#Demon_King#
পর্ব:৮১
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(একাডেমি)
ডার্ক মানা প্রাকটিক্যাল ক্লাসের মধ্যে দুজন শিক্ষক এবং স্টুডেন্টরা অপেক্ষা করছিলো। মাত্র একজন স্টুডেন্টের ফ্যামিলিয়ার কন্ট্রাক শেষ হলেই আজকের ক্লাস এখানে শেষ হয়ে যাবে। ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরী করতে বেশী সময়ের প্রয়োজন হয় না। মূলত এখানে সময়ের প্রয়োজন বোধ হয় না। বিস্ট ওয়ার্ল্ড এবং এখানের সময় ভিন্ন সার্কেলে চলে। সেখানের এক দিন সময় এখানে মাত্র দশ মিনিটের মতো। তাইতো এই পর্যন্ত যারা কন্ট্রাক তৈরী করেছ তাদের এক দুই মিনিটেই কন্ট্রাক সম্পূর্ণ হয়ে গিয়েছে। শুধু কয়েকজন ছিলো যাদের সর্বোচ্চ দশ মিনিটের মতো সময় লেগেছিলো। আর তারা ভালো ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক করতে সক্ষম হয়েছিলো। অন্যদিকে এলেক্স যার প্রায় বিশ মিনিট হয়ে গেলো, এখনো সে বিস্ট ওয়ার্ল্ড থেকে বের হচ্ছে না। যার অর্থ সে শক্তিশালী কোনো বিস্টের সন্ধান পেয়েছে বা এখনো খুঁজে যাচ্ছে। এতোক্ষণ কেউ তার দিকে নজর না দিলেও এখন সবাই তার দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। যদিও এতোটা সময় এমনি কাটাতে তাদের বিরক্ত লাগছিলো তারপরও তারা অপেক্ষা করে যাচ্ছে। ডার্ক এট্রিবিউটকে সবাই তুচ্ছ একটা এট্রিবিউট মনে করে। তাই একাডেমিতে যাদের ডার্ক এট্রিবিউট রয়েছে তারা কখনো সেই এট্রিবিউটের ক্লাসে উপস্থিত হয় না। তবে আজকে সময় বাঁচানোর জন্য অনেকেই ডার্ক এট্রিবিউটের প্রাকটিক্যাল ক্লাসে এসেছে, যাতে তারা ফ্যামিলিয়ার তৈরী করে তারাতাড়ি তাদের মিশনের জন্য যেতে পারে। এতোক্ষণে তাদের মুখে বিরক্তের ছাপ থাকলেও তারা অপেক্ষা করে যাচ্ছে এখন। নোবেলরা যতই সময় বাঁচাতে ইচ্ছুক থাকুক না কেনো। তারা তাদের সম্মানকে এক সাইডে রেখে কখনো ডার্ক এট্রিবিউট ক্লাসে প্রবেশ করবে না। এই ক্লাসে যারা উপস্থিত আছে সবাই কমনার, আবার কেউ রয়েছে যারা একদম নিম্নমানের নোবেল, যাদেরকে অনেকটা কমনারদের মতোই দেখা হয়। কমনার হলেও তাদের মধ্যে অনেক কারেন্ট রয়েছে। তারা কমনার হওয়ার পরও টাওয়ারের আউটসাইডারদের সামনে এরকম ব্যবহার করে যে তারাই নোবেল। সমস্ত ক্লাসে এক একজন একে অপরের সাথে গল্প করছে,
-->> এলেক্স না কি নাম? আউডসাইডার না ও?
