#Demon_King#
পর্ব:১৩২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
কিং হোমস এর দেওয়া টেলিপোর্টেশন আইটেম এর সাহায্যে এলেক্স এবং তার টিমের সকলেই ফায়ার এম্পায়ারের টাওয়ার অফ গ্লাটোনির গেইটের সামনে এসে উপস্থিত হয়েছিলো। এম্পায়ারের টাওয়ারের গার্ডরা প্রিন্সেসকে চিনে না এবং এতো দ্রুত এম্পায়ারে প্রিন্সেস এবং প্রিন্সের সম্পর্কে কোনো তথ্যই আসে নি। তাই এলেক্স এবং বাকিরা কোনো সমস্যা ছাড়ায় টাওয়ারের মধ্যে প্রবেশ করতে পেরেছে। টাওয়ারের গেইটের মধ্যে প্রবেশ করার পর সবাই একত্রে ব্লু কিংডমের ক্যাপিটালের মধ্যে টেলিপোর্ট হয়েছে। জায়গাটা ক্যাপিটালের একাডেমির পিছনেই ছিলো। এর পূর্বেও এলেক্স এবং তার পূর্ব একাডেমির সবাই যখন টাওয়ারে প্রবেশ করেছিলো তখন টাওয়ারের টেস্ট সম্পূর্ণ করার পর তারা এই জায়গাতেই এসেছিলো। একাডেমির পিছনের জায়গাতে হওয়ার কারণে সবার একাডেমিতে যেতে সময় লাগলো না। একাডেমির গেইটের সামনে সময় সবার একাডেমির ব্যাজ দেখানোর মাধ্যমে ভিতরে প্রবেশ করলো।
-> আমাদের সাথে অনেক কিছু হয়ে গিয়েছে। যেহেতু এখন রাত হতে যাচ্ছে, তাই আপাতোতো আমরা সবাই আমাদের ডোর্মের মধ্যে গিয়ে বিশ্রাম নেওয়া দরকার। (মাইরা)
-> হ্যাঁ এটাই সবচেয়ে ভালো বুদ্ধি হবে। (স্যাম)
সবাই তাদের নিজ নিজ ডোর্মের দিকে রওনা দিচ্ছিলো। কিন্তু তখনি এনরি হঠাৎ খেয়াল করলো তাদের সাথে এলেক্স ছিলো না।
-> আচ্ছা এলেক্সকে কি কেউ দেখেছো? (এনরি)
এনরি একাডেমিতে প্রবেশের পূর্বে আবারো তার পূর্বের মেক-আপ দ্বারা নিজের পরিচয় এবং সৌন্দর্য লোকানোর চেষ্টা করছিলো। তারপরও তার সৌন্দর্য যারা একবার দেখেছে, তাদের ক্ষেত্রে সেটা ভুলে যাওয়া প্রায় অসম্ভব। সবাই এনরির কথায় আশেপাশে তাকালো কিন্তু কেউই এলেক্সকে খুঁজে পেলো না।
-> আমার মনে হচ্ছে ক্যাপিটালের বাইরেই আছে এলেক্স। (ডুফেস)
-> যতই দিন যাচ্ছে এলেক্স আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। শুধু দূরত্বের দিক দিয়ে না এলেক্স আমাদের থেকে এখন শক্তির দিক দিয়েও দূরত্বে রয়েছে। আমার মনে হচ্ছে না আমি এলেক্সের কাছে পৌঁছাতে পারবো। (জেয়াব)
জেয়াব হঠাৎ করে কথাটা বলে তার ডোর্মের দিকে যেতে লাগলো। তাকে ফলো করে ডুফেসও হাঁটা শুরু করলো। তবে যাওয়ার পূর্বে ডুফেস একটু থেমে বললো,
-> মুখে কাপড় থাকা মেয়েটাকেও তো দেখতে পারছি না এখানে। (ডুফেস)
