#Demon_King#
পর্ব:১১০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের একাডেমির মধ্যে একটা টুর্নামেন্ট চলছিলো যা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। এবারের টুর্নামেন্টটা অনেক স্পেশাল ছিলো। প্রতিটা ব্যক্তির একটা নির্দিষ্ঠ বয়স হলে তাদের ফ্যামিলিয়ার কন্ট্রাক করার যোগ্যতা হয়। আর সেই সময়ে তাদেরকে ফ্যামিলিয়ার কন্ট্রাক করতে হয়। মোট চার ধরনের বিস্ট রয়েছে যেগুলোকে ফ্যামিলিয়ার বানানো হয়। প্রথমত সাধারণ বিস্ট, এসব বিস্ট খুবই সাধারণ হয় তবে এদের মধ্যেও র্যাংক থাকে যারা অনেক শক্তিশালী হতে পারে। এরপরে রয়েছে মনস্টার বিস্ট, যারা সাধারণ বিস্টের থেকে অনেকটা শক্তিশালী। তবে এদের স্পিসিজ মনস্টার হওয়ার কারণে এদের নিয়ন্ত্রন করাটা একটু কষ্ট কর হয়। তাই বেশীর ভাগ সময়েই এদের মাস্টাররা এদের পুরো পাওয়ার ব্যবহার করতে পারে না। তৃতীয়তে রয়েছে স্পিরিট বিস্ট। এদের অনেকটা রেয়ার বলা হয়। কারণ খুব কম নোবেল এবং রয়েল পরিবারের সাথেই এদের কন্ট্রাক হয়। যদিও কমনারদের সাথে এদের কন্ট্রাক হয় কিন্তু সেটা কম। আর সর্বশেষে রয়েছে ডিভাইন বিয়িং। যারা সকল বিস্টের উপরে থাকে। এদের সাথে কেউ কন্ট্রাক করতে পারলে সে যতই দুর্বল থাকুক না কেনো এক সময়ে সে অনেক শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটা ব্যক্তিতে পরিণত হবেই। পুরো টাওয়ার এবং টাওয়ারের বাইরে এমন খুব কম ব্যক্তিই আছে যারা ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করতে পেরেছে। তাই ব্লু কিংডমের এই টুর্নামেন্টটা সব জায়গার মানুষের নজর কেড়ে নিচ্ছিলো। নজর কাড়ার মূল বিষয়টা ছিলো এখন একসাথে তিন ডিভাইন বিস্টের মাস্টার ফাইট করছিলো যারা এতো কম বয়সেই প্রজেস ব্যবহার করতে পারছিলো। এই বিষয়টা পুরো টাওয়ার কেঁপে ফেললো। অবশ্য এটা কথার কথা ছিলো মাত্র।
ভিআইপি রুমের গুরুত্বপূর্ণ সদস্য গুলো সহ পুরো গ্যালারির ব্যক্তিরা অবাক হয়ে আছে। তাদের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিলো না। এরিনার মধ্যে এলেক্স এবং স্যাম ফাইট করছিলো। কিন্তু তাদের ফাইটের মধ্যে হঠাৎ কোথা থেকে যেনো এলিনও যুক্ত হলো। সে উপরে থেকে তার ফ্যামিলিয়ার হেল ফায়ার ফিনিক্সের সাথে প্রজেসও ব্যবহার করেছে। কাইসেল যদিও একটা ডিভাইন বিস্ট ছিলো না তারপরও সবার চোখে সে একটা ডিভাইন বিস্ট ছিলো। অন্যদিকে স্যামের ফ্যামিলিয়ার হোয়াইট টাইগার একটা ডিভাইন বিস্ট ছিলো যেটা হোয়াইট টাইগার স্পিসিজের মধ্যে তেমন আহামরি কেউ ছিলো না। তারপরও এলেক্সের কাইসেলের সিল পাওয়ারের সাথে খুব ভালো করেই টক্কর দিতে পারছিলো স্যামের হোয়াইট টাইগার। কিন্তু যেহেতু দুজনের মাঝে এলিনের প্রবেশ হলো যার কাছে ডিভাইন বিস্ট ফিনিক্সের মধ্যে সবচেয়ে শক্তিশালী স্পিসিজ, হেল ফায়ার ফিনিক্স ছিলো তাই এলেক্স এবং স্যাম দুজনেই তাদের ফ্যামিলিয়ারের সাথে প্রজেস অবস্থায় থাকার পরও এলিনের শরীর থেকে উৎপন্ন হিট থেকে দূরে যেতে পারলো না।
