[গল্পটা পুরো কাল্পনিক, বাস্তবের সাথে এর কোনো সম্পর্ক নেই।]
#Demon_King#
লেখকঃ হৃদয় বাপ্পী
পর্বঃ০৫
।
।
(এলেক্স হয়ে)
রিং থেকে 3d ইমোজি বেরিয়ে আসলো না এবার। বরং একটা 3d মেসেজ বেরিয়ে আসলো। সেখানে লেখা ছিলো বেশ কিছু জিনিস। সেগুলো পড়ার পূর্বেই রিং বলতে লাগলো,
-->>মাস্টার স্বাগতম, আপনি র্যানডম টেলিপোর্টের মাধ্যমে সরাসরি Tower of Gluttony এর ওয়ার্ল্ড Agnolenia তে পৌছে গেছেন। এটা হয়তো আপনার ভাগ্য একটা।
আমার অনেক প্রশ্ন করার ছিলো, তাই আমি শুরু করলাম এক এক করে,
-->>রিং আমি এখানে আসলাম কিভাবে? আর আমার শরীর পাল্টে গেলো কিভাবে?
-->>মাস্টার আমি পূর্বেও বলেছি আমার Random টেলিপোর্ট স্কিলের কিছু রিক্স রয়েছে, যার মধ্যে একটা হলো এটা যেকোনো Random একটা জায়গায় টেলিপোর্ট করতে পারে। আমি নির্দিষ্ঠ কোনো জায়গা বাছায় করতে পারি না। দ্বিতীয় রিক্স হলো এটা ব্যবহারের জন্য এনার্জির প্রয়োজন হয়। আপনার শরীরে তখন Mana, Aura, Demonic কোনো এনার্জিই ছিলো না, তাই আপনার Vital এনার্জির ব্যবহার করা হয়েছিলো স্কিলটা একটিভ করার জন্য। যেহেতু আপনার ভাইটাল এনার্জি ব্যবহার হয়েছিলো তাই আপনার শরীর থেকে বেশ অনেক বছর চলে গিয়েছিলো, যেটা আপনাকে একদম বুড়ো করে দেওয়ার কথা ছিলো, কিন্তু ওয়ার্ল্ড ট্রাভেল করার ফলে এই রিক্স উল্টো কাজ করে, আর যার ফল স্বরূপ আপনার বয়স কমিয়ে দেই।
রিংটা খুব স্বাভাবিক ভাবে বুঝিয়ে দিলো আমাকে। কিন্তু আমি আমার উত্তর পেলাম না।
-->>বুঝলাম কিন্তু আমি আমার দশ বছরে যেমন ছিলাম তেমন হলাম না কেনো? উল্টো আমার শরীর পাল্টে গেলো কিভাবে?
-->>মাস্টার এটা আমি বলতে পারবো না। তবে আপনার স্কিল Gluttony এই ক্ষমতা রাখে, যদি আপনি কারো ব্লাড এবজোর্ব কতে পারেন তাহলে তার মতো রূপ নিতে পারবেন, তবে আমার যতদূর ধারনা সেটার জন্য Gluttony স্কিলকে আপনাকে ৫০% আনলক করতে হবে। যেখানে আপনার স্কিল মাত্র ১% আনলক আছে।
-->>তাহলে তুমি বলতে চাচ্ছো আমার শরীর পাল্টানোর সাথে তোমার কোনো হাত নেই?
-->>জ্বী। মাস্টার আপনাকে সুভেচ্ছা আমাকে কে ২% আনলক করার জন্য এবং নতুন একটা স্কিল পেয়েছেন। "Medic" আপনার শরীরে যুক্ত হয়েছে। আপনি যেকোনো রোগ এবং সেই রোগের প্রতিরোধ তৈরী করতে পারবেন এই স্কিল দিয়ে। এটি একটি একটিভ স্কিল, তাই আপনি প্রয়োজনের সময়ে নিজে একটিভ করতে পারবেন।
আমি আবারো অবাক হলাম নতুন স্কিলের কথা শুনে। তবে সেদিকে আগ্রহী হলাম না প্রথমে, আমি রিংকে বলতে লাগলাম।
-->>রিং তাহলে আমি পৃথিবী থেকে অনেক দূরে কোথাও আছি?