-> হ্যা ভালো কথা, মেয়েটার নাম মিও ছিলো না? তাকে তো মনে হয় না আমি টাওয়ারে আসার পর থেকে দেখতে পেরেছি। (হেয়া)
* * * * *
এগনোলেনিয়া,
মেফাসের প্রিন্সেস কিডন্যাপ হয়েছে এটা পুরো এম্পায়ারে ছড়িয়ে গেলো। এমনকি একটা গুজবও ছড়াতে শুরু করলো যে টাওয়ারের সিকরেট কিংডমের ব্যক্তিরা এই কাজে লিপ্ত ছিলো। যার কারণে ফায়ার এম্পায়ারও এই বিষয়ে আর যুক্ত হতে চাচ্ছিলো না। তারা প্রিন্সেস এর সম্পর্কে ভুলে গেলো। তারা ভুলে গেলেও একজন ব্যক্তি ভুলতে পারলো না এই বিষয়ে। মেফাসের একটা রুমের মধ্যে বসে ছিলো একটা ছেলে। যে কিনা এম্পায়ারের প্রিন্স। তার হাতের বাঁধন সে পুরিয়ে মুক্ত হয়ে ছিলো। তারপরও সে এখান থেকে যেতে চাচ্ছে না। তার মনের মধ্যে একটা জিনিসই ঘুরপাক খাচ্ছিলো,
❝সবচেয়ে শক্তিশালী এম্পায়ারের প্রিন্স হওয়ার পরেও একটা ছোট বাচ্চার থেকে আমি এভাবে অপমানিত হবো এটা কখনোই ভাবি নি।❞
সে প্রতিশোধের কথা চিন্তা করতে পারছে না। যদিও তার লেভেল অনেকটা বেশি ছিলো এলেক্স এবং তার টিম মেম্বারদের থেকে। তারপরও এরকম একটা পরিস্থিতি হয়েছিলো যেখানে সে কিছুই করতে পারে নি। সবটা বিষয়কে এক সাইডে রেখে এখন তার প্রতিশোধ নেওয়ার কথা চিন্তা করা উচিত ছিলো। কিন্তু যখনি সে সেরকম কোনো কিছু চিন্তা করতে যায় তখনি তার মনের মধ্যে ভয় কাজ করে এবং চোখের সামনে সে তার পুরো এম্পায়ারকে ধ্বংস হতে দেখে। যদিও এটা সত্য ছিলো না তারপরও তার উপরে এলেক্সের স্কিলের ফেয়ার ইফেক্ট এখনো কাজ করে যাচ্ছিলো বলে প্রিন্স সেরকম কোনো কিছু চিন্তা করতে পারছিলো না।
এম্পায়ারের প্রিন্স বিছানার উপরে বসে ছিলো। ঠিক এই বিছানায় তার হবু বউ শুয়ে ছিলো। সব কিছু স্বাভাবিক থাকলে হয়তো আজ সেই প্রিন্সেস এনরির সাথে সময় কাটাতে পারতো। কিন্তু একটা ছোট ছেলের কারণে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে তার জীবন থেকে। যার কারণে অনেক গভীর ডিপ্রেশনে চলে গিয়েছে প্রিন্স। প্রিন্স কেনো রকম কথা বলছে না। সে চুপ থাকার চেষ্টা করে আছে। কিন্তু চুপ করে সে থাকতে পারছিলো না। প্রিন্সেস কে সে পূর্বে দেখে নি ভালো করে। সেদিনই দেখেছে যেদিন সে এই কিংডমে এসেছিলো। কিন্তু প্রিন্সেসের মুখে কালো মেক-আপ দেখে এতোটাও আগ্রহী ছিলো না প্রিন্স এই বিয়ের জন্য। কিন্তু এই বিয়ের মাধ্যমে এই পুরো