#Demon_King#
পর্ব:৯৬
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(ব্লু কিংডম)
একাডেমি আজকে তাদের বড় ইভেন্ট, টুর্নামেন্টের প্রথম দুই রাউন্ডের ফলাফল প্রকাশ করেছে। যা পুরো একাডেমিকেই পুরো শকের মধ্যে ফেলে দিয়েছে। কেউ চিন্তাও করে নি পয়েন্ট র্যাংকিং দেখতে পেয়ে। প্রতিটা ক্লাস রুমের সামনে বিশাল বড় দুটো কাগজ লাগিয়ে দেওয়া হয়েছে। যাদের মধ্যে সব গুলো টিমের র্যাংকিং দেওয়া হয়েছে। দুটো কাগজের মধ্যে একটার মধ্যে শুধুমাত্র যেসব টিম তৃতীয় রাউন্ডে প্রবেশের সুযোগ পেয়েছে তাদের র্যাংকিং রয়েছে এবং আরেকটা কাগজের মধ্যে যারা দ্বিতীয় টেস্টে ফেল করেছে তাদের র্যাংকিং রয়েছে। আপাতোতো ফেল করা লিস্টের দিকে কারো নজর প্রথমে পরছে না। সবাই চেষ্টা করে যাচ্ছে প্রথম কাগজের মধ্যে নিজের টিমের নাম খুঁজতে। যেহেতু প্রতিটা টিমের নাম তাদের লিডারের নামে নির্ধারিত হয় তাই লিস্টে শুধু লিডারের নামই থাকবে এবং তাদের দুই রাউন্ডে সংগ্রহ করা পয়েন্ট। র্যাংকিং সাধারণত দুই রাউন্ডের পয়েন্ট একত্র করে করা হয়েছে। যা একটু পূর্বে কয়েকজন শিক্ষক সবাইকে বুঝিয়ে দিয়েছে। শিক্ষকদের কথা এরকম ছিলো,
-->> প্রথম রাউন্ডে তিন ধরনের কয়েন ব্যবহার করা হয়েছিলো। গোল্ড কয়েন যার একটা মান ১০, সিলভার কয়েন যার একশোটার মান ১, এবং সবশেষে ব্রোঞ্জ যার এক হাজারটার মান ১। একটা টিম সব মিলিয়ে যতগুলো কয়েন সংগ্রহ করেছে আমরা এভাবেই তাদের পয়েন্ট তাদেরকে দিয়ে দিয়েছি। (শিক্ষক)
শিক্ষক গুলো কথাটা বলে যখন চলে যায় তখন সব গুলো স্টুডেন্টই ঝাঁপিয়ে পরে তাদের টিমের র্যাংকিং দেখার জন্য। তবে তারা যেটা দেখছে তাতে কেউই সন্তুষ্ট ছিলো না। সবাই একে অপরের সাথে কথা বলতে লাগলো,
-->> আমরা দ্বিতীয় টেস্টে ফেল করেছি।
-->> আমরাও।
-->> আর কয়েকটা পয়েন্ট পেলেই হয়তো আমরা উঠতে পারতাম।
-->> কে ভেবেছিলো ম্যাথ এতো কঠিন বিষয় হবে।
-->> একাডেমি এতো কিছু থাকতে কেনোই বা এতো কঠিন একটা টেস্টের ব্যবস্থা করলো?
-->> আমি বিশ্বাস করতে পারছি না যে একটা F র্যাংকের টিম তৃতীয় রাউন্ডে প্রবেশ করেছে, আর আমরা পারলাম না।
-->> ঔ টিমের মেম্বার গুলো তো অনেক দুর্বল, আমি নিশ্চিত তারা এখন শক্তিশালী মেম্বার খোঁজার চেষ্টা করছে। আমরা কি সেই লিডারের কাছে যাবো?
-->> সময় নষ্ট করা যাবে না, এতোক্ষনে অনেকেই ঔ টিমে প্রবেশের চেষ্টা শুরু করেছে হয়তো।
-->> আমি শুনেছি তারা নাকি অন্য কোনো মেম্বার নিবে না তাদের টিমে।
-->> কি? ওরা কি সুইসাইড করতে চাচ্ছে?
