#Demon_King#
পর্ব:১৭১
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
প্রতিটা টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করছিলো চৌদ্দ দিন সারভাইভ করতে। এভাবে কখন চারদিন পার হয়ে গিয়েছে কেউ বুঝতেই পারে নি। একশত পনেরো টিমের মধ্যে এই চারদিনে বেশ কয়েকটা টিমই হেরে গিয়েছে। চতুর্থ রাউন্ডে হেরে যাওয়া মানে একদম সরাসরি মারা যাওয়া। বাকি টিম গুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে বেঁচে থাকার জন্য। কিন্তু যেহেতু তিন কিংডমের মধ্যে এই টুর্নামেন্ট হচ্ছে এবং এই রাউন্ডে এক টিম অন্য টিমকে হত্যা করতে পারবে তাই এক কিংডমের টিমেরা অন্য কিংডমের টিমদের হত্যা করা থেকে পিছনে ফিরছে না। সিক্রেট কিংডমের বেশ অনেক গুলো টিমই চতুর্থ রাউন্ডে উঠতে পেরেছে। যারা সহজেই ব্লু এবং রেড কিংডমের সাথে ইনট্রাক্ট করতে চাই না। সিক্রেট কিংডমের প্রিন্সেসের একটা টিম রয়েছে যারা সিক্রেট কিংডমকে রিপ্রেজেন্ট করছে। তাদের মধ্যে কথোপকথন হচ্ছে।
-> প্রিন্সেস আমাদের কি প্রথমে প্রিন্সকে খোঁজে বের করা দরকার না। যেহেতু খুবই আনএক্সপেক্টেড ভাবে প্রিন্সের পরিচয় প্রকাশ হয়েছে তারপরও যেহেতু সে আমাদের প্রিন্স, তাই তাকে অন্যান্য কিংডমের থেকে রক্ষা করাটা তো আমাদের দায়িত্ব।
প্রিন্সেস মারফা, যে সিক্রেট কিংডমের মিনিস্টারের মেয়ে, অফিসিয়াল পাওয়ারের দিক দিয়ে সিক্রেট কিংডমের কুইনের পরে মিনিস্টারের পাওয়ারই। কুইনের বড় ভাই মিনিস্টার, এজন্য একদিক দিয়ে মারফা এবং তার বোন মারফিও প্রিন্সেস টাইটেল পেয়েছে। যদিও মারফির প্রিন্সেস টাইটেল অফিসিয়াল কিন্তু মারফার টা এখনো অফিসিয়াল হয় নি তারপরও সবাই দুজনকেই প্রিন্সেস বলে মেনে নিয়েছে।
-> আমাদের প্রিন্সকে নিয়ে ভাবতে হবে। (মারফি)
বড় বোন মারফি উক্ত কথাটা বললো। প্রিন্সেসের টিমের সাথে মোট চারটা টিম ছিলো। যাদের সবাইকে প্রিন্সেস উক্ত কথা বলে শান্তনা দিলো।
-> কিন্তু প্রিন্স তো এখনো ছোট, সেই সাথে তাকে আমাদের কিংডম থেকে এখনো পর্যাপ্ত ট্রেনিং ও দেওয়া হয় নি। তার কাছে ডিভাইন বিস্ট থাকলেও এখনো এতোটাও শক্তিশালী হতে পারে নি সে।
-> হ্যাঁ প্রিন্সেস, রেড কিংডমের প্রিন্স তার কিংডমের সকল একাডেমি এবং হান্টারের টিম গুলো একত্র করে ব্লু কিংডম এবং আমাদের সাথে ফাইটের চিন্তা করছে।
