#Demon_King#
পর্ব:৯৫
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
টুর্নামেন্টের র্যাংকিং এখনো দেওয়া হয়নি। প্রতিটা টিমের স্টুডেন্টরা এটা নিয়ে কনফিউজড ছিলো। তারা আশা করেছিলো এতোক্ষনে তাদের পয়েন্ট গুলো দেখার সুযোগ করে দিবে একাডেমি। তবে তেমন কোনো কিছুই করছে না। দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে গিয়েছে। টানা ছয় ঘন্টা ম্যাথ অলিম্পিয়াডে অংশ নিয়ে সবার শরীরটা অনেক ক্লান্ত ছিলো। মূলত তাদের সবার মাইন্ড ক্লান্ত, আর মাইন্ড ক্লান্ত হলে শরীরেও ক্লান্ত বোধ হয়। প্রায় প্রতিটা টিমের মাঝেই হতাশার ছাপ দেখা যাচ্ছিলো। তারা কেউই বুঝতে পারে নি টেস্টে এতো কঠিন ম্যাথ দিবে।
সবার পূর্বে টেস্ট শেষ করে এলেক্স তার জন্য আরো একটা নাম করে নিয়েছে। এমনিতেই সে বেশী এটেনশন নিজের দিকে আনতে চাই না তারপরও না চেয়ে তার কাছে সকল এটেনশন চলে এসেছে। সে এটা ভেবেও দেখে নি যে ছয় ঘন্টার পূর্বে একজনও ক্লাস থেকে বের হবে কিনা। নিজে এক ঘন্টার মধ্যে সব কিছুর উত্তর দিয়ে বের হওয়ার কারনে, সবাই মনে করছে হয়তো সে সব গুলোর ভুল উত্তর দিয়েছে নাহলো কিছু না লেখেই জমা দিয়েছে। তাকে নিয়েই কথা হচ্ছিলো সবার মাঝে,
-->> তোমার কি মনে হয়, আমাদের ড্রাগন বয় কি আদৌও কিছু লেখেছে?
-->> আমার মনে হয় না। একজন কমনারের জন্য তো দশটা প্রশ্নের সঠিক দেওয়ায় অসম্ভব।
-->> হাহাহাহাহা, এই রাউন্ডে আমাদের দুই ডিভাইন বিস্টের বহনকারীর টিম ফেইল করবে।
-->> হ্যাঁ আমি দেখেছি তাদের টিমের অন্যরাও প্রশ্নে না তাকিয়েই উত্তর লিখেছে।
-->> যেভাবে টপ স্টুডেন্ট গুলো তাদের দিকে নজর রাখা শুরু করেছে, আমার মনে হয় না এই টিম বেশীদিন টিকে থাকতে পারবে।
-->> তোমার কি মনে হয়? কোনো এস র্যাংকের টিম একজন কমনারকে তাদের টিমে নিবে?
