#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৫৮
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(আন্ডারগ্রাউন্ড সিটি)
ব্লাক পার্টির হেডকোয়ার্টার,
পার্টির লিডার তার সিটের মধ্যে বসে ছিলো। তার সামনে ছয়জন ব্যক্তি দাঁড়িয়ে ছিলো। যারা পার্টি লিডারের আদেশের অপেক্ষা করছিলো। ছয়জনের মধ্য থেকে একজন বলে উঠলো,
-->> লিডার আমাদের কি এখনি তাদের উপরে হামলা করা উচিত না। আমরা যদি চাই তাহলে তো তাদের নিমিষেই শেষ করে দিতে পারি।
পার্টির লিডার তার চেয়ার থেকে উঠলো এবং চেয়ারের সামনে থাকা টেবিলের উপরে বসে পরলো। কিছুক্ষন চুপ থাকার পরে সে বলতে শুরু করলো,
-->> এখন আমরা কিছু করি বা না করি তা আর কোনো ব্যাপার না। তাদেরকে চাইলেই যে কোনো সময়ে হত্যা করা যায়। তবে তারা সেসরকম পিঁপড়া না। তাই আমি তাদেরকে এই একটা সুযোগ দিচ্ছি। (লিডার)
-->> মানে?
-->> টাওয়ারে কতই বা শক্তিশালী ব্যক্তি রয়েছে? যারা আসল পাওয়ারধারী তাদের সংখ্যা খুবই কম। আর এখনি যদি কোনো একটা পার্টিকে আমরা হত্যা করে ফেলি যেটা এক সময়ে শক্তিশালী হবে তাহলে মজা রইলো কোথায়? (লিডার)
-->> তাহলে লিডার আপনি তাদের সময় দিবে টাওয়ারে প্রবেশ করার জন্য?
-->> হ্যাঁ। আপাতোতো মাস্ক পার্টির চিন্তা বাদ দিয়ে ব্লাক পিল গুলো সংগ্রহ করো। কারন আমাদেরকে তিনজনের জায়গায় এখন ত্রিশজনকে সুযোগ দিতে হবে গডকে সার্ভ করতে। (লিডার)
* * * * *
(অষ্টম ফ্লোর)
ফিল্ড বসকে হত্যা করেছে কোনো এক পার্টি, তাই জ্যাকদের এক সপ্তাহ অপেক্ষা করতে হবে ফিল্ড বস হত্যা করতে চাইলে। তবে তাদের ত ধৈর্য্য নেই। তারা পারলে একদিনেই ড্যানজনটা ক্লিয়ার করতে চাই। তবে সেটা সম্ভব হবে না। পার্টির সদস্যরা পথের মধ্যকার মনস্টার হত্যা করতে করতে অষ্টম ফ্লোরের হিডেন বসের দিকে চলে যাচ্ছিলো। যেখানেও হয়তো লেট করলে তাদের ভাগ্য আর কাজে দিতো না। তিন চারটা শক্তিশালী পার্টি একসাথে অষ্টম হিডেন বস "টি হ্যাডেড স্নেক" কে হত্যা করতে ব্যস্ত। তাদের মধ্য থেকে মাস্ক পার্টি কিল চুরি করতে পারবে বলে মনে হচ্ছে না।
-->> আমাদের শত্রু তাহলে কতগুলো হবে এদের মধ্য থেকে কিল চুরি করলে? (লুইস)
-->> শত্রু তো এখনি অনেক গুলো হয়ে গিয়েছে। তাই আরো তিন চারটা পার্টি যোগ হলেও কিছু যাবে আসবে না। (ভুসেকা)
