিলো কিন্তু তার পূর্বেই এলেক্স হ্যারির পিছনে চলে আসলো এবং ডান হাতের তালু শক্ত করে ধরে হ্যারির কাধে আঘাত করে হ্যারিকে সেন্সলেস করে দিলো। শুধু যে হ্যারিকেই সে সেন্সলেস করলো এমন নয়। যেহেতু নিজের মেয়ে টিমমেটকে সেন্সলেস করতে তার অস্বস্তি বোধ হচ্ছিলো তাই। হ্যারি পরে যাওয়ার পূর্বে এলেক্স হ্যারির ডান হাত ধরলো এবং সে হাত দিয়ে মাইরার ঘাড়ে আঘাত করে মাইরাকেও সেন্সলেস করে দিলো।
"যেহেতু স্যাম আমাদের দুজনকে বাদ রেখে বাকিদের উপরে এট্যাক করছে তাই নিশ্চয় সে চাচ্ছে আমাদের সাথে ফাইট করতে। আর এই সুযোগ আমি ছারতে পারি না। যদিও এলিন কিছুটা সমস্যা করবে তবে তার সমস্যার সাথে তাল মেলানোটা সহজ হবে বাকিদের থেকে।" (এলেক্স ভাবছে)
এলেক্স এই ফাইটে অনেকটা আগ্রহী ছিলো। সে চাচ্ছিলো না সেটা কেউ নষ্ট করে দিক, তাই সে মাইরা এবং হ্যারিকে সেন্সলেস করে দিয়েছে। পুরো টিমের ইনজুরি তেমন সিরিয়াস ছিলো না। তাই তারা মারা যাবে না। তবে এনার্জি হারানোর ফলে এবং অধিকাংশ ক্ষতের কারণে তাদের শরীর বেশ অনেকদিন দুর্বল থাকবে যা দ্রুত হিল না করলে পারমানেন্ট কোনো সমস্যা দেখা দিতে পারে। এই বিষয়টা স্যাম ভালো করেই জানতো, তাই তো সে দেখতে চাচ্ছিলো তার সামনের টিমের দুই ডিভাইন বিস্ট কন্ট্রাকটর কতটা বুদ্ধিমান।
-> আমার সাথে ফাইটটা যত বৃদ্ধি করবে ততই তোমাদের টিম মেটদের অবস্থা খারাপের দিকে পৌঁছাবে। তাই আমি চাইবো দুজন বেশ দ্রুত শেষ করবে এই ফাইটটা। (স্যাম)
সাধারণত এই সময়ে এলেক্সের এট্যাক করার কথা ছিলো। কারণ সে সব সময় সেটাই করে। নিজেই সবার প্রথমে এটা এট্যাক করে যেটা অনেক মারাত্মক হয়। যদি প্রতিপক্ষ সে এট্যাক দেখতে না পারে তাহলে সে হেরে যাবে। কিন্তু এবার স্যাম এলেক্সকে সে সুযোগ না দিয়ে প্রথমেই এট্যাক করলো। স্যাম যেখানে দাঁড়িয়ে ছিলো সেখান থেকে সে আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেলো। যা এলিনকে অনেকটা অবাক করলো। কিন্তু সে এলেক্স অদৃশ্য হয়ে যাওয়া স্যামের দিকে তাকালো না। বরং সে তার ইনভেন্টরির মধ্যে থেকে একটা সাধারণ সোর্ড বের করে দ্রুত মাথার পিছনে রাখলো। এলিনও অবাক হলো, স্যাম যে তার চোখের সামনে এখানে অদৃশ্য হলো সে এক পলকের মধ্যেই এলেক্সের পিছনে এসে সোর্ড দিয়ে এট্যাক করেছে।
"এটা কি টেলিপোর্টেশন ছিলো?" (এলিন ভাবছে)
