আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও মহান রব্বুল আলামীন এর রহমতে ভালো আছি। আপনারা সবাই হয়তো আর্টিকেল এর টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমি আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করবো। আজ আমি আপনাদের সাথে ওয়েবসাইট নিয়েই কথা বলবো। কিভাবে একটা ওয়েবসাইট ফ্রিতে বানাবেন সেটা অনেকের প্রশ্নই থাকে। অনেকে জানে এবং অনেকে জানে না। আজকের পর্বে আমি আপনাদের শিখাবো কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট খুলবেন ব্লগারের মাধ্যমে। তবে প্রথমেই আমরা জেনে নেই ব্লগার কি।
Blogger কি?
ব্লগার গুগলের একটা পন্য যেটার ব্যবহার করে আমরা খুব সহজেই ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। গুগল আমাদের এমন সুযোগ দিয়েছে যে অনেক সহজ এবং সুন্দর করে আমরা একটি ওয়েবসাইট সাজাতে পারবো যেখানে নিজের মন মতো পোস্ট করতে পারবো এবং আর্ন করতে পারবো।
Website থেকে কি আর্ন করা সম্ভব?
একটা ওয়েবসাইট থেকে আর্ন করা সম্ভব, যদি ওয়েবসাইটকে সুন্দর করে সাজাতে পারেন এবং সেটাকে এডসেন্সের মতো প্লাটফর্মে যুক্ত করতে পারেন তাহলে এডের মাধ্যমে একটা ভালো এমাউন্ট আর্ন করতে পারবেন।
কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করবো।
কিভাবে ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটা অনেকেরই প্রশ্ন। আমি আপনাদের শিখিয়ে দিবো কিভাবে আপনারাও ফ্রিতে ব্লগ খুলতে পারবেন। তাহলে শুরু করা যাক।
১)নিচের ছবির মতো যেকোনো একটা ব্রাউজারে Blogger লিখে সার্চ দিলেই একটা সাইট সবার প্রথমে চলে আসবে। সেটায় ক্লিক করুন।
২) এবার নিচের ছবির মতো Create your blog এ ক্লিক করুন। আপনার জিমেইল দিয়ে সাইন ইন করা না থাকলে সাইন ইন করে নিন। আর সাইন ইন করা থাকলে বা একাধিক জিমেইল সাইন ইন করা থাকলে কোনটা দিয়ে ব্লগ খুলবেন সেটা বেছে নিন।
৩) এবার নিচের মার্ক করা জায়গায় আপনার ওয়েবসাইটের নাম দিন। কি নাম দিবেন সেটা আগে থেকেই ভেবে নিবেন। সমস্যা নাই এটা আপনি চেঞ্জ করতে পারবেন পরে। এবার Next বাটনে ক্লিক করুন।
৪) নিচে মার্ক করা জায়গা জায়গার মধ্যে আপনি আপনার সাইটের url দিবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। লক্ষ লক্ষ, কোটি কোটি সাইট রয়েছে গুগলের মধ্যে যার কারণে জিমেইল খুলতে গেলে যেরকম পছন্দের নাম মিলে না তেমনই এখানেও সেরকম হতে পারে। তাই যেকোনো একটা নাম দিলে নিচে দেখে নিবেন Available দেখাচ্ছে কিনা নামটা। Available না দেখালে অন্য একটা নাম সিলেক্ট করবেন। আমি পরামর্শ দিবো ওয়েবসাইটের সামনের সাথে মিল রেখে url দিবেন।
৫) এবার এখানে পূর্বে দেওয়া ব্লগ নামটা দিয়ে ফিনিশ বাটনে ক্লিক করলেই আপনার ব্লগ তৈরি হয়ে যাবে।
৬) ওয়েবসাইট দেখার জন্য আপনি আপনার url লেখে সার্চ দিতে পারেন। অথবা নিচে মার্ক করা অপশনে ক্লিক করুন।
৭) এবার view blog এ ক্লিক করলেই আপনি আপনার তৈরি করা ব্লগ দেখতে পারবেন।
প্রথম দিকে এটাকে দেখতে ভালো লাগবে না, কারণ মাত্র আমরা ব্লগটা খুলেছি। এখনো এটাকে সাজানো হয় নি। থিম লাগাতে হবে, কাস্টমাইজড করতে হবে। এখনো অনেক কিছু বাকি রয়েছে।
আজকের পর্বের জন্য এইটুকুই। আপনারা এভাবে চাইলে নিজের একটা ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। আমি পরবর্তী পর্বে শিখিয়ে দিবো কিভাবে ওয়েবসাইটকে প্রিমিয়াম একটা লুক দিবেন। কিভাবে থিম ব্যবহার করবেন এবং সেটাকে সাজাবেন।
ধন্যবাদ। কিছু না বুঝতে পারলে কমেন্ট করুন অথবা আমাকে ইনবক্স করতে পারেন।