#Demon_King#
পর্ব:১০৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের একাডেমির মধ্যে একটা টুর্নামেন্ট চলছিলো যা পাঁচ বছর অন্তর অন্তর এক বারই সুযোগ করে দেই সব স্টুডেন্টদের মেধা এবং শক্তি দেখানোর। টুর্নামেন্টের শেষ ধাপ চলছিলো যেটা শেষ হলেই আবারো পাঁচ বছর অপেক্ষা করতে হবে সবাইকে সুযোগটা আবারো নিজের হাতে আনার জন্য। ছোট ছোট ছেলেমেয়েদের জীবনের প্রথম ধাপ হলো এই একাডেমি। যেখান থেকে ম্যাজিক এবং ফাইটের কৌশল শেখার পর তারা বিভিন্ন জায়গাতে যেতে পারে। কেউ হান্টার, কেউ এডভেঞ্চারার, কেউ নাইট, কেউ মেজ আবার কেউ হিলার পদে যুক্ত হয়। কেউবা বড় বড় নোবেল কিংবা রয়েল পরিবারে কাজ করার জন্য চলে যায়। আর তাদের ভবিষ্যতের সেই দিক গুলো নির্বাচন করার জন্য টুর্নামেন্ট অনেক বড় একটা ভূমিকা রাখে। এই টুর্নামেন্টে শুধু যে প্রতিটা স্টুডেন্ট তাদের পাওয়ার দেখাচ্ছিলো এমন নয়, পাওয়ারের সাথে তারা প্রতিটা রয়েল এবং নোবেল পরিবারের দৃষ্টি আকর্ষণ করছিলো। যদি কারো প্রভাবশালী কোনো পরিবারে কাজ করার ইচ্ছা থাকলে তাহলে নিজের বেস্ট পারফরমেন্স দেখানোর সুযোগ এখানেই ছিলো। তবে একটা সমস্যা রয়েছে, টুর্নামেন্টের নিয়ম গুলো প্রতিবারই চেঞ্জ হতে থাকে, তাই কখন কি নিয়ে ফাইট করতে হয় সেটা স্টুডেন্টরাও জানে না। তাই তো অনেক শক্তিশালী স্টুডেন্টও প্রস্তুতি না নিতে পেরে প্রথমেই হেরে গিয়েছে। আর অন্যদিকে ভাগ্যের জন্য অনেক দুর্বল টিমও অনেক উপরে উঠেছে।
যায়হোক, এরিনার মধ্যে ফাইট হচ্ছিলো স্যাম এবং এলেক্সের মধ্যে। দুই টিম থেকেই মাত্র দুজন দাঁড়িয়ে ছিলো, বাকিরা সেন্সলেস হয়ে আছে। তাদের সেন্স কখন ফিরবে সেটা সম্পর্কে এলেক্স কিছুই জানে না। সে শুধু তার ফাইটে মনোযোগ দিতে লাগলো।
"পূর্বের অউরা ইউজারের সাথে ফাইটের সময় আমার স্ট্রেন্থ হঠাৎ করেই অনেকটা বৃদ্ধি পেয়েছে, যার কারণ কোনো ভাবেই খুঁজে পাচ্ছি না। কিন্তু মনে হচ্ছে সেটার জন্য আমি আমার ব্যালেন্স রাখতে পারছি। আমার যতদূর মনে হয় স্যামের লেভেল আমার থেকেও দ্বিগুন হবে। তা নাহলে ওর যে শরীর থেকে যে প্রেসার বের হচ্ছে সেটা সাধারণ হতো।" (এলেক্স ভাবছে)
এলেক্স যেহেতু স্যামের লেভেল দেখতে পারছিলো না। তাই সে সিওর ছিলো স্যামের লেভেল তার নিজের থেকে দ্বিগুন বা বেশী হবে। সাধারণত লেভেল বৃদ্ধির কারণে একজনের স্ট্যাটও বেশী থাকে। যেহেতু স্যামের লেভেল বেশী ছিলো তাই স্যামের স্ট্যাটও বেশী ছিলো। কারো লেভেল ব্যতীত এলেক্স স্ট্যাট দেখতে পারে না। তারপরও এলেক্সের ক্যালকুলেশন অনুযায়ী স্যামের তিনটা স্ট্যাট এলেক্সের নিজ স্ট্যাট থেকেও দ্বিগুণ ছিলো।
"ভাইটালিটি, এজিলিটি, স্ট্যামেনা এই তিনটার দিক দিয়ে আমি অর্ধেক স্যামের থেকে।" (এলেক্স ভাবছে)
