#Demon_King#
পর্ব:৮৩
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
এক সপ্তাহ সময় হলো সাম্মনিং ক্লাস শেষ হয়েছে। যদিও একদিনে সমস্ত সাম্মন কন্ট্রাক শেষ করে দেওয়ার কথা ছিলো, তবে কিছুটা সমস্যার কারনে সেটা হতে পারে নি। যারা অবশিষ্ট ছিলো তাদেরকে পরের দিন সুযোগ দেওয়া হয়েছিলো ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরীর জন্য। এটা নিয়ে এই বছরের সাম্মনিং ক্লাস শেষ হয়ে গিয়েছে। যা ঠিক আবারো এক বছর পর একাডেমি ব্যবস্থা নিবে। ব্লু কিংডম এর সংবাদ অনেক দ্রুত সবার কানে পৌঁছায়। একাডেমির একজন আউটসাইডার এবার একটা ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করেছে, সেই সাথে চার লিজেন্ডারি ডিভাইন বিস্টের মধ্যে সবচেয়ে শক্তিশালী ড্রাগন ছিলো সেটা। যদিও কেউ জানে না কে বা কিভাবে এই ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করলো তবে এটুকু জানে যে তারা একাডেমির মধ্যেই আছে এবং ব্লু কিংডমের গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে যাচ্ছিলো। রাজ্যের কিং থেকে শুরু করে বিভিন্ন নোবেলদের দৃষ্টি এখন একাডেমির মধ্যেই ছিলো। একাডেমি এমন একটা জায়গা যার মধ্য থেকে সর্বোচ্চ র্যাংকে প্রবেশ করার পর তিন কিংডমের যে কোনো একটার মধ্যে নোবেল পদ পাওয়ার সুযোগ থাকে, নোবেলদের সেনায় যুক্ত হওয়ার সুযোগ থাকে এমনকি কিং এর পারশোনাল গার্ড কিংবা প্যালেসের গার্ড হওয়ারও সুযোগ থাকে। সব মিলিয়ে একাডেমি থেকে বের হওয়ার পর একজনের লাইফ উজ্জ্বল হওয়ার সম্ভবনা থাকে। তবে এমন নয় যে সে সফল হবেই। বিষয়টা অনেকটা ভালো রেজাল্টের মতো। যদি ভালো নম্বর না থাকে তাহলে ভালো চাকরি কেউ পাবে না। ঠিক তেমনি এই জায়গার মধ্যে ভালো স্কিল এবং স্ট্রেন্থের প্রয়োজন তাহলেই ভালো একটা পদে থাকা যাবে। আর একটা ডিভাইন বিস্ট থাকা মানে কিংডমের মধ্যে সেই ব্যক্তি অনেক শক্তিশালী এবং সম্মানিত হবে। কারন পুরো টাওয়ারের মধ্যে এবং বাইরে হাতে গোনা দশজন ব্যক্তিই বর্তমানে রয়েছে যাদের ডিভাইন বিস্ট ফ্যামিলিয়ার রয়েছে। যদিও আরো থাকতে পারে, কারন অনেকে আবার নিজেদের ব্যাপার গোপন রাখতে পছন্দ করে। যেমনটা আমাদের গল্পের হিরো,
* * * * *
মাইরা, এলিন, স্নেরা, এনরি, এবা, জেবা, ডুফেস, জেয়াব, লুবা এবং চেইন একাডেমির ক্যান্টিনের মধ্যে বসে আছে। একটা বিশাল জায়গা যার মধ্যে একডেমির বর্তমান স্টুডেন্টরা দুইবার করে বসলেও এই জায়গা শেষ হবে না। তবে বাইরে থেকে এটাকে সাধারণ ছোট একটা রুমই মনে হবে।
-->> জায়গা গুলো আমার কাছে আসলেই আজব মনে হয়। (জেয়াব)
