#Demon_King#
পর্ব:১৬৯
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড চলছিলো। এই রাউন্ডে দুই সপ্তাহের জন্য একশত পনেরো টিমকে ডেড ফরেস্টের মধ্যে সুরক্ষিত অবস্থায় থাকতে হবে। মনস্টার এমনকি অন্যান্য টিমেরা এই সময়ের মধ্যে একে অপরকে এট্যাক করে হত্যাও করতে পারবে। তাই কিছু টিম প্রথম থেকেই ডিফেন্স তৈরি করা শুরু করেছে আবার কিছু টিম প্রথম থেকেই এক হয়ে এট্যাক করার পরিকল্পনা করেছে। এর মাঝে তৃতীয় কিছু টিমও রয়েছে যারা ভয়ের কারণে একদম লুকিয়ে আছে। যেহেতু তিন কিংডমের সবথেকে বেস্ট টিম গুলো এই রাউন্ডে রয়েছে ডাই তৃতীয় শ্রেণীর টিম গুলো হাতে গোণা মাত্র কয়েকটায় পাওয়া যাবে।
প্রতিটা টিম তাদের জন্য একটা নির্দিষ্ট্য জায়গা নির্বাচন করে সেখানে নিজেদের বেস বা ক্যাম্প তৈরি করেছে। উক্ত ক্যাম্পের চারদিক দিয়ে বিভিন্ন ধরনের ট্রাপ তৈরি করেছে যাতে করে কেউ হুট করে রাতে এট্যাক করতে আসলে সেটায় আক্রান্ত হয়। ট্রাপ গুলো বিভিন্ন রকমের, কোনো টিম চারদিক দিয়ে গর্ত তৈরি করেছে অনেক বড় বড় এবং তার নিচে গাছের মোটা ডাল সূচালো করে লম্বা অবস্থায় রেখে দিয়েছে। আবার কোনো কোনো টিম ক্যাম্পের চারিদিক দিয়েই সূঁচালো মোটা ডাল গুলো হালকা বাকা অবস্থায় সামনের দিকে খাড়া করে রেখেছে, যাতে কেউ আসতে গেলেই আক্রান্ত হয় সেটাটে।
সব টিম কিছু না কিছু একটা করলেও এলেক্সের টিম তেমন কিছুই করে নি। শুধু বিশাল একটা গাছের মধ্যে নিজেদের ক্যাম্প তৈরি ছাড়া তেমন কোনো ডিফেন্সিভ ট্রাপ তৈরি করে নি। আপাতোতো টিমের মধ্যে প্রায় সবাই গভীর ঘুমে ব্যস্ত। অন্যদিকে এলেক্স যে একটু পূর্বে গাছের একদম উপরে ছিলো সে এখন উপর থেকে নিচে নেমে এসেছে। নিজের ক্যাম্প থেকে পনেরো থেকে বিশ মিটার পিছনের দিকে এলেক্স অবস্থান করছে, এলেক্স অন্ধকারের মধ্যে একটা পাথরের তৈরি সোর্ড নিয়ে একের পর এক স্ল্যাশ মারছিলো। এলেক্স ট্রেনিং করছিলো, যেটাকে দেখলে এতোটা আহামরি না মনে হলেও এলেক্স বুঝতে পারছে তার কতটা কষ্ট করতে হচ্ছে। এলেক্স তার শ্যাডো মুযিফাকে সাম্মন করেছে। মুযিফা একজন ভ্যাম্পায়ার ঘউল ছিলো, যার সম্পর্কে এলেক্স তেমন কিছু জানে না। এলেক্স শুধু এটুকুই বলতে পারে যে সে প্রথমে ভ্যাম্পায়ার ছিলো না, কিন্তু সেই রহস্যময়ী মেয়েটার কারণে সে ভ্যাম্পায়ার হয়েছে। আর মুযিফা