-> যদিও আমাদের প্রিন্স ডিভাইন বিস্টের কারণে অনেকটা শক্তিশালী কিন্তু এতো গুলো টিমের বিপক্ষে পরলে তার জন্যও কষ্টকর হয়ে যাবে।
কথাগুলো প্রিন্সেসের টিমের কয়েকজন ব্যক্তি বলতে লাগলো। দুই প্রিন্সেসের টিম সহ মোট চারটা টিম সেখানে একত্রিত ছিলো। প্রতিটা টিম মেম্বারই মেয়ে ছিলো। যারা প্রিন্সকে পূর্বে দেখে নি এমনকি তার পরিচয় সম্পর্কেও জানে না। তারপরও নিজেদের কিংডমের প্রিন্সকে নিয়ে চিন্তা করতে শুরু করেছে তারা। ব্যাপারটা অনেকের সম্মানেও আঘাত করছে। অনেকে চিন্তা করছে যদি সিক্রেট কিংডমের প্রিন্স হেরে যায় অন্যান্য কিংডমের থেকে তাহলে তাদের সম্মান থাকবে না। এজন্য অনেকেই চিন্তিত ছিলো। হঠাৎ সেই জায়গাতে আরেকটা টিমের আবির্ভাব হলো।
-> যদি তোমরা আমাদের প্রিন্সকে নিয়ে চিন্তা করে থাকো তাহলে আমি বলবো তাকে নিয়ে কোনো রকম চিন্তা করার দরকার নেই। (ড্যানিয়েল)
কথাটা সিক্রেট কিংডমের এক হান্টার টিমের লিডার বললো।
-> ড্যানিয়েল!
-> ইউর হাইনেস, আমার রুড ব্যবহারের জন্য ক্ষমা করবেন। প্রিন্সের সাথে আমি সরাসরি ফাইট করেছি। তাই আমি বলতে পারি সে কতটা শক্তিশালী। সিক্রেট কিংডমের রয়েল ব্লাড সব সময় এক একটা মনস্টারকে জন্ম দিয়েছে। যেমনটা আমাদের কুইন, মিনিস্টার এমনকি কুইন মারিয়ার ছোট ভাই যে উপরের ফ্লোর গুলো একা একাই ক্লিয়ার করছে। ঠিক সেই জায়গায় আমাদের প্রিন্সও কম মনস্টার নয়। (ড্যানিয়েল)
-> কিন্তু প্রিন্সের একার পক্ষে এতোগুলো টিমের সাথে ফাইট করাটা তো আর সম্ভব হবে না। যদিও সে এক সময়ে ব্লু কিংডমে ছিলো, কিন্তু এখন তো ব্লু কিংডমও তার শত্রু হয়েছে। দুই কিংডম একত্রিত হয়ে যদি আমাদের প্রিন্সকে হত্যা করতে আসে তাহলে?
প্রিন্সেসের টিমের সবাই অনেকটা বেশি চিন্তা করতে শুরু করেছে। ঠিক এই সময়ে প্রিন্সেসের টিমের লিডার ছোট প্রিন্সেস মারফা তার মুখ খুললো।
-> প্রিন্স অনেকটা শক্তিশালী। সে নিজের খেয়াল নিজেই রাখতে পারবে। এটুকু না পারলে সে কিভাবে প্রমাণ করবে যে সিক্রেট কিংডমের প্রিন্স সে। তোমাদের কি মনে হয় আমরা সবাই তাকে প্রিন্স হিসেবে মেনে নিলেও সে যদি দুর্বল হয় তাহলে কিংডমের সবাই কি তাকে মেনে নিবে? এটাই তার জন্য সময় তার পাওয়ার দেখানোর। এই সময়টা হয়তো সবাই তাকে মেনে নিতে পারবে। তাই আমাদের আপাতোতো তার থেকে দূরে থাকাটায় ভালো হবে। (মারফা)
