#Demon_King#
পর্ব:১৯৪
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
টাওয়ার অফ গ্লাটোনি,
এলেক্স প্রথম ফ্লোরের ফ্লোর বসকে চ্যালেঞ্জ করেছে এবং সেটাকে অনেক ইনটেন্স একটা ফাইটের পরে হত্যা করেছে। প্রথম ফ্লোরের ফ্লোর বসকে হত্যা করার ফলে এলেক্স অনেকটা লেভেল বৃদ্ধি করতে পেরেছে। যেটা সে পূর্বের ফিল্ড বস এমনকি ড্যানজনের বসকে হত্যা করেও ততোটা বৃদ্ধি করতে পারে নি। এলেক্স মাটিতে বসে রয়েছে। তার সব গুলো শ্যাডো আর্মি ছায়ার মধ্যে হারিয়ে গিয়েছে। এতোক্ষণে তার শরীর থেকে একলিপ্সও আলাদা হয়েছে এবং এলেক্সের সামনে বসে রয়েছে। এলেক্স তার সিস্টেমের দিকে লক্ষ্য করলো। অনেক দিন হলো সে তার স্ট্যাটাস ঠিক মতো চেক করে না।
(স্ট্যাটাস)
এলেক্সের সামনে তার সিস্টেম একটা মেসেজ তুলে ধরলো। সেখানে এলেক্সের স্ট্যাটাস দেখা যাচ্ছিলো।
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার➤গ্লাটোনি, সউল কালেক্টর, প্রোগ্রামার, ???, ???, ???
জব: ?????
সাব-জব: এসাসিন, হোস্ট অফ জিডুরী, ডার্ক ম্যাজিসিয়ান
লেভেল: ৭০৯
স্ট্রেন্থ : ১১৩০
ভাইটালিটি : ৮৫৩+৫০
এজিলিটি : ১৩৮২+৫০
স্ট্যােমানা : ৮৯০+৫০
ইন্টেলিজেন্স : ১৫২৬+৫০
লাক্ : ৩৫
স্ট্যাট পয়েন্ট: ৬৪৫
××× ×××
এলেক্স লক্ষ্য করলো প্রায় ৫০ এর বেশি লেভেল সে বৃদ্ধি করতে পেরেছে শুধুমাত্র একটা ফ্লোর বস হত্যার মাধ্যমে। যেটা তার এই সময়ে অন্যান্য শক্তিশালী মনস্টার হত্যার মাধ্যমে হয়তো সম্ভব হতো না।
-> আমি মিনোটরদের সাথে ফাইট করেও হয়তো এতোটা লেভেল বৃদ্ধি করতে পারি নি। (এলেক্স)
এলেক্সের সামনে সিস্টেমের কিছু মেসেজ চলে আসলো। যা এক এক করে পড়তে শুরু করলো সে।
-""কনগ্রাচুলেশন মাস্টার আপনি প্রথম ফ্লোরের ফ্লোর বস জায়েন্ট সারপেন্টকে হত্যা করেছেন। জায়েন্ট সারপেন্ট একটা মারাত্মক মনস্টার যেটা এই ড্যানজনে হাজারো বছর যাবৎ অগণিত মানুষকে হত্যা করেছে। মাস্টার তার প্রথম ফ্লোর বস হত্যার মাধ্যমে কিছু এক্সট্রা এক্সপিরিয়েন্স পেয়েছেন।""-
-""কনগ্রাচুলেশন মাস্টার। জায়েন্ট সারপেন্টের ব্লাড টেস্ট করার মাধ্যমে মাস্টার নতুন স্কিল পেয়েছেন। স্কিল "ব্লাড পয়জন" মাস্টারের স্কিল মেনুতে যুক্ত হয়েছে।""-
এলেক্স স্কিলের নামটা শোনার সাথে সাথে তার স্কিল মেনু খুলে ফেললো এবং স্কিলটার বিবরণ দেখতে শুরু করলো।
××× স্কিল ইনফো ×××
স্কিল নেইমঃ ব্লাড পয়জন
লেভেলঃ Low 0%
স্ট্যাটাসঃ একটিভ
এটি একটা স্কিল যা টাওয়ার অফ গ্লাটোনির প্রথম ফ্লোরের ফ্লোর বস জায়েন্ট সারপেন্ট ব্যবহার করে অগণিত মানুষ এবং মনস্টার হত্যা করেছে। শুধু মাত্র নিজের ব্লাড দিয়েই মারাত্মক প্রানী হত্যা করা সম্ভব এই স্কিলের সাহায্যে।
ইফেক্টঃ
১) যেকোনো বস্তুর সাথে ব্যবহার করলে ১০০% বেশি ড্যামেজ দিবে।
২) ডাইরেক্ট ব্যবহার করলে ২০০% বেশি ড্যামেজ দিবে।
এনার্জিঃ মোট এনার্জির ০.১% এনার্জি প্রয়োজন প্রতি এক ফোটা ব্লাডকে পয়জনে পরিণত করতে।
কুলডাউনঃ কোনো কুলডাউন নেই।
××× ×××
এলেক্স স্কিলটা দেখার পরে একলিপ্সের দিকে তাকালো। একলিপ্স কিছু বুঝতে পারলো না হঠাৎ এলেক্স তার দিকে তাকালো কেনো।
[মাস্টার, কিছু কি বলবেন?]