-->> এটা শুধু একটা গুজব ছাড়া কিছু নয়।
অন্যদিকে কিছু ব্যক্তি ভীড়ের পিছনে এসে উপস্থিত হলো। সামনের স্টুডেন্টরা তাদের দেখতে পেয়েই লাইন করে দিলো। এতোক্ষনে সবাই অনেক জোরে জোরে কথা বলতে ছিলো। তবে হঠাৎ সবাই চুপ হয়ে গিয়েছে। এতোক্ষন সবার প্রথমে একে অপরে র্যাংকিং দেখার জন্য ফাইট করছিলো কিন্তু এখন কারো সেটার দিকে নজর নেই। সবার নজর আরো পিছনে গেলো। শুধু যে এই এক গ্রুপের ব্যক্তিরা আসছিলো তেমন নয়। পিছনে আরো কয়েকটা টিম এক এক করে আসছিলো। যাদের উপস্থিতি এখানে থাকা সকল স্টুডেন্টদের বুকেই ভয়ের তৈরী করছিলো। প্রথমে যে টিম আসলো তাদের মধ্যে সবাই প্রথম কাগজের মধ্যে নিজেদের র্যাংকিং দেখতে লাগলো,
-->> স্যাম, আমরাই তাহলে ফার্ষ্ট হয়েছি। তোমার নাম তো প্রথমেই দেখা যাচ্ছে।
সেখানে দাঁড়িয়ে থাকা বাকি স্টুডেন্টদের মধ্যে হঠাৎ আস্তে আস্তে কথা হতে লাগলো। অনেকে তাদের সামনের স্টুডেন্ট সম্পর্কে জানে না যাদের এতো ভয় এবং সম্মান কেনো দেখাচ্ছে বাকি স্টুডেন্টরা।
-->> লিডার, এরা কারা? আর আমরা এভাবে সাইড হয়ে গেলাম কেনো?
একটা টিমের নতুন মেম্বার যে এই বছরে টাওয়ারে প্রবেশম করেছে সে এই প্রশ্নটা তার টিমের লিডারকে জিজ্ঞাসা করলো। তার টিমের লিডার তাকে বলতে লাগলো,
-->> আমাদের সামনে প্রথমে যে টিম দাঁড়িয়ে আছে, এটা একাডেমির এক নম্বর এস র্যাংক টিম। আর যে ব্যক্তি সবার সামনে দাঁড়িয়ে আছে তার নাম স্যাম। আমাদের পুরো একাডেমি সবচেয়ে শক্তিশালী স্টুডেন্ট সে। আবার পিছনে যেসব টিম আসছে তারাও সকলে এস র্যাংক টিম। তারা সকলেই টাওয়ারের শক্তিশালী নোবেল পরিবার থেকে এসেছে তাছাড়াও একাডেমির সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হওয়ায় তাদেরকে আমরা এভাবে সম্মান দেখাচ্ছি।
-->> কিন্তু লিডার আমাদের কি এভাবে সম্মান দেখানোর দরকার আছে? দিনশেষে তারাও স্টুডেন্ট আমরাও স্টুডেন্ট। আমাদের মতো করে তাদেরও তো র্যাংকিং দেখা উচিত।
-->> তোমার ভাগ্য ভালো আমরা এখন অনেক পিছনে আছি। এই কথাটা যদি অন্যান্য নোবেলরা শুনতে পায় তাহলে তোমার সহ আমাদের পুরো টিমের অবস্থা খারাপ হয়ে যেতো। দেখো আমরা প্রতিটা কিং কে সম্মান দেখায় কেনো? কারন একটা কিংডমের সর্বোচ্চ ব্যক্তি সে। সে অনুযায়ী বলা যায় আমাদের একাডেমির সর্বোচ্চ স্টুডেন্টরা এই সব টিম গুলো।
স্যাম যে তার টিম নিয়ে এসেছিলো তার টিম মেম্বাররা অনেক খুশি ছিলো তাদের র্যাংকিং দেখে। তবে স্যামের নজর তাদের খুশির দিকে ছিলো না বরং র্যাংকিং এ থাকা একটা নামের দিকে তার নজর গিয়ে পরলো।
-->> তাহলে আমাদের ড্রাগন বয়ের টিমও উঠেছে। (স্যাম)
-->> কি? এটা কিভাবে সম্ভব? তাদের র্যাংক এতো উপরে আমি তো স্বপ্ন দেখছি না?