-->> নিতেই পারে, সব শেষে একটা ড্রাগন এবং একটা ফিনিক্স রয়েছে তাদের কাছে।
সবাই এক এক করে কথা বলতে লাগলো। টেস্টের শেষে সবার একাডেমির বাইরে উপস্থিত থাকার কথা ছিলো। একটা বিশাল মাঠ ছিলো একাডেমির সামনের জায়গাতে যেখানে একাডেমির সকল স্টুডেন্ট দাঁড়ালেও সে জায়গা পূর্ন হবে না। সবাই যখন বের হচ্ছিলো তখন সবার নজরে শুধু একটা নজরই পরছিলো, একটা ছেলে মাঠের মাঝখানে ট্রেনিং করছিলো। দূর থেকে তাকে চেনা যাচ্ছিলো না, তাই উল্টো নজরে বিষয়টা তুলে ধরা যাক।
এলেক্স যেহেতু এক ঘন্টার মধ্যেই তার টেস্ট শেষ করেছে তাই সে প্রথমে ডোর্মে ফিরে যেতে চাচ্ছিলো। তবে ডোর্মে প্রবেশের পূর্বে সেখানে গার্ড তাকে ডোর্মে প্রবেশ করতে না দিয়ে বলে,
-->> তোমাদের একাডেমির সামনে উপস্থিত থাকার কথা বলা হয়েছে। তাই আপাতোতো ডোর্ম বন্ধ রাখা হয়েছে।
গার্ড অবাক ছিলো এটা দেখে যে কেউ ম্যাথ টেস্ট এতো দ্রুত শেষ করে এখানে এসেছে। তাই কিছুটা হলেও সম্মান দেখিয়ে সে এই কথাটা এলেক্সকে বললো। এলেক্স কথাটা শুনে সেখান থেকে হাঁটতে হাঁটতে আবারো একাডেমি সামনের দিকে চলে আসলো।
"আপাতোতো আমি ডোর্মে যেতে পারবো না আবার একাডেমি থেকে বেরও হতে পারবো না। এই সময়ে কি করা যায়?" (এলেক্স ভাবছে)
এলেক্সের বেশী ভাবতে হলো না। একাডেমির সামনের অংশে বিশাল একটা মাঠ রয়েছে। মাঠের পাশ দিয়ে তিনটা রোড গিয়েছে একটা ডোর্মের দিকে, একটা বাইরের দিকে আর অন্যটা একাডেমির ভিতরে। এলেক্স রোড থেকে নেমে মাঠের মধ্যখানে চলে গেলো। এলেক্স তার বুকের ডান পাশে হাত রাখলো। তার বাম পাশের হার্টটা অনেক জোরে কাঁপছিলো। সে এখন বিষয়টাকে স্বাভাবিক ভাবেই নিচ্ছে যে তার দুটো হার্ট রয়েছে। অবশ্য এই বিষয়টা অন্য কেউ জানলে মোটেও স্বাভাবিক ভাবে নিবে না। এলেক্স নিজের গায়ের টি-শার্টের মতো জামাটাকে খুলে সেটাকে পাশেই ফেলে রাখলো। ঘাস যুক্ত মাঠের মধ্যে একটা ময়লার কোনে চিহ্ন নেই তাই এলেক্সকে তার জামা ময়লা হওয়া নিয়ে ভাবতে হবে না। এলেক্স তার ডান পাশের বুকের দিকে আঙ্গুল রেখে দেখতে লাগলে,
-->> এটার ক্ষত মনে হচ্ছে না এতো সহজে হিল হবে। (এলেক্স)
এলেক্সের ছোট ছোট অনেক ক্ষত হিল হয়েছে তার হিলিং স্কিলের কারনে, তবে এই একমাত্র ক্ষত যেটা এখনো পুরো হিল হয় নি। একটা বড় ক্ষতের দাগ রয়েছে সেখানে। এলেক্স মনে করতে লাগলো, এখানেই সে তার মুন ড্যাগার দিয়ে বড় একটা কাট দিয়েছিলো। যার মধ্যে তার তৈরী এনার্জি কোরটা ঢুকিয়ে দিয়েছিলো। এটা একটা সেকেন্ডারি এনার্জি কোর যা এলেক্সের শ্বাস প্রশ্বাসের কাজে ব্যবহার না হয়ে বরং এনার্জি কন্টেইনার হিসেবে ব্যবহার হচ্ছে। এলেক্স তার পূর্ব কথা মনে করা বাদ দিলো। যেহেতু সেটা সে নিজের দরকারের জন্যই করেছিলো তাই সেটার জন্য আফসোস করছে না সে। এলেক্স দাঁড়িয়ে না থেকে তার সিস্টেমকে কমান্ড করলো।