কিংডমকে সে নিজের কন্ট্রোলে নিয়ে আসতো পারতো সেটা ভেবে সে রাজি ছিলো। তাছাড়াও প্রিন্সেসের কাছে স্পেশাল একটা স্পেল ছিলো যেটা একটা এম্পায়াটকে অন্য একটা লেভেলে নিয়ে যেতে পারতো। কিন্তু সেদিন যখন প্রিন্সেসের আসল সৌন্দর্য তার সামনে চলে আসলো তখন থেকে এখন পর্যন্ত প্রিন্স কোনো ভাবেই প্রিন্সেসকে ভুলতে পারছে। তবে তার চোখের সামনে বার বারই প্রিন্সেস এবং সেই ছেলের কিস এর দৃশ্যও চলে আসছিলো, যার ফলে মাঝে মাঝে তার উপরে ফেয়ার ইফেক্ট কাজ করছিলো।
প্রিন্স কোনোরকম নাড়াচাড়া ছাড়ায় বসে ছিলো। ঠিক সেই সময়ে তার সামনে একটা ব্যক্তির উদয় হলো। প্রথমে কালো রঙের ধোঁয়া তৈরি হলো। যে ধোঁয়ার মধ্য থেকে হাত পায়ে ব্যান্ডেজ যুক্ত একটা ব্যক্তি বেরিয়ে আসলো। তাকে দেখলে মনে হবে সে একটা জীবিত মমি। লোকটা এম্পায়ারের প্রিন্সের সামনে আসার সাথে সাথে প্রিন্স তার গার্ডে চলে আসলো। প্রিন্স ভালো করে তাকালো তার দিকে। নিজের হাতের উপরে সে পাঁচটা ফায়ার বল তৈরি করে রাখলো এট্যাক করার জন্য। কারণ তার সামনের লোকটার শরীরে একদম ফ্রেস রক্ত দেখা যাচ্ছিলো। তাকে দেখেই বোঝা যাচ্ছিলো সে মাত্র বেশ কিছু ব্যক্তিকে হত্যা করেছে।
-> বুড়ো হোমস এর পাঠানো বেকআপ পার্টিরা তেমন স্পেশাল ছিলো না। এরকম হলে তো হোমস হেরে যাবে আবারো।
মমির মতো দেখতে ব্যক্তিটা ভয়ানক একটা কন্ঠে বলতে লাগলো কথাটা। প্রিন্সের বুক কেঁপে উঠলো তার কন্ঠটা শুনে। নিজের ম্যাজিক সেন্স ব্যবহার করলো সে যার কারণে তার সামনের ব্যক্তির এনার্জি সম্পর্কে হালকা পাতলা একটা ধারণা করতে পারলো সে। মমির মতো দেখতে লোকটার শরীর থেকে মারাত্মক লেভেলের এনার্জি বের হচ্ছিলো। যেটার কারণে প্রিন্সের শ্বাস নেওয়াও কষ্ট হয়ে যাচ্ছিলো।
-> মনে হচ্ছে একটা বাচ্চার কারণে এম্পায়ারের প্রিন্স অনেক লজ্জাজনক একটা পরিস্থিতিতে আছে।
মমির মতো দেখতে লোকটা কথাটা বললো। তার কথা শুনে প্রিন্স কিছু বলতে পারলো না। এটা আসলেই লজ্জাজনক ছিলো, কিন্তু তার কিছু করারও ছিলো না এখানে। সে জানে না এই ব্যাপারটা এই লোকটা কিভাবে জেনেছে, কিন্তু প্রিন্স চাচ্ছিলো না সে ছোট একটা বাচ্চার কাছে কিডন্যাপ হয়েছিলো এটা বাইরের লোকেরা জানুক। সেটার জন্য তাকে তার সামনের ব্যক্তিকে হত্যা করতে হবে, যাতে বিষয়টা গোপন থাকে। কিন্তু মমির মতো দেখতে লোকটার শরীরের এনার্জি মাত্রা অনুভব করতে পেরে সেটাও অসম্ভব এটা বুঝতে পেরেছে।