সবাই নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তবে জ্যাক তাকিয়ে ছিলো বস মনস্টারে দিকে। দুটো মাথা যুক্ত এতো বিশাল স্নেক সে তার জীবনে আজ প্রথম দেখলো। তাই কিছুক্ষন তার দিকে তাকিয়ে ছিলো। স্নেকটা তার দুটো মাথা দিয়ে বার বার প্লেয়ারদের উপরে হামলা করছিলো। সেই সাথে দুটো মাথার ছোবলেই বিষাক্ত বিষ বের হচ্ছিলো। যা কাছে এবং দূরে দুই জায়গাতেই ফায়ার করতে পারছিলো স্নেকটা। তাদের ফাইট অনেক ইন্টারেস্টিং একটা পর্যায়ে চলে গেছে, যা জ্যাক মজা নিচ্ছিলো দেখে।
-->> জ্যাক, আমাদের কিন্তু এখন এভাবে তাদের ফাইট দেখার সময় না। এই সুযোগ মিস করলে পুরো এক সপ্তাহ অপেক্ষা করতে হবে আমাদের। আমি উক্ত পার্টিদের চিনি, যদিও তারা হোয়াইট এবং ব্লাক পার্টির মতো তেমন শক্তিশালী না, তারপরও হোয়াইট এবং ব্লাক পার্টির পরে তাদেরই ক্ষমতা আসে। (রোজা)
-->> লুইস, তুমি তো লং রেঞ্জে ফাইট করতে পছন্দ করো তাই না? (জ্যাক)
-->> হ্যাঁ তবে আমার কাছে লং রেঞ্জের তেমন ভালো কোনো আইটেম নেই। (লুইস)
-->> আমার কাছে একটা রয়েছে যেটা আমার মনে হয় না এখন আর প্রয়োজন হবে। তবে তোমার ভালো কাজে আসতে পারে সেটা। (জ্যাক)
জ্যাক তার ব্যাগ থেকে রেইনবো বো টা বের করলো। এবং তার সাত ধরনের এরো তুলে দিলো লুইসের হাতে।
-->> ওয়াও, এটা তো অনেক সুন্দর একটা বো। (রাইসা)
-->> হ্যাঁ ইস, আমি বো ব্যবহারকারী হলে হয়তো আজ এটা পেতাম। (ইভা)
-->> এটার র্যাংক কি লুইস? (ব্রান্ডেন)
-->> রেয়ার। (লুইস)
-->> একটা রেয়ার আইটেম পাওয়া আসলেই ভাগ্যবান বিষয়। বিশেষ করে একটা বো। শপের মধ্যে এগুলো পাওয়া অনেক কষ্টকর। (ক্যাভেন)
-->> তোমাদের কথাবার্তা আপাতোতো নিজেদের মধ্যে রেখে দাও। আর লুইস তুমি দুটো হলুদ এরো দিয়ে শুট করো স্নেকটার দুই মাথায়। (জ্যাক)
-->> ঠিক আছে। (লুইস)
তিনটা পার্টি একসাথে স্নেকটার সাথে ফাইট করছিলো। তাদের ফাইটের কারনে তারা পিছনে মাস্ক পার্টিকে এখনো লক্ষ করে নি। এই সুযোগে লুইস তার দুটো হলুদ এরো স্নেক দুটোর মাথায় শুট করে দিলো। যা তেমন ড্যামেজই দিলো না।
-->> আমি তো ভেবেছিলাম মারাত্মক কোনো ড্যামেজ দিবে। কিন্তু তেমন কিছুই হলো না। (ভুসেকা)
-->> চলো এখানে আমাদের কাজ শেষ। আমরা এখন পরবর্তী ফ্লোরে দিকে যাবো। (জ্যাক)
জ্যাকের কথা কেউই বুঝতে পারলো না। তাই তারা অবাক হলো তার কথায়।
-->> কিন্তু আমরা তো এখনো বসকে হত্যা করি নি। (জুন)
জ্যাক আর কিছু বললো না। সে উত্তরে দিকে হাঁটতে শুরু করলো। পরিস্থিতিটা বাকিরাও বুঝতে পারলো না। তাই তারাও তাদের পার্টি লিডারের সাথে হাঁটতে শুরু করলো। তবে পিছন থেকে তারা কথা বলতে লাগলো আস্তে আস্তে।
-->> আজকে লিডারের সাথে কি হয়েছে?