এলেক্সের এসাসিন সাবজব থাকার পরেও সে স্যামের স্পিডের সাথে পেরে উঠতে পারছিলো না তাদের এজিলিটি স্ট্যাটের পার্থক্যের কারণে। তাই তে তাকে তার লাইটনিং এট্রিবিউটের সাহায্য নিয়ে নিজের স্পিডটা বৃদ্ধি করতে হয়েছে। অন্য দিকে তার স্ট্রেন্থ পূর্বের ফাইটে হঠাৎ বৃদ্ধি পেয়েছে তাই সে স্যামের সাথে সমানে সমান ভাবে ফাইট করতে পারছিলো। তবে এখানে সমস্যা ছিলো এলেক্সের ভাইটালিটি এবং স্ট্যামেনার। যার কারণে সে স্যামের থেকেও দ্রুত হাঁপিয়ে যাচ্ছিলো এবং দ্রুত গুরুতর আঘাত প্রাপ্ত হচ্ছিলো
স্যাম তার টু হ্যান্ডেন হ্যাভি সোর্ড বের করার পর তার নিজস্ব স্ট্রেন্থও বৃদ্ধি পেয়েছে যা এলেক্স তার মুন ড্যাগার নিয়ে বেশী ভালো করে ব্লক করতে পারছিলো না। যেহেতু হ্যাভি সোর্ডের বিপক্ষে ড্যাগার নিয়ে ফাইট করাটা বোকামি ছিলো তাই এলেক্স তার প্লান চেঞ্জ করে ফেললো।
"ডার্ক প্রিজন"
এলেক্স তার ডার্ক এট্রিবিউটের একটা স্পেল ব্যবহার করলো। যা এই পর্যন্ত কেউ দেখে নি। এলেক্স নিজেও কাউকে ডার্ক এট্রিবিউটের এই স্পেল ব্যবহার করতে দেখে নি। তবে তাই বলে কি সে নতুন কোনো স্পেল তৈরী করতে পারবে না? এলিনের আইস প্রিজন স্পেলটাকে দেখে এলেক্স অনেক পূর্বেই এই স্কেলটা বানিয়ে নিয়েছে। এলেক্সের মুন ড্যাগার এবং স্যামের হ্যাভি সোর্ডের ব্লেড একে অপরের সাথে লেগে ছিলো। ঠিক তখনি মাটি থেকে কালো সূঁচালো স্পাইক বের হতে শুরু করলো। যা স্যামকে চারদিকে দিয়ে ঘিরে ধরলো এক পলকের মধ্যেই। তার শরীরে কোনো ক্ষত তৈরী না করলেও স্পাইক গুলো স্যামের শরীর ঘেঁষে বের হয়েছে এক এক করে। যার ফলে স্যাম নারাচরা করতে পারছিলো না। অন্যদিকে এলেক্স ফাইটটা এখানেই শেষ করতে চাচ্ছিলো বলে স্যামের দিকে এগিয়ে গেলো এবং ড্যাগারের পিছনের অংশ দিয়ে স্যামের মাথায় আঘাত করতে যাবে ঠিক তার পূর্বেই স্যামের চারিদিকে থাকা স্পাইক গুলো এক এক করে বাটারফ্লাই হতে শুরু করলো। দেখতে দেখতে স্যামের সোর্ডের সংস্পর্শে আসা সকল স্পাইক গুলোই বাটারফ্লাই হয়ে গেলো। যা স্যামকে তার স্পেল ব্যবহারে আরো সাহায্য করলো।
"অউরা স্পেলঃ ব্লেজিং টর্নেডো"
স্যাম দ্রুত তার হ্যাভি সোর্ডের হাতলকে শক্ত করে ধরলো এবং সেটা নিয়ে চারদিকে কয়েকবার সুয়িং দিলো। নিজের ফায়ার এট্রিবিউট ব্যবহার করার কারণে স্যামের সোর্ড থেকে একটা ভয়ানক আগুনের ঘূর্নিপাক তৈরী হলো। যেটার একদম জিরো পয়েন্টে ছিলো এলেক্স। এলেক্স নিজের ডিফেন্সের জন্য মুন ড্যাগারটা মুখের সামনে ধরলো এবং স্যামের স্পেলের মোকাবেলা করতে লাগলো। কিন্তু এটা যথেষ্ট ছিলো না। আগুনের এতোটা তাপ ছিলো যা এলেক্সের শরীরের বিভিন্ন অংশ পুরিয়ে দিচ্ছিলো।
"আমার মনে হচ্ছে আমি আমার লিমিটে পৌঁছে গিয়েছি।" (এলেক্স)
এলেক্স আগুনের ঘূর্নিপাকের সাথে লড়াই করছিলো, যা স্যাম চুপি চুপি দেখছিলো না। বরং ব্যাপারটা তার জন্য আরো সহজ করার জন্য সে নিজের ডোমেইনটা আবারো ব্যবহার করলো।
("অউরা ডোমেইন, সোর্ডল্যান্ড")
ভিআইপি রুমের মধ্যে সবাই অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলো।