-->> হ্যাঁ, আমি তো অবাক এখনো ও বেঁচে আছে। আমাদের মতো মানুষের মাইন্ড বিস্ট ওয়ার্ল্ডে একদিনের বেশী সময় থাকতে পারে না। তবে আমাদের সময়ের বিশ মিনিট হয়েছে মানে ও পুরো দুদিন রয়েছে বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে।
-->> শিক্ষকরা কি কিছু করবে না এটার ব্যাপারে? ওর শরীরে তো এখনি লক্ষন দেখা যাচ্ছে।
-->> আউটসাইডাররা এমনই। তারা জানে না তাদের লিমিট কতটুকু, তাই তো তারা তাদের লিমিটকে ভাঙার চেষ্টা করে।
-->> হয়তো কোনো হোলি বিস্টকে ডিভাইন বিস্ট মনে করে তার পিছনে ঘুরে বেরাচ্ছে। হাহাহাহা
-->> আমার মনে হয় শেষ মেষ একটা সাধারণ বিস্টের সাথেই কন্ট্রাক তৈরী করবে।
-->> আমি বেট রাখতে পারি, ও একটা ফ্যামিলিয়ারের সাথেও কন্ট্রাক করতে পারবে না।
-->> দেখা যাক কি হয়।
অন্যদিকে মেয়ে শিক্ষকের কাজ শেষ হয়েছে, তাই সে তার কাছে থাকা এনার্জি বলটাকে নিয়ে ছেলে শিক্ষকের কাছে চলে এসেছিলো অনেক আগেই। প্লান্ট এট্রিবিউট ম্যাজিক দিয়ে একটা টেবিলের মতো তৈরী করেছিলো এবং তার উপরে এনার্জি বলটা রেখে দিয়েছিলো। এলেক্স দুটো থেকেই এনার্জি এবজোর্ব করছিলো, তাই শিক্ষক আরো কাছে এনে দিলো তা সহজ করার জন্য। কন্ট্রাক পেপার তিন ধরনের হয়ে থাকে, সাধারণ, মিডিয়াম এবং উচ্চ। কন্ট্রাক পেপারের মূল কাজ হলো একজন ব্যক্তির মাইন্ডকে বিস্ট ওয়ার্ল্ডে নিয়ে যাওয়া এবং তাদের শরীরের এবং আশেপাশের এনার্জিকে চ্যানেল করানো। একটা ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক তৈরী করার সময় অনেক পরিমাণের এনার্জির প্রয়োজন হয়। আর যা সাধারণ কন্ট্রাক পেপার শরীর থেকে সাপ্লাই দিতে পারে না। এজন্য সাধারণ পেপার দিয়ে ৯০ শতাংশ কন্ট্রাকই সম্পূর্ণ হয় না। একাডেমি প্রতিবছর যেসব স্টুডেন্টদের ফ্যামিলিয়ার নেই তাদের জন্য একটা করে মিডিয়াম কোয়ালিটির কন্ট্রাক পেপারের ব্যবস্থা করে, যা সাধারণের থেকে দ্বিগুন পরিমানের এনার্জি সাপ্লাই দিতে পারে বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে। মিডিয়াম কন্ট্রাক পেপারে সাধারণ বিস্টের সাথে কন্ট্রাক সম্পূর্ণ হওয়ার সম্ভবনা থাকে ৮০ শতাংশ। তবে যদি উন্নত প্রজাতির বিস্টের সাথে কন্ট্রাকের কথা বলা হয় তাহলে বাইরের এনার্জির প্রয়োজন হয়। সাধারণ ভাবে প্রতি স্টুডেন্টই তাদের অর্থ দিয়ে একটা মিডিয়াম কন্ট্রাক পেপার ক্রয় করে একটা সাধারণ বিস্ট ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক তৈরী করতে পারবে। তবে সেগুলো হবে সাধারণ লেভেলের মধ্যেও সবচেয়ে দুর্বল র্যাংকের। তাই তো একাডেমি প্রতি বছরে মাত্র একবারই সুযোগ দিয়ে থাকে তাদের স্টুডেন্টদের। এই সময়ে একাডেমি তাদের নিজস্ব এনার্জি সোর্চের ব্যবহার করে যাতে স্টুডেন্টরা শক্তিশালী বিস্টদের সাথে কন্ট্রাক তৈরী করতে পারে।
