#Demon_King#
পর্ব:৯৪
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
একাডেমির প্রথম রাউন্ড শেষ হয়েছে। একসাথে টানা দুই দিনের কয়েন সংগ্রহ করার রাউন্ড শেষ হওয়ার পর অনেকের মুখেই খুশির চিহ্ন দেখা যাচ্ছিলো আবার অনেকের মুখে হতাশার ছাপ। প্রতিটা টিমের সংগ্রহ করা কয়েন স্পেশাল ম্যাজিকের মাধ্যমে তৈরী করা হয়েছিলো। প্রথম রাউন্ড শেষ হবার পর সবাইকে একাডেমির মধ্যে প্রবেশ করতে হয়েছে। এখানে আসার পর সবার স্পেস আইটেমের মধ্য থেকে কয়েন গুলো উধাও হয়ে গিয়েছে। যাতে প্রথমে সবাই প্যানিক হয়েছিলো কিন্তু পরে ভাইস প্রিন্সিপালের কথা শুনে সবাই শান্ত হয়ে যাও।
-->> কাউকে কোনো চিন্তা করতে হবে না। প্রতিটা টিমের কয়েন গুলোকে আমরা তাদের নামে সংগ্রহ করেছি। যেহেতু স্পেশাল ভাবে আমরা কয়েন গুলোকে তৈরী করেছি তাই শেষ কাদের কাছে কয়েন গুলো ছিলো সেটা আমরা ভালো করেই জানি। তাই র্যাংকিং নিয়ে কাউকে চিন্তা করতে হবে না। বরং আমি সবাইকে আমাদের দ্বিতীয় রাউন্ড সম্পর্কে বলে দিচ্ছি এখন। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপাল কথাটা বলে একটু থেমে গেলো এবং নিজের চোখের চশমাকে ঠিক করে আবারো বলতে লাগলো,
-->> আমাদের টুর্নামেন্টের এই দ্বিতীয় রাউন্ড মোটেও সহজ হবে না। তারপরও একটু সহজ করা হয়েছে যাতে তোমরা ভালো একটা পয়েন্ট সংগ্রহ করতে পারো। এই রাউন্ডের নাম "ম্যাথ অলিম্পিয়াডে"। ম্যাথ সম্পর্কে তো নিশ্চয় জানো তোমরা। আবার অনেকে না ও জানতে পারো। আমাদের এই রাউন্ডে কোনো ফাইট হবে না, বরং একটা টেস্ট হবে। টেস্ট হবে সকলের মেধার। টেস্টের মধ্যে ৫০ টা প্রশ্ন থাকবে। প্রতিটা প্রশ্নের নম্বর থাকবে ২ করে মোট একশত। একশত নম্বরের মধ্যে ৩০ নম্বর পেলে একজন ফেইল করবে। চিন্তার কোনো কারন নেই, যেহেতু এটাও একটা টিম টেস্ট তাই প্রতিটা টিমের মধ্যে একটা স্টুডেন্ট অন্য একটা স্টুডেন্টের পাশ নম্বর তুলে দিতে পারবে। মানে কারো টিমের সবাই যদি পাশ করে কিন্তু একজন যদি ফেইল করে তাহলে অন্যদের পাশ করার ৩০ নম্বরের পরবর্তী যে অবস্থিত নম্বর থাকবে তা দিয়ে ফেইলকৃত স্টুডেন্টকেও পাস করানো যাবে। (ভাইস প্রিন্সিপাল)
-->> আজকে সবাই ক্লান্ত হয়ে আছে তাই আমরা ঠিক করেছি, আমাদের পরবর্তী রাউন্ড আগামী কাল সকালে শুরু হবে। তাই এই সময়ের মধ্যে আমি চাইবো সবাই রেস্ট এবং আমাদের ম্যাথ অলিম্পিয়াডের জন্য প্রস্তুতি নিতে থাকো। আর একটা বিশেষ নোট এখনি বলে রাখি। এই রাউন্ডে যদি কোনো টিম ফেইল করে তাহলে পরবর্তী রাউন্ডে তারা অংশগ্রহন করতে পারবে না। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপাল এটা বলে তার কথা শেষ করে দিয়েছে। তার কথা শেষ হওয়ার সাথে সাথে সকল স্টুডেন্ট তাদের ডোর্মের দিকে রওনা দিলো। সবাই ক্লান্ত ছিলো, তাই তাদের রেস্ট নেওয়ার দরকার ছিলো। সবার মাঝে এলেক্স তার টিমের সদস্যদের সাথেই ছিলো এবং এক জায়গায় দাঁড়িয়ে ছিলো। সকল স্টুডেন্ট ডোর্মে গেলেও শুধুমাত্র তাদের টিমই সেখানে দাঁড়িয়ে ছিলো। হাজারো স্টুডেন্টরা তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিলো, তারা শুধু সবার হতাশ মুখের দিকে তাকিয়ে ছিলো। একটু পূর্বে যাদের মুখে হাসি দেখা যাচ্ছিলো তাদের মুখও এখন হতাশায় ভেজা দেখাচ্ছে।
-->> ম্যাথ, এতো কিছু রেখে এই জিনিসটা কেনো? (জেয়াব)