ভ্যাম্পায়ার হওয়ার কারণে তার কাছে স্পেশাল একটা পাওয়ারও রয়েছে যা এলেক্সের ভালো লেগেছে। সেই পাওয়ারটা হলো গ্রাভিটি। যদিও মুযিফাকে নিজের শ্যাডো বানানোর পর তার লেভেল অনেক কমে গিয়েছিলো এলেক্সের থেকে, তারপরও আজকে হত্যা করা হাজারের থেকে বেশি স্কেলেটন এর সউল দিয়ে মুযিফাকে লেভেল আপ করানোর পর সেটার গ্রাভিটি পাওয়ার এলেক্সের উপরে ভালোই ইফেক্ট ফেলছিলো।
❝প্রতিবার এই পাথরের সোর্ডটা সুয়িং দেওয়ার সময় আমার মনে হচ্ছে আমার শরীরটাকে কেউ পিছন থেকে শক্ত করে ধরে রেখেছে। যদিও পূর্বের মতো নয় এই প্রেসারটা তারপরও আমার মনে হচ্ছে ভারি একটা হ্যামার দিয়ে কেউ বার বার আমার উপরে এট্যাক করার চিন্তা করে যাচ্ছে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স কোনো রকম বিশ্রাম করা ছাড়ায় একের পর এক স্ল্যাশ দিচ্ছিলো তার সোর্ড দিয়ে।
[মাস্টার দশ হাজার স্ল্যাশ সম্পূর্ণ করেছেন আপনি।]
এলেক্সের পাশেই মুযিফা দাঁড়িয়ে ছিলো যে এলেক্সের স্ল্যাশ গুলো গণনা করছিলো। দশ হাজার স্ল্যাশ সম্পূর্ণ হওয়ার পর এলেক্স এখন থামলো। তার জামা ভিজে গিয়েছে ঘামের কারণে। অনেকদিন হলো এলেক্স এরকম ট্রেনিং করে না। এলেক্সের সামনে সামনে তার সিস্টেম থেকে কয়েকটা মেসেজ আসলো।
-""মাস্টারের ট্রেনিং এর কারণে মাস্টারের স্ট্রেন্থ, এজিলিটি, স্ট্যামেনা এবং ভাইটালিটি বৃদ্ধি পেয়েছে।""-
-""ট্রেনিং এর কারণে মাস্টারের স্ট্রেন্থ ৬, এজিলিটি ৫, স্ট্যামেনা ১২ এবং ভাইটালিটি ৯ বৃদ্ধি পেয়েছে।""-
এলেক্স কিছুটা অবাক হয়েছে। কারণ এই পর্যন্ত সে অনেক ট্রেনিংই করেছে, কিন্তু তাতে তেমন বেশি একটা স্ট্যাট সে বৃদ্ধি করতে পারে নি। কিন্তু এই প্রথমবার গ্রাভিটির মধ্যে ট্রেনিং করাতে এলেক্সের স্ট্যাট প্রায় ৬ বার লেভেল আপ করার সমান বৃদ্ধি পেয়েছে। যদিও এলেক্স শুধু যে তার হাতের পাথরের ভারি সোর্ড সুয়িং করেছে এমন নয়। সেটার পূর্বে এলেক্স এক হাজার পুশআপ এবং এক হাজার সিট আপ দিয়েছে। সাধারণত অবস্থায় এলেক্স চাইলে তার স্ট্রেন্থ এবং স্ট্যামেনা স্ট্যাটের কারণে সারাদিনই পুশআপ দিতে পারবে। কিন্তু মুযিফার গ্রাভিটি ফোর্সে ব্যাপারটা আলাদা ছিলো। এলেক্স তার ট্রেনিং শেষ করলো। মধ্য রাত হয়ে গিয়েছে। তাই সবাই এই সময়ে ঘুমে ব্যস্ত ছিলো। এলেক্সের ঘুম পাচ্ছিলো না, আর এমনিতেও এখন এলেক্সের ঘুমের কোনো সময় ছিলো না। আসে পাশে মনস্টার নিয়ে এলেক্স শান্তি মতো ঘুমাতে পারতো না কখনোই। তাইতো এলেক্স তাদের হান্ট করার সিদ্ধান্ত নিলো।
