#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫৬
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
জ্যাকের হাতের বর্তমান অস্ত্রটা মূলত একটা ম্যাজিকাল আইটেম যা গোল্ডেন ড্রাগন নিজে তৈরী করেছিলো। এই আইটেমটা মূলত প্রিন্স নিয়াকের ছিলো, যা টাইম স্পেসের মধ্যে হারিয়ে যায়। আইটেমটা পৌঁছে যায় টিটানের ওয়ার্ল্ডে, যেখানে সে এটাকে পেয়ে ব্যবহার করতে থাকে। যদিও এক সময়ে টিটান নিয়াককে সেটা ফেরত দিয়ে দিয়েছিলো, পরে নিয়াক আইটেমটা আবার টিটানকে ফেরত দিয়েছিলো। এই আইটেমের স্পেশাল পাওয়ার হলো এটা যেকোনো অস্ত্রে পরিণত হতে পারে। ব্যবহারকারী যদি কোনো এটমিক বোমা লঞ্চার এর কথা কল্পনা করে এই আইটেমের মাথার উপরে চাপ দেই তাহলে সেটা এটমিক বোমা লঞ্চার হয়ে যাবে। যার মধ্য থেকে সাধারণ এটমিক বোমা বের হবে না। বরং গোল্ডেন ড্রাগনের এনার্জি যুক্ত এটমিক বোমা বের হবে। জ্যাক তার লঞ্চার রেডি করলো এবং সেটা ফায়ার করার প্রস্তুতিতে ছিলো। যেহেতু তিনটা ব্যক্তিই তাদের ট্রান্সফরমেশন নিয়ে ব্যস্ত ছিলো তাই এটাই জ্যাকের সময় ছিলো।
-->> ছবি কিংবা মুভির মতো এখানে বোকার মতো দাঁড়িয়ে তাদের ট্রান্সফরমেশন দেখে সময় নষ্ট করে লাভ কি? (জ্যাক)
কাবুম
বিশাল একটা ব্লাস্ট হলো। যা পুরো ফ্লোরটাকে কাঁপিয়ে দিলো। মাস্ক পার্টির সাপোর্টাররা তাদের ব্যারিয়ার ব্যবহার করেছে। যেটা অনেক খুব সহজেই ভেঙে গিয়েছে। জ্যাক একটা এটমিক বোমার ভয়াবহতা চিন্তা না করে যেহেতু সেটা ব্যবহার করেছে তাই তিন ড্রাগন ব্যক্তিদের সাথে তাদের জীবনও ঝুকির মধ্যে পরে গেলো। বিশাল ম্যাজিকাল রেডিয়েশন তাদের দিকেও আসতে লাগলো। যার জন্য জ্যাক এবং তার পার্টি মেম্বার প্রস্তুত ছিলো না।
-->> মনে হচ্ছে আমাকে আবারো এক ঘন্টা পূর্বে পৌঁছে যেতে হবে। (জ্যাক)
পুরো রেডিয়েশন জ্যাক এবং তার পার্টি মেম্বারদের দিকে আসতে ছিলো। আর তখনি জ্যাকের শরীরের মধ্য থেকে বেরিয়ে আসলো। সে তার মাস্টারকে সুরক্ষিত রাখার জন্য একটা ব্যারিয়ার তৈরী করলো। যা শুধু জ্যাকের উপরে ছিলো না। বরং তার পিছে থাকা তার টিম মেম্বারদের চারপাশেও ছিলো। পুরো ব্লাস্ট এবং তার রেডিশেয়ন এর সাইড ইফেক্ট শেষ হওয়া পর্যন্ত তারা এভাবেই অপেক্ষা করতে লাগলো,
-->> ওয়াও, আমি তো ভেবেছিলাম আমি মারায় যাবো। (ভুসেকা)
-->> আমাদের লিডার এটা কি আইটেম ব্যবহার করলো? (রাইসা)
