আসসালামু আলাইকুম। গল্প প্রতি শনিবার, সোমবার এবং বুধবার রাত ১০টা থেকে ১১ টার মধ্যে ওয়েবসাইটে পোস্ট হবে।

Want Premium Membership!

Demon King পর্বঃ ১৩৪

হৃদয় বাপ্পী
Please wait 0 seconds...
Scroll Down and click on Go to Link for destination
Congrats! Link is Generated
[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]

#Demon_King#

পর্ব:১৩৪


লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.

     এক্সব্লকের কোনো এক ড্যানজনে,

এলেক্স এক্সব্লকের একটা ড্যানজনে প্রবেশ করেছে। যেখানে তার থেকেও অনেক বেশি লেভেলের মনস্টার ছিলো। এলেক্স জানতো সে মনস্টার গুলোকে নিজে হত্যা করতে পারবে না। তাই তাদেরকে হত্যা করার একটা প্লান সে তৈরি করেছিলো। যেখানে সে স্যামুয়েল হয়ে মনস্টার গুলোকে আহত করতো এবং একই সাথে এলেক্স হয়ে তাদেরকে নিহত করতো। এভাবেই এলেক্স প্রায় পুরো ড্যানজন ক্লিয়ার করেছে। এখন শুধু একটা মনস্টার রয়েছে যেটা এই ওয়ার্ল্ডের মতো দেখতে ড্যানজনের বস মনস্টার। এটাকে হারাতে পারলেই এলেক্স এই পুরো ড্যানজন ক্লিয়ার করতে পারবে এবং এই জায়গা থেকে বের হতে পারবে। 

সকল চিন্তা ভাবনা এলেক্স এক পাশে রেখে তার ডান হাতে মুন ড্যাগার রাখলো। এবং স্টোর থেকে মাত্র গোল্ড কয়েন দিয়ে ক্রয় করা আরেকটা ড্যাগার সে বাম হাতে রাখলো। বাম হাতের ড্যাগারের নাম পয়জন ড্যাগার। যদিও এটা কোনো লিজেন্ডারি লেভেলের আইটেম ছিলো না, তারপরও এই সময়ে এলেক্সের ভালো কাজে দিবে এটা।

-> তাহলে শুরু করা যাক। (এলেক্স)

এলেক্স উক্ত কথাটা বলে প্রথমেই বস মনস্টারের দিকে এগিয়ে গেলো। সবটা সময় সে মনস্টারদের নিজে থেকেই এট্যাক করে। কাউকে এট্যাক করার কোনো সময় সে দেই না। মনস্টার কিংবা মানুষ যাদের সাথেই এলেক্সের ফাইট হোক না কেনো। সব সময় প্রথম স্ট্রাইকটা এলেক্সই করে বা করতে চাই। এবারো তাই এলো। এলেক্স তার এক হাতে মুন ড্যাগার এবং অন্য হাতে পয়জন ড্যাগার নিয়ে ছুটে চলেছে বস মনস্টারকে হত্যা করার জন্য। বস মনস্টারের লেভেল অনেক ছিলো সেটা তার সাইজ দেখেই বোঝা যাচ্ছিলো। তাছাড়াও এলেক্স বস মনস্টারের শরীর থেকে লাল রঙের এনার্জি বের হওয়া দেখতে পাচ্ছিলো। পূর্বে ফাইট করা মিনোটরের থেকে বসের আকার আরো দ্বিগুণ বেশি ছিলো। তাই এবার মনে হচ্ছিলো একটা হাতি এবং পিঁপড়ার মধ্যে মারামারি হবে। এলেক্স যে নিচে ছিলো সেটা প্রথমে এলেক্সের আকার ছোট হওয়ার কারণে বস খেয়াল করে নি। এই সুযোগে এলেক্স তার মুন ড্যাগার এবং পয়জন ড্যাগার দিয়ে বুক বরাবর একটা ক্রস বানিয়ে দুটো স্ল্যাশ দিলো একসাথে। স্ল্যাশ দুটো মিনোটরের একটা পায়ে দেওয়া হয়েছিলো। পূর্বে এলেক্সের স্ট্রেন্থে মুন ড্যাগার দিয়ে অন্যান্য মিনোটরকে এট্যাক করলে তেমন মারাত্মক ক্ষত না হলেও কিছুটা তো তৈরু হতো। কিন্তু এবার কোনো ক্ষতই তৈরি হলো না। একটা সাধারণ চাকু দিয়ে যেমন একটা শক্ত লোহাকে কাটার চেষ্টা করলে যেমনটা হয় ঠিক তেমনি বোধ করলো এলেক্স। পয়জন ড্যাগার দিয়ে তেমন কিছু আশা করা যাচ্ছে না। কারণ সেটা একটা সাধারণ আইটেম ছিলো যার মধ্যে শুধু পয়জনের ইফেক্টই রয়েছে। তবে এলেক্সের হাতে একটা লিজেন্ডারি আইটেম থাকার পরেও এলেক্স কোনো ক্ষত তৈরি করতে পারে নি বসকে। যার একটাই কারণ ছিলো। 

