#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫৫
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(অষ্টম ফ্লোর)
সপ্তম ফ্লোরের ফিল্ড বস হত্যা করার পর দুদিন বিশ্রাম নেওয়ার পর জ্যাক এবং তার মাস্ক পার্টি প্রবেশ করেছে অষ্টম ফ্লোরে। যা শুধু মরুভূমি ছিলো। এর পূর্বে একটা ফ্লোরে মরুভূমি থাকলেও এটা সেটা থেকে একদমই ভিন্ন ছিলো। মাস্ক টিম পুরো এরিয়ার মনস্টার এক এক করে হত্যা করছিলো, তখনি তাদের সাথে দেখা হয়ে যায় ব্লাক পার্টির কিছু সদস্যদের সাথে। যারা মূলত এসেছিলো মাস্ক পার্টিকে হত্যা করতেই। তাদের সংগ্রহ করা তথ্য অনুযায়ী মাস্ক পার্টির প্রতিটা ব্যক্তির কাছেই শক্তিশালী আইটেম রয়েছে। আর সেই আইটেম গুলো ব্লাক পার্টির কাছে থাকলে তারা খুব সহজেই ড্যানজনটা ক্লিয়ার করে টাওয়ারে চলে যেতে পারবে। তাইতো তারা আজকে পুরো প্রস্তুত হয়ে তাদের এট্যাকটা করেছে। যাতে করে তারা মাস্ক পার্টিকে পুরো ক্লিয়ার করে দিতে পারে আজকে।
জ্যাক এবং তার পুরো পার্টিকে ব্লাক পার্টির প্লেয়াররা ঘিরে ধরেছে। তারা প্রায় পঁচিশজনের মতো অভিজ্ঞ প্লেয়ার এসেছে মাস্ক পার্টিকে শেষ করার জন্য। মূলত তারা এই পদক্ষেপ এতো পূর্বেই নিতো না, তবে মাস্ক পার্টি অন্যদের থেকে খুব দ্রুত ফ্লোর গুলো ক্লিয়ার করেছে, আর ষষ্ঠ ফ্লোর পর্যন্ত পার্টি লিডার একাই ফ্লোর গুলো ক্লিয়ার করেছে। বিষয়টা ব্লাক পার্টির লিডারকে অনেক রাগান্বিত করেছে। কারন বর্তমানে ড্যানজনের মধ্যে যারা আছে তাদের মধ্যে শুধু ব্লাক পার্টির লিডারই একটা ফ্লোর একা ক্লিয়ার করার রেকর্ড বহন করছিলো। তবে মাস্ক পার্টি আসার পর থেকে সেটা অন্য আরেকজনের নামে চলে গেছে। শুধু তাই নয় বরং জ্যাকের কাছে কয়েকটা ফ্লোর ক্লিয়ার করার রেকর্ড ছিলো। ব্লাক পার্টির লিডার অনেক পূর্বেই জ্যাককে হত্যা করতে চাচ্ছিলো, তবে সে অপেক্ষা করছিলো। একবার প্লান করেও সে হত্যা করতে পারে নি। রাজ খান এবং আফিফ চৌধুরীর হাতে কাজটা দিলেও তারা সম্পূর্ণ করতে পারে নি। পরে যখন রোজা মাস্ক পার্টিতে প্রবেশ করলো তখন সে তার প্লানকে আরো পিছিয়ে দিলো। এখন সব প্লান শেষ ব্লাক পার্টির লিডারের। যদিও সে এখানে উপস্থিত নেই, তারপরও সে তার পার্টির অভিজ্ঞ এবং শক্তিশালী পঁচিশটা প্লেয়ারকে পাঠিয়েছে এখানে, যাতে পূর্বের মতো কোনো ভুল না হয় আর।
-->> লিডার, আমরা এখানে কি করবো? আমাদের তো ব্লাক পার্টি চার দিক দিয়ে ঘিরে ধরেছে। (ভুসেকা)
-->> হঠাৎ ব্লাক পার্টি আমাদের টার্গেট কেনো করবে? (জুন)
