#Demon_King#
পর্ব:১১১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের একাডেমির মধ্যে একটা টুর্নামেন্ট চলছিলো যা প্রতি পাঁচ বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। এবারের প্রতিবারের টুর্নামেন্টই অনেক উত্তেজনার সাথে শেষ হয়। তবে এবারের টুর্নামেন্ট প্রতিবারের থেকে একটু বেশী উত্তেজনা তৈরী করেছে। যেহেতু তিন কিংডমের মধ্যে একটা শান্তি চুক্তি তৈরী হয়েছে, তাই ব্লু কিংডমের একাডেমি তাদের টুর্নামেন্টটা পুরো টাওয়ারে ব্রডকাস্ট করছিলো। প্রতিবারের থেকে এবারের টুর্নামেন্ট স্পেশাল হওয়ার মূল কারণ হলো এবার টুর্নামেন্টে একটা নয় মোট তিনটা ডিভাইন বিস্ট দেখা গিয়েছে। আর তাছাড়া নতুন স্টুডেন্ট যাদেরকে সবাই দুর্বল ভেবে এসেছে তাদের পাওয়ার দেখানোর মাধ্যমে সবাই অবাক হয়েছে।
ভিআইপি রুমে,
তিন কিংডমের কিং-কুইন আরো একবার অবাক না হয়ে পারলো না। রুমের মধ্যে আরো কিছু ব্যক্তি উপস্থিত ছিলো যারা চাচ্ছিলো কিছু বলতে কিন্তু কিং এবং কুইনের প্রথমে কিছু বললে বেয়াদবি হবে তাই তাই চুপ আছে।
-> এটা কি বারসার্কার না? হোয়াইট বিস্টের সাথে প্রজেস হয়ে আছে বলে সে বারসার্কার ব্যবহার করেছে এটা না হয় বুঝলাম। কিন্তু এই ছেলে তার ড্রাগনের সাথে প্রজেস অবস্থায় না থাকার পরেও কিভাবে বারসার্কার ব্যবহার করলো? (গালাটুস)
-> মূল কথা ড্রাগনরা কি বারসার্কার ব্যবহার করতে পারে? আমার যতদূর জ্ঞান রয়েছে পারে না। (হোমস)
দুই কিং এর সাথে রুমের বাকিরাও কনফিউজড ছিলো। এলেক্স যে পাওয়ার ব্যবহার করেছে সেটা কয়েকজনের কাছে পরিচিত মনে হলেও তারা মানতে চাচ্ছিলো না সেটা একই। সে কয়েকজনের মধ্যে মারিয়াও ছিলো। সে সবাইকে বোঝানোর জন্য বলতে লাগলো,
-> এটা হয়তো কোনো এক স্পেল হবে। যেহেতু মানা ইউজারদের জন্য বারসার্কার ব্যবহার করা অসম্ভব একটা ব্যাপার। তাই এটা একটা স্পেল ছাড়া আর কিছুই নয়। (মারিয়া)
-> তারপরও আমি এটাকে যতই দেখতে পাচ্ছি কেনো জানি একটা পরিচিত ভাইব আমার কাছে আসছে। (হোমস)
হোমস এবং গালাটুসের মতো আরো কয়েকজন আছে যারা ভাবতে ছিলো কিসের সাথে মিল রয়েছে এলেক্সের এই পরিবর্তনের। তবে তারা কোনো কিছু খুঁজে পাচ্ছিলো না।
❝মাইন্ড কন্ট্রোল করা আসলেই অনেক মজার একটা বিষয়।❞ (এলমন্ড মনে মনে ভাবছিলো)
এলমন্ড সে রুমে থাকা মারিয়া বাদে সকলের মাইন্ডকে নিয়ে খেলা করছিলো। যার কারণে কেউই আসল বিষয়টা খুঁজে পাচ্ছিলো না।
❝এলমন্ড তুমি আর কি কি শিখিয়েছো এলেক্সকে গোপনে?❞ (মারিয়া ভাবছিলো)
মারিয়া জানে তার স্বামী তার সহ এই জায়গার সকলের মনের কথা শুনতে পারছে। তাইতো সে মনে মনেই ভাবলো। হঠাৎ মারিয়ার মাথার মধ্যে এলমন্ডের উত্তর আসলো। যা ট্যালিপ্যাথি এবিলিটি ছিলো।
❝মাই লাভ, আমি কিছু করি নি। আমাদের ছেলে এটা জন্মগতভাবেই পেয়েছে।❞ (এলমন্ড)
