#Demon_King#
পর্ব:৮২
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
ফরবিডেন বিস্ট, যাদের বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে আটক করে রাখা হয় যাতে তারা কখনো কোনো ব্যক্তির সাথে কন্ট্রাক তৈরী করতে না পারে। এদেরকে আটক করে রাখার মূল কারন হলো এদের ডিসট্রাকটিভ স্বভাব। তারা যে ব্যক্তির সাথেই কন্ট্রাক করুক না কেনো, যেখানে তারা যাবে সেখানে ডিসট্রাকশন হবেই হবে। তাই তো তাদেরকে বিস্ট ওয়ার্ল্ডের ফরবিডেন বিস্ট বলা হয়ে থাকে এবং বিস্ট ওয়ার্ল্ডের ফরবিডেন এরিয়ার মধ্যে আটক করে রাখা হয়েছে। অনেক ধরনের ফরবিডেন বিস্ট রয়েছে বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে, তবে সেসবের মধ্য থেকে সবচেয়ে ভয়ানক ফরবিডেন বিস্ট কাইসেল দ্যা ডিমনিক ড্রাগন। এটি একটা ড্রাগন যা নিজে থেকেই ডার্ক এনার্জি তৈরী করতে পারে। এই ড্রাগনের ব্যাপারে অনেক তথ্যই অজানা এবং অনেক রহস্য রয়েছে। যদিও এটাকে ট্রু গড ধরা হয় না তবে এক সময় সমস্ত ট্রু গডদের হত্যা করতে যাচ্ছিলো সে। ট্রু গডরা তাদের জীবন নিয়ে কোনো রকমে পালাতে সক্ষম হয়েছিলো। ড্রাগনটার উপরে কোনো রকম লিমিটর কাজ করতো না। তাইতো সুপ্রিম গড, মুন গড তাকে বিস্ট ওয়ার্ল্ডের এই ফরবিডেন জায়গার মধ্যে আটক করে রেখেছে। যদিও কিভাবে করেছে তার কোনো রেকর্ড নেই। তবে এটুকু রেকর্ড করা আছে যে, কেউ এই ডিমনিক বিস্টকে নিজের কন্ট্রাক বিস্ট বানাতে পারবে না। মুন গড নিজে চেষ্টা করেও সফল হয় নি সেখানে একটা মানুষের তো সফল হওয়ারই কথা ছিলো না।
ক্যাসেল এর দেওয়ালে কিছু আজব ভাষায় কিছু লেখা ছিলো। যা লিচ্ দ্যা আনডেড পড়তে না পারলেও এলেক্স ঠিক মতোই পড়তে এবং বুঝতে পারছিলো। সে বুঝলো না কিভাবে সে সেটা পড়তে পারছে তবে একটা বিষয় সে অনুভব করতে পারছিলো,
"এই এনার্জিটা আমার কাছে অনেক পরিচিত মনে হচ্ছে হঠাৎ।" (এলেক্স ভাবছে)
দেওয়ালের লেখাগুলো রেকর্ড ছিলো। কাইসেল দ্যা ফরবিডেন ডিমনিক ড্রাগন এবং তাকে এখানে কে বন্ধী করলো তার রেকর্ড। এলেক্স রেকর্ডগুলো পড়ার মাধ্যমে বেশ ইন্টারেস্টিং একটা নাম শুনতে পারলো।
-->> মুন গড, তাহলে সুপ্রিম গডদের একজন। (এলেক্স)
[হ্যাঁ মাস্টার, যাকে একসময়ে আমার পুরাতন মাস্টার ব্লাক ড্রাগন পিষিয়ে হত্যা করার মতো ক্ষমতা রাখতো। তবে কেয়স এর সাহায্যে মুন গড এবং সেই সাথে সান গড দুজন এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে তারা এখন পুরো এক্সব্লক এবং তার বাইরের ওয়ার্ল্ড গুলোর উপরে রাজ করে।]
লিচ্ এর কথাটা শুনে এলেক্স তাকালো আবারো দেওয়ালের লেখা গুলোর দিকে।
-->> সবচেয়ে শক্তিশালী গড! (এলেক্স)