-->> আমি শুনেছি ব্লাক পার্টি যাদের এই পর্যন্ত টার্গেট করেছে তারা কেউই বেঁচে ফিরে নি। (আয়াব)
-->> লিডার, আমরা কি ফাইট করবো এখন? (ব্রান্ডেন)
-->> সবাই ফরমেশনে থাকো, কারন আমরা কিছুটা ক্রেজি করতে যাচ্ছি এখন। (জ্যাক)
জ্যাকের আদেশের সাথে সাথে সবাই কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেলো। যদি ব্লাক পার্টির প্লেয়ারদের দেখতে পেয়ে তারা ভয় পাচ্ছে তারপরও কিছুটা আত্মবিশ্বাস তাদের রয়েছে যা দিয়ে তারা এই বিষয়টা ক্লিয়ার করতে পারবে। জ্যাক তার ব্যাগ থেকে তার ফায়ার ড্রাগন সোর্ডটা বের করলো।
-->> এখন থেকে ফিল্ডে হিট বেরে যাবে, তাই কারো কাছে হিট প্রতিরোধ করার স্কিল বা পোশন থাকলে পান করে নিতে পারো বা ব্যবহার করতে পারো। (জ্যাক)
জ্যাকের কথার সাথে সাথেই তাদের টিমের সাপোর্টার দুজন তাদের সবার উপরে হিট প্রতিরোধের স্কিল ব্যবহার করলো। অনেকের কাছে পোশনও ছিলো যা তারা পান করে নিলো।
-->> তোদের সমস্ত আইটেম গুলো আমাদের হাতে তুলে দে, তাহলে আমরা খুব আরাম দায়ক একটা মৃত্যু দিবো সবাইকে। আর নাহলে....
"ইগনাইট"
ব্লাক পার্টির এক প্লেয়ার উপরোক্ত কথাটা বললো, ঠিক তখনি জ্যাক তার ফায়ার ড্রাগন সোর্ডকে ইগনাইট করে দিলো। যার ব্লেড থেকে আগুন প্রায় আকাশের দিকে উড়তে শুরু করলো। জ্যাক শুধু যে তার ফায়ার ড্রাগন সোর্ডের ফায়ার ব্যবহার করছিলো এমন নয়। সেই সাথে সে নিজের মানে টিটানের কাছে থাকা আগুনের পাওয়ারও ব্যবহার করতে শুরু করেছে। মরুভূমির মধ্যে মাথার উপরেই একটা নকল সূর্য ছিলো, যেটা নকল হলেও তার আগুনটা কিন্তু আসল ছিলো। যেহেতু টিটান তার এবিলিটি দিয়ে আগুন বা পানি তৈরী করতে পারতো না বরং সে আশেপাশের পানি বা আগুনকে নিজের মন মতো কন্ট্রোল করতে পারতো, জ্যাক এখন সেটাই করলো। সে মাথার উপরের তীব্র তাপ দেওয়া সূর্যের আগুনকে ডাক দিলো যা তার কাছে চলে আসতে বাধ্য হলো। ডান হাতে সোর্ডটাকে শক্ত করে ধরলো যার ব্লেডটা পুরো আগুনে রাঙা হয়ে গেলো এবং বাম হাত দিয়ে সে আকাশের সূর্যকে উপর থেকে আরো কাছে নিয়ে আসলো। মরুভূমির হিট আরো বেশী বারতে শুরু হলো। যা এখন সহ্য করার বাইরে চলে যাচ্ছিলো। মাস্ক পার্টির সদস্যরা হিট প্রতিরোধের স্কিল এবং পোশনের জন্য ঠিক থাকলেও ব্লাক পার্টি এই অবস্থার জন্য প্রস্তুত ছিলো না।
অষ্টম ফ্লোরে উপরে একটা নকল সূর্য তৈরী ছিলো, যা মারাত্মক ভাবে উত্তাপ দেওয়ার ফলে পুরো ফ্লোরটা একটা মরুভূমি ছাড়া কিছু ছিলো না। তবে বর্তমানে জ্যাক তার ফায়ার ম্যানিপুলেশন এবিলিটি দিয়ে সে সেই সূর্যকে সেটার জায়গা থেকে টেনে আনছিলো, যা এই গ্রিডের বানানো সিস্টেমের স্কিল বা ম্যাজিকের থেকে পুরো ভিন্ন ছিলো।
