#Demon_King#
পর্ব:৮০
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
একাডেমির সকল স্টুডেন্টদের আজ কোনো লেকচার ক্লাস নেই, বরং সবাইকে বাধ্যতামূলক ভাবে প্রাকটিক্যাল ক্লাসে প্রবেশ করতে বলা হয়েছে। তাই সকাল সকালই সবাই প্রাকটিক্যাল ক্লাসের দিকে রওনা হলো। লেকচার ক্লাসের মতো প্রতিটা ক্লাসের আলাদা আলাদা প্রাকটিক্যাল ক্লাস রয়েছে। তাই সবাই নিজেদের আলাদা আলাদা এট্রিবিউটের প্রাকটিক্যাল ক্লাসের দিকে ছুটে গেলো। মাইরা তার ফায়ার মানা প্রাকটিক্যাল ক্লাসে পৌঁছে গেছে, তবে এখনো সে এলেক্সকে দেখতে পারছে না। পুরো ক্লাসের মধ্যে সে একাই এক ব্যক্তি যে অন্য কাউকেই চিনে না। যদিও এখানে তার মতো আউটসাইডার আছে, তবে তারা অন্য কিংডম এবং অন্য এম্পায়ার থেকে আসায় মাইরা কাউকেই চিনে না। তাই সে একটা জায়গায় চুপ করে বসে রইলো।
"আমার মনে হয় এলেক্স ওর ডার্ক মানা প্রাকটিক্যাল ক্লাসে চলে গিয়েছে।" (মাইরা ভাবছে)
মাইরা খেয়াল করলো আজকে সবার দৃষ্টি প্রায় তার দিকে, সে কিছু বুঝে উঠতে পারছে না। যদিও গতকাল বা গত পরশু ও সবাই তার দিকে তাকিয়ে ছিলো তবে আজকের মতো সবার দৃষ্টি ছিলো না। আজ মাইরার মনে হচ্ছে তার চারপাশে চোখের সংখ্যা বেরে গিয়েছে।
"তাহলে কি এরা জেনে গিয়েছে আমি একজন ডিউকের কন্যা।" (মাইরা ভাবছে)
যদিও টাওয়ারের মধ্যে বাইরের অন্যান্য নোবেলদের তেমন সম্মান দেওয়া হয় না, তারপরও একজন ডিউক কিংবা কিং এর মর্যাদা সব জায়গাতেই থাকে। যেহেতু তারা সমাজের উচ্চ পর্যায়ের ব্যক্তি তাই কেউ তাদের অসম্মান করতে পারে না। তবে মাইরার চিন্তা ভাবনা যে কতটা ভুল ছিলো সে জানে না। মূলত সবাই তার দিকে এভাবে তাকিয়ে আছে, কারন কালকে সবাই মাইরা এবং প্রিন্স হ্যারিকে কথা বলতে দেখেছে। শুধু তাই নয় বরং তাদেরকে একসাথে একটা টিম বানিয়ে মিশিনেও যেতে দেখেছে। যা মূলত হওয়ার কথা ছিলো না। এখন তারা চাইলেও এসব মানুষদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না। প্রিন্সকে তারা ভালো করেই জানে। যদিও প্রিন্স হ্যারি অনেক কম বয়স্ক এবং সবার সাথেই ভালো ব্যবহার করে, তবে সে তার সামনে কোনো অন্যায় দেখতে পারে না। যেহেতু তাদের সাথে নতুন বন্ধুত্ব তৈরী করেছে তাই ক্লাসের কোনো ব্যক্তিই চাইবে না তাদের বিরুদ্ধে যাওয়া। যদিও হ্যারি সাধারণ প্রিন্স থাকলে মানুষ এসবে পরোয়া করতো না। তবে যেহেতু সে একজন ক্রাউন প্রিন্স এবং ভবিষ্যতে কিং হবে, তাই কেউ এখন থেকেই তার শত্রু হতে চাই না। পুরো ক্লাস চুপিচুপি কথা বলছে। তবে কেউই মাইরাকে বা তাদের অন্যান্য টিম মেম্বারকে নিয়ে কিছু বলছে না। আর এদিকে মাইরা এর কিছুই জানে না। সে তো এখনো হ্যারির পরিচয় সম্পর্কেও জানে না।