     (সিস্টেম, আমার স্ট্রেন্থে ৩০০, এজিলিটিতে ৩০০, স্ট্যােমানাতে ৩০০, ভাইটালিটিতে ২০০ এবং ইন্টেলিজেন্সে ১০০ স্ট্যাট পয়েন্ট ব্যবহার করো।)

এলেক্সের কথার সাথে সাথে তার সিস্টেম উক্ত কাজটা করলো এবং এলেক্সের কাছে একটা মেসেজ দেখালো তার স্ট্যাটাস সহ,


××× স্ট্যাটাস ×××

নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ৩৬৩

স্ট্রেন্থ : ৬৬০+১০%
ভাইটালিটি : ৪০০+১০%
এজিলিটি : ৬০৫+১০%
স্ট্যােমানা : ৫১০+১০%
ইন্টেলিজেন্স : ৪২২+১০%
লাক্ : ২৭

স্ট্যাট পয়েন্ট: ১১০

××× ×××


এলেক্স তার স্ট্যাটকে দেখার সুযোগ পেলো না। কারণ মিনোটরটা এতোক্ষণ এলেক্সকে না দেখলেও এলেক্স এট্যাক করার পর ঠিকই তাকে দেখতে পেরেছে। একটা মানুষের পায়ে পিপড়া বা অন্য কিছু কামড় দিয়ে যেমন পা নারা দেয় অনেকটা জোরে। ঠিক সেভাবেই বস মনস্টার তার পাকে নাড়া দিলো অনেকটা জোরে।

     (একটিভ স্কিলঃ ব্লিংক)

মিনোটরের পায়ের সাথে এলেক্স বারি খাবে তার পূর্বেই এলেক্স ব্লিংক স্কিল ব্যবহার করে একটু দূরে টেলিপোর্ট হয়ে আসে। যদিও তার কাছে এটা দূরে মনে হলেও সে মিনোটরের এট্যাক রেঞ্জের ভিতরেই ছিলো। বিশাল একটা হ্যামার নিয়ে দাঁড়িয়ে থাকা ড্যানজন বস তার হ্যামারকে প্রবল স্পিডে এলেক্সের উপরে এইম করে এট্যাক করলো। এলেক্স তার এজিলিটিকে ডাবল করেছে এজন্য সে হ্যামারটা মাটিতে বা তার উপরে পরার পূর্বেই লাফ দিয়ে উপরে উঠতে পেরেছে নিজের ডাবল হয়ে যাওয়া স্ট্রেন্থের সাহাচ্ছে। এলেক্স উপরে লাফ দেওয়ার কারণে সে বুঝতে পারলো এই মিনোটর অন্যান্য গুলোর মতো নই। কারণ এটা একটা এট্যাকেই পুরো এক কিলোর মতো জায়গার মাটি গোল হয়ে ফেটে গিয়েছে এবং সেটা গর্ত হয়ে নিচে দেবে গিয়েছে। এলেক্স ঠিক সময়ে উপরে না উঠলে সেটার নিচে পরে এখন তাকে খুঁজেই পাওয়া যেতো না। হ্যামারটা তেমন আহামরি ছিলো না। তারপরও মিনোটরের স্ট্রেন্থের কারণেই সেটা এখন প্লানেট ধ্বংস করে দেওয়ার মতো একটা অস্ত্র ছিলো। অবশ্য এটা বসের ফুল পাওয়ার স্ম্যাস ছিলো না। তাই এলেক্স বুঝতে পারলো তাকে এই ফাইটটা দ্রুত শেষ করতে হবে।

-> ঠিক আছে তাহলে দেখা যাক আমার স্ট্রেন্থ বৃদ্ধি করে কি লাভ হলো। (এলেক্স)