-->> হাহাহাহা, তারা বাচ্চা দেখা গেলেও এখন মনে হচ্ছে তারা একদম বাচ্চা নয়। ঠিক আছে পরের রাউন্ডের অপেক্ষায় রইলাম আমি। (স্যাম)
স্যাম হাঁটা শুরু করলো। তার টিম মেম্বার সবাই অনেকটা অবাক হয়েছে। একটা F র্যাংকের টিম এতো উপরে উঠতে দেখলে সবাই অবাক হবে। তারপরও এটা পুরো অসম্ভব বিষয় না। কারন প্রথম দুটো রাউন্ডই অনেকটা ভাগ্যের মতো ছিলো তাই তারা বাকিদের মতো তেমন রিয়েক্ট করলো না। অন্যান্য টপ টিম গুলোও এদিকে আসছিলো কথা বলতে বলতে। তবে স্যামের টিমকে দেখতে পেয়ে কেউই কোনো কথা বলছিলো না। তারা সকলেই তাদের মাথা নিচু করে র্যাংকিং এর কাগজের দিকে যাচ্ছিলো। একটা টিমের উপরে স্যাম নিজেই তাকালো। অন্যান্য টিমের মতো সেই টিমটা ছিলো না। সেটা ছিলো ডিউক কন্যা হেয়ার টিম। হেয়া ঠিক স্যামের চোখের দিকে রাগী লুক নিয়ে তাকিয়ে ছিলো। মনে হচ্ছিলো সে এখনি স্যামকে গিলে খেয়ে ফেলবে। স্যাম এই বিষয়ে গুরুত্ব না দিয়ে চলতে লাগলো।
* * * * *
অডিটোরিয়ামের মধ্যে এলেক্স এবং তার টিমের সদস্যরা বসে আছে পাশাপাশি। তাদের মতো আরো অনেক টিমের স্টুডেন্টরা একত্র হয়েছে অডিটোরিয়ামের মধ্যে। এখানে উপস্থিত হওয়া সকলেই তাদের টিমের রেজাল্ট দেখে এসেছে। যারা তৃতীয় রাউন্ডে উঠতে পেরেছে এমনকি যারা উঠতে পারে নি তাদের সবাই এক এক করে অডিটোরিয়ামের মধ্যে চলে আসছে। প্রতিটা স্টুডেন্টদের সুযোগ এখনো হারিয়ে যায় নি। যাদের টিম তৃতীয় রাউন্ডে উঠতে পারে নি তারা চাইলেই অন্য একটা টিমের মধ্যে প্রবেশ করে তৃতীয় রাউন্ডে প্রবেশ করতে পারবে। এজন্য অনেকেই চেষ্টা করে যাচ্ছে কোনো ভালো একটা টিমের মধ্যে প্রবেশ করতে।
-->> আমি আজকে অনেক ক্লান্ত। টিম লিডারের কাজ এতো কষ্টকর হবে প্রথমে জানলে আমি কখনো এই পদ নিতাম না। (মাইরা)
মাইরা দীর্ঘ একটা নিশ্বাস ছেড়ে বললো। সেই সকাল থেকে ডোর্ম থেকে বের হওয়ার পর থেকেই এই পর্যন্ত শত শত স্টুডেন্ট মাইরাকে প্রপোজাল দিয়েছে। অবশ্য সেটা ভালোবাসার প্রপোজাল নয় বরং তাদেরকে মাইরার টিমে এড করার প্রপোজাল। তাদের কথা গুলো এরকম।
-->> আমি সহ তুমি ভালো করেই জানো যে তোমার টিমের বাকিদের নিয়ে তুমি তৃতীয় রাউন্ডে দাঁড়াতে পারবে না। তাই আমাকে তোমার টিমে প্রবেশের সুযোগ দাও।
-->> তোমার মতো সুন্দরীকে এসব বাচ্চাদের সাথে মানায় না। তুমি বরং আমার মতো হ্যান্ডসাম ছেলেকে তোমার টিমে নিয়ে নাও।
