[গল্পে ব্যবহৃত অধিকাংশ বিষয়বস্তু কাল্পনিক ও অবাস্তব, বাস্তব বা কোনো ধর্মের সাথে এ গল্পের কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
The Beginning
পর্ব:২১৬
লেখকঃ হৃদয় বাপ্পী
.
.
.
অরিয়েন্টেশন ক্লাসে থাকা সবাই অবাক হয়েছে। তাদের অবাক হওয়ার কারণ ১০ নং টিম সবার প্রথমে ড্যানজন ক্লিয়ার করেছে এটা নয়। বরং তাদের অবাক হওয়ার কারণ হলো দশ নং টিম ১৪ মিনিট ১২ সেকেন্ডে ড্যানজন ক্লিয়ার করে নতুন একটা রেকর্ড তৈরু করায়।
-> ড্যানজন ঢুকে কোনো প্লান আলোচনা না করলেও তো শুধু বস মনস্টারকে হত্যা করতে ৩০ মিনিটের বেশি সময় প্রয়োজন। যেহেতু টিম ড্যানজনে বসের হেল্থ এবং ডিফেন্স একটু বেশি থাকার কথা তাই একার থেকে বেশি সময় প্রয়োজন হয়। আমাদের নিজেরই ৪০ মিনিটের মতো লেগেছে।
-> পিস্ গ্রুপ সত্যিই তাদের সুনাম অনুযায়ী শক্তিশালী। প্রথম সাত টিমের মধ্যে ৬ টার মধ্যেই তাদের একজন করে সদস্য রয়েছে।
-> হ্যাঁ শুধুমাত্র তৃতীয় টিম না থাকলে হয়তো প্রথম সাতটা টিমেই পিস্ গ্রুপের সদস্য থাকতো।
-> যেহেতু টপ ১০ টিমের মধ্যে পিস্ গ্রুপের সদস্য গুলো রয়েছে, তাই তারা কি আমাদের থেকে অনেকটা শক্তিশালী না?
-> অবশ্যই তা নাহলে পিস্ গ্রুপের ভাইস লিডার এতো কম সময়ে কিভাবে ড্যানজন ক্লিয়ার করতে পারে।
-> আমি এখন অপেক্ষায় আছি কালকের র্যাংকিং এর জন্য। আমি শুনেছি মাত্র ৫০ জন স্টুডেন্ট প্রথম ইয়ারে রয়েল ক্লাসে যাওয়ার সুযোগ পায়।
-> আমার ডাইরেক্ট শিক্ষক আমাকে বলেছে র্যাংকিং এর বাইরেও কয়েকজন রয়েল ক্লাসে প্রবেশ করতে পারবে।
-> কয়েন দিয়ে কি কোনো ব্যবস্থা করা যাবে?
-> দুজন স্টুডেন্টের কোনো রকম কিছু করতেও হবে না। তারা তো এমনিতেই সুযোগ পাবে রয়েল ক্লাসে ঢোকার।
-> তারা আবার কারা?