-->>হ্যা মাস্টার। এই জায়গা পৃথিবীর ইউনিভার্স থেকে অনেক অনেক দূরে।
-->>তাহলে এখান থেকে পৃথিবীতে পাঠাতে পারবে না তুমি?
-->>মাস্টার আমি আমার পুরাতন মাস্টারের সাধারন একটা রিং মাত্র। আমি একরম কোনো ক্ষমতা রাখি না। তবে টাওয়ারের মধ্যে তার অন্যান্য আইটেম রয়েছে যেগুলো আপনাকে পৃথিবীতে পাঠাতে পারবে।
-->>তাহলে আমাকে টাওয়ারে প্রবেশ করতে হবে পৃথিবীতে ফিরতে হলে? আচ্ছা রিং তোমার এই মাস্টার কেমন মানুষ ছিলো? তার কাছে এতো শক্তিশালী আইটেম কিভাবে আসলো? আর এতো বড় টাওয়ার কিভাবে তৈরী করলো?
আমি আগ্রহ নিয়ে বল্লাম। রিং সাধারন উত্তর দিলো,
->>মাস্টার আমি এতো ডিটেইলস দিতে পারবো না। তবে একটা জিনিস বলতে পারি। আমার পুরাতন মাস্টার Prince Beelzebub কোনো মানুষ ছিলো না। বরং সে একজন ডিম্যান প্রিন্স ছিলেন।
আমি রিং এর কথায় অবাক হয়ে গেলাম। একজন ডিম্যান? এরা কি সেই ডিম্যান যারা মানুষের Soul এর বিনিময়ে তাদের সাথে বিভিন্ন কন্ট্রাক করে? না তাহলে কি আমরা এতোদিন সবাই ডিম্যানদের সাথে কনট্রাকে আছি কোনো রকম? অনেক চিন্তা আসলো আমার মাথায়,
-->>মাস্টার আমি জানি আপনার মাথায় অনেক চিন্তা আছে এখন, তাই আমি একটা উপদেশই দিতে পারবো। আপনি শক্তিশালী হয়ে উঠুন তারাতারি। যত শক্তিশালী হতে পারবেন আপনি ততই গভীরে যেতে পারবেন সকল তথ্যের।
* * * * *
এলেক্স অনেক কিছু ভাবতে লাগলো, তার ভাবনায় বিচ্ছেদ ঘঠালো মারিয়া। সে এতোক্ষনে বেশ কিছু খাবার রান্না করেছে। এলেক্সকে ডাকার জন্য সে উপরে এসেছে। এলেক্সকে রুমে বেলকনিতে তাকে চুপচাপ দেখে মারিয়া এগিয়ে গেলো তার কাছে। অনেক গভীর ভাবনার মধ্যে ছিলো এলেক্স। পিছন থেকে ডাক দেওয়ায় এলেক্স হঠাৎ চমকে উঠলো। সে হঠাৎ পিছনে ঘুরতে চাইলো। কিন্তু পা নারাতে না পারায় পরে যেতে লাগলো। মারিয়া তার ছেলেকে যত্ন করে ধরলো। এরপর মারিয়ার হাত ধরে এলেক্স নিচে নামলো খুব সামধানে। সাধারন ভাবে হাটতে পারলেও এলেক্সের সিড়ি উঠা নামার সময় একটু কষ্ট হয়। তারপরও উপরের রুমটা সুন্দর হওয়ায় মারিয়া এবং এলমন্ড দুজনে এলেক্সকে উপরে থাকার জন্য বলেছে। নিচে এলমন্ড খাবার সাজাচ্ছিলো টেবিলের উপরে। যেটা নতুন কিছু নয়। যদিও এলমন্ড সব সময় রান্নার কাজ করে থাকে। কারন মারিয়ার খাবার তেমন ভালো হয় না সেটা এলমন্ড মনে করে। তবে আজ মারিয়া নিজে যত্ন করে রান্না করেছে এলেক্সের জন্য। যেটা এলেক্স নিজেও জানে ভালো হবে না। তারপরও সে মারিয়ার মনকে কষ্ট দিতে চাই না।
খাবারের রুমটা কিচেনের সাথেই রয়েছে, ছোট একটা টেবিল রয়েছে যেখানে চারটা চেয়ার বসানো আছে। একটা লাগবে না বলে সেটা সেখানেই পরে আছে।
-->>Honey, তোমার কি আজকে রান্নার কোনো প্রয়োজন ছিলো?