-->> সে অন্যরকম ব্যবহার করছে।
-->> সেই ড্রাগন তিনটার সাথে ফাইট করার পর থেকেই লিডার এরকম ব্যবহার করছে।
-->> তাহলে কি লিডারও একটা ড্রাগন হতে চাচ্ছে?
-->> আমার মনে হয় না। আমার মনে হয় লিডারের মন খারাপ, কারন তার ভালোবাসার কোনো মানুষ নেই। আমি ভাবছিলাম আমি আমার ভালোবাসা দিয়ে তাকে ঠিক করে দিবো।
-->> এটা আমার লাইন হবে জুন।
-->> তোমরা ঝগড়া করো না তো। চুপ চাপ চলো।
মাস্ক পার্টি উত্তরের গেইটের সামনে চলে আসার সাথে সাথে সবার ফোনে একটা মেসেজ আসলো।
>>মাস্ক পার্টি অষ্টম ফ্লোরের হিডেন বস হত্যা করেছে<<
মেসেজটা দেখার সাথে সাথেই সবার চোখ কপালে।
-->> এটা কিভাবে সম্ভব?
-->> আমরা তো কিছুই করি নি।
-->> দুটো তীর মারলো লুইস যা তেমন ড্যামেজও দেই নি।
সবাই নিজেদের মতো ব্যাখ্যা খোঁজার চেষ্টা করতে লাগলো, আর তখনি লুইস বলতে লাগলো,
-->> গাইস আমার মনে হয় বো টা কোনো স্পেশাল আইটেম। বরং স্পেশাল আইটেম এই এরো গুলো। (লুইস)
-->> হলুদ এরো গুলো ডট ড্যামেজ ইফেক্ট যুক্ত যা কারো উপরে ব্যবহার করলে তাকে পুরো হত্যা করা না পর্যন্ত যতক্ষন তার শরীরে আটকে থাকবে ততক্ষন ড্যামেজ দিতে থাকবে। (জ্যাক)
-->> এবার তাহলে বুঝতে পেরেছে। তিন পার্টি মিলে একসাথে হত্যা করার চেষ্টা করছিলো বসকে। তবে এই এরো এর জন্য আমরাই শেষ মেষ কিল পেয়েছি। (ক্যাভেন)
-->> এটা আসলেই অনেক ভালো একটা প্লান ছিলো। (রোজা)
-->> কিন্তু আমার মনে হয় না তারা এটা পছন্দ করবে। (ভুসেকা)
হলুদ এরো মূলত ডট ড্যামেজ দিয়ে থাকে। যা কারো শরীরে বিধে থাকলে তাকে হত্যা না করা পর্যন্ত আস্তে আস্তে ড্যামেজ দিতে থাকবে। তিনটা পার্টি হিডেন বসকে প্রায় হত্যা করেই ফেলেছে। তবে শেষের দিকে যে টুকু লাইফ বাকি ছিলো সেটা এরো টার জন্যই শেষ হয়েছে। আর এতে করে মাস্ক পার্টি কিছু না করেই কিল পেয়ে গিয়েছে।
-->> তবে আমরা আইটেম গুলো মিস করে ফেললাম। (ভুসেকা)
ভুসেকার কথায় আর কেউ নজর দিলো না। তারা সবাই চললো নবম ফ্লোরের দিকে।
* * * * *
(নবম ফ্লোর)
এটা একটা ফ্লোর যেখানে হোয়াইট এবং ব্লাক পার্টি দুটোই আটকা রয়েছে। কেউই ফ্লোরটা ক্লিয়ার করতে পারছে না। যদিও এটার বস মনস্টার ততটা ভয়ানক নয়। শুধু সমস্যা হলো মনস্টারটাকে ধরা এবং এট্যাক করা।
-->> নবম ফ্লোরের হিডেন বস কোথায় আছে সেটা কেউই জানি না আমরা। এই পর্যন্ত শুধু ফিল্ড বসের লোকেশন সম্পর্কেই আমাদের ধারনা হয়েছে। ফিল্ড বসকে বার বার হত্যা করার চেষ্টা করেও আমরা পারি নি। (রোজা)