এলেক্স মনস্টারের দিকে তাকিয়ে কথাটা বললো। সে লাফ দিয়েছিলো কিন্তু ল্যান্ড করেছে বস মনস্টারের হ্যামারের উপরে। হ্যামারের উপরে নেমেই সে দৌড় দেওয়া শুরু করলো। মিনোটরটা তার হ্যামার নিয়ে এবার ঘুরতে শুরু করলো। যেটার কারণে এলেক্স ছিটকে গিয়ে পরলো অনেক দূরে। বুলেটের গতিতে এলেক্স পিছনের একটা উঁচু গাছের সাথে বারি গেলো যেটা প্রায় এক কিলো জায়গারও দূরে ছিলো। এবার মিনোটরটা ঘোরা বাদ দিয়ে একটা লাফ দিলো এবং এক লাফেই এলেক্স যেখানে ছিলো সে গাছের উপরে পরলো। গাছের সাথে বারি খেয়ে এলেক্সের শরীরের প্রায় অনেকগুলো হাড় কটমটিয়ে ভেঙে গিয়েছে। 

      (একটিভ স্কিলঃ ব্লিংক)

এলেক্স তার ভাঙা হাড় নিয়েই তার ব্লিংক স্কিল ব্যবহার করে আরো কিছুটা দূরে টেলিপোর্ট হয়েছে। কারণ তখনি সেই জায়গায় বিশাল মিনোটরটা লাফিয়ে চলে এসেছে।

        (একটিভ স্কিলঃ শ্যাডো আর্মি)

এলেক্স অনেকদিন পর তার এই স্কিলটা ব্যবহার করেছে। এক সময়ে অনেক গুলো আনডেড সাথে রাখলেও এলেক্স তাদের সবার সাথে এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই নি বলে আনডেড গুলো মারা যাওয়ার পর আর দুর্বল আনডেড সে রাখে নি তার কালেকশনে। কিন্তু এবার যেহেতু শক্তিশালী শ্যাডো কালেক্ট করার সুযোগ পেয়েছে এলেক্স তাই এই সুযোগটা সে হাতছাড়া করে নি। এলেক্স তার শ্যাডোদের সাম্মন করলো। প্রথমত জেনারেল সাম্মন হলো যার পিছনে পাঁচটা লেজ ছিলো লেভেল বৃদ্ধি হওয়ার পর। তার সাইজও এখন একটা হাতির মতো হয়েছে। ইগ্রিত এলেক্সের ছায়া হওয়ার কারণে এখন আর এই স্কিল ব্যবহার করতে হয় না তাকে সাম্মন করার জন্য। তাই ইগ্রিত বের হয় নি। তবে জেনারেলের সাথে সাথে বিশাল বিশাল দুটো শ্যাডো বের হয়েছে মাটি থেকে। শ্যাডো গুলো বের হওয়ার দৃশ্যটাও অনেক সুন্দর। এলেক্সের গ্লাটোনি স্কিল ব্যবহারে যেমন মাটিতে কালো কালো পানির মতো কিছু একটা তৈরি হয়। ঠিক এলেক্সের শ্যাডো গুলো বের হওয়ার আগেও মাটিতে সেরকম একটা জিনিস তৈরি হয় এরপর সেগুলো থেকে শ্যাডো আর্মি বের হয়ে আসে। শত শত মিনোটর হত্যা করার পরে এলেক্স তাদেরকে নিজের শ্যাডো আর্মিতে পরিণত করতে চেয়েছিলো। কিন্তু এলেক্স প্রায় সবটা সময়েই ব্যর্থ হয়েছিলো। তবে তার লাক্ এতোটাও খারাপ নয়। তাইতো শত শত মিনোটরের মধ্যে মাত্র দুজন মিনোটরকে সে তার নিজের শ্যাডো আর্মিতে যুক্ত করতে পেরেছে। যদিও তারা শ্যাডো আর্মিতে পরিণত হয়েছে, কিন্তু এলেক্সের লেভেল তাদের নিজ লেভেল থেকে কম হওয়ার কারণে এলেক্সের লেভেলের থেকে কমে গিয়েছে। যদিও তাদের লেভেল কমে গিয়েছে, তারপরও এখন সেগুলো এলেক্সের ভালো কাজে দিবে। কারণ এই সময়ে তাদের লেভেল যতই কম হোক না কেনো। এলেক্সের এনার্জি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত তারা জীবিত থাকবে। জেনারেলকে দিয়ে আরো দুজন মিনোটর সাম্মন করে নিলো এলেক্স তার শ্যাডো আর্মি স্কিলের সাহায্যে। যদিও এলেক্স স্কিলটা একটিভ করা ছাড়ায় পাঁচটা শ্যাডো আর্মি সব সময় সাম্মন করতে পারবে, যেটা তার অনেকটা এনার্জি রক্ষা করে। কিন্তু সেটার জন্য তার সাথে তার শ্যাডো আর্মির একটা সুন্দর কানেকশন থাকতে হয়। যা মিনোটর গুলোর সাথে এলেক্স করতে পারে নি। তাই এলেক্সকে বাধ্য হয়ে তার স্কিল একটিভ করতে হয়েছে। অবশ্য এনার্জি নিয়ে এলেক্সকে চিন্তা করতে হবে না। সে তার ড্রাগনকে সাম্মন করলেই তার এনার্জি এই মুহূর্তে ফুল হয়ে যাবে। আর যেহেতু সে তার ইন্টেলিজেন্স স্ট্যাট বৃদ্ধি করেছে কিছুটা তাই তার কোরে এনার্জি সংগ্রহের পরিমাণও কিছুটা বৃদ্ধি পেয়েছে। তারপরও এটা পর্যাপ্ত নয়। এমনিতেও এলেক্সকে আপাতোতো তার এনার্জি নিয়ে চিন্তা করতে হচ্ছে না। সকল মিনোটর গুলোর সাথে ফাইট করার পরেও তার কাছে এখন অর্ধেকের বেশি এনার্জি রয়েছে। তবে এনার্জি সে বিনামূল্যে শেষ করতে চাচ্ছে না এখানে।