"এটা ঠিক যে টিটান শুধু মেয়ের পিছনে পরে থাকতো, তবে তার এবিলিটি গুলো ভালো ভাবে ব্যবহার করলে সেগুলো মোটোও কোনো হাস্যকর বিষয় না।" (জ্যাক ভাবছে)
সূর্যটা সবার খুব কাছাকাছি চলে আসলো, যদিও এখনো অনেকটা পথ বাকি, যেহেতু এটা একটা আন্ডারগ্রাউন্ড ড্যানজন তাই প্রতিটা ফ্লোরের আকাশের একটা লিমিট রয়েছে। দেখতে অগণিত পথের রাস্তা মনে হলেও উপরের সিলিং বেশী দূরে নয়। তাই তো জ্যাক বেশী কাছে আনে নি জিনিসটা। সূর্যটা দেখতে বিশাল হলেও সেটার ব্যাসার্থ দুই ফুটের মতোই ছিলো। আকাশকে অনেক বড় দেখা যায় বলে সূর্যকে তার ভিতরে স্বাভাবিক আকারেই দেখা যায়। তবে মূল বিষয় এটা না। দেখার বিষয় হলো জ্যাককে তার স্পেশাল একটা সোর্ড ব্যবহার করতে দেখে হঠাৎ এমিলি বা এথিনা অবাক হলো। সে হঠাৎ জ্যাকের কিছুটা সময় নষ্ট করলো এবং বলতে লাগলো,
-->> এই সোর্ড! এটা তুমি ব্যবহার করছো কিভাবে? (এথিনা)
-->> কিভাবে মানে? আমার সোর্ড আমি ব্যবহার করবো না তো কে করবে শুনি? (জ্যাক)
-->> এমিলি তোমার প্রশ্নটা আসলেই বোকার মতো ছিলো। লিডার সেই সোর্ড দিয়ে কতটা মনস্টার হত্যা করেছে তার কোনো ঠিক নেই। আর তুমি এখন বলতেছো এটা কিভাবে সে ব্যবহার করছে? (রাইসা)
-->> না না আমি সেটা মিন করি নি। (এথিনা)
এথিনা কথাটা ঠিক মতো বুঝাতে পারে নি। মূলত সে গডেস হওয়ার কারনে এটুকু বুঝতে পেরেছে যে সে সোর্ডটা সাধারণ সোর্ড নয়। বরং ড্রাগন সউল দিয়ে তৈরী হয়েছে। যা যে কেউ ব্যবহার করতে পারে না। শুধু তারাই ব্যবহার করতে পারবে যাদেরকে সেই সোর্ড পছন্দ করবে। একজন ওয়ার গডেস হওয়া সত্ত্বেও এমিলি নিজে তার কাছে থাকা সোর্ডটা ব্যবহার করতে পারে নি, তাইতো সে জানতে চাচ্ছিলো অন্য কোনো ট্রিক আছে নাকি এর মধ্যে। তবে আপাতোতো পরিস্থিতিতে সেটা সম্ভব নয়। এমনিতেও সে নিজের কোনো পাওয়ার ব্যবহার করতে চাচ্ছে না।
"আমি যদি অপেক্ষা করি তাহলে এক সময় না এক সময় পোসেইডন আবারো দেখা দিবে। আর এরপর যখন সে আবার দেখা দিবে তখন আমি সময় নষ্ট না করেই তাকে ধরে ফেলবো।" (এথিনা)
