#Demon_King#
পর্ব:১৭০
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
পঞ্চম ফ্লোরের মধ্যে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে একশত পনেরোটা টিমকে ডেড ফরেস্টের মধ্যে দুই সপ্তাহের জন্য সারভাইভ করতে হবে। ডেড ফরেস্ট এমন একটা ফরেস্ট যেখানে সকল ধরনের আনডেড বাস করে। আনডেড মনস্টার গুলোর মধ্যে বিভিন্ন ধরন রয়েছে। ডেড ফরেস্টের মধ্যে স্কেলেটন, জম্বি, ঘউল ইত্যাদি মনস্টারই দেখা যায়। প্রতিটা টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে চৌদ্দ দিন এই সকল মনস্টার কিংবা অন্যান্য টিমদের থেকে বেঁচে থাকতে। যেহেতু এই রাউন্ডে প্রতিটা টিম অন্য টিমকে এট্যাক করতে পারবে এমনকি তাদের হত্যাও করতে পারবে তাই সবাই জানে অন্য কিংডমের টিমের সামনে পরলে মৃত্যু নির্ধারিত। শুধু যে অন্য কিংডমের টিমের জন্য প্রতিটা টিমকে চিন্তা করতে হচ্ছে না। একই কিংডমের অনেক টিম রয়েছে যারা নিজেদের কিংডমের টিম গুলোকে হত্যা করার জন্যও প্রস্তুত।
-> প্রিন্স, যদি কেউ বুঝে যায় যে আমরা অন্য কিংডমের টিম গুলোকে ব্যবহার করছি তাহলে তো বড় একটা বিপদে পরে যাবো আমরা তাই না?
কথা রেড কিংডমের প্রিন্স গেলমান বললো।
-> তোমাদের এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। সব কিছু আমার কন্ট্রোলের ভিতরে। (প্রিন্স)
প্রিন্স একটা মুচকি হাসি দিয়ে ভাবতে লাগলো,
❝যদিও আমি সিক্রেট কিংডমের ভিতরে কোনো স্পাই পাঠাতে পারি নি, তবে ব্লু কিংডমের একাডেমি এবং হান্টার হাউজে আমার কয়েকটা স্পাই রয়েছে। টাওয়ারের কোনো ব্যক্তি ব্লু কিংডমের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাইবে না। কিন্তু ব্যাপারটা ভিন্ন যদি টাওয়ারের বাইরের সবার কথা বলা যায়। আমার স্পাই গুলো বাইরে থেকে আসা ব্যক্তিদের টিমগুলোকে আমাদের সাইডে নিয়ে আসতে পেরেছে। যদিও তাদের জন্য অনেকটা অর্থ খরচ করতে হয়েছে। কিন্তু এভাবে ব্লু কিংডমকে হারাতে পারলে সেটাও মূল্যবান হবে। এখন শুধু আমাকে চারটা টিম নিয়ে চিন্তা করতে হবে। ব্লু কিংডমের প্রিন্সের টিম তেমন শক্তিশালী না শুধুমাত্র সেখানে একটা ডিভাইন বিস্টের সাম্মনার রয়েছে। যেহেতু তার কাছে ফিনিক্স রয়েছে তাই তাকে নিয়ে চিন্তা করতে হবে না আমাকে। তবে ডিউকের পুত্র স্যামের ব্যাপারটা আবার ভিন্ন। তাছাড়া সদ্য জনপ্রিয় হওয়া সেই এমিয়াস। আমার মনে হয় পুরো টুর্নামেন্টের মধ্যে সবচেয়ে বিপদজনক ব্যক্তি সেই। যদিও তার পাওয়ার সম্পর্কে আমি জানি না। তবে তার কাছে স্পেশাল কোনো আইটেম রয়েছে যেটা আমাদের মাইন্ডের সাথে খেলতে পারে। তা নাহলে একটা