-->> একটা নিউক্লিয়ার বিস্ফোরণের মতো মনে হলো তা আমার কাছে। (আয়াব)
-->> এটা একটা ম্যাজিকাল আইটেম ছিলো? এরকম আইটেম থাকলে তো ফ্লোরের সব মনস্টারকে হত্যা করে ফেলা যায় একসাথে। (জুন)
-->> কিন্তু এটা কিরকম ব্যারিয়ার? (ইভা)
-->> আমাদের কোনো ব্যারিয়ারই টিকতে পারলো না এই রেডিয়েশনে, আর সেখানে পানির আজব রকম একটা ব্যারিয়ার আমাদেরকে রক্ষা করে যাচ্ছে। এটা আসলেই অবাক করা বিষয়। (রোজা)
সবাই এক এক করে তাদের মতামত দিতে লাগলো। তবে এমিলি চুপ ছিলো। এমিলি বললে ভুল হবে। বরং এথিনা চুপ ছিলো। সে কিছু ভাবছিলো তার মনের মধ্যে, এরপরই সে তার আসল জায়গা থেকে একটা আইটেম নিয়ে আসলো। আসল জায়গা বলতে তার আসল শরীর যেখানে আছে। অলিম্পাসের গডেস এথিনা অলিম্পাসের ট্রেজার হল থেকে একটা গুরুত্বপূর্ণ আইটেম ব্যবহার করলো। "স্যান্ডগ্লাস" এমন একটা আইটেম যা এথিনার দাদা এবং টাইটানদের প্রথম কিং ক্রোনোস ব্যবহার করেছে। এটা দিয়ে ক্রোনোস তার এবিলিটি ব্যবহার না করার পরও সময়কে নিয়ন্ত্রন করতে পারতো। তবে ক্রোনোসের পর থেকে কেউ এটার পুরো এবিলিটি ব্যবহার করতে পারে নি। তাইতো এটাকে অলিম্পাসের ট্রেজার হলের মধ্যে সুরক্ষিত ভাবে রেখে দেওয়া হয়েছিলো। তবে এথিনার কাছে ট্রেজার হলের অথোরিটি থাকার কারনে সে যে সময়ে যেকোনো আইটেম ব্যবহার করতে পারবে সেখান থেকে। অনেকটা ইনস্ট্যান্ট টেলিপোর্টের মতো। তবে এখানে সে টেলিপোর্ট না হয়ে আইটেম গুলো হবে শুধু।
এথিনার তার আইটেমটা ব্যবহার করলো। স্যান্ডগ্লাস যা মূলত সময় পরিমাপের কাজে ব্যবহার হতো এক সময়ে। যদিও এখন আর স্যান্ড গ্লাসের প্রয়োজন হয় না, তবে ক্রোনোস এর আমলে ক্রোনোসই প্রথম এটাকে তৈরী করেছিলো এবং তা সমস্ত স্পিসিজ এর হাতে তুলে দিয়েছিলো। এটার আরেক নাম হলো ঘন্টা গ্লাস। যা দিয়ে প্রতি ঘন্টা পরিমাপ করা যায়। এথিনা তার আইটেম ব্যবহার করার সাথে সাথেই আশে পাশের সব কিছু থেমে গেলো। সব কিছু তার নিজস্ব জায়গা থেকে আর নরতে পারছে না। এসব কিছু এতো দ্রুত হলো যে জ্যাকও খেয়াল করে নি প্রথমে। তবে পিছন থেকে গডেস এর এনার্জি অনুভব করার পর সে বুঝতে পারলো কি হচ্ছে। জ্যাক পিছনে তাকালো এবং দেখতে পেলো এথিনা স্যান্ডগ্লাস ব্যবহার করেছে। যা দিয়ে পুরো সময়কে সে থামিয়ে দিয়েছে।
-->> আমি জানতাম, তুমি সব সময় ছিলে আমার চোখের সামনে। শুধু নাটক করে গিয়েছো, যাতে আমি বুঝতে না পারি বিষয়টা। (এথিনা)
