#Demon_King#
পর্ব:৮৫
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(একাডেমি)
এলিন, এবা, জেবা, স্নেরা, ডুফেস, জেয়াব এবং এনরি বসে আছে ক্যান্টিনের মধ্যে।
-->> আজ তিনদিন হলো কিন্তু এখনো এলেক্স আর মাইরার কোনো খবর আমরা পেলাম না। একাডেমি কি করছে? (ডুফেস)
-->> কিংডমের ক্যাপিটালের বাইরেই এতো বিশাল একটা সিকরেট গর্ত কে তৈরী করবে সেটাই আমি বুঝতে পারছি না। (জেয়াব)
-->> আমাদের চিন্তা করার কোনো কারন নেই, কারন একাডেমির সাথে ব্লু কিংডমের রয়েল আর্মিও এই বিষয় নিয়ে তদন্ত করছে। (এনরি)
-->> কিন্তু আমাদের তো কিছু করা উচিত এখানে। (স্নেরা)
-->> এখানে আমরা কিছুই করতে পারবো না। বিশেষ করে তাদের আসল লোকেশন না জানা পর্যন্ত। জায়গাটা খুবই আজব। সেখানে প্রায় কয়েক হাজার ফুট খোঁড়া হয়েছে তবে এখনো কোনো সিকরেট রাস্তা পাওয়া যায় নি। (এলিন)
-->> আমি শুনেছি টাওয়ারের বিশেষ কিছু ম্যাজিসিয়ান এই বিষয় নিয়ে তদন্ত করে যাচ্ছে। (এবা)
-->> কিন্তু এখনো তারা এলেক্স আর মাইরা কোথায় সেটাই বের করতে পারলো না। (ডুফেস)
-->> আমাদের কিছু করা উচিত। যদিও একাডেমি বারন করেছে তারপরও কয়েকটা মিশন নিয়ে এই বিষয় নিয়ে আমাদেরই তদন্ত করা উচিত। (জেয়াব)
-->> হ্যাঁ এটা ভালো একটা প্লান।
তাদের প্লান তৈরী করার সাথে সাথে সেটা নিয়ে কাজ করতে শুরু করলো তারা। একটা মিশন বেছে নিলো ক্যাপিটালের বাইরের এবং মিশনের নাম করে ক্যাপিটালের বাইরে বের হলো। নিজেদের মিশনকে এক সাইডে রেখে তারা এলেক্স এবং মাইরার হারিয়ে যাওয়া জায়গার মধ্যে উপস্থিত হলো। আজ তিন দিন হয়েছে এলেক্স এবং মাইরা এই জায়গার একটা গর্তের মধ্যে পরেছে। যেটা তাদের পরার পর পরই আবার ঠিক হয়ে যায়। তবে এখানের মাটি এখন আর ঠিক নেই। একাডেমি এবং রয়েল আর্মি এখানে গর্তের রহস্য বের করার জন্য নিজেরাই গর্ত করেছে অনেক নিচু। তবে সে গর্ত করেও এলেক্স কিংবা মাইরার কোনো খোঁজ তারা পাই নি।
[মাস্টার আমি ডার্ক এনার্জি ফিল করতে পারছি।]
হঠাৎ হেল ফায়ার ফিনিক্স কথাটা বলে উঠলো। টেলিপ্যাথির মাধ্যমে বলার কারনে শুধু মাত্র এলিনই সেটা শুনতে পেলো।
"ডার্ক এনার্জি? তাহলে কি এটা জিডুরীর?" (এলিন মনে মনে ফিনিক্সকে কথাটা বললো)
[আমার মনে হয় না। দুটো অরিজিন একদমই ভিন্ন। আমি ডিমনিক কোনো এনার্জি ফিল করছি না। বরং এই ডার্ক এনার্জিটা আরো শক্তিশালী।] (ফিনিক্স)