"ইনভেন্টরি"
এলেক্সের সামনে তার সিস্টেমের ইনভেন্টরি খুলে গেলো। যার মধ্যে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে যার অধিকাংশই এলেক্সের প্রয়োজনের ছিলো না। সে সেসবে চোখ না দিলে একটা ক্রোলে ক্লিক করলো এবং সেটাকে বের করে নিলো নিজের হাতে।
-->> তাহলে দেখা যাক এটা কিরকম হয়। (এলেক্স)
××× আইটেম ইনফো ×××
নেইমঃ ক্রল অফ র্যানডম সোর্ড স্কিল
ডিসক্রিপশনঃ এটি একটি ক্রল যার মধ্য থেকে যেকোনো একটি র্যানডম সোর্ডের স্কিল বের হতে পারে। কি স্কিল বের হবে তা সম্পূর্ণ একজনের লাক্ এর উপর নির্ভর করবে।
××× ×××
এলেক্স তার ইনভেন্টরি থেকে একটা পেচানো কাগজের ক্রল বের করলো। ক্রলটা এলেক্স বের করলো এবং সেটাকে খুলে ছিঁড়ে ফেললো৷ ছিঁড়ে ফেলার সাথে সাথে তার সামনে তার সিস্টেমের একটা নোটিফিকেশন চলে আসলো,
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি একটা সোর্ড স্কিল পেয়েছেন। স্কিল "মাল্টি স্ল্যাশ" মাস্টারের স্কিল মেনুতে যোগ হয়েছে।""-
এই স্ক্রলটা এলেক্স তার ডেইলি মিশন থেকে পেয়েছিলো। যা বলতে হবে তাকে নিরাশ করে নি। এলেক্স তার স্কিল মেনুটা খুললো এবং সেখান থেকে তার পাওয়া নতুন স্কিলটার বিবরন দেখতে লাগলো,
××× স্কিল ×××
নেইমঃ মাল্টি স্ল্যাশ
ইফেক্টঃ
১) একটা লং সোর্ড বা শর্ট সোর্ড দিয়ে হোস্ট স্কিলটা ব্যবহার করলে এক সাথে দশ হিটের একটা কম্বো মুভের সুযোগ পাবে।
২) দুটো শর্ট ব্যবহার করলে একসাথে বিশ হিটের কম্বো মুভের সুযোগ পাবে হোস্ট।
৩) যদি প্রতিপক্ষ হোস্টের থেকে স্ট্রেন্থের দিক দিয়ে দুর্বল হয় তাহলে, কম্বো মুভের মাঝখানে প্রতিপক্ষ তাদের এট্যাক করার সুযোগই পাবে না।
শর্তঃ অবশ্যই লং কিংবা শর্ট সোর্ড ব্যবহার করতে হবে।
কুলডাউনঃ ৫ মিনিট
××× ×××
এলেক্স তার স্কিলের দিকে তাকালো,
-->> তাহলে মাল্টি কম্বো স্কিল পেয়েছি আমি? (এলেক্স)