-> প্রথমত প্রিন্সিপালের ডাইরেক্ট এবং দ্বিতীয়ত ভাইস প্রিন্সিপালের ডাইরেক্ট স্টুডেন্ট।
-> আমার মনে পরেছে, প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপালের ডাইরেক্ট স্টুডেন্ট এক টিমে মনে হয়।
-> হ্যাঁ এলিজাবেথ এবং এলেক্স না কি সেই আজব ছেলেটার নাম।
-> যদিও এলেক্স ঘুমিয়ে কাটিয়েছে পুরো মাস এবং কোনো রকম ট্রেনিং এমনকি জব-ক্লাসেও অংশগ্রহন করে নি প্রথম দিনের পরে থেকে তাই আমার মনে হয় না তার কনট্রিউশন বেশি একটা হবে।
কয়েকজন ম্যাজিসিয়ান বলতে লাগলো,
-> ড্যামেজ ডিলার জব ক্লাসে থেকে যদি ট্রেনিং ছাড়া ঘুমিয়ে কাটিয়ে দেই কেউ তাহলে সে কিভাবে ড্যানজন ক্লিয়ার করবে। যেহেতু এখনো ঘুমাচ্ছে পরে ফ্লোরে তাই আমার মনে হয় ড্যানজনেও ঘুমিয়ে কাটিয়েছে।
-> হ্যাঁ ভয়ে হয়তো ঘুমিয়ে গিয়েছে ড্যানজনেই। আর এলিজাবেথ একা সব করেছে।
-> ওর তো সৌভাগ্য এলিজাবেথ ওর টিমে রয়েছে।
-> ড্যামেজ ডিলারদের থেকে আর কি আশা করবে, ট্যাংক সামনে না থাকলে আর ম্যাজিসিয়ান গুলো কভার না দিলে তারা কোনো কাজেরই না।
ড্যামেজ ডিলার জব ক্লাসের কয়েকজন তাদের কথায় রেগে গেলো। হঠাৎ করে ক্রিস যে কিনা ম্যাজিসিয়ানদের পাশেই ছিলো চেচিয়ে বলতে লাগলো,
-> এলেক্স এনার্জির দিক থেকে দুর্বল হতে পারে, কিন্তু তাকে ভাইস প্রিন্সিপাল ডাইরেক্ট স্টুডেন্ট শুধু শুধু বানায় নি। আমাদের জব-ক্লাসের মধ্যে কারো স্পিড এলেক্সের মতো নয় এবং ট্যাংক জব ক্লাসের মধ্যে কারো শরীর ওর মতো শক্তিশালী নয়। যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে ফাইট করে দেখতে পারো। আমি এলেক্সের থেকে হেরে গিয়েছি, যদি আমাকে হারানোর মতো এবিলিটি থাকে তাহলে বলতে পারবে এলেক্স সারাদিন রাত ঘুমানো ছাড়া কিছুই করে না। (ক্রিস)
ম্যাজিসিয়ানরা একে অপরের দিকে তাকালো। অন্য ক্লাসের সবাই ও একে অপরের দিকে তাকালো। ছোট একটা বিষয় প্রমাণ করার জন্য কেউ এখানে ফাইট করবে না। তাই টপিক চেঞ্জ করলো।
* * * * *
নিওন এর হোস্টেল রুমে,
নিওন তার পরে থাকা শার্টটা খুলে বিছানার পাশে থাকা চেয়ারে রেখে দিলো। এবার বসে সে তার হাতের গোড়ালি পায়ের সাথে রেখে মুখে হাত দিয়ে রেখেছে।
-> এলিজাবেথের ব্লেসিং স্কিলটা ছাড়া এটা অসম্ভব। কিন্তু এলিজাবেথ কাউকে বিশ্বাস না করলে কখনোই এই স্কিল ব্যবহার করবে না। (নিওন)
নিওন কিছুক্ষণ চুপ হয়ে ভাবতে লাগলো। এরপরে আবারো বলতে লাগলো,
-> দুটো উত্তরই রয়েছে, প্রথম এলিজাবেথ এলেক্সকে বিশ্বাস করে ব্লেসিং স্কিল ব্যবহার করেছে, কারণ ব্লেসিং স্কিল ব্যবহার করলেও এলিজাবেথের একার পক্ষে এতো দ্রুড ড্যানজন ক্লিয়ার করা সম্ভব নয়। আর দ্বিতীয় উত্তর আমি মানতে চাচ্ছি না তারপরও মনে হচ্ছে সেদিন জব-ক্লাসের ম্যাম তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছিলো এলেক্সকে হারানোর। (নিওন)
নিওন আবারো কিছুক্ষণ চুপ হয়ে রইলো। কিছুক্ষণ চুপ থেকে সে বলতে শুরু করলো,
-> মনে হচ্ছে ভাইস প্রিন্সিপাল এবং এলেক্স অনেক কিছু লোকাচ্ছে আমাদের থেকে। না এই সময়ে আমার মনে হচ্ছে পুরো লাক্সই এলেক্সের বিষয়ে কিছু লুকাচ্ছে আমাদের থেকে। যায়হোক সেটা দেখার বিষয় না আমার। রাউন্ড টেবিলের ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে আমাকে এলেক্স এলিজাবেথ, ভাইস প্রিন্সিপাল এবং পুরো লাক্সের থেকে শক্তিশালী হতে হবে। (নিওন)