-->> এমন নয় যে আমাদের বা ব্লাক পার্টির পাওয়ার দুর্বল ছিলো। শুধু এই ফিল্ড বসটা আমাদের জন্য তৈরী ছিলো না। (রোজা)
-->> তাহলে এই বসটা অনেক শক্তিশালী? (জ্যাক)
-->> আমার কথা মনে হয় তুমি মনোযোগ দিয়ে শোনো নি। আচ্ছা যাও, আমি ভালো ভাবে বুঝিয়ে বলছি। নবম ফ্লোরে বসের নাম "বিগ মোল" এটা একটা মোল যে মাটিত মধ্যে গর্ত করে থাকতে পছন্দ করে। এর এট্যাক প্যাটার্ন গুলো বাকি মনস্টারের থেকে সম্পূর্ন ভিন্ন। ফায়ার, লাইটনিং দুটো স্কিল বা ম্যাজিকই তার উপরে কাজ করে না। সেই সাথে কোনো ড্যামেজ ডিলার এই পর্যন্ত তাকে ভালো মতো আঘাতও করতে পারে নি। সব মিলিয়ে এটার মতো বস আমরা এই পর্যন্ত দেখি নি। (রোজা)
-->> রোজা আপু, তুমি যেভাবে বলছো তা শুনে তো মনে হচ্ছে আমরা ভয়ানক কোনো মনস্টারের সাথে ফাইট করতে যাচ্ছি এখন। (এমিলি)
রোজা ছোট একটা ব্যাখ্যা দিলো নবম ফ্লোরের ফিল্ড বস সম্পর্কে। নবম ফ্লোরের ফিল্ড বস যে কিনা একটা মোল। তা ও আবার বিশাল বড় একটা মোল। মোলকে সাধারণত ছুঁচো ইঁদুরও বলা হয়ে থাকে। এর মাটিতে গর্ত খুরতে পছন্দ করে। এবং সেই গর্তের মধ্য দিয়ে যাতায়াত করে থাকে। নবম ফ্লোরে ফিল্ড বস যেহেতু একটা মোল তাই তাকে এট্যাক করাটা কষ্টকর। সে মাটির মধ্যে গর্ত খুঁড়ে কোথায় হারিয়ে যায় সেটা খুঁজে বের করা সব প্লেয়ারের জন্যই কষ্টকর। এই পর্যন্ত হোয়াইট এবং ব্লাক দুটো পার্টির অনেকেই চেষ্টা করেছে তবে কেউই "বিগ মোল" কে হারাতে পারে নি।
-->> আমার কাছে একটা প্লান রয়েছে। (জ্যাক)
জ্যাক সাথে সাথে একটা প্লান বানিয়ে ফেললো। তার প্লানটা কেমন কাজে দেই সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। নবম ফ্লোরের মধ্যে প্লেয়ার শুধু হোয়াইট এবং ব্লাক পার্টিরই রয়েছে। তাছাড়া এখনো অন্যান্য পার্টিরা এখানে প্রবেশ করার সুযোগ পাই নি। তাই এই ফ্লোরে মনস্টারের সংখ্যা অনেক। বিশেষ করে সব ধরনের মনস্টার এই ফ্লোরে পাওয়া যাবে। এই পর্যন্ত প্রথম থেকে অষ্টম ফ্লোরের মধ্যে যতগুলো মনস্টার দেখা গিয়েছে সব গুলোর বাসই এই নবম ফ্লোরের মধ্যে। এক কথায় বলতে গেলে এটা শেষ ফ্লোর। মোবাইলে জি এম এর মেসেজে প্রথমেই বলা হয়েছিলো। দশম ফ্লোরে যারা উঠতে পারবে তারাই টাওয়ারে প্রবেশের সুযোগ পাবে। তাই মাস্ক পার্টির সকলেই চাচ্ছে এই ফ্লোরটা শেষ করতে।
