#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫৭
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(অষ্টম ফ্লোর)
টেস্ট ড্যানজনের অষ্টম ফ্লোরের মধ্যে অনেক ভয়ানক একটা ফাইট তৈরী হয়েছিলো। প্রথমে নকল সূর্য তার জায়গা থেকে নিচে চলে এসেছিলো, এরপর বিশাল একটা বিস্ফোরণ ঘঠে। শুধু ভাগ্য ভালো ছিলো এই সময়ে কেউ সেই জায়গার মধ্যে ছিলো না। নাহলে কারো চিহ্নই এখন পাওয়ার কথা না।
একটু গোল জায়গা মাঝখানে রেখে এক কিলোমিটার জায়গা নিয়ে বিশাল জায়গার মধ্যে ব্লাস্টের ইমপ্যাক্ট পরার কারনে তা গভীর গর্ত তৈরী করেছে। এখানে এখন পানি চলে আসলে হয়তো এটা একটা বিশাল দিঘি হতে পারে। জ্যাক সেই বিশাল গর্তের মধ্যে রয়েছে। যার মধ্যে এতোক্ষনে তার পার্টির বাকি সদস্যরাও এখন উপস্থিত হয়েছে। তিনজন ব্যক্তির মধ্যে দুজন মারা গিয়েছে। আর একজন অর্ধমৃত অবস্থায় আছে। সেও যেকোনো সময় মারা যাবে। তাই জ্যাক তাদের থেকে কিছু ইনফরমেশন বের করার চেষ্টা করতে লাগলো।
-->> আমাকে মেরে ফেলো, তারপরও আমি কিছুই বলবো না। (লোকটা)
লোকটা তার ড্রাগন ফর্মে ছিলো। অবশ্য পুরো ড্রাগন বলা যায় না। অর্ধ ড্রাগন ফর্ম ছিলো সেটা। জ্যাক সবটা চেষ্টা করেছে। এই সময়ে যত রকম টর্চার করা যায় সব চেষ্টা করে দেখেছে সে, তবে লোকটা কিছুই বলে নি।
-->> আমি মনে হয় কিছুটা হেল্প এখানে করতে পারবো। (আয়াব)
-->> কিভাবে? (রোজা)
-->> আমি একজন গডের অ্যাভেটার, যে সব সময় সত্য বলতে পছন্দ করে। তাই তার এবিলিটিও অন্যদের সত্য কথা বলানো। (আয়াব)
জ্যাক এবং এথিনা কোনো কথা বললো না। তারা বুঝতে পারলো আয়াব কেমন গডের অ্যাভেটার। একজন গড অফ ট্রুথের অ্যাভেটার আয়াব। তবে কার সেটা জানা যাচ্ছে না। ট্রুথ গডদের এনার্জি একই রকম হয় সবার তাই তাদেরকে চেনা একটু কষ্টকর হয়। যেহেতু ট্রুথ গডদের নিম্নমানের গড ধরা হয় তাই তাদের নিয়ে কেউ তেমন মাথা ঘামায় না। জ্যাক এবং এথিনাও তা নিয়ে বেশীক্ষন ভাবলো না। আয়াব অর্ধড্রাগনটার দিকে এগিয়ে আসলো এবং তার দিকে নিজের ডান হাত তুলে দিলো।
"ট্রুথ"
এটা একটা এক্সক্লুসিভ স্কিল শুধু মাত্র ট্রুথ গডদের জন্য। আয়াব এটা ব্যবহার করার সাথে সাথে একটা সবুজ কালারের অউরা তার শরীর থেকে বের হতে শুরু করলো। যা আস্তে আস্তে নিচে পরে থাকা অর্ধ ড্রাগনের শরীরের চারপাশে গিয়ে জমা হতে লাগলো।
-->> তোমার নাম কি? (আয়াব)
পরে থাকা লোকটা তার নাম বলতে চাচ্ছিলো না। সে খুব কষ্ট করে নিজের মুখ বন্ধ রাখার চেষ্টা করেও পারলো না। আয়াবের স্কিলের কাছে তাকে হার মানতে হলো।