নিওন কথাটা বলে বিছানা থেকে উঠে গেলো। সে তার হাতের দিকে তাকালো। আজ পর্যন্ত এই হাত দিয়ে দিনে কয়েকবার সোর্ড স্ল্যাশ ছাড়া কোনো রকমের ট্রেনিং করে নি। তার স্ট্রেন্থ এবং তার স্কিল সব কিছুই তার জন্মগত ভাবে অর্জন করা। কিন্তু আজ প্রথম বারের মতো নিওন ফ্লোরে হাত দিয়ে পুশ আপ দিতে শুরু করলো। ঠিক এমন সময়ে তার সামনে একটা একটা আজব বিষয় চলে আসলো। একটা থ্রিডি স্ক্রিনের মতো সামনে উদয় হলো যেখানে এরকম একটা কিছু লেখা ছিলো,
✪হ্যালো, অন্যান্য কন্সটেলেশন কিভাবে কন্ট্রাকের অফার করে সেটা আমি অনুসরণ করি না। আমি আমার মতো করে তোমাকে আমার অ্যাভেটার বানাতে চাচ্ছি। যেহেতু একজন লিডার হওয়ার সমস্ত ট্রেইট তোমার মধ্যে রয়েছে তাই আমি অ্যাপোলো আমার স্ট্রেন্থ দিয়ে তোমার শক্তিশালী হওয়ার যাত্রাকে একটু সহজ করতে চাচ্ছি। রাজি থাকলে হ্যাঁ, রাজি না থাকলে না বাটনে ক্লিক করো।✪
-> অ্যাপোলো! (নিওন)
নিওন দেরি না করে হ্যাঁ বাটনে ক্লিক করে দিলো।
* * * * *
অন্যদিকে,
লাক্সের ভাইস প্রিন্সিপাল ওজ একটা মিশনে এসেছিলো। তার মিশনের পাশাপাশি সে নিজের কাজও করে নিচ্ছে। একটা ছোট বারের মধ্যে বসে আছে ভাইস প্রিন্সিপাল ওজ। অনেক ক্ষণ হলো সে একজনের জন্য অপেক্ষা করছে কিন্তু তার কাঙ্ক্ষিত ব্যক্তিটা আসছে না তার সামনে।
-> একটা এল্ফের জন্য অপেক্ষা করা আর বুড়ো হয়ে মারা যাওয়া একই কথা মানুষের জন্য। তাই আমি বলবো বাসায় চলে যাও বাচ্চা।
কথাটা ওজকে বললো একটা খাটো লোক। লোকটা বারের মালিক ছিলো এবং সবাইকে বিভিন্ন রকমের ড্রিক্স পরিবেশন করে দিচ্ছিলো। যদিও ওজের বয়স পর্যাপ্ত ছিলো মানুষ হিসেবে কিন্তু তার সামনের ব্যক্তিটা একজন ডয়ার্ফ ছিলো, তার কাছে ওজ বয়স অনুযায়ী ছোট একটা বাচ্চা ছাড়া কিছুই নয়। ওজ কিছু না বলে গ্লাসে থাকা কমলার জুসটা এক ঢোকে গিলে ফেললে অনেকটা জোরে গ্লাসটা কাঠের টেবিলের উপরে মারলো। গ্লাসটা ভেঙে না গিয়ে অনেকটা জোরে শব্দ করলো।
-> আমি প্রথম বার একজনকে দেখলাম যার কমলার জুস খেয়ে নেশা হয়ে যায়। মানুষগুলো আসলেই আজব।
ডয়ার্ফ আর কথা না বলে পিছনে থাকা সেল্ফ থেকে একটা কালো ওয়াইনের বোতল নামিয়ে নিলো। এই সময়েই ডয়ার্ফের সাইডে থাকা পিছনে একটা দরজা খুলে একটা মেয়ে বাইরে আসলো এবং ওজের সামনে টেবিলের উপরে জোরে থাপ্পর মেরে বলতে লাগলো,
-> আমার মনে হয় আমি শেষ বার আমাদের দেখা হওয়ার সময় বলে দিয়েছিলাম আমাকে বিয়ে করতে না পারলে কখনো তোমার এই থোবরা আমাকে দেখাবে না।
একটা সুন্দরী তবে ওজের সাইজের থেকে অর্ধেক লম্বা এবং কান বড় একটা এল্ফ রাগী একটা লুক নিয়ে তাকিয়ে আছে ওজের দিকে। ওজ মুচকি একটা হাসি দিয়ে উঠে দাঁড়িয়ে বলতে লাগলো,
-> মুখ দেখাতে বারণ করেছিলে এজন্য মুখ ঢেকে এসেছি।
ওজের কথায় এল্ফটা আর তার রাগ ধরে রাখতে পারলো না। এবার হাউমাউ করে কাঁদতে শুরু করে দিলো। পাশ থেকে লোকজনের কথা বার্তা হতে শুরু করলো,
-> আমাদের বারের স্টার আবারো শুরু হয়ে গিয়েছে।
-> আমার কিউট এল্ফিটা আবারো কাঁদতে শুরু করেছে।
-> তাহলে কি এই প্লে বয়টা আমাদের ছোট এল্ফির মন ভেঙে দিয়েছে?