এলেক্স তার লক্ষকে এতোদিন শুধু এক্সব্লকে যাওয়াতেই সিমীত রেখেছিলো। তবে আজ তার লক্ষ আরো বেশি দূর চলে গেলো। যা কারোর ধারনার মধ্যে ছিলো না।
[সব ওয়ার্ল্ডকে রাজ করাটা কোনো খারাপ বিষয় হবে না। তবে সেটা আসলেই বোরিং একটা কাজ। যারা রাজ করে আমি তাদের উপরে রাজ করতে চাই।]
এলেক্সের মুখে একটা মৃদু হাসি ফুটে উঠলো, যা তখনি হয় যখন সে কোনো বিষয় নিয়ে একদম উত্তেজিত হয়। সে তার সময়কে নষ্ট করলো না এখানে, যেহেতু তার প্রতিটা সময়ই তার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এলেক্স চললো কাইসেল দ্যা ডিমনিক ড্রাগনের সাথে দেখা করতে, যা ক্যাসেলের ভিতরের বিশাল একটা দরজার ঔ পারেই আটক ছিলো। দরজাটা এলেক্স পুরো কনফিডেন্স খুলে ফেললো। তার কাছে লিচ্ এর পাওয়ার, নিজের ব্লাডলাস্ট ফর্ম এবং সেই সাথে ড্রাগন স্যুট আর্মার থাকার কারনে এই ক্যাসেলের গ্রাভিটি তাকে আর আটকাতে পারছিলো না। দেওয়ালের রেকর্ড গুলোতে বলা হয়েছে কেউ এই ড্রাগনের সাথে কন্ট্রাক করতে পারবে না, তাইতো এলেক্স আরো আগ্রহী ছিলো সেটা দেখার জন্য।
-->> তাহলে এটাই ডিমনিক ড্রাগন কাইসেল। (এলেক্স)
[ওয়াও, মাস্টার আমার মনে হয় না ব্লাক ড্রাগনও এতো বড় সাইজের ছিলো।]
একটা বিশাল ড্রাগন, যার শরীরে লক্ষ লক্ষ শিকল দেখা যাচ্ছিলো। শিকল গুলো দিয়ে ড্রাগনটাকে এখানে আটকে রাখা হয়েছিলো যাতে সে কখনো এই ক্যাসেল থেকে বের না হতে পারে। সেই সাথে শিকল গুলো এমন বস্তু দিয়ে তৈরী যা সহজে ভাঙবে না বরং ড্রাগনের শরীর থেকে তার এনার্জি ড্রেইন করে ড্রাগনকে দুর্বল বানিয়ে রাখবে। বাইরে থেকে ক্যাসেলকে ছোট মনে হলেও এলেক্স যখন এই রুমের মধ্যে প্রবেশ করলো তখন সে বুঝতে পারলো রুমটা ক্যাসেলের আকারের থেকেও দশগুন বড়। আর এই বিশাল রুমের পুরো জায়গাটা জুড়ে অবস্থান করছিলো কাইসেল দ্যা ফরবিডেন ডিমনিক ড্রাগন। যাকে দেখার সাথে সাথেই এলেক্স কোনো কথা না বলেই এগিয়ে যাচ্ছিলো। ড্রাগনটা ঘুমাচ্ছিলো। প্রতিনিয়ত তার শরীরে ডার্ক এনার্জি তৈরী হচ্ছিলো এবং তা শিকল গুলোর মাধ্যমে ড্রেইন হয়ে যাচ্ছিলো। এভাবে সে কত বছর রয়েছে সেটা সে নিজেই জানে না। তাই তো গভীর একটা ঘুমের মধ্যে চলে গিয়েছে সময়ের হিসেব ছাড়ায়। এলেক্স ভয় পাচ্ছে না। এতো বিশাল একটা ড্রাগন তার সামনে ছিলো তারপরও তার ভয় ছিলো না। তার হৃদপিণ্ড খুব জোরে বিট করছিলো, তবে সেটা ভয়ে নয় বরং উত্তেজনায়।
"আমার মন বলছে আমার সাথে এই ড্রাগনের কোনো সম্পর্ক ছিলো। কিন্তু সেটা তো সম্ভব নয়।" (এলেক্স)