-> হ্যাঁ প্রিন্সেস।
সবাই সম্মতি জানালো প্রিন্সেসের কথায়। কথাটা শুনে মারফি আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো।
❝এলেক্স, তোমার ভাই ঠিক তোমার মতোই হয়েছে। আমি জানি না কেনো কিন্তু তোমার চেহারা আর হাসিটা ব্যতিত আমি কিছুই মনে করতে পারছি না। সময়ের সাথে আমার স্মৃতি থেকে এভাবে কেনো হারিয়ে যাচ্ছো কেনো তুমি সেটা আমি বুঝতে পারছি না।❞ (মারফি ভাবছে)
* * * * *
চারদিন পার হয়েছে, এই সময়ে এলেক্স গাছের একটা গর্তের মধ্যে রয়েছে। সারারাত ট্রেনিং করার কারণে সে গত চাররাত ঘুমাতে পারে নি। তাই এখন গভীর একটা ঘুমে ব্যস্ত ছিলো এলেক্স। ঠিক গর্তের মুখের সামনে এনরি বসে ছিলো, এনরি তার থুতনিতে হাত রেখে তাতে মুখের ভর দিয়ে বসে ছিলো। এলেক্সের দিকে এক নজরে সে তাকিয়ে ছিলো। এলেক্স গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলো। তার আশেপাশে কি হচ্ছিলে সেটা সম্পর্কে তার কোনো ধারনা নেই। স্বপ্নের মধ্যে এলেক্স খুব আজব কিছু দেখতে শুরু করেছে। পূর্বে এলেক্স অন্যান্য ডিম্যান প্রিন্সদের অতীতের জীবন নিয়ে স্বপ্ন দেখতো। কিন্তু এবার এরকম কোনো কিছু হয় নি। একদম আজব কিছুটা দেখেছে এলেক্স। তার স্বপ্নের মধ্যে দুজন ব্যক্তি কথা বলছিলো। একটা রুমের মধ্যে তিনজন ব্যক্তি ছিলো। তার মধ্যে একটা এলেক্স ছিলো। বাকি দুজন কে ছিলো সেটা এলেক্স বুঝতে পারলো না। দুজনের মুখই ঘোলাটে ছিলো। তবে রুমটা দেখে এলেক্স বুঝতে পারলো সেটা কোনো ডাক্তারের চেম্বার হবে। আর দুজনের একজন ব্যক্তি তাহলে অবশ্যই ডাক্তার হবে। দুজন ব্যক্তি কথা বলছিলো একে অপরের সাথে। এলেক্স তাদের ভালো করে দেখতে না পারলেও তাদের কথোপকথন স্পষ্ট শুনতে পারছিলো।
-> ডাক্তার, ওর কি হয়েছে সেটা কি বের করতে পেরেছেন?
-> আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমি যোগাযোগ করেছি। যেহেতু এটা আমার হাতের বাইরের একটা কেস তাই আমি এটা সম্পর্কে তেমন কিছু একটা জানি না। তবে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারগণ জানিয়েছেন.....