-->> কি বলছো তুমি? (জ্যাক)
-->> এখনো নাটক করে যাবে পোসেইডন? আমার হাতে এটা স্যান্ডগ্লাস। তোমার বাবার তৈরী আইটেম। এটা কি করতে পারে তা নিশ্চয় জানো। (এথিনা)
জ্যাক এথিনার কথা শুনে হাসলো। স্যান্ডগ্লাস সময়কে থামিয়ে দেই। সময়কে থামিয়ে দিলেও সে সময়ের মধ্যে গডরা পরে না। এটা ব্যবহারের মাধ্যমে ক্রোনোস এক্সব্লকের ছোট ছোট জায়গার মধ্যে ভ্রমন করেছিলো যাতে সে অন্যদের নজরে না পৌঁছায়। তবে এই আইটেম ব্যবহার করলে কোনো গডের সময় থেমে যাবে না। হোক সে গড সবচেয়ে দুর্বল তারপরও সে এই স্যান্ডগ্লাসের ইফেক্টে পরবে না। ব্যবহারকারীর মতো অন্যান্য গডরাও থামিয়ে দেওয়া সময়ের মধ্যে চলতে পারবে।
-->> গডেস অফ উইজডম এথিনার কাছ থেকে এটুকু তো আশা করা যাচ্ছেই। (জ্যাক)
-->> তাহলে আমি সবটা সময়ই ঠিক ছিলাম। শুধু মানতে রাজি ছিলাম না। (এথিনা)
এথিনার তার গডেস ফর্মে চলে আসলো। তার পরনে ছিলো তার ব্যাটেল আর্মার। বাম হাতে ছিলো তার গর্গনের মাথা দিয়ে তৈরী শিল্ড এবং ডান হাতে তার বিশাল গড লেভেল লিজেন্ডারি স্পেয়ার।
-->> তুমি কি প্লান করছো তা আমি জানি না। তবে আমি নিশ্চিত তুমি আবারো অলিম্পাসের বিরুদ্ধে যুদ্ধের প্লান করছো। যেটা আমি হতে দিতে পারবো না। (এথিনা)
এথিনা পুরো সিরিয়াস এবং রাগে কথাটা বললো। সে পোসেইডনের সাথে যুদ্ধ করতে প্রস্তুত ছিলো এখানে। যদিও পোসেইডনকে সে পূর্বে সে খুব সহজেই হারিয়েছিলো, তবে এখানে সেটা সহজ হবে বলে মনে হচ্ছে না। তার হোস্টের শরীর আপাতোতো ততটা শক্তিশালী নয় তাই সে তার অর্ধেক পাওয়ার ব্যবহার করতে পারবে না। তারপরও এথিনা প্রস্তুত ছিলো পোসেইডনের সাথে যুদ্ধ করার জন্য এবং তাকে হারিয়ে অলিম্পাসে নিয়ে বন্ধি করে রাখতে। এথিনা তার শিল্ডকে শক্ত করে ধরলো এবং তার স্পেয়ার নিয়ে সোজা জ্যাকের দিকে এগিয়ে গেলো। জ্যাক তার জায়গাতেই দাঁড়িয়ে ছিলো।
"বেশী জ্ঞানী মেয়েদেরকে কখনো আশেপাশে রাখতে নেই। আমি এতোটা সতর্ক ছিলাম তারপরও সে যে এই আইটেম ব্যবহার করবে সেটা কে জানতো? যদিও আমি এখন আর একজন গড নেই শারিরীক ভাবে, তারপরও আমার মাইন্ড একজন গডেরই। তাই স্যান্ডগ্লাসের ইফেক্ট আমার উপরে কাজ করবে না। যদিও করে তাহলেও আমার মধ্যে একটা ড্রাগন সিল রয়েছে, তাই আইটেমটা কাজ করবে না। তারপরও যদি করে তাহলে আমার কাছে সরাসরি কালো জ্যাকেল রয়েছে।" (জ্যাক ভাবছে)