ক্লাস শুরু হলো, দুজন শিক্ষক প্রবেশ করলেন দুটো গোল বল নিয়ে। সাধারণত সেদুটো এনার্জি বল। যা মানা স্টোন দিয়ে তৈরী করা হয়েছে। এই এনার্জি বলের মাধ্যমে প্রতিটা স্টুডেন্টই কিছুটা মানা সাপ্লাই পাবে। যেহেতু আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সবার জন্য তাই মানা সাপ্লাই এর প্রয়োজন ছিলো সবারই। দুজন শিক্ষক দু দিকে দাঁড়ালো। একজন মেয়ে এবং অন্যজন ছেলে। তারা বলতে শুরু করলো,
-->> যারা পুরাতন স্টুডেন্ট তারা নিশ্চয় জানো আজকের ক্লাসটা কিসের, আর যারা নতুন তারা হয়তো তোমাদের সিনিয়রদের কাছ থেকে শুনেছো। তারপরও আমি বলে দিচ্ছি, আজকে তোমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। কারন তোমরা সবাই আজকে তোমাদের নিজস্ব ফ্যামিলিয়ারদের সাথে কন্ট্রাক করতে শিখবে।
ছেলে শিক্ষক বললো কথাটা। তার কথাটা শেষ হওয়াতেই মেয়ে শিক্ষক কথা বলতে শুরু করলো।
-->> তোমাদের মধ্যে ইতিমধ্যে অনেকে আছে যারা পূর্বে একটা ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক করেছে, আবার অনেকে আছে যারা পূর্বে চেষ্টা করেও পারে নি। যাদের ফ্যামিলিয়ার রয়েছে, তারা তাদের সিটে থেকেই তাদের ফ্যামিলিয়ারকে সাম্মন করো। আর যাদের এখনো ফ্যামিলিয়ার কন্ট্রাক করা হয় নি তারা অপেক্ষা করো আমাদের পরবর্তী নির্দেশের জন্য।
মেয়ে শিক্ষকের কথা সাথে সাথে ক্লাসের অধিকাংশ ব্যক্তিই তাদের ফ্যামিলিয়ারকে সাম্মন করে ফেললো। ফ্যামিলিয়ার সাম্মন করার জন্য সবাই তাদের হাতে একটু খানি ক্ষত করলো, যা থেকে কিছুটা ব্লাড পরলো। সেই ব্লাডকে মাটিতে ফেলে সবাই তাদের কন্ট্রাকের সময় তাদের ফ্যামিলিয়ারকে যে নাম দিয়েছিলো সে নাম ধরে ডাক দিলো তারা। আর তাতেই তাদের ব্লাড যে জায়গায় পরেছিলো সে জায়গায় একটা লাল সার্কেল তৈরী হলো। যা থেকে প্রত্যেক ব্যক্তির ফ্যামিলিয়ার বের হয়ে আসলো। এক এক জনের ফ্যামিলিয়ার গুলো এক এক রকম। যদিও ফ্যামিলিয়ার গুলোকে প্রথমে দেখলে অনেকেই মনস্টার মনে মনে করবে, তবে সব ফ্যামিলিয়ারই মনস্টার নয়। মনস্টার ফ্যামিলিয়ার খুব কমই দেখা যায়, কারন তারা কন্ট্রাক খুব কম তৈরী করে। বেশীর ভাগ ফ্যামিলিয়ার গুলো সাধারণত বিস্ট হয়ে থাকে।