-> বলতেই হবে ডিউক হ্যানিস, আপনার ছেলে অনেক বড় একটা জিনিয়াস। সে নিজের ডোমেইনটা এইবার দিয়ে প্রায় পনেরো বারের মতো ব্যবহার করেছে এই স্টেজে। যা তার বয়সী কোনো অউরা কিংবা মানা ইউজারের পক্ষেও সম্ভব নয়। (গালাটুস)
রেড কিংডমের কিং প্রশংসা করলো ডিউক হ্যানিসকে। কিং গালাটুসের মনে অন্য একটা বিষয় ঘুরপাক খাচ্ছিলো,
"হেহেহে, যেহেতু এই কিংডমের ক্রাউন প্রিন্স কোনো কাজেরই না এবং ডিউকের পুত্র এতোটা শক্তিশালী তাই কিছুদিন পরই হয়তো থ্রোন নিয়ে অনেক বড় সড় একটা যুদ্ধ হতে যাচ্ছে এই কিংডমের মধ্যে।" (গালাটুস ভাবছে)
গালাটুসের ভাবনা তার মাঝেই ছিলো, কারণ হ্যানিস বলতে শুরু করলো,
-> আমি আমার পুত্র স্যামকে এর পূর্বে একটা ফাইটে এতোটা আনন্দ পেতে দেখি নি যতটা সে আজকে পাচ্ছে। তাই আমি নিসন্দেহে বলতে পারছি এই ছেলেটা যে আমাদের সামনে রয়েছে সে আমার ছেলের থেকেও শক্তিশালী। (হ্যানিস)
-> কিন্তু আঙ্কেল সেটা কিভাবে সম্ভব? স্যাম ভাইয়া তো একাডেমি সবচেয়ে টপ স্টুডেন্ট, আর তাছাড়াও এই এলেক্সের বয়স থেকে ভাইয়ার বয়সের পার্থক্য প্রায় পাঁচ বছরের রয়েছে। এতো কম বয়সে সে ভাইয়ার থেকে কিভাবে শক্তিশালী হতে পারে?
কথাটা ব্লু কিংডমের কিং হোমস এর পাশে থাকা তার দুই মেয়ের একজন বলে উঠলো। তার কথায় তার বাবা মানে কিং হোমস উত্তর দিতে লাগলেন।
-> একজন শক্তিশালী তার বয়সের দিক দিয়ে হয় না। তিন ভাবে একজন ব্যক্তি শক্তিশালী হতে পারে। প্রথমত হেল এ থাকার মতো ট্রেনিং, যা শুধু হাজারে একজনই করতে পারে। এরপর জন্মগত, যা লক্ষে একজনই থাকে। এবং সবশেষে ভাগ্য, যে কোটিতে একজন দেখা যায়। স্যাম লক্ষ মানুষের মধ্যে একজন, মানে সে তার পাওয়ার জন্মগত ভাবেই পেয়েছে কিন্তু এমন নয় যে সে হাজারে একজনের মতো হেলিস ট্রেনিং করে নি। তাই তো পুরো ব্লু কিংডমের মধ্যে তুলনা করলে তার থেকে জিনিয়াস আর কেউ নয়। কিন্তু শুধু ভাবো যদি কোটি ব্যক্তির মধ্যে একজন হয়, তাহলে সে কেমন হবে? মানে যার ভাগ্য রয়েছে, এমনকি যার জন্মগত পাওয়ারও রয়েছে। আবার যে হেলিস ট্রেনিংও করে, তাহলে সে কেমন হবে? (হোমস)
হোমস এর কথাটা একটু অন্যরকম প্যাচানো ছিলো তবে সবাই সেটা বুঝতে পারলো। কারো কোনো কথা বের হচ্ছিলো না। প্রথমে তারা কেউই খেয়াল করে নি। কিন্তু এলেক্স যখন তার এনার্জি ব্যবহার করছিলো, তার থেকে যে এনার্জি গুলো বের হচ্ছিলো তা সবাইকেই আনইজি বোধ করাচ্ছিলো। যেটায় কেউ কখনো অভিজ্ঞতা করে নি বলে চুপ করেই আছে।
-> আপনারা শুনলে অবাক হবেন। এই ছেলেটার ব্যাকগ্রাউন্ড খোঁজার সময় আমি কিছুই পাই নি। তার আম্মা সাধারণ একজন প্রাণ এনার্জি ইউজার যে ছোট একটা ক্ষতও ঠিক মতো হিল করতে পারে না। আর এই ছেলের বাবা একজন এস র্যাংক অউরা ইউজার হান্টার। তাই আমি আমাদের কিং এর দুই লজিকে সহমত জানাচ্ছি, কিন্তু মনে হয় না এই ছেলের জন্মগত পাওয়ার তেমন স্পেশাল হবে। (প্রিন্সিপাল)
