#Demon_King#
পর্ব:৮৪
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(সিকরেট কিংডম)
বিশাল বড় প্যালেসের মধ্যকার সবচেয়ে জাঁকজমকপূর্ণ রুমটা কিংডমের কুইনের। বিছানায় মারিয়া ঘুমাচ্ছিলো কোনো সারা শব্দ না করেই। অন্যদিকে বেলকনির দেওয়ালের উপরে বসে আছে এলমন্ড। বসে বসে সে কথাগুলো ভাবতে লাগলো। সাধারণত এলমন্ড পুরাতন কথা গুলো তেমন মনে করে না। তবে এটা সম্পূর্ণ অন্য রকম একটা ব্যাপার ছিলো। সে না চাইলেও পুরাতন স্মৃতি গুলো তার মাথায় বার বার ঘুরপাক খাচ্ছে।
-->> তাহলে পেট ড্রাগনও মুক্ত হয়ে গিয়েছে। সব কিছু এতো সুন্দর ভাবে হচ্ছে তা বলার রাখে না। তবে হয়তো এলেক্সের বুঝে যাওয়া উচিত ছিলো এতোক্ষনে যে তার ভাগ্যকে কন্ট্রোল করা হচ্ছে। (এলমন্ড)
পরিবেশটা নিশ্চুপ ছিলো। এলমন্ডের কথা অন্য কেউ শুনতে পাচ্ছিলো না। এলমড নিজের সাথে নিজেই কথা বলছিলো। তার মনের মধ্যে অনেক কথা রয়েছে যা সে অন্য কারো সাথে শেয়ার করার সুযোগ পাচ্ছে না। তাই মাঝে মাঝে কিছু কিছু কথা নিজের সাথেই শেয়ার করে। এতে মনটা কিছুটা হলেও শান্তি পাই তার।
-->> সব কিছু শুরু হতে যাচ্ছে তাহলে এখন। এই ওয়ার্ল্ড এবং তার সব সমস্ত রুলারের আস্তে আস্তে করে পতন হবে এখন থেকে। (এলমন্ড)
এলমন্ড আকাশের দিকে তাকালো এবং আবারো বলতে লাগলো,
-->> তারপরও ভবিষ্যৎ পরিবর্তনশীল। দেখা যাক কি হয়। (এলমন্ড)
* * * * *
(একাডেমি)
এলেক্স ফিরেছে তার B র্যাংকের হান্টার মিশনটা শেষ করে। সে একাডেমি থেকে কিছুদিন পূর্বেই দুদিনের জন্য ছুটি নিয়েছিলো। তাই এতো দ্রুত তার আরেকটা ছুটি পাওয়ার কথা ছিলো না। তবে বর্তমান একাডেমির একমাত্র ড্রাগন বিস্ট ফ্যামিলিয়ার হওয়ার কারনে সে বলার আগেই তাকে ছুটি দিয়ে দেওয়া হয়। এলেক্স সেই ছুটিটা একদম ভালো কাজেই ব্যবহার করেছে। এলেক্স তার ডোর্মে বিশ্রাম নিচ্ছিলো। কালকের সারা রাতে ক্লান্ত ময় সময় কেটেছে তার জন্য। বিশেষ করে ডুফেস এবং জেয়াবের জন্য। তারা দুজনে প্রায় পুরো রাতই জোরে জোরে গল্প করেছে যার কারনে এলেক্সের ঘুম হয় নি। পূর্বের দিনও ঘুমাতে না পেরে এলেক্সের ঘুম ঘুম পাচ্ছিলো। তাই একটু লেট হয়েছে সবার থেকে তার উঠতে। সবাই এতোক্ষনে তাদের নিজ নিজ মানা, অউরা, প্রান লেকচার ক্লাসে চলে গিয়েছে। শুধু এলেক্সই বাইরে অবস্থিত ছিলো। এলেক্স দ্রুত রেডি হলো এবং বেরিয়ে পরলো তার ক্লাসের দিকে। আজকে সে ফায়ার মানা লেকচার ক্লাসে যাচ্ছে। এলেক্স সপ্তাহের তিনদিন ডার্ক এবং তিনদিন ফায়ার লেকচারে অংশ গ্রহন করে। বাকি একদিন প্রাকটিক্যাল ক্লাস থেকে ঘুরে আসে। একটা ডিভাইন বিস্টের সাথে এলেক্স ফ্যামিলিয়ার তৈরী করেছে, তাতে একাডেমির সকল স্টুডেন্ট খুশি না। বরং সবাই জেলাস বোধ করছিলো।
ক্লাসের শিক্ষক ক্লাস নিচ্ছিলেন। এলেক্স ক্লাসের সামনে গিয়ে দাঁড়ালো। তাকে কিছু বলতেও হলো না।
-->> ও এলেক্স যে। ভিতরে আসো। (শিক্ষক)
শিক্ষক এলেক্সকে লক্ষ করে ভিতরে আস্তে বললো। অথচ কিছুদিন পূর্বে এই শিক্ষক এলেক্সকের চেহারা পর্যন্ত চিনতো না। এলেক্সকে দেখার পর ক্লাসের সবার মধ্যে গুনগুন শোনা যাচ্ছিলো,
-->> একটা ডিভাইন বিস্ট পেয়ে অনেক ভাব বেরে গিয়েছে।
-->> ডিভইন বিস্ট পেলে কি হবে, সেটা এখনো দুর্বল এবং ছোট। আমার মনে হয় না আমার হোলি বিস্টের একটা এট্যাক সেটা নিতে পারবে।
-->> একটা আউটসাইডার হয়ে কিভাবে করলো একটা ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক?