লোকটা একটু থামলো এবং টেবিলে থাকা কয়েকটা পেপার হাতে তুলে এক নজর বুলিয়ে নিলো তাতে। এবার সে আবারো বলতে শুরু করলো।
-> আপনার ছেলের যে সমস্যাটা দেখা দিয়েছে সেটাকে আমরা বলে থাকি স্প্লিট পারসোনালিটি। এটা অনেক রেয়ার একটা রোগ বা সমস্যা বলতে পারেন। আমাদের ওয়ার্ল্ডের মোট জনসংখ্যার প্রায় ০.০১℅ থেকে ১℅ লোকের এই সমস্যাটা হওয়ার লক্ষণ রয়েছে। এটাকে প্রথম দিকে মাথার সমস্যা মনে হলেও পরে এটা জটিল রূপ নেয় যেখানে রোগী সম্পূর্ণ ভিন্ন একটা ব্যক্তিতে পরিণত হয়ে যায়। আমাদের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার আপনার ছেলেকে পরীক্ষা করেছেন এবং তার মধ্য থেকে আরো দুটো পারসোনালিটি চিহ্নিত করেছেন। সাধারণত এই রোগে একজনের মধ্যে একটা পারসোনালিটিই লক্ষ্য করা যায়। কিন্তু অনেক ক্ষেত্রে সে সংখ্যা বৃদ্ধি পায়। আপনার ছেলের ক্ষেত্রেও সে ব্যাপারটা দেখা দিয়েছে। আপাতোতো আপনার ছেলেকে অনেক রেস্টের মধ্যে রাখতে হবে এবং সে স্বাভাবিক অবস্থায় যা করতে চাই তাকে তাই করতে দিবেন। তাছাড়া প্রতিদিন একবার করে আমাদের মনোরোগ বিশেষজ্ঞদের কাছে নিয়ে আসবেন। আমি আশা করছি সে দ্রুত ঠিক হয়ে যাবে। খুব কম মানুষই এই রোগ থেকে সুস্থ হতে পেরেছেন। আপনার ছেলেও সেই তালিকায় যুক্ত হবে বলে আমরা আশা করছি।
বিশাল একটা কথা বললো ডাক্তারটা। তার কথাটা শেষ হওয়ার সাথে সাথে এলেক্সের ঘুম ভেঙে গেলো। সে তার চোখ খুললো।
❝অনেক আজব একটা স্বপ্ন ছিলো এটা।❞ (এলেক্স ভাবছে)
সাধারণত স্বপ্ন দেখলে একটু পরই কারো মনে থাকে না। অনেকের তো স্বপ্ন দেখে ঘুম থেকে উঠার পরই কিছু মনে থাকে না। তবে এলেক্সের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। রিং অফ বিলজবাব পরার পর এবং সিস্টেমকে পাওয়ার পরে এলেক্স যা স্বপ্ন দেখে তার সবকিছুই তার মনে থাকে। কিছুটা মাথা ব্যথা শুরু হলো এলেক্সের। যা কয়েক সেকেন্ডের মধ্যেই ঠিক হয়ে গেলো সুপার হিলিং প্যাসিভ স্কিলের কারণে। এলেক্স খেয়াল করলো গাছের গর্তের সামনে এনরি বসে আছে এবং বাইরের দিকে তাকিয়ে আছে।
-> তুমি এখানে কি করছো? (এলেক্স)
এলেক্সের প্রশ্নে এনরি চমকে উঠলো। সে কাঁপা কন্ঠে বলতে শুরু করলো,
-> তুমি ঘুমাচ্ছিলে, যদি কোনো মনস্টার কিংবা অন্য টিম এট্যাক করতো তখন তো তুমি একদম ডিফেন্সহীন অবস্থায় থাকতে। তাই আমি এখানে বসে তোমাকে গার্ড দিচ্ছিলাম। (এনরি)
-> ও। (এলেক্স)