❝কিন্তু তুমি বলেছিলে এলেক্স তোমার থেকে কোনো ক্ষমতা লাভ করে নি। তাহলে এসব কি?❞ (মারিয়া)
❝তোমাকে সেটা এখন বোঝাতে পারবো না। তবে এটুকু বলতে পারি যে তখন আমাদের এলেক্স পরিপূর্ণ ছিলো না। আর এখন যেহেতু সে পরিপূর্ণ হয়েছে তাই সে তার জন্মগতভাবে যে ক্ষমতা পাওয়ার কথা সেটা লাভ করেছে।❞ (এলমন্ড)
❝তুমি সিল করো নি? এটা দেখে তো সবাই আমাদের ছেলের পরিচয় জানতে পারবে।❞ (মারিয়া)
❝সেটার ব্যবস্থা আমি করে দিয়েছি তাই কেউ আর এটা নিয়ে চিন্তা করবে না।❞ (এলমন্ড)
এলমন্ডের কথায় মারিয়া কিছুটা হলেও স্বস্তি অনুভব করলো। তবে তার স্বস্তি সে পর্যন্তই ছিলো, তার মনে এখন নতুন চিন্তা বাসা বেঁধেছে। পূর্বে এলেক্সকে নিয়ে বেশী চিন্তা করলেও এখন সে চিন্তার পরিমাণ তার বৃদ্ধি পেলো। এলমন্ড কি বুঝিয়েছে সউল দিয়ে সেটা মারিয়া বুঝতে পারে নি। তবে একটা জিনিস সে বুঝতে পারছে, আর সেটা হলো এখন এলেক্সকে নিয়ে তার একটু বেশীই চিন্তা করতে হবে।
এরিনার মধ্যে,
এলেক্স, স্যাম এবং এলিনের মধ্যে এখন শুধু এলেক্স এবং স্যামই দাঁড়িয়ে ছিলো। এলিনকে এলেক্স তার মুন ড্যাগারের স্পেশাল স্কিলের সাহায্যে ঘুম পারিয়ে দিয়েছে। তাই আপাতোতো এলেক্সের কোনো চিন্তার বিষয় ছিলো না। তবে মূল বিষয় হলো স্যাম এখনো তার বিস্টের সাথে প্রজেস করে অবস্থায় আছে। আর অন্যদিকে এলেক্স তার বিস্টের থেকে আলাদা অবস্থায় আছে। দুজনের লেভেলের ভিতরে এমনিতেই অনেক পার্থক্য রয়েছে। সেই সাথে যেহেতু একটা ডিভাইন বিস্টের সাথে স্যাম প্রজেস হয়ে আছে তাই তার পাওয়ারও এলেক্সের থেকে অনেক বেশী ছিলো এখন। তারপরও এলেক্স কাইসেলের সাথে আরো একবার প্রজেস হলো না। বরং সে স্যামের বারসার্কার ফর্ম দেখতে পেরে নিজেরও সেরকম একটা ফর্মে চলে গেলো
(ব্লাডলাস্ট মুড)
যদিও দেখতে স্যামের বারসার্কার এর মতোই মনে হবে। কিন্তু এটা আসলে সে রকম না। স্যামের বারসার্কার মূলত একজন বিস্টের পাওয়ার ইমপ্রুভ করার সাথে সাথে তার ব্যথা এবং চিন্তা ভাবনা করার সামর্থ্যকে নষ্ট করে দেই। অন্যদিকে এলেক্সের ব্লাডলাস্টটা সেটা থেকে ভিন্ন। যদিও এটা এলেক্সের পাওয়ার ইমপ্রুভ করে তবে এটা এলেক্সের চিন্তা ভাবনা করার সামর্থ্য নষ্ট করে না। তবে তার চিন্তা ভাবনাতে কোনো প্রভাব না পরলেও এলেক্স এই মুডে আসার পর পুরো চেঞ্জ হয়ে যায়। বারসার্কার মুডে যেমন একজন পাগল হয়ে যায় তার সামনের ব্যক্তিকে হত্যা করার জন্য। ঠিক সেরকমই এলেক্সের ব্লাডলাস্ট মুডেও এলেক্স একটা কোল্ড ব্লাডেড কিলারে পরিণত হয়।