-->> আমার মনে হয় সেটা কোনো ড্রাগন না। আজ পর্যন্ত কি কেউ কোনো ব্লাক কালারের ডিভাইন ড্রাগন বিস্টের কথা শুনেছে?
-->> আমারও মনে হয় সেটা নকল ড্রাগন হবে। কিংবা কোনো মনস্টার বিস্ট, যা ট্রান্সফর্ম হতে পারে।
-->> তাহলে তুমি কি বলতে চাচ্ছো ও বিস্ট ওয়ার্ল্ড থেকেই ওর ফ্যামিলিয়ার কে ট্রান্সফর্ম করিয়ে একটা ড্রাগন বানিয়ে পরে সাম্মন করেছে?
-->> আমারও এটাই মনে হয়। নাহলে একটা একটা আউটসাইডার কিভাবে একটা ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করতে পারে?
-->> কিন্তু আরেকজনের ব্যাপারে কি বলবো? যে ডিভাইন বিস্ট ফিনিক্সের সাথে কন্ট্রাক তৈরী করেছে।
-->> যদিও সে ও একজন আউটসাইডার, তারপরও তার বাবা কে সেটা কি তোমরা জানো?
-->> তার বাবা এভেস্ট ভন উয়েক্সকুল।
-->> কি? দ্যা উয়েক্সকুল যে এক সময়ে পুরো রেড কিংডমের রয়েল নাইটদের হত্যা করেছিলো?
-->> হ্যাঁ।
-->> তাহলে তো বলা যায় যেমন বাবা তেমন মেয়ে।
-->> হ্যাঁ এলিন ভন উয়েক্সকুল, সে কিন্তু দেখতেও অনেক সুন্দরী। আমি ভাবতেছি তাকে আমার টিমে যোগ দেওয়ার জন্য বলবো।
-->> আমি শুনেছি দুজনেই নাকি এক টিমে। আবার সেই সাথে আমাদের ক্রাউন প্রিন্সও তাদের টিমে রয়েছে।
-->> প্রিন্সের জন্য আমরা কিছু করতে পারছি না। তবে সুযোগ পেলে আমরা কেউই ছেড়ে দিবো না তাদের।
সকল স্টুডেন্ট তাদের মতো এক এক কথা বলতে লাগছিলো। এলেক্স প্রতিদিন যেখানে বসে সেখানে সিট খালি পেলো না। তাই তাকে অন্য জায়গায় বসতে হলো। পুরো রুমের মধ্যে হাজারো স্টুডেন্ট উপস্থিত ছিলো। যাদের মধ্য থেকে সামনে খালি সিট খুঁজে পাওয়াটা কষ্টকর ছিলো। তবে এলেক্স পেয়েছে ছেলেদের সারিতে একটা খালি সিট। অবশ্য একটা না সেখানে বেশ কয়েকটা সিট খালি ছিলো। পাশেই মেয়েদের সারি ছিলো যেখানে ব্লু কিংডমের দুই প্রিন্সেস বসে আছে। মূলত তারা সেখানে বসে বলেই তার পাশে কোনো ছেলেরা বসার সাহস করে না। এমন নয় যে একাডেমি কোনো নিয়ম করে দিয়েছে তাদের জন্য। বরং ব্যাপারটা এরকম যে, পুরো ক্লাসের ছেলেরাই দুই প্রিন্সেসকে দেখে ভয় পায়। এলেক্স একবার পুরো রুমের মধ্যে তার নজর বুলিয়ে নিয়েছে। ফাঁকা সিট এবং মাইরা আছে কিনা সেটা সে দেখে নিলো। ফাঁকা সিট পেয়ে সেখানেই সে বসার জন্য যাচ্ছিলো। তবে সে এখনো মাইরাকে দেখতে পাই নি। যার মানে সে এখানে নেই বরং তার অন্য এট্রিবিউটের ক্লাসে রয়েছে। এলেক্স বসলো দুই প্রিন্সেস এর পাশে। যদিও সেটা ছেলেদের সারি ছিলো যেখানে এলেক্স বসেছে তারপরও সবাই তার দিকে তাকালো অবাক হয়ে। শিক্ষক তার লেকচার দিতে শুরু করলেন মানা এবং তার বিভিন্ন ব্যবহার নিয়ে। যা এলেক্স ভালো করেই জানে, তারপরও সেদিকে সে মনোযোগ দিতে লাগলো। আর অন্যদিকে এলেক্সের দিকে দুটো প্রিন্সেস তাকিয়ে ছিলো।