ছেলে হয়ে আমি একটা ছেলেকে নিয়ে কিভাবে খারাপ ভাবতে পারি? একবার ওকে আমার সামনে পেলে এবার আমি তাকে রোস্ট করে ফেলবো। এরপর আসে সিক্রেট কিংডমের ব্যাপারটা। ব্লু কিংডমের টুর্নামেন্ট দেখে যতটা বুঝতে পেরেছি তা হলো, তার কাছে ডিভাইন বিস্ট ড্রাগন থাকলেও এখনো ততোটা শক্তিশালী হতে পারে নি। টুর্নামেন্ট ব্যতীত স্যামের সাথে ফাইট করলে স্যামকে তার সেই স্ট্রেন্থ দিয়ে কখনো হারাতে পারবে না। তাই তার সাথে ফাইট হলে আমার তেমন কিছু চিন্তা করতে হবে না। কিন্তু সমস্যা হলো তার স্পেশাল এট্রিবিউটের। আমার বাবা আমাকে সাবধান করে দিয়েছে, কারণ সেই এট্রিবিউট নাকি মৃত বস্তুদের জীবিত করে নিজেদের সৈন্য হিসেবে ব্যবহার করতে পারে। অবশ্য আমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। যেহেতু আমার সাথে আপাতোতো পঁচিশটা টিম রয়েছে যার সাথে তার সেই স্পেশাল এট্রিবিউটও পারবে না। তবে আমার চিন্তার বিষয় হলো সিক্রেট কিংডমের প্রিন্সেসের টিম এবং সেই ড্যানিয়েল নাকি যেনো তার টিম নিয়ে। আমি শুনেছি তারা অনেকটা শক্তিশালী।❞ (প্রিন্স ভাবছে)
* * * * *
অন্যদিকে একটা বিশাল গাছের মাঝখানে অনেকগুলো গর্ত তৈরি করা রয়েছে। একটু দূর থেকে দেখলে এই গর্ত গুলো দেখায় যায় না। কিন্তু উক্ত জায়গায় পাঁচটা গর্ত ছিলো। গাছের দিকে আমরা খেয়াল না করে গাছের নিচে চলে যায়। এলেক্স এবং তার টিমের ব্যক্তিরা বসে আছে কয়েকটা গাছের পাতা নিচে ফেলে।
-> আমাদের এখন কি করা উচিত? এভাবে বসে থেকে আমরা অনেকটা বোর হচ্ছি। (ক্রিস)
-> এতোদিন আমাদের শুধু শুধু সময় দেই নি। আমাদের বলা হয়েছিলো এই রাউন্ডে দুটো স্টেজ আছে। প্রথম স্টেজ আমাদের চৌদ্দ দিন সারভাইভ করতে হবে এবং দ্বিতীয় স্টেজ সম্পর্কে আমাদের নিজেদেরই বের করে নিতে হবে। (এনরি)
-> কিন্তু এটা কিভাবে করবো? এভাবে বসে থাকলে তো আমরা বেরই করতে পারবো না যে দ্বিতীয় স্টেজে কি করতে হবে। (জেয়াব)
-> কি করবো কিছুই বুঝতে পারছি না আমরা। কিন্তু তাই বলে এখানে চুপচাপ বসেও তো থাকতে পারবো না। এই সুযোগটা কাজে লাগিয়ে আমাদের শক্তিশালী হয়ে উঠা উচিত। (ক্রিস)
-> ক্রিস খারাপ বলে নি, যেহেতু আমরা ডেড ফরেস্টে আছি, তাই আমি নিশ্চিত এখানের মনস্টার গুলো অনেকটা শক্তিশালী, তাদের হত্যা করতে করতে আমরাও শক্তিশালী হয়ে উঠতে পারবো। (জেয়াব)
