#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫৪
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
এক মাস পনেরো দিন পরে,
রোজা এবং মাস্ক পার্টির অন্যান্য সদস্যরা পার্টির লিডারের কাছে যাচ্ছে। আপাতোতো পার্টির কোনো হেডকোয়ার্টার নেই। এমনকি কোনো নির্দিষ্ট জায়গাও নেই, হোয়াইট পার্টির প্রোপার্টির মধ্যে তারা তাদের সাময়িক অফিস তৈরী করেছে।
-->> আমি শুনেছি আমাদের পার্টি লিডার নাকি এই দেড় মাস স্পেশাল মার্শাল আর্ট ট্রেনিং নিয়েছে, এটা কি সত্য রোজা ম্যাম? (এলিস)
-->> ও প্লিজ, আমি আর তোমাদের কারো ভাইস লিডার নই। তাই আমাকে আর ম্যাম বলে ডাকতে হবে না। (রোজা)
-->> আপু আমি একটা বিষয় বুঝতে পারছি না। তুমি এতো বড় একটা পার্টির ভাইস লিডার ছিলো, যে টিম ড্যানজন ক্লিয়ার করার একদম শেষ পর্যায়ে ছিলো। সেটা ছেড়ে দিয়ে এই নতুন এবং ছোট পার্টিতে কেনো যোগ দিতে চাইলে? অবশ্যই সেই ফাইটটা কোনো কারন হবে না। (এমিলি)
-->> কিছু সময় বিষয়গুলোকে অন্যভাবেও দেখতে হয়। এই পর্যন্ত আমরা এবং ব্লাক পার্টি অনেক বারের মতোই নবম ফ্লোরের বস মনস্টারকে চ্যালেজ্ঞ করেছি। তবে ফল হিসেবে প্রতিবারই আমাদের অভিজ্ঞ প্লেয়ারদের হারাতে হয়েছে। তাইতো এবার একটু ভিন্ন ভাবে শুরু করার চেষ্টা করছি। (রোজা)
-->> তোমার কি মনে হয় যে এই ব্যক্তিটা এই ড্যানজন ক্লিয়ার করতে পারবে? (এমিলি)
-->> আমার মনে হয় না, তবে আমার মনে বিশ্বাস আছে যে আর কেউ পারুক বা না পারুক জ্যাক ঠিকই ড্যানজনটা ক্লিয়ার করতে পারবে। (রোজা)
-->> আচ্ছা কেউ কি বলতে পারবেন আমাদের পার্টি লিডার এতো শক্তিশালী হয়েছে কিভাবে? (ভুসেকা)
ভুসেকার কথায় কেউ কোনো উত্তর দিলো না। তাই সে নিরব হয়ে গেলো। তারা এতোক্ষনে পৌঁছে গেছে তাদের কাঙ্খিত জায়গাতে। যেখানে জ্যাক নিজেকে বন্ধ রেখেছিলো এক মাস পনেরো দিনের জন্য।
-->> আমি তো একদিনই নিজের রুমের মধ্যে থাকতে পারি না, আর আমাদের পার্টি লিডার পুরো দেড় মাস একটা রুমের মধ্যে বন্ধ ছিলো, তাও আবার কোনো মোবাইল, ইন্টারনেট, টিভি, কম্পিউটার ছাড়া। আমাকে কেউ এভাবে দুদিন রাখলে আমি পরের দিন সুইসাইড করতাম। (ভুসেকা)
সবাই ভুসেকার কথাটা শুনার পরে রুমের দিকে ফলো করলো। জ্যাক ফ্লোরের উপরে বসে ছিলো। অনেক আজব একটা স্টাইলে বসে ছিলো। দুই পা দুই পায়ের মাঝে রেখে সোজা হয়ে বসেছে সে এবং দুই হাটির উপরে তার হাত দেওয়া রয়েছে। এই অবস্থায় চোখ বন্ধ করে জ্যাক বসে আছে। সে মেডিটেশন করছিলো। যা দাঁড়িয়ে থাকা কারো মাথার মধ্যেই ঢুকছিলো না।