-->> ফ্যামিলিয়ারের ধরনকে আমরা পাঁচ ভাগে আমরা বিভক্ত করেছি। প্রথমে সাধারণ বিস্ট, এদের সাথে কন্ট্রাক তৈরী করা অনেক সহজ। দ্বিতীয়ত হোলি বিস্ট, এরা সাধারণ বিস্টের থেকে উন্নত জাতের হয়ে থাকে। তৃতীয়ত। মনস্টার বিস্ট, এরা প্রথম দুটোর থেকে উন্নত জাতের। চতুর্থ জায়গায় আছে স্প্রিরিট বিস্ট, যারা পূর্বের তিন বিস্টের থেকে উন্নত জানের। এবং সর্বশেষে রয়েছে ডিভাইন বিস্ট, এরা সমস্ত ফ্যামিলিয়ারদের উপরে থাকে, তাই এদের সাথে আমাদের কন্ট্রাক তৈরী করা প্রায় অসম্ভবই বলা চলে। (মেয়ে শিক্ষক কথাটা বললো)
-->> এখন তোমাদের মনে যেসব প্রশ্ন রয়েছে আমি সেসবের উত্তর দেই। প্রথমত একজন ব্যক্তি একটা মাত্র বিস্টের সাথেই কন্ট্রাক করতে পারবে, যদিও কোটিতে মাত্র একজন ব্যক্তিই থাকে যে একাধিক বিস্টের সাথে কন্ট্রাক তৈরী করতে পারে। দ্বিতীয়ত, একটা বিস্টের সাথে কন্ট্রাক করাটা অনেক সহজ বিষয়। (ছেলে শিক্ষক কথাটা বললো)
খুব সহজেই দুজন শিক্ষক বুঝিয়ে দিলেন বিস্ট সাম্মন বা ফ্যামিলিয়ার সাম্মন জিনিসটা কি। তারপরও যারা বুঝতে পারে নি তারা তাদের আশেপাশে থাকা স্টুডেন্টদের থেকে শুনে নিচ্ছে। ফ্যামিলিয়ার বা বিস্ট সাম্মন এমন একটা জিনিস, যাতে করে একজন অউরা, মানা বা প্রাণ ইউজারকে কখনোই একা লড়তে হয় না। বিপদজনক অবস্থায় বা পরিস্থিতিতে একটা সাম্মন বিস্ট বা ফ্যামিলিয়ার অনেক ভাবে সাহায্য করতে পারে। আর দুজন শিক্ষক তার কিছু নমুনা প্রথমে দেখালেন। তাদের নমুনা দেখানো শেষ হলে দুজনেই আসল কাজে মনোযোগ দিলো।
-->> যাদের এখনো কোনো ফ্যামিলিয়ার নেই, তারা এখানে চলে আসো এবং প্রথম বারের মতো চেষ্টা করো। যদি তোমরা এখন সাম্মন করতে নাও পারো, তাহলে চিন্তার কোনো কারণ নেই। নিয়মটা দেখে রাখলে যেকোনো সময় চেষ্টা করতে পারবে কন্ট্রাক তৈরীর।
-->> যেহেতু কন্ট্রাক তৈরীর সময় প্রচুর পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। এনার্জি অভাবে অনেক সময় উন্নত জাতের বা একটা সাধারণ শক্তিশালী বিস্টের সাথে কন্ট্রাক তৈরী করা সম্ভব হয়ে উঠে না। আর এই সমস্যাটা রোধের জন্যই আমাদের একাডেমি এই দুটো এনার্জি বল তৈরী করেছে। সাধারণত এনার্জি স্টোনের থেকে এটা অনেক উন্নত মানের। হাজারো স্টুডেন্টকে এক সাথে এনার্জি সাপ্লাই দিতে পারবে এই এনার্জি বলটা।
-->> মেয়েরা এক এক করে আমার কাছে চলে আসো তাদের ফ্যামিলিয়ার কন্ট্রাকের জন্য এবং ছেলেরা তোমাদের স্যারের কাছে চলে যাও।
দুজন শিক্ষক একসাথে কথাগুলো বললো। তাদের কথা গুলো স্বাভাবিক হওয়ায় সবাই খুব সহজেই বুঝতে পেরেছে ফ্যামিলিয়ার জিনিসটা কি। প্রাকটিক্যাল ক্লাস অনুযায়ী সব কিছু প্রাকটিক্যাল ভাবে দেখালে সেটা বুঝতে কারোরই কোনো অসুবিধা হয় না। তাই তো উত্তেজনায় সবাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো,