এলেক্স একটা স্কিল পেয়েছে যেটার নাম শুনেই সে সেটার কাজ বুঝতে পেরেছে। যদিও সেটার নাম মাল্টি স্ল্যাস তার জন্য তবে সে তার গেমে এরকম একটা মুভের ব্যবহার করেছিলো যেটার নাম ছিলো মাল্টি কম্বো। যেহেতু বিবরন একই রকম তাই এলেক্স এটাকে ব্যবহার করার নিয়মও জানে। এটা এমন একটা স্কিল যা একটা ড্যাগার দিয়ে ব্যবহার করলে এলেক্স এক সাথে এবং একই সময়ে দ্রুত দশটা সোর্ড স্ল্যাশ দিতে পারবে। যা ক্লোজ ফাইটের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেই সাথে এলেক্স যদি দুটো ড্যাগার ব্যবহার করে তাহলে একসাথে সে বিশটা স্ল্যাশ দিতে পারবে একই সময়ের মধ্যে। এই পর্যন্ত যেসব স্কিল সে পেয়েছে তার মধ্য থেকে কেনো জানি তার কাছে এটা অনেক ভালো লেগেছে।
এলেক্স তার ইনভেন্টরি থেকে তার কাঠের সোর্ডটা বের করে নিলো। কাঠের সোর্ডটা সে অনেক দিন হলো ব্যবহার করে না। যেদিন থেকে সে তার মুন ড্যাগার পেয়েছে সেটাই সব সময়ে সে ব্যবহার করে আসছে। ন্যাকরো ব্লেডেও তেমন গুরুত্ব দেওয়ার সময় এলেক্স পায় না। যার মূল কারন হলো মুন ব্লেড এলেক্সের মতোই লেভেল আপ করতে পারে। আর যত বেশী মুন ড্যাগারের লেভেল বৃদ্ধি পায় সেটা ততই মারাত্মক হয়ে উঠে।
"আমি শুধু ভাবছি সান ব্লেড আমার কাছে যখন থাকবে, তখন কি রকম হবে?" (এলেক্স ভাবছে)
এলেক্স ভাবনা বাদ দিয়ে তার কাঠের সোর্ডটা দিয়ে প্রাকটিস করতে শুরু করলো। প্রথমে সে তার কাঠের সোর্ডকে হাতের মধ্যেই ঘোরাতে লাগলো। এলেক্স তার ডান পা সামনে এবং বাম পা পিছনে রেখে ডান হাতের শর্ট সোর্ডটাকে পিছন থেকে নিয়ে সামনের দিকে একটা ক্লিন স্ল্যাশ দিলো। এলেক্স থামলো না, একের পর এক স্ল্যাশ সে দিয়েই যাচ্ছিলো। প্রথমে সে তার সোর্ডের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করছিলো। তবে তার কানেক্ট হওয়া হয়ে যাওয়ার পর সে তার স্কিল ব্যবহার করার সিদ্ধান্ত নিলো।
-->> তবে এখানে কোনো টার্গেট নেই। (এলেক্স)
এলেক্স কিসের উপরে প্রাকটিস করবে সেটা বুঝতে পারলো না। তাই সে সিদ্ধান্ত নিলো একটা টার্গেট তৈরী করতে। মাটি থেকে একটা ঘাস তুলে নিলো এবং সেটাকে হাওয়ার মধ্যে ফেলে দিয়ে এলেক্স তার স্কিল ব্যবহার করলো।
"মাল্টি স্ল্যাশ"
এলেক্স নিজেই অবাক হলো তার স্কিলটা দেখে। তার কাছে মনে হচ্ছিলো তার সোর্ড একবার বা দুইবার স্ল্যাশ দিলো কিন্তু সেই সময়টার মধ্যে এলেক্সের হাত থেকে মোট দশটা সোর্ড স্ল্যাশ ব্যবহার হলো। এলেক্সের এজিলিটি যেহেতু অনেক তাই সে প্রতিটা বস্তুকে সাধারণ সময়ের থেকে হলেও সামান্য আস্তে দেখতে পায়। সামান্য বলতে একদমই সামান্য। আর এই সামান্য সময়ের মধ্যে এলেক্স লক্ষ করেছে তার ব্যবহার করা স্কিলে সে ঘাসটাকে মাত্র দুই টুকরোতেই কাটতে পেরেছে।
-->> আমি পুরো ফোকাস ছিলাম না। (এলেক্স)
হঠাৎ এলেক্স নতুন একটা ট্রেনিং এর মাধ্যম খুঁজে পেলো। যেহেতু তাকে অনেকটা সময় অপেক্ষা করতে হবে তাই এলেক্স সেই সময়টা তার নতুন ট্রেনিং এর মাধ্যমে ব্যয় করতে লাগলো।