ডার্ক মানা প্রাকটিক্যাল ক্লাসের শিক্ষক চারটা উচ্চ কোয়ালিটির কন্ট্রাক পেপার কিনেছিলো এবং সে চারটা তার ক্লাসের মাত্র চারজন স্টুডেন্টের হাতে তুলে দিয়েছিলো। যার একটা এলেক্সের হাতেও রয়েছে। সে তার বাম হাতে সেই পেপারটা নিয়ে দাঁড়িয়ে আছে যার উপরে তার ব্লাড এখনো দেখা যাচ্ছে।
-->> স্যার আমার মনে হয় আমাদেরকে এখন ওর মাইন্ডটা ফিরিয়ে আনা উচিত হবে। এতোক্ষন কারো মাইন্ড বিস্ট ওয়ার্ল্ডের থাকতে পারে না। এতে করে ওর সউল ড্যামেজ হয়ে যাবে। (মেয়ে শিক্ষক কথাটা বললো)
-->> ম্যাম, এখন যদি আমরা জোর করে ওর মাইন্ডকে বিস্ট ওয়ার্ল্ড থেকে ফিরিয়ে আনার চেষ্টা করি তাহলো এলেক্সের সউলে পার্মানেন্ট ড্যামেজ পরবে। তাই ও নিজে থেকে ফিরে না আসলে আমাদের কিছু করার নেই এখন। (ছেলে শিক্ষক বললো)
তাছাড়া ছেলে শিক্ষক আবারো বলতে লাগলো,
-->> যে পরিমাণ এনার্জি দুটো বল থেকে যাচ্ছে, তাতে আপনার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে এলেক্স ওর ফ্যামিলিয়ার পেয়ে গিয়েছে, যেটা পাঁচ স্পিসিজের সর্বনিম্ন তে থাকলে তার র্যাংক মারাত্মক হবে। (ছেলে শিক্ষক বললো)
* * * * *
(বিস্ট ওয়ার্ল্ড)
এলেক্স প্রায় দুদিন হলো বিস্ট ওয়ার্ল্ডে আছে। প্রথমে সে এই ওয়ার্ল্ডের কিছুই দেখতে পায় নি। কারন তার একটা নিজস্ব ফ্যামিলিয়ার ছিলো। আর যাদের একটা ফ্যামিলিয়ার থাকে তারা বিস্ট ওয়ার্ল্ডের অন্যান্য বিস্টদের বসবাস কৃত জায়গায় যেতে পারে না। অবশ্য এটা শুধু তাদের উপরেই কাজ করে যারা বিস্ট ওয়ার্ল্ড সম্পর্কে কিছুই জানে না। লিচ্ দ্যা আনডেড এলেক্সকে নিয়ে এসেছে বিস্ট ওয়ার্ল্ডের মূল জায়গাতে। এলেক্স তার ফ্যামিলিয়ারের থেকে যতদূর জানতে পেরেছে, তারা এতোক্ষন বিস্ট ওয়ার্ল্ডের গেইটের সামনে ছিলো, যেখান থেকে যত চেষ্টা করা হোক না কেনো কোনো সেই গেইটের ভিতরে যাওয়া সম্ভব নয় কোনো মানুষের জন্য। একজন মানুষের যখন কোনো কন্ট্রাক করা বিস্ট থাকে না তখন সে সরাসরি বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে প্রবেশ করে। তবে যখন কন্ট্রাক হয়ে যায় যতবার চেষ্টা করুক না কেনো তাকে গেইটের সামনে আটকে থাকতে হয়। গেইটটা একটা ভুলভুলাইয়ার মতো। যেখানে কোনো দিক নির্দশন নেই, শুধু আছে খালি মাঠ। তবে সেখানে প্রবেশ করলে বিস্ট ওয়ার্ল্ডের মধ্য থেকে কন্ট্রাক কৃত বিস্টরা সাথে সাথে তাদের মালিকের কাছে চলে আসে। ঠিক যেমনটা লিচ্ দ্যা আনডেড এসেছিলো। গেইটের মধ্য দিয়ে কোনো মানুষ প্রবেশ করতে না পারলেও বিস্ট গুলো অনায়েসে করতে পারে। তবে কোনো ফ্যামিলিয়ারই তাদের মাস্টারকে তাদের আসা জায়গা দিয়ে বিস্ট ওয়ার্ল্ডে নিয়ে যেতে পারবে না, মূলত তারা জানে না কিভাবে নিতে হয়। এজন্য এই পর্যন্ত দুটো ফ্যামিলিয়ার কেউই তৈরী করতে পারে নি। পুরো টাওয়ারের মধ্যে দুই তিন জন ব্যক্তিই পাওয়া যাবে যারা শুধু নিয়মটা ভেঙেছিলো।