-->> আমার নাম হ্যানরি। আমি ব্লাক পার্টির টপ সেভেন নামেও পরিচিত। (হ্যানরি)
জ্যাক এবার তার নিজের প্রশ্ন গুলো করতে লাগলো এক এক করে।
-->> তাহলে হ্যানরি আমাকে এটা বলো যে তুমি একটা ড্রাগনে কিভাবে ট্রান্সফর্ম হলে? (জ্যাক)
জ্যাক অনেক বার পূর্বে এই প্রশ্ন করেছে কিন্তু কোনো উত্তর পায় নি সে। তবে এবার ব্যাপারটা বিপরীত ছিলো। আয়াবের স্কিলের ফলে হ্যানরি এবার কথা বলতে শুরু করলো।
-->> আমি ডিটেইলস জানি না। শুধু এটুকু জানি যে পার্টিতে প্রবেশ করার সময় লিডার আমাদেরকে একটা করে কালো বলের মতো পিল খেতে দিয়েছিলো। আর বলেছিলো তা আমাদেরকে অসীম শক্তিশালী করবে সময় মতো। (হ্যানরি)
-->> কালো পিল? (জ্যাক)
-->> হ্যাঁ। এর থেকে বেশী কিছু আমি জানি না। লিডার আমাদের সেটা সম্পর্কে কিছুই বলে নি। (হ্যানরি)
জ্যাক আরো কিছু প্রশ্ন করবে কিন্তু তখনি হ্যানরির হার্ট বুকের ভিতর থেকে ফেটে গেলো এবং তার মৃত্যু হলো। জ্যাক আর কিছু প্রশ্ন করার সুযোগই পেলো না।
"কালো পিল যা একজনকে সময় মতো অসীম শক্তি দিবে। আমি জানি না কি হচ্ছে। কিন্তু আমার মোটেও ব্যাপারটা ভালো মনে হচ্ছে না।" (জ্যাক)
ব্যাপারটা যেহেতু ব্লাক ড্রাগনের সাথে জড়িত ছিলো তাই জ্যাক এখানে এতো দ্রুত পা দিতে চাচ্ছিলো না। তবে এখন পিছনে যাওয়ার সময় সে হারিয়ে ফেলেছে। তাই যা হবে সেটা দেখে নিবে বলে সিদ্ধান্ত নিয়েছে আপাতোতো জ্যাক।
-->> হাফ ড্রাগন আমি এরকম জিনিস পূর্বে কখনো শুনি নি বা দেখি নি। (ইভা)
-->> এদের মূলত হাফড্রাগন বলা হয় না। অর্ধ ড্রাগন এবং অর্ধ অন্য কোনো স্পিসিজ হলে তাদের ডেমিড্রাগন বলা হয়। এরা একটা সম্পূর্ণ ড্রাগনের থেকে অনেক অংশে দুর্বল। তবে তাদের পূর্ব স্পিসিজের থেকে অনেক শক্তিশালী হয়ে উঠে। (এমিলি)
-->> তারপরও এই দুজন মারা গেলো ব্লাস্টে, তবে এই একটা বেঁচে গেলো কিভাবে আমি বুঝলাম না। ডেমিড্রাগনরা কহ এতো শক্তিশী যে তাদের উপরে এটমিক বোমাও কাজ করে না? (রাইসা)
-->> সাধারণ একটা গবলিনের উপরেই আধুনিক বোমা, বন্ধুক কাজ করে না। আর এখানে তো একটা ডেমি ড্রাগনের কথা বলা হচ্ছে। (ব্রান্ডেন)
-->> তিনটা এক সময়ে ট্রান্সফর্ম হতে থাকলেও এই হ্যানরি তার শরীরে ড্রাগন স্কেল তৈরী করতে পেরেছিলো। ওয়ার্ল্ডের সবথেকে শক্তিশালী বস্তুর মধ্যে একটা জিনিস হয় এই ড্রাগন স্কেল। যদিও ওর টা দুর্বল ছিলো, তারপরও ব্লাস্টের সকল ইমপ্যাক্ট তা গ্রহন করেছে। সে বেঁচে যেতো যদি না ব্লাস্টের পরে রেডিয়েশন না থাকতো। (জ্যাক)
-->> ও তাহলে বুঝতে পেরেছি আমি। তবে লিডার, তবে আপনি কি বলবেন আপনার ঔ আইটেমটা এতো শক্তিশালী কেনো? (আয়াব)
