#Demon_King#
পর্ব:১৭২
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
পঞ্চম ফ্লোরের ডেড ফরেস্টের মধ্যে টুর্নামেন্টের চতুর্থ রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। একশত পনেরোটা টিম চতুর্থ রাইন্ডে অংশ নিয়ে থাকলেও চারদিনে তাদের সংখ্যা অনেক কমে গিয়েছে। প্রথম প্রথম তেমন ফাইট না পাওয়া গেলেও দর্শকেরা এখন প্রতি স্ক্রিনেই ফাইট দেখতে পারছিলো। বিশেষে করে সিক্রেট কিংডমের প্রিন্সের টিমের দিকে তাদের নজর একটু বেশি রয়েছে।
-> ব্লু কিংডমের সেই তিন স্টুডেন্ট যারা সিক্রেট কিংডমের প্রিন্সের সাথে রয়েছে, আমি তো ভেবেছিলাম তারা মারা গিয়েছে।
-> তাদের যেহেতু কোথাও দেখা যাচ্ছে না তাই বলা যাচ্ছে তারা মারা গিয়েছে। তা নাহলে অন্যান্য স্ক্রিনে তো তাদের দেখা যাওয়ার কথা।
-> আমি বুঝতে পারছি না তাদের জায়গায় সিক্রেট কিংডমের প্রিন্স কিভাবে আসলো।
-> কিছুক্ষনের জন্য স্ক্রিণটা কালো হয়ে যাওয়ার কারণে আমরা আসল বিষয়টা মিস করেছি।
-> ব্লু কিংডম আর রেড কিংডমের ব্যক্তিদের সামনে সিক্রেট কিংডমের প্রিন্স একাই রয়েছে। এটা কি অনেক ভয়ানক একটা পরিস্থিতি নয়?
-> যদি তারা সিক্রেট কিংডমের প্রিন্সকে হত্যা করে তাহলে তো সিক্রেট কিংডম আমাদের এবং ব্লু কিংডমের সাথে যুদ্ধ ঘোষনা করবে।
-> আমি আশা করছি তারা এই ভুল করবে না।
-> এমনিতেও আমার মনে হয় না এতো সহজে সিক্রেট কিংডমের প্রিন্স মারা যাবে। যেহেতু তার কাছে ডিভাইন বিস্ট রয়েছে।
সবাই সিক্রেট কিংডমের প্রিন্স এলেক্সকে নিয়ে কথা বলছিলো। অন্যদিকে এলেক্স ক্রিসদের জায়গায় টেলিপোর্ট হওয়ার পর আশে পাশে প্রায় দশ থেকে পনেরোটা টিম সামনে ছিলো। এছাড়াও আশেপাশে আটজনের মতো ব্যক্তি মৃত পরে ছিলো। প্রতিটা টিম এলেক্সের উপরে স্পেল দিয়ে এট্যাক করলো। প্রথমে কেউই বুঝতে পারে নি সেটা কে ছিলো। কারণ কালো একটা ধোঁয়ার মধ্যে দাঁড়িয়ে ছিলো এলেক্স। হালকা আবছা দেখা যাচ্ছিলো তাকে যার কারণে সবাই একসাথে এট্যাক করে তার উপরে। কিন্তু তাদের স্পেল গুলো এলেক্সের শরীরে স্পর্শ করার পূর্বেই এলেক্স তার ইনভেন্টরির মধ্য থেকে সান ড্যাগার বের করে সুপার স্পিডে সামনের দিকে চলে গেলো। শরীরের সব জায়গাতে লাইটনিং এট্রিবিউট এনার্জির সাহায্যে লাইটনিং তৈরি করলো। যা এলেক্সের স্পিড আরো বৃদ্ধি করে।
❝শ্যাডো ট্রান্সফারের কারণে প্রায় আমার অর্ধেক এনার্জি শেষ হয়েছে। তাই এখানে বেশি এনার্জি ব্যবহার করাটা ঠিক হবে না।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স এতোটা স্পিডে সামনের দিকে অগ্রসর হলো যে সামনের টিমের মেম্বারদের মনে হলো এলেক্স তাদের চোখের সামনে টেলিপোর্ট হয়েছে। এলেক্স খুব স্পিডে সান ড্যাগারের সাথে প্রতিটা ব্যক্তির পাশ দিয়ে যাত্রা করে শেষ এক জায়গাতে দাঁড়িয়ে পরলো। দুই পা কে দুই দিকে রেখে এলেক্স দাঁড়িয়েছে। বাম হাতে সান ড্যাগারটা উল্টো করে ধরা রয়েছে সে। নিচের দিকে ব্লেডটা রেখে সামনের দিকে ধারালো মুখটা রেখে আসার সময় প্রায় প্রতিটা ব্যক্তির গলায় এট্যাক করে এসেছে।
-> হঠাৎ করে কোথায় চলে গেলো সে? একটু পূর্বে এমন কেউ তো ছিলো না এই টিমে?