-> আমি এখানে প্রিন্সের মজা নিতে আসে নি। বরং প্রিন্সকে সাহায্য করতে এসেছি।
মমির মতো দেখতে ব্যক্তিটা হঠাৎ তার কোমরে থাকা একটা ছোট ড্যাগার বের করলো এবং সেটা প্রিন্সের হাতে তুলে দিলো।
-> আমার মনে হয় না কিছু বলতে হবে এটা সম্পর্কে। এটা স্পর্শ করলেই এটার সম্পর্কে ধারণা পাওয়া যায়। আর এই জিনিসটাই তোমাকে অফুরন্ত শক্তি দিবে তোমার প্রতিপক্ষের সাথে ফাইট করবার।
মমির মতো লোকটা প্রিন্সের হাতে একটা ড্যাগার তুলে দিলো। ড্যাগারের হাতলে একটা সূর্যের প্রতিক আঁকানো ছিলো। যেটা প্রিন্সের হাতে আসার সাথে সাথেই তার মনে হলো সে সরাসরি একটা সূর্যকে ধরে আছে। যদিও সে সূর্য প্রিন্সকে পুরিয়ে ফেলতে চাচ্ছিলো, তারপরও প্রিন্স এলেক্সের কথা চিন্তা করে সূর্যকে আরো শক্ত করে ধরলো। যদিও তার হাতে কোনো সূর্য ছিলো না, তারপরও ড্যাগারের হাতলকে ধরার কারণে তার হাত পুরে গেলো। তারপরও সে ড্যাগারকে ছারলো না। সূর্যকে সে আপন করে নিলো।
-> তাহলে দেখা হচ্ছে আবারো টাওয়ারের মধ্যে।
মমির মতো দেখতে লোকটা আবারো কালো ধোঁয়া তৈরি করে সে ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেলো। শুধু রুমের মধ্যে দাঁড়িয়ে রইলো এম্পায়ারের প্রিন্স যে তার ডান হাতে শক্ত করে ধরে ছিলো ড্যাগারকে।
-> হ্যাঁ এলেক্স, খুব দ্রুত দেখা হবে আমাদের।
একটা ভয়ানক হাসি দিলো প্রিন্স। তার হাতে প্রচন্ড যন্ত্রনা করছিলো, যেটাকে সে উপেক্ষা করে একটা চিল্লানি দিয়ে উক্ত কথা বললো। তার কথার মাঝে তার ভয়ানক হাসিটা তাকে আরো ভয়ানক করে দিচ্ছিলো।
* * * * *
টাওয়ার অফ গ্লাটোনি,
ব্লু কিংডমের ক্যাপিটালের বাইরে কোনো একটা ড্যানজনের মধ্যে এলেক্স প্রবেশ করেছে। নিজের সাব-জব এর স্কিল স্টিলথ্ ব্যবহারের ফলে সে এই ড্যানজনের মধ্যেও প্রবেশ করেছে। ড্যানজনটা তেমন আহামরি ছিলো না। E র্যাংকের সবচেয়ে দুর্বল একটা ড্যানজন যেটা এলেক্সের একটা লেভেলও বৃদ্ধি করতে পারবে না। ভিতরের সব গুলো মনস্টার এবং বসের লেভেল ৭০ এর ভিতরে ছিলো। তাই পুরো ড্যানজন ক্লিয়ার করেও এলেক্সের একটা লেভেল বৃদ্ধি পেলো না। যদিও সে তার এক্সপি বৃদ্ধি পেয়েছে তবে আরো মনস্টার হত্যা করার দরকার রয়েছে তার, যদি সে লেভেল বৃদ্ধি করতে চাই।
-> এটা ওয়ান টাইম ড্যানজন নয়, তাই আমার মনে হচ্ছে বেশ কিছুদিন পরে এখানে মনস্টার জন্ম নিবে। তাই এটাই আমার জন্য ভালো একটা জায়গা। (এলেক্স)