-->> আমি পূর্বের বার পারি নি, আর এমনি চেষ্টাও করি নি।
-->> আমি তো কিছুদিন পূর্বে চেষ্টা করেছিলাম, একটা স্পিরিট বিস্টের সাথে প্রায় কন্ট্রাক হয়েই যাচ্ছিলো, কিন্তু আমার এনার্জির জন্য আমি পারি নি।
-->> আমি শুনেছি মনস্টার বিস্ট ফ্যামিলিয়ার খুব কম দেখা যায়, তবে সেগুলো তেমন শক্তিশালীও না।
-->> আমাদের বাসায় কাজ করে এক কমনার। তার সাম্মন একটা ওল্ফ মনস্টার যা সাধারণ একটা বিস্ট ফ্যামিলিয়ার থেকেও দুর্বল।
-->> আমি তো চাচ্ছি একটা ডিভাইন ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক করতে।
-->> ডিভাইন ফ্যামিলিয়ার সবথেকে রেয়ার, যা খুঁজে পাওয়া এবং তাদের সাথে কন্ট্রাক করা দুটোই ঝামেলার এবং কষ্টকর।
-->> যদি আমি দুটো ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক তৈরী করতে পারতাম, তাহলে কতই না ভালো হতো।
-->> হ্যাঁ দিন জেগে জেগে শুধু স্বপ্নই দেখো।
দুই শিক্ষক এতোক্ষনে যা বোঝালো তার সারমর্ম একসাথে করলো, ফ্যামিলিয়ার একটা পোষা প্রানীর মতো, যা নিজের বন্ধুর মতো যেকোনো জায়গায় এবং যেকোনো পরিস্থিতিতে একজনকে সাহায্য করবে। এই ফ্যামিলিয়ারদের সাথে নিজের ব্লাড দিয়ে কন্ট্রাক করতে হয় এজন্য তারা কখনো তাদের মাস্টারের আদেশকে অমান্য করতে পারে না। তবে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম দেখা যেতে পারে কিছু ফ্যামিলিয়ারের জন্য। একজন ব্যক্তি একটা মাত্র ফ্যামিলিয়ারের সাথেই কন্ট্রাক তৈরী করতে পারবে। যদি কোনো কারনে সে তার ফ্যামিলিয়ার কন্ট্রাকে সন্তুষ্ট না হয় তাহলে কন্ট্রাক তৈরীর সময় ফ্যামিলিয়ারটা যে শর্ত দিয়েছিলো সেটা পূর্ণ করে তাদের মধ্যকার কন্ট্রাককে বিচ্ছিন্ন করতে পারবে। তবে অধিকাংশ ফ্যামিলিয়ারদের শর্তই তেমন ভালো হয়ে থাকে না। তাই নিজেদের ফ্যামিলিয়ার পছন্দ করার সময় কয়েকবার ভেবে নিতে হয়। দুই শিক্ষক তাদের লেকচার শেষ করলো। এবার ছেলে এবং মেয়েরা দুই সারি তৈরী করলো এবং এক এক করে দুই শিক্ষকের কাছে গিয়ে নিজেদের ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরী করার চেষ্টা করতে লাগলো। ফ্যামিলিয়ার কন্ট্রাকের জন্য এক এক করে সবাই শিক্ষকদের কাছে গেলো। এনার্জি বলের একদম কাছে দাঁড়ালো। শিক্ষক দুজন সবার হাতে একটা করে কাগজ ধরিয়ে দিলো, সেটাকে কন্ট্রাক পেপার বলা হয়। প্রতিটা কন্ট্রাক পেপারের মধ্যে কিছু অজানা ভাষায় কিছু লেখা থাকে, যা ফ্যামিলিয়ারদের সাথে কন্ট্রাক তৈরীতে সাহায্য করে। মূলত এটার কাজ অন্যরকম, যা ব্যবহারের পরেই বোঝা সম্ভব।