এলেক্স লিচ্ দ্যা আনডেড এর সাহায্যে বিস্ট ওয়ার্ল্ডের গেইট পার করতে পেরেছিলো। অবশ্য সেটা পার করাটা কোনো ব্যাপারই ছিলো না। লিচ্ শুধু তার বিশাল স্কাইটি দিয়ে মাটিতে বিশাল জোরে আঘাত করেছিলো। তার স্কাইটির স্পেশাল পাওয়ার ছিলো যা যেকোনো জীবিত বস্তুকে হত্যা করে ফেলতে পারতো। বিস্ট ওয়ার্ল্ডের গেইট নিজেই একটা জীবিত বস্তু ছিলো। যাকে পুরো হত্যা না করতে পারলেও তার মধ্যে একটা গর্ত তৈরী করা লিচ্ এর জন্য কোনো ব্যাপারই ছিলো না। গর্তের মধ্য দিয়ে লিচ্ এলেক্সকে নিয়ে বিস্ট ওয়ার্ল্ডের ভিতরে প্রবেশ করলছিলো। দুজনে ভিতরে প্রবেশ করার পরে তাদের কাঙ্খিত জায়গার দিকে রওনা দিয়েছিলো এবং এখনো সেদিকে যেতেই আছে।
-->> লিচ্ আমাকে একটা কথা বলো তো, তুমি এই ওয়ার্ল্ডের এতো কিছু সম্পর্কে জানো কিভাবে? (এলেক্স)
[কারন মাস্টার, আমি একজন গ্রেট মনস্টার বিস্ট। হাহাহাহা।]
-->> ঘুষি খাবে আরো একটা? প্রথমে আমার এই প্রশ্নের উত্তর দাও, তুমি একজন গড থেকে আমার ফ্যামিলিয়ার হলে কিভাবে? (এলেক্স)
এলেক্স তার হাত মুঠ করে দেখিয়ে কথাটা বললো। লিচ্ ফ্যামিলিয়ার হওয়ার কারনে সে তার মাস্টারের কোনো আদেশই অমান্য করতে পারবে না, তাই সে এবার উত্তর দিতে লাগলো,
[আমি প্রথম থেকেই একজন ফ্যামিলিয়ার ছিলাম। আর আমার মাস্টার ব্লাক ড্রাগন নিজেই ছিলো। বিলজবাবের থেকে হেরে যাওয়ার পর আমার মাস্টার তার সাথে থাকা কন্ট্রাক ভেঙে ফেলে আর আমার সউল বিলজবাবের মধ্যে আটকে থাকে। এরপর আপনার সাথে ঔ ঘটনার পরে আমার সউল আবারো ফিরে আসে এই বিস্ট ওয়ার্ল্ডে, তবে আপনি গড লেভেল কন্ট্রাক পেপার দিয়ে খুব সহজেই আমাকে আপনার ফ্যামিলিয়ার বানিয়ে ফেলেছেন।]
এলেক্স অবাক হলো লিচ্ এর কথাটা শুনে,
-->> তুমি একজন ফ্যামিলিয়ার হয়ে কিভাবে রুলার অফ ডেডের টাইটেল পেলো? বরং কিভাবেই গড পর্যায়ে পৌঁছে গেলে? (এলেক্স)
[মাস্টার এখনো ছোট, তাই এসব সম্পর্কে হয়তো কিছু জানেন না। গড এমন একটা টাইটেল যা কারো ক্ষমতা নির্দিষ্ট একটা পর্যায়ে পৌঁছে গেলে অর্জন করা সম্ভব। সেই টাইটেলের সাথে বিভিন্ন রকমের অথোরিটি ও অর্জন করা সম্ভব হয়।]
[একজন ফ্যামিলিয়ারের পাওয়ার তার মাস্টারের পাওয়ারের উপরেই নির্ভর করে। আমার পূর্ব মাস্টার ব্লাক ড্রাগন ছিলো বলে আমি অসীম শক্তির অধিকারী হয়ে যায় এবং সেই সাথে তিনি নিজে আমাকে তার পাওয়ারের অংশ ব্যবহারের সুযোগ দিয়েছিলো, তাইতো সকল ডেড গডদের মধ্য থেকে আমিই একমাত্র ব্যক্তি যে রুলারের টাইটেল অর্জন করেছিলাম।]