এলমন্ড তার স্ত্রীকে বললো কথাটা। প্রতিদিনের রান্না সে নিজেই করে, যার কারন মারিয়ার রান্না ভালো দেখালেও সেটা খাওয়া কষ্টকর। মারিয়া পূর্বে একজন Alchemist ছিলো। যার কারনে তার প্রতিটা রান্না উন্নতমানের মেডিসিনের কাজ করে। তবে সমস্যা হলো প্রতিটা খাবার খেতে অনেক কষ্টকর। যেটার কারনে এলমন্ড Demon Forest এ থাকার সময় নিজেই রান্না করা শুরু করেছিলো। সে বিভিন্ন অজুহাত দিয়ে মারিয়াকে রান্না থেকে দূরে রেখেছে।
-->>কি বলতে চাচ্ছো, আমার রান্না কি ভালো নয়?
মারিয়া রাগে বলে উঠলো। এলমন্ড মারিয়ার রাগকে শান্ত করার জন্য বলে উঠলো,
-->>সেটা না Honey, যেটা বলতে চাচ্ছিলাম রান্নার আগুনের তাপে তো তোমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে তাই আমি তো তোমাকে মানা করেছি রান্না করতে।
-->>আজকে আমার ছেলের জন্য একটা স্পেশাল দিন তাই সেটা উৎযাপন করার জন্য আমি নিজেই রান্না করেছি। মেনুতে আজকে সব আমার স্পেশাল ডিস রয়েছে।
মারিয়া এলমন্ডের চিন্তা দেখে গলে স্বাভাবিক ভাবে বললো কথাটা। এদিকে এলেক্স বসে খেতে লাগছিলো। আজ কোনো খাবার অখাদ্য মেডিসিন লাগছিলো না তার কাছে। প্রথম যেদিন সে মারিয়ার খাবার চেষ্টা করেছিলো কয়েকবার তাকে বের করতে হয়েছে মুখ দিয়ে তার গননা তার মনে নেই। তবে আজ সব সাধারন খাবারের মতোই লাগছিলো, সাধারন বললে ভুল হবে সেগুলো তার পৃথিবীর পাঁচ তারা রেস্টুরেন্টের খাবারকে হার মানাবে। এলেক্স তার খাওয়া থামাচ্ছে না দেখে এলমন্ড অনেক অবাক হলো। এলেক্স কখনো তার নিজের খাবার এভাবে খায় নি বলে হতাশ হলো সে। তবে সে আগ্রহ নিয়ে বললো,
-->>স্পেশাল মানে আজ তো এলেক্সের জন্মদিন নয়।
-->>হা হা। তোমরা হয়তো জানো না, তবে একটু পূর্বে এক লোক এসেছিলো দেখা করতে। তাকে দেখে মনে হলো কোনো রয়েল কিংবা নোবেল পরিবারের বাটলার হবে সে। একটা লেটার দিয়ে সে চলে যায় কোনো কথা না বলেই। আমি প্রথমে রেগে গিয়েছিলাম সেটাকে তার তরফ থেকে লাভ লেটার ভেবে। তবে পরে আগ্রহ নিয়ে খুলে যেটা দেখতে পেলাম তা শুনলে তোমরা অবাক হয়ে যাবে,
-->>এমন কি দিলো যে অবাক হবো আমরা।
-->>আমাদের ছেলের আজকের ক্যাপিটালের গেইটের বীরত্ব দেখে মেফাসের ডিউক ম্যান্ডেলার ছোট কন্যা অনেক ইমপ্রেসড হয়েছে। যার কারনে সে এলেক্সকে মেফাস একাডেমির একটা ইনভাইটেশন লেটার পাঠিয়েছে। আমাদের এলেক্স মেফাস একাডেমিতে ঢুকতে পারবে কোনো সমস্যা ছাড়ায়।