এলেক্স ড্রাগনের শরীরে হাত দিলো। ড্রাগনটার পুরো শরীর কালো স্কেলে(আশ) ভরা ছিলো। স্কেল গুলো এতোটা শক্ত ছিলো যে তার মধ্যে হয়তো এলেক্সের দুটো ড্যাগারের একটাও কোনো দাগ ফেলতে পারবে না। ড্রাগনের শরীরে হাত দেওয়ার সাথে সাথেই ড্রাগনের ঘুম ভেঙে গেলো। সে শিকল দিয়ে বন্ধী হওয়ার কারনে শরীরের কোনো অংশই নারাতে পারলো না। তবে এলেক্সের স্পর্শ পাওয়ার সাথে সাথেই তার মুখ থেকে একটা শব্দ বেরিয়ে আসলো।
[স্পর্শিয়া]
কথাটা ড্রাগন বললো কারন ড্রাগনের হঠাৎ পুরাতন কিছু স্মৃতি মনে পরে গেলো। এলেক্স এবিষয়ে কিছু জানে না বলে চুপচাপ দাঁড়িয়ে ছিলো। তখনি ড্রাগনটা লক্ষ করলো।
-->> ড্রাগন আমি এখানে এসেছি তোমাকে এই চেইন থেকে মুক্ত করতে। আমার ফ্যামিলিয়ার হয়ে যাও এবং এই জায়গা থেকে তোমাকে আমি বের করে নিবো। (এলেক্স)
এলেক্সের কথাটা হঠাৎ ড্রাগনটার কানে লাগলো, সে এলেক্সকে ভালো করে তাকিয়ে দেখতে লাগলো। তবে কিছু সময়ের জন্য সে এলেক্সকে দেখলো না। বরং এলেক্সের জায়গায় একজন সুন্দরী মেয়েকে দেখলো। যে উপরোক্ত কথাটা তাকে বললো। মূলত ড্রাগনটা তার অতীতের কথা মনে করছে। এলেক্স যে কথাটা বললো মাত্র ড্রাগনটার জানা সেই মেয়েটাও উপরোক্ত কথাটা বলেছিলো এক সময়ে তাকে। কিছু সময়ের জন্য ড্রাগনটা তার জীবনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দেখলেও মাত্র সে ঠিক মতো এলেক্সকে দেখতে পেলো। ড্রাগনটা সাথে সাথে ভাবতে লাগলো,
"এই সউল, কিভাবে সম্ভব এটা? স্পর্শিয়া তাহলে আমি শেষ পর্যন্ত তোমার ইচ্ছাকে পূর্ণ করতে পেরেছি এবং খুঁজে পেয়েছি তাকে।"
ড্রাগনটা কিছু বলছিলো না দেখে এলেক্স কিছুটা রেগে গেলো। সে চাচ্ছিলো কিছু একটা করতে তবে একটা ড্রাগনকে তো সে আর ধরে মারতে পারবে না। বিশেষ করে যখন একটা ড্রাগনের সাইজ এতো বড়।
-->> ড্রাগন আমি আবার বলবো, আমার ফ্যামিলিয়ার হয়ে যাও এবং আমি তখনি তুমি এই জায়গা থেকে মুক্ত পাবে। (এলেক্স)
এলেক্স মূলত তার ছোট সামাজিক ব্রেইনটা খাটাচ্ছে। যদিও ফাইট এবং ম্যাজিকের বিষয়টা সে তারাতাড়ি ধরতে পারে, তবে কারো সাথে কথা বলতে গেলে সে ততোটা ভালো করে কথা বলতে পারে না। তবে একটা কারন সে খুঁজে পেয়েছে এবং সেই কারনের জন্যই সে ড্রাগনটাকে সুন্দর একটা অফার দিয়েছে। যেহেতু মুন গড তাকে এখানে বন্ধী করেছে তাই নিশ্চয় মুন গডের উপরে প্রতিশোধ নেওয়ার এবং এই জায়গা থেকে মুক্ত হওয়ার ইচ্ছা তার আছে, তাইতো এলেক্স সেই লাইনটা ধরে কথাটা বললো।
[তোমার মতো ছোট একটা বাচ্চা যার নিজস্ব কোনো মানা কোর নেই, সে আমার মতো একটা গ্রেট ড্রাগনের সাথে কন্ট্রাক তৈরী করতে চাই, এটা যে শুনবে সেই হাসবে।]