-->> হ্যাঁ এতো বিশাল জায়গা, তবে বাইরে থেকে সামান্য মনে হয়। (ডুফেস)
-->> এটা মোটেও আশ্চর্য হওয়ার কোনো বিষয় না। আমাদের প্রথমেই ভাবার বিষয় ছিলো যে টাওয়ারটা প্রস্থে একদমই ছোট। তবে আমরা কিন্তু সেই ছোট জায়গার মধ্যেই এখন আছি। কিন্তু দেখো, প্রথম ফ্লোরটাই কত বড়। (মাইরা)
-->> আমার মনে হয় একাডেমির মধ্যে কেউ স্পেস ম্যাজিক ইউজার আছে বা ছিলো। যে এসব রুম তৈরী করেছে। (এলিন)
-->> স্পেস ম্যাজিক সেটা আবার কি? (জেয়াব)
-->> তোমরা হয়তো এটা সম্পর্কে জানো না। তবে এটা খুবই রেয়ার একটা এট্রিবিউট। যা মূলত পাওয়াটা একটা ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করার মতোই রেয়ার বিষয়। (চেইন)
-->> তবে আমি বুঝতে পারছি না একটা জিনিস। আজকে আমাদের পার্টি করার দিন, আর এই সময়েই এলেক্স একাডেমির বাইরে এটা কোনো কথা? (ডুফেস)
-->> এলেক্স বললো ওর মার্কেট থেকে কিছু কিনতে হবে। আমি বলেছিলাম সাথে নিতে, তবে সে বললো ব্যক্তিগত কিছু জিনিস কিনবে। (স্নেরা)
-->> ব্যক্তিগত? তাহলে কি এলেক্স কারো সাথে ডেটিং করছে! (ডুফেস)
-->> এখন তো একাডেমির মধ্যে ডিভাইন বিস্টের জন্য অনেক জনপ্রিয় হয়ে গিয়েছে। তাই বলা যায় না, হয়তো এতোক্ষনে কোনো মেয়ে তাকে পটিয়ে ফেলেছে। (চেইন)
চেইনের কথা শুনে এলিন এবং স্নেরা দুজনের চোখেই আগুন জ্বলতে শুরু করলো। তারা কিছু বলছে না। কারন তারা এখানে কিছু বললেই অন্যরা বুঝে যাবে। তবে মাইরা সাথে সাথে দাঁত কড়মড় করতে করতে বলতে লাগলো,
-->> তোমার ফালতু কথা বাদ দাও এবং আমাদের জন্য একটা প্লান বানাও। (মাইরা)
-->> আমার মনে পরেছে। আমি কালকে এলেক্সকে দুটো টুইন মেয়ের সাথে কথা বলতে দেখেছি। অবশ্য এলেক্স বলে নি, মেয়ে দুটোই বলছিলো। (জেয়াব)
-->> তাহলে আজকে দুটোর একটার সাথে ডেটিং এ গিয়েছে! এলেক্স তুমি কি করলে? তোমার জায়গায় হিরো আমার হওয়ার কথা ছিলো। এবং মেয়েদের মনের রাজা হওয়ার কথা ছিলো। (ডুফেস)
ডুফেসের দিকে কেউ কান দিলো না। বরং তারা আপাতোতো এই টপিক বাদ দিলো।
-->> দেখো তোমাদের জন্য সবচেয়ে ভালো হবে আপাতোতো এলেক্সকে E র্যাংকে উঠানো। যেহেতু ওর মাত্র দশ-পনেরোটার মতো মিশন বাকি আছে একশো করতে তাই সেটা প্রথমে পূর্ণ করাও সহজ সহজ মিশন গুলো বেশী করে। এরপর এলেক্স E র্যাংকে উঠে গেলে E র্যাংক মিশন গুলো নিতে পারবে সে আর তোমাদের সবাইকে সেই মিশনে অংশ দিতে পারবে। (চেইন)
-->> আর তোমরা সবাই এই সময়ের মধ্যে E র্যাংকে উঠার চেষ্টা করো। তা নাহলে তো এই ফ্লোর ত্যাগ করতে পারবে না। (লুবা)