("ডোমেইনঃ হেল ফায়ার ফিনিক্স কেজ")
এলিন উপর থেকেই তার ফ্যামিলিয়ার ডোমেইন ব্যবহার করলো। যার ফলে তাদের আশে পাশের সব কিছু চেঞ্জ হয়ে গেলো। পুরো জায়গাটা কালো এবং হালকা বেগুনি রঙের হয়ে গেলো। ফ্লোর দিয়ে আগুন বের হচ্ছিলো। যার কালারও কালো এবং হালকা বেগুনি ছিলো। এলিন সাথে সাথে উপর থেকে দুজনের মাঝখানে পরলো। যেটার ফলে তার শরীর থেকে আরো অনেকটা আগুন মাটিতে ছড়িয়ে গেলো। এলেক্স এবং স্যাম দুজনেই দূরে ছিটকে পরলো।
-> এলেক্স আমি দুঃখিত, আমাদের মাঝে কোন বিস্টটা শক্তিশালী সবচেয়ে এটা দেখার ইচ্ছা আমার অনেকদিন ধরেই আছে। তাই এ ব্যাপারে আমি কিছুই করতে পারছি না। (এলিন)
এলিন কথাটা বলে নিজের ফুল পাওয়ার ব্যবহার করতে লাগলো। সে তার ডোমেইনের হেল ফায়ারকে বৃদ্ধি করে দিয়েছে যা এলেক্স এবং স্যামের শরীরে লাগার সাথে সাথে তাদের পুরিয়ে দিতে চাচ্ছিলো। তবে যেহেতু তারাও শক্তিশালী দুটো বিস্টের সাথে প্রজেস হয়ে আছে তাই হেল ফায়ারটা তেমন কিছু করতে পারে নি।
"এলিন এখন আমাকেও এট্যাক করছে, মনে হচ্ছে ফাইটটা দ্রুত শেষ হবে না। যদিও কাইসেলের আসল পরিচয় এবং পাওয়ার সম্পর্কে আমি জানি না কিছু, তবে আপাতোতো তার স্মৃতি সিল হয়ে আছে। আর তাছাড়াও সে তার বাচ্চা ফর্মে থাকার কারণে ফুল পাওয়ারও ব্যবহার করতে পারবে না। আর আমার লেভেল কম হওয়ার কারণে প্রজেস ব্যবহার করার পরও আমি বেশী পাওয়ার ব্যবহার করতে পারছি না। অন্যদিকে এলিনের হেল ফায়ার ফিনিক্সটা পুরোই আলাদা। আমার স্বপ্নে বিলজবাব এর অতীতের ভিশন থেকে আমি যতদূর বলতে পারি, এই ফাইটে আমি যদি হত্যা না করি এলিনকে তাহলে স্যামকে হারানোর পূর্বেই আমি হেরে যাবো।" (এলেক্স ভাবছে)
এলেক্স শান্ত মাথায় ভাবছিলো। তার পায়ের নিচে হেল ফায়ার ছিলো তবে সেটা তার শরীরকে পুরাতে পারছিলো না। বরং সেটার উত্তাপে এলেক্সের দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছিলো। তারপরও এলেক্স কোনো রকম নারাচরা না করেই সেখানে দাঁড়িয়ে ছিলো। অন্যদিকে স্যামের শরীর না পুড়লেও সে আর দাঁড়িয়ে তাপ সহ্য করতে পারছিলো না। তাই সে প্রথমেই এলিনকে এট্যাক করার জন্য দৌড় দিলো। হোয়াইট টাইগার এমন একটা ডিভাইন বিস্ট যার স্পিডের সাথে অন্য কোনো বিস্টের সাথে তুলনা করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। তার স্পিড অনেক বেশী হলেও এলিনের ডোমেইনের মধ্যে তার স্পিড, স্ট্রেন্থ এমনকি ডিফেন্সও কমে যাচ্ছে। তারপরও স্যাম এট্যাক করার জন্য এগিয়ে যাচ্ছে।
-> একটা ফিনিক্স যতই শক্তিশালী হোক না কেনো, একবার সে টাইগারের এরিয়ার মধ্যে ল্যান্ড করলে টাইগারের শিকার তাকে হতেই হয়। (স্যাম)