সব সময়ের মতোই এলেক্স বেশি একটা কথা না বলে গাছের মধ্য থেকে বের হয়ে গেলো। অনেকটা উপরে গর্ত তৈরি করা ছিলো। এতো উপর থেকে সাধারণ ব্যক্তি পরলে তার পা ভেঙে যাওয়ার সম্ভবনা ছিলো। কিন্তু এলেক্সের স্ট্রেন্থ এবং ভাইটালিটি স্ট্যাট অনেক ছিলো, এজন্য এই উচ্চতা তার কাছে হালকা উঁচু ছাড়া আর কিছুই না। এলেক্স উপর থেকে লাফ দিলো এবং নিচে পরলো। নিচের মাটি কেঁপে উঠার সাথে সাথে অনেকটা জায়গা ফেটে গেলো।
-> এলেক্স, আমি নিচে নামবো কিভাবে আমাকে সাহায্য করো। (এনরি)
এনরি উপরে ছিলো, যেখান থেকে এনরি লাফ দিলে নিশ্চিত মারা যাবে। তাই সে এলেক্সকে ডাক দিলো। এনরি আশা করেছিলো এলেক্স নামার সময় এনরিকে নিয়ে নেমে যাবে। কিন্তু আবারো কোনো রকম পাত্তা দিলো না এলেক্স এনরিকে।
❝আমি বুঝতে পারছি না তোমার মন কি দিয়ে তৈরি। এতো চেষ্টার পরেও আমি ঔ মনে ফুল ফুটাতে পারছি না। কিন্তু আমাকে নিচে নামানোর জন্য তো তোমাকে আমাকে ধরেই নিচে নামাতে হবে। এই সুযোগে আবারো তোমার কাছে যেতে পারবো আমি। তুমি ঘুমানোর সময় তোমার পাশে গিয়ে শুতে চেয়েছিলাম, কিন্তু সেটা ভালো দেখাবে না বলে করি নি। কিন্তু এটা আমার অনেক বড় একটা সুযোগ।❞ (এনরি ভাবছে)
এনরি আশা করছিলো এলেক্স আবারো উপরে উঠে এনরিকে জড়িয়ে ধরে নিচে নামিয়ে দিবে। সেই আশায় এনরি অপেক্ষা করছিলো। কিন্তু এলেক্সের এসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিলো না।
-> মুযিফা। (এলেক্স)
হঠাৎ এলেক্সের ছায়া থেকে একটা শ্যাডো আর্মি বেরিয়ে আসলো। সে বেরিয়েই নিচ থেকে নিজের পাওয়ার ব্যবহার করলো। এনরি হঠাৎ উপর থেকে হাওয়ার মধ্যে ভাসতে শুরু করলো। সাথে সাথে সে নিচে নামতে শুরু করলো আস্তে আস্তে। এনরির কাছে বিষয়টা অনেক আজব লাগছিলো। এরকম বোধ সে পূর্বে ফিল করেছিলো।
❝এটা তো গ্রাভিটি এট্রিবিউটের পাওয়ার। এলেক্স কিভাবে গ্রাভিটি এট্রিবিউট ব্যবহার করতে পারে? না ওয়েট এলেক্সের পিছনে ঔটা কি এলেক্সের স্পেশাল এট্রিবিউটের মনস্টার? এটা তো পূর্বের গুলো থেকে সম্পূর্ণ ভিন্ন। তাহলে কি এই কালো জিনিসটাই গ্রাভিটি এর পাওয়ার ব্যবহার করছে?❞ (এনরি ভাবছে)
এনরি নিজের জামাটা ঠিক করে নিচের দিকে নামতে শুরু করলো। সে অনেকটা হতাশ হয়েছে কারণ আশা করেছিলো এলেক্স তাকে ধরে নিচে নামাবে।
❝আমি চেয়েছিলাম এলেক্স আমাকে নামালে ভয়ের অভিনয় করে ওর বুকে মাথা দিয়ে শক্ত করে ওকে একটা হাগ করবে, কিন্তু সবটায় মাটি করে দিলো এই জিনিসটা।❞ (এনরি আবারো ভাবছে)
এনরি নামার সাথে সাথে মুযিফা আবারো এলেক্সের শ্যাডো এর মধ্যে চলে গেলো। ঠিক এই সময়ে হঠাৎ এলেক্স কিছুটা অনুভব করলো। সাথে সাথে এলেক্স তার স্কিল ব্যবহার করলো।
(একটিভ স্কিলঃ ব্লিংক)