"তাহলে এই ডার্ক এনার্জি ডিমনিক কোয়ালিটির না?" (এলিন)
[আপনাকে তো পূর্বেই বলেছি প্রতিটা এনার্জিরই বেশ কিছু ভাগ রয়েছে। ডার্ক এনার্জিরও বেশ কিছু ভাগ রয়েছে। যদিও ডিমনিক এনার্জিকে সবচেয়ে শক্তিশালী এনার্জি বলা হয়ে থাকে, তারপরও আমি এরকম এনার্জি কখনো ফিল করি নি। এটা ডিমনিক এনার্জির থেকে সম্পূর্ণ ভিন্ন এবং শক্তিশালী।] (ফিনিক্স)
এলিন আর কোনো কথা বললো না। সে বুঝতে পারলো একাডেমি কেনো চুপ রয়েছে। ডার্ক এনার্জিকে অনেক দুর্বল মনে করা হয়, কারন সেটার সঠিক ব্যবহার এই ওয়ার্ল্ডের কেউ জানে না। তবে এভাবে মিস্ট্রিয়াস একটা গর্তের তৈরীর পিছনে যে ডার্ক এনার্জির হাত ছিলো সেটা বুঝতে পেরে একাডেমি চুপ রয়েছে।
[এলেক্সের সাথে মাস্টারের বন্ডিং এর কারনে আমি অনুভব করতে পারছি যে এলেক্স ঠিক আছে। তবে তার লোকেশন সম্পর্কে আমার কোনো ধারনা নেই।] (ফিনিক্স)
-->> কোথায় আছো মাইরা আর এলেক্স তোমরা?
* * * * *
(অজানা একটা জায়গা)
তিনদিন হয়েছে আজকে। এলেক্স এবং মাইরা উপর থেকে একটা গর্তের মধ্যে পরেছে। গর্তটা একদম র্যানডম তৈরী হয়েছিলো। যার কারনে তারা একদমই সতর্ক ছিলো না। গর্তটা অনেক বড় ছিলো যার নিচে গভীর পানির ধারা বেয়ে যাচ্ছিলো। এলেক্স এবং মাইরা দুজনেই সেই পানির মধ্যে পরে যায় এবং সেন্স হারিয়ে ফেলে। একটা অচেনা জায়গার মধ্যে এলেক্সের চোখ খুললো। দেখতে একটা ড্যানজনের মতো হলেও এটা কোনো ড্যানজন ছিলো না। মাটির নিচে একটা গুহার মতো, যার এক সাইড দিয়ে পানির স্রোত বয়ে যাচ্ছিলো এবং অন্য সাইডে উঁচু ফ্লোর ছিলো। পানির স্রোত এলেক্সকে ধাক্কা মেরে সেই উঁচু পাথরের ফ্লোরে উপরে ফেলে দিয়েছে।
-->> এরকম কোনো জায়গা আমি আশা করি নি। (এলেক্স)
এলেক্স প্রথমে আশেপাশ ভালো করে দেখতে লাগলো।
-->> মাইরাও তো আমার সাথে ছিলো। তবে ওকে আমি দেখতে পাচ্ছি না কেনো? (এলেক্স)
এলেক্স ভালো করে পর্যবেক্ষন করতে লাগলো তবে সে কোথাও মাইরার কোনো চিহ্ন দেখতে পারলো না। সে উঠলো বসা অবস্থা থেকে। তার অবস্থান করা জায়গাটা সে ভালো করে দেখতে লাগলো। একটা বিশাল গুহার মধ্যে সে আটক রয়েছে। সে এখন যে রুমের মধ্যে আছে তার মধ্যে মোট পাঁচটা রাস্তা রয়েছে। একটা দিয়ে পানির একটা ছোট নালার মতো জায়গা বের হয়েছে। যার মধ্য দিয়ে পানি অনেক স্পিডে অতিবাহিত হচ্ছিলো। অন্যটা দিয়ে সেই পানির নালা বের হচ্ছিলো। তাছাড়া আরো তিনটা রাস্তা এই পানির বিপরীত অংশে ছিলো। সেটার মধ্য দিয়ে কোনো কিছু বের বা ঢুকছে না।