-->> তাহলে ব্লাক ড্রাগন কি অনেক শক্তিশালী একটা ব্যক্তি? (এলেক্স)
[মাস্টার সাধারণ ভাষায় বলতে গেলে ড্রাগনরা অনেক শক্তিশালী। যাদের সাথে গডরাও যুদ্ধ করতে চাই না। তাদের শক্তির উধাহরণ যদি দেওয়া যায়, তাহলে এক কথায় উত্তর। আমরা বা আপনারা যেসব ম্যাজিক বা এনার্জি ব্যবহার করছি বা করছেন এসব কিছুর সোর্চ ড্রাগনদের থেকে আসে।]
এলেক্স কিছুক্ষন চুপ রইলো। সে একা একা কিছু ভাবতে লাগলো। তার ভাবনার ছেদ ঘঠালো লিচ্ এবং বলতে লাগলো,
[আমার মাস্টার খুব দ্রুতই একটা ড্রাগনের সাথে দেখা করতে যাচ্ছে।]
লিচ্ এর কথা শুনে এলেক্সের চোখ উজ্জ্বল হয়ে গেলো। ডিভাইন বিস্টরাই মূলত ড্রাগন হয়ে থাকে। এটা সম্পর্কে পুরো একাডেমি জানে। তাই এলেক্সেরও এই সংক্ষিপ্ত তথ্য জানা কোনো কঠিন ব্যাপার ছিলো না। এলেক্সের মুখে এক্সপ্রেশন না থাকলেও লিচ্ কিছুটা হলেও তার মাস্টারের ভাবনাকে বুঝতে সক্ষম হয়েছিলো, আর তাইতো সে বলতে লাগলো,
[মাস্টার ওয়েলকাম টু ফরবিডেন এরিয়া। এটা বিস্ট ওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ানক এবং সবচেয়ে রেসট্রিকটেড এরিয়া। যেখানে কোনো ডিভাইন বিস্টও প্রবেশ করতে সাহস পাই না।]
হঠাৎ লিচ্ সিরিয়াস লুক নিয়ে কথাটা বললো। সে আরো কিছুটা যুক্ত করলো,
[আপনি যেহেতু সবচেয়ে শক্তিশালী একটা বিস্টের সন্ধান করছিলেন, তাই আমি আপনাকে প্রেজেন্ট করলাম ফরবিডেন বিস্ট কাইসেল দ্যা ডিমনিক ড্রাগন।]
এলেক্সের ফ্যামিলিয়ার বিশাল একটা ক্যাসেল এর দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলো। বিশাল একটা ক্যাসেল যার মধ্য থেকে মারাত্মক পরিমাণের ডার্ক বা ডিমনিক এনার্জি বের হচ্ছিলো। পুরো এনার্জিটা এলেক্সকে দূরে সরিয়ে দিতে চাচ্ছিলো। এনার্জিটা এমন ভাবে বের হচ্ছিলো যা প্রচন্ড ঘূর্ণঝড় তৈরী করছিলো।
-->> তাহলে ড্রাগনরাই সকল এনার্জির মূল সোর্চ, এটা অনেক ইন্টারেস্টিং হবে মনে হচ্ছে। (এলেক্স)
এলেক্স এনার্জির সাগরের মধ্যে ছিলো যা তাকে তীব্র স্রোতে দূরে ঢেলে দিচ্ছিলো। সে এরকম অবস্থায় পূর্বে কখনো পরে নি। তাই তার মধ্যে উত্তেজনা অনেক বেশী কাজ করছে।
[মাস্টার আপনি বলেছেন আপনাকে সবচেয়ে শক্তিশালী বিস্ট খুঁজে দিতে, তবে আমার মনে হয় না আপনি এটার সাথে কন্ট্রাক করতে পারবেন। আমি কেনো, এটার কাছে ডিভাইন বিস্টরাও বেশীক্ষন থাকতে পারে না।]
-->> ভয়ের পরেই জয় থাকে, আর ভয়কে তো আমি অনেক পূর্বেই জয় করেছি। তাই এতটুকু বিষয় আমাকে থামিয়ে রাখতে পারবে না। (এলেক্স)