এলেক্স তার শ্যাডো আর্মি সাম্মন করার পরপরই এই ড্যানজনের বস মনস্টার লাফ দিয়ে পরেছে বিশাল গাছটার উপরে। এলেক্সের কাছে গাছটা বিশাল মনে হলেও বস মিনোটরের জন্য সেটা হাঁটু সমানও ছিলো না। যেটা আসলেই হাস্যকর একটা বিষয় ছিলো। 

-> এই সময়ে স্যামুয়েলের মার্শাল আর্ট স্কিলটা হয়তো কাজে দিতো অনেকটা। কিন্তু সে সুযোগ যেহেতু মিস করেছি তাই তার অন্য স্কিলের ব্যবহার এখন ঠিক মতো করতে হবে আমার। (এলেক্স)

এলেক্স নিজের সাথেই কথাটা বলতে লাগলো। এলেক্স স্যামুয়েলের থেকে একটা এট্রিবিউট এবং একটা স্কিল নিয়েছে তার মেইন ক্যারেক্টারে। এট্রিবিউট তো আর্থ যেটা দিয়ে এখন এলেক্স আর্থ ম্যাজিক ব্যবহার করতে পারে। আর স্কিলের কথা যদি বলা হয় তাহলে এলেক্স এখন সব সময় সেটা ব্যবহার করে যাচ্ছে।


××× স্কিল ইনফো ×××

স্কিল নেইমঃ ব্যাটেল সেন্স
লেভেলঃ Low(২০%)
স্ট্যাটাসঃ প্যাসিভ স্কিল

ইফেক্টঃ 

১) হোস্টের সকল এক্সপেরিয়েন্সের সাহায্যে স্কিলটা বিশেষ সময়ে হোস্টের বডিকে আপনা-আপনি নরতে সাহায্য করবে।

২) হোস্ট তার সকল স্মৃতি ভুলে গেলেও স্কিলটা হোস্টের বিশেষ সময়ে সাহায্য করবে।

এনার্জিঃ ০.১/১০০ পার সেকেন্ড (যখন ইফেক্ট কাজ করবে তখন  করবে তখন প্রতি সেকেন্ডে ১০০ ভাগের ০.১ ভাগ শেষ হবে।)