-->> প্লিজ আমাকে তোমাদের টিমে নিয়ে নাও। আমি একজন B র্যাংকের মানা ইউজার সাথে আইস এট্রিবিউট রয়েছে আমার।
-->> আমার কাছে লাইটনিং এট্রিবিউট আছে আমি আশা করছি আমাকে তোমাদের টিমে নিলে বেশ সাহায্য পাবে।
-->> আমার বাবা এই কিংডমের একজন ভিসকাউন্ট, তাই আমি আদেশ করছি তোমাকে তোমার টিমে আমাকে নিতে।
এরকম আরো নানান মানুষের নানান রকম কথা শুনতে শুনতে মাইরা ক্লান্ত হয়ে গেছে। তার মাথাও ব্যথা করতে শুরু হয়েছে।
-->> মাইরা আমার মনে হয় সামনের রাউন্ডে ফাইটিং বিষয়ক কিছু একটা থাকবে, তোমার কি আমাদের কাউকে বাদ দিয়ে শক্তিশালী কাউকে সিলেক্ট করা উচিত না? (ডুফেস)
ডুফেসের কথাটা শুনে মাইরা সবার দিকে তাকালো।
-->> ডুফেস ঠিক বলেছে, যেহেতু তুমি আমাদের টিমের লিডার তাই তোমার সিদ্ধান্তই সর্বোচ্চ এই টিমে। যদি তুমি কাউকে এড করতে চাও তাহলে সেটায় আমাদের কোনো আপত্তি নেই। (জেয়াব)
-->> গাইস, আমরা মেফাস থেকে একসাথে এখানে এসেছি এবং আশা করছি একসাথেই পুরো টাওয়ারে থাকবো। যতই দুর্বল হই না কেনো আমরা একসাথে থাকলে আমাদের ভিতরের বিশ্বাসকে কেউ ভাঙতে পারবে না। (মাইরা)
-->> মাইরা এটা বন্ধুত্ব কিংবা বিশ্বাসের কোনো কথা নয়। তুমি আমাদের টিমের লিডার, একসময়ে তোমাকে সবচেয়ে কোল্ড সিদ্ধান্তও নিতে হবে আমাদের জন্য, তাই তোমার ব্যাপারটা ভেবে দেখা উচিত। এমনিতেও আমাদের টিমের আমরা দুজন হিলার তেমন কাজের না। একটা ভালো হিলার নিতে পারলে আরো একজন মানা কিংবা অউরা ইউজার চলে আসবে আমাদের টিমে। (এনরি)
একটা টিমে মাত্র দশজন স্টুডেন্ট থাকতে পারবে। টিম লিডার ব্যতিত বাকি নয়জনই চেঞ্জ হতে পারবে। অন্যান্য টিমের লিডার ব্যতীত তাদের বাকি নয় স্টুডেন্টকে নিতে পারবে যেকোনো টিম। তবে এটা শুধু তৃতীয় রাউন্ডে যারা উঠেছে তাদের জন্য। মাইরা কি বলবে এখানে বুঝতে পারছিলো না। সে নিজেই কনফিডেন্স ছিলো না। একটু পূর্বে সবার সাথে নিজেদের বিশাল জয় নিয়ে আনন্দ করলেও সে ভালো করে জানে সেটা ভাগ্য ছাড়া আর কিছুই ছিলো না। তবে সামনে তাদের সাথে ভাগ্য থাকলেও তেমন কাজে দিবে না। মাইরা এলেক্সের দিকে তাকালো, এলেক্স কিছু বলছিলো না তবে নিজের দিকে মাইরার তাকানো দেখতে পেয়ে সে বুঝতে পারলো তার এখানে কিছু বলার রয়েছে।