সবাই এলেক্সকে নিয়ে কথা বলছিলো। মারিয়া চুপ করে শুনতে লাগলো সেগুলো। সে ভালো করেই জানে প্রিন্সিপাল তাদের কথা বলছিলো এখানে। কিন্তু তার চিন্তার কোনো কারণ নেই। তখন যাদের কাছে নিজেদের পরিচয় দিয়েছে মারিয়া এবং এলমন্ড, শুধু তারাই এলমন্ড এবং মারিয়াকে মনে রেখেছে। তাছাড়া বাকিদের ব্যাপারে বলতে গেলে কারোরই এলমন্ড এবং মারিয়ার চেহারা পর্যন্ত মনে নেই। এখনো তো অনেকে মনে করছে তারা টাওয়ারের বাইরেই আছে।
-> শুধু ভাগ্যেই কি কোনো কমনার কোনোদিন একটা ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করতে পারবে? কোনোদিনও নয়। আমি তো এই ছেলের বাবার সাথে পারশোনালি একদিন দেখা করতে যাবো। (গালাটুস)
পিছন থেকে এলমন্ড কথাটা শুনে মুচকি হাসলো। সে চাচ্ছিলো এখনি গালাটুসের সামনে গিয়ে দাঁড়াতে, তবে সে নিজের রাগকে কন্ট্রোলে রাখলো।
"এলেক্স, তোমাকে আরো শক্তিশালী হতে হবে। এই স্ট্রেন্থে তুমি এই কেয়সের শিকল গুলো কখনোই ভাঙতে পারবে না। তোমাকে আরো শক্তিশালী হতে হবে তোমার আসল জায়গায় যাওয়ার জন্য।" (এলমন্ড ভাবছিলো)
* * * * *
স্যাম তার ডোমেইনটা আরো একবার ব্যবহার করে ফেলেছে। যার হাজার হাজার সোর্ড গুলো এলেক্সের শরীরে ক্ষত তৈরী করছিলো। সে এতোক্ষণ তার রিং এ থাকা এনার্জি ব্যবহার করছিলো, যা প্রায় শেষের দিকে চলে যাচ্ছিলো। সামনের ফায়ারের টর্নেডো সে এখনো ভাঙতে পারে নি।
"এখন আমার ডোমেইন ব্যবহার করার মতোও এনার্জি আমার কাছে নেই। আমাকে প্রথমে আমার এনার্জি ফুল করতে হবে।" (এলেক্স ভাবছে)
এলেক্স চাচ্ছিলো না তার ড্রাগনটা সাম্মন করতে। কারণ সেটা এখনো ছোট একটা বাচ্চা ছিলো। অন্যান্য বিস্টের মতো সেটা এখনো বড় হয় নি। তাই সেটার শক্তিও অন্যান্য ডিভাইন বিস্টের থেকে কম থাকার কথা। অবশ্য এসব এলেক্স মনে করছিলো। তাই সে তার ড্রাগনকে একটু কমই ব্যবহার করে। যেহেতু তার কাছে আরো দুটো ফ্যামিলিয়ার রয়েছে তাই আপাতোতো সে সেগুলো সিকরেট রাখলো। টাওয়ার এমন একটা জায়গা যেখানে শুধু মনস্টাররাই শত্রু হয় না। অনেক সময় কাছের বন্ধুরাও বিশ্বাসঘাতকতা করে। যার অভিজ্ঞতা এলেক্সের রয়েছে। তাই সে বেশ কিছু জিনিস গোপনই রাখতে চাই বাকিদের থেকে। যাইহোক এলেক্স তার মুন ড্যাগার দিয়ে তার বাম হাতে ছোট একটা কাট দিলো। যা থেকে বেশ কয়েক ফোঁটা ব্লাড বের হলো।
(ফ্যামিলিয়ার সাম্মনঃ কাইসেল)
এলেক্স তার ড্রাগনকে সাম্মন করে ফেললো। তার ড্রাগনটা কিছু ব্যক্তি অনেক পূর্বে এক নজরের জন্য দেখতে পেয়েছিলো। যার পরে এখন পর্যন্ত আর কেউ দেখে নি। তাই প্রথম বারের মতো তার ড্রাগনকে দেখতে পেয়ে গ্যালারির মধ্যে থাকা সকল ব্যক্তিই চেঁচিয়ে উঠলো।
->ড্রাগন।
-> একটা রিয়েল ড্রাগন।
-> ঔটা একটা ড্রাগন বিস্ট।
-> না ঔটাকে লিজেন্ডারি ডিভাইন বিস্ট বলা হয়।
-> কত কিউট ঔটা। আমার তো এখনি একটা হাগ দিতে মন চাচ্ছে।