-->> লিডার কি ইয়োগা করছে? (এলিস)
-->> আমার মনে হয় যোগব্যায়াম করছে। (ভুসেকা)
-->> দুটো একই ভুসেকা। (লুইস)
-->> ও সরি। (ভুসেকা)
জ্যাক এতোক্ষণে মেডিটেশন করতে থাকলেও সবার উপস্থিতি অনুভব করতে পারছিলো। শুধু সে অপেক্ষায় ছিলো তাদের পরিচয়ের জন্য। যদি তারা তাকে আক্রমন করতো তাহলে জ্যাক কাউন্টারের জন্য প্রস্তুত ছিলো। তবে ভুসেকার নাম শোনার পরেই জ্যাক বুঝতে পারলো তারা শত্রু নয়। জ্যাক তার মেডিটেশন ভাঙলো এবং নিজের চোখ খুললো। আজকে সবার আসার কথা সেটা সে ভালো করেই জানতো। তাইতো সে তার মাস্কটা পরেই ছিলো পূর্বে থেকে। একটা বিশাল নিশ্বাস নিলো এবং সেটা আস্তে আস্তে করে ছেড়ে দেওয়ার মাধ্যমে জ্যাক তার মেডিটেশন শেষ করলো।
-->> আমি তোমাদেরই অপেক্ষা করছিলাম। (জ্যাক)
-->> লিডার, আপনার বলা মতো আমরা ষষ্ঠ ফ্লোর ক্লিয়ার করেছি এবং সপ্তম ফ্লোরে চলে এসেছি। (লুইস)
-->> অনেকটা কষ্ট হয়েছিলো, তবে সবাই একসাথে কাজ করার মাধ্যমে আমরা সম্পূর্ণ করতে পেরেছি আপনার টাস্ক। (রাইসা)
-->> ওয়েল ডান। আমি সবার থেকে একটু বেশী আশা করছিলাম। মনে হচ্ছে আমার আশাটা তোমরা পূর্ণ করতে পেরেছো। তাহলে আর দেরী না করে আমরা সপ্তম ফ্লোরের দিকে রওনা দেই। (জ্যাক)
-->> এতো তারাতাড়ি? ওরা তো সবাই ক্লান্ত, দেড় মাস কোনো রেস্ট নিতে পারে নি। (রোজা)
জ্যাক রোজার দিকে তাকালো। রোজা একটা বিষয় খেয়াল করলো, জ্যাকের চারপাশ দিয়ে একটা আজব এনার্জি রয়েছে। যা তাকে জ্যাককে ভয় পাওয়াতে সক্ষম করছিলো। রোজা আর কিছু না বলে শুধু জ্যাকের বলার অপেক্ষায় ছিলো,
-->> একটা বাঘ তখনি ভয়ঙ্কর হয় যখন সে ঘায়েল থাকে। আর এখন এরা সবাই ঘায়েল হয়ে আছে। মানে এরা এদের সব সময়ের থেকে ভয়ঙ্কর এখন। এটাকে যদি ফ্লোর ক্লিয়ার করার ক্ষেত্রে কাজে লাগানো যায় তাহলে বেশ ভালো একটা রেজাল্ট পাওয়া যাবে। (জ্যাক)
জ্যাকের কথা কেউ ফেলতে পারলো না। যদিও সবার একটু রেস্ট নেওয়ার দরকার ছিলো, তারপরও তাদের নতুন লিডারের কথা তাদেরকে অনেকটা মোটিভট করলো। তারা মূলত এমনই একটা লিডার খুঁজছিলো, যার মাধ্যমে তারা সবাই আরো শক্তিশালী হতে পারবে। আর জ্যাক তে তাদের সেই সুযোগ দিয়েছে।
-->> যাওয়ার পূর্বে আমি সবাইকে কিছু গিফট দিতে চাই। (জ্যাক)