এথিনা তার হাতে থাকা ব্রেসলেট এর মধ্য থেকে একটা সোর্ড বের করলো। ব্রেসলেটটা স্পেস ব্যাগের মতোই কাজ করে। যার মধ্যে অনেক আইটেম রাখার সুযোগ রয়েছে। এটা স্টোরের মধ্যে পাওয়া গিয়েছিলো তবে এক বারের জন্য এবং একটা। যা এথিনা কোনো সময় নষ্ট না করেই কিনেছিলো। আর তাছাড়া শুধু যে এটাই কিনেছিলো সেটা কিন্তু নয়। এথিনা এটার সাথে আরো একটা জিনিস কিনতে পেরেছিলো যা সে ব্যবহার করতে পারে নি। এথিনা সোর্ডটা বের করার সাথে সাথেই সেটার দিকে নজর যায় জ্যাকের। জ্যাক সেই পরিচিত সোর্ডটাকে দেখে চিনতে পারলো এক পলকেই। সে সূর্যের কন্ট্রোল ছেড়ে দিলো তার বাম হাত দিয়ে এবং সোর্ডের দিকে হাত বারালো। একটা অদৃশ্য ফোর্স সোর্ডটাকে টান দিলো এবং সেটা চলে আসলো জ্যাকের বাম হাতে।
-->> ওয়াটার ড্রাগন সোর্ড এ.কে.এ ভ্যালিরা। তাহলে অবশেষে তুমি আমার হাতে। (জ্যাক)
জ্যাক কথাটা বলেই আর কোনো দিকে মনোযোগ না দিয়ে তার সামনে থাকা ব্যক্তিদের দিকে ফোকাস দিলো এবার। এদিকে এথিনা ব্রেসলেট থেকে শুধু সোর্ডটা বের করেছিলো, যা মাটিতে পরে ছিলো। সে একজন শক্তিশালী গডেস হওয়ায় সেটা উঠাতে পারলেও তার পাওয়ার একটিভ করতে পারে নি। তাই তো চেষ্টা করতে চাচ্ছিলো, তবে সেটা যে জ্যাকের কাছে চলে যাবে এ আশা সে কখনো করে নি।
"ইগনাইট"
জ্যাক দুটো সোর্ডের পাওয়ারই একটিভ করলো। যার একটার ব্লেড থেকে তো আগুন বেরই হচ্ছিলো, এখন অন্যটাী ব্লেড থেকে পানি বের হচ্ছিলো। সে পানি নিচে পরে যাচ্ছিলো না, অনেকটা নীল রঙের অউরার মতো দেখাচ্ছিলো ব্লেডকে এখন। জ্যাক দুটো সোর্ড নিয়ে তার সুপার ন্যাচারাল এবিলিটি ব্যবহার করলো,
"সুপার স্পিড"
সুপার ন্যাচারাল এবিলিটির সাথে সে তার সোর্ড স্কিল গুলোও ব্যবহার করতে ভুললো না। দুই হাতে দুটো সোর্ড নিয়ে সে তার মাস্টার করা সোর্ড স্কিলের একটা ব্যবহার করলো,
"লাইটনিং স্লাশ"
যদিও লাইটনিং স্লাশে কোনো লাইটনিং ছিলো না, তারপরও নামটা শুনতে অনেক ভালো দেখায় বলে এরকম নাম দেওয়া হয়েছে। অবশ্য এক সময়ে লাইটনিং ড্রাগন জ্যাকের কাছে থাকায় সে স্কিলটার নাম এরকম ব্যবহার করেছে। সুপার স্পিড এবং তার সোর্ড স্কিল দুটোই মারাত্মক ছিলো। চোখের পলকে সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গেলো এবং ব্লাক পার্টির অভিজ্ঞ প্লেয়ারদের এক এক করে হত্যা করতে শুরু করলো। জ্যাক সূর্যকে কাছে আনার ফলে এমনিতেই ব্লাক পার্টির সকল মেম্বাররা কনফিউজড ছিলো। আর এই সুযোগে সে একাই সব গুলোকে হত্যা করে ফেললো। যদিও এখনো তিনজন ব্যক্তি বেঁচে ছিলো যাদেরকে জ্যাক তার সুপার স্পিড দিয়েও লক্ষ করতে পারে নি। সঠিক ভাবে বলতে গেলে তারা ব্লাক পার্টির পাঠানো এই টিমের লিডার ছিলো। তারা অন্য প্লেয়ারদের মতো ছিলো না।
-->> আমরা ব্লাক পার্টির টপ টেন প্লেয়ারের মধ্যে তিনজন। তাই এই সাধারণ ট্রিক আমাদের উপরে কাজ করবে না। (পুরো টিমের লিডার কথাটা বললো)