ড্রাগনটা খুব জোরালো গলায় হাসতে শুরু করলো। যাতে এলেক্সের খুব বিরক্ত লাগলো। সে এখন তার গ্লাটোনি ব্যবহার করতে চাচ্ছিলো, তবে তার কোনো স্কিল বা পাওয়ার এখানে কাজ করবে না। আর তাছাড়াও এই ড্রাগনটাকে সে মনে হয় না গ্লাটোনি দিয়ে গ্রাস করতে পারবে। তাই সে নিজেকে একটু কন্ট্রোল করলো। সাধারণত রাগ বাদে এলেক্সের মাঝে আর কোনো ইমোশান এখন আর অবশিষ্ট নেই, তাই মাঝে মাঝে তাকে রাগতে দেখা যায়। তবে সেটা মাত্র কিছুক্ষনের জন্যই হয়ে থাকে। এলেক্স আবারো কথা বলতে লাগলো ড্রাগনটার সাথে।
-->> আমি হয়তো এখন ছোট আছি, তবে বয়সের সাথে সাথে অসীম শক্তিও আমি অর্জন করবো। আর এক সময় এই পুরো ওয়ার্ল্ড আমার পায়ের নিচে থাকবে। এখন আমার সাথে কন্ট্রাক তৈরী করলে তখন বুঝতে পারবে যে তুমি সঠিক সিদ্ধান্তই নিয়েছিলে। নাহলে তখন বাকিদের মতো তুমিও আমার পায়ের নিচে থাকবে। (এলেক্স)
এলেক্স কথাটা হালকা রাগ নিয়ে বললো। যদিও একটা ড্রাগন তার এই কথায় ভয় পাবার কথা নয়, তবে ডিমনিক ড্রাগন কাইসেলের ব্যাপারটা আবার অন্যরকম। প্রতিবার এলেক্স যখন কথা বলছে সে এলেক্সকে দেখছে না, বরং তার চেনা পরিচিত একজনকে বার বার দেখতে পারছে। এলেক্স ঠিক প্রত্যেকবার সেই কথাগুলো বলছিলো যা এক সময়ে কাইসেলের সামনে অন্য একজন বলেছিলো। তাই তো সে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছিলো না।
"সব কিছু আমাকে এখনি গোপন রাখতে হবে, তা নাহলে স্পর্শিয়া আমাকে ক্ষমা করবে না। অনেক কিছু বলার ছিলো ছেলেটাকে, কিন্তু সেটা মনে হচ্ছে হয়ে উঠবে না এতো শীঘ্রই। জানি না ডিম্যান জেনারেল কি ব্যবস্থা নিয়েছে, তবে আপাতোতো তার উপরে বিশ্বাস করা ছাড়া কিছু করার নেই। আমাকেও আমার স্মৃতি গুলো সিল করে রাখতে হবে এই সময়ে।" (ড্রাগনটা ভাবছে)
ড্রাগনের হঠাৎ পুরানো কিছু কথা মনে পরে গেলো এবং উপরোক্ত বিষয়টা সে ভাবলো। এরপরই সে এলেক্সকে বলতে লাগলো,
[বাচ্চা এমন নয় যে আমি এই জায়গা থেকে মুক্ত হতে চাই না। বরং আমাকে এখান থেকে মুক্ত করার মতো আজ পর্যন্ত কেউ তৈরী হয় নি। এই চেইন গুলো দেখতে পাচ্ছো? এটা মুন গড নিজে তৈরী করেছে যা আমার এনার্জি গ্রহন করতে করতে এতো শক্তিশালী হয়েছে যে এখন এটা মুন গড নিজেও ভাঙতে পারবে না।]
-->> সেটা তো সময়ই বলে দিবে। কিছু সামান্য চেইন আমাকে আমার ফ্যামিলিয়ার পাওয়া থেকে আলাদা করতে পারবে না। (এলেক্স)
এলেক্স তার হাতটা আবারো ড্রাগনের শরীরের উপরে রাখলো। এবং বলতে লাগলো,
-->> আমার ফ্যামিলিয়ার হয়ে যাও প্রথমে, এরপর আমি তোমাকে এই বদ্ধ জায়গা থেকে মুক্ত করে দিবো। (এলেক্স)