-->> লুবা ঠিক বলেছে। আমি আর লুবা আপাতোতো দ্বিতীয় ফ্লোরের মিশন গুলো কমপ্লিট করি। আর আমাদের সাথে তোমরা যুক্ত হতে চাইলে বা ভালো ভালো মিশন পেতে চাইলে প্রথম ফ্লোর তোমাদের ত্যাগ করতেই হবে। (চেইন)
-->> তাহলে দেখা যাক আমাদের টিমের মধ্যে কে প্রথমে দ্বিতীয় ফ্লোরে যেতে পারে। আমি তো রোজ ছোট ছোট মিশন গুলো শেষ করবো কয়েকটা করে। (ডুফেস)
* * * * *
(দ্বিতীয় ফ্লোর)
B র্যাংক ড্যানজনের কিছুটা দৃশ্য দেখা যাচ্ছে। পুরো ড্যানজন জুরে শুধু মনস্টারের লাশ ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। এটা একটা স্ক্যালেটন ড্যানজন ছিলো। যার মধ্যে হাজারো স্ক্যালেটনের ভাঙা হাড্ডি পরে আছে শুধু এখন। ড্যানজনের বস রুমের মধ্যে একটা ছেলে বসের মৃত শরীরের উপরে বসে আছে এবং মনোযোগ দিয়ে তার সিস্টেমের মেসেজ গুলো দেখতে আছে। ছেলেটার সামনে ফ্লোরে তার দুটো আনডেড, জেনারেল এবং ইগ্রিত দাঁড়িয়ে আছে। পাশে তার ফ্যামিলিয়ার কাইসেল উড়ছিলো যার কাঁধে একলিপ্স বসে ছিলো।
"আমি ভুল করেছিলাম। হয়তো সেই সময়ে আমাকে একলিপ্সকেই সাম্মন করার দরকার ছিলো। তা নাহলে এখন এতো গুলো চোখ আমার উপরে পরতো না।" (এলেক্স)
এলেক্স সব কিছু ঠিক করার চেষ্টা চালাচ্ছে, তবে সে তো আর সময়কে পিছনে নিতে পারবে না। যদি পারতো তাহলে অবশ্যই সে এই বিষয়টা ঠিক করলো। সে কি করবে কিছু ভেবে পাচ্ছে না। তবে তখনি তার মাথায় একটা বুদ্ধি চলে আসলো।
-->> একলিপ্স? (এলেক্স)
[জ্বী মাস্টার] (একলিপ্স)
-->> আমি কি তৃতীয় কোনো ফ্যামিলিয়ার বানাতে পারবো? (এলেক্স)
এলেক্সের প্রশ্নের জন্য একলিপ্স মোটেও প্রস্তুত ছিলো না। সে পূর্বে ব্লাক ড্রাগনের ফ্যামিলিয়ার ছিলো। যার অনেক গুলো ফ্যামিলিয়ার ছিলো, তবে তার সাথে সে তার নতুন মাস্টারের তুলনা করতে পারে না। যদিও এলেক্স একটা ফরবিডেন ড্রাগনের সাথে কন্ট্রাক তৈরী করেছে, তারপরও তার আরো একটা বিস্টের সাথে কন্ট্রাক তৈরী করাটা কখনোই সম্ভব হবে বলে মনে করছে না একলিপ্স।
[মাস্টার আপনার লিমিটের বাইরে গিয়ে যদি আপনি ফ্যামিলিয়ার তৈরী করতে চান তাহলে সেটা আপনার মৃত্যুর কারন হতে পারে।] (একলিপ্স)
-->> সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি শুধু এবারো আমাকে গাইড করবে বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে। (এলেক্স)
[কিন্তু মাস্টার কন্ট্রাক করতে তো কন্ট্রাক পেপার এবং প্রচুর পরিমানে এনার্জি প্রয়োজন হবে। সেটা তো এখন আমাদের হাতে নেই।] (একলিপ্স)
-->> কন্ট্রাক পেপার একটা আমি কিনে রেখেছি। যদিও আমার সব সেভিংস ব্যবহার করে মিডিয়াম লেভেলের কন্ট্রাক পেপার পেয়েছি। তবে আশা করছি এতেই হয়ে যাবে। (এলেক্স)
[কিন্তু এনার্জি?]