স্যাম কথাটা বলে এলিনের দিকে এগিয়ে গেলো তার হাতের ক্ল দিয়ে এট্যাক করার জন্য। তবে এলিন স্যামের এট্যাক তার শরীরে স্পর্শ করার পূর্বেই সে জায়গা থেকে সরে যায়। স্যামের ক্ল টা এতোটা মারাত্মক ছিলো যা এক আঘাতেই এলিনের ডোমেইন কেটে ফেললো। তবে এলিনের ডোমেইন সেখানেই ক্যান্সেল হলো না। বরং ডোমেইনের যে অংশটা কেটে গিয়েছে তা আবারো পূর্বের অবস্থায় চলে গেলো।
(ফিনিক্স এবিলিটিঃ ফায়ার ক্লোন)
এলিন তার ফিনিক্সের এবিলিটি ব্যবহার করলো। যার ফলে ডোমেইনের ভিতরের ফ্লোর থেকে আরো তিনটা এলিনের ক্লোন বের হলো। তিনটা ক্লোন এবং আসল এলিন দিয়ে মোট চারটা এলিন হয়ে গেলো। দুটো স্যামের কাছে এবং দুটো এলেক্সের কাছে চলে গেলো।
-> এলেক্স আমি চাচ্ছি তুমি তোমার সম্পূর্ণ শক্তি এখানে ব্যবহার করো। (এলিন)
এলিন সিরিয়াস একটা চেহারা নিয়ে এলেক্সকে উক্ত কথাটা বললো। এলেক্স এতোক্ষণ এলিনকে নিয়ে তেমন কোনো কিছু চিন্তা করছিলো না। তার নিজেরও এলিনের সাথে ফাইট করার অনেক ইচ্ছা ছিলো। কিন্তু এভাবে এই জায়গায় ফাইট করবে এরকম কোনো কিছুই এলেক্স ভাবে নি।
"আমি যতই এলেক্সকে দেখছি সে ততই শক্তিশালী হচ্ছে। দিন দিন আমার মনে হচ্ছে আমি ওর সাথে থাকার যোগ্যতা হারিয়ে ফেলতে শুরু করেছি। আমি সব কিছুর চিন্তা বাদ দিয়ে ওকেই বিলজবাব এর ইনকার্নেশন বানানোর সিদ্ধান্ত নিয়েছি। জানি না তাতে আমি জীবিত থাকবো কি মারা যাবো। তবে শেষ সময়েও আমি ওর পাশে থাকতে চাই। আর সেটার জন্য আমাকে প্রমাণ করতে হবে যে আমিও শক্তিশালী।" (এলিন ভাবছিলো)
এলিনের মনে অনেক চিন্তা ছিলো, কিন্তু এ চিন্তা গুলো তার ফাইটে কোনো লক্ষণ আনলো না। সে সিরিয়াস ভাবেই ফাইট করতে শুরু করেছে। যেহেতু তার ফ্যামিলিয়ার হেল ফায়ার ফিনিক্সের পাওয়ার কোনো ভাবে সিল ছিলো না, তাই এলিন যখন ইচ্ছা তার হেল ফায়ার ফিনিক্সের পাওয়ার ব্যবহার করতে পারছিলো। লেভেলের দিক দিয়ে সে এলেক্সের থেকে কিছুটা উপরে ছিলো। আর অন্যদিকে স্যামের থেকে অনেক নিচে ছিলো। এলেক্স তো তার সিস্টেম এবং বেশ কিছু স্কিলের কারণে তার থেকেও দ্বিগুণ লেভেলের কারো সাথে ফাইট করতে পারে। তবে এলিন সেটা না পারলেও তার ফ্যামিলিয়ারের সাহায্যে সেটা সম্ভব হয়েছে তার। সে তার ফ্যামিলিয়ারের যতটা পাওয়ার ব্যবহার করতে পারে তার ধারের কাছেও নেই স্যাম এবং এলেক্স।
প্রতিটা ব্যক্তির শরীরেই একটা লিমিট থাকে। যেমন একজন ব্যক্তির লিমিট যদি এক প্লেট ভাত খাওয়া হয়, আর যদি তাকে আরো এক প্লেট ভাত খাওয়ানো হয় জোর করে, হয়তো পারবে তার পেট সহ্য করতে সেটা। কিন্তু এরপর যদিও আরো চার পাঁচ প্লেট ভাত জোর করে খাওয়ানো হয় তাকে, তাহলে কি হবে? নিশ্চয় তার পেট এতো ভাত সহ্য না করতে পেরে ফেটে যাবে বা মুখ পর্যন্ত ভরে যাবে। ঠিক তেমনি একটা ফ্যামিলিয়ারেরও অনেক এনার্জি থাকে এবং তারা তাদের মাস্টারকে সাপ্লাই দিতে পারে। তবে একজনের কোরের ভিতরে যতটা এনার্জি সংগ্রহ করার মতো জায়গা আছে ততটাই এনার্জি জমা হয় প্রতিটা ব্যক্তির মধ্যে। জোর পূর্বক এনার্জি নেওয়া যায় তবে বেশী পরিমাণ এনার্জির চাপ যখন কোরের মধ্যে প্রবেশ করানো হয় তখন কোরটা ভেঙে