-> যতদূর আমার মনো পরে ও এখনো সিঙ্গেল, যদি আমরা কয়েক বান্ধবীর মধ্যে একজন পটাতে পারি তাকে, তাহলে রোজ হাগ দিতে পারবো বেবীটাকে।
-> কিসের কিউট। এর থেকে আমার বেবী পান্ডায় অনেক কিউট।
গ্যালারির মধ্যে এক একজন ব্যক্তি এক একরকমের কথা বলছিলো। যার দিকে এখন না গেলাম। যেখানে আগুনের টর্নেডোটা ঘুরপাক খাচ্ছিলো, ঠিক সে জায়গাতেই সাম্মন হয়েছিলো ড্রাগনটা। বাতাসের ফোর্স তাকে আস্তে আস্তে ঘুরিয়ে উপরে এবং ঘূর্নিপাকের মাঝ বরাবর নিয়ে গেলো। যেখানে যাওয়ার পর সে বুঝতে পারলো তাকে কি করতে হবে।
[কত বড় সাহস তোমার, আমার মাস্টারকে আগুন দিয়ে আঘাত করছো।]
একটা জোড়ালো কন্ঠে কাইসেল কথাটা বলে উঠলো। তবে তার কথাটা শুধু মাত্র এলেক্স ব্যতীত অন্য কেউ শুনতে পেলো না। তার কথার মাঝে রাগ নিয়ন্ত্রণের বাইরে ছিলো। পলকের মধ্যে স্যামের স্পেল সহ তার ডোমেইন দুটোই ক্যান্সেল হয়ে গেলো। সে সহ গ্যালারির সকল ব্যক্তিই কাইসেলের দিকে তাকিয়ে ছিলো। তার শরীর থেকে এমন একটা এনার্জি বের হচ্ছিলো যা পুরো এরিনার মধ্যে একটা প্রেসার তৈরী করেছে।
-> এটা কি হচ্ছে?
-> আমার নিশ্বাস ভারী হয়ে গিয়েছে!
-> আমি শ্বাস নিতে পারছি না হঠাৎ।
-> মনে হচ্ছে কোনো শিক্ষক তাদের ব্যারিয়ার বৃদ্ধি করেছে।
অন্যদিকে গ্যালারির একপাশের একটা সিটের মধ্যে বসে ছিলো সাটান। যে আগ্রহ সহকারে ফাইটটা দেখছিলো। সে ড্রাগনটাকে চিনতে না পারলেও সেটা এনার্জি চিনতে পারছিলো।
"এই প্রেসারটা ঠিক ডিম্যান কিং এর এনার্জির প্রেসারের মতোই মনে হচ্ছে। যদিও এটা ডিম্যান কিং এর প্রেসারের তুলনায় একটা পিঁপড়া মাত্র তারপরও আমি এতো ভালো একটা জিনিসকে এখানে বিলজবাবের রাখতে চাই না। যতদূর আমার ধারণা বিলজবাব এই ছেলের মধ্যেই রেইনকার্নেট হতে চাইবে বা চাচ্ছে। যার পূর্বেই আমাকে এই ছেলেটাকে হত্যা করতে হবে। কিন্তু যতই হোক একটা ডিভাইন বিস্ট একটা ডিভাইন বিস্টই হয়। প্রথমে আমাকে এই বিস্টের র্যাংক দেখতে হবে। যদি আসল গুলোর মধ্য থেকে হয় তাহলে আমি এখানে আমার জীবনটা ঝুঁকিতে ফেলবো।" (সাটান ভাবছিলো)
অন্যান্য সবার মতো এলেক্সের ড্রাগনের দিকে স্যামও বিস্ময়ে তাকিয়ে আছে। তার মুখের কোণে একটা হাসি দেখা গেলো যে হাসি দেওয়ার পরে স্যাম তার ডান হাতের একটা আঙ্গুল কামড় দিলো এবং নিজের আঙ্গুলে ক্ষত তৈরী করলো। সে ক্ষত থেকে কয়েক ফোঁটা ব্লাড পরলো নিচে,
(ফ্যামিলিয়ার সাম্মনঃ হোয়াইট টাইগার)
স্যামের সামনে মাটিতে একটা সাদা আলো প্রতিফলিত হলো। যে আলোর মধ্য থেকে একটা টাইগার লাফ দিয়ে বের হলো। এটা কোনো সাধারণ টাইগার ছিলো না। বরং এটা ছিলো হোয়াইট টাইগার, যেটা চার মেজর ডিভাইন বিস্টের মধ্যে একটা। সবার নজর এখন স্যামের ফ্যামিলিয়ারের দিকে ছিলো, যেটাকে এলেক্সের ফ্যামিলিয়ারের থেকেও রাজকীয় লাগছিলো। ড্রাগনকে লিজেন্ডারি বিস্ট বলা হলেও কিং অফ বিস্টের নাম উঠলেই সব সময় হোয়াইট টাইগারের নাম আসবে। আর এজন্যই সবাই স্যামের ফ্যামিলিয়ারের দিকে তাকিয়ে ছিলো চকমকা চোখ করে।