-->> তুমি নিশ্চয় কাইসেল কে ভুলে যাচ্ছো। সে নিজেই এনার্জির সোর্চ। (এলেক্স)
[হিহিহি, মাস্টার আমাকে এনার্জির সোর্চ বলেছে। মাস্টার আমাকে এনার্জির সোর্চ বলেছে।] (কাইসেল)
কাইসেল বাচ্চাদের মতো হাসতে হাসতে কথাটা বললো এবং সেই সাথে ঘুরতে লাগলো একলিপ্সকে কোলে নিয়ে। একলিপ্স কাইসেল এর কাধ থেকে পরে গেলো এবং সোজা গিয়ে ইগ্রিত এর হাতে চলে গেলো। ইগ্রিত তাকে তার নিজের মাথা ধরার মতো এক হাত দিয়ে ধরে রাখলো।
[আমি সব আজব প্রানীদের সাথে বসবাস করতে শুরু করেছি।] (একলিপ্স)
এলেক্স তার প্লান অনুযায়ী কাজ করলো। সে তার ফ্যামিলিয়ার কাইসেল কে সাম্মন অবস্থাতেই রেখে দিলো। তবে একলিপ্সকে পাঠিয়ে দিলো বিস্ট ওয়ার্ল্ডের মধ্যে।
-->> তাহলে কাইসেল আমি তোমার উপরে নির্ভর করবো এখন থেকে। (এলেক্স)
[জ্বী মাস্টার, কাইসেল তার দায়িত্ব একদম সঠিক ভাবে পালন করে মাস্টারকে সন্তুষ্ট করবে।] (কাইসেল)
"আমার সাথে যাদেরই দেখা হয় সবাই তাদের স্মৃতি হারিয়ে ফেলে বা সিল থাকে কেনো আমি বুঝতে পারছি না। ড্রাগনটাকে তখন আমি ঠিকই দেখেছিলাম। মনে হয়েছিলো তার থেকে জ্ঞানী ব্যক্তি আর কেউ হতে পারে না এই ওয়ার্ল্ডে। তবে প্রথম তার সাথে কথা বলার পর বুঝতে পারি কতটা ভুল ছিলাম আমি।" (এলেক্স ভাবছে)
এলেক্স কাইসেলের সাথে যখন প্রথম কথা বলেছিলো, সে একদম ছোট একটা বাচ্চার মতো ছিলো। সাইজের সাথে একলিপ্সের ব্রেইনে কোনো সমস্যা না হলেও কাইসেল পুরো বাচ্চা ড্রাগন হয়ে যায়। যার দুটো কারন এলেক্স খুঁজে পেয়েছে। প্রথমত হয়তো কাইসেলের স্মৃতি নষ্ট হয়ে গেছে। নাহলে সেগুলো সিল হয়ে আছে। জিডুরীর সাথে পরিচয় হওয়ার পর এটা আর তার কাছে অপরিচিত কোনো ব্যাপার নয়।
"আমি আসলেই জিডুরীর কথা ভুলে গিয়েছি। কি করছে সে কেই বা জানে?" (এলেক্স ভাবছে)
এলেক্স তার ইনভেন্টরি থেকে মিডিয়াম লেভেলের কন্ট্রাক পেপার কিনলো। যেটা দিয়ে সে হাতে নেওয়ার পর সেখানে নিজের হাতের আঙ্গুল সামান্য কেটে ব্লাড ফেলে দিলো। সামান্য কাট এলেক্সের জন্য কোনো বড় বিষয় না। যেহেতু তার কাছে মেডিক এবং রিজেনারেশন স্কিল রয়েছে তাই সে খুব দ্রুতই হিল হয়ে যায়। এলেক্স তার কন্ট্রাক পেপারে নিজের ব্লাড ফেলার সাথে সাথেই বিস্ট ওয়ার্ল্ডের গেইটের সামনে চলে আসে। যা বিশাল একটা রাস্তা ছিলো।
[মাস্টার]
একলিপ্স এবার পিছন থেকে কথাটা বলে উঠলো।
-->> তাহলে চলো যাওয়া যাক। (এলেক্স)
"প্রজেস"
এলেক্স প্রজেস ব্যবহার করলো এবং একলিপ্সের সাথে এক হয়ে গেলো। তার গলায় স্কার্ফ এবং তার বড় স্কাইটি এলেক্সের হাতে চলে আসলো। এলেক্স জানে তাকে কি করতে হবে। তাই সে সোজা সোজা মাটির উপরে সেটা দিয়ে আঘাত করলো। আবারো বিস্ট ওয়ার্ল্ডের রাস্তা খুলে গেলো এবং এলেক্স সেখানে প্রবেশ করলো।