-> এখানে কিছু করতে পারবো না। একবার বের হোক হারামিটা, তারপর বাইরে হাত পা ভেঙে ফেলবো।
ওজ তাদের কথায় কান না দিয়ে বলতে লাগলো,
-> একটা হেল্প দরকার তোমার থেকে। (ওজ)
ওজের কথা শুনে এল্ফ মেয়েটার কান্না থেমে গেলো। মনে হচ্ছিলো সে অভিনয় করছিলো এতোক্ষণ, কিন্তু সেটা ধরারও কোনো উপায় ছিলো না। তার প্রতিটা এক্সপ্রেশন একদম রিয়েল ছিলো। সাথে সাথে মেয়েটা ওজের হাত ধরলো এবং সে জায়গা থেকে টেলিপোর্ট হয়ে গেলো।
* * * * *
কিছুক্ষণ পর,
বিছানায় শুয়ে ছিলো এল্ফ মেয়েটা এবং রুমের সাথেই বেলকনিতে দাঁড়িয়ে ছিলো ওজ।
-> এবার বলো আমাকে বিয়ে করবে কবে?
এল্ফ মেয়েটা এতোটা সুন্দর ছিলো যে মৃদু আলোর রুমেও তার চেহারা স্পষ্ট দেখা যাচ্ছিলো। সে বিনয়ের সাথে ওজকে জিজ্ঞাসা করলো। এতোক্ষণ বিছানার উপরে থাকলেও এক পলকের মধ্যে সে বিছানার চাদর মুরিয়ে ওজের পাশে চলে এসেছে।
-> তোমাকে বলেছি তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। আর তাছাড়া তুমি এখনো বাচ্চা। (ওজ)
এল্ফ মেয়েটা মুখটা একটু বাকিয়ে বলতে লাগলো,
-> আমার স্কিলের সামনে নিজের মনের ভাব লুকিয়ে কোনো লাভ আছে?
-> তোমার এরকম মনে হচ্ছে কারণ তুমি হাফ নাইটমেয়ার হাফ এল্ফ, তুমি চাইলে যেকেনো পুরুষকেই তোমার উপরে পাগল করে নিতে পারবে। (ওজ)
-> আমার তো যে কোনো পুরুষ লাগবে না। আমি শুধু চায় তুমি আমাকে বিয়ে করো। এই পর্যন্ত তুমি ছাড়া আমাকে কেউই স্পর্শ করে নি। আর আমি বার বারই বলছি তোমাকে আমি বাচ্চা নয়। আমার বয়স চারশত বছর হবে, তবে আমি এল্ফ এবং নাইটমেয়ারের হাইব্রিড হওয়ার কারণে আমাকে একটু বাচ্চা দেখায়। তারপরও তুমি বেশিই লম্বা, আমার উচ্চতা তোমাদের পৃথিবীর অনুযায়ী ঠিকই আছে।
এল্ফ মেয়েটা রেগে কথাটা বললো। তবে তার কথায় কান না দিয়ে ওজ বলতে লাগলো,
-> এবার একটা স্টুডেন্টকে ভালো লেগেছে আমার। (ওজ)
রাগী চেহারা মুহুর্তে চেঞ্জ হয়ে এল্ফ মেয়েটার লুক সিরিয়াস হয়ে গেলো। সে আস্তে আস্তে বলতে লাগলো,
-> নাম কি বলো, আমি এখনি লাক্সে গিয়ে মেয়েটার সাথে অন্য ছেলের লাইন কেমিস্ট্রি করিয়ে দিয়ে আসবো আমার সিডিউস স্কিল দিয়ে।
-> নাম এলেক্স। তাকে আমি ডাইরেক্ট স্টুডেন্ট হিসেবে নিয়েছি। (ওজ)
ওজের কথাটা শুনে এল্ফ মেয়েটা লজ্জা পেয়ে চুপ হয়ে গেলো। মেয়েটা একটু চুপ থেকে বলতে লাগলো,
-> তাহলে নিশ্চয়ই আগেরটার মতোই এটাও এবনর্মাল তা নাহলে তুমি আমার কাছে আসতে না।
মেয়েটার কথা শুনে ওজ মাথা নাড়ালো।
-> তাহলে কি সমস্যা এই এলেক্সের?