-->> কেনো? নোবেল হওয়ার কারনে তো ম্যাথে অনেক দক্ষ হওয়ার কথা তোমাদের। (এনরি)
-->> আরে ম্যাথ আমাদের কোনো প্রয়োজনে লাগে না। তাই তো যোগ এবং বিয়োগ শেখার পর বাকি গুলো তেমন মনে নেই। (ডুফেস)
-->> তোমরা আসলেই নোবেল নামের কলঙ্ক। (এবা)
-->> আমাদের নিয়ে চিন্তা করতে হবে না। আমরা পাস করে যাবো। তোমার খবর কি এলেক্স? ম্যাথ সম্পর্কে কিছু জানো? (ডুফেস)
-->> সেটা আবার কি? (এলেক্স)
-->> তোমার কোনো চিন্তা করতে হবে না। আমি জানি কমনাররা ম্যাথ শেখার তেমন সুযোগই পায় না। তাই আজ রাতে আমরা যা জানি সেটা তোমাকে শিখিয়ে দিবো। (জেয়াব)
-->> হ্যাঁ, আমিও থাকতে পারি আজকে তোমাদের সাথে। তোমাদের কোচিং এ সাহায্য করতে পারবো কিছুটা হলেও। (হ্যারি)
-->> তাহলে তো আর কিছু আমাদের লাগবে না। মান এলেক্সের লাগবে না। হ্যারি যেহেতু আমাদের সাহায্য করবে, না মানে এলেক্সকে সাহায্য করবে। (ডুফেস)
-->> দেখো আমি জানি না, এই টিমকে লিড করার সামর্থ্য আমার আছে কিনা, তবে আপাতোতো এই বিষয়ে আমরা ফোকাস করছি না। আমাদের সাথে যা হয়েছে ড্যানজনে সেটা আমরা ভুলতে পারবো না, তবে এমন নয় যে সেটাকে পার করতে পারবো না। আমাদের শুধু কিছু সময় লাগবে, এরপর আমরাও কিছু একটা করে দেখাতে পারবো। আপাতোতো সময় রেস্ট নাও। (মাইরা)
মাইরা কথাটা বলে সবার প্রথমে হাঁটা শুরু করলো। তার দেখাদেখি বাকিরাও তার পিছনে হাঁটতে শুরু করলো। কেউ আর কোনো কথা বলছে না। শুধু হেটেই যাচ্ছে। এলেক্স হাঁটছে, তার নজর সামনের দিকেই ছিলো। তার পাশ দিয়ে আরোহী উড়ে যাচ্ছিলো। আরোহীও চুপ করে আছে। তাদের নিরবতা ভাঙতে চাচ্ছিলো না। এলেক্স তার ড্যানজনে থাকা সময় গুলোকে মনে করতে লাগলো। সে নিজের পরিচয় গোপন রাখার জন্য একটা মাস্ক ব্যবহার করেছিলো। যার কোনো প্রয়োজন ছিলো না তবে এলেক্স তার লাইটনিং এট্রিবিউট ব্যবহার করেছে। এই কথা একাডেমির সবাই জানতে পারলে তার এখানে থাকাটা একটু কষ্ট কর হয়ে যেতো। ড্রাগন বিস্ট পর্যন্ত ঠিক ছিলো কিন্তু দুটো এট্রিবিউট লাইটনিং এবং ফায়ার এট্রিবিউটের কথা শুনলে অন্যান্য শক্তিশালী টিম গুলো এট্যাক করবে। এলেক্স চাই তাকে শক্তিশালী ব্যক্তিরা টার্গেট করুক, কিন্তু তাকে টার্গেট করলে যে তার টিমের অন্যান্যরাও টার্গেট হবে তাই এলেক্স এখনি তার সব গুলো সিকরেট কার্ড দেখাতে চাচ্ছিলো না। এলেক্স তার ডোর্মের দিকে যাচ্ছিলো এবং পূর্বে হয়ে যাওয়া মুহূর্ত গুলো মনে করতে লাগলো,
ফ্লাশব্যাক,
এলেক্স ড্যানজনের বস রুমের মধ্যে প্রবেশ করেছে। ইগ্রিত এবং জেনারেল এখনো যেসব মনস্টার বেঁচে ছিলো তাদের ক্লিন করতে ব্যস্ত তাই বস মনস্টারের সামনে শুধুমাত্র এলেক্স এবং জিডুরী ছিলো। জিডুরীর সাথে এলেক্সের কাল থেকে কথা হচ্ছে এভাবে। তার পূর্বে জিডুরী রিং অফ বিলজবাবের মধ্য থেকে বের হয় নি বা হতে পারে নি। তবে রিং এর সিল অর্ধেক খুলে যাওয়ার কারনে জিডুরী এখন তার ইচ্ছামতো যেকোনো সময় রিং থেকে বের এবং ভিতরে প্রবেশ করতে পারে। দুজনে দাঁড়িয়ে ছিলো বস মনস্টারের দিকে। যেটা একটা গরিলা ছিলো। বিশাল বড় একটা গরিলা বলা যায়। গরিলাটাকে দেখে এলেক্সের হঠাৎ পূর্ব একটা বিস্টের কথা মনে পরে গেলো। সময়টা অনেক পূর্বের। তখন এলেক্স এবং তার বাবা-আম্মা মাত্র মেফাসের ক্যাপিটালে প্রবেশ করেছিলো। এলেক্স তার বাবা এলমন্ডের সাথে একটা হান্টার মিশনে গিয়েছিলো। যেখানে এলেক্সের দেখা হয়েছিলো একটা ডিমনিক হাইব্রিড বিস্টের সাথে। যেটা একটা গরিলার পিছনে দৌড়াচ্ছিলো।