এনরির হাতটা ধরে এলেক্স তার ব্লিংক স্কিল ব্যবহার করলো। উক্ত স্কিলটা ব্যবহারের সাথে সাথে এলেক্স এবং এনরি দুজনেই টেলিপোর্ট হয়ে গেলো। ঠিক আবারো তারা দুজনে গাছের উপরের একটা ফুটোতে চলে আসলো।
❝ওয়েট ওয়েট, আবারো এলেক্স আমাকে এখানে নিয়ে এসেছে। তাহলে কি কিছু একটা করবে এখন এলেক্স। আমি তো এখনো প্রস্তুত না। কিন্তু এলেক্সকে তো আমি ভালোবাসি, এরপরও কিস এর থেকে বেশিকিছু আমি করতে দিতে পারবো না।❞ (এনরি)
এনরির মুখ হঠাৎ লাল হয়ে গেলো কিছু অহেতুক চিন্তা ভাবনার কারণে।
-> তোমাকে এখানে থাকতে হবে কিছু সময়ের জন্য। বাকিরা বিপদে পরেছে, আমি তাদেরকে এখানে নিয়ে আসছি, তুমি তাদেরকে হিল করো। (এলেক্স)
এলেক্স এনরিকে কিছু বলতে দিলো না। এলেক্স একটু পূর্বেই খেয়াল করেছে একটা জিনিস। তার টিমের চারজনের ছায়াতেই এলেক্স তার চারটা শ্যাডো আর্মিকে থাকতে বলেছে। এতে করে তারা কোনো বিপদে পরলে এলেক্স বুঝতে পারবে। এখন তারা বিপদে পরেছে তাই এলেক্স তার স্কিল ব্যবহার করলো।
(একটিভ স্কিলঃ শ্যাডো ট্রান্সফার)
এলেক্স তার একটিভ স্কিল শ্যাডো ট্রান্সফার ব্যবহার করলো। যার মাধ্যমে এলেক্স তার যেকোনো একটা শ্যাডো আর্মির সাথে জায়গা বদল করতে পারবে। স্কিলটা একটিভ করার সাথে সাথে এলেক্স সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো এবং হঠাৎ এলেক্সের জায়গায় ক্রিস, জেয়াব এবং মিও চলে আসলো। তাদের তিনজনের শরীরই অনেকটা গুরুতর আহত হয়েছে। তিনজনই শকে ছিলো কি হয়েছে। এমনকি এনরিও বুঝতে পারছে না এখানে কি হয়েছে।
-> কি হলো মাত্র। আমরা না রেড এবং ব্লু কিংডমের টিম গুলোর সাথে ফাইট করছিলাম। হঠাৎ করে এখানে কিভাবে চলে আসলাম? (ক্রিস)
-> আমাদের অবস্থা তেমন ভালো ছিলো না। আমার তো মনে হচ্ছে আমরা মারা গিয়েছি। তা নাহলে সেই জায়গা থেকে কিভাবে এভাবে ফিরে আসতে পারতাম। (জেয়াব)
-> জেয়াব অনেকটা শক্তিশালী হয়েছে, তারপরও আমাদের টিম এতোগুলো টিমের কাছে কিছুই না। ক্রিসের পাওয়ারেও কিছুই হয় নি। (মিও)
-> কি হয়েছে আমি কিছুই বুঝতে পারছি না। মাত্র এলেক্স এখানে ছিলো, হঠাৎ সে টেলিপোর্ট হয়ে কোথাও চলে গেলো আর তোমরা এখানে চলে আসলে। আর রেড আর ব্লু কিংডম একত্রিত হয়ে কেনো ফাইট করবে আমাদের সাথে? (এনরি)
সবাই অনেকটা কনফিউজড ছিলো। এনরি সব কথা বাদ দিয়ে প্রথমে তাদেরকে হিল করতে শুরু করলো। পরিস্থিতি শান্ত করে ক্রিস বলতে শুরু করলো,