টেস্ট শেষ, একাডেমির সকল স্টুডেন্ট বের হচ্ছে। তারা মাঠের দিকেই আসছে। কারন এখানেই পরবর্তী রাউন্ড সম্পর্কে বলে দেওয়া হবে। সবাই মাঠের দিকে আসছিলো তবে তারা প্রায় সবাই একটা বিষয় দেখতে পেরে অবাক হয়েছে। এলেক্স খালি গায়ে ছিলো, প্যান্ট পরে ছিলো। তার শরীর পুরো ঘেমে গোসল করার মতো হয়ে উঠেছে। সেই সাথে সে তার টিশার্টের মতো জামাটা দিয়ে নিজের চোখ বন্ধ করে রেখেছে। একটা মুহূর্তের জন্য সবাই তাদের জায়গাতে দাঁড়িয়ে গেলো। যদিও অনেকটা দূরে তারা দাঁড়িয়ে ছিলো, তারপরও এলেক্স কি করছে সেটা সবাই স্পষ্ট দেখতে পাচ্ছিলো। এলেক্স মাটি থেকে বেশ কিছু ঘাস তুলে নেই এবং সেগুলোকে বাম হাত দিয়ে আকাশের দিকে ফেলে দেই। ঘাসগুলো একে অপর থেকে আলাদা হয়ে এক একজায়গা দিয়ে পড়তে শুরু করলো। তবে এলেক্সের চোখ বন্ধ হওয়া সত্ত্বেও তার মনে হচ্ছিলো সে সব কিছু দেখতে পারছিলো।
"মাল্টি স্ল্যাশ"
এবার এলেক্স তার স্কিলটা ব্যবহার করলো। নিজের কাঠের সোর্ডকে হাত থেকে ফেলে দিলো এবং বাম হাত দিয়ে চোখ থেকে জামাটা খুলে ফেললো। এলেক্স লক্ষ করলো যে ঘাস গুলো পরছিলো তার প্রতিটাই দু টকরো হয়ে গিয়েছে। এলেক্স এবার টাইমিং মিস করে নি। তার সেন্স অনেক বৃদ্ধি পেয়েছে, যা সে এই ট্রেনিং এর মাধ্যমে বুঝতে পারলো।
-""কনগ্রাচুলেশন মাস্টার, আপনি ট্রেনিং এর মাধ্যমে নতুন একটা স্কিল আনলক করেছেন। স্কিল "ম্যাজিক সেন্স" আপনার স্কিল লিস্টের মধ্যে যোগ হয়েছে।""-
এলেক্স তার সিস্টেমের নোটিফিকেশনটা পড়লো ঠিকই, তবে স্কিলটা দেখার আর সময় পেলো না। কারন তার দিকেই বাকি স্টুডেন্টরা আসছিলো। এলেক্স তার জামা দিয়ে নিজের শরীরের ঘাম মুছে নিলো এবং সেটাকে নিজের ইনভেন্টরির মধ্যে ফেলে রাখলো।
-->> সব সময় এক্সট্রা জামা কাপড় সাথে রাখা অনেক ভালো বুদ্ধির কাজ। (এলেক্স)
এলেক্স তার ইনভেন্টরির মধ্যে রাখা ভালো একটা জামা বের করলো এবং সেটাকে পরে নিলো। সব স্টুডেন্টরা চলে আসলো, বেশীরভাগ এলেক্সের দিকে তাকিয়ে ছিলো আবার কেউ তাকে ইগনোর করছিলো। হঠাৎ এলেক্সের পাশ কাটিয়ে অনেকটা লম্বা দশ ব্যক্তির টিম পার হয়ে গেলো। সেই টিমের একজন বাদে সবাই এলেক্সের দিকে তাকিয়ে ছিলো। যে এলেক্সের দিকে তাকায় নি সে তার টিমের লিডার ছিলো। তার কাঁধে হাত দিয়ে অন্য একজন বলতে লাগলো,
-->> আমি শুধু শুনেই এসেছি, ডিভাইন ড্রাগন ফায়ার এট্রিবিউট। তবে আজ প্রথম দেখতে পারলাম সামনে থেকে। স্যাম তোমার কি মনে হয়?