এই সময়ে এলেক্স কোনো কিছুই করে নি। বরং সে চুপচাপ দাঁড়িয়ে ছিলো এবং তার দুই শ্যাডোকে এখানে ওয়াইল্ড হওয়ার সুযোগ দিয়েছে। জেনারেল এবং ইগ্রিতকে ড্যানজনে ঢোকার পরেই এলেক্স সাম্মন করেছিলো। যাদের সাম্মন করার পর প্রথমে তারা আনডেড থাকলেও কিছুটা সময় পরেই তাদের শরীর ট্রান্সফর্ম হতে শুরু করে। প্রথমে স্কেলেটন থেকে যেভাবে জেনারেলের শরীরে মাংস আসতে শুরু করে ঠিক এই সময়ে জেনারেল এবং ইগ্রিতের শরীরের হাড্ডি এবং মাংস কালো শ্যাডোতে পরিণত হয়। তাদের শরীরের আকারটা পুরো এনার্জির মতো হয়ে যায়। যদিও মনে হবে তাদেরকে কেউ স্পর্শ করতে পারবে না, কিন্তু তেমন নয় বিষয়টা। তাদের দুজনের শরীরই স্পর্শ করা যায়। এমনকে তাদের শরীরে এট্যাকও করা যায়। তাদের শরীরকে ধ্বংসও করা যায়। কিন্তু যতক্ষন পর্যন্ত এলেক্সের এনার্জি রয়েছে ততক্ষণ পর্যন্ত তার জেনারেল কিংবা ইগ্রিত নিজেদের একটা হাত, একটা পা, মাথা কিংবা সারা শরীর হারালেও আবারো সেটা ফিরে পেতে পারবে। এলেক্সের জন্য পারফেক্ট একটা স্কিল এটা, যেখানে তার সাবজেক্ট গুলো কখনো তার সাথে বিশ্বাস ঘাতকতা করতে পারবে না। কখনো ব্যথা অনুভব করবে না। এমনকি কখনো মারাও যাবে না। এক ধরনের ইটার্নাল কার্স কাজ করছে তাদের উপরে। এমন নয় যে এগুলো তাদের মতের বিরুদ্ধে করা হচ্ছে। জেনারেল এবং ইগ্রিত দুজনেই এলেক্সকে নিজের মাস্টার মনে করে তাই এলেক্স যা করতে বলে সেটাই তারা নিজেদের জীবন বাজি রেখে করতে রাজি। অবশ্য এখন এলেক্স জীবিত থাকলে আর তাদের জীবন বাজি রাখার কোনো বিষয়ই আসে না। যায় হোক আসল বিষয়ে আসা যাক।
এলেক্স তার ইনভেন্টরি থেকে একটা আইটেম বের করলো। এটা সেই "র্যানডম জব চেঞ্জ ড্যানজন কি" যেটা একত্র হয়েছে এলেক্সের লেভেল বৃদ্ধির কারণে। এলেক্স চাবিটা বের করলো এবং সেটাকে ধরলো। এলেক্সের চোখের সামনে তার সিস্টেম এর একটা মেসেজ চলে আসলো।
-""মাস্টার আপনি কি আইটেম, "র্যানডম জব চেঞ্জ ড্যানজন কি" ব্যবহার করবেন? করতে চাইলে হ্যাঁ এবং না চাইলো না বলে উত্তর দিন।""-
এলেক্স তার সিস্টেমের মেসেজের দিকে তাকিয়ে রইলো এবং উত্তর দিলো,
-> হ্যাঁ। (এলেক্স)