-->> এটা কি সেই ছেলে না যাকে আমরা বাটলার বানাতে চেয়েছিলাম? (প্রিন্সেস হানিকা)
-->> হ্যাঁ, বলতে হবে হ্যারি সেদিন তাহলে আমাদেরকে মিথ্যা বলে নি। (প্রিন্সেস হারিকা)
-->> হারিকা আমি যা ভাবছি তুমিও কি তাহলে সেটা ভাবছো? (হানিকা)
-->> তাহলে তুমিও সেটা ভাবছো? (হারিকা)
দুই প্রিন্সেস আস্তে আস্তে কথা বলছিলো। যা কারো শোনার কথা ছিলো না। দুজনে কথা শেষ করে মুচকি মুচকি হাসতে লাগলো।
"স্ট্যাটাস"
এলেক্স তার স্ট্যাটাস অপশন বের করলো। যেহেতু তার স্ট্যাটাস সে বাদে অন্য কেউ দেখতে পারে না, তাই এখানে তার চিন্তার কোনো কারন নেই।
××× স্ট্যাটাস ×××
নেইম: এলেক্স
টাইটেলঃ কনজিউমার, সোল কালেক্টর, প্রোগ্রামার
জব:হোস্ট অফ জিডুরী
সাব-জব: এসাসিন
লেভেল: ১১১
স্ট্রেন্থ : ২৭৭
ভাইটালিটি : ১৬৫
এজিলিটি : ১৯২
স্ট্যােমানা : ১৬১
ইন্টেলিজেন্স : ১৮৬
লাক্ : ২৫
স্ট্যাট পয়েন্ট: ১৮০
××× ×××
এলেক্স তার স্ট্যাটকে এক নজর দেখে নিলো। যা মোটেও তার পছন্দ মতো ছিলো না। তার স্ট্যাট এমন একটা জায়গার মধ্যে আটকে আছে যেটা থেকে সে আর সহজে উপরে উঠতে পারছে না।
"আমাকে এই একাডেমি থেকে বের হতে হবে কিছু করতে হলে। তবে সেটা এতো দ্রুত সম্ভব হবে বলে আমার মনে হয় না।" (এলেক্স ভাবছে)
এলেক্স ভালো করেই এই ড্যানজনের নিয়ম গুলো এখন জানে। প্রতিটা ফ্লোরে অসংখ্য ড্যানজন রয়েছে। যার চার ভাগে ভাগ হয়েছে। ভালো ভালো এবং শক্তিশালী ড্যানজন গুলো রয়েল বা নোবেলদের, একাডেমির, হান্টার অরগানাইজেশান এর হাতে থাকে। তাছাড়া যেসব ড্যানজন থাকে যার মধ্যে তেমন কোনো কাজের জিনিস থাকে না বা তেমন শক্তিশালী মনস্টার থাকে না। চতুর্থ ভাগের ড্যানজন গুলো সবার জন্য খোলা থাকে, তবে তাতে প্রবেশ করে কোনো লাভ হয় না।
"এখন আমি যদি একাডেমি থেকে বের হয়ে যায়, তাহলে একাডেমির ভাগের ড্যানজন গুলো ক্লিয়ার করার সুযোগ পাবো না।" (এলেক্স ভাবছে)