-> আমরা খাবার সন্ধানের জন্য বের হয়েছিলাম। ঠিক তখনি ব্লু কিংডমের একটা টিম আমাদর সামনে আছে। যদিও আমরা কিছু সময়ের জন্য সিক্রেট কিংডমের হয়ে টুর্নামেন্টে আছি, এরপরও আমাদের মধ্যে আমি এবং মিও মূলত ব্লু কিংডমেরই মানুষ। ভেবেছিলাম হয়তো তারা কোনো রকম ঝামেলা করবে না। প্রথম দিকে এক সাথেই আমরা খাবার সন্ধান করতে বের হলেও কিছু সময় পরে সেই টিম আমাদের হঠাৎ করে এট্যাক করে। ঠিক তখনি আমরা লক্ষ্য করি পাশে আরো অনেক টিম লুকিয়ে ছিলো আমাদের জন্য। (ক্রিস)
-> তাহলে ব্লু কিংডমও আমাদেরকে শত্রু বলে মেনে নিয়েছে। এজন্যই হয়তো স্যাম এবং হ্যারি আমাদের টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে নি এলেক্সের পরিচয় ফাস হবার পর থেকে। (এনরি)
-> এনরি তুমি বললে এলেক্স এখানে মাত্র ছিলো এবং এলেক্স টেলিপোর্ট হওয়ার সাথে সাথে আমরা এখানে চলে এসেছি। এর মানে কি? (জেয়াব)
-> মানে এলেক্স অবশ্যই এখন রেড এবং ব্লু কিংডমের একাধিক টিমের সাথে ফাইট করে যাচ্ছে। (ক্রিস)
-> আমাদের এখনি যেতে হবে সেখানে এলেক্সের পক্ষে এতোগুলো টিমের সাথে ফাইট করাটা সম্ভব হবে না। (এনরি)
-> হ্যাঁ আমিও সেটাই ভাবছিলাম। (ক্রিস)
জেয়াব, ক্রিস এবং মিও টেলিপোর্ট হয়ে এলেক্সের জায়গায় চলে আসার সাথে সাথে এলেক্সও তাদের তিনজনের অবস্থিত জায়গায় টেলিপোর্ট হয়ে গিয়েছে। এলেক্স নতুন জায়গাতে এসেই প্রথমে আসে পাশের জায়গাটা দেখতে লাগলো। এখানে অনেকটা মারাত্মক ফাইট হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছিলো। ৮ থেকে ৯ টা ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পরে ছিলো যাদের শরীর নরছিলো না। তাদেরকে দেখে বোঝা যাচ্ছিলো তারা মারা গিয়েছে। আশেপাশে ঘন গাছপালা থাকলেও মারাত্মক ফাইটের কারণে পুরো বিশ মিটার জায়গা নিয়ে একটা গাছপালাও দেখা যাচ্ছিলো না।
-> সিক্রেট কিংডমের প্রিন্সের টিম মেম্বার তিনজন হঠাৎ কোথায় গেলো?
-> আমিও সেটাই বুঝতে পারছি না।
-> কালো একটা ধোঁয়া তৈরি করে তারা হাওয়া হয়ে গেলো।
-> কিন্তু কালো ধোঁয়াটার মধ্যে আমার মনে হচ্ছে আমি কাউকে দেখতে পারছি।
-> মনে হচ্ছে বাকি দুজন পালিয়েছে। সবাই একসাথে এট্যাক করো আবারো। সিক্রেট কিংডমের প্রিন্সের টিমকে হারাতে পারলে রেড কিংডমের প্রিন্স আমাদের অনেক বড় আকারের একটা পুরষ্কার দিবেন।
সবাই এট্যাকের জন্য প্রস্তুত ছিলো। মানা ইউজার গুলো দূর থেকে তাদের বিভিন্ন রকমের স্পেল ব্যবহার করে যাচ্ছিলো। তবে একটা স্পেলও এলেক্সের শরীরে স্পর্শ করলো না। এলেক্স তার স্পিডের সাহায্যে খুব দ্রুত তোমার চোখের পলক ফেলার পূর্বেই হাতের সান ড্যাগারের সাহায্যে সবাইকে এট্যাক করা শুরু করলো।
-> মনে হচ্ছে অনেকদিন পর কিছু মানুষ হান্ট করতে পারবো আমি। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।