এলেক্স ইগ্রিত এবং জেনারেলকে তার নিজের শ্যাডোর মধ্যে যাওয়ার জন্য আদেশ দিলো। দুজনের আকার পুরো কালো ছিলো। যাদের মধ্যে ইগ্রিতের চোখ দুটো নীল কালারের ছিলো অন্য দিকে জেনারেলের চোখ দুটো ব্লাডের মতো লাল। দুজনের শরীর সম্পূর্ণ কালো ছিলো যার উপরে শেপ থাকায় আসলই মনে হচ্ছিলো তাদের। তারা এলেক্সের আদেশ পাওয়ার সাথে সাথে এলেক্সের শ্যাডোর সাথে মিশে গেলো। এলেক্স তার আইটেমটা ব্যবহার করার জন্য হ্যাঁ বলেছে এরপরই তার সামনে একটা গোল্ডেন কালারের দরজা চলে আসলো। যেটা থেকে এতোটা উজ্জ্বল আলো বের হচ্ছিলো যে সেটা ঢাকার জন্য জন্য এলেক্স হাত উঁচু করে তার চোখ লুকালো। বিশাল দরজার নিচেই চাবি বসানোর একটা জায়গা ছিলো। যেখানে এলেক্স চাবি বসিয়ে দরজাটা খুলে ফেললো এবং কোনো রকম চিন্তা ভাবনা না করেই এলেক্স সেটার ভিতরে চলে গেলো।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি প্রথমবারের জন্য এক্সব্লকের একটা ড্যানজনে প্রবেশ করেছেন। রিওয়ার্ড হিসেবে আপনার সকল স্ট্যাট ১০% বৃদ্ধি পাবে।""-
সিস্টেম থেকে এরকম একটা মেসেজ পেয়ে এলেক্স সেটার দিকে তাকালো। এমনিতেই তার কাছে যে স্ট্যাট ছিলো সেটা তার লেভেল অনুযায়ী বেশি ছিলো। সেই সাথে যদি এখন তার সকল স্ট্যাট ১০% বৃদ্ধি পায় তাহলে তো সেটাকে একটা চিট বলা যেতেই পারে। অবশ্য এলেক্স মনে করেছিলো তার লেভেল অনুযায়ী এখানে মনস্টার গুলোর লেভেল তেমন বেশি হবে না। কিন্তু এখানে এলেক্স একটা ভুল ধারণা করেছে। একটা বিশাল জায়গার মধ্যে এলেক্স পরেছে, যেটাকে একটা ড্যানজন এলেক্স বলতে পারছিলো না। বরং তার কাছে এটাই একটা ওয়ার্ল্ড মনে হচ্ছিলো। যেখানে গাছপালা আছে, যেখানে সূর্য আছে, যেখানে সাধারণ প্রাণী আছে সেটাকে একটা ড্যানজন কি বলা যায়? অবশ্য সাধারণ অবস্থায় এলেক্স এটাকে ড্যানজন বলতে পারতো না। কিন্তু স্যামুয়েলের ফ্লাশব্যাক দেখার মাধ্যমে সে এক্সব্লক সম্পর্কে অনেক কিছুই জানে তাই তার কাছে এটা স্বাভাবিক। এটা একটা ভিন্ন ওয়ার্ল্ড ছিলো যেটাকে এক্সব্লকে সাধারণ একটা ড্যানজনই বলা হয়। হ্যাঁ এক্সব্লকে এগুলো তুচ্ছ জিনিস। কিন্তু এলেক্সের জন্য এখানে এটা অনেক বড় একটা বাধা, যা তাকে পার করতেই হবে।
-> মনে হচ্ছে কোনো বিশাল মনস্টারের সাথে আমার ফাইট করতে হবে। (এলেক্স)