এলেক্স একলিপ্সের দিকে তাকিয়ে বলতে লাগলো,
-> একটা জিনিস পরীক্ষা করে দেখতে হবে তোমার উপরে। (এলেক্স)
কথাটা বলেই এলেক্স একলিপ্সের ছোট স্কাইটি নিয়ে নিজের হাতে ছোট করে একটা কাট দিলো। সেটা থেকে ব্লাড বের হতে শুরু করলো।
[মাস্টার কি করছেন? এখন কি বাকিদের সাম্মন করার পরিকল্পনাও করছেন?]
একলিপ্স মনে করছিলো তার মাস্টার বাকি দুই ফ্যামিলিয়ারকেও সাম্মন করবে। একলিপ্সের সাথে বাকি দুটোর সম্পর্কে তেমন ভালো না। এক সময়ে শক্তিশালী কন্সটেলেশন হলেও সে এখন তার মাস্টারের বাকি দুই ফ্যামিলিয়ারের থেকে দুর্বল। বিষয়টা একলিপ্সের প্রাইডে কষ্ট দেই। এলেক্স কোনো রকম কথা না বলে একলিপ্সের ছোট হাতে এক ফোটা ব্লাড ফেললো।
(একটিভ স্কিলঃ ব্লাড পয়জন)
এলেক্স তার স্কিল একটিভ করার সাথে সাথে যে ব্লাড নিচে পরেছিলো তার কিছুই হলো না, বরং যেটুকু একলিপ্সের হাতে লেগেছে সেটুকু লাল থেকে বেগুনি কালারে পরিণত হয়ে গেলো। একজনের হাতে মারাত্মক এসিড পরলে যেভাবে এপাশ ওপাশ দিয়ে বেরিয়ে যায় সব কিছু পুরিয়ে ঠিক সেভাবেই একলিপ্সের হাত ফুটো করে ব্লাডটুকু নিচে পরে গেলো। একলিপ্স সাথে কান্না মাখা চোখে চিল্লিয়ে উঠলো।
[মাস্টার এটা আমার সাথে আপনি করতে পারলেন? এতো বড় অন্যায় আমি মেনে নিতে পারছি না।]
এলেক্স একলিপ্সকে আর কিছু বললো না। সে একলিপ্সকে বিস্ট ওয়ার্ল্ডে পাঠিয়ে দিলো। যেহেতু ফ্যামিলিয়ার যেকোনো ইনজুরি প্রাপ্ত হলেও বিস্ট ওয়ার্ল্ডে কিছুক্ষণ থাকার মাধ্যমে সেটাকে হিল করতে পারে তাই এলেক্স একলিপ্সকে পাঠিয়ে দিলো।
-> মনে হচ্ছে এটাকে বারবার ব্যবহার করতে হবে। (এলেক্স)
এলেক্স কথাটা বলে সেখানে আর দাঁড়িয়ে রইলো না। পুকুরের পাশে যেখানে স্টোনের পিলার ছিলো বসকে রিভাইভ করার জন্য। তার পাশেই একটা পোর্টাল তৈরি হয়েছে। এলেক্স পোর্টালের পাশে গিয়ে দাঁড়ালো। কোনো রকম অপেক্ষা না করেই এলেক্স পোর্টালের মধ্যে প্রবেশ করলো এবং উপরের ফ্লোরের জন্য রওনা দিলো। এলেক্স দ্বিতীয় ফ্লোরে চলে গেলো। এটা তার প্রথমবার নয় এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে যাওয়া। এর পূর্বেও এলেক্স একবার উপরের ফ্লোরে এসেছিলো। তখন সে হান্টার হাউজের মিশন কম্প্লিট করার জন্য এমিয়াস হয়ে এসেছিলো। কিন্তু যেহেতু এলেক্স নিজের পরিচয় সবার সামনে তুলে ধরতে চাচ্ছিলো না তাই আবারো এলেক্স তার ক্যারেক্টার চেঞ্জ করলো।
(ক্যারেক্টারঃ স্যামুয়েল)
এলেক্স স্যামুয়েলে পরিণত হলো। পূর্বে যে ক্যারেক্টারে পরিণত হয়েছিলো তার থেকে শতগুণে ভালো লাগছিলো এলেক্সের এই ক্যারেক্টারে এসে। যে আনইজি বোধটা এলেক্সের মাঝে কাজ করছিলো সেটা অনায়েসে শেষ হয়ে গেলো। এলেক্স পোর্টাল থেকে একটা নির্জন জায়গাতে চলে আসে। তাই সেখানেই নিজের ক্যারেক্টার চেঞ্জ করার কারণে দেখার মতো কেউ ছিলো না। স্যামুয়েল এবার রওনা দিলো দ্বিতীয় ফ্লোরের ফ্লোর বসের উদ্দেশ্যে।