[মাস্টার, এটা কোনো টেলিপোর্টেশন স্পেল ছিলো না। আপনাদের ভাষায় বোঝালো সেটা ঔ ব্যক্তির একটা অউরা স্পেল ছিলো। স্পেলটা ব্যবহারের মাধ্যমে নিজের একটা হুবুহু কপি তৈরী করা যায় যেটা সময়ের সাথে সাথে হাওয়ার মধ্যে বিলীন হয়ে যাবে। এটা মূলত প্রতিপক্ষকে কনফিউজ করার জন্য ব্যবহার হয়।]
"এটা তো তাহলে অনেক ডেডলি একটা স্পেল ঠিক না? আমি তো আমাদের কিংডমের মধ্যে কাউকে এই স্পেল ব্যবহার করতে দেখি বা শুনি নি পূর্বে।" (এলিন)
[কারন এটা অনেক রেয়ার একটা এবিলিটি, যেটা ব্যবহারের জন্য মারাত্মক লেভেলের স্পিডের প্রয়োজন হয়। যে স্পিড সকল ব্যক্তির জন্য পাওয়া কখনোই সম্ভব নয়। হাতে গোনা কিছু ব্যক্তিই এই ওয়ার্ল্ডে আছে যারা এটা ব্যবহার করতে পারে।]
"তাহলে এলেক্স ওর এট্যাকটা কিভাবে কাউন্টার করলো? আমি তো দেখতেই পারি নি তাকে।" (এলিন)
[কারণ তার রিয়াকশন স্পিড আপনার থেকেও অনেকটা বেশী। তাই সে স্যামের স্পেলের মধ্যেও ত্রুটি দেখতে পেয়েছে।]
এলিন এবং তার ফ্যামিলিয়ার একে অপরের সাথে কথা বলছিলো। অন্যদিকে এলেক্স স্যামের মুখোমুখি হয়েছে। স্যাম প্রথম থেকেই নিজের পাওয়ার ব্যবহার করছিলো। সে অন্য সবার মতো নিজের প্রতিপক্ষকে পরীক্ষা করে না। বরং প্রথম থেকেই সকলের বিরুদ্ধে নিজের সর্বোচ্চ ব্যবহার করে। স্যাম এ পর্যন্ত এলেক্সের সব গুলো ফাইট দেখে এসেছে। সে কোনো ভাবেই এলেক্সকে দুর্বল মনে করে না। বরং সে এলেক্সকে নিজের থেকেও বেশী শক্তিশালী মনে করে। এটা মনে করার মূল কারণ হলো স্যাম এলেক্সের সম্পর্কে কিছুই জানে না। তার ফাইটিং এর স্টাইল সম্পূর্ণ ভিন্ন যেটা সে পূর্বে কোনো মানা ইউজারকে ব্যবহার করতে দেখে নি। আর তাছাড়াও ভয়ানক জিনিস হলো,
"এলেক্স এখনো তার ফ্যামিলিয়ার ব্যবহার করে নি যেটাকে দেখার জন্য আমি এখনো অপেক্ষা করে আছি।" (স্যাম ভাবছে)
স্যামের লং সোর্ডের ব্লেড এলেক্সের সর্ট সোর্ডের ব্লেডের সাথে একত্রিত হওয়ার সাথে সাথে উক্ত কথাটা স্যামের মাথায় আসলো। অন্যদিকে এলেক্স ভাবনায় অন্য কথা ছিলো,
"এই স্ট্রেন্থ আমার নিজের স্ট্রেন্থের থেকেও অনেক বেশী। আমার হাতের সোর্ড কাঁপছে। এভাবে বেশী এট্যাক আমার মনে হয় না আমি নিতে পারবো।" (এলেক্স ভাবছে)
এলেক্স স্যামের থেকে নিজের কিছুটা দূরত্ব বানিয়ে নিলো। এবং স্যামের থেকে নিজের স্ট্রেন্থ বারিয়ে নেওয়ার চেষ্টা করলো, শুধু যে সে স্ট্রেন্থ বারাচ্ছে এমন নয়।
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