বলেই জ্যাক তার মোবাইল বের করলো এবং কিছু একটা করলো তার মধ্যে। সাথে সাথে অন্যদের মোবাইলের মধ্যে মেসেজ আসতে শুরু হলো।
-->> ওয়াও দশ হাজার গোল্ড কয়েন। আমি ভাবতেও পারি নি এতো গোল্ড কয়েন আমি এতো সহজে একত্র করতে পারবো। (এলিস)
-->> কেনো বস মনস্টার গুলো হত্যার মাধ্যমে তো বেশ ভালো গোল্ডই আমরা পেয়েছি। (আয়াব)
-->> তারপরও, হোয়াইট পার্টির স্যালারি তো মাত্র এক হাজার গোল্ড কয়েন ছিলো। (রাইসা)
-->> আমি সত্যি ধন্য এই পার্টিতে এসে। (ভুসেকা)
-->> সাথে একটা মাস্কও রয়েছে। (জুন)
-->> আমরা তাহলে এখন মাস্ক পার্টির অফিসিয়াল মেম্বার।( ইভা)
জ্যাক আর কিছু বললো না। সে নিজের মতো যেতে লাগলো। তার পিছনের সবাই এক এক করে তাদের মাস্ক পরে নিলো। যেহেতু তাদের পার্টি নামই মাস্ক পার্টি, তাই মাস্কই সবার প্রতীক। এজন্য মাস্ক তে পড়তেই হবে। স্টোর থেকে বারোটা মাস্ক কিনেছিলো জ্যাক তাদের জন্য। যার একটাও নষ্ট হলো না। প্রথমে জ্যাক মনে করেছিলো কেউ হয়তো সপ্তম ফ্লোরে এই কম সময়ের মধ্যে আসতে পারবে না। তবে জ্যাকের চিন্তা ভুল প্রমাণিত হলো এবং সবাই একটা করে মাস্ক পেয়ে গেলো।
* * * * *
(সপ্তম ফ্লোর)
ফিল্ড বসের কাছে পৌঁছে গিয়েছে পুরো মাস্ক পার্টি। পূর্বে জ্যাক একা এই ফ্লোরে এসেছিলো তবে সেটা তার জন্য বেশী ভালো কিছু ছিলো না। জ্যাক বরফের বৃষ্টির কারনে কিছুই দেখতে পারছিলো না এক বিন্দু সামনে। তবে এবার সাথে সাপোর্টার থাকায় জ্যাককে এতো কষ্ট করতে হয় নি। সাপোর্টাররা মূলত বিভিন্ন ধরনের স্কিল ব্যবহার করতে পারে, যেগুলোকে ম্যাজিক স্পেলের মতোই মনে হয়। আবার অনেকে ম্যাজিক স্পেলও ব্যবহার করতে পারে। সাপোর্টার স্কিল পাওয়ার মধ্যে বেশ কয়েকটা সুবিধা রয়েছে।
"সার্চ"
একটা এমন একটা স্কিল যা সাপোর্টারদের তাদের টিমমেট এবং শত্রুদের শনাক্ত করতে সাহায্য করে। যদি চোখ বন্ধ থাকে তাহলেও সহজেই বলে দেওয়া যাবে কে কোথায় আছে। আর এটা ব্যবহার করেই জুন, ইভা এবং রাইসা ফিল্ড বসের লোকেশন বের করেছে। ফিল্ড বস যে কিনা বিশাল একটা আইস গোলেম ছিলো তাকে হত্যা করাটা সহজ বিষয় না। জ্যাক এবং রোজা পিছনে দাঁড়িয়ে ছিলো আর এই সময়ে টিমের বাকি এগারো জন মিলে বসের সাথে ফাইট করছে। অবশ্য এটা তাদেরই প্লান ছিলো।
-->> লিডার, আপনি একটু রেস্ট নিন। যেহেতু আপনি এটাকে হারিয়ে ফেলতে পারবেন, তাই প্রথমে আমাদেরকে সুযোগ দিন। (লুইস)