এলেক্সের ব্লাড লাস্ট মুডে আসার পর তার শরীর থেকে একটা লাল ব্লাডের কালারের মতো এনার্জি বের হচ্ছিলো। যা স্যামের লোম দাঁড় করিয়ে দিচ্ছিলো। বারসার্কার হওয়ার পর স্যাম পুরো তার ফ্যামিলিয়ার হোয়াইট টাইগারের স্বভাব পেয়েছে। তাই বিপদ কোন জায়গায় আছে সেটা খুব ভালো করেই জানে। পাওয়ারের দিক দিয়ে যদিও সে এলেক্সকে ভয় করছিলো না তারপরও এলেক্সের শরীর থেকে বের হওয়া এনার্জির কারণে স্যামের শরীর কাপছিলো। এলেক্সের থেকে অতিরিক্ত কিলিং ইনটেন্ট বের হচ্ছিলো যা একজন কাউকে অতিরিক্ত ভাবে হত্যা করতে চাইলে এনার্জি আকারে বের হয়। ভয় মনে থাকার পরও কিং অফ বিস্ট হওয়ার কারণে স্যামের হোয়াইট টাইগার স্যামের শরীরকে নিয়ন্ত্রণ করতে শুরু করলো। সে পাগলের মতো এলেক্সের দিকে ছুটে আসছিলো। যেহেতু এলেক্সের সাথে তার ফ্যামিলিয়ার প্রজেস অবস্থায় ছিলো না তাই স্যামের এখানে ভয়ের কোনো কারণই ছিলো না। স্যাম এক পলকের মধ্যে তার এবং এলেক্সের মধ্যকার দূরত্ব ক্লোজ করলো এবং তার হাতে বড় ক্ল দিয়ে এলেক্সকে এট্যাক করলো। এট্যাকটা এলেক্সের শরীরে লাগলো তবে সে শরীর আস্তে আস্তে হাওয়ার সাথে মিশে যেতে লাগলো। স্যাম কনফিউশানে ছিলো। অবশ্য এই সময়ে স্যাম জাগ্রত ছিলো না। বরং বারসার্কার মুডের কারণে স্যাম ঘুমাচ্ছিলো এবং তার শরীরকে তার হোয়াইট টাইগার নিয়ন্ত্রণ করছিলো। সেটার ব্যবহার দেখে ঠিকই বোঝা যাচ্ছিলো একটা ছোট এবং কম অবিজ্ঞ ডিভাইন বিস্ট ছিলো সেটা। তা না হলে এতো সহজ একটা ট্রিকে কিভাবে অবাক হবে সেটা।
-> তোমার এই এবিলিটিটা আসলেই অনেক কাজের জিনিস। (এলেক্স)
এলেক্সের মুখে কোনো এক্সপ্রেশন ছিলো না। ব্লাডলাস্টের কারণে সে আরো কোল্ড হয়ে গিয়েছে। তার মুখ দেখে যে কেউ বলবে হয়তো হাজারো ছ্যাকা খেয়েছে। স্যাম প্রথমে একটা স্পেল ব্যবহার করেছিলো, যেটার মাধ্যমে সে প্রচন্ড স্পিডে নিজের একটা আফটার ইমেজ রেখেছিলো এলেক্সের জন্য। এলেক্সও এখন সেটায় করেছে। স্যামের সামনে এতোটা স্পিডে সে দৌড়িয়েছে যে নিজের একটা আফটার ইমেজ সেখানে তৈরী হয়েছে। যার উপরে স্যাম এট্যাক করেছে। এই সময়ে এলেক্স স্পিডে স্যামের পিছনে চলে আসলো।
-> আমি ভাবছিলাম হয়তো স্পেশাল কিছু দেখবো, কিন্তু এটা আরো সহজ হয়ে গেলো আমার জন্য। (এলেক্স)
এলেক্স স্যামের দিকে তাকিয়ে উক্ত কথাটা বললো।তার চেহারায় কোনো এক্সপ্রেশন এবারো ছিলো না। এলেক্স তার এই ফর্মকে নিজ ইচ্ছা মতো ব্যবহার করতে পারছে। অবশ্য এতে তার অনেক প্রাকটিসের প্রয়োজন হয়েছিলো। তবে এটা ছাড়াও তার একটা মুড রয়েছে। যেটা এখনো পর্যন্ত সে নিয়ন্ত্রনে আনতে পারে নি। যে মুডে সে নিজের শরীরের সকল নিয়ন্রণ হারিয়ে ফেলে এবং তার শরীর একা একাই কাজ করতে থাকে। সেটা এলেক্স খুব কমই ব্যবহার করে। তাই এখানেও সেটা ব্যবহার করতে চাচ্ছে না সে। এলেক্স স্যামের পিছনে চলে আসে। স্যাম পিছনের দিকে তাকালো। সে পিছনে তাকানোর সাথে সাথে এলেক্স স্যামের ঠিক পেট বরাবর একটা পান্স মারলো। যে পান্সের ফলে স্যাম অনেকটা পিছনে চলে গেলো হাওয়ার মধ্যেই।
নিজের ব্যালেন্সকে ঠিক করার জন্য স্যাম তার দুই হাতের ক্ল দিয়ে একের পর এক গাছের সাথে আঘাত করতে ছিলো। কয়েকটা গাছের সাথে আঘাত করার পরে একটা গাছে সে আটকে যায়। মাটি থেকে একটা গাছের প্রায় অনেকটা উপরে ছিলো স্যাম। ঠিক তখনি এলেক্স,