জ্যাক তার দুই হাতকে তুলে দিলো উপরে। এথিনা ফাইটের জন্যই এগিয়ে আসছিলো। সে ভেবেছিলো পোসেইডন এখানে তার সাথে ফাইট করবে। কিন্তু তেমনটা হলো না। এথিনার স্পেয়ার ঠিক জ্যাকের গলা বরাবর থামলো। যা একটু সামনে গেলেই জ্যাকের গলা নেমে যাবে।
-->> শেষ করো। (জ্যাক)
জ্যাক এথিনাকে ভালো করেই চিনে। তাই সে আর তার থেকে পালিয়ে না থেকে বরং তাকে সেই তার চাওয়া জিনিসটায় দিতে চাই এখন। তাতে অন্তত সে তাকে তার প্লানে আর বিরক্ত করবে না।
-->> তুমি ফাইট করছো না কেনো আমার সাথে পোসেইডন? (এথিনা)
-->> পোসেইডন অনেক পূর্বেই মারা গিয়েছে এথিনা। অলিম্পাসের ১২ গড এবং গডেস এর সামনে পোসোইডনকে হত্যা করা হয়েছে ইটার্নাল কার্স দিয়ে। আমার এখন নতুন পরিচয় আছে। আমার নাম এখন থেকে জ্যাক। (জ্যাক)
-->> আমি জানি না তুমি কি বলছো, তবে এটুকু জানি যে তুমি অলিম্পাসের বিরুদ্ধে কিছু একটা প্লান করছো। আর আমি এথিনা অলিম্পাসের ১২ সংসদীয় গড এবং গডেস দের মধ্যে একজন হয়ে সেটা হতে দিতে পারি না। (এথিনা)
জ্যাক এথিনার স্পেয়ারের ধারালো অংশকে ধরলো তার ডান হাত দিয়ে এবং সেটাকে তার গলার সাথে ধরলো যার ফলে তার গলায় ছোট একটা কাট লাগলো। আর সেই কাট থেকে ব্লাড বের হতে লাগলো।
-->> তাহলে চালিয়ে দাও তোমার স্পেয়ার। যেহেতু ইটার্নাল কার্স থেকে আমি মুক্ত এখন। তাই এবারই আমাদের শেষ দেখা হবে। (জ্যাক)
এথিনা ফাইট করতে চাইলেও তার মন কখনো সেটা বলে না। এথিনা তার স্পেয়ারটা নামিয়ে ফেললো।
-->> ফাইট করো আমার সাথে। (এথিনা)
-->> তোমার সাথে ফাইট করার মতো কোনো অবস্থা এবং কারন আমার কাছে নেই এথিনা। (জ্যাক)
স্যান্ডগ্লাসের অর্ধেক বালু উপরের চেম্বার থেকে নিচের চেম্বারে চলে গেলো। পুরো অলিম্পাসের মধ্যে কেউই বর্তমানে এই আইটেম ব্যবহার করতে পারে না। শুধু মাত্র এথিনা একটা ব্যবহার আনলক করতে পেরেছে অনেক রিসার্চ করার পর। আপাতোতো পাঁচ মিনিটের মতো সময় থামিয়ে রাখতে পারে এই আইটেম দিয়ে। যেটা সে যথেষ্ট মনে করেছিলো পোসেইডনকে হারাতে। কিন্তু সে যে তার সাথে ফাইট করতে রাজি নয় এটা আশা করে নি এথিনা।
এথিনা তার স্পেয়ারটা নামিয়ে দেওয়ার পর হঠাৎ জ্যাক এথিনার কাছে হাঁটতে লাগলো। তাদের মধ্যে মাত্র কয়েক ইঞ্চি পার্থক্য ছিলো। জ্যাক এবার এথিনার শিল্ডের উপরে হাত রেখে বলতে লাগলো,
-->> কারন বের করলে হয়তো অনেক কারণই খুঁজে পাওয়া যায়। তবে অতীতকে আমি মুছে ফেলেছি। গড অফ ওয়াটার অনেক পূর্বেই মারা গিয়েছে। সেই সাথে তার ফলোয়ার গুলো। (জ্যাক)