জ্যাকের আইটেমটা আপাতোতো সে অদৃশ্য করে রেখেছে। টিটান যেকেনো সময় সেটাকে অদৃশ্য করে রাখতে পারতো। তবে সেটা কাজ করে কিভাবে এটা সঠিক ভাবে টিটান জানতো না। তবে জ্যাক এটা সম্পর্কে অবগত। যেহেতু সেটা তার জন্যই তৈরী হয়েছিলো। আইটেমটা জ্যাকের ব্লাডের ভিতরে বয়ে বেরাচ্ছে। যা মূলত গোল্ডেন ড্রাগনের এনার্জি ব্যবহার করে। যেহেতু গোল্ডেন ড্রাগনও জ্যাকের মাঝে এখন সিল রয়েছে তাই এই ব্লাস্টটা অনেক শক্তিশালী ছিলো। জ্যাক যখন চাইবে তার ব্লাড থেকে আইটেমটা বের করতে পারবে আবার যখন চাইবে না তখন আইটেমটা আবার তার ব্লাডের মধ্যে চলে যাবে।
-->> ঔটা শক্তিশালী আইটেম কারন সেটা একটা ড্রাগন নিজে তৈরী করেছে। (জ্যাক)
জ্যাকের কথা শুনতে পেরে সবাই অবাক হলো। একটা ড্রাগন নিজে কোনো আইটেম তৈরী করতে পারে এটা সবার ভাববার বিষয় ছিলো। সবার মাথায় শুধু একটা ড্রাগনের দৃশ্য ভেসে আসছে যে কিংডমে আসে এবং তার ফায়ার ব্রিথ দিয়ে সব কিছুতে আগুন জ্বালিয়ে দেই এবং কিংডমের প্রিন্সেসকে কিডন্যাপ করে পালিয়ে যায়। এর মাঝপ একটা ড্রাগন যে আইটেম তৈরী করতে পারে সেটা কোনো ভাবে তাদের চিন্তায় আসছে না। ড্রাগনরা চার পায়ে হাঁটে। তাদের হাত না থাকার কারনে তারা কিভাবে তৈরী করলো একটা আইটেম তা কারো মাথায় ঢুকতে পারছে না।
-->> এখানের সমস্যা সমাধান হয়েছে, তাহলে বসের কাছে যাওয়া যাক। (জ্যাক)
-->> ও আই ফরগট, দুটো সোর্ডকে তো উপরেই ফেলে রেখে আসছি। (জ্যাক)
মাঝখানে যে উঁচু জায়গা টুকু দাঁড়িয়ে ছিলো সেখানে ফায়ার এবং ওয়াটার ড্রাগন সোর্ড পরে ছিলো। জ্যাক দুটোকে ফেলে দিয়ে তার আল্টিমেট অস্ত্র ব্যবহার করেছে। যদিও আপাতোতো এটাকেই শুধু আল্টিমেট বলা যায়। কারন তার আসল অস্ত্রটা অলিম্পাসের মধ্যেই বন্ধী রয়েছে। আর সেটাকে আনতে হলে তাকে অলিম্পাসে যেতে হবে। জ্যাক এথিনার দিকে তাকালো
"না সেটা সম্ভব হবে না মনে।" (জ্যাক ভাবছে)
-->> এই যে তোমার সোর্ড। (এথিনা)
এথিনা তার ব্রেসলেট থেকে ফায়ার এবং ওয়াটার ড্রাগন সোর্ড বের করলো। দুটো সোর্ডই সে নারাতে পারছে কোনো সমস্যা ছাড়ায়। তবে সেগুলো ব্যবহার করতে পারছে না সে। জ্যাক হঠাৎ খেয়াল করলো তার বাম হাতে হালকা ব্যথা করতে শুরু করেছে। যেটার কারন সে বুঝতে পেরেছে। সে হাত দিয়ে ইশারা করলো, সাথে সাথে দুটো সোর্ডই এথিনার হাত থেকে উড়ে জ্যাকের হাতে চলে আসলো। জ্যাক সোর্ড দুটোকে তার ব্যাগের মধ্যে রেখে দিলো।
-->> লিডার, আপনার কি এখন এই ব্যাগটা চেঞ্জ করা উচিত না? আমাদের সবার কাছে একটা করে স্টোরেজ আইটেম রয়েছে যেগুলো ব্যবহার করা সহজযোগ্য, আর আপনি এখনো এই পুরানো ব্যাগ ব্যবহার করে যাচ্ছেন। (রাইসা)