(ব্লিঙ্ক)
এলেক্স তার ব্লিঙ্ক স্কিল ব্যবহার করে। যেটা ব্যবহারের সাথে সাথে এলেক্স স্যামের মাথার উপরে চলে আসলো। এলেক্স তার আরেকটা পান্স স্যামের পেটে মারতে যাচ্ছিলো কিন্তু প্রায় জিরো পয়েন্টে এসে তার হাত থেমে যায়।
(ফায়ার বল)
এলেক্স তার স্পেল ব্যবহার করে। যেটা সাধারণ অবস্থায় থাকার চেয়েও অনেক মারাত্মক ছিলো। আর জিরো পয়েন্ট থেকে স্পেলটা ব্যবহার করার কারণে অনেক মারাত্মল ড্যামেজও দিয়েছে স্যামের শরীরে। মনে হচ্ছিলো এলেক্স তার হাত থেকে খামেহামেহা নিক্ষেপ করেছে এবং স্যাম সেটার আঘাতে নিচে পরে গিয়েছে। নিচে অন্যান্য টিমের বেশ কিছু প্লেয়ার ছিলো যারা স্যাম এবং এলেক্সের ফাইট শেষ হওয়ার অপেক্ষা করছিলো। কিন্তু তারা দুজনে এখানে চলে আসবে সেটা আশাও করে নি তারা।
❝শিট, এই দুই মনস্টারের এখনি এখানে আসার সময় হলো। আমি তো প্রথমে এই ড্রাগন ছেলেটাকে সামান্য ভেবেছিলাম। কিন্তু সে একাডেমির সবচেয়ে টপ ছেলের সাথে হাড্ডাহাড্ডি ভাবে ফাইট করছে এটা আসলেই বিশ্বাস করার মতো না। এই অবস্থায় আমরা যদি তাদের এট্যাক করি, তাহলে দুজনেই প্রথমে আমাদের হারিয়ে ফেলবে। তাই কোনো রকম রিক্স না নিয়ে এখান থেকে চলে যাওয়ায় আমাদের ভালো হবে। দুজনের ফাইট থেকে একজন হেরে গেলে পরের একজনকে আমরা খুব সহজেই হারাতে পারবো। কিন্তু দুজনকে একসাথে এট্যাক করে বিজয়ের কোনো নিশ্চয়তাই নেই আমাদের।❞
সেখানে দাঁড়িয়ে থাকা এক টিমের লিডার উক্ত কথা ভাবছিলো। সে শুধু ভেবেই যাচ্ছিলো, কিছু করার আর সুযোগ পেলো না। কারণ স্যাম উপর থেকে মাটিতে পরার সাথে সাথে নিজের পাওয়ার আরো বৃদ্ধি করে নিয়েছে।
❝বারসার্কার দ্বিতীয় ফর্ম❞
পূর্বে স্যামের আংশিক পরিবর্তন হয়েছিলো। হাত, পা এবং মুখে হালকা সাদা লোমের তৈরী হয়েছিলো। কিন্তু এবার তার পুরো শরীরই পরিবর্তন হয়ে গেলো। সে পুরো একটা টাইগার ম্যানের আকার ধারণ করলো। তাকে দেখতে পুরো একটা টাইগার মনে হচ্ছিলো।
ভিআইপি রুমে,
ব্লু কিংডমের কিং খুব অবাক হয়েছে। সে নিজেও জানতো না তার ভাতিজা এরকম কিছু ব্যবহার করতে পারবে। অনেক ফ্যামিলিয়ার বিস্ট রয়েছে যাদের সাহায্যে একজন ব্যক্তি বারসার্কার ফর্মে প্রবেশ করতে পারে তবে খুব কম ব্যক্তিই আছে যেটা স্যামের ব্যবহার করা এবিলিটিটা ব্যবহার করতে পারে।
-> ডিউক হ্যানিস, তুমি আসলেই একটা হিডেন টাইগার লুকিয়ে রেখেছো। স্যাম যে ফুল বিস্ট ট্রান্সফর্মেশন ব্যবহার করতে পারবে হোয়াইট টাইগারের সাথে সেটা আমি ভাবতেও পারি নি। প্রায় কয়েকশত বছর পরে একজন আসলো যে এটা সম্ভব করলো? (হোমস)