এলেক্স চুপ চাপ তার চিন্তা ভাবনা করে যাচ্ছিলো। তাকে টাওয়ারের ফ্লোর গুলো ক্লিয়ার করার আগে লেভেল আরো বারাতে হবে। যেহেতু প্রথম থেকে ৭০ টা ফ্লোর এই পর্যন্ত ক্লিয়ারের পথে তাই এলেক্সকে আর এই ক্লিয়ার করা ফ্লোর গুলো ক্লিয়ার করতে হবে না বা সে সুযোগ পাবে না। সাতটা ডিম্যান টাওয়ার একই ভাবে কাজ করে। লক্ষ ব্যক্তি মধ্যে একজন যদি একটা ফ্লোর ক্লিয়ার করে তাহলে আর বাকি দের সেই ফ্লোর ক্লিয়ার করতে হয় না। বরং সবাই তার উপরের ফ্লোরে প্রবেশ করতে পারে। এই বিষয়টা অনেক সহজ করে দেই সবার জন্য, যাতে তারা টাওয়ারকে দ্রুত ক্লিয়ার করতে পারে। তবে এখনো সবাই এক হাজার বছর চেষ্টা করেও টাওয়ারকে পুরো ক্লিয়ার করতে পারে নি।
ক্লাস শেষ হওয়ার সাথে সাথে এলেক্স বেরিয়ে গেলো। তার গন্তব্য ছিলো মিশন হাউসের দিকে। সেখানে টিমের বাকি সদস্যরা অপেক্ষা করবে। এলেক্স আস্তে আস্তে হেঁটে পৌছে গেলো সেখানে। এতোক্ষনে এলিন, মাইরা, ডুফেস, জেয়াব, এবা, জেবা, এনরি স্নেরা এবং হ্যারি দাঁড়িয়ে ছিলো। হ্যারির জন্য সবাই তাদের দিকে তাকিয়ে ছিলো। তবে এখনো এলেক্স বাদে টিমের কেউ হ্যারির পরিচয় সম্পর্কে জানে না। তাই সবাই সাধারণ ব্যবহারই করে তার সাথে। হ্যারি কথা বলছিলো মাইরার সাথে, যেটা প্লান নিয়ে হলেও হ্যারি বার বার তার দিকে তাকিয়ে আছে শুধু।
-->> তাহলে আমরা আজকে কি কোনো ভয়ানক মিশনে যাচ্ছি? (হ্যারি)
-->> না আমাদের তারাতাড়ি E র্যাংকে উঠতে হবে। তাই এখন যত দ্রুত সম্ভব মিশন শেষ করতে হবে। আমরা তিনজন তিনটা মিশন সংগ্রহ করেছি মাত্র, যার দুটো কিছু পন্য ডেলিভারি হলেও শেষেরটায় কিছু মনস্টার হান্ট করতে হবে। (মাইরা)
-->> তাহলে কি কোনো ড্যানজন ক্লিয়ার করছি আমরা? (ডুফেস)
-->> না ড্যানজনের মিশনে অনেকটা সময় লাগে। আর একটা ড্যানজনের মিশন নিলে আমরা তা ক্লিয়ার করতে করতেই সময় চলে যাবে। (মাইরা)
-->> এটা তো আমরা কয়েক দিন ধরেই করে আসছি। (ডুফেস)
-->> আমরা E র্যাংকে উঠে গেলে তখন আর আমাদের এসব নিয়ে চিন্তা করতে হবে। তখন আমরা দ্বিতীয় ফ্লোরে প্রবেশ করতে পারবো এবং বেশ কিছু ড্যানজনের মিশন নিতে পারবো। (হ্যারি)
-->> বাই দ্যা ওয়ে হ্যারি তুমি কি বিস্টের সাথে কন্ট্রাক করলে? (জেয়াব)
-->> তোমাদের বিস্টের কাছে আমার বিস্ট কিছুই না। তাই লজ্জা করছে। (হ্যারি)
-->> লজ্জার কি আছে ম্যান? আমরা আমরাই তো। (ডুফেস)
-->> ডুফেস কারো কিছু শেয়ার করতে না ইচ্ছা করতে চাইলে তাকে জোর করা ঠিক না। (এনরি)
-->> আমাদের টিম মনে হচ্ছে পুরো একাডেমিতে সুপার স্টার হয়ে আছে। এলিন এবং এলেক্স ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক করেছে। মাইরা, এনরি, স্নেরা, স্পিরিট বিস্টের সাথে কন্ট্রাক করেছে। এদিকে জেয়াব, এবা এবং জেবা হোলি বিস্টের সাথে কন্ট্রাক করেছে। সেই সাথে আমি একটা মনস্টার বিস্টের সাথে। সব মিলিয়ে আমাদের টিম কিন্তু এখন পুরো হিরো হয়ে গিয়েছে। দেখছো না সবাই কিভাবে তাকিয়ে আছে। (ডুফেস)