"লাকি স্পিন"
এলেক্স তার সেকেন্ড ক্যারেক্টারের থেকে পাওয়া স্কিলটা ব্যবহার করলো। যা ব্যবহার করলে এলেক্সকে একটা কয়েন নিক্ষেপ করতে হয়। যার হেড কিংবা টেল পরুক প্রতি চালেই এলেক্সের স্ট্যাট কিছুটা বৃদ্ধি পায়। এটাকে বাফ্ বলে,
-""স্ট্রেন্থ ৫% বৃদ্ধি পেয়েছে।""-
-""এজিলিটি ৪ % বৃদ্ধি পেয়েছে।""-
-""স্ট্যােমানা ৩% বৃদ্ধি পেয়েছে""-
-""ভাইটালিটি ৪% বৃদ্ধি পেয়েছে।""-
-""ইনটেলিজেন্স ৬% বৃদ্ধি পেয়েছে""-
এলেক্স একবারে কয়বার তার স্কিলটা ব্যবহার করলো সেটা সে নিজেও জানে না। তবে তার স্কিলটার ব্যবহারের ফলে তার সামনে উক্ত মেসেজ গুলো পাঠিয়েছে তার সিস্টেম। যা দেখার কোনো সময় ছিলো না তার। এলেক্স আবারো তার হাতের সাধারণ ড্যাগারকে আরো শক্ত করে ধরলো এবং সামনের দিকে ধাবিত হলো। একটু পূর্বে তার যে স্পিড ছিলো তা এজিলিটি স্ট্যাট বৃদ্ধির কারণে আরো চার % বৃদ্ধি পেয়েছে। যার কারণে এলেক্সের এই এট্যাকের জন্য স্যাম প্রস্তুত ছিলো না। তবে শেষ মুহুর্তে সে এলেক্সকে লক্ষ করে এট্যাকটা থেকে একটু সরে যেতে পেরেছে। তবে তার পূর্বেই তার মূখে একটা ছোট ক্ষতের দাগ দেখা গেলো যেটা মাত্র এলেক্সের ড্যাগার থেকে হয়েছে। কিছুটা ব্লাড সেখান থেকে বের হয়েছে যা স্যাম হাত দিয়ে মুছে নিলো। এতোক্ষণে তার ডোমেইনও ক্যান্সেল হয়ে গিয়েছিলো। তাই ডোমেইন নিয়ে এলেক্স চিন্তা করে নি।
("অউরা ডোমেইন, সোর্ডল্যান্ড")
স্যাম আবারো তার ডোমেইন ব্যবহার করলো মাটিতে নিজের সোর্ডটা গেঁথে। আবারো পরিবেশটা চেঞ্জ হতে শুরু করলো। চারিদিক একটা ব্যাটেলফিল্ড হয়ে গেছে যেখানে হাজারো ব্যক্তির লাশ পরে ছিলো। সে লাশের মধ্যে সোর্ড ছিলো হাজারো গাঁথা। স্যামের মাইন্ডের পাওয়ারে সোর্ড গুলো এক এক করে উড়তে শুরু করলো যা এলেক্সের দিকে করে এট্যাক করছিলো। প্রথম দিকে সোর্ডের পরিমাণ কম থাকার কারণে এলেক্স অনেক দ্রুত একের পর এক তার সোর্ড দিয়ে সেগুলোকে কাউন্টার করছিলো। কিন্তু প্রতিটা সোর্ড কাউন্টার করার পর সোর্ডের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছিলো। যা এলেক্সের জন্য সমস্যা করে দিচ্ছিলো। এখন প্রায় শত শত সোর্ড এলেক্সের থেকে হালকা কম স্পিডে এলেক্সকে এট্যাক করে যাচ্ছে। এলেক্স সব কাউন্টার করতে না পারায় অনেক গুলো সোর্ড তাকে পর পর ক্ষত দিতেই আছে। প্রতিটা সোর্ডের এট্যাকে এলেক্সের শরীর থেকে এনার্জি ড্রেইন হচ্ছিলো।