হোমস এর অবাক হওয়ার পিছনে কারণও রয়েছে। ফুল বিস্ট ট্রান্সফর্মেশন এমন একটা এবিলিটি যেটা অনেক বিস্টের কাছে থাকলেও মানুষ সেটা ব্যবহার করতে পারে না। হয়তো তিনশত বছর পূর্বে একজন ব্যক্তি ছিলো যে এই এবিলিটি ব্যবহার করতে পেরেছিলো। আর সেই ব্যক্তির পরে হয়তো স্যামের নাম উঠবে। তাই তো কিং হোমস অনেক অবাক হয়ে আছে।
-> সেটা আসলেই অনেক অবাক করার বিষয়। কিন্তু আমাকে সবচেয়ে বেশী অবাক করছে একটা অরিজিন হীন ছেলে একটা এতোশক্তিশালী ডিউকের পুত্রের সাথে সমানে সমান ভাবে কোনো ফ্যামিলিয়ারের সাহায্য ছাড়া ফাইট করছে। এটা কি ব্লু কিংডমের সম্মানে হানি আনবে না? (গালাটুস)
পুরো টুর্নামেন্ট চলার মাঝখানে এই প্রথম একটা কথা যেটা কিং হোমস সহ সে রুমে উপস্থিত ব্লু কিংডমের সকল ব্যক্তিকেই ভাবাচ্ছিলো। যদিও একাডেমির মধ্যে কিছু হলে কিং নিজেও তার পাওয়ার ব্যবহার করে সেটার সমাধান করতে পারবে না, তারপরও সে এখন এটা বুঝতে পারলো যে এটা আসলেই অনেক লজ্জাজনক একটা ব্যাপার ছিলো।
->এরকম লজ্জাজনক পরিস্থিতিতে আমিও একবার পরেছিলাম। তাই আমার ভাইয়ের ছেলে হোক কিংবা আমার ক্রাউন প্রিন্স হোক। তাদেরও এই পরিস্থিতিতে পরে শিক্ষা লাভ করতে হবে। (হোমস)
হোমস শান্ত মনে উত্তরটা দিলো। সে সহ রুমের সকলেই তাকিয়ে ছিলো। যদিও এখন স্যামের দিকে নজর ছিলো সবার। কিন্তু তারা তাকিয়ে ছিলো এলেক্সের দিকে। যে একজন মানা ইউজার হওয়ার পরেও স্যামের সাথে ফাইট করে যাচ্ছে ক্লোজ রেঞ্জে।
এরিনায়,
স্যাম তার বারসার্কারের ২য় ফর্মে চলে গেলো। এটাকে ফুল বডি ট্রান্সফর্মেশনও বলা হয়। এখন সে পুরো হোয়াইট টাইগারের মতো হয়ে গিয়েছে। শুধুমাত্র সে তার দুই পায়ে দাঁড়িয়ে ছিলো। নিচের চোয়াল থেকে দুটো বিশাল দাঁত বের হয়েছে। যা দেখতেই ভয় লাগছিলো। আর পুরো শরীরে সাদা লোম তো আছেই। সেই সাথে পিছে একটা লেজও রয়েছে। স্যাম এবার এলেক্সকে এট্যাক না করে সে জায়গায় থাকা বাকি টিমের স্টুডেন্টদের উপরে এট্যাক করার জন্য দৌড় দিলো। তারা এলেক্স এবং স্যামকে এদিকে আসতে দেখেই পালানোর চেষ্টা করছিলো। কিন্তু স্যামের স্পিড এখন এতো বৃদ্ধি পেয়েছে যে তাদের এক কদম ফেলার পূর্বেই স্যাম তাদের কাছে চলে আসলো। ঠিক তখনি একটা ব্যক্তির হাতের আঙ্গুলের চুটকির শব্দ শোনা গেলো। সেই শব্দে শুধু এলেক্স এবং স্যামের কয়েক মিটার দূরত্বে যে ব্যক্তি গুলো পালানোর চেষ্টা করছিলো তারা টেলিপোর্ট হয়ে গেলো। স্যাম শব্দটার উৎপত্তি স্থানের দিকে তাকালো। এরিনার মাঝ বরাবর উপরে ভাসছিলো একাডেমি প্রিন্সিপাল। সে বলতে লাগলো,
-> আমাদের গেস্ট গুলো এই ফাইটে অনেক মনোযোগী ছিলো। তাই আমি এখানে নিয়মটা ভঙ্গ হতে দিলাম না। যেহেতু সবার আকর্ষণ আমাদের টুর্নামেন্টের দুই মেইন চরিত্রের উপরে আছে, তাই সবাই সেটায় এনজয় করুন। (প্রিন্সিপাল)
প্রিন্সিপাল এখানে যেটায় করুক না কেনো সেটা নিয়মের বাইরে ছিলো। কিন্তু সে এখানে সেটা না করলে কিছু স্টুডেন্টের মৃত্যু নিশ্চিত ছিলো। যদিও তার উচিত ছিলো স্যামকে বের করে দেওয়ার। কিন্তু সেটা করলে এই টুর্নামেন্টের মজায় শেষ হয়ে যেতো। তাই স্যাম যাদের হত্যা করতে যাচ্ছিলো তাদেরকেই সরিয়ে দিলো।