"আমি তখন সেটাকে আমার আনডেড বানাতে পারি নি। কিন্তু এটাকে চেষ্টা করায় যায়।" (এলেক্স)
এলেক্স এবং জিডুরী একে অপরের দিকে তাকালো। জিডুরী বিষয়টাকে একটা কম্পিটিশনের মতো নিচ্ছিলো যেখানে তাকে জিততে হবে। অন্যদিকে এলেক্স শুধুমাত্র জিডুরীর পাওয়ারটা দেখার চেষ্টা করছিলো। এলেক্স চুপচাপ দাঁড়িয়ে ছিলো দেখে জিডুরী মনে করলো তারই সময় ছিলো এট্যাক করার।
[মাস্টার আমি আমার পাওয়ার ব্যবহার করছি তাহলে।] (জিডুরী)
"সোর্ড ইনচান্টমেন্ট"
জিডুরী তার স্পেশালিটি ব্যবহার করছিলো। এলেক্স মনে করেছিলো জিডুরী সোজা মনস্টারকে এট্যাক করবে। কিন্তু এরকম কিছু হলো না। বরং জিডুরীর স্পেলটা এলেক্সের উপরেই কাজ করতে শুরু করলো।
[মাস্টার আমি একজন রুন উইজার্ড। আমি ফাইটের দিক দিয়ে তেমন শক্তিশালী না। তবে আমার ম্যাজিক গুলো অনেক স্পেশাল বিশেষ করে যারা অস্ত্রের ব্যবহার করে তাদের জন্য।] (জিডুরী)
জিডুরীর কথা শুনে এলেক্স বুঝতে পেরেছিলো সে কি বোঝাচ্ছিলো। এলেক্সের হাতে মুন ড্যাগার ছিলো, যা সে পূর্ব থেকেই হাতে করে রেখেছিলো। এলেক্স তার ড্যাগারকে তার চোখের সামনে নিয়ে এনেছিলো। ড্যাগারের ব্লেডে আজব ভাষায় উজ্জ্বল হলুদ রঙে কিছু একটা লেখা ছিলো। যা এলেক্স বুঝতে পারলো না। তবে একটা জিনিস সে বুঝতে পারলো তার ড্যাগারটা আর সাধারণ কোনো ড্যাগার ছিলো না।
"ইনফো"
এলেক্স তার ইনফো স্কিল ব্যবহার করলো তার আইটেমের উপরে। সিস্টেম আপডেট হওয়ার পর থেকে এলেক্স এখন তার আইটেম গুলোও ইনফরমেশনও দেখতে পারে। যা তার জন্য সব কিছু সহজতর করে দেই। তবে আইটেমের ইনফরমেশন দেখার জন্য এলেক্সকে অবশ্যই সে আইটেম একবার হলেও তার ইনভেন্টরিতে রেখে দিতে হবে। এলেক্সের সামনে তার আইটেমের ইনফরমেশন চলে আসলো।
××× আইটেম ইনফো ×××
নেইমঃ মুন ড্যাগার(টুইন ব্লেড)
ড্যাগার যেটা মৃত বস্তু কাটতে পছন্দ করে। এটা একটা টুইন ড্যাগার, তাই এর আপাতোতো এটা আংশিক হয়ে আছে।
ইফেক্টঃ
১) কোনো মৃত বস্তুর উপরে এট্যাক করলে ড্যাগারের ফুল পাওয়ার দেখা যাবে।
২) মৃত বস্তুকে এবজোর্ব করতে পারে, যেমনঃ আনডেড।
৩) প্রথম বার ব্যবহার করলে ২০ এজিলিটি স্ট্যাট বৃদ্ধি পাবে।
৪) টুইনের সাথে ব্যবহার করলে উপরের সব ইফেক্ট দ্বিগুণ হবে।
৫) শারিরীক এট্যাক এবং ম্যাজিক এট্যাক পাওয়ার দ্বিগুণ বৃদ্ধি পাবে। (ইনচান্টেড)
৬) ড্যাগারের আইস এট্রিবিউট আনলক হয়েছে। হোস্ট ড্যাগার হাতে নিলে আইস ম্যাজিক ব্যবহার করতে পারবে। (ইনচান্টেড)
××× ×××
এলেক্স যা দেখছিলো তা বিশ্বাস করতে পারছিলো না। তার কাছে এমনিতেই মারাত্মক একটা অস্ত্র ছিলো যেটা তার মতোই লেভেল আপ করতে পারতো আবার সেই অস্ত্রের যদি এরকম কোনো হিডেন ফাংশন আনলক হয়।
"আমি জানি না এই রুন ম্যাজিক কি, তবে একটা জিনিস ভালো করে বুঝতে পারছি এটা স্বাভাবিক ম্যাজিকের থেকেও অনেক ভয়ানক জিনিস।" (এলেক্স ভাবছে)
যেহেতু এলেক্সের ড্যাগারের একটা শক্তিশালী এট্রিবিউটও আনলক করে দিতে পারে এই রুন ম্যাজিক তাই বলাই যায় কতটা শক্তিশালী জিডুরী।
-->> তাহলে দেখা যাক এই ইনচান্টেড মুন ড্যাগার কতটা শক্তিশালী হয়েছে। (এলেক্স)