এলেক্স যতদূর দেওয়ালের রেকর্ডগুলোতে পড়েছে তাতে সে এটুকু বুঝতে পেরেছে যে ড্রাগনটা কারো সাথে কন্ট্রাক তৈরী করতে রাজি নয়। তাইতো মুন গড নিজে চেষ্টা করেও পারে নি। যেহেতু মুন গড নিজে পারে নি তাইতো রেকর্ডে লেখে রাখা হয়েছে এই ড্রাগনের সাথে কেউই কন্ট্রাক তৈরী করতে পারবে না। এলেক্স এই বিষয়টা কিছুটা বুঝতে পেরেছে। তাইতো সে চেষ্টা করছে আসলেই ড্রাগনের রাগকে কাজে লাগাতে পারে নাকি। যেহেতু ড্রাগনটা বন্ধী রয়েছে এখানে তাই সে সিওর মুক্ত হতেই চাইবে।
[আমার সাথে কন্ট্রাক করার জন্য তোমার ঔটুকু এনার্জিতে হবে না। তাই তোমার জায়গায় আমি থাকলে এখানে সময় নষ্ট করতাম না।]
ড্রাগনটার কথায় এবার এলেক্স অনেক রেগে গেলো। আর সেই রাগের ফলে সে কখন তার অনিয়ন্ত্রিত ফর্মে চলে গেলো সেটা নিজেই জানে না। চুল গুলো ব্লাডলাস্ট ফর্মে লাল হয়েছিলো, যা এখন সিলভার এবং সাদা হয়ে গেলো। এলেক্স নিজেও জানে না তার সাথে কি হচ্ছিলো, সে তার শরীরের কোনো নিয়ন্ত্রনে ছিলো না। এমন মনে হচ্ছিলো তার শরীরটা অন্য কেউ নিয়ন্ত্রন করছিলো। এটা পূর্বেও একবার হয়েছিলো যার অভিজ্ঞতা মোটেও ভালো ছিলো না। এলেক্সের মাইন্ড এখানে প্রবেশ করলেও সেটার একটা শারিরীক শরীর ছিলো, যা এখানে মারা গেলে তার আসল শরীরও মারা যাবে। এলেক্স তার হাতে কামড় দিয়ে কিছুটা ক্ষত করলো। হাত থেকে ব্লাড পড়তে শুরু হলো তার। এটা সত্যিকার ব্লাড না। বরং এলেক্সের সউলের কিছু অংশ। বিস্ট ওয়ার্ল্ডে মূলত একজন ব্যক্তির সউল প্রবেশ করে যাকে সহজ ভাষায় তুলে ধরতে মাইন্ড বলা হয়। এখানে যদি কেউ আঘাত প্রাপ্ত হয় তাহলে তার সউল ড্যামেজ হতে থাকে। আর এখানে মারা গেলে সেই ব্যক্তির সম্পূর্ণ সউলই মারা যায়। এলেক্স কয়েক ফোঁটা ব্লাড ড্রাগনটার শরীরের উপরে ছিটিয়ে দিতে লাগলো। তখনি দুজনের শরীর উজ্জ্বল হতে দেখা যাচ্ছিলো।
"আমি ঔ ব্যক্তির পাওয়ারকে আশা করি নি। তারপরও আমি যে তোমাকে খুঁজে পেয়েছি এতেই আমি ধন্য। এবার আমি আমার স্মৃতি সিল করে দিয়ে তোমার আদেশের অপেক্ষায় থাকবো সব সময়। হয়তো স্পর্শিয়ার শেষ ইচ্ছা এটাই ছিলো যা সে আমাকে বলতে পারে নি।" (ড্রাগনটা ভাবছে)
কাইসেল তার স্মৃতিকে সিল করে দিলো, যাতে সে ভুলে যায় অতীতের সব কিছু সম্পর্কে। এটা তার এবং তার নতুন মাস্টারের জন্যই ভালো হতে যাচ্ছিলো। হঠাৎ এলেক্সের শরীরে অনেক এনার্জি চলে আসতে শুরু করলো, যা বাইরে থেকে কেউ তার শরীরে প্রয়োগ করছিলো। এলেক্স তার নিজ চিন্তায় ছিলো না। তার শরীর অনেকটা চিন্তাশক্তিহীন এক ব্যক্তিতে পরিণত হয়েছে। যে শুধু এলেক্সের শেষ ইচ্ছাটা পূর্ণ করার চেষ্টা করে যাচ্ছে। যেটা হলো কাইসেলকে নিজের ফ্যামিলিয়ার বানানো।
বুম