-->> এটা কি কোনো ট্রাপ ছিলো? (এলেক্স)
এলেক্স বুঝতে পারলো না তারা এখানে কেনো এসেছে এবং কিসের জন্য। তবে এখন তাকে কি করতে হবে সেটা সে ভালো করেই জানে।
-->> আমাকে প্রথমে মাইরাকে খুজতে হবে। সে নিশ্চয় কোথাও রয়েছে এর মাঝেই। (এলেক্স)
এলেক্স হাঁটতে শুরু করলো। পানি যে দুই অংশ দিয়ে আশা যাওয়া করছিলো সেই রাস্তার পাশ দিয়েও হেঁটে যাওয়ার জায়গা ছিলো। এই অবস্থায় এলেক্স কোন পথ দিয়ে যাবে সেটা ভেবে পাচ্ছিলো না।
-->> ওয়েট এ মিনিট, আমাকে এতো ভাবতে হবে কেনো? আমি শুধু সব সাহায্যের ব্যবহার করবো। (এলেক্স)
এলেক্স তার আনডেড জেনারেল এবং ইগ্রিতকে সাম্মন করলো। তাদের দুজনকে পানির দুই রাস্তার দিকে পাঠিয়ে দিলো। তারা পানির নালার পাশ ধরে হাঁটতে হাঁটতে গভীরে চলে গেলো।
এরপর এলেক্স তার দুটো ফ্যামিলিয়ারকে সাম্মন করলো। ডিমনিক ক্যাটকে সাম্মন করলো না রিস্কের কথা চিন্তা করেই। পরাপর তিনটা রাস্তা ছিলো পানির বিপরীত সাইডে। এলেক্স একলিপ্সকে বাম পাশের এবং কাইসেলকে ডান পাশের রাস্তায় পাঠিয়ে দিলো।
-->> তাহলে বাকি থাকলো মাঝের টা। (এলেক্স)
এলেক্স মাঝের রাস্তা ধরে যেতে লাগলো। আপাতোতো সময়ে তাকে তার এনার্জি নিয়ে আর চিন্তা করতে হয় না। তার কাছে যেহেতু একটা ড্রাগন ফ্যামিলিয়ার রয়েছে, তাই প্রয়োজনের সময়ে তাকে পর্যাপ্ত পরিমাণ এনার্জি সাপ্লাই দিতে পারে কাইসেল। এলেক্স মাঝের রাস্তা দিয়প হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে সে অনেক দূরে চলে এসেছে, তবে এখনো কোনো কিছু সে দেখতে পারে নি।
[মাস্টার আমি তো শুধু যাচ্ছিই। পথটা শেষ হচ্ছে হচ্ছে না।] (একলিপ্স)
[মাস্টার আমিও শুধু উড়েই যাচ্ছি। এখনো কিছু দেখতে পারলাম না।] (কাইসেল)
একলিপ্স এবং জেনারেলের অবস্থাও এলেক্সের মতো। তারা অনেক দূর পর্যন্ত হেঁটে যাচ্ছে তবে এখনো পথের শেষ খুঁজে পাচ্ছে না। তবে তখনি এলেক্সের সাথে তার আনডেড ইগ্রিত কথা বলতে লাগলো,
{মাস্টার আমি কিছু একটা দেখতে পেয়েছি।} (ইগ্রিত)
ইগ্রিতের থেকে বেশী করে বিবরণ না শুনে এলেক্স সোজা তার স্কিল ব্যবহার করলো,
"লিংক"