জ্যাকের কথাটা খুব পেঁচানো ছিলো। তারপরও এথিনা বুঝতে পেরেছে সে কি বোঝাচ্ছিলো। এথিনার শিল্ডের সামনে সে গর্গনের মাথা রয়েছে সেটা ম্যাডুসার ছিলো। যদিও এথিনা সেটাকে হত্যা করে নি তারপরও তার কাছে যেহেতু আছে তাই পোসেইডন হয়তো নিশ্চয়ই ভাবছিলো যে এথিনাই ম্যাডুসাকে হত্যা করেছে। এথিনা এটা নিয়ে ভাবতে লাগলো। তবে তার ভাবনা দূরে চলে গেলো যখন জ্যাক তার কোমরে হাত রাখলো এবং বলতে লাগলো,
-->> তারা কেউ নেই আর। নতুন জায়গা কিন্তু তুমিই নিতো পারো। (জ্যাক)
"না এথিনা, তুই এই মিষ্টি কথায় কান দিস না। পোসেইডন কখনো তোকে এই কথা বলবে না। যে হাজারো লক্ষবার প্রপোজের পরও রিজেক্ট করেছে সে কখনো তোকে এই কথা বলতে পারে না। তাই একদমই তোর মনকে দুর্বল করবি না।" (এথিনা ভাবছিলো)
এথিনা আপাতোতো সময়ে ভাবতে চাচ্ছে যে তার সামনের ব্যক্তিটা আসলেই পোসেইডন নয়। নাহলে সে কখনো এই কথা গুলো বলতো না। তারপরও এথিনা কিছু বলতে পারছে না। কারন সে দীর্ঘ দিন, কয়েক হাজার বছর ধরে অপেক্ষা করছিলো পোসেইডনের মুখ থেকে কথা গুলো শোনার জন্য। এথিনা সবটা চেষ্টা করলেও সে নিজের মনের মধ্যে চাপিয়ে রাখা ফিলিংস এর মাঝে হার মানতে রাজি ছিলো না। তার কাছে প্রথমত অলিম্পাস, এরপরে আর কিছু নয়। তাই সে অটুট রইলো। তবে শেষ সময়ে জ্যাক ট্রান্সফর্ম হলো। যদিও সে তার পোসেইডন ফর্মে এক মিনিটের থেকে বেশী সময় থাকতে পারবে না, তারপরও এই সময়টাই তার জন্য যথেষ্ট ছিলো।
-->> এথিনা, চলো আমরা এক হয়ে হারিয়ে যায়। যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। যেখানে আমরা সব কিছু থেকে মুক্ত হতে পারবো। (জ্যাক)
এথিনা এতোক্ষন অটুট থাকলেও তার সামনে আবারো যখন রিয়েল পোসেইডনকে দেখতে পেলো তখন আর অটুট থাকতে পারলো না। যাকে দিনে একবার না দেখলে তার এক সময়ে ভালো লাগতো না। সেই ব্যক্তিকে সামনে দেখলে তার কেনোই বা ভালো লাগবে না এখন। জ্যাকের বলা কথা এবং জ্যাকের পোসেইডনের লুক দুটোই এথিনাকে হার মানিয়ে ফেললো তার মনের কাছে। জ্যাক তার কোমর ধরেছিলো, তবে এবার এথিনায় উচু হলো এবং জ্যাকের ঠোঁটে নিজের ঠোঁট লাগিয়ে দিলো। এটাই প্রথম এথিনা কোনো ছেলেকে এভাবে স্পর্শ করেছে। তাছাড়া এই পর্যন্ত এথিনা যাদেরই স্পর্শ করেছে তারা মারা গিয়েছে। একজন ওয়ার গডেস যাকে অলিম্পাসের সবাই কোল্ডব্লাডেড প্রিন্সেস মনে করে সে এখন সুখের হাসি হাসছে এবং জ্যাককে জরিয়ে ধরেছে।