-->>এটা তো অনেক ভালো একটা খবর, আমি জানতাম আমার ছেলে তার বাবার মতোই হবে। কিন্তু ক্যাপিটালে আসার সাথে সাথেই এক ডিউকের কন্যাকে নিজের হ্যান্ডসাম চেহারায় পাগল করবে সেটা আমিও আসা করি নি।
এলমন্ড এলেক্সের মাথায় হাত বুলাতে বুলাতে বললো কথাটা। সেই সাথে আস্তে আস্তে এলেক্সকে বলতে লাগলো,
-->>আমি জানতাম আমার এলেক্স আমার থেকে কম হবে না। কিন্তু এলেক্স তোমাকে এখনো অনেক কিছু শেখার আছে। বাবা সব আস্তে আস্তে শিখিয়ে দিবে সব। কিছুদিন পরে দেখবে মেয়ে তোমার পিছনে লাইন ধরবে।
এলমন্ডের কথায় এলেক্স লজ্জা পেলেও সে তার লজ্জাভাব দেখালো না। সে বরাবরের মতোই চুপ করে মারিয়ার রান্না খাচ্ছিলো। এলমন্ড ছেলের কোনো কৌতুহল না দেখতে পেয়ে অবাক হলো। সে তার নিজের যৌবনের কথা গুলো ভাবতে লাগলো, যদিও এখনো তাদের বয়স তেমন হয়নি। এই ওয়ার্ল্ডে একজন সর্বোচ্চ দুইশত বছর বেঁচে থাকতে পারে। সাধারনত একশত বছর পর্যন্ত যৌবন কাল ধরা হয়, যেখানে এলমন্ডের বয়স পঞ্চাশের মতো হবে। এলেক্স প্রথমে অবাক হয়েছিলো এলমন্ড এবং মারিয়ার বয়স সম্পর্কে জানতে পেরে, তবে সেটা ততটাও বিশ্ময়কর জিনিস ছিলো না। এলমন্ড এবং মারিয়ার মধ্যে অনেক রহস্য রয়েছে যেগুলো এলেক্স বুঝতে পারে নি। তবে সেটায় এলেক্স আগ্রহী না। এলেক্স এই একাডেমি সম্পর্কে আগ্রহী হলো। মারিয়া এলেক্সকে পূর্বে একাডেমি সম্পর্কে কিছু বলে নি, তাই এলেক্স মারিয়ার দিকে তাকালো কৌতুহল দৃষ্টিতে। মারিয়া ছেলের আগ্রহ বুঝতে পেরে বলতে লাগলো,
-->>এলেক্স একাডেমি স্পেশাল একটা জায়গা। বিশেষ করে সেখানে সকল নোবেলদের ছেলে মেয়েরাই ঢোকার সুযোগ পায়। ডিউকের কন্যার লেটারের মাধ্যমে তোমার সেখানে প্রবেশ করা মোটেও কঠিন হবে না।
-->>এই একাডেমি কেমন জায়গা? মনে হচ্ছে কোনো স্কুলের মতো।
এলেক্স আস্তে আস্তে বললো কথাটা। এলেক্স পূর্বে মারিয়ার থেকে স্কুল সম্পর্কে শুনেছিলো। মারিয়া এলেক্সকে বুঝিয়ে বলতে লাগলো,
-->>স্কুল খুব সাধারন একটা জায়গা, যেটা তৈরী হয়েছে সাধারন লোকের ছেলেমেয়েদের জন্য। একাডেমি মূলত সকল কিংডমের ক্যাপিটালে অবস্থিত থাকে। তবে স্কুল তৈরী হয় সেই কিংডমের বাকি সকল শহর গুলোতে একটা করে। সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে কোনটা বেশী গুরুত্বপূর্ণ। স্কুল এবং একাডেমির শিক্ষার লক্ষ এক হলেও শিক্ষার ধরন দুটোর সম্পূর্ণ আলাদা। একাডেমিতে যদি একজন সাধারন ছেলে কিংবা মেয়ে প্রবেশ করতে পারে তাহলে ভবিষ্যতে তার নোবেল পদ পাওয়ার সম্ভবনা রয়েছে। যদিও এটা একটা সম্ভবা তবে এটা অনেক হয়ে থাকে।
-->>আমি কি ম্যাজিক সম্পর্কে শিখতে পারবো এই একাডেমি থেকে?