কুলডাউনঃ নেই

××× ×××


স্যামুয়েলের এই স্কিলটা এলেক্স ব্যবহার করে যাচ্ছে। যার কারণে বিশেষ বিশেষ সময়ে যেখানে এলেক্স চিন্তা করে পায় না সে কি করবে তখন আপনা আপনি থেকেই তার শরীর কাজ করা শুরু করে। যেটা সে এই পর্যন্ত দুই তিনবারের মতো অনুভব করেছে। যদিও এটাকে কমফোর্ট বলা যায় না তারপরও ভালো একটা স্কিল যেটা এলেক্সের অনেক কাজে আসছে এই পর্যন্ত। আর সব সময় তো সে অন্য ক্যারেক্টারের সিগনেচার স্কিল গুলো ব্যবহার করতে পারে না। সেটা করলে তো সে নিজেই কপিবাজ হয়ে যাবে। অবশ্য এটা সে ভাবছিলো না। যায়হোক বিশাল মনস্টারের সামনে হঠাৎ তার অর্ধেক সাইজের দুটো মনস্টার চলে আসলো। মনস্টার বললে ভুল হবে। তারা এলেক্সের শ্যাডো আর্মি ছিলো। যারা দুজন মিনোটর ছিলো। তাদের পুরো শরীর কালো ছিলো, যার মধ্যে শেপ থাকার কারণে তারা যে মিনোটর সেটা বোঝায় যাচ্ছিলো। হাতে হ্যামার নিয়ে দুজন মিনোটর দাঁড়ালো মিনোটরের সামনে তাদের নতুন মাস্টারের শিল্ড হয়ে। কিন্তু বস মনস্টার তার আরো বিশাল হ্যামার নিয়ে ডান সাইড থেকে বাম সাইডের দিকে শুধু একটা বারি দিলো তাতেই দুটো মিনোটরের শরীরের মাঝ থেকে উপরের অংশ হারিয়ে গেলো। কিন্তু তারা এতেই মারা গেলো না। আস্তে আস্তে তাদের শরীর গ্রো হতে শুরু করলো। যেটুকু ছিলো শরীরের সেখান থেকেই বাবলের মতো বৃদ্ধি পেয়ে তারা আবারো স্বাভাবিক হয়ে গেলো।

-> আমি যা ভেবেছিলাম তার থেকেও এটা বেশি এনার্জি গ্রহন করে। (এলেক্স)

এলেক্স বুঝতে পারলো তার দুটো মিনোটরকে মেইনটেইন করতে যতটা না এনার্জি লাগছিলো তার থেকে দশগুন বেশি এনার্জি লাগছিলো সেগুলোকে রিজেনারেট করতে। এলেক্স সময় নষ্ট না করে তার জেনারেলের দিকে তাকালো এই সময়ে। সেই সাথে সে বলতে লাগলো,

-> ইগ্রিত?

[মাই কিং!]

-> তোমার ঘোড়াকে ভুলে যাও, জেনারেলের উপরে উঠো আমার প্রতিচ্ছবি হয়ে এবং এই মনস্টারের বাম পায়ে এট্যাক করো। (এলেক্স)

[ইউর কমান্ড ইজ মাই লাইফ]

হঠাৎ এলেক্সের শ্যাডোর মধ্য থেকে বের হয়ে আসলো ইগ্রিত। সে এলেক্সের রূপ ধারণ করলো এবং সেই সাথে সে জেনারেলের পিঠে উঠলো। জেনারেলের পিঠে উঠার সাথে সাথেই জেনারেল লাইটনিং এর স্পিডে দৌড় দিলো। তার স্পিড এলেক্স নিজের চোখেও লক্ষ করতে পারছিলো না ঠিক মতো।

-> একটা ফাইটিং টাইপ মনস্টার থেকে এটা হয়তো আশা করা স্বপ্নের মতোই। কিন্তু জেনারেল ফাইটিং থেকে স্পিড টাইপ মনস্টার হয়েছে এটা আসলেই অবিশ্বাস্য একটা বিষয়। (এলেক্স)