"আমি জানি না বাবা আমাকে কি শাস্তি দিবে, কিন্তু কিছুক্ষনের জন্য আমি সব ভুলে যেতে চাই।" (এথিনা ভাবছে)
এথিনা যেটা তার সারাজীবন চেয়েছিলো আজ সে সেটাই পেয়েছে। তার ভালোবাসার মানুষটা তাকে মেনে নিয়েছে এমনকি একটা কিসও দিয়েছে। অবশ্য সেটা এথিনা নিজেই দিয়েছে। তবে মূল বিষয় হলো তার স্বপ্ন পূর্ণ হয়েছে। যেটা আসলেই কেমন অনুভূতি সৃষ্টি করে তা এথিনা দেখার জন্য পাগল ছিলো।
-->> তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবে আমি এটুকু বলতে পারি আমার যাত্রায় মধ্যে অলিম্পাসের কোনো সম্পর্ক থাকবে না। (জ্যাক)
জ্যাকের কথা শুনে এথিনা তাকে আরো শক্ত করে ধরলো। সে মানতে পারছিলো না যে সে অলিম্পাসের বিরুদ্ধে যাবে। তবে শত চেষ্টা করেও সে আর নিজের মনের বিপরীতে যেতে পারছিলো না।
-->> তাহলে আমি কি তোমাকে জ্যাক বলেই ডাকবো? (এথিনা)
* * * * *
(স্যান্ডগ্লাসের পাঁচ মিনিট পর)
এথিনা তার জায়গা মতো চলে গেলো নিজ অ্যাভেটার হয়ে। জ্যাকও স্বাভাবিক ভাবে তার জায়গায় চলে গেলো। আস্তে আস্তে রেডিয়েশন কেটে যাওয়ার সাথে সাথেই স্ক্যালা তার তৈরী ব্যারিয়ার সরিয়ে দিলো। কেউ স্ক্যালার আসল ফর্ম দেখতে পেলো না। সেটা শুধু পানি হয়ে বের হয়েছিলো জ্যাকের শরীরে আবারো পানি হয়েই চলে যায় জ্যাকের শরীরে। একটা ইমমর্টাল বিস্ট যা কিনা জ্যাকের ফ্যামিলিয়ার যেটাকে সেই তার প্রথম জীবনে বানিয়েছিলো। এটাকে যতই হত্যা করার চেষ্টা করা হোক না কেনো। যতদিন পৃথিবীতে এক ফোঁটা পানি থাকবে ততদিন এই বিস্টও বেঁচে থাকবে।
"ঠিক ফিনিক্স বার্ডের মতোই বারবার রেইনকার্নেট হবে স্ক্যালা।" (জ্যাক ভাবছে)
ব্যারিয়ারটা সরে যাওয়ার পর মাস্ক পার্টির সকলেই বাইরের দৃশ্য দেখতে পাচ্ছিলো আস্তে আস্তে। বাইরে রেডিয়েশন থাকার কারনে এবং ব্লাস্টের ইমপ্যাক্টের ফলে এতোক্ষন বাইরে কিছু দেখা যাচ্ছিলো না। তবে এখন সব কিছু ক্লিয়ার হচ্ছিলো। রেডিয়েশন অনেকটা সাদা ধোঁয়ার মতো ছিলো। যা সামনের দৃষ্টিকে আটকে রাখছিলো। রেডিয়েশন সরে যাওয়ার সাথে সাথে ধোঁয়াও ক্লিয়ার হয়ে গেলো।
-->> আমি চিন্তাও করি নি এরকম কিছু দেখতে পাবো। (ইভা)
-->> এটাই কি তাহলে লিজেন্ডারি আইটেমের পাওয়ার? (ব্রান্ডেন)
-->> আমরাও কি লিজেন্ডারি আইটেম পেলে এতো বড় ধ্বংসাত্মক এট্যাক করতে পারবো? (ভুসেকা)