এলেক্সের সিস্টেম তাকে মনস্টার হত্যার মাধ্যমে শক্তিশালী করলেও বাকিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। সবাইকে শক্তিশালী হতে হলে মনস্টার হত্যা করতে হয়। এমন নয় যে মনস্টারকে এক স্ল্যাশে হত্যা করলেই তারা শক্তিশালী হয়ে উঠবে। বরং প্রতিটা মনস্টার হত্যা করার সময়ে যে ব্যাটেল করলে হয় তাদেরকে সেটায় মূলত সবার এক্সপিরিয়েন্স হিসেবে কাজ করে। একটা শক্তিশালী মনস্টারকে হত্যা করতে হলে একজন ব্যক্তিকে বিভিন্ন টেকনিক এমনকি বিভিন্ন স্পেলের ব্যবহার করতে হয়। এই ক্ষেত্রে তাদের শরীর একটা ট্রেনিং এর মধ্যে চলে। যা প্রতিটা অউরা ইউজারকে শক্তিশালী করে। অন্যদিকে মানা বা প্রাণ ইউজাররা যত বেশি স্পেল ব্যবহার করবে এবং স্পেল ব্যবহারের জ্ঞান রাখবে তারাও তত বেশি শক্তিশালী হতে থাকে। একদিক দিয়ে দেখলে এলেক্স অনেকটা পিছিয়ে রয়েছে তাদের দিক থেকে। আবার একদিক দিয়ে দেখলে বোঝা যাবে এলেক্সের সিস্টেম তাদের থেকেও ভালো করে কাজ করছে। সাধারণ ব্যক্তিরা শুধু যে মনস্টার হত্যা করে শক্তিশালী হয় এবং লেভেল বৃদ্ধি করে এমন নয়। তারা পারশোনাল ট্রেনিং এর মাধ্যমেও লেভেল বৃদ্ধি করতে পারে। সেই হিসেবে এলেক্স যতই ট্রেনিং করুক না কেনো তার লেভেল বৃদ্ধি হওয়ার সম্ভবনা একদমই নেই বললেই চলে। এমন নয় যে এলেক্স ট্রেনিং করলে এক্সপি পায় না। বরং সে ট্রেনিং এর মাধ্যমেও এক্সপি পায়, কিন্তু সে এক্সপির মান এতো কম যে সেটাকে না ধরলেই হয়। অন্যদিক দিয়ে এলেক্সের সিস্টেমের ভালো দিকের কথা যদি আলোচনা করা হয় তাহলে, একটা মনস্টারকে যেই শেষ পর্যন্ত আহত করুক না কেনো। এলেক্স একটা খোঁচা দিয়ে মনস্টারটা হত্যা করলেও পুরো মনস্টার হত্যার এক্সপি সে পেয়ে যাবে। যা তার লেভেল বৃদ্ধি করতে সাহায্য করে। তাই এই সময়ে সবাই অন্যদের সাথে ফাইট এবং ট্রেনিং নিয়ে ব্যস্ত থাকলেও এলেক্স সব সময় মনস্টারের পিছনে পরে থাকে।
-> আমার মনে হয় না আমাদের দ্বিতীয় স্টেজ নিয়ে চিন্তা করতে হবে। যতদূর আমার ধারণা দ্বিতীয় স্টেজে কোনো শক্তিশালী মনস্টার কিংবা এই ডেড ফরেস্টের যেকোনো একটা ফিল্ড বসকে হত্যা করাটায় হতে হবে। (এলেক্স)
-> ফিল্ড বস হত্যা? আমাদের সংখ্যা দিয়ে কি আমরা ফিল্ড বস হত্যা করতে পারবো? যদি সবগুলো টিম একত্রিত হয়ে ফাইট করি তাহলে এক কথা, কিন্তু পাঁচজন দিয়ে ফিল্ড বস আমার জন্যও অনেকটা কষ্টকর হয়ে যায়। (ক্রিস)
-> এলেক্স তুমি এটা কিভাবে বুঝলে যে আমাদের দ্বিতীয় স্টেজের জন্য ফিল্ড বস হত্যা করতে হবে? (এনরি)
এলেক্স আর কিছু বলছে না।
-> ওয়েট ওয়েট, এলেক্স এখন এইটা বলে ফেইলো না যে গত রাতে তুমি বের হয়েছিলো এবং অন্ধকারেই মনস্টারদের সাথে ফাইট করেছিলে। (এনরি)
এনরির কথাটা যদিও বিশ্বাসের মতো ছিলো না। কারণ কোনো ব্যক্তিই পাগল না হলে এতো রাতে ঘন অন্ধকার ডেড ফরেস্টের মধ্যে বের হয়ে মনস্টার হান্ট করবে না। ক্রিস এলেক্সের পিঠে একটা ঠাপ্পর দিয়ে বলতে শুরু করলো,