এলেক্স তার কৌতহলের প্রশ্নটা করলো মারিয়ার কাছে। মারিয়া এবং এলমন্ড নিজের মুখের দিকে তাকালো একবার, তারপর মারিয়া বলতে লাগলো,
-->>এলেক্স তোমাকে ম্যাজিক ব্যবহারের জন্য তিন এনার্জির মধ্য থেকে Mana এবং Pran এনার্জি ব্যবহারকারী হতে হবে। মূলত Pran ব্যবহারকারী হলে তুমি আমার মতো Alchemy কিংবা Healer হতে পারবে। Mana এনার্জি ব্যবহারকারী হলে Mage হতে পারবে, এরপর বিভিন্ন এট্রিবিউট ম্যাজিক স্পেল ব্যবহার করতে পারবে। কিন্তু...
মারিয়ার কথা শেষ হওয়ার পূর্বে এলমন্ড এলেক্সের গলার উপর দিয়ে হাত দিয়ে বলতে লাগলো,
-->>এলেক্স Mana এবং Pran একদম বাজে দুটো এনার্জি। আমি জানি তুমি তোমার বাবার মতো Aura এনার্জি ব্যবহারকারী হবে। তাই কোনো চিন্তা করো না। ভবিষ্যতে একজন লেজেন্ডারী Knight হতে হয়ে যাবে একদম আমার মতো।
-->>তুমি আর লেজেন্ডারী নাইট। হাসিয়ো না।
মারিয়া এলমন্ডকে রাগিয়ে কথাটা বললো। এলমন্ডও উত্তর দিলো,
-->>ঠিক আছে একাডেমির টেস্ট প্রথমে নিতে দাও এলেক্সকে তারপরই আমরা জানতে পারবো আমার Aura নাকি তোমার Pran ব্যবহারকারী হবে এলেক্স।
দুজনের ঝগড়ায় এলেক্সের ডিনার শেষ হয়ে গেলো। এলেক্স শান্ত ভাবে বসে প্রশ্ন করলো?
-->>টেস্ট?
-->>একাডেমিতে প্রবেশ মোটেও সহজ কোনো বিষয় না একজন নোবেলের ছেলে মেয়েদের জন্যও। তবে মূলত এই টেস্ট তৈরী হয়েছে সাধারন ছেলে মেয়েদের জন্য। নোবেল টাইটেল থাকলে এবং এনার্জি ব্যবহারকারী হলেই একাডেমিতে প্রবেশ করা যায়, তবে সেটা সাধারন ছেলেমেয়েদের জন্য একদম সহজ হয় না। সাধারন (Common) দের বেশ কয়েকটা টেস্টে পাশ করার পর একাডেমিতে প্রবেশের সুযোগ হয়।
মারিয়া বুঝিয়ে বললো এলেক্সকে। এলমন্ড এবার বলতে লাগলো,
-->>তবে ডিউকের কন্যার এই লেটারের সাথে সেটা ভিন্ন কথা। যদিও সাধারন ভাবে বেশ কয়েকটা টেস্ট করতে হয়, তবে এই লেটারের মাধ্যমে তুমি শুধু এনার্জি টেস্টে পাশ করলেই একাডেমিতে ঢুকতে পারবে।
এলেক্স কখন ঘুমিয়ে পরেছে সকল ব্যাখ্যা শুনতে শুনতে সেটা মারিয়া এবং এলমন্ড লক্ষ করে নি। তাই মারিয়া ছেলেকে কোলে নিয়ে তার রুমের মধ্যে বিছানায় শুইয়ে দিলো। একটা কাথা দিয়ে ঢেকে রুমের বাতি নিভিয়ে দিলো। রুমের মধ্যে বেশ কয়েকটা আগুনের মোমবাতি রয়েছে, যেগুলো মূলত সাধারন বাতির থেকে অনেক উজ্জ্বল আলো দিচ্ছে। মারিয়া রুমটা বন্ধ করে দিয়ে বেরিয়ে আসলো। নিচে আসার পরে এলমন্ড এবং মারিয়া কথা বলতে শুরু করলো,
-->>Honey, এলেক্সকে একাডেমিতে প্রবেশ করানোর কি দরকার ছিলো, আমাদের তো পরিবারের কাছে যেতে হবে।