"লাইটনিং বোল্ট"
এলেক্সের প্রায় অর্ধেকের বেশী এনার্জি ড্রেইন হয়ে গিয়েছে। সে চাচ্ছিলো না বাকিটাও হোক। তাই সে দ্রুত তার হিডেন কার্ড ব্যবহার করে ফেললো। এটা তেমন কোনো গোপনীয় বিষয় ছিলো না যেটা এলেক্সকে লুকাতে হবে। অবশ্য এটা সবাইকে অবাক করেছে।
"বেশীরভাগ সময়েই ফায়ার এবং লাইটনিং মানা এবং অউরা ইউজারদের অনেক রেয়ার ভাবা হয়। তবে এমন নয় যে টাওয়ারে তাদের সংখ্যা কম। যেখানে যাওয়া যাবে সেখানেই তাদেরকে দেখা যাবে। তবে সমস্যা সেখানে না। এমনিতেই এলেক্স ক্লোজে একটা অউরা ইউজারের মতোই ফাইট করতে পারে, তাই তার কাছে ফায়ার এবং লাইটনিং এট্রিবিউট একসাথে থাকা মানে সে ক্লোজ ফাইটে আরো পাওয়ার ফুল হয়ে গেলো।" (স্যাম)
স্যামের মুখে হাসি ফুটে উঠলো। যেহেতু এলেক্সের লাইটনিং এট্রিবিউট রয়েছে এটা কেউ জানে না এবং পূর্বের ফাইট গুলোতেও এলেক্স ব্যবহার করে নি তাই স্যাম কিছুটা সন্তুষ্ট ছিলো। তার সন্তুষ্ট হওয়ার মূল কারণ হলো সেই পেরেছে এলেক্সকে তার আরেকটা এট্রিবিউট ব্যবহারে জোর করতে। যাইহোক, এলেক্সের লাইটনিং বোল্ট স্পেলের কারণে তার শরীর থেকে মারাত্মক লেভেলের একটা লাইটনিং বোল্ট বের হয়েছে। যদিও এলেক্স স্যামের ডোমেইনের মধ্যে ছিলো তারপরও তার স্পেলটাকে স্যাম তার ডোমেইন দিয়ে কন্টেন্ট করতে পারে নি। বরং এলেক্সের লাইটনিং বোল্টের কারণে স্যামের ডোমেইন ভেঙে গেলো। স্যাম দাঁড়িয়ে ছিলো তার জায়গা মতো। শুধু যে দর্শকরা অবাক হয়েছে এমন নয়, স্যাম নিজেও বিস্ময়ে আছে।
"এটা অসম্ভব। লাইটনিং যতই শক্তিশালী হোক না কেনো, আমার ডোমেইনকে তা এতো সহজে ভাঙতে পারতো না।" (স্যাম ভাবছে)
এলেক্সও কিছুটা অবাক হয়েছিলো। কারণ সে অনেকটা উত্তেজিত ছিলো স্পেলটা ব্যবহারের সময়। তাই সে লক্ষই করে নি এক মিলি সেকেন্ডের জন্য সে তার সাইড ক্যারেক্টারে চেঞ্জ হয়েছিলো। এলেক্সের সাইড ক্যারেক্টার এমিয়াসে এক মিলি সেকেন্ডের জন্য ট্রান্সফর্ম হওয়ার কারণে কেউ সেটা লক্ষ করে নি। আর সেই এক মিলি সেকেন্ডের মধ্যেই এলেক্স তার স্পেলটা ব্যবহার করলো। আর যেহেতু তার সেই ক্যারেক্টারের লাক্ সর্বোচ্চ তাই ডোমেইনটা ভাঙতে সময় লাগলো না। এলেক্স নিজেও জানে না সে এক মিলি সেকেন্ডের জন্য তার সাইড ক্যারেক্টারে পরিণত হয়েছিলো। তাই সে কনফিউশানে ছিলো। একটা মেসেজ এসেছিলো তার চোখের সামনে কিন্তু ফাইটে ফোকাস থাকার কারণে এলেক্স সেটা লক্ষ করতে পারে নি।