-->> আমি তো এটা ভাবছি যে লিডারের এতো কড়া ফাইটের পরেও এই ব্যাগ জীবিত মানে ঠিক আছে কিভাবে? (ভুসেকা)
-->> হ্যা তোমরা সবাই ঠিক বলেছো, আমাকে এটা চেঞ্জ করে নিতে হবে। তবে মনে হয় না এখন সে সময়। ড্যানজনটা ক্লিয়ার করি তারপর সেটা নিয়ে ভাবা যাবে। (জ্যাক)
* * * * *
(টাওয়ারের মধ্যে)
প্রায় দশ হাজারের মতো মনস্টারের হর্ডি চলে আসছিলো প্রথম ফ্লোরের প্লেয়ারদের বাসস্থানের কাছাকাছি। টাওয়ারের নিরাপত্তা তেমন ভালো ছিলো না। তাই প্রথম ফ্লোরকেও সুরক্ষিত বলা যায় না। প্রতি মাসে এক বাস মনস্টার হর্ডি দেখা যায়। মূলত অনেক সংখ্যক মনস্টার এক সাথে যখন কোনো কিছুর দিকে যেতে থাকে তখন তাদের মনস্টার হর্ডি বলে। আর এটা টাওয়ারের প্রথম ফ্লোরের প্লেয়ার বেসের দিকেই আসছিলো। প্রতিবার হর্ডির সংখ্যা এক-দুই হাজার হয় বলে প্লেয়াররা তাদের হত্যা করতে পারে খুব কম প্লেয়ার হারানোর মাধ্যমে। এবারো এক দুই হাজারের একটা হর্ডি আশা করেছিলো তারা। তাইতো এক দুই হাজার মনস্টারের সাথে ফাইট করতে পারবে এরকম সংখ্যক প্লেয়াররাই ছিলো বেসের মধ্যে। মনস্টার হর্ডি দেখে তারা বের হয়েছে। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারে নি। কম করে হলেও দশ হাজার বা তারো উপরে মনস্টার তাদের একমাত্র বেসের দিকে এগিয়ে আসছি। এই বেসই প্লেয়ারদের একমাত্র বেস যেখানে তারা নিরাপদ থাকে। যারা মনস্টার দের সাথে ফাইট করার জন্য বের হয়েছে সবার আপনজনই সেই বেসের ভিতরে অবস্থান করছে। তাই মনস্টারদের সেখানে কখনোই যেতে দিতে পারবে না। তাইতো মৃত্যু সামনে আছে জানার পরও কেউ পিছনে তাকালো না। সবাই তাদের সর্বোচ্চ দিয়ে ফাইট করার জন্য প্রস্তুত হলো। তবে তখনি সবাই একটা ড্রাগন দেখতে পারলো। হ্যাঁ একটা ড্রাগন যা তাদের মাথার উপর দিয়ে যাচ্ছিলো। ড্রাগনটা সত্য কিনা তারা সেটা জানে না। তবে তারা যা দেখছিলো সেটা নিজের চোখে বিশ্বাস করতে পারছিলো না। ড্রাগনটা সামনের হাজারো মনস্টারের হর্ডির দিকে গেলো এবং সব মনস্টারকে গ্রাস করে দিলো। এমনটায় সবাই দেখলো। তবে প্লেয়ার গুলোর পিছনে দাঁড়িয়ে ছিলো এক ব্যক্তি যে বলতে লাগলো,
-->> ড্রাগন ফিস্ট স্কিলটা মনে হচ্ছে দুর্বল হয়ে গিয়েছে।
কথাটা শুনেই পিছনে তাকালো সব প্লেয়ার। তবে তারা কাউকে দেখতে পেলো না। তারা ভুল শুনে নি। কন্ঠটা এবং এই ড্রাগনটা, সেই সাথে এতো শক্তিশালী পাওয়ার।
-->> এটা আন্ডারওয়ার্ল্ডের ডন ডোয়ার্ক মল্ট ছিলো।
-->> ডোয়ার্ক মল্ট! কোথায়?