-->>তুমি দেখলে না একাডেমির কথা শুনে ও কত আগ্রহ নিয়ে শুনতে লাগলো। আমরা ওর আগ্রহকে পিছনে রাখতে পারি? আর তাছাড়া ওর এই বয়সে বন্ধু-বান্ধব দরকার যেটা স্কুল কিংবা একাডেমিতে খুব সহজে বানাতে পারবে।
-->>কিন্তু আমি অপেক্ষা করতে পারছি না। তোমার বন্ধু কি পারবে ওর পায়ের সমস্যাটা ঠিক করতে? আমি এলেক্সের শরীর থেকে Aura এনার্জি অনুভব করতে পারছি, যেটা আমাকে ওকে ট্রেনিং দিতে পাগল করে দিচ্ছে,
এলমন্ড খুব উত্তেজিত হয়ে বললো, মারিয়া আবারো উত্তর দিতে লাগলো,
-->>তুমি নিজেও চেসলির ক্ষমতা সম্পর্কে জানো। তাই আমার মনে হয় এলেক্স এক সপ্তাহের মধ্যে পুরোপুরি ঠিক হয়ে যাবে।
মারিয়া কিছুক্ষন চুপ থেকে আবার বলতে লাগলো,
-->>আর হ্যা পরিবার থেকে ভেবে নিয়েছে হয়তো আমরা মারা গিয়েছি, তাই আপাতোতো তাদের সেভাবেই ভাবতে দিবো আমরা। সময় হলে তাদের চোখে এমনিতেই পরে যাবে, তখন তারায় নিতে আসবে আমাদের।
* * *
রাতের সময়ে ডিউক ম্যান্ডেলার ক্যাপিটালের ম্যানশনের মধ্যে বড় একটা ফাংশন হচ্ছে। আজ ডিউক ম্যান্ডেলা ভন রিসপন এর বিবাহ বার্ষিকী। তাই কিংডমের উচ্চ পদ ধারী সকল ব্যক্তি এবং তাদের পরিবার সেখানে জমা হয়েছে। ডিউক ম্যান্ডেলা এবং তার স্ত্রী অ্যারেন ভন রিসপনকে সকলেই শুভেচ্ছা জানাচ্ছিলো। ফাংশনটা হচ্ছে ডিউকের ম্যানশনের বিশাল বাগিচার মধ্যে। যেখানে কয়েকশত টেবিলের ব্যবস্থা রয়েছে, প্রতিটা টেবিলে হরেক রকমের খাবার রয়েছে, যেগুলো কিংডমের সবচেয়ে নামকরা Cheif দেরকে দিয়ে রান্না করানো হয়েছে। ফাংশনের মধ্যে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের বিষয় নিয়ে আলোচনা করছে। তবে সকলের আলোচনার মূল বিষয় পরের কিং কে হবে। বর্তমান কিং যে বেশী সময় আর বাঁচবে না এটা সাধারন বিষয় এখন কিংডমের মধ্যে। তাই সবাই জানে যে ক্রাউন এখন হয়তো প্রথম নাহলে দ্বিতীয় প্রিন্সের মাথায় যাবে।
ডিউক এভেস্ট এই ফাংশনের মধ্যে উপস্থিত হতে পারে নি। বরং তার জায়গায় তার কন্যা এলিন ভন উয়েক্সকুল ফাংশনে অংশগ্রহন করেছে। এলিন আলাদা একটা টেবিলে বসে ছিলো, তার ভির জায়গা মোটেও পছন্দ নয়। মেফাস কিংডমের পাঁচ টপ সুন্দরীর মধ্যে এলিন দ্বিতীয় জায়গায় আছে, যার কারনে ফাংশনের হাজারো মানুষের চোখ তার দিকে আছে, তবে সেটা বেশীক্ষন তার দিকে থাকলো না। দুটো জুসের গ্লাস হাতে নিয়ে ডিউক ম্যান্ডেলার ছোট কন্যা মাইরা ভন রিসপন এলিনের দিকে এগিয়ে আসলো। সবার নজর এখন মেফাসের দ্বিতীয় এবং তৃতীয় নম্বর সুন্দরীর দিকে। ডিউক কন্যা এলিন এবং মাইরা দুজনে বাকিদের দিকে নজর না দিয়ে নিজে একত্রে বসে গল্প করতে লাগলো।