-> ভয় পাওয়ার দরকার নেই। আমার মনে হচ্ছে এটা প্রিন্স এলেক্স। তার কাছে আজব একটা আইটেম রয়েছে যার মাধ্যমে সে টেলিপোর্ট হতে পারে।
-> আমাদের প্লান অনুযায়ী টেলিপোর্ট ব্লক করার আইটেমটা ব্যবহার করো এখানে।
-> ঠিক আছে লিডার।
তারা তাদের আইটেম ব্যবহার করার পূর্বেই তাদের প্রায় প্রত্যেকের শরীর থেকে গলা কেটে মাথা নিচে পরে গেলো। এলেক্স কখন এবং কিভাবে তাদের শরীরে কাট দিয়েছে সেটা কেউই বুঝতে পারলো না। এই সময়ে শুধুমাত্র তিনজন ব্যক্তি বেঁচে গিয়েছে এলেক্সের এট্যাক থেকে। এলেক্স সবার পাশ দিয়ে আসার সময় সান ড্যাগার দিয়ে সবার গলায় একটা করে স্ল্যাশ দিয়ে এসেছে। সবাই মারা গেলেও তিনজন তাদের আর্মারের জন্য বেঁচে গিয়েছে। তবে এমন নয় যে তারা আঘাত প্রাপ্ত হয় নি। সান ড্যাগারের এট্যাকে তাদের শক্তিশালী আর্মার ভেদ করে গলায় কিছুটা হলেও ক্ষত তৈরি করতে পেরেছে এলেক্স। তারা বেঁচে গেলেও আশে পাশের সবার শরীর থেকে একসাথে মাথাগুলো পরে যেতে দেখে অনেক ভয় পেয়ে গেলো। তিনজনেই অউরা ইউজার ছিলো, তাদের হাতে সোর্ড ছিলো যা কাপছিলো এবং কিছুক্ষণের মধ্যে নিচে পরে গেলো। তাদের পুরো শরীরটা ভয়ে কাপছিলো। কোনো রকম কথা তাদের মুখ থেকে বের হচ্ছিলো না। এলেক্স আস্তে আস্তে করে তাদের সামনে এগিয়ে গেলো। তিনজনেরই মনে হচ্ছিলো তারা তাদের সামনে বিশাল একটা মনস্টার দেখতে পারছিলো। এলেক্সকে এগারো কি বারো বছরের একটা বাচ্চার মতো লাগছিলো না বরং এলেক্সের পিছন থেকে কালো বিশাল একটা মনস্টার দেখা যাচ্ছিলো। যা যতবার দেখতে পারছিলো ততই ভয়ে দম আটকে যাচ্ছিলো তাদের। এলেক্সের শরীর থেকে কালো এনার্জি বের হচ্ছিলো যা এখন সবার নজরে পরে না শুধুমাত্র তার নজরেই পরে যাকে এলেক্স দেখাতে চাই। তার শরীর থেকে যে কালো এনার্জি বের হচ্ছিলো তা অনেকটা প্রেসার তৈরি হচ্ছিলো এবং তিনজনের শরীরকে অনেকটা ভাড়ি করে দিচ্ছিলো।
-> এখন তোমাদের সাথে কি করবো। (এলেক্স)