* * * * *
প্রতি ক্লাসেই স্টুডেন্টদের ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরী করার কাজ চলছিলো। প্রায় প্রতি স্টুডেন্টই কন্ট্রাক তৈরীতে সফল হয়েছিলো। তবে তাদের মধ্যে মেজরিটি সংখ্যায় সাধারণ বিস্ট। হোলি বিস্টের সাথে কন্ট্রাক করেছে তাদের সংখ্যাও অনেকটা বেশী, তবে স্পিরিট বিস্টদের সাথে কন্ট্রাক করতে পেরেছে এরকম স্টুডেন্ট নেই বললেই চলে। হাতে গোনা মাত্র আটজন স্পিরিট ফ্যামিলিয়ারদের সাথে কন্ট্রাক করতে পেরেছে। যা প্রতিবারের সংখ্যা হিসেবে কোনো অস্বাভাবিক কিছু না। সব ক্লাসে এখনো ফ্যামিলিয়ার কন্ট্রাকের কাজ চলছে। ডার্ক মানা প্রাকটিক্যাল ক্লাস, যেখানে স্টুডেন্টদের সংখ্যা নেই বললেই চলে। ত্রিশ থেকে চল্লিশ জনের মতো স্টুডেন্ট রয়েছে এখন এই ক্লাসের মধ্যে। অবশ্য এই সংখ্যাও হতো না যদি না আজকে ফ্যামিলিয়ার ক্লাস না হতো। সাধারণ ডার্ক এট্রিবিউটকে সবচেয়ে দুর্বল এট্রিবিউট ধরা হয়। কারন তার স্পেল মাস্টারি কেউই করতে পারে না। এজন্য কারো ডার্ক এট্রিবিউট থাকলেও তারা এই ক্লাসে উপস্থিত হওয়ার ইন্টারেস্ট রাখে না। এলেক্স এবং আরো তিনজন ব্যক্তিই শুধু এই ক্লাসে রয়েছে যারা ডার্ক মানা লেকচার আবার কিছু সময় প্রাকটিক্যাল ক্লাসেও উপস্থিত হয়। তাই তাদের জন্য ক্লাসের শিক্ষক দুজনেরও স্পেশাল একটা জায়গা তৈরী হয়েছে।
-->> এলেক্স, চলে আসো এবং কন্ট্রাক তৈরী করার চেষ্টা করো। (শিক্ষক)
এলেক্স যে ক্লাসে রয়েছে তাদের সবারই কন্ট্রাক তৈরীর চান্স চলে গিয়েছে। শুধু এলেক্সই বাকি আছে এখন। এতক্ষনে ক্লাসের সবারই একটা করে ফ্যামিলিয়ার হয়ে গিয়েছে। যদিও সব গুলোই সাধারণ বিস্ট ছিলো কয়েকটা হোলি বিস্ট বাদে, তবে মনস্টার কিংবা স্পিরিট বিস্টের কোনো চিহ্নই এলেক্স দেখতে পাই নি। আর ডিভাইন বিস্ট তো এখানে কল্পনার কথা।
"আমার তো একটা ফ্যামিলিয়ার, রয়েছে তবে সেটাকে আমি কোনো নাম দেই নি বলে এখন ডাকতে পারছি, তাহলে কি আমি আরো একটা ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরী করতে পারবো?" (এলেক্স ভাবছে)
শিক্ষকের ডাক অনু্যায়ী এলেক্স এগিয়ে গেলো স্টেজের উপরে। প্রাকটিক্যাল ক্লাসের স্টেজটা অনেক বড়, আর এখানেই সব কিছু প্রাকটিক্যাল ভাবে দেখানো হয়। মাঝে মাঝে ফাইটের ব্যবস্থাও তৈরী করা হয় এখানে। এলেক্স শিক্ষকের কাছে গেলো। আপাতোতো সেই একা রয়েছে, যার কন্ট্রাক শেষ হলে সবাই ক্লাস থেকে বের হতে পারবে, তাই কেউ এলেক্সের দিকে নজর দিচ্ছিলো না। নিজেদের গল্প এবং নতুন পাওয়া ফ্যামিলিয়ার নিয়ে সবাই ব্যস্ত ছিলো।