(একটিভ স্কিলঃ শ্যাডো আর্মি)
এলেক্স তার স্কিল ব্যবহার করলো। শ্যাডো আর্মি স্কিলটা ব্যবহারের সাথে সাথে এলেক্সের আশে পাশের জায়গা গুলোর মাটিতে কালো পানির মতো একটা জিনিস তৈরি হলো, যে জায়গা থেকে একে একে এলেক্সের শ্যাডো আর্মি গুলো বেরিয়ে আসলো। কালো শ্যাডো গুলোর শরীরে হালকা উজ্জ্বল নীল রঙ থাকার কারণে অন্ধকারেও তাদের অস্তিত্ব বোঝা যাচ্ছিলো। এলেক্সের কাছে আপাতোতো অনেক শ্যাডো আর্মি থাকলেও সবাই নিয়ন্ত্রন করা তার এনার্জির জন্য এখন সম্ভব নয়। তাই এলেক্স চারদিকে একশত একশত করে মোট চারশত শ্যাডো আর্মিকে পাঠানোর জন্য সাম্মন করেছে। এলেক্সের অধিকাংশ শ্যাডো আর্মিই এসেছে সেই রহস্যময়ী ড্যানজন থেকে। যদিও তাদের ডিফেন্স তেমন মারাত্মক নয় তারপরও একদিন তাদের এট্যাক পাওয়ার এখানের স্কেলেটন কিংবা অন্যান্য আনডেড থেকে অনেকটা বেশি ছিলো। তাইতো এলেক্স তাদেরকে পাঠিয়ে দিয়েছে। প্রতি দিকে নিরানব্বই ঘউলের শ্যাডো পাঠিয়েছে এলেক্স। যাদের সাথে একটা করে শক্তিশালী শ্যাডোও পাঠিয়েছে। যেমন এক দিকের বাহিনীকে জেনারেল লিড করছে, অন্যদিকে একদিকের বাহিনীকে আইরিস লিড করছে। একদিকের বাহিনীকে মুযিফা লিড করছে। এবং সবশেষে একদিকের বাহিনীর সামনে এলেক্স রয়েছে। এলেক্সের আদেশ অনুযায়ী কম লেভেলের ঘউল শ্যাডোরা কোনো রকম প্রশ্ন না করেই তাদের লিডারের কমান্ড ফলো করছিলো।
* * * * *
সময়টা রাতের ছিলো, দিনের সময় রোদের আলো পরে না একটুও ডেড ফরেস্টের মধ্যে। তাই বলে এমন নয় যে ঘন অন্ধকার থাকে দিনের সময়। দিনের সময় সব কিছু দেখার মতো আলো থাকে, কিন্তু রাতের সময় কোনো রকম আলো না থাকার কারণে পুরো ডেড ফরেস্টের মধ্যে ঘন অন্ধকার থাকে। এই সময়ে নিজের হাতও লক্ষ্য করা সম্ভব হয় না। টুর্নামেন্ট দেখার জন্য এরিনার মধ্যে যারা উপস্থিত ছিলো সবাই রাত হয়েছে দেখে নিজেদের বাসায় কিংবা দশম ফ্লোরের সেভ হাউজ গুলোতে অবস্থান করছে। একদম রাতের সময় তাই এই সময়ে অধিকাংশ ব্যক্তিই ঘুমাচ্ছে। যেহেতু পুরো টুর্নামেন্টটা টাওয়ার এবং টাওয়ারের বাইরের এম্পায়ার সব জায়গাতেই ম্যাজিক বলের সাহায্যে দেখা সম্ভব হচ্ছে তাই এখনো কেউ চাইলে রুমের মধ্যে