তিনজনের কারোরই উঠার মতো শক্তি ছিলো না। এমনকি তারা এলেক্সের কাছে ক্ষমাও চাচ্ছিলো না। যদিও ভয় পাচ্ছিলো তারপরও এলেক্স তাদেরকে ক্ষমা করতে পারছিলো না। কারণ এলেক্সের মাঝে ক্ষমা নামক জিনিসটা এখন আর নেই। ইমোশন বলতে কোনো জিনিস না থাকার কারণে এলেক্স সাথে সাথে তার দশটা আনডেড দেখে নিলো। তারা আনডেড ঘউল মাংকি মনস্টার ছিলো যা এলেক্স পূর্বের আজব ড্যানজন থেকে নিজের শ্যাডো আর্মি বানিয়েছিলো। দশটা শ্যাডো আর্মিকে সেখানে রেখে এলেক্স সে জায়গা থেকে রওনা দিলো অন্য দিকে। দশটা আনডেড মনস্টার একসাথে তিনটা ব্যক্তির শরীরকে আস্তে আস্তে খেতে শুরু করে দিলো।
❝যেহেতু তাদের সউল আমি কালেক্ট করতে পারছি না, তাই এটুকু বলতে পারছি যে তারা মারা যাচ্ছে না। কি হচ্ছে সেটা আমিও সঠিক ভাবে জানি না, তবে একটা জিনিস ভালো করে জানি। আমার আশেপাশের ব্যক্তিদের সাথে যে ফাইট করতে আসবে, সে যেই হোক না কেনো তার শেষ সে দেখেই ছারবে।❞ (এলেক্স ভাবছে)
এলেক্স একদম ইমোশনহীন লুকে কথাটা ভাবলো। এলেক্স উত্তরের দিকে রওনা দিবে কিন্তু তখনি হঠাৎ সে থেমে গেলো।
-> মনে হচ্ছে আমি একজনকে মিস করে গিয়েছি। (এলেক্স)
এলেক্স তার ইনভেন্টরি থেকে একটা আইটেম বের করলো। তার সমান একটা রডের মতো আইটেম যার নাম সুপার এলোই রড। আইটেমটা বের করার সাথে সাথে ডান হাত দিয়ে বর্ষা নিক্ষেপ করার মতই একদম সামনের দিকে সোজাসুজি ভাবে এলেক্স সেটাকে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পূর্বে এলেক্সের পুরো শরীরে লাইটনিং এর চকমকানি দেখা যাচ্ছিলো।
(লাইটনিং স্পেলঃ রেইলগান)
এলেক্স তার স্পেল রেইলগান ব্যবহার করলো। যেটার কারণে পুরো রডের চারিদিক দিয়ে লাইটনিং এনার্জি সংগ্রহিত হয়েছে। পূর্বের থেকে এলেক্সের স্ট্রেন্থ অনেক বেশি থাকার কারণে ফুল স্ট্রেন্থেই নিক্ষেপ করেছে এলেক্স। সুপার এলোই রডটা যে জায়গা দিয়ে গেলো তার মধ্যে কিছুই রাখলো না। এক কিলোমিটার জায়গার মধ্যে ১০ মিটার প্রস্থ নিয়ে যা ছিলো তার সব কিছু ধ্বংস করে দিলো সেটা। এবার এলেক্স সামনের দিকে এগিয়ে গেলো।
-> চিন্তা করতে হবে না। চোখ বন্ধ করলেই দেখতে পারবে সব কিছু একটা নাইটমেয়ার ছাড়া কিছুই ছিলো না। (এলেক্স)
এলেক্স কথাটা বললো একটা ব্যক্তির কাছে। তার পোষাক দেখেই বোঝা যাচ্ছিলো সে ব্লু কিংডমের হান্টার হাউজের একটা টিমের অংশ ছিলো। এলেক্সের মাত্র করা এট্যাকে তার এক পা এবং পেটের অর্ধেক জায়গা দেখা যাচ্ছিলো না। অবাক করার বিষয় হলো এতো কিছুর পরও সে যন্ত্রনা অনুভব করছিলো না। শরীরে যে ব্যথা আসবে সেটা এখনো শুরু হয় নি।