"নিজ পার্টি বানানোর পরে আর এখন আমাকে লেভেল বৃদ্ধি নিয়ে ভাবতে হচ্ছে না। পার্টির বাকিরা মনস্টার হান্ট করে যার ফলে আমার লেভেলও বৃদ্ধি পাচ্ছে।" (জ্যাক ভাবছে)
বড় বড় পার্টির লিডাররা তেমন কিছু করে না। তারা শুধু তাদের পায়ের উপরে পা রেখে বসে রাখে আর পার্টির প্লেয়ারদের আদেশ করতে থাকে। তবে জ্যাক এখানে তেমন না। শুধু যে জ্যাক তেমন নয় তা কিন্তু নয়। তার মতো ছোট পার্টি গুলোতে লিডার গুলো পার্টি মেম্বারদের সাথেই হান্ট করে। মাস্ক পার্টি তাদের সময়কে নষ্ট না করে নবম ফ্লোরের মনস্টার গুলোকে এক এক করে হত্যা করে যাচ্ছে।
(ফিল্ড বস)
মনস্টার গুলোকে হত্যা করতে করতে মাস্ক পার্টি পৌঁছে গেলো বস মনস্টারের লোকেশনে। যেহেতু তারা বর্তমানে শেষ বসের কাছে আছে তাই সবারই অনেকটা চিন্তা হচ্ছে। সবাই নার্ভাস হয়ে আছে।
-->> আমি এখানে বেশ কয়েকবার এসেছি। তবে প্রতিবারই আমাদের পার্টির অভিজ্ঞ প্লেয়াররা তাদের জীবন হারিয়েছে। (রোজা)
রোজার কথাটা শোনার পর জ্যাক তার দিকে এক বার তাকিয়ে না দেখার ভান করলো। এবার সে এগিয়ে যেতে লাগলো বস মনস্টারের কাছে। জায়গাটা পুরো ফাকা ছিলো। কোথাও কোনো গাছপালা কিংবা উচু নিচু ছিলো না। সমান এবং খোলা বিশাল একটা মাঠ। জ্যাক এগিয়ে গেলো, কারন এখানেই ফিল্ড বসের দেখা পাওয়া যাবে।
-->> আমার মনে হয় না তোমরা কেউ এখানে আর কিছু করতে পারবে। তাই আমি তোমাদের জায়গায় থাকলে একটু পিছিয়ে যেতাম। (জ্যাক)
জ্যাকের মুখ থেকে এই কথাটা শোনার পর সবার চোখের সামনেই পূর্বের সেই বোমার ভয়াবহতা চলে আসে। যার কারনে সবাই জ্যাককে রেখে প্রায় এক কিলো দূরে চলে যায়।
-->> আমি তো ওদেরকে এতো দূরেও যেতে বলি নি। (জ্যাক)
"যাইহোক, অলিম্পাস যুদ্ধে ব্যস্ত আছে তাই এটাই আমার জন্য ভালো সময় হবে আমার পাওয়ার গুলো ব্যবহারে জন্য।" (জ্যাক ভাবছে)
এতো সময় যাবৎ জ্যাক যেসব পাওয়ার বা এবিলিটি ব্যবহার করছিলো তার একটাও তার নিজের নয়। বলা চলে সেগুলো গিফট ছিলো নতুন ইনকার্নেট গুলোর। জ্যাকের মূল পাওয়ার মূলত তার পানিকে কন্ট্রোল করাটা। টিটান যেখানে শুধু আশেপাশের পানিকে নিয়ন্ত্রন করতে পেরেছে এবং তা ম্যাজিকের মতো ব্যবহার করেছে, সেখানে জ্যাক বর্তমানে পুরোটাই ব্যবহার করতে পারবে।
"আমি যেকোনো ইউনিভার্সের পানিকে নিয়ন্ত্রন করতে পারবো।" (জ্যাক ভাবছে)