-->> ইন্টারেস্টিং। (জ্যাক)
জ্যাক অবাক হলো, কারন তার এতো সুপার স্পিডের পরেও সে তিনজনকে লক্ষ করে নি। যেটা প্রমাণ দিচ্ছে তারা অনেক শক্তিশালী কেউ হবে। তাইতো জ্যাকের মুখে হাসি দেখা দিচ্ছিলো।
"আমার থেকে শক্তিশালী কাউকে দেখলেই আমার ভাই জিউসের কথা মনে পরে যায়। আর সেটা মনে পরলে আমার মাথার তার কয়টা ছিঁড়ে সেটা আমি নিজেও জানি না।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার পাওয়ার ব্যবহার করার সিদ্ধান্ত নিচ্ছিলো। পাওয়ার বলতে তার নিজস্ব গড পাওয়ার। যদিও এথিনা ছিলো পাশে, তবে সেটা সে কিছু সময়ের জন্য ইগনোর করলো। সে ওয়াটার ড্রাগন সোর্ডটাকে ফেলে দিলো এবং ফায়ার ড্রাগন সোর্ডটা দিয়ে হাতের আঙ্গুলে ছোট একটা কাট দিলো। সাথে সাথে তার হাত থেকে ব্লাড পড়তে শুরু করলো। এই সময়ে তাকে তার পার্টির মেম্বাররা বেক আপ দিচ্ছিলো। ব্লাক পার্টির প্লেয়ার তিনজন দাঁড়িয়ে অপেক্ষা করার ব্যক্তি ছিলো না। তারা সাথে সাথে এট্যাক করা শুরু করেছে। তিনজনের একজন ট্যাংক এবং অন্য দুজন এসাসিন টাইপের ড্যামেজ ডিলার। তাই তাদের স্পিড সাধারণ প্লেয়ারদের থেকে অনেক বেশী। তারা শুধু যে তাদের স্পিড দিয়ে জ্যাকের সুপার স্পিড থেকে পালিয়ে ছিলো এমন নয়। বরং তার কারন আরো একটা ছিলো যা সবার জন্য অপেক্ষা করছিলো। ব্লাক পার্টির একজন ট্যাংক যে জ্যাকের পার্টির সব ড্যামেজ ডিলারের এট্যাক গুলো গ্রহন করার পরও পিছনে যাওয়ার নাম নিচ্ছে না। আর সেই সময়ে মাস্ক পার্টির দুজন ট্যাংক হওয়ার পরও তারা দুজন ব্যক্তির এট্যাক গুলো নিতে পারছে না। মারাত্মক ভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছিলো তারা। দুজনের প্রতিটা এট্যাকের সাথে কিছু পরিমাণ কালো এনার্জি চলে আসছিলো, যা আঘাত প্রাপ্ত ব্যক্তির এনার্জিকে ড্রেইন করছিলো। যার কারনে মাস্ক পার্টির কেউই তেমন ভালো করে ফাইট করে উঠতে পারছিলো না। রোজা এবং এথিনা দুজনেই পিছনে ছিলো, তাই তারা আপাতোতো কোনো আঘাত প্রাপ্ত হয়নি। তবে ট্যাংকের কিছু হলে তারায় পরবর্তী টার্গেট হবে।
-->> আমি শুধু ব্লাক পার্টির টপ টেনের নামই শুনেছি। আজ পর্যন্ত কারো সাথে ফাইটের সুযোগ হয়ে উঠে নি। তবে আজকে মনে হচ্ছে আমার স্বপ্নটা পূর্ণ হবে। (রোজা)