-> আমি শুনতেই পারি নি যে আমাদের টিমের উপরে ব্লু কিংডমের টিম এবং রেড কিংডমের টিমেরা কেনো এট্যাক করবে? এটা কি প্রিন্স হ্যারি অথবা স্যামের নির্দেশ ছিলো? (এলেক্স)
এলেক্স একটা সিরিয়াস প্রশ্ন করেছে, কিন্তু তার সামনের লোকটা অনেক কিছু দেখে ফেলেছে। যা দেখে কোনো ভাবেই তার মুখ থেকে কথা বের হচ্ছিলো না। সে অনেক পূর্বেই মাটিতে পরে গিয়েছে। সে নিশ্চিত ছিলো এখানে সে মারা যাবে, তাই কোনো কথা বলার মতো সাহস হচ্ছিলো না তার।
-> প্রি...... প্রিন্সসসসসস। প্রিন্স গেএএএএএএলমান।
লোকটা কাপা কন্ঠে রেড কিংডমের প্রিন্সের নামটা বললো। যা শোনার সাথে সাথে এলেক্স তার সান ড্যাগার দিয়ে লোকটার মাথা থেকে গলা নামিয়ে ফেললো।
-> এই বিষয়টা প্রথমেই বললে এবং প্রপার সম্মান দেখালে হয়তো এতো কিছু আমার করতে হতো না। কিন্তু যেহেতু তারা মারা যাচ্ছে না তাহলে একটু হান্ট করলে হয়তো কোনোরকম সমস্যা আমি দেখছি না। (এলেক্স)
এলেক্স তার ইনভেন্টরি খুললো। অর্ধেক এনার্জি এলেক্স শেষ করে ফেলেছে। শুধু শুধু এত ছোট একটা কাজের জন্য সে কাইসেলকে সাম্মন করতে চাচ্ছে না। তাই ইনভেন্টরি থেকে একটা ম্যাজিক এনার্জি স্টোন বের করে সেটা থেকে ম্যাজিক এনার্জি এবজোর্ব করতে শুরু করলো।
-> জেনারেল। (এলেক্স)
এলেক্সের ডাকে তার শ্যাডো এর মধ্যে থেকে জেনারেল বেরিয়ে আসলো। পাঁচ লেজযুক্ত ফক্স যার নয়টা লেজ হয়ে গেলে হয়তোবা একদিন সে ডিভাইন বিস্টের টাইটেল ধারণ করতো, কিন্তু তার লেভেল এখন যতই বৃদ্ধি করা হচ্ছে কোনো ভাবেই নতুন লেজ তৈরি হচ্ছিলো না। জেনারেলের উপরে বসে এলেক্স রওনা দিলো ক্যাম্পের দিকে।
* * * * *
পুরো ক্যাম্প নিরবতা পালন করছে। তারা কি দেখলো সেটা তারা বিশ্বাস করতে পারছে না। যদিও কিছুদিন পূর্বে ব্লু কিংডমের টুর্নামেন্টে তারা তাকে দেখেছিলো ফাইট করতে। কিন্তু তখন তার শক্তি কোনোভাবেই এতো বেশি ছিলো না।
-> আমি বিশ্বাস করতে পারছি না আমি কি দেখছি।
-> তাহলে কি এতোদিন সিক্রেট কিংডমের প্রিন্স তার পাওয়ার লুকিয়ে রেখেছিলো?