-> শুধু তোমার কাছেই ডিভাইন বিস্ট ফ্যামিলিয়ার নেই এখানে। (স্যাম)
এলেক্সও এতোক্ষণ স্যামের টাইগারের দিকে তাকিয়ে ছিলো। কিন্তু সেটা দেখে বেশী অবাক হওয়ার কিছু ছিলো না তার।
"কারণ বিড়ালকে ফ্যামিলিয়ার বানানোর সময় আমি এরকম দুটো হোয়াইট টাইগারের সম্মুখীন হয়েছিলাম।" (এলেক্স ভাবছে)
এলেক্স তার তৃতীয় ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরীর সময় যখন বিস্ট ওয়ার্ল্ডে প্রবেশ করেছিলো তখন তার সাথে আরো কয়েকটা ডিভাইন বিস্টের সাথে দেখা হয়েছিলো। যাদের মধ্যে স্যামের ডিভাইন বিস্টের মতোই দুটো ডিভাইন বিস্ট ছিলো। সেগুলোর সাথে এলেক্সের ফাইট হয় নি, যার একমাত্র কারণ ছিলো এলেক্সের ফ্যামিলিয়ার কাইসেল। বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে কাইসেল তার আসল ফর্মে থাকতে পারে কিছুটা সময়। যেটা তার বর্তমান কিউট ফর্মের সম্পূর্ন বিপরীত। আর সে ফর্ম দেখে কোনো ডিভাইন বিস্টই এলেক্সকে এট্যাক করা তো দূরের কথা, তার দিকে তাকাতেও সাহস পাই নি। অবশ্য এটা শুধু কিছু বিস্টের সাথেই হয়েছিলো। কারণ সাধারণত কোনো ডিভাইন বিস্টই প্রথমে কাউকে এট্যাক করে না।
যাইহোক সে কথা না হয় আরেকদিন বলা যাবে। আমরা আসল বিষয়ে আসি। স্যাম তার ফ্যামিলিয়ার সাম্মন করেছে অন্যদিকে এলেক্সও নিজের ফ্যামিলিয়ার বের করে রেখেছে।
"এতোক্ষণে এলেক্সের এনার্জি শেষ হয়ে গিয়েছে, যার কারণে হয়তো শেষ মুহুর্তে এলেক্স তার ফ্যামিলিয়ার সাম্মন করেছে। যদিও আমি জানি না তার ফ্যামিলিয়ার কতটা শক্তিশালী, কিন্তু যেহেতু কিছুদিন হয়েছে তাদের কন্ট্রাক তৈরী করার তাই আমি নিশ্চিত তাদের মধ্যে তেমন বন্ড তৈরী হয় নি এখনো। আর তাছাড়াও এখন তার শরীরে তেমন এনার্জিও নেই। তাই আমার ফ্যামিলিয়ার দিয়ে তার ড্রাগনের সাথে ফাইট করানোর সময় আমি এলেক্সকে একটা এট্যাকে নক আউট করে দিবো।" (স্যাম ভাবছিলো)
স্যামের প্লানটা একদম পারফেক্ট ছিলো। তার জায়গাতে এলেক্স হলেও একই প্লান করতো। কিন্তু স্যাম একটা জায়গায় ভুল করেছে, যদিও এতোক্ষণ এলেক্সের শরীরে এনার্জি ছিলো না। কিন্তি এখন তার ফ্যামিলিয়ার সাম্মন করার পর সে কাইসেলের থেকে ডিমনিক এনার্জি এবজোর্ব করতে পারছিলো। আর সে এবজোর্বের হার সাধারণ মেডিটেশন কিংবা মানা স্টোন এবজোর্বশনের থেকেও দশগুন বেশী ছিলো। তাই এতোক্ষণে এলেক্সের শরীরে ফাইট করার মতো কিছুটা এনার্জি জমা হয়েছে।
-> তাহলে দেখা যাক, তোমার লর্ড অফ স্কাই এবং আমার কিং অফ বিস্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী কে।
স্যামের আদেশে তার হোয়াইট টাইগার এক লাফ দিয়ে কাইসেলের সামনে চলে গেলো। স্যাম তার ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক তৈরীর সময় তার নাম হোয়াইট টাইগারই রেখেছে, তাই সে হোয়াইট টাইগার বলেই ডাকে তাকে। তার হোয়াইট টাইগার এলেক্সের কাইসেলের সামনে গিয়ে সামনের হাতের ধারালো নখ দিয়ে আঘাত করতে যাচ্ছিলো।