❝তাহলে দুই মনস্টারের ফাইট শুরু হোক আবারো।❞ (প্রিন্সিপাল ভাবছে)
প্রিন্সিপালের কথা শেষ না হতে হতেই স্যাম এক লাফ দিলো। সে নিজের সেন্স হারিয়েছে অনেক ক্ষণ হলো। তাই তার সামনে যে ব্যক্তিই আসছে তাকে এট্যাক করছে সে। যেহেতু প্রিন্সিপালের দিকে তাকিয়েছিলো সে। তাই এক লাফে সে প্রিন্সিপালের কাছেই চলে গেলো। নিজের বিশাল ক্ল দিয়ে সে প্রিন্সিপালকে এট্যাক করতে গেলো। কিন্তু প্রিন্সিপাল তার এট্যাকের পূর্বেই নিচের আঙ্গুলটা শুধু স্যামের মাথার উপরে রাখলো আর তাতেই স্যাম সোজা মাটিতে অনেক স্পিডে গিয়ে পরলো।
কোনো রকম মারাত্মক এট্যাক ছিলো না এটা। তারপরও অনেকটা ক্ষত তৈরী হয়েছে তার শরীরে। তবে তার ক্ষত গুলো ঠিক হতে এক সেকেন্ডও লাগলো না। প্রিন্সিপাল তখনি সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো। তাই স্যামের নজর আর সেদিকে না গিয়ে এবার এলেক্সের দিকে গেলো। এলেক্স স্যামকে দেখেই আবারো নিজের মধ্যে পার্থক্য অনুভব করলো। তাই সেও নিজের পাওয়ার আপ করে নিলো।
(স্কিলঃ গ্রিপ রিপার)
××× স্কিল ইনফো ×××
স্কিলঃ গ্রিম রিপার
এটা ডেড রুলারের স্পেশাল একটা স্কিল। এটার মাধ্যমে হোস্ট তার অস্ত্রের মধ্যে ডেড এনার্জি ব্যবহার করতে পারবে। এই স্কিলের মাধ্যমে হোস্ট চাইলে তার সমান এবং নিচু লেভেলের জীবিত বস্তুর সউল(আত্মা) নষ্ট করতে পারবে।
ইফেক্টঃ
১)মোট এজিলিটি এবং স্ট্যােমানার ১০% বৃদ্ধি পাবে
২)সউলের উপরে ডেমেজ ১০০% বৃদ্ধি করে।
৩)স্কিল একটিভ হলে হোস্ট তার সাধারন সেন্স হারিয়ে একজন হত্যা পছন্দকারীতে পরিনত হয়।
শর্তঃ স্কিল একটিভ করলে পাঁচ মিনিট তার ইফেক্ট থাকবে।
কুলডাউনঃ স্বাভাবিক ভাবে এক ঘন্টা, তবে প্রতি দশ হত্যার পরে কুলডাউন শেষ হয়ে যায়।
×××× ××××
এলেক্স তার স্কিল গ্রিম রিপার ব্যবহার করলো। যেটা এমন একটা স্কিল যা এলেক্সকে পাঁচ মিনিটের জন্য পুরো কিলার বানিয়ে দিবে। এই পাঁচ মিনিটে এলেক্সের মধ্যে হত্যা করার চিন্তা আরো বৃদ্ধি পাবে। ব্লাডলাস্টের কারণে এমনিতেই সে স্যামকে হত্যা করতে চাচ্ছিলো। আর এই স্কিল তো তাকে আরো কিছুটা বুস্ট করছে।
(ডার্ক ডোমেইনঃ প্রিজন অফ ভয়েড)
এলেক্স তার ডার্ক এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করলো। দ্বিতীয়বারের মতো সবাই ডার্ক এট্রিবিউটের একটা ডোমেইন দেখতে পাচ্ছিলো। এক একটা এট্রিবিউটের ডোমেইন এক একরকমের হয়ে থাকে। আবার এক এট্রিবিউটের অনেক রকমের ডোমেইন হতে পারে। একজন ব্যক্তির চিন্তা ভাবনার উপরে নির্ভর করে তার ডোমেইন কি রকম হবে। আজ পর্যন্ত ডার্ক ডোমেইন কিরকম তা কেউ দেখে নি বা কল্পনা করার সুযোগও হয় নি। এলেক্স সেটা দ্বিতীয় বারের মতো ব্যবহার করলো। যার দিকে সবাই তাকিয়ে আছে।