এটাই ছিলো তাদের রিকুয়েষ্ট। জ্যাক মানা করতে পারে নি, তারও দেখার ছিলো কিরকম ভাবে তারা ফাইট করে। টিমের ট্যাংক হিসেবে রয়েছে ব্রান্ডেন এবং ভুসেকা। ড্যামেজ ডিলার রয়েছে লুইস, শাও, আয়াব। সাপোর্টার রয়েছে এমিলি, জুন, রাইসা, ইভা। এবং সর্বশেষ হিলার দুজন হলো ক্যাভেন এবং এলিস। সব মিলিয়ে একটা পারফেক্ট ব্যালেন্স রয়েছে এই টিমের মধ্যে। তারা মোটামুটি ভালোই করছিলো। ট্যাংক দুজন আইস গোলেমের এগরো টানছিলো এবং তাদের শিল্ড দিয়ে গোলেমের এট্যাককে আটকাচ্ছিলো। এই সুযোগে পিছন থেকে সাপোর্টার চারজন তাদের রেসট্রিকশন স্কিল গুলো ব্যবহার করে বসের গতিকে কমিয়ে দিচ্ছিলো। আর তখনি ড্যামেজ ডিলাররা তাদের মারাত্মক পরিমাণের ড্যামেজ গুলো দিতে থাকে আইস গোলেমটার উপরে। যদিও ড্যামেজ গুলো সাধারণ বসের উপরে ভালোই কাজ করতো, তবে এখন এখানে তেমন কাজে দিচ্ছে না।
-->> আইস গোলেম গুলো শারিরীক ডিফেন্স বেশী হওয়ায় কোনো শারিরীক এট্যাকে তাদের হত্যা করা সম্ভব নয়। তারপরও তাদের লাইফ অনেক বেশী হয়ে থাকে। আবার সাধারণ গোলেমদের থেকে অনেকটা বেশী ড্যামেজও দিতে পারে তারা। (রোজা)
হঠাৎ রোজা জ্যাককে বলতে লাগলো কথাটা।
-->> তাহলে ম্যাজিক তাদের দুর্বলতা? (জ্যাক)
-->> সেটাও বলা যায় না। আইস গোলেম কোনো ম্যাজিকের কাছেই দুর্বল নয়, শুধু ফায়ার স্কিল বা ম্যাজিক বাদে। (রোজা)
-->> সাপোর্টার গুলো তো ফায়ার স্কিল ব্যবহার করছে, তাতেও তো কোনো পার্থক্য দেখছি না। (জ্যাক)
-->> ঔ তাপটা গোলেমের কাছে দূর থেকে আগুনে হাত ছ্যাকার মতোই। তাইতো কিছুই হচ্ছে না। (রোজা)
-->> তাহলে তোমরা হারিয়েছিলে কিভাবে এই গোলেমকে? (জ্যাক)
-->> আমরা বিশজন সাপোর্টার একসাথে তাদের সবচেয়ে শক্তিশালী ফায়ার স্কিলগুলো ব্যবহার করেছিলাম, তারপরই এটাকে হারিয়েছিলাম। তবে এখন আমার লেভেল বৃদ্ধি পেয়েছে তাই এটাকে হারানো কোনো ব্যাপারই না। (রোজা)
-->> ও তাহলে তো সেই সুযোগ তোমাকে দেওয়া যাচ্ছে না। (জ্যাক)
জ্যাক তার এতো দিনের ট্রেনিং এর ফলটা দেখার জন্য অনেক আগ্রহী ছিলো। তবে সেরকম কোনো চান্স সে পায় নি। আসার সময় ফ্লোর মনস্টার যেসব তাদের সামনে পরেছিলো সব তার পার্টি মেম্বারই হত্যা করেছিলো। তাই আপাতোতো বসই তাকে তার আগ্রহকে মেটানোর সুযোগ বানিয়ে দিচ্ছে।
"সুপার হিউম্যান স্ট্রেন্থ"
"হিট ওয়েব"
"ক্লাইর্ভয়ান্স"