তখনি একটা ব্লাস্ট হয়ে গেলো পুরো ক্যাসেলের মধ্যে এবং পুরো ক্যাসেল ভেঙে চুরমার হয়ে গেলো। ফ্যামিলিয়ার কন্ট্রাক সম্পূর্ণ হয়েছে। আর এলেক্সের লেভেল কম হওয়ার ফলে ড্রাগনটা তার বিশাল সাইজ থেকে ছোট হয়ে গেলো এবং একটা ছোট বাচ্চা ড্রাগনে পরিণত হলো। যার সাইজ প্রায় এক থেকে দেড় ফুটের মতো হবে। ড্রাগনটার সাইজ ছোট হওয়ার ফলে সে খুব সহজেই শিকল গুলো থেকে মুক্ত হতে পেরেছে, যেহেতু শিকল গুলো তার বিশাল শরীরের জন্য তৈরী হয়েছিলো তাই সাইজ ছোট হওয়ার ফলে সেটা থেকে বেরিয়ে আসতে তার কোনো সমস্যায় হলো না। পুরো ক্যাসেল এলেক্সের উপরে পরতে যাচ্ছিলো তবে সে তার সঠিক মাইন্ডে ছিলো না। এখনো সে তার কন্ট্রোল ছাড়া ফর্মে রয়েছে যার জন্য শেষ সময়ে সে কিছু করতে পারে নি। তবে তার শরীরে থাকা ড্রাগন স্যুট আর্মার সেটা ঠিকই করলো।
[মাস্টার কোনো চিন্তা করতে হবে না আপনাকে। কারন এটা এমন একটা আর্মার যেটা জীবিত একটা বস্তু। আর এটা কখনো কাউকে তার মাস্টার মেনে নিলে তাকে তার জীবন দিয়ে হলেও রক্ষা করবে। যেহেতু এটা আপনার শরীরে আছে তাই এটা আপনাকে এর ওর্দি মনে করেছে।]
লিচ্ এখনো এলেক্সের ভিতরে প্রজেস অবস্থায় ছিলো। সে কথাটা বললেও এলেক্স সেটা শুনতে পেলো না। পূর্বের বার নিজে সব কিছু দেখলেও এবার তার আসল শরীর থেকে আলাদা থাকার কারনে তার পুরো ভিশন অন্ধকার হয়ে রয়েছে। সে কিছু দেখতে বা শুনতে পাচ্ছিলো না। শুধু তার সউল নিজ থেকে কাজ করছিলো। ক্যাসেলের ভাঙা অংশ এলেক্সের উপরে পরতে যাবে তখনি তার ড্রাগন স্যুট আর্মারের পিছন থেকে দুটো ডানা বের হয়ে গেলো। ড্রাগনটা কন্ট্রাকের পরে ছোট হয়ে গিয়েছে। আর সে তার সেন্সও হারিয়ে ফেলেছে স্মৃতি সিল করার কারনে। এলেক্স ড্রাগনটাকে শক্ত করে ধরলো আর এই অবস্থায় এলেক্সের ড্রাগন স্যুট আর্মার তাকে চোখের পলেকের মধ্যে সমস্ত ভাঙা বস্তুর মধ্য দিয়ে প্যালেসের বাইরে পাঠিয়ে দিলো।
এলেক্সের ব্রেক ছাড়া ফর্মটা ক্যান্সেল হয়ে যাওয়ার পর সে দেখতে পেলো সব কিছু শেষ এবং তার ফ্যামিলিয়ার কন্ট্রাকও সম্পূর্ণ হয়েছে। লিচ্ দ্যা আনডেড তার শরীর থেকে বের হলো। এখন শুধু এলেক্সের দুজনের নাম দেওয়াটা বাকি ছিলো। তাদেরকে নাম দিলে এলেক্স যে কোনো সময়ে তাদেরকে সাম্মন করতে পারবে।
-->> ড্রাগন তোমার নাম আজ থেকে কাইসেল এবং লিচ্ আজ থেকে তোমার নাম একলিপ্স। আমি আশা করছি আমাকে সব কিছু দিয়ে সাপোর্ট করবে আজ থেকে। (এলেক্স)
* * * * *
একাডেমির মধ্যে অনেক বড় একটা আলোড়ন তৈরী করেছে এলেক্স তার ফ্যামিলিয়ার নিয়ে। এলেক্স যে একটা ড্রাগন ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক করবে এটা কেউ আশা করে নি। প্রিন্সিপাল রুমের মধ্যে কথা হচ্ছে শিক্ষকদের মধ্যে। মূলত কথা বলছিলো ডার্ক মানা ক্লাসের ছেলে শিক্ষক এবং একাডেমির প্রিন্সিপাল।