যায়। আর একটা ব্যক্তির কোর ভেঙে যাওয়ার মানে তার হার্ট ভেঙে গেলো। যার ফলস্বরূপ মৃত্যু অনিবার্য তার জন্য। তাই ফ্যামিলিয়ার যতই শক্তিশালী হোক না কেনো তাদের পাওয়ার ব্যবহারের একটা লিমিট থাকে। যখন তাদের পাওয়ার ব্যবহার করা হয় তখন তাদের এনার্জি মাস্টারের কোরের মধ্যে প্রবেশ করে। ঠিক তেমনি এলেক্স এবং স্যামের সাথেও হচ্ছে। তাদের কোরের মধ্যে যেটুকু জায়গা রয়েছে সে অনুযায়ীই তারা তাদের ফ্যামিলিয়ারের পাওয়ার ব্যবহার করতে পারছে।
তবে যদি এলিনের কথা বলা হয় তাহলে সে তাদের দুজনের থেকে সম্পর্ণ ভিন্ন ছিলো। এমনিতেই হেল ফায়ার ফিনিক্সের সাথে ছোট থেকে থাকার কারণে তার কোরের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। আর সেই সাথে তার কাছে রয়েছে আইস এট্রিবিউট। যেটা ফিনিক্সের এনার্জিকে কিছুটা হলেও নিয়ন্ত্রনে রাখতে সাহায্যে করছে এলিনকে। আর এজন্যই সে ফিনিক্সের পাওয়ার একটু বেশী ব্যবহার করতে পারছে। প্রতিটা ব্যক্তিই যখন তার ফ্যামিলিয়ারের পাওয়ার ব্যবহার করে তখন তাকে সেই ফ্যামিলিয়ারের এনার্জির প্রেসার সহ্য করতে হয়। যার কারণে তাদের শরীর বেশী পাওয়ার ব্যবহার করতে পারে না ফ্যামিলিয়ারের। তবে এলিনের সাথে সেটা একটু কম হচ্ছে বলেই সে বর্তমানে এলেক্স এবং স্যামের থেকে বেশী পাওয়ার ব্যবহার করতে পারছিলো।
স্যামের ফ্যামিলিয়ার একটা হোয়াইট টাইগার হওয়ার কারণে তার শরীরে এতোটা হিট সহ্য হচ্ছিলো না। হোয়াইট টাইগার এমনিতেই ফিনিক্সের ফায়ারে একটু দুর্বল হয়ে যায়। আর বিস্টের পাওয়ারের দিক দিয়ে দেখলে তো এলিনের হেল ফায়ার ফিনিক্স অন্য রকম একটা লেভেলে ছিলো। তাই এলিন স্যামের থেকে অনেক নিচু লেভেলে হওয়ার পরও স্যামকে অনেক বড় একটা ঝামেলার মধ্যে ফেলে দিতে পেরেছে এই ফাইটে। অন্যদিকে এলেক্সকে ফায়ার তেমন কিছু করতে পারছিলো না। যদিও তাপ বেশী ছিলো তারপরও সেটা তার সহ্যের ভিতরে ছিলো। কিন্তু সমস্যা ছিলো দুটো এলিন তার সামনে ছিলো যার সাথে তার ফাইট করতে হবে।
-> আমি এটা ব্যবহার করতে চাচ্ছিলাম না। কিন্তু মনে হচ্ছে আমাকে ব্যবহার করতেই হবে। (এলেক্স)
এলেক্স তার হাতের মুন ড্যাগারকে শক্ত করে ধরলো। এলেক্স জিডুরীর কথা মনে করতে লাগলো তখনি,
[মাস্টার পূর্বের এনচান্ট এর থেকে ভালো করে এনচান্ট করেছি আমি মুনের উপরে। তবে আপনি ওর বোনকে না পাওয়া পর্যন্ত মুনের পুরো পাওয়ার ব্যবহার করতে পারবেন না।] (জিডুরী)
উক্ত কথা অনেক ক্ষণ পূর্বে জিডুরী বলেছিলো। যা এলেক্সের এখন মনে হলো আবার। এলেক্স তার মুন ড্যাগার দিয়ে এলিনের একটা ক্লোনের উপরে হামলা করলো। এমনিতেও এলেক্সের স্পিড এলিনের থেকে বেশী ছিলো। আর সেই সাথে এখন কাইসেলের সাথে প্রজেস ব্যবহার হওয়ার পর তো তার স্পিড আরো বৃদ্ধি পেয়েছে।
"আমার স্পিড বৃদ্ধি পেলেও প্রথম বার প্রজেস হওয়ার মতো মনে হচ্ছে না এখন। হয়তো প্রথমবার আমার ডানা বের হয়েছিলো এবং এইবার হয়নি বলে পূর্বের মতো স্পিড আমি পাচ্ছি না।" (এলেক্স ভাবছিলো)