স্কিলটা অনেক অনেক স্পেশাল। বিশেষ করে এলেক্সের আনডেড গুলো থাকার কারনে অনেক স্পেশাল বলা যায়। এলেক্স সাথে সাথে ইগ্রিতের সাথে লিংক হয়ে গেলো। সে তার নিজের চিন্তাভাবনাকে কিছু সময়ের জন্য ইগ্রিতের মাঝে ট্রান্সফার করলো। এলেক্স ইগ্রিতের শরীরে চলে গেলো। অবশ্য এটা পারমানেন্ট নয় বরং কিছু সময়ের জন্য মাইন্ড ট্রান্সফার বলা যায়। এলেক্স দেখতে পেলো ইগ্রিত যেখানে ছিলো সেখানেই মাইরা রয়েছে। যেভাবে পানির পাশে এলেক্স পরে ছিলো সেভাবেই পরে আছে। এলেক্স তার লিংক স্কিল ডিসএবেল করে দিলো এবং ইগ্রিতকে বললো,
-->> ইগ্রিত তুমি মাইরাকে নিয়ে পূর্বের হলের ভিতরে চলে আসো। (এলেক্স)
এলেক্স পিছনে ফিরলো এবং সোজা মাইরার কাছে যেতে লাগলো। কোনো জায়গায় এলেক্স তার সময় নষ্ট করলো না। এতোক্ষন আস্তে আস্তে ভিতরে যেতে ছিলো তাই তার সময় অনেকটা লেগেছে তবে এখন ফেরত যাওয়ার সময় তার তেমন সময় লাগলো না। এলেক্স খুব দ্রুত পৌঁছে গেলো পূর্বের জায়গায় যেখানে সে নিজে সেন্সলেস অবস্থায় পরে ছিলো। তার আসার পূর্বেই সে সেখানে ইগ্রিতকে দেখতে পারলো। ইগ্রিত তার মাথা ধরার মতোই মাইরাকে ধরে রেখেছে। যা মোটেও ভালো অবস্থা মনে হচ্ছিলো না মাইরার জন্য। এলেক্স ইগ্রিতকে আবারো সেই রাস্তার দিকে পাঠিয়ে দিলো এবং নিজে মাইরার পাশে বসলো। ইগ্রিত মাইরাকে পাথরের ফ্লোরের উপরে শুইয়ে দিয়ে এলেক্সের আদেশে চলে গেলো।
-->> তাহলে এখন শুধু অপেক্ষা মাইরা সেন্স ফিরে আসার। (এলেক্স)
"মেডিক"
এলেক্স তার স্কিল মেডিক ব্যবহার করলো। এটার মাধ্যমে সে নিজের এবং অন্যদের ক্ষত গুলো হিল করতে পারে। মাইরার কি হয়েছে এলেক্স জানে না, তবে মেডিক নিশ্চয় সেটা ঠিক করে দিবে। এলেক্সের হাত থেকে সবুজ কালারের অউরা বের হতে শুরু করলো। এলেক্স মাইরার হাতকে ধরতে যাচ্ছিলো, যদিও সে চাচ্ছিলো না মাইরাকে স্পর্শ করতে তবে তার স্কিলের ইফেক্টের জন্য তাকে স্পর্শ করতেই হবে। এলেক্স মাইরার হাতকে স্পর্শ করতে যাবে ঠিক তখনি মাইরা এলেক্সের হাত ধরে ফেললো এবং খুব দ্রুত তার পা দিয়ে এলেক্সের মাথা চেপে ধরলো। একটা পারফেক্ট হেডলক ছিলো। এলেক্স তার স্ট্রেন্থ দিয়ে মাইরাকে আঘাত করতে পারতো বা কোনো স্কিল ব্যবহার করতে পারতো, তবে সে সেটা করলো না। হয়তো মাইরা ভুল বুঝেছে তাই তাকে এট্যাক করেছে বলে ভাবছে এলেক্স।
-->> কে তুমি?