এলেক্স কথাটা বলেই বিশাল সমুদ্রে ঝাপ দিলো। শুদ্ধ ভাষায় বলতে গেলে সে হাঁটতে শুরু করলো। এনার্জির স্রোত ঝড়ের মতো তাকে পিছনে ফেলে দেওয়ার চেষ্টা করছিলো, তারপরও এলেক্স চেষ্টা করে যাচ্ছে সামনে যাওয়ার জন্য। তার কষ্টটা বেশী কাজে দিচ্ছে না। লিচ্ দ্যা আনডেড তাকে যে জায়গায় এনে দাড় করিয়েছিলো সেটা সেই এনার্জির ইফেক্টে ছিলো না। তবে তাদের সামনে থেকেই শুরু সেটা শক্তিশালী ভাবে কাজ করছে, তাই তো তারা যে জায়গায় রয়েছে তার এক পা সামনে আর যাওয়া যাচ্ছে না। এলেক্স এক পা বারালে দুই পা পিছনে চলে যাচ্ছে। তার কষ্টটা লিচ্ দেখতে পারলো না তাইতো সে তার মাস্টারকে বলতে লাগলো,
[মাস্টার প্রজেস ব্যবহার করুন এবং আমার পাওয়ার নিজের করে নিন।]
লিচ্ এর আইডিয়া খারাপ ছিলো না। এলেক্স সময় নষ্ট না করে লিচ্ এর আইডিয়া অনুযায়ী প্রজেস এবিলিটি ব্যবহার করলো।
"প্রজেস"
এটা একটা এবিলিটি যা ফ্যামিলিয়ারদের সাথেই শুধু ব্যবহৃত হয়। এই এবিলিটির মাধ্যমে ফ্যামিলিয়াররা তাদের মাস্টারের শরীরে প্রবেশ করে এবং তাদেরকে নিজ পাওয়ার ব্যবহারের সুযোগ করে দেই। এলেক্স নিজেও এটা ব্যবহার করলো। যেহেতু একাডেমিতে আসার পর বেশ কয়েকজনকে সে এটা ব্যবহার করতে দেখেছে তাই এটাও তার কাছে নতুন বিষয় ছিলো। প্রজেস ব্যবহারের পরে লিচ্ দ্যা আনডেড এলেক্সের মাঝে মার্জ হয়ে গেলো। সাথে সাথে এলেক্সের হাতে বিশাল একটা স্কাইটি এবং গলায় লিচ্ এর স্কার্ফটা চলে আসলো। স্কার্ফটা গলায় মাত্র একটা প্যাচে লাগানো রয়েছে যার বাকি অংশ হাওয়ার সাথে পিছনের দিকে উড়তে শুরু করেছে।
[মাস্টার আমি জানি না কতদূর যেতে পারবো, তবে চেষ্টা করে দেখা যাক।]
এলেক্সের শরীরের ভিতর থেকে লিচ্ কথাটা বললো। এলেক্স তার শরীরকে ভালো করে দেখতে লাগলো। কোথাও কোনো পরিবর্তন না লক্ষ করলেও সে এটা বুঝতে পারলো যে পূর্বের থেকে অনেকটা শক্তি তার মধ্যে এখন রয়েছে। আর যেহেতু লিচ্ এর জীবিত বস্তুকে হত্যা করার স্কাইটি তার হাতে রয়েছে তাই এটা অনেকটা সহজ হয়ে যাবে। এলেক্স দ্রুত সামনের দিকে যেতে লাগলো। প্রথমে প্রায় অনেকটা কোনো সমস্যা ছাড়াই সে চলে আসছে। তবে এখন থেকে এনার্জির ফোর্সটা অনেক বেশী ছিলো। তাই এলেক্স তার হাতের স্কাইটি দিয়ে সামনের দিকে এনার্জিকে কেটে দু টুকরো করতে শুরু করলো। এনার্জি নিজে জীবিত হওয়ার কারনে স্কাইটির সংস্পর্শে এসেই তা এলেক্সের জন্য রাস্তা করে দিচ্ছিলো। এভাবে এলেক্স খুব সহজেই ক্যাসেলের সামনে চলে আসলো। সে সময় নষ্ট না করেই ক্যাসেলের বিশাল দরজাকে তার স্কাইটির আঘাতে দু টুকরো করে দিলো এবং তার ভিতর দিয়ে প্রবেশ করলো। ভিতরে প্রবেশের সাথে সাথে এনার্জির মাত্রাটা কমে গেলো এবং ক্যাসেলের ভাঙা দরজা একা একাই ঠিক হয়ে গেলো।
-->> আমি তো ভেবেছিলাম বিষয়টা অনেক কষ্টকর হবে। কিন্তু এতোটাও তো কষ্টকর ছিলো না। (এলেক্স)