-> কোনো রকম মায়া দয়া ছাড়া সে সব গুলো টিমকে হত্যা করলো। এটা তো কোনো ভাবেই সিক্রেট কিংডমের বৈশিষ্ট্য হতে পারে না।
-> প্রতিবার সে একটা ব্যক্তিকে হত্যা করলেও তার মুখে কোনো রকম চেঞ্জ লক্ষ্য করা যায় না। মনে হয় তার কোনো ফিলিংসই নেই।
-> এতো শক্তিশালী ডিসট্রাক্টিভ পাওয়ার, এটা তো শুধু উচ্চ ম্যাজিসিয়ান বা অউরা ইউজারের দ্বারাই সম্ভব।
-> এই ব্যক্তি সিক্রেট কিংডমের কিং হলে আমার মনে হয় পুরো টাওয়ার সে একাই রাজ করবে।
-> আমি ভুলেও এই ছেলের সামনে যাবো না কোনোদিন।
-> তার পাওয়ারটা ঠিক বর্ডার টাউনের লিডারের মতোই। এই পাওয়ার দেখলেই বোঝায় যায় প্রিন্স কুইন মারিয়ার ছোট ভাইয়ের মতোই পাওয়ার অর্জন করেছে।
-> অবশ্যই করবে, তাদের মধ্যে সিক্রেট কিংডমের রয়েল ব্লাড বয়ে যাচ্ছে যা এই টাওয়ারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্ব ছিলো এক সময়ে।
-> আমার মনে হচ্ছে টুর্নামেন্ট আরো অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে যাচ্ছে।
শুধু যে সেই টিমগুলো এলেক্সকে দেখে ভয় পেয়েছে এমন নয়, দর্শকেরাও এলেক্সের পাওয়ার দেখে ভয় পেয়েছে। কিন্তু যেহেতু তারা এলেক্সের সাথে ফাইট করছিলো না তাই তাদের এ বিষয় নিয়ে কোনোরকম চিন্তা ছিলো না। কিন্তু আসল চিন্তা ছিলো ব্লু এবং রেড কিংডমের অফিসিয়াল ব্যক্তিগুলোর।
ভিআইপি রুমের মধ্যে দুই কিংডমের কিং বসে বসে সব কিছু দেখছিলো। তারা ভাবতেও পারে নি এরকম কিছু তারা দেখতে পারবে
❝সিক্রেট কিংডমের প্রিন্স, আমি আরো পূর্বে এই বিষয়টা জানতে পারলে এতোদিনে তার সাথে যেভাবেই হোক আমার দুটো মেয়ের একটার সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু এখন মনে হচ্ছে সেটা অনেক বড় একটা ভুল হয়ে যাচ্ছিলো। এরকম মনস্টারের সাথে নিজের মেয়ের বিয়ে দিলে ভবিষ্যতে আর নিজের কিংডমকে ধরে রাখতে হবে না মনে হচ্ছে। তারপরও মনে হচ্ছে এই ভুলটা করতেই হবে তা নাহলে এই টাওয়ারে আমরা সারভাইভ করতে পারবো না।❞ (ব্লু কিংডমের কিং ভাবছে)
❝ব্লু কিংডমের টুর্নামেন্টের মধ্যে এই ছেলেটা তার পাওয়ারকে অনেক সুন্দর করেই লুকিয়ে রেখেছিলো। শেষমেষ সব সিক্রেট কিংডমের ছেলে অবশ্যই তাদের পূর্বপুরুষের মতোই হবে। সিক্রেট কিংডম যদি সবাইকে রিভাইভ করার ব্যবস্থা না করতো তাহলে হয়তো আমি এখানে আমার ছেলেকে হারিয়ে ফেলতাম। গেলমান আমি চাইবো তুমি এই রাউন্ডে আর কোনো ভুল করবে না। ডেড ফরেস্টের মধ্যে মনস্টারের থেকেও বড় একটা মনস্টার প্রবেশ করেছে।❞ (রেড কিংডমের কিং ভাবছে)