-->> আমার মনে হয় আমরা যেভাবে আছি সেভাবেই অনেক ভালো আছি। আর তাছাড়া আমি টাওয়ারে প্রবেশের পর কিছু স্পেশাল ট্রেনিং করেছি, যেগুলো তোমরা করলে আমি নিশ্চিত তৃতীয় রাউন্ডে সবাই অনেক ভালো করতে পারবে। (এলেক্স)
এলেক্সের কথায় সবাই চুপ হয়ে গেলো। তারা একটু পূর্বে প্রথম এবং দ্বিতীয় টেস্ট নিয়ে কথা বলেছে তাই তাদের মধ্যে সেটা নিয়ে আর কোনো কথা বাকি নেই। একটু পূর্বে সবাই আনন্দিত ছিলো। সকালে সবার প্রথমে যখন ডুফেস এবং জেয়াব তাদের টিমের স্থানকে অনেক অনেক উপরে দেখতে পায় তখন তারা নিজেদের চোখ কে বিশ্বাস করতে পারে নি, তবে এলেক্স কিছুটা বিষয় ক্লিয়ার করার জন্য তারা এলেক্সকে নিয়ে ততটা ভাবছিলো না।
-->> আমি একটা ড্যানজনে প্রবেশ করেছিলাম যেখান অনেক গুলো গোল্ড এবং সিলভার কয়েন পেয়েছিলাম। (এলেক্স)
এটাই ছিলো এলেক্সের কথা। এই কথাটা শুনে সবাই বুঝতে পারলো এটা শুধু ভাগ্যের লীলাখেলা ছাড়া আর কিছু ছিলো না। দ্বিতীয় টেস্টে সবাইকে অবাক করেছিলো। তাদের টিমের দুই একজন ভালো করলেও তাদের পয়েন্ট এতো বেশী হওয়ার কথা ছিলো না কখনোই। বিশেষ করে সবার দ্বিতীয় রাউন্ডে পয়েন্টের হিসাবে সবার টপে থাকার কথা ছিলো না তাদের।
-->> আমি বুঝতে পারছি না, আমি তো ভেবেছিলাম আমি ফেইল করবো তাহলে এতো পয়েন্ট আমরা কিভাবে পেলাম দ্বিতীয় রাউন্ডে? (জেয়াব)
-->> আমার চোখের সামনে দিয়ে সব উত্তর গুলো দিচ্ছিলো আমার হাত, আমি বুঝতেই পারি নি কি হচ্ছিলো। সব কিছু বোঝার পূর্বেই আমার পরীক্ষা শেষ। (ডুফেস)
ডুফেসের সেই কথাটা শুনে তখন সবাই তার দিকে তাকিয়েছিলো। এলেক্স বাদে সবার সাথে এই একই জিনিসই হয়েছিলো। তাই সবাই একটু কনফিউশানে ছিলো। তবে এলিন তার উত্তর পেয়ে গিয়েছিলো, তাই সে বেশী সারপ্রাইজড হয় নি। এগুলো একটু পূর্বের কথা বার্তা ছিলো। এখন সবাই চুপ হয়ে আছে। যেহেতু এলেক্স বলেছে সে তাদেরকে একটা ট্রেনিং মেথড বলবে তাই সেটা দেখার অপেক্ষায় ছিলো সবাই। তাছাড়া অডিটোরিয়ামের অন্যান্য ছেলে মেয়েদের কথাবার্তা শেষ হচ্ছিলো না। তবে তাদের কথায় ইতি ঘটিয়ে দিলো বেশ কিছু শিক্ষকের এন্ট্রি। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এমনকি সকল ক্লাসের শিক্ষক উপস্থিত হয়েছে সেখানে। প্রথমে প্রিন্সিপাল তার লেকচার দিতে লাগলো,