"আমি চিন্তাও করি নি এরকম কোনো আইটেম টেস্ট ফ্লোরের মধ্যে থাকবে। এটা ঠিক সেই সময়ের মতো যা আমি বাবার থেকে শুনেছি। স্ট্রেন্থ!" (রোজা ভাবছে)
জ্যাকের পার্টির সকলেই অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা। কারন এটমিক বোমা যেরকম ড্যামেজ করে ঠিক তেমনি ড্যামেজ হয়েছে এখানে। যদিও মাত্রাটা কম ছিলো, তারপরও এরকম ড্যামেজ আশা করে নি তারা। সবাই এটা ভেবে অবাক যে কিভাবে তারা জীবিত আছে। তারা যেখানে দাঁড়িয়ে ছিলো, মানে শুধু ব্যারিয়ারের জায়গাটুকুর বালুমাটি ঠিক ছিলো। তাছাড়া এক কিলোর মতো জায়গা পুরো উধাও হয়ে গিয়েছে।
-->> এই এট্যাকে কি আমাদের পায়ের নিচের বালু মাটিও উধাও হয়ে যাওয়ার কথা ছিলো না? (ভুসেকা)
ভুসেকার প্রশ্নে আপাতোতো কেউ কোনো উত্তর দিলো সবাই নিজেদের চিন্তায় ব্যস্ত ছিলো। তারা সবাই এই সময়ে একটা উঁচু পাহাড়ের উপরে দাঁড়িয়ে ছিলো। যার চারপাশের এক কিলোমিটার জায়গা জুড়ে অনেক বিশাল গর্ত হয়েছে। সবাই সেসব দেখতে থাকলেও জ্যাক, রোজা এবং এমিলির নজর নিচে পরে থাকা অর্ধ ড্রাগনদের দিকে পরলো। যারা ড্রাগন ট্রান্সফরমেশন করতে যাচ্ছিলো। জ্যাক লাফ দিলো উঁচু জায়গা থেকে এবং সোজা নিচে পরতে লাগলো।
"সুপার হিউম্যান স্ট্রেন্থ"
জ্যাক তার এবিলিটি ব্যবহার করলো। যাতে তার স্ট্রেন্থ এতোটা বৃদ্ধি পেলো যে সে একটা ওয়াল ভেঙে ফেলতে পারবে কোনো স্কিল ছাড়ায়। তাই এতো উঁচু থেকে পরার পরও তার কিছুই হলো না। সে তিনজনের কাছে চলে আসলো। তিনজন পরে রয়েছে বালু মাটির উপরে। তাদের দুজনের শরীরের অর্ধেক খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে বাকি একজনের শরীরে তেমন ক্ষত হয় নি। তেমন ক্ষত হয়নি বললে ভুল হবে। তার শরীরের কোনো অংশ না হারালেও পুরো শরীরই ঝলসে গিয়েছে।
-->> তাহলে একটা অর্ধ ড্রাগন ম্যাজিকাল এটমিক বোমা থেকেও বেঁচে যেতে পারে, ইন্টারেস্টিং। (জ্যাক)
লোকটার অবস্থা প্রায় অর্ধমৃত ছিলো। তারপরও সে জীবিত ছিলো। সে পুরো পুরি ট্রান্সফর্ম হতে পারে নি। তারপরও সে এতো বড় একটা এট্যাকে বেঁচে গিয়েছে। এটা দেখতে পেয়ে জ্যাক অনেক অবাক হয়েছে।
-->> তাহলে এখন সব কিছু বলো, কিভাবে তোমরা ব্লাক ড্রাগনের এনার্জি ব্যবহার করতে পারছো। এবং সেই সাথে ড্রাগনে ট্রান্সফর্ম হতে পারো। (জ্যাক)
* * *
(To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।