শুয়ে শুয়ে ম্যাজিক বলের সাহায্যে দেখতে পারবে। কিন্তু প্রথমত এতো রাতে ঘুম বাদ দিয়ে অধিকাংশ ব্যক্তিই টুর্নামেন্ট দেখবে না আর দ্বিতীয়ত দেখতে চাইলেও অন্ধকারে কিছুই দেখা যাবে না। তাই কেউ চেষ্টাও করছে না। শুধুমাত্র সিক্রেট কিংডমের কিছু অফিসিয়াল ব্যক্তিরা যাদের কাছে জয়েন্ট টুর্নামেন্টের দায়িত্ব পরেছে তারাই এই সময়ে নজর রাখছে ডেড ফরেস্টের দিকে। এভাবেই পুরো সকাল কেটে গিয়েছে। পুরো রাত এভাবেই কেটে গেলো।
-> আমি গতকার সামনের এরিয়ায় মনস্টার সেন্স করেছিলাম। তেমন বেশি হবে না তাদের সংখ্যা।
-> যেহেতু আমাদের ক্যাম্প তৈরি হয়েছে এবং আশে পাশে অন্য কোনো টিম নেই তাই সেই মনস্টার গুলোকে প্রথমেই হত্যা করে আসা ভালো হবে।
-> চলো। সেটায় করা যাক।
এক টিম তাদের ক্যাম্প ছেড়ে কিছুটা দূরে চলে আসলো। তাদের টিমের এক মানা ইউজার গতকাল এই জায়গাতে দশ থেকে বিশটার মতো মনস্টার সেন্স করতে পেরেছিলো ম্যাজিক সেন্সের সাহায্যে। গতকাল কোনো রিস্ক না নিলেও আজ তারা রিস্ক নিতে প্রস্তুত। যেখানে তারা মনস্টার গুলোকে সেন্স করেছিলো সেখানে এসে তারা অবাক না হয়ে পারলো না। এখানে যে কায়টা মনস্টার ছিলো সব গুলোর লাশ পরে রয়েছে নিচে।
-> এটা কিভাবে সম্ভব?
-> মনস্টার আর মনস্টারের মধ্যে তো ফাইট হওয়ারই কথা না, যেহেতু এরা আনডেড তাই নিজেদের মধ্যে কখনো ফাইট করে না।
-> আমার মনে হয় আমাদের আশেপাশে আরো একটা টিম রয়েছে। লিডার আমাদের কি করা উচিত এখন?
-> আমাদের ক্যাম্পে ফিরে যেতে হবে। এই টিম সাধারণ কোনো টিম নয়। আশেপাশে নজর দিলে দেখতে পারবে সব এখানে দুই তিন হাত জায়গা পর পরই গাছ রয়েছে। আর প্রতিটা স্কেলেটন এর হাড় একদম টুকরো টুকরো অবস্থায় আছে। এর মানে অনেক দক্ষ একটা অউরা ইউজারের কাজ এটা।
-> লিডার আপনি শুধু শুধু চিন্তা করছেন। এটা তো যেকেউ পারবে।
-> আমার মনে হয় না এটা আমিও পারবো। এটা ঠিক যে আমি আমার স্পেশাল স্পেল ব্যবহার করলে এক এট্যাকেই এই কয়টা স্কেলেটনকে হত্যা করে দিতে পারতাম, কিন্তু সেটা করলে আশে পাশের যে গাছ পালা তাতে অবশ্যই ফাইটের নিদর্শন দেখা যেতো।
-> তাহলে এমন কেউ ও আছে যে এতোটা ঘন গাছের মধ্যে থেকেও নিজের সোর্ড দিয়ে এতো গুলো মনস্টারকে এক সাথে হত্যা করতে পারে।