এলেক্স কথাটা বলে তার মুন ড্যাগারকে শক্ত করে ধরলো তার ডান হাতে। এবার সে তার লাইটনিং এট্রিবিউটকে ব্যবহার করলো। প্রতিটা এট্রিবিউটকে যে শুধু স্পেলের মাধ্যমে নিয়ন্ত্রন করা যায় তেমন নয়। একটা এট্রিবিউটকে স্পেল ছাড়াও স্বাধীন ভাবে ব্যবহার করা যায়। আর এলেক্স সেটাই করছিলো। এমিয়াস সাইড ক্যারেক্টার থেকে এলেক্স একটা স্কিল এবং একটা এট্রিবিউট তার মেইন ক্যারেক্টারে এড করেছে। স্কিলটাও এলেক্সের জন্য ভালো ছিলো, সেই সাথে এট্রিবিউটটাও। এলেক্স জানে না এমিয়াসের আরো কোন কোন এট্রিবিউট ছিলো, তবে তার কাছে মনে হয়েছে লাইটনিং এট্রিবিউটটা তাকে সাহায্য করবে আরো শক্তিশালী হয়ে উঠতে তাই সে লাইটনিং এট্রিবিউট সিলেক্ট করেছে।
এলেক্সের শরীরের চারদিক দিয়ে ব্লু কালারের লাইটনিং ছড়িয়ে যেতে লাগলো। হাতের ড্যাগারকে শক্ত করে সে ধরে দৌড় দিলো। তার সাধারণ স্পিড এমনিতেই অনেক ছিলো সেই সাথে লাইটনিং এট্রিবিউট পাওয়ার পর নিজের শরীরকে লাইটনিং দিয়ে ঢাকার ফলে এলেক্সের স্পিড আরো বৃদ্ধি পেয়েছে। বস রুমের দরজার সামনে থাকলে কখনোই কোনো বস প্রথমে এট্যাক করে না। একজন যদি ভিতরে বা মাঝখানে প্রবেশ করে তাহলে তখনি একটা বস মনস্টার কাউকে এট্যাক করে প্রথমে। এলেক্স এবং জিডুরী এতোক্ষন দরজার সামনে দাঁড়িয়ে ছিলো তাই তাদের উপরে গরিলা মনস্টারটা এট্যাক করে নি। তবে এলেক্স যখন তার দিকে এগিয়ে যাচ্ছিলো। তখন গরিলাটা তার চারটা হাত দিয়ে তার বুমে আঘাত করে চিৎকার করে এলেক্সের জন্য প্রস্তুত হলো। এলেক্স ঠিক গরিলার কাছে যখন চলে গিয়েছিলো সেই সময়ে গরিলাটা তার উপরে থাকা দুটো হাত দিয়ে এলেক্সের উপরে আঘাত করেছিলো।
"ব্লিংক"
এলেক্স তার ব্লিংক স্কিল ব্যবহারের মাধ্যমে সাথে সাথে গরিলার পিছনে এবং মাথার উপরে পৌঁছে গিয়েছিলো। গরিলার লেভেল বেশী হলেও সে এরকম কিছুর জন্য প্রস্তুত ছিলো না। এলেক্স গরিলার পিছন থেকে একটা বিশাল স্লাশ দিয়ে গরিলার দুই পায়ের নিচ দিয়ে সামনে চলে এসেছিলো। সে তার মুন ড্যাগারের দিকে তাকিয়ে ছিলো। সেটা কিছুটা কাঁপছিলো। এলেক্স পিছনে তাকালো না কারন সে বুঝতে পেরেছে এখানে কি হয়েছে। তার সামনে একটা মেসেজ এসেছে সিস্টেম থেকে।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি লেভেল আপ করেছেন।""-
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি এই প্রথম মুন ড্যাগারের একটা এট্রিবিউট ব্যবহার করেছেন। মুন ড্যাগার আপনাকে আরো বিশ্বাস করতে শুরু করেছে।""-
দুটো মেসেজ এলেক্স পড়ে পিছনের দিকে তাকিয়ে যা দেখতে পেয়েছিলো তা তার প্রথমে বিশ্বাস করতে কষ্ট হয়েছিলো। গরিলাটা তার হাঁটুতে বসে ছিলো। তার জীবন নাই, সেটা এলেক্স বুঝতে পারছিলো, তবে আশ্চর্য করার বিষয় ছিলো সে তার মুন ড্যাগার দিয়ে গরিলার পিঠের সেখানে বড় একটা স্লাশ দিয়েছে সেটা গুরুতর ছিলো না তেমন। তবে গুরুতর ব্যাপারটা হলো গরিলার পিঠে যেখানে মুন ড্যাগার বড় ক্ষত তৈরী করেছে সেখান দিয়ে বিশাল বড় বড় অনেক গুলো আইস ক্রিস্টাল বের হয়েছে। সেগুলো শুধু পিঠ দিয়ে বের হয় নি বরং পেট দিয়েও বের হয়েছে গরিলাটার। আর এটাই তার মৃত্যুর কারন ছিলো।
[মাস্টার আমি জিতে গিয়েছি। ইয়াহু।] (জিডুরী)
-->> হ্যাঁ একটা রুন স্পেল ছাড়া আর কিছু ব্যবহার করো নি। সব টা তো আমাকেই করতে হয়েছে। তাই এই রাউন্ডের বিজয়ী আমি। (এলেক্স)