-> এই না হলে আমাদের টিম লিডার। তবে আমি কিভাবে হতাশ হয়েছি যে তুমি আমাকে না বলে একা একা মনস্টার হত্যা করতে গিয়েছিলে। (ক্রিস)
-> আমার ক্যালকুলেশন অনুযায়ী আমরা ডেড ফরেস্টের একদম উত্তর পাশে রয়েছি। যেখানে তিন থেকে চারটার মতো ফিল্ড বস থাকার কথা। যেহেতু এলেক্স রাতে বের হয়েছিলো তাই আমার মনে হয় একটা ফিল্ড বসের সাথে অবশ্যই ফাইট করেছে। (এনরি)
-> কিন্তু এতো অন্ধকার রাতে কিভাবে ফাইট করে একজন? আমি তো গর্তের বাইরে কিছুই দেখতে পারি নি। (জেয়াব)
-> তোমার কাছে ডার্ক এট্রিবিউট রয়েছে, এটুকু তো তোমার জানার কথা। সাধারণত আমাদের দেখতে আলোর প্রয়োজন হয়। অন্ধকারে কোনো বস্তুর উপরে প্রথমে আলো পরলে সে বস্তু থেকে সেটা প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। যার কারণপ আমরা দেখতে পায়। কিন্তু এমন কোনো জায়গা যেখানে আলোর কোনো উৎস না থাকলে আমরা কখনোই দেখতে পারবো না। এমনকি সেখানে আমাদের ম্যাজিক সেন্সও ভালো করে কাজ করবে না। তবে যাদের কাছে ডার্ক এট্রিবিউট রয়েছে, তারা তাদের ডার্ক এট্রিবিউটের এনার্জি ব্যবহার করলে রাতের অন্ধকারেও পরিষ্কার দেখতে পারে। (মিও)
-> কি? এটা তো আমি জানতাম না? এলেক্স তুমি কি ব্যবহার করতে পারো সেটা? (জেয়াব)
এলেক্স জেয়াবের দিকে তাকালো। সেই তাকানোর কারণে জেয়াব বুঝতে পারলো এলেক্স আসলেই ব্যবহার করতে পারে।
-> এটা অনেক সহজ একটা জিনিস। শুধু ডার্ক এট্রিবিউট এনার্জি দুই চোখে চ্যানেল করলেই অন্ধকারের মধ্যেও সব কিছু দেখা সম্ভব। তবে সমস্যা হলো ডার্ক এট্রিবিউটের এনার্জি ব্যবহারের ব্যবহার টাই। যেহেতু এলেক্স বাদে আপাতোতো আমাদের জানা নেই যে কেউ ডার্ক এট্রিবিউট ব্যবহার করতে পারে কি না। (মিও)
-> আসলেই এলেক্স কিভাবে ডার্ক এট্রিবিউট ব্যবহার করো? সেই মেফাসের একাডেমির টেস্টেও দেখেছিলাম তোমাকে একটা ডার্ক এট্রিবিউটের স্পেল ব্যবহার করতে, যেটা সম্পূর্ণ না হলেও সেটাও কেউ করতে পারে না। (জেয়াব)
-> ডার্ক এট্রিবিউট খুবই স্পেশাল একটা জিনিস হয়তো, তা নাহলে আমরা কেনো এখনো এটার ব্যবহার শিখতে পারলাম না। (ক্রিস)
-> এক সময়ে তো আমাদের পূর্বপুরুষেরা ফায়ার এট্রিবিউটও ব্যবহার করতে পারে নি। কিন্তু যেহেতু আমরা এখন সেটা ব্যবহার করতে পারছি, তাই আমার মনে হয় চেষ্টা করলে একদিন ডার্ক এট্রিবিউটও ব্যবহার করতে পারবো, তখন এই এট্রিবিউটও আর দুর্বল থাকবে না। (এনরি)
-> আচ্ছা লাইট এট্রিবিউট তো তেমন স্পেশাল কোনো এট্রিবিউট নয়। যেহেতু ডার্ক লাইটের বিপরীত এট্রিবিউট তাহলে কি ডার্ক এট্রিবিউটও দুর্বল হবে? (জেয়াব)