-->> এখানেই ছিলো। কিন্তু সে উধাও হয়ে গেছে।
-->> তাহলে এটাই টাওয়ারের সবচেয়ে শক্তিশালী ব্যক্তির পাওয়ার?
* * * * *
(অলিম্পাস)
১২ সংসদীয় রাউন্ড টেবিলের মধ্যে সংসদীয় গডরা বসে আছে। তিনটা সিট এখনো ফাঁকা রয়েছে। যার একটা পোসেইডন এর ছিলো, যা এখনো কেউ গ্রহন করে নি, একটা এথিনার রয়েছে যে জিউসের থেকে ছুটি পেয়ে ছুটিতে আছে এবং অন্যটা,
-->> তাহলে হেডিস এবারও আসলো না। (হেরা)
-->> মাদার, আমার মনে হয় আঙ্কেলও আমাদের উপরে এট্যাক করার চিন্তা ভাবনা করছে। তা নাহলে আমাদের এই করুন অবস্থায় আঙ্কেল সাহায্য করবে না কেনো? (এরিস)
-->> ফাদার, আমার মনে হয় এই সময়ে আমাদের এথিনাকে ব্যাটেল ফিল্ডে নিয়ে আসা উচিত। এথিনা না থাকলে আমরা এই যুদ্ধ কখনো জিততে পারবো না। (হেফেস্টাস)
-->> আমিও ব্রাদারের সাথে একমত। ব্যাটেল ফিল্ডে এথিনা আমাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়াবে এজগার্ডের ভিতরে। (এরিস)
-->> ইনাফ, আমি এখানে কাউকে কারো মতামত দেওয়ার জন্য ডাকি নি। আমি এখানে ডেকেছি আমার মতামত জানানোর জন্য। (জিউস)
জিউসের চিৎকারে সব ওয়ার্ল্ডে বিদ্যুৎ চমকাতে শুরু হলো। রুলার অফ লাইটনিং হওয়ার লাইটনিং ঠিক তার কথামতোই চলে। আর এটা কোনো সাধারণ টাইটেল নয়।
-->> কিং অফ ডেস্টিনি অফ লর্ড অফ এনার্জি এজগার্ড এবং আমাদের অলিম্পাসের বিরুদ্ধের যুদ্ধে বিরক্ত হয়ে গিয়েছে। তাই আমাদের এটাকে শেষ করতে বলেছে খুব দ্রুতই। এখন,,,,,, (জিউস)
জিউস পুরো কথা বলতে যাবে তখনি তাদের সামনে আশ্চর্য ময় একটা ব্যক্তি চলে এসেছে। বারো গডের সিট বারোটা পিলার ছিলো যা চারপাশ দিয়ে গোল করে তৈরী করা ছিলো। মাঝখানে অনেকটা ফাঁকা জায়গা ছিলো যেখানে লোকি দ্যা গড অফ মিসচিফ।
-->> হ্যালো ডিয়ার অলিম্পিয়ানস। (লোকি)
লোকির প্রবেশ এবং তার কথা বলার সাথে সাথেই সেখানে উপস্থিত থাকা নয়জন গডই দাঁড়িয়ে গেলো। লোকি কিছু সেখানে করলেই চোখ পলক ফেলার সময় সে পাবে না।
-->> ওয়াও ওয়াও, আমি এখানে ফাইট করতে আসি নি। (লোকি)
-->> লোকি তুমি নিশ্চয় জানো এজগার্ডের সাথে আমাদের কিরকম সম্পর্ক যাচ্ছে। তাই এজগার্ডের প্রিন্স হওয়ার অপরাধে তোমাকে আমরা এখানেই হত্যা করতে পারি। (এরিস)
-->> কুল প্রিন্স অফ অলিম্পাস। আমি এখানে কোনো ফাইটের জন্য আসি নি। বরং এলায়েন্স গঠন করতে এসেছি। (লোকি)