-> এখানেই শেষ নই। (এলেক্স)
চারিদিকে কালো অন্ধকার ঘিরে একটা বলের মতো জায়গা তৈরী করলো। যে জায়গার মধ্যে স্যাম এবং এলেক্স আটকা ছিলো শুধু। এলেক্স এখানেই থামলো না সে তার আরো একটা স্কিল ব্যবহার করলো। যেহেতু এলেক্স এ স্কিল গুলো সবার সামনে ব্যবহার করতে চাচ্ছিলো না তাই সে ডোমেইনটা ব্যবহার করে নিয়েছে।
(স্কিলঃ ডেড জোন)
××× স্কিল ইনফো ×××
স্কিলঃ ডেড জোন
স্কিলের মাধ্যমে হোস্ট তার চারপাশে ডেড এনার্জি অথবা ডার্ক এনার্জি দিয়ে একটা এরিয়া তৈরী করতে পারবে। যেটাকে সাধারন অর্থে ডোমেইন ও বলা হয়ে থাকে। এই এরিয়ার মধ্যে সকল নিয়ন্ত্রন হোস্টের হাতে থাকবে।
ইফেক্টঃ
১)ডোমেইনের মধ্যে সকল মৃত বস্তু হোস্টের কন্ট্রোলে চলে আসবে।
২)ডোমেইনের মধ্যে হোস্টের ইন্টেলিজেন্স ১০% বৃদ্ধি পাবে।
৩)ডোমেইনের মধ্যে হোস্টের আনডেড আর্মির ক্ষমতা দ্বিগুন বৃদ্ধি পাবে।
শর্তঃ ব্যবহারের জন্য অবশ্যই ডার্ক কিংবা ডেড এনার্জি থাকতে হবে।
কুলডাউনঃ ছয় ঘন্টা
×××× ××××
এলেক্স তার স্কিল ডেড জোন একটিভ করলো। উক্ত স্কিল একটিভ হওয়ার সাথে সাথে এলেক্সের ডোমেইনের মধ্য থেকে হাজারো কালো কালো হাত বের হতে শুরু করলো যা স্যামের পা শক্ত করে ধরে রাখার চেষ্টা করছে।
-> তাহলে এটা এখন শেষ করা যাক। (এলেক্স)
(স্কিলঃ প্রোগ্রামার)
(স্পেল মডিফিকেশন)
(ডার্ক ফায়ার হ্যামার)
এলেক্স তার ডান হাত উঁচু করলো। নিজের কোরে থাকা এনার্জির অর্ধেক ব্যবহার করে সে একটা স্পেল মডিফাই করলো। ডান হাতের উপরে একটা বিশাল হ্যামার তৈরী হলো। যা কালো রঙের ছিলো। তবে তার শরীর থেকে আগুন জ্বলছিলো। সেটা ডার্ক ফায়ার হ্যামার ছিলো। হ্যামারটা স্যামের উপরে পরার জন্য প্রস্তুত ছিলো।
এলেক্সের ডার্ক ডোমেইন টা জাগ্রত ব্যক্তির জন্য অনেক পাওয়ার ফুল ছিলো। কিন্তু যেহেতু স্যাম অনেক পূর্বেই সেন্স হারিয়েছে তাই স্যামের বিস্টের জন্য এতোটাও পাওয়ারফুল ছিলো না ডোমেইনটা। এজন্য স্যাম দাঁড়িয়ে ছিলো সেই ডোমেইনে একদম কোনো রকম মাইন্ড ড্যামেজ প্রাপ্ত না হয়েই। হোয়াইট টাইগার বিপদ বুঝতে পারলো।
(হোয়াইট টাইগার ডোমেইনঃ থার্ড আই)
আশেপাশের কোনো পরিবর্তন হলো না। বরং স্যামের দুই চোখের মাঝ বরাবর কপালে তৃতীয় একটা চোখের জন্ম নিলো। যা দেখতে আসলেই অনেক ভয়ঙ্কর ছিলো।
(অউরা স্পেলঃ ফায়ার ফিষ্ট)
তৃতীয় চোখ এবং ডান হাতের মুঠোতে আগুন নিয়ে স্যাম চলে আসলো সামনের দিকে। মাটিতে কালো হাত গুলো তার স্পিড কমিয়ে দিলেও তাকে থামিয়ে রাখতে পারে নি। বিশাল হ্যামারটা স্যামের উপরে পরলো। তবে স্যাম তার হাতের আগুনের ফিষ্টের সাহায্যে একটা পান্স দিলো তাতে। সাথে সাথে একটা ব্লাস্টের তৈরী হলো।
কাবুম,