-> আপাতোতো আমি ধারণা করতে পারছি এটা আমাদের কিংডমে প্রিন্স হ্যারি কিংবা স্যামের টিম হবে। অথবা সেই জনপ্রিয় হান্টার এমিয়াসও হতে পারে। যদি না হয় তাহলে আমরা অনেক বড় একটা সমস্যার মধ্যে পরে যাবো।
শুধু যে এই টিমের সাথে এমন হয়েছে এমন নয়। প্রায় আরো অনেক গুলো টিমও তাদের এরিয়ার আশেপাশে এরকম মনস্টারের লাশ পরে থাকতে দেখেছে যাদের কেউ না কেউ হত্যা করেছ। সবার ধারণা তাদের আশেপাশের এক টিম এই কাজ করেছে। কিন্তু কেউ তো আর জানে না যে এই সব কাজ এলেক্সের।
-> আমার মনে হয় এটা এলেক্স করেছে। (মাইরা)
-> আমি এলেক্সের এনার্জি সেন্স করতে পারছি না আমাদের আশে পাশে। (এলিন)
-> এতোদিন এলেক্সের সাথে থাকতে থাকতে এটা সিওর হয়েছি যে এটা তার কাজ ছাড়া কারোই হতে পারে না। (হ্যারি)
-> ভিড়ের কারণে আমরা ওর সাথে বা জেয়াব, এনরি কারো সাথেই কথা বলার সুযোগ পাচ্ছি না। (ডুফেস)
-> অনেক ভালো হতো যদি ওর আর স্যামের টিমের সাথে আমাদের এখন দেখা হয়ে যেতো তাহলে। (হ্যারি)
হ্যারির টিমও তাদের আশেপাশের মনস্টার গুলোকে হত্যা করতে এসেছে। কিন্তু সে মনস্টার গুলোও হত্যা হয়ে আছে। তাদের ধারণা এটা এলেক্সের ছাড়া কারো কাজ হতে পারে না। সবাই নিজেদের গার্ড ছেড়ে দিয়েছে ঠিক সেই সময় মাইরার পায়ের নিচ থেকে একটা স্কেলেটন এর হাত বেরিয়ে আসলো এবং মাইরার পাকে জরিয়ে ধরলো। মাইরা কোনো ভাবেই তার পা কে ছাড়াতে না পেরে সেখানেই পরে গেলো। এই সময়ে মাটি থেকে আরো কিছু স্কেলেটন এর হাত বেরিয়ে এসে মাইরার শরীরকে জরিয়ে ধরতে শুরু করলো। ঠিক সেই সময়ে হ্যারি লাইটনিং এর স্পিডে নিজের হাত থেকে সোর্ডটা বের করলো এবং স্কেলেটন গুলোর হাত বরাবর আঘাত করে মাইরাকে কোলে তুলে নিয়ে দূরে সরে গেলো।
-> হ্যারি তুমি ঠিক আছো? (ডুফেস)
-> হঠাৎ এই স্কেলেটন গুলো মাটির নিচ থেকে কিভাবে উঠে আসলো? (মাইরা)
মাইরা কিছুটা ভয় পেয়েছে। হ্যারি মাইরার কাধে এবং পায়ের হাটুর নিচে হাত দিয়ে মাইরাকে কোলে নিয়েছে। হ্যারির চোখে চোখ পরতে মাইরা কিছুটা লজ্জা পেয়ে গেলো। সে হ্যারির কোল থেকে নেমে গেলো। ঠিক এই সময়ে মাটি ফাটতে শুরু করলো। একটা ছোট ভূমিকম্পের সাথে সাথে একটা বিশালাকার মনস্টার বেরিয়ে আসলো। এটা পূর্বের মতো কোনো স্কেলেটন ছিলো না। বরং এটা একটা জম্বিফাইড মনস্টার ছিলো। মানুষের থেকে দ্বিগুণ আকারের এই মনস্টার থেকে বিষাক্ত এক ধরনের এনার্জি বের হচ্ছিলো। যা অনেকটা দুর্গন্ধ ছিলো। কেউই ভালো করে নিঃশ্বাস নিতে পারছিলো না এই সময়ে। একদম হঠাৎ করেই মনস্টারটা মাইরার সামনে থেকেই উঠেছে। যা উঠার সাথে সাথেই এলিন পিছন থেকে নিজের স্পেল ব্যবহার করলো,