এলেক্সের ভাবনায় ছেদ পরলো যখন এলিনের আরেকটা ক্লোন যখন এলেক্সের পিছন থেকে এলেক্সকে একটা স্পেল দিয়ে এট্যাক করলো।
(মানা স্পেলঃ হেল ফায়ার বল)
একটা সাধারণ ফায়ার স্পেল হলো ফায়ার বল, তবে হেল ফায়ার ফিনিক্সের পাওয়ারের ফলে সেটা হেল ফায়ার বল হয়েছে। যার পাওয়ার একটা উচ্চ লেভেল ফায়ার স্পেলের মতোই ছিলো। অন্যদিকে এখন এলিনের ফিনিক্সের ডোমেইনের কারণে তার স্পেলটা আরো পাঁচ গুন বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, একটা স্পিরিট বিস্ট তার ডোমেইনে মাত্র তিন গুন পাওয়ার বৃদ্ধি করতে পারে, তবে একটা ডিভাইন বিস্ট চার গুন পর্যন্ত তাদের মাস্টারের পাওয়ার বৃদ্ধি করতে পারে। তবে এখানে এলিনের পাঁচ গুন পাওয়ার বৃদ্ধি পেয়েছে, যা এলেক্স এবং স্যাম উভয়ের থেকে অনেক বেশী ছিলো। এখানে স্পেলের একগুন পাওয়ার বৃদ্ধি পাওয়া মানে অনেক বড় একটা বিষয়। যা বোঝাতে গেলে পর্বই শেষ হয়ে যাবে।
অন্যদিকে স্যাম দুটো এলিনের সাথে ফাইট করছিলো। যদিও স্ট্রেন্থের দিক দিয়ে স্যাম অনেকটা উপরে ছিলো কিন্তু ফিনিক্সের ডোমেইনের মধ্যে যেহেতু এলিন একজন মানা ইউজার ছিলো তাই দূর থেকেই অনেক মারাত্মল স্পেল ব্যবহার করতে পারছিলো। স্যাম একটা এলিনের কাছে গিয়ে তাকে মারার চেষ্টা করলো ঠিক তখনি স্যামের পিছন থেকে এলেক্স উড়ে আসলো এবং স্যামের পিঠের সাথে বারি গেলো।
-> আমি ভাবি নি যে তোমাদের টিমে এতো ঝামেলা তৈরী করার মতো কেউ আছে। নাহলে প্রথমেই আমি তাকে নক ডাউন করে দিতাম। (স্যাম)
স্যাম এলেক্সকে উদ্দেশ্য করে কথাটা বললো। দুজনেই এলিনের ডোমেইনের দেওয়ালে বারি গেলো। এতোক্ষণে স্যামের শরীরের বিভিন্ন অংশ পুরে গিয়েছে।
-> আমি শুধু মাত্র আমার বিস্টের রিজেনারেশন এবিলিটির কারণে ঠিক আছি। নাহলে এই হিটের মধ্যে সাধারণ কোনো স্টুডেন্ট থাকলে সাথে সাথে পুড়ে যেতো। তোমরা আসলেই অনেক আজব একটা টিম। আমি এখন বুঝতে পেরেছি প্রিন্স হ্যারি কেনো তোমাদের সাথে আছে। কিন্তু আমি এই মেয়ের সাথে ফাইট করতে আগ্রহী না। যেহেতু তার সাথে একটা ডিসএডভান্টেজ রয়েছে আমার তাই তাকে হত্যা বা একদম গুরুতর আহত না করা ছাড়া আমি তাকে হারাতে পারবো না। (স্যাম)
স্যামের কথায় এলেক্স কোনো উত্তরই দিলো না। সে পুরো ইমোশন হীন ছেলের মতো তাকিয়ে ছিলো কিছুক্ষণ এলিনের দিকে। এরপর বলতে লাগলো,
-> আমিও তাকে হারাতে পারবো না। প্রজেস অবস্থায় সে আমাদের দুজনের থেকে প্রায় তিনগুন বেশী শক্তিশালী হয়েছে। (এলেক্স)
এলেক্স তার ড্রাগনের সাথে প্রজেস ব্যবহার করার সাথে সাথে তার লেভেল বৃদ্ধি পেয়েছিলো সাময়িক সময়ের জন্য। যার কারণে সে স্যামের লেভেল দেখতে পারছিলো।
××× ইনফো ×××
নেইমঃ (স্যাম)
লেভেলঃ ২৯০
প্রজেস লেভেলঃ ৩৯০
××× ×××
অন্যদিকে এলেক্স যখন এলিনের লেভেল দেখার চেষ্টা করছে তখন সে দেখতে পাচ্ছে,
××× ইনফো×××
নেইমঃ (এলিন)
লেভেলঃ ১৪০
প্রজেস লেভেলঃ ???