-->> তুমি জানো আমি বাচ্চাদের মোটেও পছন্দ করি না। তাই বিষয়টা বাদ দিয়ে চিন্তা করো পাশ করবে কিনা। কারন তোমার জন্য যদি আমাদের র্যাংকিং পিছনে থাকে তাহলে তৃতীয় রাউন্ডে সব চাপ তোমার উপরে থাকবে।
দুজনে কথাটা বলে এলেক্সের পাশ কাটিয়ে চলে যেতে লাগলো। অনেকেই ড্রাগনের সাথে কন্ট্রাক তৈরীর পর থেকে এলেক্সের সাথে কথা বলার চেষ্টা করে যাচ্ছে তবে কেউ এখনো সিওর না যে এলেক্স আসলেই শক্তিশালী কিনা। সকলেই তাদের টিমে শক্তিশালী ব্যক্তিদের আনতে চাই, তবে তাদের শক্তির প্রমাণ না পেলে তাদের নামে টিমে প্রবেশ করাটা বোকামি। ব্যাকগ্রাউন্ড দেখে তো লোক খুঁজে ক্ষমতা ক্ষুধার্ত ব্যক্তিরা। কিন্তু আসল পাওয়ারফুল লোক খুঁজে বুদ্ধিমান ব্যক্তিরা। তাই এই সময়ে এলেক্সের উপরে অনেক চোখ ছিলো কিন্তু কোনো মুখ এখনো তার কাছে আসে নি।
-->> এলেক্স, আমি তো অবাক হয়েছি তোমার সাহস দেখে। এতো মানুষের সামনে তুমি তোমার বডি বের করে প্রাকটিস করছিলে? (ডুফেস)
এলেক্স সেই লম্বা ব্যক্তিদের টিমের দিকে তাকিয়ে ছিলো। তখনি পিছন থেকপ ডুফেস কথাটা বলে উঠলো। এলেক্স পিছনে ফিরলো এবং তার টিমের বাকিদের দেখতে পারলো। ডুফেস, জেয়াব এবং হ্যারি তো ঠিকই ছিলো কিন্তু তার টিমের বাকিদের মুখ কিছুটা লাল দেখতে পারলো এলেক্স এলেক্স যে শুধু তাদের মুখ লাল দেখতে পারছিলো সেটা না। সে তাদের উপরে ভাসতে থাকা আরোহীর দিকে তাকালো। আরোহী তার দুই হাতের আঙ্গুলগুলো দিয়ে মুখ ঢেকে রেখেছিলো। তবে মাঝে মাঝে আঙ্গুল গুলো ফাঁকা করে সে এলেক্সকে দেখছে।
-->> আমি কিছু দেখে নি। (আরোহী)
আরোহীর কথায় এলেক্স খেয়াল করলো না। এলেক্স বাকিদের উপরে নিজের নজর রাখলো।
-->> তোমার কোনো চিন্তা করতে হবে না এলেক্স। আমাদের সবার টেস্টই অনেক ভালো হয়েছে। আমরা আশা করছি যে সবাই পাশ করবো। (জেয়াব)
সবাই জেয়াবের সাথে মাথা নারালো। যদিও তারা হাসার চেষ্টা করছিলো তবে তাদের মুখে সেই কনফিডেন্স দেখা যাচ্ছিলো না। তবে এলেক্স উপরে আরোহীর নাচানাচি দেখে কিছুটা হলেও বুঝতে পেরেছে।
-->> পাশ করলেই হলো। (এলেক্স)
-->> হ্যাঁ, এলেক্স ঠিক বলেছে। আমরা পাশ করলেই পরের রাউন্ডে ভালো করতে পারবো। (হ্যারি)
-->> কিন্তু পরের রাউন্ড তো মনে হয় না সহজ হবে। (স্নেরা)
-->> আমার যতদূর মনে হচ্ছে শেষ রাউন্ডে আমাদের ফাইট করতে হবে কিংবা উপরের ফ্লোরের কোনো ড্যানজন ক্লিয়ার করতে হবে। (মাইরা)
-->> অন্য কিছুও হতে পারে। (এবা)
-->> যেটাই হোক আমরা ভালো করতে না পারলেও অন্তত অনেক কিছু শিখতে পারবো তা থেকে। (এনরি)
-->> হ্যাঁ। (জেবা)