[মাস্টার আপনি কি রকম বিস্টের সাথে এখন কন্ট্রাক তৈরী করতে চাচ্ছেন?] (একলিপ্স)
-->> যেটা যেকোনো বস্তুতেই ট্রান্সফর্ম হতে পারে। (এলেক্স)
[একটা ট্রান্সফর্মেশন এবিলিটি যুক্ত ডিমনিক বিস্ট, এটা আসলেই অনেক রেয়ার।] (একলিপ্স)
একলিপ্সের দেখানো দিক অনুযায়ী এলেক্স যেতে লাগলো। এবং তার কাঙ্খিত বিস্টের সামনে পৌঁছে গেলো। তুমি সিওর এই বিস্ট ট্রান্সফর্ম হতে পারে? (এলেক্স)
[হ্যাঁ মাস্টার। তবে একটু স্লাইড সমস্যা আছে এটার সাথে।]
-->> কি রকম সমস্যা? (এলেক্স)
[আপনি নিশ্চয় জানেন এটা ফরবিডেন এরিয়া। এখানে শুধু কাইসেল একা ছিলো না। তার সাথে অন্যান্য ফরবিডেন বিস্ট গুলোও ছিলো যাদের রহস্য গুলো সম্পর্কে কেউ জানে না। আর তাদের মধ্যে এই ডিমনিক ক্যাট একটা।]
-->> তুমি বললে এটার সাথে সমস্যা আছে সেটা কি? (এলেক্স)
[মাস্টার এই ডিমমিক ক্যাট আজ পর্যন্ত অনেক মাস্টার গ্রহন করেছে। তবে প্রতিটা মাস্টারই তাকে সাম্মন করার পর মারা গিয়েছে।]
-->> মারা গিয়েছে মানে? কোনো ফ্যামিলিয়ার তো তাদের মাস্টারকে হত্যা করার ক্ষমতা রাখে না। (এলেক্স)
[হ্যা, তবে এই বিলাই এর ব্যাপারটা আলাদা। যতদূর আমি জানি, এটাকে বলা হয় "ক্যাট অফ আনলক"। মানে এর আশেপাশে যে থাকবে তাদের সবাই আনলাকি হয়ে যাবে। আজ পর্যন্ত ওর সকল মাস্টারই আনলাকি হয়ে মারা গিয়েছে। কেউ তাকে সাম্মন করতে গিয়ে পিছিলা খেয়ে, কারো মাথার উপরে গাছের ঢাল/ছাদ পরা ইত্যাদি কারনে মারা গিয়েছে।]
-->> তাহলে তো এটা অনেক ডেঞ্জারাস একটা বিড়াল। (এলেক্স)
[এজন্যই এটাকে ফরবিডেন এরিয়ার মধ্যে রাখা হয়ে যাতে কেউ তার সাথে আর কন্ট্রাক তৈরী করতে না পারে।]
-->> তাহলে এইটুকুই? (এলেক্স)
[সেই সাথে মাস্টার, এটা ড্রাগনকে সেই ভয় এবং ঘৃণা করে।]
-->> তাহলে আমি পেয়ে গেছি। কিভাবে এটাকে রাজি করানো যায় সেটার বুদ্ধি পেয়ে গেছি। (এলেক্স)
একটা বিস্টের সাথে ফ্যামিলিয়ার কন্ট্রাকের পূর্বে সেই বিস্টকে রাজি করাতে হয়। জোরপূর্বক কোনো কন্ট্রাক সম্পূর্ণ হয় না। যদি বিস্টটা তোমাকে পছন্দ করে তাহলে তখনি শুধু কন্ট্রাক তৈরী করা যাবে। অবশ্য জোর পূর্বক কন্ট্রাক সম্পূর্ণ হয় তবে সেটা খুব কমই দেখা যায়। যাদের এনার্জি এবং মেন্টাল পাওয়ার বেশী থাকে তারা খুব সহজেই জোরপূর্বক কন্ট্রাক তৈরী করতে পারে। তবে সেটা শুধু সাধারণ বিস্ট এবং হোলি বিস্টদের উপরেই কাজ করে। এর থেকে উচ্চ কোয়ালিটির বিস্টদের সাথে কন্ট্রাক করতে হলে তাদেরকে প্রথমে রাজি করাতে হয়। আর এলেক্সও এখন সেটাই করতে যাচ্ছে। একটা