রোজা এগিয়ে গেলো কিছুটা। সে তার আইস স্কিল "আইস ম্যানিপুলেশন" ব্যবহার করলো। যেটা দিয়ে যা দিয়ে পুরো ফিল্ডটাকে সে আইসের বানিয়ে দিলো। যার মধ্যে নরাচরা করাটাই কষ্টকর ছিলো। রোজার নিজ পার্টি মেম্বাররা সেটার মধ্যে হাঁটতে পারছিলো না। তাই রোজা ব্লাক পার্টির তিনজনের উপরে "এয়ার ম্যানিপুলেশন" স্কিল দিয়ে একটা বিশাল বাতাসের ওয়েব তৈরী করলো। যা তিন ব্যক্তিকেই দূরে ফেলে দিলো।
-->> আপু সাবধান, ওরা খুব ভয়ানক এনার্জি ব্যবহার করছে। (এথিনা)
এথিনা কথাটা খুব সিরিয়াস এবং উত্তেজিত হয়ে বললো। একজন ওয়ার গডেস হওয়ার সুবাধে সে এখানের কালো এনার্জির অরিজিন সম্পর্কে খুব সহজেই ধারনা পেয়েছে। যে এনার্জি মোটেও স্বাভাবিক একটা বস্তুর নয়।
"ব্লাক ড্রাগন, হঠাৎ ব্লাক ড্রাগন তার এনার্জি কেনো ব্যবহার করতে দিবে কিছু মানুষকে? না আমার মোটেও বিষয়টা সুবিধার মনে হচ্ছে না। এখানে আমি কিছু করলে পুরো অলিম্পাস ব্লাক ড্রাগনের বিপক্ষে চলে যেতে পারে। তবে আমি আমার অ্যাভেটারকে এখানে মরতে দিতেও পারি না।" (এথিনা ভাবছে)
ব্লাক পার্টির তিনজন ব্যক্তি রোজার এট্যাক অনেকটা দূরে চলে গেলোও তাদের কিছুই হলো না। বরং তারা দূর থেকে হাসতে শুরু করলো এবং বলতে লাগলো,
-->> হোয়াইট পার্টির রোজা, অনেক দিন হলো দেখা করার ইচ্ছায় ছিলাম আমরা তোমার সাথে। হোয়াইট পার্টিটা আমাদের সাথে একই ফ্লোরে থাকার কারনে হয়তো নিজেদেরকে আমাদের সাথে তুলনা করছিলো। কিন্তু আজকে প্রমাণ করে দিচ্ছি যে আমরা ব্লাক পার্টি হোয়াইট পার্টির থেকেও অনেক অনেক শক্তিশালী এবং যখন ইচ্ছা তাদের হত্যা করতে পারি। (তিনজনের লিডার)
ব্লাক পার্টির প্লেয়ারটা কথাটা বললো। এই সময়ে পুরো এরিয়ার মধ্যে কালো এক ধরনের এনার্জিতে ঘিরে গিয়েছে। যা সবার শরীর থেকেই এনার্জি ড্রেইন করতে শুরু করেছে। রোজা প্রথমে খেয়াল না করলেও মাত্র খেয়াল করতে শুরু করেছে। তার শরীর থেকে অনেক এনার্জি ড্রেইন হয়েছে। অন্যদিকে ব্লাক পার্টির তিনজন হাসতে শুরু করেছে এবং তাদের ভয়ঙ্কর এবিলিটি ব্যবহার করতে শুরু করেছে।
"ড্রাগন ট্রান্সফরমেশন"
তিন ব্যক্তিই মানুষ থেকে ড্রাগনে পরিণত হতে শুরু করলো, যা দেখতে মোটেও ভালো কোনো দিক ছিলো না।
-->> ওয়েল আমি আশা করি নি এরকম একটা সিন দেখবো, তারপরও ভালোই হলো। ড্রাগনদের হারানোর ইচ্ছাটা আমার অনেক দিনের ছিলো। (জ্যাক)
জ্যাক তার হাত কেটেছিলো। যা থেকে ব্লাড বের হয়েছে। সেই ব্লাড থেকে তার হাতে একটা লাল কলম তৈরী হয়েছে। যেটাকে মাত্রই একটা এটম লঞ্চার বানিয়ে ফেললো,
-->> দেখা যাক আমাদের ড্রাগন বন্ধুরা শক্তিশালী নাকি কিছু ম্যাজিকাল এটমিক বোমা। (জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।