ওজ এবার বলতে লাগলো,
-> দুজনেরই শরীরে কোর অনুপস্থিত। তারপরও দুজনেই এনার্জির ভালোবাসা পেয়েছে। যদিও ওর কেসটা আলাদা ছিলো। তারপরও তোমার সাহায্যে ওর সমস্যা সমাধান হয়েছিলো। কিন্তু এলেক্সের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। যদিও সে কোর না থাকার পরেও শুধু অউরা এনার্জি ব্যবহার করতে পারতো, কিন্তু এলেক্স দুটো এনার্জিই ব্যবহার করতে পারে কোর না থাকার পরেও।
-> এটা তো অস্বাভাবিক কোনো বিষয় না। অনেক ট্যালেন্টেড মানুষ রয়েছে এরকম যারা কোর না থাকার কারনে তাদের ট্যালেন্ট দেখাতে পারে না। তবে তোমার এই স্টুডেন্ট যেহেতু লাক্সে প্রবেশ করেছে তাই মনে হয় সেই বাধা কোনো না কোনো বানে অতিক্রম করেছে।
ওজ মেয়েটার কথা শুনে বলতে লাগলো,
-> এলেক্সকে ট্যালেন্টেড বললে ভুল হবে। সে মনে করে সে অন্যদের থেকে দুর্বল এজন্য ১৫ বছর যাবৎ দিন রাত যখনি সময় পায় তখনি ট্রেনিং করে। দিনে ১০ হাজার করে সে বিভিন্ন স্টাইলে পুশ আপ দিতে থাকে, রাতে ১০ হাজার করে বিভিন্ন স্টাইলে সিট আপ দিতে থাকে। যা কোনো ট্যালেন্টেড ব্যক্তি করবে না। (ওজ)
-> হার্ড ওয়ার্ক। তাহলে হার্ড ওয়ার্কের কারণে ছেলেটা লাক্সে প্রবেশ করতে পেরেছে আর তোমার ইন্টারেস্ট ধরতে পেরেছে।
-> সে কখনো মিথ্যা কথা বলে না এবং তার বয়স পনেরো বছর। আর ১৫ বছর যাবৎ সে একই ট্রেনিং করে আসছে। (ওজ)
ওজ একটু ক্লিয়ার করে কথাটা বললো, তার কথা শুনে এল্ফ মেয়েটা এবার অবাক হয়ে গেলো।
-> জন্মের পর থেকে সে দিন রাত ট্রেনিং করে আসছে!