এথিনা যেহেতু জ্যাকের পরিচয় সম্পর্কে এখন জানে তাই আর জ্যাক তাকে নিয়ে চিন্তা করছে না। আর এথিনার থেকে জানতে পেরেছে অলিম্পাসে যুদ্ধ হচ্ছে। তাই এই সময়ে তার দিকে নজর রাখার মতো কোনো ব্যক্তি নেই। সময়টা কাজে লাগিয়ে জ্যাক তার পাওয়ার ব্যবহার করবে। যদিও তার পাওয়ার তার পূর্ব সময়ের ধারের কাছেও নেই তারপরও বলা যায় একজন গডের পাওয়ার সেটা।
-->> এখন শুধু আমার ট্রাইডেন টাকে আমি মিস করছি আমি। (জ্যাক)
জ্যাক খোলা মাঠের মধ্যে একা দাঁড়িয়ে অপেক্ষা করছিলো বস মনস্টারের জন্য। কিন্তু বিগ মোল এখনো তার সাক্ষাত দিয়ে জ্যাককে ধন্য করে নি। সময় নষ্ট করতে করতে জ্যাক অনেকটা বিরক্ত হয়ে গিয়েছে। তবে পিছনে ফিরে সে দেখতে পেলো তার টিমের মেম্বাররা বস মনস্টারের সাথে ফাইট করছিলো।
-->> এটা কি রকম কথা হলো? তাদের পাঠিয়ে দিলাম যাতে তারা এই ফাইটে নাক না গলায়। কিন্তু বস মনস্টার তাদের উপরেই আক্রমন করলো। এটা প্লানের একদম বাইরে চলে গিয়েছে। যাইহোক আমাকে দ্রুত সেখানে যেতে হবে। (জ্যাক)
"সুপার স্পিড"
জ্যাক তার সুপার স্পিড এবিলিটি ব্যবহার করে দ্রুত সেদিকে রওনা দিলো। সামনে এগিয়ে দেখে বুঝতে পারলো রোজা কি বোঝাতে চাচ্ছিলো। পার্টির সবাই আক্রমন করার চেষ্টা করছিলো কিন্তু একটা এট্যাকও মোলের শরীরের লাগছে না। মোলটা খুব চালাক এবং দ্রুত। সে মাটিতে গর্ত খুঁড়ে তার মধ্যে থাকে এবং হঠাৎ তার নতুন একটা গর্ত খুঁড়ে তার মধ্য থেকে বের হয়ে এট্যাক করে। এট্যাক শেষ হওয়ার সাথে সাথেই আবার গর্তের মধ্যে প্রবেশ করে। জ্যাক কয়েক মুহুর্ত তাদের ফাইটটা দেখতে লাগলো।
-->> তাহলে মোলটা যখন এট্যাক করে তখন সে নতুন একটা গর্ত খুঁড়ে, আর যখন এট্যাক করবে না তখন পুরাতন খুঁড়া একটা গর্তের মধ্য দিয়েই বের হয়। তাছাড়াও এট্যাক যখন শেষ হয়ে যায় তখন সে পুরাতন গর্তের মধ্য দিয়েই ঢুকে যায়, ইন্টারেস্টিং। (জ্যাক)
জ্যাক মনে করেছিলো সে এথিনার কিছু একশন দেখতে পারবে। কিন্তু সে কোনো কিছু করছিলো না দেখে আর চুপ থাকতে পারলো না। নিজেই হিরো হওয়ার জন্য ঝাঁপিয়ে পরলো। সবাই ফাইটের দিকে মনোযোগী ছিলো। তাই তারা জ্যাককে লক্ষ করে নি। এমন অবস্থায় পানির বিশাল বড় একটা স্রোত তাদের সবাইকে ভাসিয়ে নিয়ে গেলো। তারা ভাসতে ভাসতে অনেকটা দূরে চলে গেলো। এখানে শুধু বাকি দিলো বস মনস্টার। যা পানি দেখার সাথে সাথেই তার গর্তে