-> এলেক্সের সেই কালো আগুনের মতো জিনিসটা দেখে তো মনে হয় না কোনো অংশ থেকে ডার্ক এট্রিবিউট দুর্বল। (ক্রিস)
সবাই এট্রিবিউট নিয়ে কথা বলছিলো। তবে এলেক্স তাদের কথায় তেমন একটা মনোযোগ দিলো না। বরং এলেক্স তাকিয়ে দেখতে লাগলো সামনের দিকে,
❝বিষয়টা আমিও এখনো করে দেখি নি।❞ (এলেক্স)
এলেক্স ডিমনিক ফরেস্ট এবং গত রাতে ডেড ফরেস্টে থাকার সময়ে রাতে যখনি বের হয়েছে তখনি সে হয়তো সাথে আলোর কোনো মাধ্যম কিংবা নিজের আনডেড এর সাথে থাকা আলোর সাহায্যে সব কিছু দেখেছে। কোথায় কি আছে সেটা এলেক্স তার ম্যাজিক সেন্সের মাধ্যমে নির্ধারণ করেছে এবং ইনফো স্কিলের মাধ্যমে মনস্টারের লোকেশন ট্রাক করেছে। তাই এই তথ্যটা এলেক্সের কাছে অনেকটা নতুন ছিলো।
-> ঠিক আছে আমি ঠিক করেছি, যেহেতু আমাদের আশেপাশে মনস্টার নেই এবং বাকি টিমগুলোও অনেকটা দূরে তাই আপাতোতো আমাদের ক্যাম্পের চারিদিক দিয়ে হিডেন ট্রাপ তৈরি করতে হবে। বাকি যে সময়টা থাকবে সেটা আমরা ট্রেনিং এর মাধ্যমে কাটাবো। (ক্রিস)
-> ছেলেরা, শুধু ট্রেনিং আর ফাইটিং ছাড়া কিছুই বুঝে না। মিও চলো আমরা উপরে গিয়ে গল্প করি, ওরা যা মনে হয় করুক। (এনরি)
এনরি এবং মিও গাছের উপরে চলে গেলো। মিও এর কাছে এয়ার এট্রিবিউট রয়েছে। তাই এয়ার স্পেলের সাহায্যে নিচ থেকে উপরে যেতে তাদের কিছুই করতে হলো না। বাতাসের সাহায্যে ভাসতে ভাসতে দুজনে উপরে চলে গেলো।
-> মেয়েরা এতো গল্প কিভাবে করতে পারে? (জেয়াব)
-> ঠিক আছে জেয়াব, যেহেতু আমাদের ট্রেনিং এবং ট্রাপ দুটোই তৈরি করতে হবে, তাহলে তোমার প্রথম কাজ হবে বেশ মোটা গাছের ডাল নিয়ে আসা। আমি আর এলেক্স গিয়ে পাথরের ব্যবস্থা করছি। (ক্রিস)
-> ঠিক আছে। (জেয়াব)
জেয়াব রওনা দিলো গাছের ডাল আনার জন্য।
-> এই মিও মেয়েটাকে আমার অনেকটা আজব লাগছে এলেক্স। আমি বলতে পারবো না কেনো কারণ আমি নিজেও জানি না। কিন্তু যখনই আমি তার পাশে থাকি আমার পুরো শরীরই আমাকে তার থেকে সাবধান করে দেই। (ক্রিস)
এলেক্স ক্রিসের কথা শুনে কিছু বললো না। এলেক্সের মাথায় এখন অন্য একটা জিনিস খেলা করছিলো।
-> এলেক্স, দেখতে কি রকম ছিলো? (এলেক্স)
এলেক্স হঠাৎ একটা আজব প্রশ্ন করলো। যেটা অন্য সবার কাছে আজব লাগলেও ক্রিস প্রশ্নটা সাথে সাথেই বুঝতে পারলো। ক্রিস যে কিনা এলেক্স মানে এলেক্সের পূর্বের ভাইয়ের সাথে পরিচিত ছিলো সে এলেক্সকে সে কথা বলেছিলো। যার কারণেই এলেক্স হঠাৎ আজ এই কথা জিজ্ঞাসা করলো।