-> যেহেতু আমাকে শক্তিশালী হতে হবে তাই আমার মনে হয় আমার মেইন ক্যারেক্টার দিয়ে ফ্লের বস গুলোকে হত্যা ছাড়া ভালো জিনিস হতে পারে না। (স্যামুয়েল)
এলেক্স ভালো করেই জানে সে যদি একদম উপরের ফ্লোরে চলে যায় এবং সেটার মনস্টারের সাথে ফাইট করতে যায় তাহলে যেকোনো জায়গাতেই সে মারা যেতে পারে। কারণ টাওয়ারের যত উপরে যাওয়া হয় তত মনস্টারের পাওয়ার এবং লেভেল বৃদ্ধি পায়। প্রতি দশ ফ্লোর পর পর মনস্টারের পাওয়ার এতোটা বৃদ্ধি পায় যে তাদের ভিন্ন একটা ব্যক্তি মনে হতে পারে। এলেক্সের সিস্টেমের ভাষায় উদাহরণ দিলেই আমরা বুঝতে পারবে। ১০ তম ফ্লোর এবং ২০ তম ফ্লোরের মধ্য থেকে যদি আমরা দুটো ১০০ লেভেলের স্কেলেটন নিয়ে এক জায়গায় দাড় করায়। তাহলে দেখা যাবে ২০ তম ফ্লোরের স্কেলেটন খুব সহজেই ১০ তম ফ্লোরের স্কেলেটনকে হারিয়ে দিতে পারবে। প্রতি দশ ফ্লোর অন্তরে অন্তরে ডিমনিক এনার্জির পার্থক্য দেখা যায়। ১ থেকে ১০ তম ফ্লোরে যে মাত্রায় ডিমনিক এনার্জি রয়েছে তার থেকে বেশি ১১ থেকে ২০ তম ফ্লোরের মধ্যে রয়েছে ডিমনিক এনার্জি। যে কারণে যত উপরে যাওয়া যাবে মনস্টারের পাওয়ারও তত বারতে থাকবে। এ কারণেই এলেক্স সিদ্ধান্ত নিয়েছে সে এক এক করে ফ্লোর বসকে হত্যা করবে। যেহেতু সাধারণ ড্যানজন ক্লিয়ার করে এলেক্স তেমন একটা লাভ করতে পারছিলো না তাই এবার ফ্লোর বস হান্ট করাকেই এলেক্স তার বড় মিশন হিসেবে বেছে নিয়েছে।
স্যামুয়েল প্রথমেই শহরের দিকে যাত্রা শুরু করলো। প্রথম, পঞ্চম এবং দশম ফ্লোর বাদে প্রথম দশ ফ্লোরের মধ্যে সাত ফ্লোরেই রাজ করে ব্লু এবং রেড কিংডম। প্রতিটা ফ্লোরের মধ্যেই দুই কিংডমের নির্দিষ্ট একটা শহর রয়েছে। শহর গুলো ছোট হলেও যাতে এক কিংডম অন্য কিংডমকে হামলা করেও শহর ধ্বংস করতে পারে না এরকম ডিফেন্স ব্যবহার করা হয়েছে। এরকম প্রায় প্রত্যেক ফ্লোরের ছোট ছোট শহর রয়েছে। এতে করে দুই কিংডমের ব্যক্তিরা যখন উপরের ফ্লোরে আসে তখন এই শহরে অবস্থান করে। এখানে থেকেই তারা মিশন সম্পূর্ণ করে এবং অন্যান্য কাজ করে থাকে। স্যামুয়েল সেই একটা শহরের সন্ধানেই ছিলো। যেহেতু তার মেইন ক্যারেক্টারের জন্য তাকে ফ্লোর বসের কাছে যেতে হবে, তাই সেটা করার পূর্বে তাকে ফ্লোর বস সম্পর্কে তথ্য বের করতে হবে। যদিও ফ্লোর বসের পাওয়ার কিরকম সেটা ছাড়ায় সে ফাইট করতে পারবে তার সাথে, কিন্তু আসল বিষয় জানার হলো ফ্লোর বসের লোকেশন। যেহেতু বিশাল একটা ওয়ার্ল্ডের মতোই এক একটা ফ্লোর। তাই এলেক্স তার শ্যাডো আর্মি দিয়ে তন্য তন্য করে খুঁজলেও অনেক দিন লেগে যাবে। বছরও লাগতে পারে। তাই সময় নষ্ট না করে স্যামুয়েল একটা শহরের সন্ধানে ছিলো। শহর খুঁজে পাওয়াটা বেশি একটা বড় কষ্টকর ছিলো না। বেশ অনেকক্ষণ হাটার ফলে সে একটা হাতে তৈরি রাস্তার সন্ধান পেয়েছে। যেটা ফলো করতে করতে বিশাল উঁচু দেওয়ালের শহরের সন্ধান পেয়ে গেলো।