জ্যাক একসাথে তার তিনটা সুপার ন্যাচারাল পাওয়ার একটিভ করলো। যার মাধ্যমে আপাতোতো তার শরীরে অনেক শক্তি, শরীর আগুনের মতো গরম এবং সেই সাথে যেকোনো বস্তুর দুর্বলতা দেখার সুযোগ চলে আসলো তার। জ্যাক জোরালো কন্ঠে বলতে লাগলো,
-->> আমি তোমাদের জায়গাতে থাকলে এখন সরে যেতাম। (জ্যাক)
জ্যাকের কথা শুনে সবাই জ্যাকের দিকে তাকালো। তারা মোটেও প্রস্তুত ছিলো না। তবে তারপরও একটু পিছিয়ে আসলো বসের জায়গা থেকে। জ্যাক তার সুপার হিউম্যান স্ট্রেন্থের ব্যবহার করে একটা উচু লাফ দিলো। লাফ দিয়ে সোজা আইস গোলেমের মাথার উপরে চলে গেলো সে। নিচে পরার সময় সে তার পা কে সামনে দিকে রেখে দুই বার স্পিন খেলো। এবং তখনি সে গোলেমের মাথা বরাবর একটা কিক দিলো। কিকটা দেওয়ার সাথে সাথে সে তার আরেকটা এবিলিটি ব্যবহার করলো।
"সুপার স্পিড"
পুরো সুপার স্পিডে চলে গেলো সে। এই সময়ে সে দেখতে পেলো আইস গোলেমের মাথাটা খুবই আস্তে আস্তে মাটির দিকে যেতে লাগলো। জ্যাক এই সময়ে আইস গোলেমের থুঁতনি বরাবর নিচ থেকে আরো একটা কিক দিলো। যে কিকে আইস গোলেমের মাথাটা তার শরীর থেকে ছিন্ন হয়ে উড়ে আকাশে চলে গেলো। শুধু তাই নয়, বরং জ্যাকের দুটো কিকের ফলেই তা থেকে দুটো ড্রাগনের প্রতিচ্ছবি তৈরী হয়েছিলো। যা সাধারণত লম্বা ড্রাগনের আকারে ছিলো।
"টুইন ড্রাগন কিক"
-->> ওয়াও, ঔটা কি ছিলো? (রাইসা)
-->> আমি কি মাত্র দুটো ড্রাগনকে দেখলাম? (জুন)
-->> আমাদের লিডার কি তাহলে একটা ড্রাগন? (এলিস)
-->> সো কুল, আমি যতই দেখছি ততই লিডারের উপরে পাগল হয়ে যাচ্ছি। (ইভা)
অন্যদিকে ছেলেরা বলতে লাগলো,
-->> মানতেই হবে আমাদের লিডার অনেক শক্তিশালী এবং অনেক কুল, তবে আমার কেনো জানি তার উপরে হিংসে হচ্ছে। (ভুসেকা)
-->> সব মেয়েদের ক্রাস আমাদের লিডার, তাই হিংসে হওয়া স্বাভাবিক বিষয়। (লুইস)
সবাই খুশিতে, হিংসেতে তাদের বস হত্যাকে উৎযাপন করলো। তবে রোজা সরাসরি জ্যাকের সামনে এসে দাঁড়ালো।
-->> তুমি মাত্র যেটা ব্যবহার করলে, সেটা একটা মার্শাল আর্ট স্কিল ছিলো তাই না? (রোজা)
-->> হ্যাঁ কেনো? (জ্যাক)
-->> তুমি জানো সেটা কার স্কিল? (রোজা)
-->> না। (জ্যাক)
-->> জ্যাক তুমি যায় করো না কেনো আমি এই বিষয়ে তোমাকে সাবধান করবো। টাওয়ারে প্রবেশের পরে কখনোই ডোয়ার্ক মল্ট নামক ব্যক্তির সামনে যাবে না। (রোজা)