-> তুমি আসলেই অনেক রহস্যময়ী একটা ছেলে এলেক্স। কিন্তু আমি জানি তুমি আরো কিছু লুকিয়ে রাখছো তোমার ও ছোট শরীরের মধ্যে। তাই আস্তে আস্তে সব কিছু দেখাতে থাকো আমাকে। (স্যাম)
-> ইউউউউ, আমি মোটোও সেরকম টাইপের না। (এলেক্স)
এলেক্স কোল্ড একটা লুক নিয়ে উত্তর দিলো। তার কথাটা শুনে স্যাম কিছুটা লজ্জা পেলো। কারণ স্যাম সেটা বোঝাতে চাই নি যেটা এলেক্স ভেবেছে।
-> আমি বলতে চাচ্ছিলাম তোমার পাওয়ারের কথা। (স্যাম)
স্যাম বলেই তার শরীরের চারপাশ দিয়ে এনার্জি চ্যানেল করতে শুরু করলো। তাকে দেখে মনে হচ্ছিলো সে এখনি সুপার সায়ান হয়ে যাবে। যাইহোক মজা বাদ দি, এলেক্স সেটা দেখে মোটেও অবাক ছিলো না। কারণ পূর্বে সে স্যামের টিমের একজন অউরা ইউজারের সাথে ফাইট করেছিলো। তাই এটাই অভিজ্ঞতা রয়েছে এলেক্সের। স্যামের চারিদিকে এনার্জি ছড়িয়ে যাওয়ার সাথে সাথে তার স্পিড এবং স্ট্রেন্থ দুটোই বৃদ্ধি পেয়েছে। সে এতো স্পিডে যাওয়া আসা করছিলো যে শুধু লাল রঙকে নরাচরা করাই দেখতে পাচ্ছিলো এলেক্স।
"স্যামের স্পিড এখন আমার থেকে অনেকটা বৃদ্ধি পেয়েছে। আমি ওর অউরা এনার্জি ছাড়া আর কিছু দেখতে পারছি না। তাহলে আমাকেও পাওয়ার আপ ব্যবহার করতে হবে।" (এলেক্স)
এলেক্স তার সারা শরীরে এনার্জি চ্যানেল করলো। যা থেকে তার সারা শরীর থেকে লাইটনিং স্পার্ক করছিলো। লাইটনিং গুলো মৃদু হওয়ার কারণে সেটা কারো নজরে পরছিলো না। এই সময়ে স্যাম তার ডান হাত দিয়ে একটা পান্স মারলো এলেক্সের মুখে। পান্সের কারণে এলেক্স পিছনের দিকে দুই পল্টি খেয়ে পরলো। স্যাম আরো একবার ঘুরে এসে এবার একটা কিক মারলো এলেক্সের পেট বরাবর। কিকের কারণে এলেক্সের পিঠ পিছনে থাকা একটা গাছের সাথে বারি খেলো। এই কিকের ফলে এলেক্সের মুখ থেকে হালকা ব্লাড বের হয়ে গেলো। যা সে পুরো ইগনোর করে এবার নিজের সারা শরীর থেকে লাইটনিং স্পার্ক করাতে লাগলো। স্যাম পরের বার এলেক্সকে এট্যাক করবে তখনি এলেক্স সেখান থেকে স্যামের স্পিডে উঠে গেলো এবং স্যামের লাফ দিয়ে দুই হাত দিয়ে স্যামের মাথাকে ধরলো। এবার নিজের হাটু ভাজ করে কিক দিতে গেলো। তবে স্যাম সেটাকে কাউন্টার করতে পিছনের দিকে একটা ফ্লিপ দিলো এলেক্সকে নিয়েই। ফ্লিপের সাথে সাথে স্যাম তার ডান পা দিয়ে একটা কিক দিলো এলেক্সের পেট বরাবর। যা কিকের এলেক্স উপরের দিকে চলে গেলো। তবে নিজের ব্যালেন্স ঠিক রেখে একটা গাছের গায়ের উপরে পা দিয়ে দাঁড়ালো।