ভিআইপি রুমের মধ্যে প্রায় সব ব্যক্তি অবাক হয়েছে এলেক্সের স্ট্রেন্থ দেখতে পেয়ে। তারা এতোদিন শুধু ভেবে এসেছে ডিভাইন বিস্টের কারনেই এলেক্স শক্তিশালী এবং ডিভাইন বিস্ট ব্যতীত তার তেমন কোনো পাওয়ার নেই। অন্যান্য ছেলেদের মতোই তার স্ট্রেন্থ রয়েছে। কিন্তু এখন সবার ভুল প্রমাণিত হলো।
* * * * *
এরিনার একদম উপরে এলমন্ড দাঁড়িয়ে ছিলো। বিশাল স্ক্রিনের দিকে সে তাকিয়ে ছিলো না। বরং পিছনের দিকে তাকিয়ে আছে। পঞ্চম ফ্লোরে মধ্যে ডেড ফরেস্টের উপর দিয়ে একটা ঈগল পাখি উড়ে বেরাচ্ছিলো। ঈগল পাখিটা যা দেখছিলো এলমন্ড সব কিছুই নিজ চোখে দেখতে পাচ্ছিলো।
-> নিজের কাছ থেকে বন্ধু-বান্ধব এবং আপনজন হারিয়ে যাওয়ার বেদনা তুমি বুঝতে পেরেছো, কিন্তু এলেক্স এখনো সেটা এক্সট্রিম পর্যায়ে পৌঁছায় নি। তোমার বন্ধু-বান্ধবের বিপদে তুমি সেটার প্রতিশোধ নিয়েছো। ইমোশন না থাকার পরেও তুমি প্রতিশোধ নিয়েছো। কিন্তু এটাকে একদম এক্সট্রিম পর্যায়ে আমি না নিতে পারলে হয়তো আমার মতোই ডার্কনেসে হারিয়ে যাবে তুমি। এজন্য তোমাকে তোমার আসল ইমোশন খুঁজে বের করতে হবে। সব কিছু একদম প্লান অনুযায়ী হচ্ছে। যদিও আমি এটা আমার একমাত্র ছেলের সাথে করতে চাচ্ছি না, কিন্তু তোমাকে শক্তিশালী হতে হলে সবচেয়ে এক্সট্রিম কষ্ট অনুভব করতে হবে। আমি শুধু আশা করছি শেষ পর্যন্ত আমার এই ফর্মটা রাখতে পারলেই হলো। (এলমন্ড)
এলমন্ড খুব আস্তে আস্তে কথাটা নিজের সাথেই বললো। সে আবারো বলতে শুরু করলো কিছুটা থেমে।
-> তাহলে দেখা যাক জিউস, হেস্টিয়া, ডিম্যান প্রিন্স ম্যামন এবং অবশেষে ড্রাকুলা কি করে। (এলমন্ড)
এলমন্ড হালকা একটু মুচকি হেসে নিজের হাতটা সামনের দিকে রাখলো। ঠিক সেই সময়ে গ্যালারির মধ্যে থেকে একটা ব্যক্তি সুপার স্পিডে এলমন্ডের দিকে চলে আসলো। এলমন্ড সেই ব্যক্তির গলাকে শক্ত করে ধরলো। নিজেকে এলমন্ডের থেকে আলাদা করতে সে এলমন্ডের উপরে প্রেসার প্রয়োগ করলো।
-> গ্রাভিটি! আসলেই আমার এটা অনেক খারাপ লাগে। কিন্তু এটাকে ট্রেনিং হিসেবে মেনে নেওয়া যায়। (এলমন্ড)
এলমন্ড মারাত্মক একটা অউরা বের করে তার সামনের ব্যক্তির দিকে তাকালো। আশেপাশের সব কিছু স্থির হয়ে গিয়েছে। মনে হচ্ছিলো পুরো সময়টা থেমে গিয়েছে।
-> যখনি আমি এই এনার্জি অনুভব করি তখনি আমার শরীর জ্বলে উঠে। কিন্তু যেহেতু তুমিও সব কিছু ভুলে গিয়েছো আর আমার ছেলের সাথে বড় একটা কানেকশন রয়েছে ভবিষ্যতে তোমার তাই কিছুই করতে পারছি না। (এলমন্ড)