এলিন আর এলেক্স কোনো কথা বললো না। তারা দুজনেই চুপ রইলো। বাকিরা কথা বলে যাচ্ছে। অনেকে তাদের টিমের কথা বার্তার দিকে লক্ষ রাখছে। সবার কথাবার্তার ইতি ঘটিয়ে সেখানে চলে আসলো ভাইস প্রিন্সিপাল। সে একাডেমির মধ্য থেকে তার ম্যাজিক ব্রোমে(ঝাড়ু) বসে উড়ে স্টুডেন্টদের দাঁড়িয়ে থাকা জায়গার সামনে এসে নামলো।
-->> আমি আশা করছি সবার দ্বিতীয় রাউন্ড অনেক সুন্দর ভাবে কেটেছে। কারন এখানে কোনো ফাইট কিংবা মনস্টার হান্টের ব্যাপার ছিলো না। তারপরও অনেকের কাছে এটা কষ্টকর লাগতে পারে। যাইহোক সেই ব্যাপারে না গিয়ে আসল ব্যাপার নিয়ে কথা বলি। দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, এখন তৃতীয় বা শেষ রাউন্ডের পালা। তৃতীয় রাউন্ড শুরু হবে আগামী পরশুদিন। আগামী কালকে সব টিমের প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের পয়েন্ট তুলে ধরা হবে। যারা দ্বিতীয় রাউন্ডে ফেইল করবে তারা তৃতীয় রাউন্ডে অংশ নিতে পারবে না। তাই কালকে জানিয়ে দেওয়া হবে কোন কোন টিম তৃতীয় রাউন্ডে অংশ নিতে পারবে। সেসব টিমের লিডারের কাছে কাল একটা করে ব্যাজ তুলে দেওয়া হবে। আর সেই ব্যাজ দেখিয়ে পরশুদিন তৃতীয় রাউন্ডে অংশ গ্রহন করতে পারবে। এই সময়ের মধ্যে কোনো টিমের টিম লিডার চেঞ্জ হতে পারবে না, তবে লিডার চাইলে তার টিমের বাকি সদস্যদের চেঞ্জ করতে পারবে। তাই সবাইকে একদিন সময় দেওয়া হলো এই সময়ে সবাই তাদের টিমকে সাজাতে পারবে। কারন পরশুদিন অনেক স্পেশাল একটা দিন হতে চলেছে সবার জন্য। আপাতোতো অন্য কোনো কিছু আমি বলছি না, যেহেতু কাল ক্লাসে সবার সাথে দেখা হচ্ছে তাই সেখানেই তৃতীয় রাউন্ডের নিয়ম কানুন বলে দেওয়া হবে। তবে একটা কথা বলে রাখি পরশুদিন অনেক স্পেশাল একটা দিন হতে যাচ্ছে, তাই সবার ভালো পারফরম্যান্স আমরা আশা করছি। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপাল কথাটা বলে তার ম্যাজিকাল ব্রোম নিয়ে উড়ে আবারো একাডেমির মধ্যে চলে গেলো। তার যাওয়ার দিকে কিছুক্ষন স্টুডেন্টরা তাকিয়ে ছিলো এরপর তাদের সবার মাঝে আবারো কথা শুরু হতে লাগলো। সবাই তাদের ডোর্মের দিকে যাচ্ছিলো এবং কথা বলছিলো।
এলেক্সের টিমের সবাই একে অপরের সাথে কথা বলছিলো বাকিদের মতো। তাদের কথা বলার বিষয়টা তৃতীয় রাউন্ড এবং পরশু দিনের স্পেশাল দিন নিয়েই। সেদিন কি হবে যার জন্য সবাইকে এতো করে ভাইস প্রিন্সিপাল বলে গেলো সেটাই সবার মাথায় খেলা করে যাচ্ছে। এলেক্স তার টিমের সবার পিছনে হাঁটছিলো। তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো হ্যারি। হ্যারি এলেক্সের সাথে কথা বলতে লাগলো আস্তে আস্তে,
-->> এলেক্স তুমি এটা শুনে অনেক অবাক হবে, জানো পরশু দিন কি হতে যাচ্ছে? (হ্যারি)
এলেক্স চুপ রইলো। হ্যারি এলেক্সকে আবারো আস্তে আস্তে বলতে লাগলো,