মাইরা কথাটা বললো। এলেক্সকে মাইরা যেভাবে ধরেছে তাতে সে সাধারণ ভাবে নারাচারা করতে পারছিলো না।
-->> আমি এলেক্স। (এলেক্স)
মাইরা কিছুটা সময় নিলো এবং এরপর এলেক্সকে ছেড়ে দিলো।
-->> আমি অনেক অনেক সরি এলেক্স। আমি ভেবেছিলাম কেউ আমার এডভান্টেজ নিতে চাচ্ছিলো। (মাইরা)
বিষয়টা ভুল বোঝাবুঝি ছিলো। তাই তারা এই টপিককে বাদ দিলো।
-->> আমরা কোথায় আছি এখন? (মাইরা)
-->> আমি সঠিক ভাবে বলতে পারছি না। (এলেক্স)
-->> জায়গাটা কিন্তু আজব। সেই সাথে অনেক রোমান্টিকও বটে। (মাইরা)
এলেক্স কোনো কথা বললো না। সে চুপ চাপ উঠে গেলো,
-->> আমাদের একটা রাস্তা বের করতে হবে। (এলেক্স)
-->> কিন্তু এখানে তো অনেক গুলো রাস্তা। (মাইরা)
-->> হ্যাঁ এজন্য আমাদের দুজনকে এক একটা বেছে নিতে হবে। (এলেক্স)
-->> আমার মনে হয় না সেটা ভালো কোনো আইডিয়া হবে। এরকম একটা প্লেসের মধ্যে আমাদের উচিত একসাথে থাকা, নাহলে হারিয়ে গেলে কখনোই একসাথে হতে পারবো না। (মাইরা)
-->> হ্যাঁ ঠিক আছে। (এলেক্স)
এলেক্স আর কোনো কথা বললো না। তার এমনিতেই বেশী কথা বলতে মন চাই না। তাই সে আবারো তার মাঝের রাস্তা বরাবর পা বারালো। তবে এবার সে একা নয়। বরং তার সাথে মাইরাও যাচ্ছে।
-->> এলেক্স তুমি এভাবে ভয়ঙ্কর একটা জায়গার মধ্যে কোনো প্রস্তুতি না নিয়েই কেনো যাচ্ছে। আমাদের তো প্রথমে একটা প্লান তৈরী করা উচিত। বলা তো যায় না কখন কোন মনস্টার চলে আসে। (মাইরা)
-->> আমার মনে হয় না কোনো মনস্টার আসবে এখানে। (এলেক্স)
এলেক্স পূর্বে এখানে এসেছিলো তাই সে সিওর হয়ে বললো কথাটা। তবে এরপর যা হলো সেটা সে মোটেও আশা করে নি।
-->> আমার মনে হয় সামনের ঔগুলো মনস্টারই। (মাইরা)
বেশ কিছু মনস্টার যার পুরো শরীরই কালো রঙের ছিলো। তাদের আকার একটা প্রাপ্ত বয়স্ক মানুষের মতো হলেও তাদের কালার একদম কালো হওয়ার কারনে তাদের চেহারা এমনকি শরীরের কোনো অংশই দেখা যাচ্ছিলো না।
"ইনফো"
প্রায় পনেরোটা কালো ফিগার মনস্টার ছিলো। যাদেরকে এলেক্স তার ইনফো স্কিল ব্যবহার করার পর ক্লিয়ার দেখতে পারলো।
××× ইনফো ×××
নেইমঃ আর্মি অফ ডার্কনেস
লেভেলঃ ১০০
ডিটেইলসঃ এরা এমন মনস্টার যা ডার্কনেস থেকে তৈরী হয়েছে।
××× ×××
"বস লেভেলের মনস্টার এখানে। তাহলে আমার মনে হচ্ছে আমি আসলেই একটা ড্যানজনের মধ্যে আছি।" (এলেক্স ভাবছে)
-->> মাইরা তুমি এক সাইডে থাকো এবং আমাকে কভার দেওয়ার চেষ্টা করো। (এলেক্স)