এলেক্সকের ডোমেইন ভেঙে গেলো। যার মধ্য থেকে এলেক্স এবং স্যাম দুজনেই দুদিকে ভাসমান অবস্থায় পিছনে চলে যাছিলো। বেশ কয়েকটা গাছোর সাথে বারি খেয়ে দুজনেই নিজেদের পুরো সেন্স হারিয়ে সেন্সলেস হয়ে যায়। পুরো গ্যালারি তখন নিরব ছিলো। তারা জানে না ডোমেইনের মধ্যে কি হয়েছে, কিন্তু স্যামের মতো শক্তিশালী এবং নামকরা একজন স্টুডেন্টের সাথে সমানে সমান ভাবে ফাইট করেছে একটা নামহীন ছেলে। যে জিততে না পারলেও স্যামকেও জেতার সুযোগ দেই নি। তাই সবার হাত থেকেই করতালির আওয়াজ শোনা যাচ্ছিলো। পুরো এরিনার মধ্যে কেউ দাঁড়িয়ে ছিলো না শুধুমাত্র এক ব্যক্তি বাদে। তাই এই রাউন্ডের সর্বশেষ নিয়ম অনুযায়ী বিজয়ী সেই টিমকে ঘোষনা করে দেওয়া হলো।
-> লেডিস এড জেন্টেলম্যানস, যেহেতু আমাদের সর্বশেষ নিয়মে উল্লেখ ছিলো যদি কোনো ভাবে প্রতিটা টিমের ফ্লাগ নষ্ট হয়ে যায় তাহলে যে টিম সর্বশেষে দাঁড়িয়ে থাকবে তারাই বিজয়ী হবে। তাই আমি আপনাদের সবার সামনে টিম স্যামকে বিজয়ী বলে ঘোষনা করছি। (শিক্ষক)
একজন শিক্ষক সাথে সাথে ঘোষনা দিলো। দুটো টিমের সদস্যকে প্রিন্সিপাল টেলিপোর্ট করে দেওয়ার কারণে তাদের ফ্লাগ মাটিতেই পরে থাকে, তবে স্যাম প্রিন্সিপালকে এট্যাক করার পরে যখন নিচে পরলো তখন সে দুটো ফ্লাগ নষ্ট হয়ে যায়। অন্যদিকে শেষের ব্লাস্টে স্যাম এবং এলেক্সের কাছে থাকা বাকি ফ্লাগ গুলোও নষ্ট হয়ে যায়। জামার ভিতরে ফ্লাগ গুলো থাকার কারণে বেশী সুরক্ষিত জায়গায় ছিলো না সেটা। তাই নষ্ট হওয়া শুধু সময়ের ব্যাপারই ছিলো। মাইরার কাছে একটা ফ্লাগ থাকলেও সেটা মাইরা অনেক পূর্বেই এলেক্সের হাতে তুলে দিয়েছিলো নিরাপদ রাখার জন্য। আর সব ফ্লাগ নষ্ট হয়ে যাওয়ার পর এরিনার মধ্যে এলেক্স এবং স্যামও সেন্স হারিয়ে ফেলার ফলে সবাই মনে করে এটা একটা ড্র হবে। কিন্তু শিক্ষকের এনাউন্সমেন্টের পরে সবার নজরেই একটা ব্যক্তি চলে আসে। সে একটা মেয়ে ছিলো। এমন একটা মেয়ে যে আসলেই অনেক রহস্যময়ী ছিলো। তাকে পুরো একাডেমির কেউ পূর্বে দেখে নি। মুখ পাতলা একটা কাপড় দিয়ে ঢাকা ছিলো।
❝আমি এই মেয়েটাকে কতবার বলেছি আমার জন্য ঝামেলা না তৈরী করতে। কিন্তু কোনোভাবেই সে আমার কথা শুনবে না। তারপরও কি করার, যেহেতু আমার মেয়ে তাই সহ্য করতেই হবে।❞ (প্রিন্সিপাল ভাবছিলো)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। আরো বড় করলে হয়তো ভালো হতো। কিন্তু অনেকেই তারাহুরো শুরু করেছে। তাই এখানেই স্যাম এবং এলেক্সের ফাইটের ইতি ঘঠলো। অনেকেই বলবে আমি এলেক্সকে জেতালাম না কেনো। লজিক হিসেবে বললে এলেক্সের লেভেল অনেক কম স্যামের থেকে। সে তার স্কিল গুলোর সাহায্যেই স্যামের সাথে হাড্ডাহাড্ডি ফাইট করতে পেরেছে। আর তাছাড়া কাইসেল তো আছেই। স্কিল ব্যতীত এলেক্স স্যামের সাথে ফাইট করলে পাঁচ মিনিটও ফাইট করতে পারবে না। হারিয়ে দিতে চেয়েছিলাম এলেক্সকে। অবশ্য সেটা করলে আবার আমাকে নিখোঁজ করে দিতে চলে আসতেন অনেকেই। তাই নিরপেক্ষতা বজায় রাখলাম😅