-->> শুধু কিছু মানুষই এই বিষয়ে জানে। যেহেতু আমি এই কিংডমের ক্রাউন প্রিন্স তাই আমিও জানি কি হতে চলেছে পরশুদিন। (হ্যারি)
-->> কি হবে? (এলেক্স)
হ্যারি আশা করেছিলো এলেক্স অবাক হয়ে তাকে জিজ্ঞেস করবে কথাটা। কিন্তু এলেক্সের তেমন কোনো রিয়াকশনই ছিলো না। হ্যারি হতাশ হয়ে এলেক্সের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলতে লাগলো,
-->> এই প্রথম পঞ্চাশ বছরের রেড কিংডম এবং সিকরেট কিংডমের গেস্ট আসতে যাচ্ছে। তারা আমাদের কিংডমে আসবে এবং একাডেমির অনুষ্ঠিত তৃতীয় রাউন্ডের স্পেশাল দর্শক হয়ে আমাদের সবার পারফরম্যান্স দেখবে। সেই সাথে আমার বাবা মানে ব্লু কিংডমের কিং ও উপস্থিত থাকবে এখানে। (হ্যারি)
-->> ওওওও। (এলেক্স)
কথাটা অন্য কেউ শুনলে উত্তেজনায় টানটান হয়ে যেতো এই সময়ে। এতো বড় বড় মানুষেরা এখানে আসবে সেটা প্রথম থেকে জানলেই সবাই অনেক কড়া প্রস্তুতি নেওয়ার জন্য পাগল হয়ে যেতো এখন থেকেই। তবে কথাটা শুনে এলেক্সের কোনো রিয়াকশন হ্যারি দেখতে পারলো না। তা থেকে সে আরো হতাশ হলো।
-->> এলেক্স আমি বলতে চাচ্ছিলাম কি? যদি কোনো ভাবে আমরা তৃতীয় রাউন্ডে উঠতে পারি, তাহলে আমি চাইবো তুমি তোমার পাওয়ার সবাইকে দেখিয়ে দিবে। শুধু কিং নয় বরং সব নোবেলরা সেদিন উপস্থিত থাকবে সেদিন। তোমার পাওয়ার দেখতে পারলে অবশ্যই তোমার জায়গাটা ভালো কোনো একটা জায়গাতে থাকবে। (হ্যারি)
হ্যারির কথা শুনতে শুনতে এলেক্স এগিয়ে আসলো অনেক সামনে। সে হ্যারিকে কিছু বললো না। তবে নিজের মনে ভাবতে লাগলো,
"এই ওয়ার্ল্ডে আমাকে রাখার মতো ভালো কোনো জায়গা নেই। কারন আমি এখান থেকে, এই ওয়ার্ল্ড থেকে শীঘ্রই চলে যাবো।" (এলেক্স ভাবছে)
* * * * *
(সিকরেট কিংডম)
সিকরেট কিংডমের কুইন, মারিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ছিলো। পনেরোজন মেইড তার ড্রেস, মেকআপ, জুয়েলারি ঠিক করা নিয়ে ব্যস্ত। এলমন্ডের চিহ্ন কোথাও পাওয়া যাচ্ছিলো না। মারিয়াকে মন খুলে হাসতে দেখে তার একজন মেইড বলতে লাগলো,
-->> মাই কুইন, আমি ক্ষমা চাচ্ছি তবে আমি কি একটা প্রশ্ন করতে পারি? (মেইড)
-->> হ্যাঁ করো করো। (মারিয়া)
-->> মাই কুইন আপনাকে আজকে এতো খুশি লাগছে কেনো? (মেইড)
মারিয়া আরো কিছুটা হেসে নিলো। তার হাসিতে তাকে আরো জীবন্ত লাগছিলো, আরো সুন্দরী লাগছিলো। সে তার হাসি মাখা মুখেই বলতে লাগলো,
-->> অনেক দিন হয়েছে আমি আমার কলিজাকে দেখি না। তবে শীঘ্রই তাকে দেখতে যাচ্ছি, তাই এখন আমার থেকে ভাগ্যবান এবং আনন্দময়ী ব্যক্তি আর কেউ নেই। (মারিয়া)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।