এলেক্স আর দাড়িয়ে না থেকে সে নিজেও দৌড় দিলো। ড্যানজনের বসের দৃষ্টি ছিলো বিশাল দুটো মিনোটর যারা একসময় তারই আন্ডারলিং ছিলো, কিন্তু এখন তারা তার বিরুদ্ধেই ফাইট করছিলো যেটা বসকে আরো  রাগিয়ে দিলো। এলেক্স এই সময়টা কাজে লাগিয়ে খুব দ্রুত মনস্টারের ডান পায়ের নিচে চলে আসলো। অন্য পায়ের নিচে ইগ্রিত ছিলো যে এলেক্সের ক্লোন হয়ে ছিলো। এলেক্স এবং ইগ্রিত দুজনেই তাদের স্পিড ব্যবহার করে একের পর এক এট্যাক মেরে যাচ্ছিলো। ইগ্রিতের হাতে কোনো রকম আইটেম ছিলো না। সে একের পর এক পান্স মেরে যাচ্ছিলো যেটা তেমন কোনো কাজে দিচ্ছিলো না। এলেক্স দূর থেকে বিষয়টা লক্ষ করলো এবং তার ইনভেন্টরি থেকে ন্যাকরো ব্লেড বের করলো এবং সেটা ছুঁড়ে মারলো ইগ্রিতের দিকে। ইগ্রিত ব্লেডটা নিয়ে এবং জেনারেলের স্পিডের সাহায্যে ফুল লাইটনিং স্পিডে ভিন্ন ভিন্ন জায়গায় এক-দুই-তিন.......শত.......হাজারো এট্যাক এক সাথে করে যাচ্ছিলো। ন্যাকরো ব্লেড এমন একটা সোর্ড যা আপাতোতো মুন ড্যাগারের থেকেও অনেক পাওয়ারফুল ছিলো। কারণ মুন ড্যাগার কাজ করে মৃত বস্তুর উপরে। আর অন্যদিকে ন্যাকরো ব্লেড তার সামনের সব কিছুই এবজোর্ব করতে পারে। প্রতিটা এট্যাকে যদি টার্গেটের কোনো ক্ষত তৈরি হয় তাহলে সে ক্ষত থেকে ব্লাডের সাথে এনার্জিও এই সোর্ড এবজোর্ব করতে পারে। শুধু কি তাই, আস্ত জীবিত বস্তু এবজোর্ব করার ক্ষমতাও রয়েছে এই সোর্ডের। তাই এটার সামনে ন্যাকরো ব্লেড কোনো জিনিসই না এটা তো নি:সন্দেহে বলা যায় আপাতোতো সময়ের জন্য।

ইগ্রিতের কিছুটা সময় লাগলো বাম পায়ে হাজারো হাজারো ক্ষত তৈরি করতে। আর এতোক্ষণে এলেক্স দশ থেকে বিশটার মতো ক্ষতও তৈরি করতে পারে নি ডান পায়ে। যেটা খেয়াল করে এলেক্স প্লান চেঞ্জ করে ফেললো। সে ইগ্রিতকে ডান পায়ের কাছে চলে আসতে বললো। আর ইগ্রিতও সেটাই করলো। তবে এই সময়ে ড্যানজনের বস এলেক্স এবং ইগ্রিতকে খেয়াল করেছে। তার পায়ে যন্ত্রনা হচ্ছিলো যেটা এতোক্ষণ সামনের দুটো মিনোটরের জন্য হলেও সে নজরে আনে নি। কিন্তু এখন যেহেতু সে নিচে তাকিয়েছে তাই দুটো পা একসাথেই নারিয়ে উঠলো এবং এক লাফ দিয়ে আকাশে উঠে গেলো। তার লাফটা নিজেকে এলেক্স এবং ইগ্রিতের এট্যাক থেকে বাঁচানোর জন্য ছিলো না। বরং সে দুজনকে তার পায়ের নিচে পিষে ফেলতে চাচ্ছিলো। মিনোটরটা মাটিতে পরার সাথে মনে হলো একটা বিশাল পারমাণবিক বোমা মাটিতে পরেছে। বিশাল একটা ধামাকা তৈরি হলো যে ধামাকার মধ্যে এলেক্সের দুটো মিনোটর এবং জেনারেলের পুরো শরীরই ধ্বংস হয়ে গেলো। যদিও তারা এখনো মারা যায় নি, এলেক্স তার এনার্জি ব্যবহার করলে তাদেরকে আবারো সাম্মন করতে পারবে। তবে এলেক্স সেটা আপাতোতো করলো না। কারণ এলেক্স আপাতোতো সেটা করতে পারছে না। এমনিতেই তার হাড় ভাঙার কারণে তার শরীরে অসহনীয় ব্যথা হচ্ছিলো। সেই সাথে শেষ সময়ের এতো বিশাল একটা শকের কারণে তার শরীর কাজ করা বন্ধ করেই দিয়েছিলো। তার স্কিল ব্যাটেল সেন্সও এখানে কিছুই করছিলো না। ঠিক সেই সময় ইগ্রিড এলেক্সকে ধরেছিলো এবং,

       (ড্রাগন স্যুট আর্মারঃ ফ্লাইট মুড)