এলেক্স যে জায়গায় প্রবেশ করেছে সেটা বিশাল একটা নদীর পাশে ছিলো। সে প্রবেশ করার পরেই সেখানে যে দেওয়াল তৈরি হয়েছিলো সেটা বন্ধ হয়ে যায়। অবশ্য উধাও হয় না। বরং সেখানেই থেকে যায়। এলেক্স এই ড্যানজনটা ক্লিয়ার করলেই শুধুমাত্র সে বের হতে পারবে এই ড্যানজন থেকে। তাই সে আশেপাশ দেখতে লাগলো ভালো করে। বিশাল একটা নদী তার দুই পারটা পাথর দিয়ে তৈরি। তার কিছুটা দূরেই রয়েছে বিশাল বিশাল গাছপালা, যা এলেক্সের স্বাভাবিক লাগলো না। গাছগুলোর কাছে এলেক্স একটা পিপড়ার মতো ছিলো। এলেক্সের কাছে মনে হচ্ছে সে একটা পিপড়া হয়ে গিয়েছে। যেখানে তার কাছে সাধারণ গাছ হলো একটা ঘাস এবং বিশাল হলো আম-জামের মতো গাছ।
-> আমি কি ডাইনাসোরের সময়ে চলে এসেছি? (এলেক্স)
এক সময়ে পৃথিবীতে যখন ডাইনাসোর বাস করতো তখনকার গাছপালাও এতোটা বিশাল ছিলো। যদিও এলেক্স সেসব দেখে নি তবে থিওরির সাহায্যে কিছুটা হলেও বোঝা সম্ভব। এলেক্স বুঝতে পারলো এখানে এতো বিশাল গাছপালা রয়েছে মানে এখানের মনস্টার গুলোর সাইজও বিশাল হবে। হয়তো তারা ডাইনাসোর কিংবা কিং কং ও হতে পারে। কি আসবে সেটা দেখার জন্য এলেক্স আগ্রহ নিয়ে এগিয়ে যেতে লাগলো। তাকে বেশিদূর যেতে হলো না। তার পূর্বেই সে একটা মনস্টার দেখতে পেলো। যা আশা করেছিলো এলেক্স সেটায় হয়েছে। এখানে বিশাল একটা মনস্টার দাঁড়িয়ে ছিলো যাদের সাথে এলেক্সের পূর্বে দেখা হয় নি। এলেক্স তার ইনফো স্কিল একটিভ করলো, তারপরও কোনো রকম লাভ হলো না। শুধুমাত্র এলেক্স তার সামনের মনস্টারের নাম জানে তাছাড়া ইনফো স্কিলের মাধ্যমে সে মনস্টারের কোনো রকম ইনফো এলেক্স জানতে পারলো না।
××× ইনফো ×××
নেইমঃ ????
লেভেলঃ ???
××× ×××
এলেক্স সে মনস্টারের লেভেল দেখতে পারছিলো না। যার মানে দাঁড়ায় সেটা এলেক্সের নিজ লেভেল থেকেও অনেক অনেক উপরে ছিলো।
❝ড্যানজনের শুরুতেই এরকম মনস্টার হলে বুঝতেই পারছি না বস কতটা শক্তিশালী হবে। কিন্তু সমস্যা নেই, এখন আমাকে আমার লেভেল বৃদ্ধির দিকে ফোকাস দিতে হবে। যেহেতু এতো বিশাল মনস্টারকে আমি হত্যা করতে পারবো না। তাই আমাকে প্লান বি ব্যবহার করতে হবে।❞ (এলেক্স)
এলেক্স নতুন একটা প্লান তৈরি করলো। যেটা সাধারন দিক দিয়ে দেখলে ঠিক মনে হবে না। কিন্তু এলেক্স এগুলোর উপরে বেশি নজর দেই না। তার উদ্দেশ্য একটাই, সেটা হলো শক্তিশালী হওয়া। যদিও এখানেও সে শক্তিশালী হতে চাচ্ছিলো, কিন্তু আপাতোতো সে তার মেইন ক্যারেক্টার দিয়ে কোনো কিছু করতে পারবে না। যদিও সে এখন তার মেইন ক্যারেক্টার দিয়ে ফাইট করতে পারবে না, তারপরও সে তার মেইন ক্যারেক্টার দিয়েই এই ড্যানজনের বসের সাথে ফাইট করার চিন্তা করছিলো।