-->> এলেক্স এসেছে। (স্নেরা)
এলেক্স তাদের মাঝে যুক্ত হলো। যেহেতু তারা তিনটা মিশন নিয়েছে তাই তারা এলেক্সের জন্য অপেক্ষা করছিলো। প্রতিদিন এলেক্স মিশন সিলেক্ট করে মাইরার সাথে গিয়ে। আজকে যেহেতু তারা দাঁড়িয়ে আছে তাই এলেক্স মনে করলো তারা এখনো মিশন গ্রহন করে নি। তাই সে তাদের সাথে কোনো রকম কথা না বলে ভিতরে প্রবেশ করলো। ভিতর থেকে তিনটা ছোট ছোট মিশন নিয়ে আসলো। যেহেতু তাদের মাঝে কথা হয়েছে প্রথমে তারা E র্যাংকে প্রবেশ করবে তাই ছোট ছোট মিশন দিয়েই শেষ করতে হবে।
-->> এটা কি হলো? (ডুফেস)
-->> আমি তো জানতাম এক ব্যক্তির মাত্র একটা মিশন এবং একটা টিমের মাত্র তিনটা মিশনই গ্রহন যোগ্য। (স্নেরা)
-->> তোমরা মিশন নেওয়ার সময় ভিতরে প্রবেশ করো নি তাই হয়তো জানো না। এলেক্সের সাথে মিশন হাউসে থাকা শিক্ষকের অনেক ভালো একটা সম্পর্কে রয়েছে। তাই কখনো কখনো এলেক্সকে ফেভার করে থাকে সে। (মাইরা)
-->> আর এখন তো এলেক্সের ফ্যামিলিয়ার একটা ড্রাগন তাই হয়তো শিক্ষকরা বেশী নজর দিচ্ছে ওর দিকে। (এনরি)
-->> আচ্ছা বাদ দাও। এলেক্স আমাদের জন্য আরো তিনটা মিশন নিয়ে এসেছে। মানে আজ আমাদের ছয়টা মিশন শেষ করতে হবে। আমরা একসাথে থাকলে তা কখনো সম্ভব হবে বলে হয় না। তাই আমরা দুটো টিমে বিভক্ত হয়ে যাবো। এবং তিনটা তিনটা করে মিশন কমপ্লিট করবো। (মাইরা)
-->> ওকে লিডার। (সবাই)
* * * * *
মাইরা যেহেতু টিমের লিডার ছিলো, তাই তার প্লান অনুযায়ী দুটো টিমে বিভক্ত হলো। যদিও একই টিমের সদস্য তারা, তারপরও দুটো টিম হয়ে মিশন শেষ করে সেগুলোকে এক টিমের নামে চালিয়ে দিবে। একাডেমির প্রায় সকলেই এটা করে থাকে। বড় বড় টিম গুলোতে একাধিক মানুষ একাধিক মিশন সম্পূর্ণ করে একসাথে র্যাংক বৃদ্ধি করে। আর মাইরা সেটাই ব্যবহার করছে এই সময়ে তাদের র্যাংক বৃদ্ধির জন্য।
এলেক্স, মাইরা, হ্যারি, এবা এবং স্নেরা এসেছে একসাথে। আবার অন্যদিকে এলিন, এনরি, জেবা, ডুফেস এবং জেয়াব গিয়েছে এসাথে। তিনটা করে মিশন নিয়ে তারা তিনটা পূর্ণ করবে।
এলেক্সরা তাদের দুটো মিশন শেষ করেছে। দুটোর মধ্যে একটা ছিলো ডেলিভারি মিশন। ক্যাপিটালের একটা দোকানের জন্য বেশ কিছু পন্য কিনতে হয়েছে তাদের। পরবর্তী মিশনটা ছিলো ক্যাপিটালের এক বাসার বাগিচা মেরামতের। দুটো মিশনই শেষ করতে বেশী সময় তাদের লাগলো না। মিশন দুটো শেষ করে তারা পরবর্তী এবং শেষ মিশনের দিকে পা দিলো।