এলেক্সের শরীর থেকে তার ড্রাগন স্যুট আর্মার খুলে গেলো এবং সেটা ইগ্রিতের গায়ে চলে আসলো। ইগ্রিতের মাস্টারকে বাঁচানোর প্রবল ইচ্ছার জন্যই ড্রাগন স্যুট আর্মার তার মাস্টারের আদেশ ব্যতীতই ইগ্রিতের কাছে চলে যায়। ইগ্রিত ড্রাগন স্যুট আর্মারের ফ্লাইট মুড ব্যবহার করলো। তার পিঠ থেকে দুটো ডানা বের হলো। ব্লাস্টের মধ্য থেকেই ইগ্রিত তার মাস্টারকে নিয়ে আকাশের দিকে উড়তে শুরু করলো। অনেকটা উপরে উঠলেও ব্লাস্টের সবটা তার পিঠেই লেগেছে। অন্যান্য আনডেড এর মতো এখন আর সে নেই। তার মাস্টারের ক্লোন স্কিলটা ব্যবহার করলে ইগ্রিত একটা মানুষের মতোই হয়ে যায়। যদিও সে মারা গেলে তার সউল হারাবে না কারণ অরিজিনাল দিক দিয়ে সে একজন শ্যাডো এখন এলেক্সের। কিন্তু এলেক্সের রূপ ধারণ করার কারণে এখন সে ব্যথা অনুভব করবে। আর এলেক্সের পারশোনাল শ্যাডো হওয়ার কারণে এখন সে যত ব্যথা অনুভব করবে ঠিক ততটাই ব্যথা এলেক্স অনুভব করবে। জিনিসটা সম্পর্কে ইগ্রিত ভালো করেই জানে, তারপরও তার কিং, মাস্টারকে বাঁচানোর জন্য তার এটুকু করতেই হবে বা হয়েছে। 

এলেক্স একটা শকের মধ্যে ছিলো। শকটা কিসের ছিলো সেটা আমরা কেউই জানি না। অসহনীয় ব্যথার কারণে এলেক্সের ব্লাডে কিছু একটা হচ্ছিলো, যেটা এলেক্সের শরীরের সমস্ত নিয়ন্ত্রণ ছিনিয়ে নিয়েছিলো। এটা কি ছিলো সেটা এলেক্সও জানে না। এলেক্সের কোনো স্কিলই এখন কাজ করছিলো না। এলেক্স শুধু দেখতে এবং ভাবতেই ছিলো। তার শরীর তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। জেনারেল এবং বাকি দুজন সাম্মন হচ্ছে না এলেক্সের এই অবস্থার কারণেই। ইগ্রিত এলেক্সের পারশোনাল শ্যাডো হওয়ার কারণে সাম্মন অবস্থায় ছিলো। কিন্তু সেও অনেক ইনজুরি লাভ করেছে যার কারণে সে আর তার মাস্টারের রূপ নিয়ে থাকতে পারছিলো না। তাই সে নিজের শ্যাডো ফর্মে চলে আসলো। তখনি তার থেকে ড্রাগন স্যুট আর্মার খুলে এলেক্সের শরীরে লেগে গেলো। ইগ্রিত এলেক্সকে ধরতে চাচ্ছিলো, কিন্তু হঠাৎ তাকেও এলেক্সের ছায়ার মধ্যে চলে যেতে হলো জোর পূর্বক ভাবে।

এলেক্স উপরে থেকে নিচে পরতেছিলো। সে তার চোখ দিয়ে দেখতে পারলো। তার চোখ যতদূর যাচ্ছে সব জায়গাটায় ধ্বংস হয়ে গিয়েছে। মিনোটরের একটা এট্যাকে মাটি থেকে লাভা বের হয়ে গিয়েছে পুরো প্লানেটে। যেটা দেখেই বোঝা যাচ্ছিলো এই ফাইটটা তার ধারণার বাইরে ছিলো।

      ❝মনে হচ্ছে আমার সিস্টেম সস্তা কোনো নেশা করেছে। তিনটা প্রশ্নবোধক এর জায়গায় এখানে চারটা প্রশ্নবোধক হলে ভালো হতো❞ (এলেক্স ভাবছে)