"কুইক মুভমেন্ট"
এলেক্স তার স্কিল ব্যবহার করলো। তার স্পিড এখন অনেক বৃদ্ধি পেলো। এজন্য এবার স্যাম নিজেই চোখ রাখতে পারছিলো না। এলেক্স আশে পাশের গাছ পালাকে নিজের সুবিধায় লাগাচ্ছিলো। সে উপরে থেকেই এক গাছ থেকে অন্য গাছে যাচ্ছিলো। তার স্পিড এতো ছিলো যে বোঝায় যাচ্ছিলো না এলেক্স কোথায় ছিলো। স্যাম দাঁড়িয়ে না থেকে তার সোর্ড দিয়ে একের পর এক স্লাশ দিচ্ছিলো, কিন্তু কোনোটায় এলেক্সের লাগছিলো না।
-> এই ট্রিক আমার সাথে চলবে না। (স্যাম)
স্যাম এবার তার সোর্ডটাকে শক্ত করে ধরলো এবং একটা দীর্ঘ নিশ্বাস নিলো।
"অউরা স্পেলঃ ফায়ার ব্লেড"
স্যামের তার লং সোর্ড দিয়ে চার দিকে চারটা সুয়িং দিলো। চারটা সুয়িং থেকে চারটা বিশাল তরঙ্গের মতো সোর্ড এট্যাক সামনের দিকে চলে গেলো। যা থেকে প্রতিটা চারপাশের গাছপালা গুলো কেটে এক এক করে নিচে পরে গেলো। অন্য দিকে এলেক্স এতোক্ষনে একটা গাছ থেকে অন্য একটা গাছে লাফিয়ে নিজের স্পিড আরো বৃদ্ধি করে নিয়েছে। সেই সাথে তার স্ট্রেন্থ তো বেশী আছেই।
"স্কিলঃ প্রোগ্রামার একটিভ"
"স্পেল মডিফিকেশন"
এলেক্স তার প্রোগ্রামার স্কিল একটিভ করেছে। যা দিয়ে সে যেকোনো একটা স্কিল কিংবা স্পেল মডিফিকেশন করতে পারে। চোখ বন্ধ করলো এলেক্স এবং যে স্পেলটা মডিফিকেশন করবে সেটা নিয়ে ভাবতে লাগলো। তার সামনে হাজারো প্রোগ্রাম ভাষা ভেসে উঠলো। যা তার জন্য চেঞ্জ করা প্লেটে থাকা ভাজা আন্ডা খাওয়ার মতোই ছিলো। তাই তো এক পলকের মধ্যেই সে প্রোগ্রাম কোডটা চেঞ্জ করে নতুন একটা স্পেল তৈরী করলো, যেটা পূর্বেরটার থেকে মারাত্মক ছিলো।
"মানা স্পেলঃ রেইলগান"
স্যাম তার সোর্ড দিয়ে সেখানের গাছ গুলো কেটে ফেলেছে, অন্যদিকে এলেক্স শেষ গাছটায় গিয়ে দাঁড়ালো এবং সেখান থেকে দশটার মতো ছোট ছোট ডাল ভেঙে লাফ দিলো। এখন সে গাছটাও পরে গেলো। তাই তার দাঁড়ানোর মতো আর কোনো গাছ ছিলো না। তবে এলেক্স কোনো গাছে না দাঁড়িয়ে উপর থেকেই তার হাত থেকে গাছের ডাল গুলো ছেড়ে দিলো। যা তার হাত থেকে পা পর্যন্ত আসার সাথে সাথে এলেক্স দ্রুত তার ডান পা দিয়ে পর পর দশটা কিক দিয়ে সেগুলোকে নিক্ষেপ করলো স্যামের দিকে। এলেক্সের স্পেলের কারণে তার পা থেকে লাইটনিং সে ডাল গুলোতে চ্যানেল হয়ে সেগুলোকে লোহার থেকেও শক্ত এবং সোর্ডের ব্লেডের থেকেও ধারালো করে দিলো। প্রায় এলেক্সের স্পিডের তিন গুন স্পিডে আটটা গাছের ডাল প্রথমে স্যামের দাঁড়িয়ে থাকা জায়গার পনেরো ফিট জায়গা ঘুরিয়ে এক এক করে পরলো। এরপরের একটা স্যামের দিকে যাচ্ছিলো। যদিও স্যাম দেখতে পাচ্ছিলো না সেটার স্পিড বেশী হওয়ার কারনে। কিন্তু প্রথম আটটা পরার সময় সে রেডি ছিলো।