ছোট সিংহাসনের উপরে ডিমনিক ক্যাট বসে ছিলো। যার পুরো গায়ের রং কালো ছিলো। দেখতে সাধারণ বিড়ালের মতোই লাগছিলো তাকে। এলেক্স কোনো কিছু দেখে মনে করলো না যে সে ডিমনিক বিড়াল হতে পারে। এলেক্স হাঁটতে ছিলো, একলিপ্সের বলা কথা মতো এই বিড়ালের একটা কার্স পাওয়ার রয়েছে যা তার আশেপাশের সবাইকে আনলাকি করে দেই। এভাবে সে তার প্রতিটা মাস্টারকে হত্যা করেছে। এটার মানে এই নয় যে এখানে সে কার্স পাওয়ার কাজ করবে। তা নাহলে আজ পর্যন্ত কেউই তার সাথে কন্ট্রাক তৈরী করতে পারতো না।
[ওয়াও, একটা হিউম্যান। এক হাজার বছর হবে মনে হয় আমি একটা মানুষকে আমার সামনে দেখতে পাচ্ছি। কিন্তু হিউম্যান তুমি এই এরিয়ার মধ্যে কিভাবে আসলে? এটা তো ফরবিডেন এরিয়া। এখানে তো ডেভিল কিংবা ভ্যাম্পায়াররাও আসার সাহস করে না।] (ক্যাট)
-->> আমার ফ্যামিলিয়ার হয়ে যাও। (এলেক্স)
[আমার সেসব ব্যক্তি একদমই পছন্দ যা যারা আমার প্রশ্নের উত্তর না দিয়ে অন্য কথা বলে। আবার সেসব ব্যক্তিও পছন্দ যারা অনেকটা ইন্টারেস্টিং।] (ক্যাট)
[ঠিক আছে, এমনিতেও ফরবিডেন এরিয়াতে আটকে যাওয়ার পর তোমাদের সময়ের এক হাজার বছর হয়েছে আমি এখানে আটকা আছি, তাই বলতে পারো এখানে কতটা সময় কাটতে পারে। আমি বোর হয়ে গেছি। তাই আমাকে ফ্যামিলিয়ার বানিয়ে ফেলো, অবশ্য যদি তোমার কাছে প্রয়োজনীয় এনার্জি থাকে আরকি। হিহিহিহি।] (ক্যাট)
-->> আমি কথা দিচ্ছি, আমাকে মাস্টার বানালে একটু বোর হবে না। (এলেক্স)
এলেক্স ভেবেছিলো হয়তো তার আরো কিছুটা সময় লাগবে এই বিড়ালটাকে রাজি করতে। কিন্তু না সে এক কথায় রাজি হয়ে গেলো। অবশ্য ড্রাগনের মতো ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে নি বলে এলেক্সের কিছুটা ভালো লাগলো। তাই সে তার হাতের কিছুটা ব্লাড বিড়ালের গায়ে লাগালো। দুজনের শরীরই উজ্জ্বল হতে লাগলো।
* * * * *
এলেক্স তার ফ্যামিলিয়ার কন্ট্রাক শেষ করলো। সে ডিমনিক ক্যাটকে সাম্মন না করে শুধু নিজেই বের হয়েছে। তার একটা কারন ছিলো। মৃত্যুকে ভয় না পেলেও সে রিক্স নিতে চাচ্ছিলো না নিজের জীবন।
-->> দেখা গেলো এখানে তাকে সাম্মন করলাম আর পুরো ড্যানজন আমার উপরে ভেঙে পরলো। (এলেক্স)
এলেক্স রিক্স নিতে চাচ্ছিলো না। তাই সে তার ফ্যামিলিয়ার সাম্মন করলো না। তবে তিনটা ফ্যামিলিয়ার কন্ট্রাক করতে পেরেছে এটাই তার জন্য অনেক। কারন তার সিস্টেমের মধ্যে মেসেজ এসেছে নতুন।
-""সিস্টেম আপডেটের পর মাস্টার এখন যেকোনো সময় তার ক্যারেক্টার চেঞ্জ করতে পারবে। সাইড ক্যারেক্টার গুলো ভিন্ন কোনো ব্যক্তি নয়। বরং মাস্টারের নিজস্ব সউল হওয়ার কারনে তাদের সাথে বন্ডিং করতে মাস্টারের বেশী সময় প্রয়োজন হবে না।""-