(ফায়ার স্পেলঃ ফায়ার বল)
এলিনের সাথে হেল ফায়ার ফিনিক্সের সাথে কন্ট্রাক থাকার কারণে তার সাধারণ ফায়ার বলও সাধারণের থেকে পাঁচ গুণ শক্তিশালী। আর এখন তো বেশ বড় একটাই বানিয়ে সে মনস্টারের দিকে ছুঁড়ে মারে। ফায়ার বলটা এতোটা পাওয়ারফুল ছিলো যে চাইলে মাঝারি আকারের একটা বোল্ডার ভেঙে ফেলতে পারতো সেটা। কিন্তু মনস্টারের শরীরে লেগে মনস্টারের তেমন কিছুই হলো না। পিছনে শুধু হালকা কিছু জায়গা পুড়ে গেলো, যা দেখে আরো মারাত্মক দুর্গন্ধ যুক্ত কালো এনার্জি বের হতে শুরু করলো।
-> আমার মনে হচ্ছে এই এনার্জি আমাদের স্পেলের পাওয়ার কমিয়ে আমাদের দুর্বল তৈরি বানিয়ে দিচ্ছে। অনেকটা পয়জনের মতো। আমি হিলিং স্পেল ব্যবহার করার চেষ্টা করি।
কথাটা হ্যারির টিমের নতুন একজন সদস্য বললো যে একজন হিলার বা প্রাণ এনার্জি ইউজার। হ্যারি বুঝতে পারছিলো তার শরীর পূর্বের থেকে দুর্বল হয়ে যাচ্ছে। সে যত এই দুর্গন্ধযুক্ত এনার্জিতে শ্বাস নিচ্ছে ততই তার মনে হচ্ছে সামনের মনস্টার শক্তিশালী হয়ে যাচ্ছে। হ্যারির পা কাঁপতে শুরু হয়েছে। তার সামনে এমন একটা মনস্টার রয়েছে যে এমনি দিক দিয়ে দেখলে তেমন বেশি শক্তিশালী না হলেও যে এনার্জি তার থেকে বের হচ্ছিলো সেটা সবার হ্যারি সহ সবার মধ্যেই ভয়ের তৈরি করতে শুরু করেছে। তাইতো এই সময়ে প্রায় সবারই পা কাপছিলো কিছুটা হলেও। এলিন এট্যাক করলেও মনস্টারটা এলিনের দিকে না গিয়ে সামনে দাঁড়িয়ে থাকা মাইরার উপরে এট্যাক করতে গেলো। বিশাল হাতটা উপরে তুলে সে মাইরার উপরে স্ম্যাশ করলো। ঠিক সেই সময়ে হ্যারি নিজের শরীরের উপরে লাইটনিং এট্রিবিউটের এনার্জি প্রয়োগ করে একদম দ্রুত আবারে মাইরাকে কোলে তুলে নিয়ে সামনের দিকে সরে গেলো।
-> আমার মনে হয় না আমি একা এই মনস্টারের সাথে জিততে পারবো, কিন্তু তোমাদের সাহায্যে সেটা অসম্ভব কিছু না। তারপরও বলা যায় না, সময়ে যদি তুমি এরকম বা এর থেকেও বড় কোনো বিপদে পরে যাও তাহলে আমি নিজের জীবন দিয়ে হলেও তোমাকে রক্ষা করবো। আমি জানি তুমি এলেক্সকে পছন্দ করো এবং ওর ভালোবাসা পাওয়ার চেষ্টা করে যাচ্ছো। সব দিক দিয়ে দেখলে আমি এলেক্সের কাছে যাওয়ারও যোগ্য না। তারপরও তোমাকে আমি ভালোবাসি অনেকটা। আমি চাচ্ছি না তুমিও আমাকে ভালোবাসো। শুধু আমার মনের কথাটা বলে দিলাম। বলা যায় না হয়তোবা এই মনস্টারের কাছে আমার কিছু হয়েও যেতে পারে। (হ্যারি)