("অউরা ডোমেইন, সোর্ডল্যান্ড")
স্যাম দ্রুত তার ডোমেইন ব্যবহার করে ফেললো। এবার শত সোর্ড নয়, বরং হাজারো সোর্ড সে কন্ট্রোল করলো এবং সেটা এলেক্সের নিক্ষেপ করা দুটো গাছের ঢালকে সে কাউন্টার করার চেষ্টা করলো। একের পর এক সোর্ড দুটো গাছের ডালের সাথে বারি খাচ্ছিলো কিন্তু কোনো ভাবেই থামাতে পারছিলো না।
"আমি এরকম কোনো স্পেল কখনো দেখি নি। অনেকটা অউরা ইউজারদের মতো মনে হলেও কোনো রেকর্ড সম্পর্কে আমি জানি না। আমি এটাকে ছোট করে দেখতে পারবো না আর।" (স্যাম ভাবছে)
স্যাম তার এনার্জি দিয়েও এলেক্সের রেইলগান দুটোকে থামাতে পারছিলো না। অবশ্য সে থামাবে কিভাবে, এলেক্সের অবশিষ্ট সকল এনার্জি শেষ হয়ে গিয়েছে তার এই স্কিলটা ব্যবহারের কারণে। যে স্কিলটার মাধ্যমে নতুন এবং শক্তিশালী স্পেল বা স্কিল তৈরী করা যায় সেটা ব্যবহারে এনার্জি তো অনেকটা শেষ হবেই। এখানে সমস্যা হলো এলেক্স এই স্কিলটা প্রতি সাতদিনে একবার ব্যবহার করতে পারে। তবে স্কিলটা থেকে যে স্পেল তৈরী হয় সেটা পরে যেকোনো সময় এলেক্স ব্যবহার করতে পারবে। তাই এটা অনেক বড় একটা জিনিস ছিলো এলেক্সের জন্য। যেহেতু তার সিস্টেম ছিলো তাই এই দিক দিয়ে এলেক্সের সুবিধা বেশী ছিলো। তবে স্যাম এখানেই হেরে যাওয়ার ছেলে না। তার হাতে এতোক্ষণ যে লং সোর্ড ছিলো সেটা সাধারণ একটা সোর্ড ছিলো কোনো ম্যাজিকাল আইটেম ছিলো না। তাই নিয়ম অনুযায়ী সে একটা ম্যাজিকাল আইটেম ব্যবহার করতে পারবে। যা এখন সে বের করলো। তার স্পেস রিং এর মধ্যে আইটেমটা ছিলো। যদিও স্পেস রিং একটা আইটেম কিন্তু এটা নিয়মের ভিতরে গন্য হবে না। অনেকের আইটেম রয়েছে যেটা হাতে করে বহন করা কষ্টকর। তাই স্পেস রিং প্রয়োজন সবারই। যাইহোক একটা টু হ্যান্ডেড হ্যাভি সোর্ড বের করলো স্যাম। স্যামের লম্বা শরীর নিয়ে সে অনেক সহজেই একটা সুয়িং দিলো। এলেক্সের দুটো রেইলগানই স্যামের কাছে চলে আসছিলো, তাই স্যামের টু হ্যান্ডেড হ্যাভি সোর্ডের সাথে স্পর্শ করলো দুটো রেইলগানই। স্পর্শের সাথে সাথে একটা শীষ দেওয়ার মতো শব্দ হলো। যে শব্দ দুটো গাছের ডাল বিশ/ত্রিশটার মতো রঙিন প্রজাপতিতে পরিণত হয়ে গেলো। ঠিক তখনি গ্যালারি থেকে দর্শকদের চিল্লানী এবং করতালী শোনা যাচ্ছিলো।