-->> কি করতে হবে নিশ্চয় বুঝতে পেরেছো। যদিও একাডেমি মিডিয়াম কোয়ালিটির কন্ট্রাক পেপার ব্যবহার করে সকল স্টুডেন্টদের জন্য, তবে আমি তোমাদের চারজনের জন্য আলাদা ভাবে উচ্চ লেভেল কন্ট্রাক পেপারের ব্যবস্থা করেছি। যদিও একজন আমাকে হতাশ করেছে তারপরও দুজনের পল আশানুরূপই হয়েছে। এলেক্স আমি চাই না তুমিও আমাকে হতাশ করো। (শিক্ষক)
দুজন শিক্ষকের মধ্যে ছেলে শিক্ষক এলেক্সকে কথা বললো। যেহেতু এলেক্স সহ আরো তিনজন সপ্তাহে তিন দিন ক্লাসে এটেন্ড করে তাই এই কম সময়ে তাদের সাথে শিক্ষকের সুন্দর একটা সম্পর্ক তৈরী হয়েছে। শিক্ষক তাদেরকে এখন থেকেই অনেক কদর করে, যেহেতু তারাই প্রথম যারা ডার্ক এট্রিবিউটকে গুরুত্ব দিতে শুরু করেছে। মূলত শিক্ষক এই পর্যন্ত কাউকে দেখে নি ডার্ক এট্রিবিউটকে কদর করতে। এলেক্স শিক্ষকের কাছ থেকে পেপারটা নিলো। যদিও তার মধ্যকার লেখাগুলো পূর্বের মতো নয় বা কাগজটা পূর্বের মতো নয়, তারপরও এলেক্স বুঝতে পারলো সেটা একই রকম যা এলেক্স লিচ্ দ্যা আনডেডকে নিজের ফ্যামিলিয়ার বানানোর জন্য পেয়েছিলো। এলেক্স কাগজটাকে বাম হাতে রাখলো। এবার শিক্ষকের দিকে ডান হাত এগিয়ে দিলো।
-->> কিছুটা ব্যথা করবে, তবে ঠিক হয়ে যাবে এটা। (শিক্ষক)
শিক্ষক তার হাতে থাকা ছোট একটা ব্লেড দিয়ে এলেক্সের আঙ্গুলে একটা কাট দিলো। যা থেকে ফোঁটায় ফোটায় ব্লাড বের হতে শুরু করলো। এলেক্স কিছু ফোঁটা ব্লাড সেই পেপারের উপরে ফেললো এবং নিজের চোখকে বন্ধ করে ফেললো। দুটো এনার্জি বলের পাশে দাঁড়ানোর ফলে বিপুল পরিমাণের এনার্জি সেই বল গুলো থেকে হঠাৎ এলেক্সের শরীরে প্রবেশ করতে লাগলো। শরীরে থাকার কোনো জায়গা না পেয়ে তা সরাসরি এলেক্সের রিং এর মাঝে চলে গেলো। বিষয়টা স্টুডেন্টরা লক্ষ করতে না পারলেও এতোক্ষণে দুজন শিক্ষক ঠিকই সেটা লক্ষ করেছে। এখন এই অবস্থায় এলেক্সের মাইন্ড আর সেখানে উপস্থিত নেই, বরং সে বিস্ট ওয়ার্ল্ডে চলে গিয়েছে।
* * * * *
(বিস্ট ওয়ার্ল্ড)
এলেক্সের মাইন্ড তার শরীর থেকে অন্য একটা জায়গায় চলে আসছে।
-->> তাহলে এটাকেই বিস্ট ওয়ার্ল্ড বলে, যেখানে লক্ষ লক্ষ প্রজাতির বিস্ট বাস করে। আমি তো ভেবেছিলাম এটা হয়তো এক্সব্লকে হবে। কিন্তু এক্সব্লকে হলে তো এতো সহজেই আমি প্রবেশ করতে পারতাম না। (এলেক্স)
এলেক্স আপাতোতো এক্সব্লকের চিন্তা বাদ দিলো। তার সামনে বিশাল বিশাল একটা খালি মাঠ রয়েছে যার মধ্যে কিছুই সে দেখতে পাচ্ছে না। মাঠের উপরে শুধু ঘাস রয়েছে, যতদূর চোখ যাচ্ছে শুধু খালি মাঠ ছাড়া আর কিছু দেখতে পাচ্ছে না এলেক্স।