[না না এটা চিটিং। আমি নিজে এট্যাক না করতে পারলেও আমার রুন ম্যাজিকের সাহায্য ছাড়া আপনি এক এট্যাকে এই মনস্টারকে হারাতে পারতেন না। তাই আমি বিজয়ী এই রাউন্ডের।]
-->> আচ্ছা। (এলেক্স)
এলেক্স তর্কতে না গিয়ে মেয়েটাকে বিজয়ের আনন্দ অনুভব করতে দিলো।
(ফ্লাশব্যাক শেষ)
* * * * *
এলেক্স বর্তমানে ডোর্মের মধ্যে তার বিছানার উপরে শুয়ে আছে। তারা চারজন ছেলে এক রুমের মধ্যে রয়েছে। মূলত চেইনেরও এই সময়ে এই জায়গাতে থাকার কথা ছিলো কিন্তু কালকের রাউন্ড যেহেতু ম্যাথ অলিম্পিয়াড তাই চেইন তার টিমের ছেলেদের সাথে প্রস্তুতি নিতে গিয়েছে এবং আজকে আসবে না। বর্তমানে এলেক্স, ডুফেস, জেয়াব এবং নতুন রুমমেট হ্যারি রয়েছে তাদের সাথে। হ্যারি অনেক চালাক ব্যক্তি, প্রথম প্রথম সে নিজের পরিচয়ে এলেক্সের টিমের সাথে দেখা করলেও নিজের প্রিন্স পরিচয় এলেক্স বাদে অন্য কাউকেই দেই নি। প্রথম কিছুদিন তাকে নিয়ে এবং এই টিমকে নিয়ে অনেক কথা হয়েছিলো কিন্তু সেটা এখন আর দেখা যাচ্ছে না। প্রিন্সেস এনরি যেমন তার পরিচয় লুকানোর জন্য ম্যাজিকাল আইটেম মেকআপ ব্যবহার করেছে ঠিক তেমনি হ্যারিও একটা ম্যাজিকাল আইটেম ব্যবহার করেছে। একটা "ডিসগাইস মাস্ক" পরে আছে হ্যারি। যেটা তার আসল চেহারাকে না পাল্টালেও তার পরিচয়কে লুকিয়ে রাখবে। প্রিন্সকে চেনা কোনো ব্যক্তি যদি এখন হ্যারিকে দেখে তাহলে তাকে সামান্য একজন ব্যক্তি বলেই মনে করবে। তাদের কাছে মনেই হবে না এটা প্রিন্স হ্যারি। এটাই হ্যারির ব্যবহার করা আইটেমের ইফেক্ট। আবার যারা পূর্বে থেকেই জানতো যে প্রিন্স এই টিমে ছিলো তাদের উপরে আবার এটার ইফেক্ট কাজ করে না, যেমনঃ এলেক্স।
ডুফেস এবং জেয়াব বিশ্বাস করে হ্যারি অনেক বড়লোক কোনো নোবেলের সন্তান, যেহেতু তার কাছে ফুল আর্মার রয়েছে একটা তাই। এজন্য দুজনে আশা করছিলো হ্যারি ম্যাথের দিক দিয়ে অনেক পাকা এবং সে তাদের দুজনকে সাহায্য করবে। তাইতো তারা আগ্রহ নিয়ে শুধু হ্যারির গর্ব করে যাচ্ছিলো।
-->> হ্যারি আমরা ম্যাথে একদমই কাঁচা। তাই আশা করছি আজকে একটু সাহায্য করবে। যাতে করে কালকে আমরা অন্তত ভালো একটা নম্বর পেতে পারি। (ডুফেস)
-->> তোমাদের চিন্তা করতে হবে না। আমি কিছু টিপস দিচ্ছি, যার ফলে তোমরা দুজনেই ভালো করতে পারবে টেস্টে। আর যেহেতু পুরো টিমের টেস্টের মার্কই আমাদের পয়েন্ট হিসেবে নির্ধারিত হবে তাই আমাদের সারারাত জেগে পড়তে হবে আজকে। (হ্যারি)
হ্যারির কথা শুনে ডুফেস এবং জেয়াব দুজনেই খুশিতে নাচতে লাগলো।
-->> দুজন মানে, আমরা তিনজন আছি তো। (ডুফেস)
ডুফেস এলেক্সের কথা উল্লেখ করলো। কিন্তু এলেক্সকে সে আর পাশে পেলো না। এলেক্স তার বিছানায় দুইদিকে দুই পা ছড়িয়ে দিয়ে ঘুমিয়ে পরেছে।
-->> হ্যাঁ, তাহলে আমরা দুজনই আছি। এলেক্সের মার্ক আমাদেরই তুলে নিতে হবে। (ডুফেস)
হ্যারি দুজনকে ম্যাথ কোচিং করাতে শুরু করলো। এলেক্স যেহেতু ঘুমাচ্ছিলো তাই আরোহীর কোনো কাজ ছিলো না। সে একটা স্পিরিট হওয়ার সুবাধে এক রুম থেকে অন্যরুমে ঘুরে বেরাচ্ছিলো। তাকে কেউ দেখতে পারছিলো না এমনকি কেউ শুনতেও পাচ্ছিলো না। হ্যারি কোচিং করাচ্ছিলো সেটা মনোযোগ দিয়ে আরোহী দেখতে লাগলো,
-->> এগুলো তো আমাদের কিন্ডারগার্ডেনে শিখিয়েছিলো। এতো সহজ ম্যাথ তারপরও এরা পারে না। আমি শুধু ভাবছি কালকের টেস্টে কিরকম ম্যাথ আসবে? এলেক্স কি পারবে সব গুলোর উত্তর দিতে? হিহিহিহিহিহিহি, না পারলে আমি আছি কি করতে। আমি সব গুলোর উত্তর বলে দিবো। (আরোহী)