-> আমি ভেবেছিলাম আমার প্রথমে তুমি তোমার আসল ম্যাজিকাল আইটেম ব্যবহার করবে। কিন্তু মনে হচ্ছে এ রাউন্ডে আমি হেরে গেলাম। কিন্তু এখনো আরো রাউন্ড বাকি আছে। আমি প্রথমেই সাবধান করে রাখি। আমার এই আইটেমটা কোনো অর্ধ জীবিত বস্তু যেটার কোনো স্পিসিজ নিশ্চয়তা নেই সেটাকে বাটারফ্লাই বানিয়ে দিতে পারে। আর এজন্যই এটার নাম বাটারফ্লাইট সোর্ড। (স্যাম)
স্যাম তার ডান হাত দিয়ে তার বিশাল সোর্ডটাকে মাটিতে ফেললো। বিশাল সোর্ডটা ব্লেড মাটিতে পরার সাথে সাথে মাটি কেঁপে উঠলো।
-> ওয়েল এটা মনে হচ্ছে রিক্সি একটা আইটেম হবে। তাই রিক্স তে আমাকে নিতেই হবে। (এলেক্স)
এলেক্সের নিজস্ব সেকেন্ডারি কোরের মধ্যকার এনার্জি শেষ, আপাতোতো যেটুকু রয়েছে সেটা ব্যবহার করলে তার কোরই ভেঙে যাবে। তবে তার রিং এর মধ্যে এখনো কিছুটা এনার্জি সঞ্চয় করা ছিলো। তাই এখন সেটা সে ব্যবহার করতে শুরু করলো। ইনভেন্টরি থেকে সে মুন ড্যাগার বের করলো।
[মাস্টার আমি আপনার মুনের উপরে আমার স্পেশাল এনচান্টমেন্ট ব্যবহার করেছি। তাই আপাতোতো সময়ে কোনো কন্সটেলেশন বাদে বুঝতেই পারবে না যে এটা একটা এনচান্টেট আইটেম।]
জিডুরী হঠাৎ উক্ত কথাটা বললো এলেক্সকে টেলিপ্যাথি ভাবে। যার কারণে তাকে নিজের আইটেমকে অন্য কাউকে দেখাতে কোনো সমস্যা হলো না। তবে এমন নয় যে সেটার এনচান্টমেন্ট লুকিয়ে রেখে এলেক্স কারো দৃষ্টি আকর্ষন করলো না। এলেক্স দ্রুত কিছু ব্যক্তির দৃষ্টি আকর্ষন করে ফেললো যারা উক্ত ড্যাগারটাকে চিনতো।
গ্যালারির মধ্যে এক ব্যক্তি বসা ছিলো। সে কাঁপতে ছিলো ড্যাগারটা দেখেই। তার পাশে থাকা আরেকটা ব্যক্তি বলতে লাগলো,
-> স্যার এটা কি সেই ড্যাগার না যেটা আমাদের ইয়াং মাস্টার ব্যবহার করতো?
কাঁপতে থাকা লোকটা অনেকটা রাগে আস্তে আস্তে তার লোকদের বলতে লাগলো,
-> আমি জানি না কিভাবে কিন্তু এই টুর্নামেন্টের শেষেই আমি এই ছেলের অর্ধমৃত শরীর দেখতে চাই আমার টর্চার রুমে।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।
ভেবেছিলাম এই পর্বে ফাইট শেষ হবে। তবে মনে হচ্ছিলো তাতে ফাইটটা ছোট হয়ে যেতো। তাই নতুন কিছু এড করার জন্য আরেকটা পর্ব বৃদ্ধি করা হবে। দুঃখিত, বলেছিলাম এই পর্বে ফাইটটা শেষ হবে, তবে পারি নি😅😅।