-> এলেক্সের সাথে আমার প্রথম দেখা হয়েছিলো কত পূর্বে সেটা আমি মনে করতে পারছি না সঠিক ভাবে। তবে যতদূর আমার মনে আছে তুমি একাডেমিতে প্রবেশ করার পর যেমন ছিলে এলেক্সও তখন সেরকম ছিলো। আমাদের দেখা বেশিদিনের জন্য হয়েছিলো না। কিন্তু যতদিন আমরা একসাথে ছিলাম ততদিন কেউই আমাদের ভিন্ন করতে পারে নি। (ক্রিস)
-> ওর স্বভাব কিরকম ছিলো? (এলেক্স)
-> তুমি হঠাৎ এমন প্রশ্ন করছো যা আমি এই সময়ে মনে করতে চাই না বা চাচ্ছি না। কিন্তু তোমাকে দেখলে সেটা মনে পরতে বাধ্য। তোমার ভাই তোমার থেকে সম্পূর্ণ বিপরীত ছিলো। সে সব সময় হাসতে পছন্দ করতো, সব সময় মানুষকে হাসাতে পছন্দ করতো। সব পজিটিভ থাকলে একবার রাগলে তার রাগ সহজেই কন্ট্রোল করা যেতো না। শুধুমাত্র তখন তাকে রাগানো ব্যক্তির দিকে তাকানো যেতো না। তাছাড়া মেয়েদের মধ্যে তো সবচেয়ে পপুলার ছিলো। যদিও অল্প বয়সে তার বিয়ে হয়ে গিয়েছিলো তারপরও অন্যান্য মেয়েদের সাথে লুতুপুতু করে বেরাতো সব সময়। (ক্রিস)
-> ওওওও। (এলেক্স)
এলেক্সের হঠাৎ তার ভাইয়ের সম্পর্কে জানতে মন চাইলো। প্রথম দিকে এলেক্স মনে করেছিলো সে হয়তো মৃত এলেক্সের শরীরে রেইনকার্নেট হয়েছে, যা এখনো মনের কোনো এক কোনে রয়েছে। কিন্তু এরপরে অনেক কিছু বিবেচনা করার পরে এলেক্স বুঝতে পেরেছে সেটা মোটেও সম্ভব নয়। দশ থেকে বছর কারো মৃত শরীর একদম ঠিক অবস্থায় থাকাটা প্রায় অসম্ভব একটা ব্যাপার। এলেক্স মেনে নিয়েছে সে কারো শরীরে জন্ম নেই নি, বরং সে নিজেই আবার জন্ম নিয়েছে। সেই হিসেবে এই ওয়ার্ল্ডে তার একটা ভাই ছিলো যে মৃত। যদিও এলেক্স এসব ব্যাপারে তেমন কোনো গুরুত্ব দেই না। তারপরও পূর্বের জীবনে কোনো পরিবার না থাকার কারণে এলেক্স পরিবারের গুরুত্বটা বুঝে। তাই তো তার মনে হঠাৎ করে তার ভাইয়ের ব্যাপারটা চলে এসেছে।
-> তুমি কি জানো এলেক্স কিভাবে মারা গিয়েছিলো? (এলেক্স)
-> এটা অনেক ট্রিকি একটা প্রশ্ন। আমাদের বন্ধুত্ব হওয়ার পরে এলেক্স সিক্রেট কিংডমে আমাকে নিয়ে গিয়েছিলো একবার। সেখান থেকে আমি ব্লু কিংডমে চলে আসার পরেই শুনতে পারি সিক্রেট কিংডমের প্রিন্স মারা গিয়েছে। যার সঠিক ঘটনা কেউই জানে না। কেউ বলে গুপ্ত ঘাতকরা হত্যা করে, কেউ বলে অন্য কিংডমের ষড়যন্ত্র এটা। আবার কেউ বলে মনস্টারের হাতে মারা গিয়েছে। আমি এতোটা ভেঙে পরেছিলাম তখন যে কোনোটায় বিশ্বাস করতে পারি নি। কিন্তু এখন বাস্তবতাকে মেনে না নিয়ে পারছি না। (ক্রিস)
ক্রিস একটু থেমে নিয়ে আবার বলতে শুরু করলো।
-> কিন্তু তোমকে দেখে এবং তোমার নাম এলেক্স শুনে আমি মনে করেছিলাম হয়তো ও আবার জীবিত হয়েছে। তোমার ডান হাতের ট্যাটুটাও একদম ওর মতো। আচ্ছা বাদ দেই চলো আমাদের ট্রেনিং আর কাজটা সম্পূর্ণ করে ফেলি। (ক্রিস)