হঠাৎ ডোয়ার্ক মল্ট শব্দটা রোজার মুখে শুনে জ্যাক অবাক হয়ে গেলো। সে নিজেও এক সময়ে গড থাকার ফলে কিছুটা হলেও আন্দাজ করতে পারছে। একজন মানুষ হয়ে কোনো রকম ম্যাজিক কিংবা গডের সাহায্য ছাড়ায় অনেক ভয়ানক কিছু স্কিল তৈরী করেছে। মার্শাল আর্ট যা কোনো গড শেখায় নি বা তৈরী করে নি। মানুষ পরিবেশের এনার্জির ব্যবহার করে নিজেরাই তৈরী করেছে। আর জ্যাক মাত্র তার স্কিলের ভয়াবহটা দেখে বুঝতে পেরেছে। সে কোনো রকম এনার্জি ব্যবহার করে নি সেই স্কিলে, শুধু নিজের এবিলিটি দিয়ে কখনোই সে আইস গোলেমের ডিফেন্স ভেদ করতে পারতো না। এটা সে আগের ফ্লোরে দেখেছে। পূর্বের ফ্লোরের বসকে সুপার হিউম্যান স্ট্রেন্থ এর সাথে সুপার সনিক পান্স দিয়েও জ্যাক হারাতে পারে নি। আর এখানে তো একটা ডিফেন্সিভ বস ছিলো। তবে জ্যাক এখন থেকে এই ডোয়ার্ক মল্টের পরিচয়ে অনেক আগ্রহ হচ্ছে। কে এই ব্যক্তি যে এতো পরিচিত ড্যানজনের মধ্যেও।
-->> তোমার সবাধান করার তো কোনো কারন নিশ্চয় আছে তাই না? (জ্যাক)
-->> তার সম্পর্কে আমি কেনো, আমার বাবাও তেমন কিছু বলতে পারবে না। শুধু এটা বলতে পারবে যে, এই টাওয়ারের জি এম এর থেকেও ভয়ানক ব্যক্তি সে। (রোজা)
জ্যাকের কোনো কিছু অর্ধ শুনতে ভালো লাগে না। তাই সে তার ট্যালিপ্যাথি এবিলিটি ব্যবহার করলো। তবে তাতেও সে কোনো কিছু জানতে পারলো না রোজার মন থেকে। তাই আপাতোতো সময়ের জন্য সে ডোয়ার্ক মল্টকে নিয়ে চিন্তা ভাবনাটা বাদ দিলো।
-->> আমার মনে হয় আমাদের আজকের জন্য রেস্ট নেওয়াটাই ভালো হবে। (জ্যাক)
যদিও সবাই অনেক আগ্রহী ছিলো, তারপরও তাদের বিশ্রাম দরকার ছিলো। গোলেমের সাথে ফাইট করে সবাই ক্লান্ত ছিলো। সেই সাথে জ্যাকও ক্লান্ত। একই সাথে তিনটা এবিলিটি ব্যবহার করলে তার স্ট্যামেনা অনেক দ্রুত শেষ হয়। এবিলিটি গুলো কোনো এনার্জির সাহায্যে ব্যবহার হয় না। শুধু সেগুলো ব্যবহারের জন্য প্রয়োজনীয় স্ট্যামেনা দরকার। আপাতোতো দুটো এবিলিটিই জ্যাক ভালো করে ব্যবহার করতে পারে। তিনটা করতে গেলে সে দ্রুত হাফিয়ে যায়। স্ট্যামেনা শেষ হওয়ার পরও এবিলিটি ব্যবহার করলে মৃত্যুর সম্ভবনা রয়েছে যেটা জ্যাক মোটেও চাইবে না। জ্যাকের কথামতো সবাই একটু রেস্ট নেওয়ার সিদ্ধান্ত নিলো। তাই তারা আন্ডার গ্রাউন্ড সিটির দিকে রওনা দিলো।
* * * * *