-->> বিস্ট ওয়ার্ল্ড এরকম হবে তা চিন্তা করি নি আমি। (এলেক্স)
এলেক্স যদিও শিক্ষকদের বলা কথা থেকে জানতে পেরেছিলো যে বিস্ট ওয়ার্ল্ড অনেক আলাদা একটা জায়গা। যার মধ্যে বিভিন্ন ধরনের বিস্ট বাস করে। তবে ওয়ার্ল্ডটা কেমন তার কোনো ব্যাখ্যা বা বিশ্লেষণ সে বা কোনো স্টুডেন্টই দেই নি।
-->> হয়তো আমার একটা ফ্যামিলিয়ার রয়েছে বলে আমি কোনো কিছু দেখতে পারছি না। (এলেক্স)
এলেক্স কিছুটা কনফিউজড হয়েছে। যদিও সে অন্য কিছু দেখতে পাচ্ছে, তবে অন্তত তার নিজ ফ্যামিলিয়ারকে এখানে দেখাটা উচিত ছিলো। এতে করে অন্তত তার ফ্যামিলিয়ারকে একটা নাম দিয়ে সে তাদের কন্ট্রাককে শেষ করতে পারতো। সব ভাবনা চিন্তা নিয়ে এলেক্স ব্যস্ত ছিলো। থুতনিতে ডান হাত মুঠ পাকিয়ে হাতের উপরে মাথার সমস্ত ভর রেখে দিয়ে সে গভীর চিন্তায় মগ্ন ছিলো। তখনি হঠাৎ নিচ থেকে ছোট একটা জিনিস লাফ দিলো এবং এলেক্সের মুখের সামনে এসে চিৎকার শুরু করলো,
[বুইয়াহহহহহ।]
এলেক্সের ঠিক সামনেই লিচ্ দ্যা আনডেড তার বড় স্কাইটি নিয়ে ভেসে আসলো। যদিও এলেক্স তাকে দেখেছে, তবে তার ভাবনা নিয়ে ব্যস্ত থাকার কারনে সে তাকে কিছুক্ষনের জন্য ইগনোর করলো।
[মাস্টার আপনি আসলেই নো ফান।]
কথাটা বলেই লিচ্ দ্যা আনডেড মুখটা ডান দিকে ঘুরালো। এলেক্স যদিও কোনো কথা বলতে চাচ্ছিলো না। তবে সে জিজ্ঞাসা না করে থাকতে পারলো না।
-->> এটা না বিস্ট ওয়ার্ল্ড, তাহলে আমি অন্য কোনো বিস্ট এখানে দেখতে পারছি না কেনো? (এলেক্স)
[এতো কাল পরে আমার মতো গ্রেট একটা ফ্যামিলিয়ারের সাথে আপনি দেখা করলেন, আর এটা আপনার মনের মধ্যে ছিলো? মাস্টার আমি সত্যিই ব্যথিত।]
লিচের ছোট শরীরটায় সে কান্না করার অভিনয় করতে শুরু করলো। যা দেখতে কিউট হলেও এই মায়ায় এলেক্স পা দিতে রাজি নয়।
-->> আমি শুনেছি লক্ষে ৯৯.৯৯ শতাংশ মানুষই শুধু একটা ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরী করতে পারে। তাই আমি ভেবেছিলাম সেই ০.০১ মানুষের মধ্যে আমি হতে পারবো যার একাধিক ফ্যামিলিয়ার থাকবে। (এলেক্স)
এলেক্সের কথা শুনে লিচ্ দ্যা গ্রেট বলতে শুরু করলো,
[আপনি নিশ্চয় নিজেকে একটু বেশী কিছু মনে করছেন। অবশ্য তা নাহলে আমার মতো গ্রেট মনস্টার বিস্টের মাস্টার হতে পারতেন না।]
এলেক্স তার ফ্যামিলিয়ারের কথায় রেগে গেলো এবং তার মাথায় একটা ঘুষি মারলো।
[আউচচচচচ, মাস্টার আপনি আমার মতো গ্রেট বিয়িং কে মারতে পারলেন?]