-""সাইড ক্যারেক্টার এবং মাস্টারের আসল ক্যারেক্টারের সউল একই হওয়ার কারনে মাস্টার এখন তার সাইড ক্যারেক্টারের যেকোনো একটা এবিলিটি, যেকোনো একটা স্কিল এবং যেকোনো একটা এট্রিবিউট তার মেইন ক্যারেক্টারে পার্মানেন্ট ভাবে যুক্ত করতে পারবে।""-
-""তাছাড়া মাস্টার তার সাইড ক্যারেক্টারে তার মেইন ক্যারেক্টারের স্কিল, সাম্মন, স্ট্যাট ব্যবহার করতে পারবে না।""-
-""মাস্টার তার বাকি সাইড ক্যারেক্টারের স্পট পূরণ করতে পারলে সকল সাইড ক্যারেক্টারের এবিলিটি তার মেইন ক্যারেক্টারে ব্যবহার করতে পারবে।""-
এলেক্স মেসেজ গুলো কয়েকবার পড়লো। তার ব্রেইন সে দ্রুত কাজে লাগালো। একজন প্রোগ্রামার হওয়ার কারনে তার চিন্তা শক্তি অনেক, তবে তার মাইন্ড পাওয়ার দুর্বল এটা ভাবা অনেক কষ্টের বিষয় তার জন্য।
-->> আমি প্রথমেই ভেবেছিলাম সব কিছু হয়তো প্লান করা ছিলো, কিন্তু এরকম মাস্টার প্লান কেউ করবে সেটা কল্পনা করি নি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। (এলেক্স)
এলেক্স তার সিস্টেমের একটা গভীর রহস্য বুঝতে পারলো। তবে সেটা সে আপাতোতো নিজের মনের মধ্যেই রাখলো। কারন এখনো সে সিওর না বাকি ডিটেইলস সম্পর্কে। তাই তাকে সব কিছু সম্পর্কে আগে সিওর হতে হবে তারপরও পরবর্তী পদক্ষেপ নিতে হবে।
-->> তাহলে যাওয়া যাক। (এলেক্স)
এলেক্স কাইসারকে বিস্ট ওয়ার্ল্ডে পাঠিয়ে দিলো এবং সেই সাথে সে তার আনডেড দুজনকে ঘুমের মধ্যে পাঠিয়ে দিলো। এই সময়ে এলেক্স হেঁটে ড্যানজনের বস রুম থেকে বের হলো। আজ সে একাডেমি থেকে ছুটি নিয়েছিলো একদিনের জন্য। একদিন বলতে কালকে সন্ধার পূর্বে তাকে একাডেমিতে ফিরতে হবে। এই সময়কে কাজে লাগিয়ে নিজের সাইড ক্যারেক্টার এমিয়াসের পরিচয় দিয়ে সে হান্টার অরগানাইজেশান থেকে একটা মিশন নিয়েছিলো। হান্টার হাউসের মধ্যে দ্বিতীয় ফ্লোরের একটা মিশন সিলেক্ট করে সে সেটা সম্পূর্ণ করে আসে। অবশ্য তাকে বেশী কিছু করতে হয় নি। দুটো ফ্যামিলিয়ার এবং দুটো আনডেডকে ছেড়ে দিয়েছিলো এখানে তারা চারজনই পুরো ড্যানজনটা ক্লিয়ার করে দিয়েছে কিছু সময়ের মধ্যে। এলেক্স কিছু করতে চাইলেও তার করা হয়ে উঠে নি।
-->> আজকের র্যানডম বক্স!(এলেক্স)
এলেক্স তার প্রতিদিনের সিস্টেম মিশন সম্পূর্ণ করার মাধ্যমে বিভিন্ন ধরনের জিনিস পায়। যদিও প্রথম দিকে অনেক ভালো কিছু পেয়েছে তবে এখন পাঁচ থেকে বিশটা গোল্ড কয়েনের বেশী কিছু সে পাই না। তবে আজকে অন্য রকম একটা আইটেম পেলো সে। যা কখনো দেখে নি, বা শোনে নি।
××× আইটেম ইনফো ×××
নেইমঃ ফ্রুট অফ রিবোর্ন
গ্রেডঃ???