আরোহী হাসি মনে এলেক্সের ডোর্মের দেওয়ালের মধ্য দিয়ে বের হলো। এটা মূলত ছেলেদের ডোর্ম ছিলো যেখানে কোনো মেয়ের থাকার কথা ছিলো না। তারপরও আরোহীকে যেহেতু কেউ দেখতে এবং শুনতে পায় না এবং সে ভূতের মতো যেখানে সেখানে যেতে পারে তাই তার উপরে কোনো নিয়মই কাজ করে না। সে পিছনে তাকিয়ে হাওয়ার মধ্যে উড়তে উড়তে যাচ্ছিলো তখনি একটা কিছুর সাথে সে ধাক্কা খেলো। যেটা হওয়ার কথা ছিলো না, আপাতোতো সে তার গোস্ট ফর্মে ছিলো যার মাধ্যমে সে যেকোনো বস্তুর ভিতর দিয়ে চলে যেতে পারবে। কিসের সাথে সে ধাক্কা খেলো সেটা দেখার জন্য সে তার দৃষ্টি সামনের দিকে আনলো। এলেক্সের মতো বয়সী একটা মেয়ে দাঁড়িয়ে ছিলো সেখানে। অবশ্য এলেক্সের থেকে বয়সে বেশী হলেও শারিরীক দিক দিয়ে তাকে এলেক্সের আকারের মতোই তুলনা করলো আরোহী। মেয়েটার গলায় আজব একটা নেকলেস ছিলো যেটা কেনো জানি আরোহীর কাছে পরিচিত মনে হচ্ছিলো। আরোহী কিছু বলতে যাবে, তখনি মেয়েটা বললো,
-->> এটা কোনো মেয়ের থাকার জায়গা না। কেউ দেখার পূর্বে চলে যাও এখান থেকে। (মেয়েটা)
আরোহী কোনো কথা না বলে সেখান থেকে ভয়ে চলে গেলো। চোর ধরা খেলে যেমন ভয় পায় ঠিক আরোহীও তেমন ভয় পেয়েছে। সে কিছুটা সামনে আসার পর হঠাৎ তার মনে হলো,
-->> এক মিনিট, সে ও তো একটা মেয়ে। (আরোহী)
আরোহী পিছনে তাকালো, তবে সেখানে মেয়েটা আর ছিলো না। আরোহীর মাথা তখন হ্যাং আউট হয়ে গিয়েছিলো তাই সঠিক ভাবে চিন্তা করতে পারে নি, তবে এখন সে চিন্তা করছিলো।
"এলেক্স বাদে তো কারো আমাকে দেখার কথা না। তাহলে কি আমি ভুলে কাউকে প্রজেস করেছি?" (আরোহী)
আরোহী এই বিষয়ে আর কিছু ভাবলো না। বরং সে মাইরাদের ডোর্মের দিকে যেতে লাগলো। অন্যদিকে মেয়েটা, যার সাথে আরোহীর ধাক্কা লেগেছে, সে তার নেকলেসটা গলা থেকে খুলে হাতে নিলো।
"একজন স্পিরিট হিউম্যান, ওয়েল এটা প্রতিনিয়ত দেখা যায় না। বলতে হবে এলেক্সের ভাগ্যটা খারাপ না। কিন্তু আমি কোনো সুযোগ পাচ্ছি না। মনে হচ্ছে আমাকে তাদের টিমে প্রবেশ করতে হবে এই টুর্নামেন্ট শেষ হলে।" (মেয়েটা ভাবতে লাগলো)
তার ডান হাতে আরোহীর শরীর থেকে এবজোর্ব করা কিছুটা ডার্ক এনার্জি ছিলো, যা মেয়েটা তার নেকলেসের মধ্যে ছেড়ে দিলো। এবং সেখান থেকে ভ্যানিস হয়ে গেলো।
* * * * *
পরের দিন সকালে,
সবাই অনেক নার্ভাস ছিলো। কোনো টিমই এরকম কোনো কিছুর আশা করে নি। প্রতি পাঁচ বছর অন্তর অন্তর টুর্নামেন্টের ব্যবস্থা করে একাডেমি। যার মধ্যে প্রতিবারই নতুন নতুন রাউন্ড থাকে। প্রতিটা রাউন্ডে একটা স্টুডেন্ট শুধু যে তাদের শক্তি ব্যবহার করবে এমন নয় তাদের মেধার ব্যবহারও যাতে তারা করতে পারে সেই লক্ষে একাডেমি তাদের টুর্নামেন্টে বিভিন্ন ধরনের আজব রাউন্ডের ব্যবস্থা করে। যাদের মধ্যে আজকের ম্যাথ অলিম্পিয়াড একটা।
-->> এলেক্স কোনো চিন্তা করতে হবে না। তুমি যা পারবে সেটার উত্তরই দিবে। (হ্যারি)
-->> হ্যাঁ এলেক্স, আমি তোমার পাস নম্বর তুলে দিবো। (ডুফেস)
-->> আগে তোমাদের পাস নিয়ে চিন্তা করো ডুফেস। (এনরি)
-->> ম্যাথ তো আমাদের বা হাতের খেলা এখন। তাই কোনো চিন্তাই করতে হবে না। আমি তে একশত তে একশতই পাবো। (ডুফেস)
-->> সবাই সবার বেস্ট চেষ্টা করবে। অবশ্যই নার্ভাস হওয়া যাবে না। কারন আমরা সবাই সবার সাহায্য করবো। (মাইরা)