মেয়েটা জানে ওজের কাছে একটা স্কিল রয়েছে যেটা দিয়ে সামনের ব্যক্তি সত্য বা মিথ্যা বলছে কিনা সেটা চেক করা যায়। অরিজিনাল স্কিলটা মূলত এল্ফ মেয়েটারই ছিলো যা সে পরে ওজকে শিখিয়েছিলো। তাই কথাটা শুনে সে অবাক হয়েছে।
-> এসব বিষয়ও আমাকে এখানে আনে নি বা আরো কিছু স্কিল রিলেটেড বিষয় আছে সেটাও আমাকে এখানে আনে নি। তবে আমাকে এখানে এনেছে এলেক্সের এনার্জির বিষয়টা। প্রথমেই বলেছি এনার্জি দুজন স্টুডেন্টকেই ভালোবাসে। তবে এলেক্সের ব্যাপারটা ভিন্ন। এলেক্স দুটো এনার্জিই এবজোর্ব করতে পারে। তার এবজোর্ব করার স্পিড প্রথম দিনে স্বাভাবিক থাকলেও এখন সেটার স্পিড এবং এবজোর্ব করার মাত্রা বৃদ্ধি পেয়েছে। অবশ্য এটাও নর্মাল একটা বিষয় যেটার জন্য আমি এখানে আসি নি। এলেক্সের কোনো কোর নেই। তারপরও সে তার পুরো শরীরে কিছু সময়ের জন্য এনার্জি স্টোর করে রেখে সেটাকে এট্যাকের কাজে ব্যবহার করতে পারে। (ওজ)
ওজের কথা সম্পূর্ণ হতে দিলো না। তার আগেই মেয়েটা বলতে লাগলো,
-> তাহলে বলতে চাচ্ছো আমার স্কিল যেটা আমি এক্সব্লকে থেকে পায়ের ঘাম মাটিতে ফেলে তৈরি করেছি এবং যেটা তোমার কথা মতো তোমার প্রথম স্টুডেন্টকে আংশিক শিখিয়েছি এবং সে স্কিল আংশিক শেখার পরে সে এখন একজন সুপার ভিলেন হয়ে গিয়েছে যাকে স্পিসিজ এসোসিয়েশন Most Wanted ক্রিমিনাল হিসেবে চিহ্নিত করেছে, ঠিক সেই স্কিল তোমার দ্বিতীয় স্টুডেন্টও ব্যবহার করে।
মেয়েটা রেগে গেলো। তার রাগ এবার একদম সিরিয়াস ছিলো। পুরো রুম কাঁপতে শুরু করলো। ভিতরে থাকা সকল ফার্নিচার একা একায় হাওয়ায় ভাসতে শুরু করলো।
-> তোমার স্কিল তুমি ট্রান্সফার না করলে সেটা অন্য কেউ ব্যবহার করতে পারবে না। তারপরও তোমার স্কিল এলেক্স আংশিক ব্যবহার করতে পারে সে কারণেও এখানে আসি নি। বরং আমার আসার কারণ এলেক্স যখন এনার্জি রিলিজ করে তখন যদিও সেটাকে মডার্ন ডিভাইস মানা কিংবা অউরা হিসেবে চিহ্নিত করে কিন্তু আমি তার ভিতরে কোনো রকমের মানা কিংবা অউরা এনার্জি অনুভব করতে পারি না। (ওজ)
ওজের কথা শুনে মেয়েটা একটু চিন্তায় পরে গেলো।
-> এনার্জি যেটা তুমি পূর্বে অনুভব করো নি এবং সেটা ডিভাইসে মানা এবং অউরার সংকেত দেয়। শুধুমাত্র অরিজিন এনার্জির এরকম ট্রেইট রয়েছে, কিন্তু সুপ্রিম কন্সটেলেশন এবং ট্রু ড্রাগন গড ব্যতিত কেউই আজ পর্যন্ত অরিজিন এনার্জি ব্যবহার করতে পারে নি, আর এটা সম্পর্কে জ্ঞানও কম। যদি সুপ্রিম কন্সটেলেশনের কোনো অবৈধ সন্তান না হয় তাহলে সেটা অরিজিন এনার্জি হবে না। হয়তোবা আমাকে দেখে বিষয়টা গবেষনা করে দেখতে হবে। এমনো হতে পারে সেটা কোনো স্পেশাল স্কিল কিংবা কোনো কন্সটেলেশনের দেওয়া এনার্জি।
মেয়েটা থুতনিতে হাত রেখে একের পরে এক কথা বলে যাচ্ছিলো। এলেক্সের সাথে দেখা করবে শুনেই ওজ টপিক চেঞ্জ করলো এবং বলতে লাগলো,
-> এটাও আপাতোতো গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয়, যেহেতু আমার এখানে আসার কারণ এলেক্সকে ওর থেকে সুরক্ষিত রাখা। আমি নিশ্চিত এই সময়ে ওর কানে গিয়েছে আমি আরেকটা ডাইরেক্ট স্টুডেন্ট নিয়েছি এবং যেকোনো সময়েই এলেক্সকে হত্যার চেষ্টা করতে পারে। আর সেটা প্রতিরোধ করার জন্য এলেক্সকে আরো শক্তিশালী হতে হবে। (ওজ)
-> তাহলে তুমি কি চাচ্ছো আমি অর্ধপূর্ণ স্কিল যেটা দিয়ে তোমার একটা স্টুডেন্টকে ওয়ার্ল্ড ক্লাস ভিলেন বানিয়েছি এখন পরিপূর্ণ স্কিল দিয়ে তোমার আরেকটা স্টুডেন্টকে মাল্টিওয়ার্ল্ড ক্লাস ভিলেন বানাবো?