××× ×××
এলেক্স কাইসেলের সাথে প্রজেস হওয়ার পর তার ইনফো স্কিল দিয়ে একজনের লেভেল দেখার লিমিট ৫০০ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তাই সে সহজেই স্যামের লেভেল দেখতে পারছিলো যেটা সে পূর্বে দেখতে পারে নি। আর সেই সাথে সে এখন প্রজেস লেভেল ও দেখতে পারে যেটা প্রজেস হওয়ার পরই সম্ভব। যেহেতু এলিনের প্রজেস লেভেলে প্রশ্নবোধক ছিলো তাই এলেক্স বুঝতে পারছিলো যে তাদের দুজনের থেকে অনেক শক্তিশালী হয়েছে এলিন। যাকে হারানো সহজ হবে না।
"স্যাম ঠিকই বলেছে এই ফাইটটা যদি রিক্স নিয়ে করা যেতো তাহলে অবশ্যই জয়ী হওয়া সম্ভব ছিলো। তারপরও আমি এখানে হার মানতে পারছি না।" (এলেক্স)
যেহেতু এলেক্স স্যামের পাশে ছিলো তাই প্রথমে সে স্যামকে হারানোর কথা চিন্তা করলো। এজন্য সে তার মুন ড্যাগার দিয়ে প্রথমে একটা সুয়িং দিলো স্যামের দিকে। অবশ্য সেটা স্যামকে সতর্ক করার জন্য ছিলো। কারণ এলেক্স নিজেকে ভিতুর পরিচয় দিতে চাচ্ছিলো না সুযোগ বুঝে এট্যাক করে। স্যাম কিছুটা পিছনে সরে গেলো।
-> আমি ভেবেছিলাম প্রথমে আমরা ফিনিক্স মেয়েটাকে হারাবো। কিন্তু কি আর করার। যেহেতু তোমরা দুজনে এক টিমে রয়েছো তাই সে আশা করতে পারছি না। ঠিক আছে এলেক্স আসো আমার কাছে। (স্যাম)
স্যাম পাওয়ার আপ করতে লাগলো। তার শরীর থেকে লাল এনার্জি অনেক পরিমাণে বের হতে শুরু করলো। যা থেকে তার শরীরের কালারও অনেকটা লালচে হয়ে গেলো। প্রতিটা মাংসপেশী ফুলে উঠলো এবং চোখ লাল হয়ে গেলো।
(হোয়াইট টাইগার এবিলিটিঃ বারসার্কার)
স্যামের শরীর থেকে এখন মারাত্মক লেভেলের এনার্জি বের হচ্ছিলো। সে তার শরীরের লিমিটে তার ফ্যামিলিয়ারের পাওয়ার ব্যবহার করছিলো। এই অবস্থায় স্যাম পুরো একটা পাগল ব্যক্তির মতোই হয়ে গিয়েছে। তার নিজের সেন্স ছিলো না, সে শুধু তার সামনে যেটা দেখতে পাচ্ছে সেটাই ধ্বংস করার জন্য এগিয়ে আসছে।
-> ওয়েল আমার মনে হচ্ছে এটা বেশী ভালো হচ্ছে না। স্যামের প্রজেস লেভেল হঠাৎ একশত বৃদ্ধি পেয়েছে। (এলেক্স)
এলেক্স একটু পূর্বে স্যামের থেকে ভালোই শক্তিশালী ছিলো। কিন্তহ এখন যেহেতু স্যামের প্রজেস লেভেল পুরো একশত বৃদ্ধি পেয়েছে তাই সে বুঝতে পারলো তাদের স্ট্রেন্থ এবং স্পিডের মধ্যে এখন অনেক পার্থক্য রয়েছে। আর স্যামের এই অবস্থায় তো কোনো ব্যথা অনুভব করবে না সে। তাই তাকে থামানোটা এলেক্সের পক্ষে একটু কষ্টকর হতেই যাচ্ছে। তাছাড়া স্যামের রিজেনারেশন এবিলিটি এখন বৃদ্ধি পাওয়ার কারণে এলিনের হেল ফায়ারও শরীরে কোনো কিছু করতে পারছিলো না। তবে এই বলে এলিনও থেমে ছিলো না। সে তার একের পর এক স্পেল ব্যবহার করে যাচ্ছে।
(মানা স্পেলঃ হেল ফায়ার বল)