-->> আমি সোজা পয়েন্টে আসবো লোকি। এজগার্ড তোমাকে বিশ্বাস করে না। তাই আমরাও তোমাকে বিশ্বাস করতে পারবো না। (এপোলো)
-->> আমার অফার তো আগে শুনে নিবেন আপনারা। তারপর না হয় সিদ্ধান্ত নিবেন যে কি করবে। (লোকি)
লোকি একটা ভয়ঙ্কর হাসি দিলো এবং বলতে লাগলো,
-->> আমার কাছে একটা প্রফেসি আছে যা কিং অফ ডেস্টিনি শুধু মাত্র আমাকেই বলেছে। আর কিং অফ ডেস্টিনির অভ্যাস তো জানোই তোমরা। কাউকে একবার একটা প্রফেসি বলে দিলে সে নিজেই সেটা ভুলে যায়। (লোকি)
-->> আমাদের কিং অফ ডেস্টিনির প্রফেসির প্রয়োজন হয় না। (জিউস)
জিউস কঠোর কন্ঠে কথাটা বললো। তার কথায় সবার মনটা কেঁপে উঠলো। তবে লোকি সেই কথায় কোনো পাত্তা না দিয়ে বলতে লাগলো,
-->> জানি আপনাদের কাছে মৈরাই সিস্টার রয়েছে। তবে আমার মনে হয় না তারা কিং অফ ডেস্টিনির দেখা প্রফেসি দেখতে পারে। (লোকি)
-->> কিং অফ ডেস্টিনির প্রফেসি আমাদের বর্তমানে কোনো কাজে দিবে না। তাই এখানে তোমার কোনো কিছু দেখছি না আমি লোকি। (হেরা)
-->> ও মাদার অফ অলিম্পাস, আমার কথা হয়তো বুঝতে পারেন নি। প্রফেসিটা অন্য কোনো বিষয়ের নয়, বরং আপনাদের উক্ত জায়গারই। (লোকি)
-->> কিং অফ ডেস্টিনি অলিম্পাস নিয়ে প্রফেসি দেখেছে, তাহলে সেটা তোমার হাতে দিবে কেনো লোকি। সেটা আগে আমাকে বলো। (জিউস)
অলিম্পাসের আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু হলো। জিউস অনেক রেগে গিয়েছে। সে তার নরমাল ফর্মে ছিলো বলে তাকে একজন হ্যান্ডসাম পুরুষের মতো দেখা যাচ্ছিলো। তবে এখন সে তার মেইন ফর্মে চলে আসলো। বিশাল একটা টাইটান হয়ে গেলো যার চেহারাটা দেখতে ততটা সুন্দর না বরং কুৎসিতই বলা চলে।
-->> এতো ছোট বিষয়ে রাগার কোনো কারন তো দেখি না আমি রুলার অফ লাইটনিং এবং অলিম্পাস। এজগার্ড এবং অলিম্পাসের মাঝের যুদ্ধের কারনে কিং ডেস্টিনি অনেক রেগে আছে, তাই হয়তো তিনি এই বিশাল জিনিসটা আমার হাতেই তুলে দিয়েছে কোনো রকমে যুদ্ধটা শেষ করতে। এখন আমি তো এজগার্ডে নিয়ে যায় নি এটা ভেবে যে অলিম্পাসের রুলার আমাকে খুশি করে দিবে। (লোকি)
জিউস তার টাইটান ফর্ম থেকে আবারো তার সাধারণ ফর্মে চলে আসলো। তখন একটা জায়েন্ট হলেও এখন একটা মানুষের সমান সাইজের হ্যান্ডসাম ব্যক্তি হয়ে গেলো সে।
-->> তো কি চাচ্ছো তুমি প্রফেসির বিনিময়ে? (হেরা)
-->> অলিম্পাস। (লোকি)
সবাই লোকির দিকে রাগি লুক নিয়ে তাকালে।