স্যামুয়েল দেখতে পারলো সামনে গেলেই সে বিশাল দুটো গেটের সামনে পৌঁছে যাবে। যেখানে সিকিউরিটির টিম বসানো ছিলো। মূলত তারা ব্লু কিংডমের সৈন্য ছিলো সেটা তাদের পোষাক দেখেই বুঝতে পারলো স্যামুয়েল।
-> তাহলে আমি শেষ মেষ আবারো ব্লু কিংডমের এরিয়ায় চলে আসছি। (স্যামুয়েল)
স্যামুয়েল ভাবতে লাগলো সে কি করবে? গেইটের সামনে অনেক ব্যক্তিই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তাদের পরিচয় গুলো বের করে তারপর সৈন্যরা তাদেরকে শহরের মধ্যে ঢুকতে দিচ্ছে। কারো পরিচয়ে গরমিল থাকলে তাকে আর ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলো না। এমনকি কয়েকজনকে তে স্যামুয়েল আটক হতেও দেখতে পারলো।
-> ঠিক আছে মনে হচ্ছে এখানে আটক হওয়া ছাড়া আমার কোনো কাজ নেই আর। (স্যামুয়েল)
স্যামুয়েল কোনো প্লানই তৈরি করলো না। সে মনের সুখে হেঁটে হেঁটে সামনের দিকে রওনা দিলো। লাইনে না দাঁড়িয়েই সে গেটের কাছে চলে গেলো। ঠিক এই সময়ে কয়েকজন সৈন্য তাকে দাড় করালো এবং পরিচয় দেখানোর কথা বলতে লাগলো,
-> কে তুমি? দেখে তো বিখারির মতো লাগছে। লাইনে না দাঁড়িয়ে সামনে চলে আসছো কেনো? দেখি হান্টার লাইসেন্স কিংবা কিংডমের টোকেন?
সৈন্যটা হান্টার লাইসেন্স কিংবা কিংডমের টোকেন চাইলো স্যামুয়েলের কাছে। হান্টার লাইসেন্স বা হান্টার কার্ড শুধুমাত্র হান্টার হয়েছে যেসব ব্যক্তি তাদের কাছেই থাকে। অনেক হান্টার নতুন নতুন মিশন এবং বেশি অর্থের জন্য উপরের ফ্লোরে আসে, তখন তাদের হান্টার লাইসেন্স দেখিয়ে এমন শহরে প্রবেশ করতে হয়। অন্যদিকে কিংডমের টোকেনের বিষয়টা ভিন্ন। এটা নোবেল এবং কমনারদের ক্ষেত্রে ভিন্ন হয়। একটা নোবেলদের টোকেন সব সময় গোল্ডের হয়ে থাকে। অন্যদিকে একজন কমনারের টোকেন হয়তো কপার কিংবা সিলভার হবে। কপার টোকেন নিয়ে যারা আসবে তারা চাকর ছাড়া আর কিছুই না। বিভিন্ন নোবেলদের হয়ে তাদেরকে কাজ করতে হবে এখানে। আর যাদের সিলভার টোকেন রয়েছে তারা কমনার হলেও স্বাধীন ব্যক্তি। সৈন্যরা স্যামুয়েলের কাছে টোকেন চাইলে সে বলতে লাগলো,
-> টোকেন সেটা আবার কি? (স্যামুয়েল)
সৈন্যরা বুঝতে পারলো স্যামুয়েলের ভাব তেমন একটা ভালো না। তাই তারা কোনো রকম কথা বলেই স্যামুয়েলকে আটক করে ফেললো। স্যামুয়েলও কোনো রকম কথা বা বলে তাদের সাথে সাথে যেতে লাগলো। স্যামুয়েলকে আটক করে শহরের ভিতরেই নিয়ে গেলো এবং একটা আন্ডারগ্রাউন্ড ড্যানজনের মতো জায়গার মধ্যে বন্ধী করে রাখলো।
-> যাক, এমন একটা জায়গায় এসেছি যেখানে আমার জন্য তথ্যের কোনো কমতি হবে না।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।