(মানা স্পেলঃ ফ্লেম)
(মানা স্পেলঃ ফ্লেমিং স্পেয়ার)
প্রথমে একসাথে দশটা ফায়ার বল নিক্ষেপ করলো এলিন। এরপরে তার সাধারণ ফ্লেম স্পেল ব্যবহার করলো। এরপরে একসাথে বিশটা ফ্লেমের স্পেয়ার নিক্ষেপ করলো। সব গুলো এট্যাক শুধু স্যামকে নিশানা করে করে নি এলিন। বরং তার স্পেল গুলোর টার্গেট এলেক্সও ছিলো।
(মানা শিল্ড)
এলেক্স তার চারিদিকে তার ডিমনিক এনার্জিকে মানা এনার্জিতে কনভার্ট করে একটা শিল্ড তৈরী করলো। যেটা প্রায় সবটা এট্যাকই ব্লক করলো। তবে শেষের দুটো আগুনের স্পেয়ার শিল্ডটা ভেঙে এলেক্সকের শরীরে লাগলো। অন্যদিকে স্যাম তার বারসার্কার মুডে ছিলো। যেখানে সে কোনো ব্যথা অনুভব করছিলো না। আর তাছাড়া তার রিজেনারেশন স্পিড এতো ছিলো যে তার শরীরে মারাত্মক ক্ষত তৈরী হওয়ার পরও সেটা সাথে সাথে হিল হয়ে যাচ্ছিলো।
-> মনে হচ্ছে এখানে আমাকে আমার স্পেশাল পাওয়ার ব্যবহার করতে হবে। (এলেক্স)
এলেক্স অনেকটা আঘাত পেয়েছে। ড্রাগনের সাথে প্রজেস হওয়ার ফলে সে রিজেনারেশন কোনো এবিলিটি পায় নি, তাই নিজের স্কিল দিয়ে আস্তে আস্তে তার ক্ষত হিল হচ্ছিলো।
"এলেক্স আহত হয়েছে। আমার মনে হচ্ছে আমি একটু বেশীই সিরিয়াস এট্যাক করেছি। কিন্তু এলেক্সের তো এতেই কিছু হওয়ার কথা নয়। তাহলে কি ফিনিক্সের কথা মতো ওর ড্রাগনটা এখনো ছোট বলে এলেক্স ভালো করে পাওয়ার গুলো ব্যবহার করতে পারছে না?" (এলিন ভাবছে)
এলিন তার দুটো ফিনিক্সের ডানার সাহায্য উপরে ছিলো এবং এখান থেকেই সে এট্যাক করেছে। এলেক্সকে দেখে সে ভাবছিলো, তার মনে কিছুটা মায়াও কাজ করছিলো। কিন্তু এখানে মায়া দেখালে তাকে চলবে না এজন্য সে আবারো নিজের মাইন্ডকে সিরিয়াস করে নিলো।
"আমাকে এলেক্সের সাথে থাকার অধিকার ক্রয় করতে হলে ওকে আমার পাওয়ার দেখাতেই হবে।" (এলিন ভাবছে)
এলিন খুব অবাক হলো, কারণ এলেক্স ঠিক এলিনের সামনে চলে এসেছে।
(ব্লিঙ্ক)
এলেক্স ব্লিঙ্ক স্কিলের সাহায্যে এলিনের সামনে টেলিপোর্ট হয়েছে। যার কারণে এলিন অনেকটা অবাক হয়েছে। এলেক্স একদম তার সামনে ছিলো যার কারণে এলিনের হার্ট বেশী করে কম্পন দিচ্ছিলো। সে এট্যাক করতে চাইলেও এখন করতে পারছিলো না। আর তখনি এলেক্স তার হাতের মুন ড্যাগার দিয়ে এলিনের ডান হাতের ডানায় ছোট একটা কাট দিয়ে দেই।
(মুন ড্যাগার স্কিলঃ স্লিপিং পয়জন)
জিডুরী আবারো মুন ড্যাগারকে এনচান্ট করার পরে এই স্কিলটা আনলক হয় মুন ড্যাগারের। যেটা দিয়ে এলেক্স যে কাউকে এট্যাক করলেই তার শরীরে স্লিপিং পয়জন প্রবেশ করিয়ে দিতে পারবে। এটা এক ধরনের পয়জন যেটা একজনের শরীরকে অনেক দুর্বল বানিয়ে কয়েক মিনিটের মধ্যে ঘুম পারিয়ে দিতে পারবে। এই স্কিলটা ব্যবহারকারীর এনার্জির উপরে নির্ভর করে। যতবেশী এনার্জি থাকবে তত দ্রুত ইফেক্ট দেখা দিবে। এলেক্স এলিনকে কাট দেওয়ার সাথে সাথেই তার কোরের সকল এনার্জি শেষ হয়ে গেলো।