-->> তোমার কথা এবং ব্যবহারে আমার মেজাজ সেই বিগ্রে যাচ্ছে, তাই যদি নিজের ভালো চাও তাহলে তোমার ঔ মুখ এবং শরীরের নরাচরা বন্ধ রাখো। (এলেক্স)
লিচ্ দ্যা আনডেড কিছুক্ষন চুপ রইলো। যদিও একটা সময় সে এলেক্সের শরীরকে নিজের করতে চেয়েছিলো, তবে সেটা অতীতে ছিলো। আপাতোতো একটা ফ্যামিলিয়ার হিসেবে তাকে তার মাস্টারের সকল আদেশকে পূর্ণ করতে হবে। সে মনে মনে চিন্তা করতে লাগলো,
"ব্লাক ড্রাগন টার থেকে আমার নতুন মাস্টার কিছুটা ভালো। অন্তত আমাকে কথায় কথায় তো আর আগুনে পুরতে হয় না।" (লিচ্ ভাবছে)
লিচ্ দ্যা আনডেড তার অতীতের কিছু মুহুর্ত মনে করলো, যা মনে করতেই তার শরীরটা কেঁপে উঠলো। যেহেতু এখন সে একটা ফ্যামিলিয়ার তাই তার মাস্টারকে খুশি করতে তাকে সব কিছুই করতে হবে। আর কিউট হওয়ার অভিনয় করে সেটাই করার চেষ্টা করতে ছিলো লিচ্।
[মাস্টার আপনি আমাকে একটা নাম দিয়ে দিন এখন।]
লিচ্ দ্যা আনডেড তার কিউট হওয়ার অভিনয়কে এক সাইডে রাখলো এবং সিরিয়াস হয়ে গেলো। তার বিশাল বিশাল চোখ দুটো উজ্জ্বল হয়ে গেলো তার কথার সাথে। মুখে সিরিয়াস ভাব, তারপরও তাকে কিউট লাগছিলো। এলেক্সের তেমন অনুভূতি নেই, নাহলে সে এতোক্ষনে লিচ্ দ্যা আনডেডকে কোলে নিয়ে আদর করে দিতো। তবে আপাতোতো ওর মন ওকে আরো পিটাতে চাচ্ছে। এলেক্স নিজেকে কন্ট্রোল করে বলতে লাগলো,
-->> তোমাকে একটা নাম দিলে আমি এখান থেকে বের হয়ে যাবো তাই না? (এলেক্স)
[হ্যাঁ, নিয়ম অনুযায়ী মাস্টার আপাতোতো বের হয়ে যাবে। তবে আপনি চাইলে পরে আবারো একটা কন্ট্রাক পেপারের মাধ্যমে বিস্ট ওয়ার্ল্ডে আসতে পারবেন। তবে আবারে এই জায়গাতেই আটকে থাকবেন আমার সাথে।]
-->> তাহলে এখান থেকে অন্যান্য বিস্টদের কাছে যাওয়ার কোনো উপায় নেই? (এলেক্স)
[না মাস্টার]
এলেক্স লিচ্ দ্যা আনডেড এর দিকে তাকিয়েই বলে দিতে পারছে তার ফ্যামিলিয়ার মিথ্যা বলছিলো। লিচ্ অন্য দিকে তাকিয়ে ছিলো সেই সাথে কি যেনো বির বির করছিলো মুখের মধ্যে। এলেক্স জানে তাদের মতো ব্যক্তিকে কিভাবে কথা বলাতে হয়।
-->> তুমি একটু পূর্বে বললে তুমি একটা গ্রেট বিয়িং, তাহলে সব ফাঁপর ছাড়া কিছু ছিলো না। তুমি এই সামান্য জিনিস জানো না। (এলেক্স)
এলেক্সের তীরটা ঠিক লিচ্ এর বুকে গিয়ে লাগলো। লিচ্ রেগে গেলো। তার প্রাইডে আঘাত লেগেছে। রাগে তার মুখ লাল হয়ে গেলো, যাতে তাকে আরো কিউট লাগছিলো। সে বলতে শুরু করলো,
[আমি চাচ্ছিলাম মাস্টারের একমাত্র ফ্যামিলিয়ার হয়ে থাকবো, কিন্তু এখন কথাটা আমার প্রাইডে চলে এসেছে।]
-->> তুমি তো এটাও হয়তো জানো না যে এই ওয়ার্ল্ডের শক্তিশালী বিস্ট কারা। (এলেক্স)
[মাস্টার, আমি একজন গ্রেট বিয়িং যার এখনো কোনো নাম দেন নি। তবে যেহেতু কথা এখন আমার প্রাইডে চলে আসছে, তাই আমি আপনাকে এই বিস্ট ওয়ার্ল্ডের সব থেকে শক্তিশালী বিয়িং এর সাথে কন্ট্রাক তৈরীর সুযোগ করে দিবো। তৈরী হয়ে যান ফরবিডেন বিস্টের সাথে দেখা করতে মাস্টার। কারন আমি আপনার ফ্যামিলিয়ার আপনাকে এখন বিস্ট ওয়ার্ল্ডের সবথেকে মারাত্মক জায়গাতে নিয়ে যাবো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।