(ক্যারেক্টার চেঞ্জঃ স্যামুয়েল)
এলেক্স তার ক্যারেক্টার চেঞ্জ করে স্যামুয়েল হয়ে গেলো। তার সামনে দাঁড়িয়ে ছিলো বিশাল একটা মিনোটর যাকে দেখতে অর্ধ মানব এবং অর্ধ ষাঁড়ের মতো লাগছিলো। স্যামুয়েলের বিপরীত দিকে তাকিয়ে ছিলো মিনোটরটা। সেটার আকারের কাছে স্যামুয়েল একটা পিঁপড়ার মতো ছিলো। এতো বিশালদেহী একটা মনস্টারকেও পিছন থেকে এট্যাক করার কথা চিন্তা করছিলো না স্যামুয়েল। সে একটা লাফ দিলো এবং মিনোটরের সামনে চলে আসলো। মিনোটরটা স্যামুয়েলকে দেখার সাথে সাথে তার হাতের বিশাল কাঠের হ্যামার দিয়ে স্যামুয়েলের উপরে এট্যাক করলো। কিন্তু স্যামুয়েল তার আশেপাশের এনার্জিকে সংগ্রহ করলো এবং একটা পান্সেই সেই হ্যামারকে ভেঙে দিলো। এরপরে একটা লাফ দিলো এবং নিজের স্কিল ব্যবহার করলে,
(একটিভ স্কিলঃ মার্শাল আর্ট)
(মার্শাল আর্টঃ বিস্ট স্টাইল)
(নরমাল মুভঃ ড্রাগন পান্স)
স্যামুয়েল তার স্কিল একটিভ করলো। যার কারণে তার পিছনে একটা ড্রাগনকে দেখা যাচ্ছিলো। একটা পান্স মারলো স্যামেয়েল বিশাল দেহী মিনোটরের পেট বরাবর। পান্সটার ফলে একটা হলুদ কালারের ড্রাগন মিনোটরের পেট দিয়ে বের হয়ে গেলো। স্যামুয়েলের পান্স দেওয়া শেষ হয়ে গেলে মিনোটরটা মাটিতে পরে গেলো অনেক গুলো গাছপালা ভেঙে। যেটা মারা না গেলেও প্রায় সে অবস্থাতেই ছিলো। তার ব্লাডে সে জায়গা লাল হয়ে গিয়েছিলো।
(ক্যারেক্টার চেঞ্জঃ এলেক্স)
স্যামুয়েল তার ক্যারেক্টার চেঞ্জ করে সেই সময়ে এলেক্স হয়ে গেলো। এলেক্স সময় নষ্ট না করে তার ইনভেন্টরি থেকে মুন ড্যাগার বের করলো। মুন ড্যাগার বের করার সাথে সাথে সে তার আরেকটা আইটেমের সাহায্য নিলো।
(ড্রাগন স্যুট আর্মারঃ ফ্লাইট মুড)
এলেক্সের পরে থাকা ড্রাগন স্যুট আর্মার ফ্লাইট মুড ধারণ করলো। এলেক্সের পিঠ থেকে দুটো বাদুড়ের মতো ডানা বের হলো। যেটা দেখতে বাদুড়ের মতো ডানা হলেও মূলত সেটা ড্রাগন স্যুট আর্মারের ডানা ছিলো। পান্স করার সময়ে স্যামুয়েল উপরে ছিলো এবং নিচে না এসেই সে এলেক্স হয়েছে, তাই এলেক্সও এখন উপরে ছিলো। তাই তো উপর থেকে প্রবল স্পিডে ড্রাগন স্যুট আর্মারের সাহায্যে এলেক্স যাচ্ছিলো মিনোটরকে শেষ স্ট্রাইক মারতে।
-> এভাবেই কিল গেমের মধ্যে কিল চুরি করতে হয়। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।