"আমি কল্পনাও করি নি এটা ব্যবহারের জন্য আমার সব এনার্জি শেষ হয়ে যাবে। কিন্তু আমার ভাগ্য ভালো কাইসেল রয়েছে এখনল আমার সাথে।" (এলেক্স)
এলেক্সের কোরে কোনো এনার্জি না থাকার কারণে সে কাইসেলের থেকে আলাদা হয়ে গেলো। মানে তার প্রজেস আলাদা হয়ে গেলো। তবে কাইসেল সাম্মন অবস্থায় থাকার কারণে এলেক্সের এনার্জি আস্তে আস্তে পূর্ণ হতে শুরু করলো। এদিকে এলেক্সের মুন ড্যাগারের স্কিলের কারণে এলিন উপরে থেকেই ঘুমিয়ে গেলো। সেই সময়ে এলেক্স এবং এলিন দুজনেই উপর থেকে পরছিলো। কাইসেল তার মাস্টারের শরীর থেকে আলাদা হওয়ার সাথে সাথে উড়াল দিয়ে এলেক্সের নিচে এসে তার ছোট শরীরে এলেক্সকে পিঠের উপরে বসিয়ে নেই। আর এলেক্স নিচের ভারসাম্য রক্ষা করে এলিনের হাতকে ধরে ফেলে। এই সময়ে স্যাম তাদের উপরে এট্যাক করার জন্য ঝাঁপিয়ে পরলে এলেক্স স্কিল আবারো ব্যবহার করলো।
"ব্লিঙ্ক"
কিছুটা দূরে এলেক্স টেলিপোর্ট হয়ে চলে গেলো যেখানে সে এলিনকে রাখলো।
-> কাইসেল আমি তোমাকে দায়িত্ব দিলাম, কেউ যেনো এই সময়ে এলিনের উপরে এট্যাক না করে। (এলেক্স)
[জ্বী মাস্টার]
এলেক্স কাইসেলকে এলিনের পাশে রেখে নিচে একটু সামনে এগিয়ে আসে। কাইসেল সাম্মন হয়ে থাকার ফলে এলেক্সের কোরে আবারো ডিমনিক এনার্জি পূর্ণ হচ্ছিলো যার কারণে এলেক্স চাইলে আবারো প্রজেস ব্যবহার করতে পারতো। তবে এলেক্স সে সিদ্ধান্ত নিলো না।
-> একটা হিংস্র পশুর সাথে হিংস পশুর মতোই ফাইট করতে হয়। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই তার মুন ড্যাগারকে শক্ত করে ধরলো। স্যাম এলেক্সের দিকে একদম হিংস্র হয়ে অসীম স্পিডে দৌড়িয়ে আসছিলো। আর তখনি এলেক্স তার ডান হাতের মুন ড্যাগার দিয়ে নিজের বাম হাতে হালকা একটা কাট দিলো। যেহেতু এবার সে স্কিল একটিভ করে নি তাই তার কিছু হচ্ছিলো না। একটা আঙ্গুলে ছোট একটা কাট দেওয়ার ফলে তা থেকে ব্লাড বের হচ্ছিলো। এলেক্স তার নিজের কাটা আঙ্গুলটা মুখে দিয়ে সেটা ব্লাড খেয়ে নিলো।
(ব্লাডলাস্ট মুড)
এলেক্সের শরীরে এনার্জির পরিমাণ বৃদ্ধি পেলো। তার শরীরের চারপাশ দিয়ে একটা লালচে রঙের এমার্জি খেলা করছিলো। এলেক্সের শরীর থেকে এবার যে এনার্জি বের হচ্ছিলো সেটা স্যাম সহ পুরো গ্যালারিতে থাকা সকল ব্যক্তিকে কাঁপিয়ে দিলো।
* * *
To Be Continued
* * *
ফাইট শেষ করতে গেলে শুধু নতুন আইডিয়া আসে। তবে পরশু সিওর স্যাম এবং এলেক্সের ফাইট শেষ হয়ে যাবে। তবে এমন নয় যে ফাইট শেষ হবে। ফাইট তো আরো আছে😅