[মাস্টার সাবধান, এখনি গ্রাভিটি ফোর্স চালু হবে এখানের।]
লিচ্ এর কথাটা বলার সাথে সাথে উপর থেকে গ্রাভিটি ফোর্স কাজ করতে শুরু করলো। যার মাত্রা এতো ছিলো যে এলেক্সের মনে হলো কেউ তার উপরে পুরো একটা উল্কা এসে পরলো। এলেক্স সোজা ফ্লোরে পরে গেলো। প্রজেস অবস্থায় থাকার কারনে তার শরীরের তেমন ক্ষতি না হলেও সে প্রচন্ড আঘাত পেয়েছে। সে যেখানে ছিলো তার ফ্লোর দুই হাতের মতো নিচু হয়ে গিয়েছে। এলেক্স পুরো ফ্লোরের উপরে উপুড় হয়ে পরে রইলো। একটু নারাচরাও করতে পারছে না।
[মাস্টার আমি বলে রাখি, আপনি এখানে মারা গেলে সত্যি সত্যিই মারা যাবেন। তাই আমি বলবো আপনি বের হয়ে যান এখনি এখান থেকে।]
লিচ্ এলেক্সকে বিস্ট ওয়ার্ল্ড থেকে চলে যেতে বললেও এলেক্স সেটা করতে রাজি ছিলো না। যদিও এখানে তার কোনো স্কিল কিংবা স্পেল কাজ করবে না, তারপরও সে হার মানতে রাজি নয়। এলেক্স তার ব্লাডলাস্ট ফর্মে চলে গেলো, যার ফলে তার বর্তমান স্ট্যাট দ্বিগুন হয়ে গেলো। এই ফর্মে তার শক্তি অনেক বৃদ্ধি পায়। যার মাধ্যমে এবং লিচ্ এর ক্ষমতার মাধ্যে এলেক্স তার হাঁটুতে ভর করে উঠলেও তার আর নরতে পারছিলো না। গ্রাভিটি ফোর্স তাকে ফ্লোরে থেলে দিচ্ছিলো। এলেক্স শত চেষ্টা করেও এর থেকে বেশী কিছু করতে পারছিলো না।
-->> না আমি এখানে হার মানতে পারি না। এই সামান্য গ্রাভিটি আমাকে আটকিয়ে রাখতে পারবে নাহহহহহহহহহহহ। (এলেক্স)
এলেক্স চিল্লিয়ে কথাটা বললো। ঠিক তখনি তার সামনে আপনা আপনি তার সিস্টেম এর অপশন খুলে গেলো যা থেকে একটা বস্তু বেরিয়ে আসলো এবং এলেক্সের শরীরে এসে লাগলো। এলেক্স বুঝতেই পারলো না সেটা কি ছিলো, তবে এবার আর এলেক্সকে কোনো গ্রাভিটি আটকে রাখতে পারছিলো না। বরং সে নিজ ইচ্ছা মতো নারাচারা করতে পারছিলো।
-->> এটা কি ছিলো? (এলেক্স)
এলেক্স তার শরীর ভালো করে দেখলো। একটা নতুন পোষাক তার শরীরে বেষ্টিত ছিলো। সেটাকে পোষাক বললে ভুল হবে। বরং সেটা একটা আর্মার ছিলো। একটা আর্মার যা এলেক্সকে মোটেও স্লো করছিলো না। বরং আর্মারটা পরার পর এলেক্সের মনে হচ্ছিলো তার এজিলিটি তার স্ট্যাটের থেকে আরো তিনগুন বেশী বৃদ্ধি পেয়েছে। যা তাকে অনেক দ্রুত বানিয়ে ফেলেছে। সেই সাথে সে যে একটা আর্মার পরেছে এটা তার মনেই হচ্ছে না।
[মাস্টার আমি জানি না আপনি এটা কিভাবে পেয়েছেন, তবে আমি বলবো আপনার মতো ভাগ্য বান ব্যক্তি হয়তো আমি কখনো দেখি নি।]
লিচ্ এর কথা শুনে এলেক্স অবাক হয়ে গেলো। তাই সে জিজ্ঞাসা করলো,
-->> এটাকে তুমি চিনো? (এলেক্স)
[এটার নাম ইয়ংপো বা ড্রাগন স্যুট আর্মার, যাকে মাংকি কিং এর সবথেকে বড় একটা অস্ত্র ধরা হয়। এটা এবং তার ড্রাগনের হাড্ডি নিয়ে একজন গড না হওয়ার পরও সে হ্যাভেনের গডদের বিপক্ষে যুদ্ধ ঘোষনা করেছিলো।]