মেয়েটার কথা শুনে ওজ মেয়েটার চোখের দিকে তাকালো। ওজের মুখ এই সময়ে ঢাকা ছিলো না। তাই ওজের তাকানো দেখেই মেয়েটার মুখ লাল হয়ে গেলো লজ্জায়।
-> যেহেতু পূর্বে তোমার কাছে এই প্রশ্নের উত্তর ছিলো না তাই আমি নিশ্চিত এতোদিনে তোমার কাছে এই প্রশ্নের উত্তর নিশ্চিত চলে এসেছে। (ওজ)
ওজ মেয়েটার চোখের দিকে তাকিয়ে কথাটা বললো। মেয়েটা ওজের চোখের দিকে তাকিয়ে কথাটা না বলে থাকতে পারলো না।
-> একমাত্র ১০ হাজার বছর জীবিত একটা ড্রাগনের হার্ট দিয়েই একটা পারমানেন্ট এনার্জি কোর তৈরি করা সম্ভব। কিন্তু একটা মানুষ সরাসরি ড্রাগনের হার্ট শরীরে ইনজেক্ট করলে মাত্র ০.০০০০০০১% সুযোগ রয়েছে সে একদম স্বাভাবিক ভাবে কোর তৈরি করবে। কিন্তু বাকি ৯৯.৯৯৯৯৯৯৯% এ ড্রাগনের এনার্জি মানুষের শরীরকে একটা নিউক এর মতো ব্লাস্ট করে দিবে। তবে যদি কোনো ধনী বা একদম পাওয়ারফুল কন্সটেলেশন সাহায্য করে তাহলে কিছু রেয়ার আইটেমের সাহায্যে একটা পারফেক্ট কোর তৈরি করা সম্ভব।
কথাটা বলা শেষ করে মেয়েটা আবারো ওজের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু ওজ সেখানে আর ছিলো না।
-> ওজ, আবার আসলে আমি তোমাকে কোনো ভাবেই ছারবো না।
মেয়েটা চিল্লিয়ে কথাটা বললো।
* * * * *
অরিয়েন্টেশন ক্লাস থেকে সবাই চলে গেলেও শুধুমাত্র এলেক্স পরে ছিলো। তাকে কোনো ভাবে কেউ জাগ্রত করতে না পেরে এখানে রেখেই চলে গিয়েছে। পুরো অরিয়েন্টেশন ক্লাস খালি ছিলো এই সময়ে। এমন সময় এলেক্সের ঘুম ভাঙলো। চোখ দুটো খুলে নিজেকে অরিয়েন্টেশন ক্লাসের মধ্যে একা আবিষ্কার করলো।
-> যদিও এতোদিন আমি এটা নিয়ে ভাবি নি, তবে এখন মনে হচ্ছে এইটাকেই বিরক্তকর স্কিল বলে। (এলেক্স)
এলেক্স সম্পূর্ণ স্বাভাবিক ছিলো। এলেক্স উঠে দাঁড়াতে গেলো। পুরো উঠতে যাবে ঠিক তখনি এলেক্সের পুরো শরীর ফ্লোরে পরে গেলো। এলেক্সের মনে হচ্ছিলো পুরো অরিয়েন্টেশন ক্লাসের বিল্ডিং তার উপরে ভেঙে পরেছে।
ভাসমান অবস্থায় উপর থেকে অদৃশ্য সিঁড়ি বেয়ে লাক্সের প্রিন্সিপাল নিচে নেমে আসছিলো। একদম এলেক্সের সামনে এসে দাঁড়িয়ে সে বলতে লাগলো,
ཌতোমার স্কিল, এটা আমার খুব পরিচিত মনে হচ্ছে।ད