এতো দিন নিম্ন মানের মনস্টারদের দেখে এলেক্সের তেমন উৎসাহ তৈরী হয় নি। তবে একসাথে একশত লেভেলের পনেরোটা মনস্টার দেখার পর এলেক্সের মন এক্সাইটেড হয়ে গেলো।
"এসাসিন্স অউরা"
কয়েক সেকেন্ডের জন্য সকল মনস্টার থেমে গেলো। তাদের মনে ভয়ের তৈরী হলো এলেক্সের স্কিলটার জন্য। এসাসিন্স অউরা এমন একটা স্কিল, যা এলেক্সের শরীর থেকে এক ধরনের ব্লাডলাস্ট এনার্জি তৈরী করে যা এলেক্সের থেকে কম বা সমান লেভেলের ব্যক্তি বা মনস্টারদের মনে ভয়ের সৃষ্টি করে এবং তাতে তারা কয়েক সেকেন্ডের জন্য প্যারালাইস হয়ে যায়। এটা একটা এসাসিন এর জন্য অনেক ভালো একটা স্কিল। এলেক্স তার দুই হাতের ড্যাগারের হাতলকে শক্ত করে ধরলো এবং সাথে সাথে দৌড় দিলো। এক পলকের মধ্যেই এলেক্স তাদেরকে অতিক্রম করে চলে গেলো।
-->> আমি যা ভেবেছিলাম, তারা তো তা থেকে আরো বেশী দুর্বল। (এলেক্স)
-->> এলেক্স তুমি ঠিক আছো? (মাইরা)
এলেক্স হঠাৎ মনস্টার গুলো মাঝ দিয়ে চলে গেলো তা দেখতে পেয়ে মাইরা কথাটা বললো। সে এলেক্সের স্পিডকে নিজের চোখের বিশ্বাস করতে পারছে না। যদিও এর নমুনা সে পূর্বে কয়েকটা ড্যানজনে দেখেছে তাই ততোটা অবাক লাগছে না তাকে। তবে সে চিন্তায় ছিলো মনস্টার গুলো নিয়ে। কারন মনস্টার গুলো এখনো দাঁড়িয়ে ছিলো।
-->> চলো মাইরা। (এলেক্স)
সাথে সাথেই ফ্লোরের উপরে আর্মি অফ ডার্কনেস গুলোর লাশ পরে গেলো। মাইরা তাদের উপর দিয়ে সাবধানে এলেক্সের কাছে চলে আসলো।
-->> এবারো আমার কিছু করতে হলো না। (মাইরা)
-->> আমার মনে হয় আমরা কোনো ড্যানজনে প্রবেশ করেছি। (এলেক্স)
-- তবে আমি কখনো দেখি বা শুনি নি যে কোনো ড্যানজনের মেইন দরজা বাদে প্রবেশ করা যায়। (মাইরা)
-->> এই মনস্টার গুলোর কথাও আমি পূর্বে কোথাও শুনি নি। যায়হোক, তারা দুর্বল হলেও তাদের লেভেল অনেক বেশী। সেই সাথে অনেক বেশী এক্সপি দিচ্ছে। (এলেক্স)
-->> লেভেল? এক্সপি? কি বলছো আমি সঠিক বুঝতে পারছি না। (মাইরা)
-->> ও সরি, আমি বোঝাতে চেয়েছি, তারা শক্তিশালী দেখতে হলেও শক্তিশালী না তারা। (এলেক্স)
এলেক্স তার নিজের সাথে কথা বলতে বলতে ভুলেই গিয়েছে যে সে এখানে একা নয়। এলেক্স আর কিছু বললো না। সে চুপচাপ হাঁটতে শুরু করলো।
-->> ওয়েট এলেক্স। আমার মনে হয় ভিতরে আরো মনস্টার রয়েছে। (মাইরা)
মাইরার কথা শেষ না হতে হতেই আরো মনস্টার দুজনের দিকে চলো আসতে লাগলো। সেই একই রকমের মনস্টার তবে এবার তাদের আকার এবং লেভেলের পার্থক্য ছিলো। এলেক্সের ইনফো স্কিল একটিভ ছিলো।
××× ইনফো ×××
নেইমঃ আর্মি অফ ডার্কনেস