-->> আমাদের সিট ফেলানো হয়েছে। তোমরা বোর্ডে চেক করে নিজেদের সিটে চলে যাও। (এলিন)
একাডেমির শিক্ষকেরা জানে এই রাউন্ডে অনেকেই চিটিং করতে পারে। বিশেষ করে একই টিমের স্টুডেন্টরা। তাই প্রতিটা টিমের স্টুডেন্টদের সিট আলাদা আলাদা জায়গায় ফেলানো হয়েছে। ছেলেদের আলাদা করা হয়েছে মেয়েদের আলাদা করা হয়েছে। আলাদা করা হলেও প্রতিটা টিমকে এক ক্লাসের মধ্যে রাখা হয়েছে। যেহেতু একটা ক্লাসের মধ্যে হাজারো স্টুডেন্ট বসতে পারে এবং আরো হাজারো স্টুডেন্টদের বসার ব্যবস্থা করা যায় তাই এক ক্লাসের মধ্যে দশ জনের জায়গা এক এক প্রান্তে রাখা হয়েছে। এলেক্স এবং তার টিম প্রবেশ করেছে ওয়াটার মানা এট্রিবিউট ক্লাসে। যেখানে তাদের মতো শত টিম রয়েছে। প্রতিটা টিমের সদস্যই একে অপরের থেকে অনেকটা দূরে বসে আছে। ক্লাসের মধ্যে দুজন শিক্ষক এসেছেন। তাদের দুজনের হাতে দুটো পেপার ছিলো। দুজনের একজন শিক্ষক বলতে লাগলো,
-->> তোমাদের দ্বিতীয় রাউন্ডের কিছু নিয়ম রয়েছে, যা ভাইস প্রিন্সিপাল কাল বলেন নি। তাই আমরা আজ বলে দিচ্ছি। তোমাদের এই ম্যাথ অলিম্পিয়াড রাউন্ডের মধ্যে ১০০ নম্বরের মধ্যে একটা টেস্ট হবে। যার মধ্যে সবাইকে ৩০ পেতে হবে একটা টিমের মধ্যে। তবে একজন বা দুই বা তিনজন বা চারজনই ধরলাম, যদি ৩০ এর নিচে পেয়ে থাকে তাহলে বাকিদের তাদের নম্বর উঠিয়ে দেওয়ার সুযোগ রয়েছে। যেমন একটা টিমের সাতজন যদি পাস ৪০ পেয়ে পাস করে এবং তিনজন যদি দশ পেয়ে ফেইল করে। তাহলে সেই সাত জনের পাস নম্বরের থেকে এক্সট্রা যে দশ নম্বর গুলো আছে সেটা যোগ করে ফেল করা স্টুডেন্টদের নম্বর ৩০ করে দেওয়া হবে। সাত জনের এক্সট্রা সত্তুর নম্বর থেকে ষাট নাম্বার তখন চলে যাবে ফেইল করা তিন স্টুডেন্টদের কাছে এবং তাদের পুরো টিম তৃতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই হবে তখন। এখানে বলে রাখি, যদি কোনো স্টুডেন্ট ফেল করে তাহলে তাদের টিমের পরবর্তী রাউন্ডে উঠার ছোট একটা চান্স থাকলেও পয়েন্টের দিক দিয়ে সে টিম অনেক পিছিয়ে পরবে। তাই আমি চাইবো সবাই ভালো এবং মনোযোগ দিয়ে এই টেস্টে অংশ নিবে। (প্রথম শিক্ষক)
এবার অন্য শিক্ষক বলতে লাগলো,
-->> আমাদের এই রাউন্ডের টেস্টটা চলবে মোট ছয় ঘন্টা। যেহেতু পঞ্চাশটা প্রশ্ন রয়েছে ম্যাথের তাই সহজ হবে না একটু টেস্টটা। তবে আমি চাইবো নিচের নিয়ম গুলো মেনে টেস্টে অংশ নিবে সবাই। ক্লাসের নিয়ম গুলো আমি বলে রাখি,
১) কেউ টেস্ট চলাকালীন ছয় ঘন্টার মধ্যে একটা কথাও বলতে পারবে না।
২) সবার ডেস্কের উপরে প্রশ্ন রয়েছে যার নিচে উত্তর লেখতে হবে কলম দিয়ে।
৩) কেউ আশেপাশে মাথা ঘোরাতে পারবে না।
৪) কেউ চিটিং করার চেষ্টা করলে তার প্রশ্ন নিয়ে নেওয়া হবে।
৫) ছয় ঘন্টার পূর্বে কারো টেস্ট শেষ হয়ে গেলে সে আমাদের কাছে প্রশ্ন বা উত্তরপত্রটা আমাদের কাছে জমা দিয়ে চলে যেতে পারবে। (দ্বিতীয় শিক্ষক)
আরেকজন শিক্ষকক ও তার কথা শেষ করলো। দুজন শিক্ষকের আদেশে টেস্ট শুরু হয়ে গেলো। সকল স্টুডেন্ট প্রশ্ন উল্টিয়ে রাখা প্রশ্নপত্রটা খুলে দেখতে লাগলো। বেশ কয়েকজন কলম নিয়ে ইতিমধ্যেই লেখতে শুরু করেছে। তবে বেশীরভাগ স্টুডেন্টদের মুখের ভাবটা তেমন ভালো না। সবার মতো এলেক্সও নিজের ডেস্কে উল্টিয়ে রাখা প্রশ্নপত্রটা হাতে নিলো এবং সেটা দেখতে লাগলো। সে প্রথমে ম্যাথ অলিম্পিয়াড নামটা শুনে অনেক অবাক হয়েছিলো। কিন্তু সেটার থেকেও বেশী অবাক হয়েছে তার হাতের প্রশ্ন গুলো দেখে।