এলেক্স মিনোটরের ইনফোর তিনটা প্রশ্নবোধক দেখে উক্ত কথাটা ভাবলো। ঠিক তখনি এলেক্সের চোখ বন্ধ হয়ে আসলো। এলেক্স আস্তে আস্তে নিচে পরছিলো। আরো আস্তে আস্তে পরতে শুরু করলো। আরো আরো আরো আস্তে আস্তে পরতে শুরু করলো এবার সে। না সে আস্তে আস্তে পরছিলো না বরং সময় আস্তে আস্তে চলছিলো। হ্যাঁ টাইম স্লো হয়ে গিয়েছে। এলেক্সের চুল গুলো হলুদ থেকে সিলভার কালার হয়ে গেলো। শুধু সিলভার নয়, সিলভারের মধ্যে হালকা হলুদ এবং লাল সেড ও রয়েছে। সাথে সাথে এলেক্স চোখ খুললো, তার চোখ নীল কালার থেকে লাল কালারে পরিণত হয়ে গেলো। সে উপর থেকে খুব ধীরে ধীরে নিচে চলে আসলো। তার মাথা নিচের দিকে ছিলো তবে মাটিতে লাগার পূর্বেই সে তার হাত মাটিতে দিয়ে ধরে ফেললো। তার পুরো শরীর উপরের দিকে ছিলো। সে এক হাত দিয়ে তিন চারটা পুশ দিয়ে খুব আস্তে আস্তে নিজের শরীরকে সোজা করে নিলো। তার শরীরের প্যান্ট এবং জামার বিভিন্ন জায়গা ছিঁড়ে এবং ফেটে গিয়েছে। যা দেখতে পেয়ে সে তার জামাকে টান দিয়ে খুলে ফেললো। ডান হাতে থাকা তার ড্রাগনের ট্যাটুটা মনে হচ্ছিলো জীবিত হয়ে গিয়েছে। উজ্জ্বল একটা আলো জ্বলতে ছিলো সেটা থেকে। এলেক্স তার ঘাড়কে দুই দিকে ঘুরিয়ে কট কট করে শব্দ করে ফুটিয়ে নিলো। এবার সে তার সামনের দিকে থাকা মনস্টারের দিকে নিজের নজর ছিলো।

[আমার ভাই এই বাচ্চার সাথে ফাইটে হিমশিম খাচ্ছে এটা ভাবলেই আমার লজ্জা লাগছে।]

এলেক্স সিরিয়াস একটা লুক নিয়ে কথাটা বললো।

[কিন্তু যেহেতু এই গরুর মাথার জন্য আমি এতো সময় পর বের হতে পেরেছি তাই আমাকে বের করার পুরস্কার হিসেবে আমি তো এই ওয়ার্ল্ডটা সম্পূর্ণ শেষ করে দিতেই পারি।]

হঠাৎ তার সিরিয়াস মুখ হারিয়ে গেলো হাওয়ার মধ্যেই। তার মুখ থেকে একটা বিচ্ছিরী হাসি বেরিয়ে আসলো। যেটা দেখা মাত্র তার সামনে থাকা মিনোটরের হার্টও কেঁপে উঠলো। এলেক্স এক-দুই পা সামনে এগুলো এবং মিনোটরের দিকে তাকিয়ে বললো,

            [Kneel]

বিশাল মিনোটরের মনে হলো তার শরীরের উপরে পুরো ইউনিভার্স ভেঙে পরেছে। সে প্রচন্ড স্পিডে নিচের হাঁটুতে পরে গেলো এবং মাথাটা মাটিতে বারি গেলো। কোনো ভাবেই সে নিজের শরীরকে তুলতে পারছিলো না। 

[এতো সহজে তোমাকে শেষ করা যাচ্ছে না। কারণ আমার মনে হয় না এবার চলে গেলে আবারো আমার ভাই আমাকে বের হওয়ার সুযোগ দিবে। তাই একটু খেলা করো এবং এন্টারটেইন করো আমাকে।]

আরেকটা ভয়ানক হাসি মুখে এনে এলেক্স উক্ত কথাটা বললো।


* * * 

To Be Continued 

* * *


কেমন হলো জানাবেন।

About the Author

হৃদয় বাপ্পী
Hello Friends, My Name is Bappy and Welcome To Our Website. My Passion is to Share Knowledge With Everyone. Also I am a writer.

4 comments

  1. Ata asol Alex jar bisoye hridoy Jane na
  2. Ayta abar aslo kon jayga theke
  3. wow
  4. Marvelous, what twist bro. Keep it up.😍😍😍
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.