-->> জোকস ছিলো এটা। আমি এজগার্ডে রাজ করতে চাই। আর সেটার জন্য শুধু আমার ফস্টার ফাদার এবং ব্রাদারকে পথ থেকে সরিয়ে দিলেই হবে। (লোকি)
-->> ডিল। (জিউস)
সেখানে বাকি আট গডেরা এই প্রপোজালে রাজি হতো না। তারা লোকিকে পাগল বলতে চাচ্ছিলো। তবে জিউস যখন রাজি হয়ে গিয়েছে তখন তারা আর কিছু করতে পারবে না এখানে।
-->> তাহলে এই যে সেই প্রফেসি। (লোকি)
লোকি একটা পেপার স্ক্রোল জিউসের দিকে ছুঁড়ে মারলো এবং সেখান থেকে একটা হাসি দিয়ে বিদায় নিয়ে নিলো। জিউস স্ক্রোলটা খুললো এবং সেই প্রফেসি নিজ চোখে দেখতে লাগলো। প্রফেসি মূলত ভবিষ্যতের কিছু মুহূর্ত যা বিশেষ কিছু গডই দেখার সুযোগ পায়। জিউস তার নিজ এবং অলিম্পাসের ভবিষ্যৎ দেখতে লাগলো। সে যা দেখলো সেটা খুবই ভয়ানক ছিলো। প্রফেসিটা ক্লিয়ার ছিলো না। তাই সব কিছু ক্লিয়ার করে দেখতে পাই নি। তবে যতদূর সে দেখেছে তার অলিম্পাস পুরো ধ্বংস হয়ে গিয়েছে। আকাশের উপরে ভাসমান অলিম্পাসের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছিলো। তারই মধ্যে জিউস নিজেকে দেখতে পারলো তার টাইটান ফর্মে। তার সবচেয়ে শক্তিশালী ফর্মে যে ফর্মে সে ডিম্যান কিং এর বিপক্ষে যুদ্ধ করেও ক্ষতপ্রাপ্ত হয় নি। সেই জিউস তার শক্তিশালী ফর্মে থাকার পরও মৃত্যুর মুখে ছিলো। জিউস সবকিছু দেখতে লাগলো এবং বলতে লাগলো,
-->> কে করেছে এসব? ওডিন? না ওডিন আমাকে এভাবে হারাতে পারবে না। (জিউস)
জিউস আরো দেখতে পারলো। একটা পনেরো থেকে আঠারো বছরের মানুষ তার সামনে দাঁড়িয়ে ছিলো। যার শরীর থেকে একধরনের আজব ব্লাক এনার্জি বের হচ্ছিলো। ছেলেটা অর্ধমৃত হয়ে পরে থাকা টাইটান ফর্মের জিউসের বুকের উপরে দাঁড়িয়ে ছিলো। জিউস সব দেখে বিশ্বাস করতে পারছিলো না তার চোখকে। প্রফেসি শেষ হয়ে গেলো। বাস্তবে ফিরে আসলো জিউস। সে কি দেখেছে সে কিছুই বুঝতে পারলো না। একটা ছোট ছেলে সেই সাথে একটা মানুষের হাতে সে কিভাবে হারতে পারে?
* * * * *
(অচেনা কোনো এক জায়গা)
লোকি অলিম্পাস থেকে এসেছে। আসার পর পর তার খুশি আর দেখে কে। বর্তমানে যে অবস্থা তাতে সে সিওর হয়ে গিয়েছে এজগার্ডের কিং সেই হবে। আর,
-->> প্রফেসিটা আমাকে অলিম্পাসকেও নিজের করার সুযোগ করে দিয়েছে। জানি না সে ব্যক্তিটা কে যে জিউস এবং তার অলিম্পাসকে ঔভাবে হারাবে, তবে সব কিছু আমার ফেবারেই হতে চলেছে মনে হচ্ছে। হাহাহাহাহাহাহাহা। (লোকি)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।