"আমার মনে হচ্ছে আমি সবাইকে অবাক করতে যাচ্ছি।" (এলেক্স)
এলেক্স ম্যাথ গুলো দেখতে লাগলো। তার পৃথিবীতে সেগুলো হয়তো ওয়ান কিংবা টু ক্লাসের ছিলো। যোগ-বিয়োগ, গুন-ভাগ, সরল ইত্যাদি। যোগ এবং বিয়োগ সহজ হলেও তাদের পরিমাণটা একটু বেশী ছিলো তাই ক্লাস ওয়ান এবং টু এর ছেলে মেয়েদের করতে সমস্যা হবে। এজন্য এলেক্স বুঝতে পারলো ডুফেস এবং জেয়াব কেনো কান্না কাটি করেছিলো এই ম্যাথ নিয়ে।
"তাহলে কি এই ওয়ার্ল্ডের গানিতিক টেবিল পৃথিবীর থেকে এতোটা নিচে? অবশ্যই নিচে হবে কারন এখানের মানুষ গুলো ম্যাজিক নিয়ে পরে থাকে। তাছাড়াও আমি এই পর্যন্ত একাডেমিতে দেখে নি গণিতের বিষয়ে কিছু শিক্ষা দিতে।" (এলেক্স ভাবছে)
একসময়ে যে গণিত অলিম্পিয়াডে বেশ কিছু পুরস্কার পেয়েছিলো তার কাছে এই বাচ্চাদের গণিত শেষ করতে আর কতক্ষন লাগে। তারপরও এলেক্স এক ঘন্টার মতো অপেক্ষা করেছে।
"আমার টেস্ট তো দশ মিনিটেই শেষ, কিন্তু এক ঘন্টা সময় পার হয়েছে। এই সময় জমা দিয়ে বেরিয়ে গেলে তো আজব দেখাবে না তাই না?" (এলেক্স ভাবছে)
এলেক্স উঠে দাঁড়ালো এবং প্রশ্ন/উত্তরপত্রটা নিয়ে সে হাঁটতে হাঁটতে শিক্ষকের কাছে নিয়ে গেলো।
-->> শেষ? (শিক্ষক)
শিক্ষকের মুখ হা হয়ে গেলো। তার বিশ্বাসই হচ্ছিলো না এতো তারাতাড়ি কিভাবে শেষ হয় একজনের ম্যাথ টেস্ট। এলেক্স মাথা দিয়ে হ্যাঁ বোধক উত্তর দিলো। পেপার এবং কলম দুটোর মধ্যেই ম্যাজিক ব্যবহৃত হয়েছে তাই একটার উত্তর লেখা হয়ে গেলে সেটা সহ সেই প্রশ্ন উধাও হয়ে যায়। এর ফলে কোনো রকম ভুল ঠিক করার চান্স থাকে না। আপাতোতো এলেক্সের টেস্টের কাগজে তার নাম আর ইনফো ছাড়া আর কিছুই ছিলো না। তাই শিক্ষকরা দেখতে পারলো না এলেক্স কি লেখেছে। তবে তারা বিশ্বাস করছে যে এলেক্স যা লেখেছে তার সবই ভুল ছিলো।
-->> সিওর তুমি? (শিক্ষক)
শিক্ষক আবারো বললো।
এলেক্স আবারো মাথা নারিয়ে হ্যাঁ বোধক উত্তর দিলো এবং ক্লাস থেকে বেরিয়ে গেলো। সবাই তাদের লেখা বন্ধ করে এলেক্সের দিকে তাকিয়ে ছিলো। তারা কি বলবে কিছুই বুঝতে পারছিলো না। এতোক্ষনে অনেকের দশটা উত্তর দেওয়াই হয় নি আর সেখানে একজন কিভাবে এতো তারাতাড়ি সব শেষ করে বেরিয়ে যেতে পারে?
-->> পৃথিবীর গণিত গুলো এতো সহজ হলে আসলেই ভালো হতো। (এলেক্স)
ক্লাস থেকে বেরিয়ে এলেক্স কথাটা বলতে লাগলো। এলেক্স তার পাশে তাকিয়ে দেখতে লাগলো, তবে সে আরোহীকে দেখতে পারলো না কোথাও।
"এই ভূত আবার গেলো কোথায়?" (এলেক্স ভাবছে)
ক্লাসের মধ্যে আরোহী এলেক্সকে কোনো কিছু না ভেবে সব গুলো প্রশ্নের উত্তর দিতে দেখে অবাক হয়েছিলো। আরোহী ভেবেছিলো সে এলেক্সের সাহায্য করে এলেক্সকে খুশি করবে কিন্তু সেই সুযোগ সে পায় নি। তবে আরোহী হাল ছেড়ে দেই নি। যেহেতু এলেক্সের টিমের মেম্বাররাও এই রুমে ছিলো তাই আরোহী তাদেরকে প্রজেস করে করে বেশ কিছুর উত্তর লেখে দিয়েছে।
"আমি সবাইকে একশত পাইয়ে দিতে পারতাম। তবে তাতে করে এলেক্সের মতোই সবাই ভালো করবে। আর সেটা এলেক্স হয়তো পছন্দ করবে না। যাইহোক এবার মনে হয় এলেক্স অনেক খুশি হবে। হিহিহিহিহি।" (আরোহী ভাবছে)
(৩৬৩৪ শব্দ)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।