-> এসব কি বলছো তুমি এই সিরিয়াস সময়ে? (মাইরা)
-> আমি তোমার ভালোবাসা চাচ্ছি না। কিন্তু যদি এই রাউন্ড থেকে সুরক্ষিত ভাবে ফিরতে পারি তাহলে অন্তত একটা ডিনার অথবা লান্স তো করতে পারবে আমার সাথে তাই না? (হ্যারি)
হ্যারি হঠাৎ কি বলছে তা ভালো করে বুঝতে পারছে না মাইরা। তাই আর কিছু বললো না।
-> চুপ আছো মানে রাজি, তাহলে টুর্নামেন্ট শেষে একটা লান্স আমার পক্ষ থেকে, ফাইনাল। (হ্যারি)
হ্যারি কথাটা বলেই মাইরাকে সেখানে নামিয়ে দিলো। সে মাইরাকে নামিয়ে দিয়ে সামনে এগিয়ে গেলো।
-> ঠিক আছে, অনেক দুর্বল হয়ে খেলা করেছি। এখন টিমের লিডার হিসেবে আমাকেও সিরিয়াস হতে হবে। (হ্যারি)
হ্যারি কথাটা বলেই তার স্পেস রিং এর ভিতর থেকে একটা লম্বা সিলভার কালারের স্পেয়ার বের করে নিলো। হ্যারি তার ডান হাতে একটা রিং পরা ছিলো। যেটার দিকে এতো সময় কেউ খেয়াল করে নি। কিন্তু এখন সবাই সেদিকে খেয়াল করেছে।
-> আমি এখনো পর্যন্ত ভালো করে আমাদের রয়েল প্যালেসের এই লিজেন্ডারি আইটেম দুটো ব্যবহার করার সুযোগ পাই নি। কিন্তু মনে হচ্ছে এটাই পারফেক্ট সময় যেহেতু অন্যান্যদেরও আমাদের পাওয়ার দেখাতে হবে এই সময়ে। (হ্যারি)
হ্যারির ডান হাতের আঙ্গুলে থাকা রিংটা উজ্জ্বল হয়ে গেলো। এতোক্ষণ তাদের সামনে যে মনস্টার ছিলো তা থেকে বের হওয়া এনার্জির কারণে হ্যারির টিম দুটো সমস্যায় পরেছিলো। প্রথমত তাদের স্ট্যাট গুলো কমে গিয়েছে, মানে পাওয়ার এবং ডিফেন্স কমে গিয়েছে। অন্যদিকে তাদের মাঝে ফেয়ার ইফেক্ট কাজ করার কারণে তারা ভয় পেয়েছে। তবে হ্যারির হাতের রিংটা একটিভ করার সাথে সাথে এই দুটো সমস্যায় দূর হয়ে গেলো।
-> "রিং অফ ওয়ার" এটা একটা আইটেম যা একটিভ করলে আমাদের এট্যাক, স্পিড এবং ডিফেন্স পাওয়ার দ্বিগুণ হয়ে যাবে এক মিনিটের জন্য। এবং সমস্ত নেগেটিভ কার্স বা পয়জন দূর হয়ে যাবে। এলিন তুমি তোমার শক্তিশালী ফায়ার স্পেল ব্যবহার করো। বাকিদের আর কিছু করতে হবে না। (হ্যারি)
(ফায়ার স্পেলঃ ইনফার্নো)