এলমন্ড যে ব্যাক্তির গলা ধরেছে তার পুরো শরীরটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিলো। গলা ধরার পর তার মাথায় থাকা হুডি খুলে গেলো। একটা সুন্দরী কম বয়সী মেয়েকে দেখা গেলো। যে অনেকটা রেগে ছিলো। অনেক আনন্দে সে বসে বসে টুর্নামেন্ট এনজয় করছিলো, কিন্তু হঠাৎ করে সে উপরে দিকে সুপার স্পিডে চলে যায় এরপরে এই আজব ব্যক্তির সাথে তার দেখা যায় যাকে সে পূর্বে কখনো দেখে নি।
-> পাগল ব্যক্তি, তুমি কি জানো তুমি কার গলা ধরেছো। আমি একজন কুইন যার শরীরে আজ পর্যন্ত কোনো ব্যক্তি স্পর্শ করে নি।
মেয়েটার গলা এলমন্ড অনেক শক্ত করে ধরে রেখেছে। তার দম বন্ধ হয়ে যাচ্ছিলো, অনেক কষ্ট করে সে কথাটা বললো।
-> আমি তোমার সাথে কথা বলতে যাচ্ছি না। ড্রাকুলা আমার মনে হয় এতোক্ষণে তোমার চলে আসার কথা এখানে। (এলমন্ড)
এলমন্ড এবার মেয়েটার গলা ছেড়ে দিলো। সাথে সাথে মেয়েটার রূপ কিছুটা পরিবর্তন হয়ে গেলো। তার চুল গুলো লাল এবং হালকা সিলভার কালারের সংমিশ্রণে ছিলো। একটা চোখ নীল এবং একটা চোখ লাল ছিলো। তবে এখন তার চুলগুলো সম্পূর্ণ সিলভার কালারে পরিণত হয়ে গেলো। দুই চোখের রং ই লাল হয়ে গেলো।
[ড্রাগন স্লেয়ার সব জায়গাতেই ড্রাগন স্লেয়ার থাকবে মনে হচ্ছে। আমি দুঃখিত তবে আমি আমার এই অ্যাভেটারের উপরে কোনো রকম আদেশ বা নির্দেশ দিয়ে থাকি না। এই মেয়েটা যা কিছু করে আপাতোতো তার ইচ্ছা মতোই করেই।]
হঠাৎ করে মেয়েটার কন্ঠ আরো অনেকটা মিষ্টি হয়ে গেলো। তার কথা শুনেই একজনের মন গলে যাওয়ার কথা, কিন্তু এলমন্ড একদম স্বাভাবিক অবস্থায় দাঁড়িয়ে ছিলো।
-> আমি তোমাকে পূর্বেই বলেছিলাম তোমার চেহারা আমি আমার সামনে আর দেখতে যেনো না পায়। (এলমন্ড)
[আমি দুঃখিত ড্রাগন স্লেয়ার। কিন্তু মনে হচ্ছে না সেটা সম্ভব হবে। আমার ডেস্টিনি আপনার ছেলের সাথে লেখা রয়েছে। তাই প্রতিনিয়তই আমাকে দেখতে হবে। যদিও আমাকে আপাতোতো না দেখতে পারলেও আমার অ্যাভেটার দেখতে পারবেন। কিন্তু ভবিষ্যতে এই অ্যাভেটার যখন আমার সম্পূর্ণ হোস্ট হওয়ার যোগ্য হয়ে যাবে তখন আমাকেই সামনা সামনি দেখতে হবে।]
মেয়েটা কথাটা বলেই আবারো স্বাবাভিক হয়ে নিজের সেন্স হারিয়ে ফেললো।
-> ডিম্যান কিং, হয়তে এটাও তোমার লক্ষ্য প্লানের মধ্যে একটা। তাই আপাতোতো আমি কিছুই করছি না। (এলমন্ড)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।