-->> তাহলে এখন আমাদের কিছু মনস্টার হান্ট করলেই হবে? (স্নেরা)
-->> হ্যাঁ (মাইরা)
-->> আমি ভাবছি বাকিরা কি করছে? (এবা)
-->> ওরাও হয়তো ওদের মিশন নিয়ে ব্যস্ত আছে। (মাইরা)
-->> আমি জীবনে এই প্রথম নতুন কিছু করার অভিজ্ঞতা পেলাম। (হ্যারি)
হ্যারি তার আর্মারে ছিলো। এখন আর সে আর্মারকে গোপন রাখে না। বরং একাডেমি থেকে বের হওয়ার সাথে সাথে তার আর্মার পরে থাকে। আর্মারের ফলে তার চেহারাও ভালো করে দেখা যায় না। যা তার পরিচয়কে গোপন রাখতে সাহায্য করে। তাইতো নিজ কিংডমের ক্যাপিটাল দিয়ে ছোট ছোট মিশন সম্পূর্ণ করার পরও কেউ তাকে চিনতে পারছে না। একটা প্রিন্স বা প্রিন্সেস এর জন্য এই মিশন গুলো তেমন সম্মানজনক না হলেও হ্যারির সেগুলো অনেক ভালো লাগছিলো। কারন তাতে শুধু যে তার টিমের সবার র্যাংক বৃদ্ধি হবে না বরং মিশন গুলো শেষ করার পর সাধারণ ব্যক্তি গুলোর মুখে তৃপ্তির একটা হাসি দেখা যায়। যা দেখতে পেয়ে হ্যারি নিজেই তৃপ্তি পায়। একজন ফিউচার কিং হিসেবে নিজের কিংডমের মানুষ গুলোর মুখে শুধু হাসিই দেখতে চাই হ্যারি।
টাওয়ারের মধ্যে শুধু যে ড্যানজনের মধ্যে মনস্টার থাকে সেটা কিন্তু নয়। যেসব ফ্লোর ক্লিয়ার করা হয় না সেসব ফ্লোরের সব জায়গায় মনস্টার দেখা যায়। আর যেসব ফ্লোর ক্লিয়ার করা হয় সেসবের মধ্যে যে মনস্টারকে একবার হত্যা করা হয় সেটাকে আর দেখা যায় না। অন্যদিকে ড্যানজনগুলো তার বিপরীত। কিছু ড্যানজন ব্যতীত সব ড্যানজনই প্রায় বার বার ক্লিয়ার করা যায়। প্রথম ফ্লোরের অধিকাংশ মনস্টারই হত্যা করা হয়েছে। তবে কিছু রেখে দেওয়া হয়েছে যাতে একাডেমি সেগুলোকে তাদের স্টুডেন্টদের জন্য মিশনে যোগ দিতে পারে। ঠিক তেমনি একটা মিশন পেয়েছে এলেক্সরা।
-->> বিশটা গবলিন এবং পাঁচটা ওয়ারউলফ ক্যাপিটালের উত্তর গেইটের আশে পাশে আশা যাওয়া করছে। গেইটের গার্ডরা কি তাদের হত্যা করতে পারলো না? (এবা)
-->> গবলিন অনেক দুর্বল মনস্টার হয়, তাই তারা ক্যাপিটালে প্রবেশের সাহস কখনো পাবে না। এজন্য তাদের মতো মনস্টারদের মিশন আমাদের মতো স্টুডেন্টদের দেওয়া হয়। (মাইরা)
-->> চলে এসেছি আমরা। তাহলে কি ফরমেশন ব্যবহার করতে হবে এখানে আমাদের? (হ্যারি)
-->> আমরা মাইরার স্পিরিট বিস্টের পাওয়ার দেখি না কেনো? কি বলো মাইরা? (স্নেরা)
-->> হ্যাঁ এটা অনেক ভালো একটা আইডিয়া। আমি এই পর্যন্ত ফায়ার স্পিরিট দেখি নি তোমার টার মতো। যদিও আমার বোনেরও আছে ফায়ার স্পিরিট, তারপরও সেটা তোমার মতো না। (হ্যারি)