-->> আমি আশা করি নি তোমার ক্লাসের চারজনের দুজন স্প্রিরিট বিস্ট, একজন হোলি বিস্ট এবং একজন লিজেন্ডারি ডিভাইন বিস্ট ড্রাগনকে ফ্যামিলিয়ার বানাতে পারবে। বলতে হবে আমি অনেক ইমপ্রেজড। (প্রিন্সিপাল)
-->> ধন্যবাদ স্যার। তারা চারজনই খুব ট্যালেন্টেড ছিলো, তাই তারা কমনার হওয়ার পরও অসম্ভবকে সম্ভব করেছে। (শিক্ষক)
-->> যদিও সেটা একটা বাচ্চা ড্রাগন, তারপরও সেটা চার লিজেন্ডারি বিস্টের মধ্যে পরে। যতদূর তার এনার্জি সেন্স করা যাচ্ছে তাতে বলা যাচ্ছে সেটা ডার্ক এট্রিবিউটের। আমার মনে হয় তোমার রিসার্সে আরো উন্নতি করতে পারবে এই ড্রাগন দেখা দেওয়ায়। (প্রিন্সিপাল)
-->> জ্বী প্রিন্সিপাল। (শিক্ষক)
-->> তাহলে পরের পদক্ষেপ নিতে থাকো তোমরা। এবং ছেলেটাকে ভালো করে ট্রেইন করো। কারন শীঘ্রই বাকি দুই কিংডমের সাথে যুদ্ধ শুরু হতে পারে। আর তখন এই ছেলে আমাদের ট্রাম্প কার্ড হিসেবে থাকবে। (প্রিন্সিপাল)
* * * * *
এলেক্স তার ডোর্মে ফিরে এসেছে। আজকের সারাটা দিন খুব ক্লান্ত ময় ছিলো। সে চারদিনের বেশী সময় বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে কাটিয়েছে যেখানে সে একটুও ঘুমাতে পারে নি। আর কন্ট্রাক তৈরী হওয়ার পর যখন সে তার ড্রাগনকে নিয়ে ফিরে এসেছে এবং লিচ্ কে সাম্মন করে নি তখন হয়তো ভেবেছিলো লোক নজর কম থাকবে তার দিকে। কারন এতোক্ষন তার জন্য কারো অপেক্ষা করার কথা ছিলো না। শুধু শিক্ষকই ক্লাসে থাকবে বলে তার ধারনা ছিলো।
"আমি চাচ্ছিলাম শিক্ষককে বলে এই বিষয়টাও গোপন রাখবো, তবে কি হলো?"
এলেক্সের সাথে তার ড্রাগনকে একাডেমির প্রায় সকলেই দেখে ফেলেছে। যা এলেক্সের দিকে চোখের মাত্রা বেশী বারিয়ে দিয়েছে। এলেক্স কখনো হিরো হওয়ার চেষ্টা করে না। সে মানুষের দৃষ্টি আকর্ষনকে সব সময় এড়িয়ে চলার চেষ্টা করে। তবে সেটা এখন সম্ভব নয়। কারন পুরো একাডেমিতেই এখন তাকে নিয়ে কথা হয়।
-->> এক হিসেবে ভালোই লাগলো, সমস্ত দৃষ্টি শুধু আমার একার কাছে নয়। (এলেক্স)
এবার দুজন ব্যক্তি অফিসিয়াল ভাবে লিজেন্ডারি বিস্টের সাথে কন্ট্রাক তৈরী করতে পেরেছে। অবশ্য পেরেছে বললে ভুল হবে। একজনের অনেক পূর্বে থেকেই একটা লিজেন্ডারি বিস্ট ছিলো, যা সে তার আইস মানা প্রাকটিক্যাল ক্লাসের মধ্যে দেখিয়েছে এবং পুরো একাডেমিকে চমকে দিয়েছে। যা কিনা একটা ফিনিক্স ছিলো। পুরো একাডেমি বর্তমানে ড্রাগন এবং ফিনিক্সের গল্প নিয়ে ব্যস্ত ছিলো।
[নোটঃ আমি অসুস্থ, মাইগ্রেনের ব্যথা শুরু হয়েছে আজকে। লেখতে মন চাচ্ছিলো না, তাই ভালো না ও লাগতে পারে।]
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।