প্রিন্সিপাল স্বাভাবিক ভাবে যে কন্ঠে কথা বলতো, এখন আর সেরকম শোনা যাচ্ছিলো না তার কন্ঠ। তার কথা বলা এবং চলার স্টাইল সব কিছুই পরিবর্তন হয়েছে।
ཌপুরো এক্সব্লক খুজলেও দ্বিতীয় ব্যক্তি পাওয়া যাবে না যে ডিম্যান প্রিন্স অফ স্লোথের স্পেশাল স্কিল ব্যবহার করতে পারে। আর এখানে আমার সামনে একটা মানুষ দাড়িয়ে আছে যে সাত ডিম্যান প্রিন্সের মধ্যে সবচেয়ে রহস্যময়ী প্রিন্সের পাওয়ার ব্যবহার করছে। তোমাকে কি আমি মানুষ বলবো এই সময়ে?ད
এলেক্স উপরে তাকাতে পারছিলো না। তার উপরে অনেক বেশি প্রেসার পরেছে। প্রতি সেকেন্ডে প্রেসারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছিলো। এলেক্সের মুখও ফ্লোরের মধ্যে গেঁথে গিয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ফেটে রক্ত বের হচ্ছে।
ཌযেহেতু ডিম্যান কিং এবং সাত প্রিন্সের কোনো খোঁজ নেই, আমার দেখার অনেক আগ্রহ কি এমন বিষয় যেটা তাদেরকে এতোটা ইউনিক বানিয়েছে আমাদের মতো কন্সটেলেশন থেকে। ভাগ্য ক্রমে মনে হচ্ছে তুমি ডিম্যান প্রিন্স অফ স্লোথের বংশধর কিংবা তার চাকর হতে পারো। বেশি সম্ভব তার বংশধর হবে, তাই আমি আজ সব দেখতে চাই এই মাথার ভিতরে কি রহস্য লুকিয়ে রয়েছে।ད
কথাটা বলে প্রিন্সিপাল এলেক্সের মাথার উপরে হাত দিলো এবং সেটাকে অনেক শক্ত করে চাপ দিলো। এলেক্সের মনে হচ্ছিলো তার মাথা এই সময়ে ভেঙে যাবে। এলেক্সের চোখ বন্ধ থাকলেও এই সময়ে তার চোখের সামনে একটা থ্রিডি স্ক্রিন চলে আসলো।
꧁ཌহোস্টের জীবন ঝুকিতে রয়েছে। ডিম্যান কিং সিস্টেম ৫০% আনলক না হওয়ার কারণে হোস্ট ডার্ক মুডে যেতে পারছে না। ডিম্যান কিং সিস্টেম ৫০% আনলক না হওয়ার কারণে হোস্টের ফোর্স ক্যারেক্টার চেঞ্জ হবে না।ད꧂
꧁ཌওয়ার্নিং, ডিম্যান কিং সিস্টেম ১০০% আনলক হওয়ার পূর্বে হোস্ট মারা গেলে গেম ওভার।ད꧂
꧁ཌনোটঃ হোস্ট ডিম্যান কিং সিস্টেম ১০০% করার পূর্বে মারা গেলে হোস্টের সউল ভয়েডে চলে যাবে। ১০০% আনলকের পূর্বে হোস্ট মারা গেলে কিছু রহস্য সব সময়ে রহস্যই থেকে যাবে।ད꧂
꧁ཌস্পেশাল নোটঃ এমনটা শক্তিশালী হতে হবে যেনো এরকম পরিস্থিতিতে ভবিষ্যতে অন্য কারো সাহায্যের প্রয়োজন হয় না।ད꧂
* * * * *
To Be Continued
* * * * *
কেমন হলো জানাবেন।