-->> আচ্ছা ঠিক আছে। (মাইরা)
মাইরা তার হাতে হালকা একটু কাট দিলো ছোট একটা ব্লেড দিয়ে। কয়েক ফোঁটা ব্লাড বের হলো। সাথে সাথে স্নেরা তাকে হিল করে দিলো। ব্লাডের সাথে সাথে মাইরা সাম্মন করলো তার ফ্যামিলিয়ারকে।
"ফায়ার স্পিরিট ট্রিভিয়া"
একটা স্পিরিট বিস্ট সামন হলো। যা দেখতে প্রায় মানুষের মতোই মনে হচ্ছিলো। তবে পার্থক্য শুধু সেটার সাইজ সাত ইঞ্চি ছিলো, সেটা একটা মেয়ে ছিলো এবং তার পিঠে প্রজাপ্রতির মতো ডানা ছিলো। মাইরা সেটার নাম দিয়েছে ট্রিভিয়া কারন সেটা ট্রিভিয়া ছাড়া আর কিছু বলতে পারে না। ট্রিভিয়ার চুল, পরনের পোষাক সবটা আগুনের তৈরী। এটা অনেক রেয়ার একটা ফায়ার স্পিরিট যা দেখার পর অনেকেই অবাক হয়েছে।
-->> ট্রিভিয়া প্রজেসন। (মাইরা)
[ট্রিভিয়া ট্রিভিয়া]
দেখতে অনেক কিউট ছিলো ফায়ার স্পিরিটটা। কথা বললে গালে টোল পরে। ছোট হওয়ায় একটা পুতুলের মতো লাগে সেটাকে। মাইরার কথার সাথে সাথে তা মাইরার শরীরের মধ্যে প্রবেশ করলো। সাথে সাথে মাইরার চুল আগুনের হয়ে গেলো। মাইরা তার স্পেল ব্যবহার করলো,
"ফ্লেইম"
দুই হাত সামনে দিকে রাখলো। দুটো হাত থেকেই আগুন বের হতে শুরু করলো। আগুনের মাত্রাটা এতো বেশী ছিলো যে তার সামনে থাকা সব কিছুকে পুরিয়ে গলিয়ে ফেলছিলো সেটা। গবলিনরা এতোক্ষনে তাদের ছোট ক্যাম্পে অবস্থান করছিলো, আর মাইরা এবং বাকি চারজন লুকিয়ে তাদের দেখছিলো। মাইরার ফ্লেইম পুরো গবলিনের ক্যাম্পের সাথে গবলিন এবং পাঁচটা ওয়ারউলফকে হত্যা করে ফেললো।
-->> ওয়াও। (হ্যারি)
-->> ট্রিভিয়া তো অনেক শক্তিশালী। মাইরার ফায়ার পাওয়ার অনেক বৃদ্ধি পেয়েছে এখন। (স্নেরা)
এলেক্স এবং মাইরা এগিয়ে গেলো। তারা দুজনে সংগ্রহ করতে লাগলো মনস্টার থেকে পাওয়া আইটেম গুলো। যাতে মিশন সম্পূর্ণ করতে পারে। এমন সময় তাদের পা দেওয়া ফ্লোরটা ভেঙে গেলো আর এলেক্স আর মাইরা দুজনেই মাটির ভিতরে বড় একটা গর্তার মধ্যে পরে গেলো। অনেক নিচু থাকার কারনে তারা দুজনে শুধু পরতেই ছিলো। কিছুক্ষন পানির মধ্যে পরলো দুজনেই।
অন্যদিকে এবা, স্নেরা এবং হ্যারি তাদের পিছন পিছনই আসছিলো। তবে এলেক্স এবং মাইরাকে হঠাৎ মাটির গর্তে পরে যেতে দেখতে পেয়ে তারাও গর্তের দিকে এগিয়ে যায়। তবে কিছু করার পূর্বেই সেখানে আর কোনো গর্ত ছিলো না।
-->> এটা কি হলো? (হ্যারি)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।