এলিন তার শক্তিশালী একটা স্পেল ব্যবহার করেছে। যেহেতু আসে পাশে বাকি টিম মেম্বার ছিলো তাই বেশি ভয়ানক করে তৈরি করে নি। শুধু মনস্টার যেখানে ছিলো সেখানেই আগুনের জলোচ্ছ্বাস নিয়ে এসেছে সে। এলিনের এট্যাক পাওয়ার দ্বিগুণ হওয়ার কারণে এই বার মনস্টারটা পুড়তে শুরু করেছে এবং প্রায় অর্ধমৃত অবস্থাতেই পৌছে গিয়েছে।
(লাইটনিং অউরা স্পেলঃ লাইটনিং স্ল্যাশ)
হ্যারি একদম ফিনিশিং ব্লো দিয়েছে। এক পলকের মধ্যেই হ্যারি সবার চোখের সামনে থেকে হারিয়ে গিয়েছে। সবাই শুধু সিলভার কালারের একটা লাইটনিংকে এদিক সেদিক যেতে দেখেছে। হ্যারি যখন তার জায়গায় এসে দাঁড়ালো তখন তার স্পেয়ারের ব্লেডে কিছুটা কালো ব্লাড দেখা গেলো, যা সে একটা ঝাঁকি দিয়ে ফেলে দিয়ে বলতে শুরু করলো
-> অনেক দিন হলো আমার ফুল স্পিড ব্যবহার করি না। (হ্যারি)
পিছনের মনস্টারটা এখনো দাঁড়িয়ে ছিলো, কিন্তু এবার সে একদম টুকরো টুকরো হয়ে নিচে পরে গেলো।
-> আমার মনে হয় না এটা এলেক্সের কাজ। এলেক্স রাতে এখানে আসলে এই মনস্টার গুলো বেঁচে থাকতো না। (হ্যারি)
অন্যদিকে,
স্যাম বসে আছে একটা মাঝারি সাইজের পাথরের উপরে। তার পাশে তার রক্তাক্ত ব্লেড দাঁড়িয়ে আছে। পিছনে তার টিমের তিনজন বসে আছে। আর ডান সাইডে স্নেরা বসে আছে।
-> আমি দুঃখিত। আমি বুঝতে পারি নি আমার ভুলের কারণে এরকম হবে। আমি তো ভেবেছিলাম তারা আমাদের কিংডমের হওয়ার কারণে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু আমার ভুলের কারণে আমাদের পুরো টিম বিপদে পরে গিয়েছিলো। (স্নেরা)
স্যামের ডান হাতে ক্ষত ছিলো একটা। যা হিল করা নিয়ে ব্যস্ত ছিলো স্নেরা।
-> তোমার কোনো ভুল ছিলো না এখানে স্নেরা। আমিও তোমার জায়গায় থাকলে একই কাজই করতাম। কে ভেবেছিলো আমাদের কিংডমের হয়ে টুর্নামেন্টে অংশ নেওয়ার পরও আমাদের উপরেই হামলা করবে। তোমার কিছু হয় নি এতেই আমি সন্তুষ্ট, নাহলে সব গুলোকেই একদম শাস্তি দিয়ে হত্যা করতাম। (স্যাম)
স্নেরা আর কিছু বলছে না। স্যাম আবারো বলতে শুরু করেছে।
-> আমি শুধু ভাবছি এই সময়ে এলেক্স কি করছে? যতদূর মনে হয় কোনো না কোনো মনস্টারের পিছনে দৌড়াচ্ছে হত্যা করার জন্য হয়তো। (স্যাম)
অন্যদিকে এলেক্সের একটা হাঁচি আসলো,
-> দিন দিন মনে হচ্ছে আমাকে নিয়ে সবাই একটু বেশিই কথা বলা শুরু করেছে। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।