মাইরা তার হাতের একটা গ্লাস এলিনের দিকে এগিয়ে দিয়ে বলতে লাগলো,
-->>এলিন আমাদের বন্ধুত্বের আজ দশ বছর পূর্ন হলো, আমাদের দশম বন্ধু বার্ষিকী পালনের জন্য এই ড্রিঙ্কসটা।
এলিন কিছুটা মন খারাপ করে বলতে লাগলো,
-->>আজ প্রিন্সেস এখানে থাকলে অনেক ভালো হতো।
-->>আমি প্রিন্সেসকে ইনভাইট করেছিলাম আজকের ফাংশনের জন্য। কিন্তু কিং এর শরীর খাপাপ হওয়ার কারনে প্রিন্সেস কিং এর সাথেই আছে।
-->>ও, প্রিন্সেসকে ছাড়া খালি খালি লাগছে কেমন জানি।
-->>সেকেন্ড প্রিন্স তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়েই আছে। বিয়ে করে ফেলো তখন তো রয়েল প্যালেসেই থাকতে পারবে, তখন প্রিন্সেসকে প্রতিদিনই দেখতে পারবে।
-->>এই কথা বাদ দাও তো। আমি কোনো প্রিন্স ট্রিন্সকে খুজছি না আমার মন দেওয়ার জন্য আপাতোতো। আসল কথা হলো এক সপ্তাহ পরে একাডেমিতে প্রবেশ করছি আমরা তুমি কি কৌতুহল না?
-->>এটা কি কোনো প্রশ্ন হলো? অবশ্যই। টাওয়ারে প্রবেশের জন্য তো একাডেমিতে ঢুকতে হবেই।
-->>মাইরা তোমার কি মনে হয় আমরা টাওয়ারের টেস্ট পার করতে পারবো?
-->>অবশ্যই পারবো, সকল একাডেমি তো টাওয়ারের টেস্ট পার করার জন্যই তৈরী হয়েছে।
-->>আমরা দুজনই তো Mana এনার্জি ব্যবহারকারী, আশা করছি আমরা একই এট্রিবিউট আনলক করবো।
-->>কেনো তুমি Mana Stone ব্যবহার করে দেখো নি?
-->>না তোমার মতই একাডেমি থেকে ব্যবহার করার অপেক্ষায় আছি আমি। তোমার কাছে না একাডেমির একটা ইনভাইটেশন লেটার ছিলো? আমাকে কি সেটা দিতে পারবে?(এলিন)
-->>তুমি দেরী করে ফেলছো। আজই সেটা আমি একজনকে দিয়ে দিয়েছি।
-->>তুমি আবার কাকে সেটা দিতে গেলে?
-->>একজন Commoner(সাধারন মানুষ) কে।
এলিন ভাবলো হয়তো শক্তিশালী কেউ হবে যে মাইরার মতো কারো কাছ থেকে একাডেমির ইনভাইটেশন লেটার পেয়েছে। এলিন কোনো লেটার পায় নি, তবে তার এক Maid এর কন্যাকে সে একাডেমিতে প্রবেশের সুযোগ দিতে চাচ্ছিলো, এলিন জানে মেয়েটা এমনিতেও সুযোগ পেতো একাডেমিতে যেহেতু সেই মেয়েটা Pran এনার্জি ব্যবহার করতে পারে। কিন্তু লেটারের মাধ্যমে সেটা সহজ হতো। এলিন কিছুটা রেগে গেলো। রাগ মাইরার উপরে হলো না, বরং সেই কমোনারের উপরে হলো, যে মাইরার থেকে লেটারটা পেয়েছে। এবং একজনের ডিউকের কন্যার রাগ সাধারন মানুষের উপরে হওয়া মোটেও ভালো বিষয় নয়।
* *
To Be Continue
* *
কেমন হলো জানাবেন।