-->> লেডিস এন্ড জেন্টেলম্যানস আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আজকে আমাদের একাডেমির জন্য অনেক ভালো একটা দিন। মূলত আজ বলা যাচ্ছে না বরং কাল আমাদের একাডেমির জন্য ভালো একটা দিন, অবশ্য আজকেও ভালো দিন। যাইহোক আসল কথায় আসি, তোমরা অনেকে গতকাল ভাইস প্রিন্সিপালের থেকে কিছু ইন্টারেস্টিং কথা শুনেছো কিন্তু এখনো জানো না সেটা কি। তোমাদের কৌতূহলকে আরো বৃদ্ধি করার জন্য আমি বলতে যাচ্ছি যে আগামীকাল আমাদের টুর্নামেন্টের তৃতীয় এবং শেষ রাউন্ড শুরু হতে যাচ্ছে। এবং এই ফাইনাল রাউন্ডে আমাদের একাডেমির মধ্যে বিশেষ কিছু গেস্ট আসবে। আমাদের ব্লু কিংডমের সকল নোবেল সেদিন উপস্থিত থাকবে বিশেষ গেস্ট হিসেবে। তাছাড়াও আমাদের কিছু স্পেশাল গেস্ট থাকবে, যারা রেড এবং সিকরেট কিংডম থেকে আসবে। এবং আমাদের কিংডমের কিং উপস্তিত থাকবে যে আমাদের প্রধান গেস্ট হবে। তাই আমি চাই সকল টিম তাদের সর্বোচ্চ চেষ্টা করবে তৃতীয় রাউন্ডে। কারন এটা তোমাদের জন্য অনেক বড় সুযোগ হবে। কোনো স্টুডেন্ট তাদের শক্তি কাল দেখাতে পারলে বড় বড় ফ্যামিলির নজরে পরবে, এমনো হতে পারে তোমরা তাদের থেকে জবের নিয়োগও পেতে পারো। (প্রিন্সিপাল)
প্রিন্সিপাল আরো কিছু বলতে যাচ্ছি কিন্তু তার কথার মাঝেই ভাইস প্রিন্সিপাল তার মুখ খুললো। সম্পর্কে তিনি প্রিন্সিপালের স্ত্রী হওয়ার কারনে প্রিন্সিপাল তাকে কিছু করতে পারে না বরং অনেকটা ভয় করে।
-->> স্টুডেন্টস অনেক হয়েছে আমাদের প্রিন্সিপালের কথা। আমি মূল বিষয়ে আসি। তোমাদের সবাইকে শুভেচ্ছা যারা তৃতীয় রাউন্ডে উঠতে পেরেছে এবং দুঃখিত প্রকাশ করছি যারা উঠতে পারে নি। তবে চিন্তার কোনো কারন নেই। যেহেতু ২১২ টা টিম তৃতীয় রাউন্ডে যেহেতু উঠতে পেরেছে তাই যারা উঠতে পারে নি তাদের এখনো সময় আছে। হয়তো টিম আকারে নয় তবে প্রথম রাউন্ডে অনেকে গুরুতর আহত হয়েছে অনেক টিমেরই তাই তোমাদের সেসব টিমে প্রবেশের সুযোগ রয়েছে। তারপরও হতাশ হওয়ার কোনো বিষয় না এটা, কারন আমাদের একটাই ইভেন্ট হয় এমন নয়। সামনে তোমরা আরো সুযোগ পাবে। (ভাইস প্রিন্সিপাল)
ভাই প্রিন্সিপাল তার পাশে থাকা একটা শিক্ষকের কাছ থেকে একটা পেপার নিলো এবং আবারো কথা বলতে লাগলো।