প্রবেশ করলো। একটা মনস্টার বস কখনো সহজেই ভয় পায় বা। তাই এটাও ভয় পাচ্ছে না। সে জ্যাকের পিছন বরাবর পায়ের নিচে একটা গর্ত তৈরী করলো এবং সেই গর্ত এর মধ্য থেকে দ্রুত বের হয়ে গেলো। বসের ধারালো নখ যা দিয়ে সাধারণত সে মাটি খুঁড়ে থাকে তা দিয়ে জ্যাককে আঘাত করতে গেলো। তবে তখনি পানির একটা ওয়েব জ্যাকের সামনে চলে আসলো এবং মোলের আঘাতকে আটকিয়ে ফেললো।
-->> ধন্যবাদ স্ক্যালা। (জ্যাক)
[হিহিহি, মাস্টার এটা আমার কর্তব্য আপনাকে সুরক্ষিত রাখা।]
-->> তাহলে দুজনে এক হয়ে যাওয়া যাক। (জ্যাক)
"প্রজেস"
স্ক্যালাকে পোসেইডন নিজেই তৈরী করেছিলো তার অর্ধ ক্ষমতা ত্যাগ করে। এটাই একমাত্র ডিভাইন বিস্ট ছিলো যেটাকে একটা গড তৈরী করতে পেরেছিলো। জ্যাক প্রজেস ব্যবহার করলো। সাথে সাথে স্ক্যালা জ্যাকের মধ্যে চলে গেলো। জ্যাকের কাছে তার পূর্ব সময়ের যে অর্ধেক পাওয়ার ছিলো তার ৫% ও নেই। তবে স্ক্যালার সাথে প্রজেস ব্যবহারের মাধ্যমে জ্যাক তার প্রাইম সময়ের ৫৫% পাওয়ার ব্যবহার করতে পারবে এখন। যা একটা মোল হত্যা করার জন্য পুরো ওভার কিল হয়ে যায়। এজন্য সে এতো ভয়ঙ্কর কিছু ব্যবহার না করে,
-->> সহজে এবং সহজতম ভাবে এটা শেষ করতে হবে। (জ্যাক)
জ্যাক সামনের দিকে হাত বারালো। তার হাত থেকে পানি বের হতে শুরু হলো। এটা কোনো স্পেল ছিলো না বা কোনো স্কিলও ছিলো না। এটা তার এবিলিটি। তার এবিলিটি পানিকে নিজ মতো কন্ট্রোল করা। সে যেকোনো জায়গা থেকে পানিকে নিয়ে আসতে পারবে হোক সেটা এই ইউনিভার্স কিংবা আরেকটা। কোনো স্পেল বা ম্যাজিকের প্রয়োজন হবে না সেটা করতে। মোলটা এতোক্ষনে নতুন একটা গর্ত তৈরী করে তার মধ্যে চলে গিয়েছে। তাই জ্যাক মোলের তৈরী করা সকল গর্তের মধ্যে পানি দিয়ে ভর্তে লাগলো। এতো স্পিডে পানি বের হতে ছিলো জ্যাকের হাত থেকে যে তা এক মিনিটের মধ্যে সমস্ত গর্তকে পানিতে ভরে দিলো। মোলটা এবার পিছন থেকে হামলা করতে যাচ্ছিলো জ্যাককে আবারো,
"গড হ্যান্ড"
তখনি জ্যাক তার গড হ্যান্ড ব্যবহার করলো। পিছন থেকে একটা হাত বেরিয়ে গেলো যা এতো বিগ মোলের গলা ধরে ফেললো। এই সময়ে জ্যাক তার ডান হাতে পানি দিয়ে একটা সোর্ড তৈরী করলো যা দিয়ে ঘুড়ে সে তার সোর্ড স্কিল ব্যবহার করলো,
"কুইক ড্র"
>>মাস্ক পার্টি নবম ফ্লোরের ফিল্ড বসকে হত্যা করেছে<<
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।