[কত বড় সাহস, একটা কিটি ক্যাট তার নখ দিয়ে আমাকে আঘাত করতে যাচ্ছে। আমি আমার ব্রেথ দিয়ে এক এট্যাকেই এটাকে হত্যা করে ফেলবো। মাস্টার আমাকে শুধু আদেশ দিন আপনি।]
কাইসেল হোয়াইট টাইগারের এট্যাকটা এরিয়ে আরেকটু পিছনে চলে গেলো। টাইগারটা যেখানে পরলো সেখানের মাটি ফেটে নিচু হয়ে গেলো। মনে হলো সেখানে কয়েক টন ওজনের কিছু একটা পরেছে। এলেক্স কাইসেলকে বেশী কথা বলার সুযোগ না দিয়ে এই ফাইটটা দ্রুত শেষ করার সিদ্ধান্ত নিলো।
(প্রজেস)
এলেক্স প্রজেস ব্যবহার করলো। একটা লোহা যেভাবে মেগনেট এর গায়ে দূর থেকে গিয়ে লেগে যায়, কাইসেলও দূর থেকে এক টানে এলেক্সের শরীরের সাথে লেগে এক হয়ে যায়। একটা কালো উজ্জ্বল আলোর তৈরী হলো তাতে এবং এলেক্সের শরীর থেকে কালো এক ধরনের ধোঁয়া বের হতে শুরু করলো। ধোঁয়া বললে ভুল হবে। সেটা কাইসেলের এনার্জি ছিলো। এলেক্স দ্বিতীয় বার কাইসেলের সাথে প্রজেস ব্যবহার করলো। তার কাছে অনেকটা আজব বোধ হচ্ছিলো। তার শরীরে কোনো রকম চেঞ্জ বোধ হচ্ছিলো না তার কাছে। শুধু মাত্র তার চোখের কালার দুটো চেঞ্জ হয়ে কাইসেলের হলুদ চোখের মতো হয়েছে যা এলেক্স বুঝতে পারছে না। শরীরের কোনো অংশ চেঞ্জ না হলেও এলেক্সের শরীরে এখন পূর্বের থেকে অনেক শক্তি ছিলো। যা সে বোধ করছিলো। প্রথমবার এলেক্স যখন প্রজেস ব্যবহার করে তার কাইসেলের সাথে তখন শুধু এলেক্সের দুটো ডানা বের হয় । কিন্তু এবার সেটা না হয়ে এলেক্সের চোখের পরিবর্তন হয় শুধু।
"আমার মনে হচ্ছে আমার শরীর আনলিমিটেড এনার্জি রয়েছে যেটা প্রতিনিয়ত তৈরী হয়েই যাচ্ছে।" (এলেক্স ভাবছে)
এলেক্স বুঝতে পারলো তার ড্রাগনের সাথে প্রজেস করার ফলে সে অনেক বড় একটা জ্যাকপট মেরেছে। কিন্তু তার শরীর দিয়ে সে বেশীক্ষণ প্রজেস অবস্থায় থাকতে পারবে না। তাই তাকে দ্রুত এই ফাইটটা শেষ করতে হবে। স্যাম কিছুটা চিন্তায় ছিলো। তাই সে প্রথমে তার ফ্যামিলিয়ারকে পাঠিয়েছে এলেক্সের সাথে ফাইট করার জন্য। স্যামের হোয়াইট টাইগার এক সেকেন্ডের মধ্যে এলেক্সের মুখের সামনে চলে আসলো এবং সেটার ক্ল(নখর) দিয়ে এলেক্সকে এট্যাক করতে যাচ্ছিলো। তবে এলেক্স চোখের পলকের মধ্যে তার জায়গা থেকে সরে যায়। এলেক্সের পিছনে বেশ কয়েকটা কাটা গাছ পরা ছিলো। যা হোয়াইট টাইগারের ক্ল এর সংস্কর্শে এসে টুকরো টুকরো হয়ে গেলো। এলেক্স সেই মুহুর্তে স্যামের পিছনে চলে আসলো যা স্যামও অনুভব করতে পারে নি।
"এটা কি ওর সেই স্পেল? না আমি কোনো এনার্জি অনুভব করতে পারি নি। এটা কোনো স্পেল ছিলো না। বরং এলেক্সের স্পিড!" (স্যাম)
স্যামের ধারণা সঠিক ছিলো। এলেক্সের শারীরিক ভাবে চোখ ব্যতীত কোনো কিছুর পরিবর্তন না হলেও তার পাওয়ারের অনেক পরিবর্তন হয়েছিলো। যা তার স্পিড দেখেই সে বলতে পারছিলো। স্যাম ঘুরলো পিছনে তবে কিছু করার পূর্বেই এলেক্স তার পেটে একটা পান্স দিলো। পান্সে তার পেটে কট করে উঠলো। তাতে বোঝা গেলো হাড় ভেঙে গেছে তার। পান্সের ফোর্সের কারণে স্যাম পিছনের দিকে চলে গেলো। পিছনে তার ফ্যামিলিয়ার দৌড়ে চলে আসে তার কাছে।