এলেক্স মাংকি কিং এর কথাটা শুনে কিছুক্ষন চুপ রইলো। তবে বিষয়টা বুঝতে পেরেছে। দুটো আইটেম সে পেয়েছিলো যার ইনফরমেশন এখনো দেখতে পারে নি, যদিও একটার আংশিক দেখেছিলো যা থেকে বুঝেছিলো সেটা একটা আর্মার হবে, তবে এলেক্স আশা করে নি একটা গড লেভেল আর্মার তার হাতে আসবে। সে তার চিন্তা ভাবনাকে আবারো এক সাইডে রাখলো এবং বলতে লাগলো,
-->> তাহলে সময় নষ্ট না করে যাওয়া যাক এই ফরবিডেন ডিমনিক ড্রাগনের কাছে। (এলেক্স)
* * * * *
(একাডেমি)
পুরো একাডেমির মধ্যে একটা তোলপাড় তৈরী হয়েছে। সব গুলো প্রাকটিক্যাল ক্লাসের মধ্যে ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরীর কাজ চলছিলো। একটা এনার্জি বল দিয়ে কয়েক হাজার স্টুডেন্টদের মানা সাপ্লাই দেওয়া যায় খুব অনায়াসেই। কারন সেগুলো সবচেয়ে উচ্চ পর্যায়ের এনার্জি বল ছিলো। তবে একটু পূর্বেই হঠাৎ সেই এনার্জি বলের সকল এনার্জি শেষ হয়ে গিয়েছে। যা এই পর্যন্ত কখনো হয় নি। বিষয়টা শিক্ষকদের নজরের বাইরে হয় নি। যেহেতু অধিকাংশ শিক্ষকই এনার্জিকে সেন্স করতে পারে, তাই সেটা কোথায় গিয়েছে তা বের করতে কয়েক মিনিটই তাদের লেগেছে। আর যার ফল স্বরূপ পুরো একাডেমির চোখই এখন ডার্ক মানা প্রাকটিক্যাল ক্লাসের দিকে। এনার্জি বলের এনার্জি গুলো শেষ হয়ে যাওয়ার ফলে অন্যান্য ক্লাসের সাম্মনিং আজকের জন্য শেষ হয়ে গিয়েছে। যারা এখনো বাকি রয়েছে তাদের আগামী কালকে সুযোগ দেওয়া হবে আবারো। আর এই সময়ে যারা কখনো ডার্ক মানা ক্লাসে প্রবেশ করে নি তারা সবাই সেই নিচু ক্লাসের মধ্যে প্রবেশ করেছে। বিষয়টা এখন সম্মানের ছিলো না। বরং কৌতুহলের ছিলো। একজন স্টুডেন্ট যে চল্লিশ মিনিটের মতো সময় ধরে বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে রয়েছে তাকে দেখার জন্য সবাই আসবেই হয়তো।
সবার আগ্রহ শেষের দিকে চলে আসলো। এতোক্ষনে এলেক্সের আশেপাশে সকল শিক্ষকরা একত্র হয়েছে। সব গুলো এনার্জি বলের এনার্জি এলেক্স এবজোর্ব করেছে তাই আপাতোতো কোনো এনার্জি বল নেই আর এনার্জি এবজোর্ব করার। তাই সব শিক্ষকরা তাদের নিজস্ব এনার্জির ব্যবহার করছিলো এবং সেটা এলেক্সের শরীরে চারদিকে ছড়িয়ে দিচ্ছিলো। প্রায় চল্লিশ মিনিট পরে এলেক্সের কন্ট্রাক সফল হলো এবং তার হাতের কন্ট্রাক পেপারটা পুড়তে শুরু করলো। এলেক্সের মাইন্ডও তার শরীরে চলে আসলো এবং সেই সাথে তার ফ্যামিলিয়ারও প্রথম বারের মতো সাম্মন হলো।
-->> একটা ড্রাগন?
-->> একটা বাচ্চা ড্রাগন।
-->> ড্রাগন তারা কি ডিভাইন বিস্ট না?
-->> কিন্তু আমার কেনো জানি এই ড্রাগনকে আজব লাগছে অনেকটা।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।