ইফেক্টঃ
১)????????????
××× ×××
এলেক্স যেহেতু এটার ইফেক্ট দেখতে পারলো না তাই আপাতোতো সেটা তার ইনভেন্টরির মধ্যেই রেখে দিলো। তার এই সব বিষয়ে এখন সময় নষ্ট করার সময় ছিলো না। খুব ভালো এবং ইন্টারেস্টিং একটা বিষয় সে পেয়েছে সিস্টেম আপডেটের পরে।
-->> তবে আমি এখনি এটা ব্যবহার করতে চাই চাচ্ছি না। (এলেক্স)
এলেক্স তার এমিয়াস চরিত্র থেকে যেকোনো একটা স্কিল, স্ট্যাট এবং সেই সাথে এট্রিবিউট নিতে পারবে। স্ট্যাট এবং এট্রিবিউট সম্পর্কে এলেক্স এখনো সিওর না। তাই সেগুলোকে তাদের জায়গা মতোই থাকতে দিলো। তবে এলেক্স স্কিলকে মিস করলো না। এমিয়াসের একটা স্কিল রয়েছে যা এলেক্সের অনেক পছন্দ হয়েছে। আর সেটা তার মেইন ক্যারেক্টারের জন্যও পারফেক্ট ছিলো। স্ট্যাটের মধ্যে সে চাইলে লাক্ কে নিতে পারতো, তবে তাতে তার সাথে অতিরিক্ত ভালো কিছু হতে থাকবে। যা এলেক্স মোটোও পছন্দ করে না।
-""মাস্টার আপনি কি সিওর আপনি আপনার সাইড ক্যারেক্টারের স্কিল "লাকি স্পিন" আপনার মেইন ক্যারেক্টারে এড করতে চাচ্ছেন?""-
সিস্টেম থেকে মেসেজ আসলো। এলেক্স গেমের অপশনের মতোই তার সাইড ক্যারেক্টারের স্কিল থেকে তার মেইন ক্যারেক্টারে নিয়ে আস্তে যাচ্ছিলো। তখনি সিস্টেম উপরোক্ত মেসেজ টা দেখালো এলেক্সকে। নিচে হ্যা/না লেখা ছিলো। এলেক্স হ্যা তে ক্লিক করলো এবং সেই সাথে সাথে এলেক্সের শরীরটা কিছুটা আলোকিত হলো।
-->> স্কিলটা তিন চারদিন পূর্বে পেয়েছিলাম সিস্টেম আপডেট এর পরে। তবে এটা এমিয়াসের স্কিল হওয়ায় কিছুটা খারাপ লাগছিলো। যেহেতু তাতে তেমন কোনো কাজে দিতো না আমার। তবে এখন, (এলেক্স)
এলেক্সের মুখে মৃদু হাসি দেখা যাচ্ছিলো। সে তার পকেট থেকে একটা গোল্ড কয়েন বের করলো এবং সেটা আঙ্গুলে রেখে তার স্কিল ব্যবহার করলো,
"লাকি স্পিন"
তখনি সে তার গোল্ড কয়েনকে উপরের দিকে স্পিন দিলো এবং সেটাকে হাতের মধ্যেই ধরে ফেললো।
-""কনগ্রাজুলেশন মাস্টার আপনি ০.১% বাফ পেয়েছেন। আপনার সকল স্ট্যাট এবং স্কিল পাঁচ মিনিটের জন্য ০.১% বৃদ্ধি পাবে।""-
এলেক্স কয়েনটাকে আবারো পকেটে রাখলো এবং নিচের দিকে তাকিয়ে হাটতে শুরু করলো।
"ক্যারেক্টার চেঞ্জ"
এলেক্স এমিয়াসে চেঞ্জ হয়ে গেলো এবং ড্যানজন থেকে বের হয়ে গেলো।
-->> তাহলে ফিরে যাওয়া যাক প্রথম ফ্লোরে। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।