-->> তোমাদের ২১২ টিম তৃতীয় রাউন্ডে অংশ নিবে, যাদের প্রতি টিমের লিডারের কাছে আমরা দশটা করে ব্যাজ দিয়ে দিবো। লিডার যাদেরকে নিয়ে টিম বানাবে তাদের হাতে একটা রেখে বাকি নয়টা তুলে দিবে। প্রতিটা টিম কাল তাদের ব্যাজ নিয়ে উপস্থিত হবে আমাদের ট্রেনিং গ্রাউন্ডে। এখানে একটা কথা বলে রাখি, যদি কোনো টিমের উপরে অন্যরা এট্যাক করে কিংবা এই ব্যাজ চুরি করার চেষ্টা করে তাহলে সেসব স্টুডেন্টদের একাডেমি সহ টাওয়ার থেকেই বের করে দেওয়া হবে। তাই কেউ যদি সেই ব্যাজ পেতে চাও তাহলে যেকোনো এক লিডারকে মানিয়ে নিয়ে তাদের টিমে প্রবেশ করতে হবে। (ভাইস প্রিন্সিপাল)
-->> তৃতীয় রাউন্ড নিয়ে আমি আগেই কথা বলবো না। প্রথমে প্রথম এবং দ্বিতীয় রাউন্ড নিয়েই কথা বলি। যে তিনটা টিম প্রথম এবং যে তিনটা টিম দ্বিতীয় রাউন্ডে র্যাংকিং এ সবচেয়ে উপরে রয়েছে তারা কিছু স্পেশাল সুবিধা পাবে যা অন্য কোনো টিমই পাবে না। প্রথম রাউন্ডে ফার্ষ্ট হয়েছে টিম স্যাম, দ্বিতীয় হয়েছে টিম সিজার, তৃতীয় হয়েছে টিম এফরো। প্রথম রাউন্ডে র্যাংকিং এ টপ থ্রিতে থাকার কারনে এই তিনটা টিম বাকিদের থেকে বেশ কিছু সুবিধা পাবে। অন্যদিকে দ্বিতীয় রাউন্ডে প্রথম হয়েছে টিম মাইরা, দ্বিতীয় হয়েছে টিম হেয়া এবং তৃতীয় হয়েছে টিম স্যাম। দ্বিতীয় রাউন্ডে টপ থ্রিতে থাকার কারনে বাকি টিম গুলোর থেকে এরা আলাদা কিছু সুবিধা পাবে। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপাল আবারো একটু থেমে নিলো।
-->> এবার আশা যাক তৃতীয় রাউন্ড নিয়ে। তৃতীয় রাউন্ডের নাম রাখা হয়েছে "টিম ব্যাটেল"। এই রাউন্ডে প্রতিটা টিমকে তাদের টিম নিয়ে অন্যান্য টিমের সাথে ফাইট করতে হবে। তৃতীয় রাউন্ডকে চার ভাগে ভাগ করা হবে। প্রথম ভাগে একটা টিম মাত্র একটা টিম ব্যাটেলে অংশ গ্রহন করতে পারবে। এতে করে ২১২ টা টিমের মধ্য থেকে অর্ধেক টিম যারা হেরে যাবে তারা তৃতীয় রাউন্ড থেকে বাতিল হয়ে যাবে। এরপর দ্বিতীয় ভাগে অংশ নিবে প্রথম ভাগে জয়ী টিম গুলো। দ্বিতীয় ভাগেও প্রত্যেক টিম একটা টিম ব্যাটেলে অংশ নিতে পারবে। পূর্বের মতোই দ্বিতীয় ভাগে জয়ী ব্যক্তিরা তৃতীয় ভাগে প্রবেশ করবে। এই ভাগেও প্রতিটা টিম একটা করে টিম ব্যাটেলে অংশ নিতে পারবে এবং জয়ী টিম গুলো চতুর্থ ভাগে প্রবেশ করবে। এখানেই পূর্বের নিয়ম গুলো চেঞ্জ হবে এবং নতুন কিছু নিয়ম ঘোষনা দেওয়া হবে, যা কালকেই সবাই দেখতে পারবে। (ভাইস প্রিন্সিপাল)
-->> ও একটা কথা, সবার কাছে প্রশ্ন থাকতে পারে এতো গুলো টিম ব্যাটেল ম্যাচ একদিনে কিভাবে সম্ভব? আসলেই সেটা সম্ভব হবে না, তাই আমরা শেষ রাউন্ডের প্রথম তিন ভাগ কালকেই শেষ করে দিবো এবং আগামী পরশুদিন চতুর্থ ভাগ শেষ করে দিবো। (ভাইস প্রিন্সিপাল)