লেভেলঃ ১১০
ডিটেইলসঃ এরা এমন মনস্টার যা ডার্কনেস থেকে তৈরী হয়েছে।
××× ×××
"ফ্লেম"
এলেক্স তার স্পেল ব্যবহার করলো। যদিও তার ফায়ার স্পেল ততটা শক্তিশালী না মাইরার মতো, তারপরও সামান্য স্পেলেই সব গুলো মনস্টার মারা গেলো।
"লেভেল অনুযায়ী তাদের স্ট্রেন্থটা কি হাস্যকর না?" (এলেক্স ভাবছে)
এলেক্স আরো ভিতরে পা বারালো। তার পিছনে মাইরাও যেতে লাগলো।
-->> এলেক্স আমার মনে হয় ভিতরে আরো মনস্টার রয়েছে। (মাইরা)
আবারো সেই একই রকম মনস্টার তাদের সামনে চলে আসলো।
××× ইনফো ×××
নেইমঃ আর্মি অফ ডার্কনেস
লেভেলঃ ১৩০
ডিটেইলসঃ এরা এমন মনস্টার যা ডার্কনেস থেকে তৈরী হয়েছে।
××× ×××
* * * * *
(২ ঘন্টা পর)
××× ইনফো ×××
নেইমঃ আর্মি অফ ডার্কনেস
লেভেলঃ ???
ডিটেইলসঃ এরা এমন মনস্টার যা ডার্কনেস থেকে তৈরী হয়েছে।
××× ×××
২ ঘন্টা সময় পার হয়েছে। এখনো মনস্টার গুলো শেষ হচ্ছিলো না। একের পর এক মনস্টার এসেই যাচ্ছিলো। প্রথমে এলেক্স তেমন গুরুত্ব দেই নি এই বিষয়ে। কারন প্রতিটা মনস্টারের লেভেল অনুযায়ী তা একদম সহজ ছিলো হত্যা করা। তাই এলেক্স তার লেভেল বৃদ্ধি করতে পারছিলো খুব সহজেই। তবে,
"আমি এটা চাই না। আমি এতো সহজেই শক্তিশালী হতে চাই না।" (এলেক্স ভাবছে)
এলেক্স একটা প্যাটার্ন খুঁজে পেয়েছে মনস্টার গুলোর। তাই সে এবার আর এট্যাক করলো না। বরং সে মাইরার পিছনে গিয়ে বসে পরলো।
-->> কি করছো এলেক্স আমাদের তো ফাইট করতে হবে এই মনস্টার গুলোর সাথে। (মাইরা)
-->> না আমি ক্লান্ত। তুমি ফাইট করো কিছুক্ষন। (এলেক্স)
এলেক্স পিছনে বসে পরার কারনে মনস্টার গুলোও আর তাদের জায়গা থেকে নরলো না। বরং তারা তাদের জায়গা মতো দাঁড়িয়ে ছিলো চুপ করে।
-->> কিন্তু আমি তো এতো গুলো মনস্টারের সাথে পারবো না। (মাইরা)
-->> চিন্তা নেই, কারন কোনো আর্মিই প্রিন্সেসদের এট্যাক করার সাহস করে না। (এলেক্স)
-->> মানে কি বলতে চাচ্ছো? আমি বুঝতে পারছি না। (মাইরা)
এলেক্স মুচকি একটা হাসি দিলো,
-->> মানে আর্মি অফ ডার্কনেস কখনো কি তাদের মাস্টার প্রিন্সেস অফ ডার্কনেসকে আঘাত করতে পারে? (এলেক্স)
কথাটা বলার সাথে সাথেই মাইরা কিছুটা শক হলো। সে এমন ব্যবহার করছিলো যে সে কিছু জানেই না।
এলেক্সের ইনফো স্কিল একটিভ ছিলো। সে এতোক্ষন খেয়াল করে নি। তবে মাত্রই তার নজেরে পরেছিলো।
××× ইনফো ×××
নেইমঃ মাইরা (প্রজেস বাই প্রিন্সেস অফ ডার্কনেস)
লেভেলঃ ৯০
××× ×××
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।