-> আচ্ছা। (এলেক্স)
* * * * *
টাওয়ার অফ গ্লাটোনি,
প্রথম ফ্লোরে, এক ব্যক্তি তার শরীরকে কালো একটা পোষাকে সম্পূর্ণ ঢেকে হাঁটছিলো। হঠাৎ সে থেমে গেলো এবং একা একাই বলতে শুরু করলো।
-> তাহলে এটা টাওয়ার অফ গ্লাটোনি। বিলজবাব তুমি তো দেখছি এখনো চেঞ্জ হও নি। মানুষগুলোকে এখনো তুমি এতো ভালো করে ট্রিট করছো। আমি কিংবা সাটান হলে তো সবার এনার্জি চুষে তাদের ফেলে দিলাম। যাইহোক যেহেতু এখানে স্বয়ং ড্রাগন হান্টার এবং জিউসের অ্যাভেটার দুজনেই রয়েছে। তাই আমাকে সুযোগ বুঝে ড্রাগন হান্টারের খুবই কাছের একজন ব্যক্তিকে গোপনে হত্যা করে পালিয়ে যেতে হবে। জানি না লোকি এইসব প্লান কিভাবে তৈরি করে, কিন্তু যেহেতু সবটা দোষ জিউসের উপরে যাবে তাই সেটা ভালোই দেখার মতো একটা অবস্থা হবে।
কালো পোষাক দিয়ে ঢাকা ব্যক্তিটা হালকা হাসতে হাসতে উক্ত কথাটা বললো।
-> তাহলে এখন কথা হলো ড্রাগন স্লেয়ারের পরিবারের কাছে কিভাবে যাবো?
লোকটা হঠাৎ লক্ষ্য করলো দূরে একটা পোষাকের দোকানে কিছু ব্যক্তি একত্রিত হয়েছে। ব্যক্তিগুলো একত্রিত হয়ে একটা গোল ম্যাজিক বলের মধ্যে কিছু একটা দেখছিলো। লোকটা এগিয়ে গেলো একটু সেদিকে। তাকে কিছুই করতে হলো না।
-> আজ আমার কাছে সময় থাকলে দশম ফ্লোরে গিয়ে এরিনায় বসে টুর্নামেন্টটা দেখতে পারতাম। কিন্তু আমি গেলে আমার দোকানটা দেখবে কে সেই চিন্তায় আছি আমি।
-> সিক্রেট কিংডম কিন্তু অনেক ভালো একটা ব্যবস্থা করেছে। প্রথম ফ্লোরে এরিনা তৈরি করলে তো দোকান বন্ধ করেই চলে যেতাম সেখানে, কিন্তু অন্য ফ্লোরে রয়েছে বলে নিজেকে বদ্ধ রাখতে পেরেছি এখানে।
-> বলতে হবে এটা কিন্তু ব্লু কিংডমের টুর্নামেন্টের থেকেও অনেক দারুন এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে।
-> হ্যাঁ বিশেষ করে এই রাউন্ডে তো ছোট ছোট বাচ্চাদের সাইভাইভ করার নিয়ম গুলো দেখে আমার অনেক ভালো লাগছে।
-> আমি তো অপেক্ষা করছি সিক্রেট কিংডমের সেই উৎসবের জন্য। যেখানে আমরা সবাই সেখানে প্রবেশ করতে পারবে।
কাপড় দিয়ে পুরো শরীর ঢাকা লোকটা সব কথা পাশ থেকে শুনছিলো।
-> তাহলে দশম ফ্লোরে ইন্টারেস্টিং কিছু একটা হচ্ছে। দেখা যাক বিলজবাবের টাওয়ারের ব্যক্তিগুলো কতটা শক্তিশালী। আর এই সুযোগে হয়তো আমি ড্রাগন স্লেয়ারের পরিবার সম্পর্কেও হয়তো কিছু একটা জানতে পারবো। হেহেহেহে, এক ঠিলে আমি তিন পাখি মারতো পারবো এই সুযোগে।
* * *
To Be Continued
* * *
আপনাদের কি মনে আছে এলেক্স এক সময়ে "নিল" বলেছিলো কাউকে। হয়তো মনে নেই। মনে থাকলে জানাবেন। হয়তোবা ভবিষ্যৎ সত্য হতে যাচ্ছে🙄।