ভাইস প্রিন্সিপাল এখন চুপ হয়ে গেলো। সে তার কথা গুলো শেষ করে দিয়েছে। সকল স্টুডেন্ট মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিলো। হঠাৎ আবারো প্রিন্সিপাল তার মুখ খুললো,
-->> আমি একটা বিষয়ে সবাইকে সতর্ক করি, কালকে যেহেতু স্পেশাল কিছু গেস্ট আসবে বাইরের কিংডম থেকে তাই আমি চাইবো সবার ব্যবহার সঠিক রাখতে। যারা তৃতীয় রাউন্ডে অংশগ্রহন করতে পারবে না তারা সবাই দর্শক হয়ে পুরো রাউন্ডকে ইনজয় করতে পারবে। তাছাড়াও অংশগ্রহনকারী টিমদের উপরে বাজি ধরেও অনেক টাকা উপার্জন করতে পারবে। (প্রিন্সিপাল)
প্রিন্সিপালের কথার সাথে সাথে তার স্ত্রী মানে ভাইস প্রিন্সিপাল তার মাথার উপরে একটা পান্স দিলো।
-->> কতবার বলেছি স্টুডেন্টদের এসব বিষয়ে উৎসাহ না দিতে। (ভাইস প্রিন্সিপাল)
* * * * *
পুরো অডিটোরিয়াম খালি হয়ে গিয়েছে। সব শিক্ষক এবং স্টুডেন্ট এক এক করে বেরিয়ে গিয়েছে। তবে সবার বের হওয়ার একটু পরেই দশজন স্টুডেন্ট প্রবেশ করেছে আবারো অডিটোরিয়ামের মধ্যে। সঠিক ভাবে বললে বলা যায় এগারো জন। একজনকে এলেক্স বাদে কেউ দেখতে পারে না, তবে সে সব সময় তাদের আশেপাশ দিয়েই উড়ে বেড়ায়। যেখানে দাঁড়িয়ে শিক্ষকরা লেকচার দিচ্ছিলো সেটা অনেকটা জায়গা নিয়ে তৈরী। এলেক্স তার টিমের নয়জনের সামনে এসে দাঁড়ালো,
-->> তাহলে আমাদের স্পেশাল ট্রেনিংটা শুরু করা যাক। প্রথমে ডুফেস, জেয়াব এবং হ্যারি এক পাশে চলে আসো। এরপর এবা, জেবা, এলিন এবং মাইরা এক পাশে দাঁড়াও। এবং সবশেষে এনরি এবং স্নেরা এক পাশে চলে যাও। (এলেক্সের)
এলেক্সের কথা মতো তিন এনার্জি ইউজার আলাদা হয়ে গেলো। মানা ইউজার তিনজন তার ডান পাশ, অউরা ইউজার চারজন তার বাম পাশে এবং প্রাণ এনার্জি ইউজার দুজন তার সামনে দাঁড়ালো।
-->> আমি জানি না এটা তোমাদের সাহায্যে আসবে কিনা, তবে এটা আমাকে অনেকটা শক্তিশালী করেছে। তাই আমি আশা করছি তোমাদেরকেও এটা অনেকটা সাহায্য করবে। (এলেক্স)
এলেক্স একটু থামলো, সে প্রথমে তাদেরকে স্পেশাল একটা ট্রেনিং শেখাতে চাচ্ছিলো তবে তার পূর্বে তার আরেকটা কথা মনে পরে গেলো।
-->> তোমাদের পছন্দের আইটেম গুলোও আমার কাছে দাও, আমি কিছু নতুনত্ব যোগ করে দিবো সেগুলোতে। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।