জ্যাক তার রুমের মধ্যে শুয়ে ছিলো। এতোদিন ভালো ঘুম হয় নি তার। মেডিটেশন এবং কয়েকটা মার্শাল আর্ট স্কিলের ট্রেনিং করতে করতে সারা দিন রাত কেটে গিয়েছে তার। তাই আজকে একটু দ্রুত ঘুমিয়ে গিয়েছে। এক সময়ে সে খুব অলস একটা গড ছিলো যে মেয়ে এবং ঘুম ছাড়া আর কিছুই বুঝতো না। তবে এখন সেটা পরিবর্তন হয়েছে। নিজের গড টাইটেলের সাথে সে তার পুরাতন ব্যবহার গুলোকেও বর্জন করেছে। সব মিলিয়ে সে এখন আর অলস ব্যক্তি নয়। বরং নিজের প্লানকে সফল করার জন্য সে সবটা করতে প্রস্তুত এখন। আজ জ্যাক একটা স্বপ্ন দেখছে। স্বপ্নটা কিসের তা বুঝতে তার বাকি রইলো না। রিয়েলিটি প্রিজম বর্তমানে জ্যাকের এমন একটা ক্ষমতা যেটা ব্যবহার করলে মুছে যাওয়া রিয়েলিটির কিছু অংশ স্বপ্ন আকারে ভেসে উঠে। আর টিটান যেহেতু এখানে একবার রিয়েলিটি প্রিজম ব্যবহার করেছিলো, তাই এখন জ্যাক সেই মুছে যাওয়া রিয়েলিটি নিয়ে স্বপ্ন দেখছিলো।
জ্যাক নিজেকেই দেখতে পেলো। অবশ্য নিজেকে বললে ভুল হবে, বরং সে গ্রিডকে দেখতে পেলো, যে জ্যাকের পুরো সউল সহ তার শরীরকে দখল করে নিয়েছে। অবশ্য এটা ভালো কোনো দেখার বিষয় ছিলো না। এতো দিনে পোসেইডন অন্য একবার জন্ম নিতো অন্য একটা ইনকার্নেটের মাধ্যমে। তবে সে কথা এক পাশে রাখা যাক। দেখে মনে হচ্ছে ডিম্যান প্রিন্স অফ গ্রিড এবং ছোট একটা বাচ্চার সাথে অনেক ভয়ানক একটা যুদ্ধ হয়েছে।
-->> বাচ্চাটার বয়স কত হবে? পনেরো হবে হয়তো। (জ্যাক)
জ্যাক তার স্বপ্নের মধ্যে থেকেই কথাটা বললো। সে থার্ড পার্টি হয়ে একটা রিয়েল মুভি দেখার মতো স্বপ্নটা দেখছিলো, যেখানে তার অস্তিত্ব অন্য কারো নজরে আসছিলো না। ছোট একটা বাচ্চা যে দাঁড়িয়ে ছিলো গ্রিডের সামনে এবং গ্রিড কিছু না বলতে পেরে মাটির উপরে পরে ছিলো।
[নিল।]
ছোট ছেলে কথাটা বললো। কথাটা শোনার সাথে সাথেই গ্রিড কেঁপে উঠলো এবং এক হাঁটুতে ভর করে বসলো এবং একটা কিং কে যেভাবে সম্মান দেই ঠিক সেভাবে সম্মান করতে লাগলো।
[গ্লাটোনি]
ছেলেটা শুধু এটা বললো আর তার পায়ের নিচ থেকে কালো পানি বের হতে শুরু করলো, যা গ্রিডকে পুরো এবজোর্ব করে নিলো। এবার ছেলেটা বলতে লাগলো,
[ক্যারেক্টার চেঞ্জ]
তখনি জ্যাকের স্বপ্ন ভেঙে গেলো সেই তার ঘুমও। সে ঘুম থেকে উঠেই বলতে শুরু করলো,
-->> বিলজবাব, তাহলে সে এখনো মরে নি। ওয়েল এটা আশা করায় যাচ্ছে, যেহেতু ম্যামন এখানে রয়েছে তাই বাকি ছয় প্রিন্সদের বেঁচে থাকাটাও কোনো অস্বাভাবিক বিষয় নয়। (জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।