(প্রজেস)
এলেক্সের মতো স্যামও তার ফ্যামিলিয়ারের সাথে প্রজেস হয়ে গেলো। সাদা উজ্জ্বল একটা আলো জ্বলে উঠলো এরপর সাদা ধোঁয়ার মধ্য থেকে স্যাম বেরিয়ে আসলো তার নতুন একটা লুক নিয়ে। স্যাম আস্তে আস্তে হেঁটে সামনের দিকে চলে আসলো। তাকে দেখে মনেই হচ্ছিলো না তার পেটের হাড় ভেঙে গিয়েছে।
"ভাগ্য ভালো ছিলো আমি হোয়াইট টাইগারকে সাম্মন করে রেখেছি। হোয়াইট টাইগারের স্পেশাল এবিলিটির মধ্যে তাদের সুপার রিজেনারেশন রয়েছে। যার কারণে হোয়াইট টাইগারের সাথে প্রজেস হওয়ার কারণে আমার সকল ইনজুরি হিল হয়ে গিয়েছে।" (স্যাম ভাবছে)
স্যাম এলেক্সের সামনে এসে দাঁড়ালো। স্যামের লুক পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তার মুখ এবং হাত এবং পা দিয়ে টাইগারের মতো লোম বের হয়েছে, তাছাড়া তার হাতের আঙ্গুলে হোয়াইট টাইগারের মতোই ক্ল রয়েছে।
-> তাহলে দেখা যাক আমাদের ফাইনাল মুভে কে হারে এবং কে জিতে। (স্যাম)
এলেক্স কোনো কথা বললো না। দুজনেই সবার পলকের মধ্যেই তাদের জায়গা থেকে দৌড়ে একে অপরের কাছে চলে আসলো এবং দুজনেই পান্স মারলো একে অপরকে। দুজনের পান্স দুজনের হাতে হাতে লাগলো। যেটার কারণে অনেক শক্তিশালী একটা শক ওয়েব তৈরী হলো। আশে পাশের মাটি কাঁপতে শুরু করেছে। স্যাম হাসছিলো অনেকদিন পর একাডেমির মধ্যে শক্তিশালী কারো সাথে ফাইট করতে পেরে। আর এলেক্সের মুখে কোনো রকম এক্সপ্রেশন বরাবরের মতোই ছিলো না। দুজন তাদের শক্তিশালী এট্যাক ব্যবহারের জন্য প্রস্তুত ছিলো ঠিক তখন আকাশে সবার দৃষ্টি কেরে নিলো কিছু একটা।
এলিন তার আইস এট্রিবিউটের সাহায্যে একটা স্পেয়ার বানিয়েছিলো যেটার উপরে দাঁড়িয়ে সে আকাশের উপরে নিক্ষেপ করে সেটার সাথেই চলে যায়। আর তখনি এলিনের ব্রেসলেট থেকে তার ফ্যামিলিয়ার হেল ফায়ার ফিনিক্স বেরিয়ে আসে। এবার সে ফিনিক্সটা একটা ছোট কাকের আকারে ছিলো না। বরং বিশাল ফিনিক্সের আকার নিয়েছে যেটা তার বিশাল ডানা দুটো মেলেছে। যদিও সেটা হলুদ কিংবা লাল কালারের ফিনিক্স ছিলো না তারপরও ফিনিক্স সব সময়ই সবার দৃষ্টি আকর্ষন করবেই।
(প্রজেস)
বিশাল ফিনিক্সটা এলিনের শরীরের মধ্যে প্রবেশ করলো। তারা দুজনে এক হয়ে গেলো। তাদের দুজনের প্রজেস হয়ে যাওয়ার সাথে সাথে এলিনের পিঠ থেকে দুটো ডানা বের হয়ে গেলো। ডানা দুটো দেখতে একদম ফিনিক্সের ডানার মতো ছিলোই। ডানা সহ এলিনের শরীরের চারপাশ দিয়ে হেল ফায়ার জ্বলছিলো।
-> শুধু যে তাদের কাছেই ডিভাইন বিস্ট রয়েছে এমন নয়। আমার ফিনিক্সেরও প্রাইড রয়েছে। তাহলে দেখা যাক তিন ডিভাইন বিস্টের মধ্যে কোনটা বেশী শক্তিশালী।
* * *
To Be Continued
* * *
opps😅🙄🙄🙄🙄