#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৭১
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(রাতের সময়)
জ্যাক ট্রেনিং করছিলো পুকুরের মধ্যে। পূর্বের মতোই সে পুকুরের মধ্যে গাছের কান্ডকে গেঁড়ে নিয়েছে এবং পানির মধ্যে থেকে গাছের কান্ডকে পান্স মেরে যাচ্ছে। দুই থেকে তিন ঘন্টা হয়েছে সে শুধু পান্স মেরেই যাচ্ছে। হাতের অবস্থা দেখার মতো নয়, প্রথম প্রথম ভয় থাকলেও একবার শুরু করার পর জ্যাক আর থামতে চাচ্ছে না। হাত থেকে ব্লাড পরছিলো পানির মধ্যে যা তার আশে পাশের জায়গাকে লাল করে দিয়েছে। অনেকটা হাঁপিয়ে গিয়েছে। এতোক্ষন তার হাতে ব্যথা না করলেও সে একটু রেস্ট নেওয়ার জন্য থামলো। থামার সাথে সাথে তার হাতে ব্যথা হতে শুরু করলো। ব্লিডিং অনেক।
"সুপার হিলিং"
জ্যাক তার এবিলিটি ব্যবহার করে পানির উপরে চিৎ হয়ে শুয়ে পরলো। সে জানে না তবে তার কাছে কেনো জানি এই পানির মধ্যে শুয়ে থাকতে অনেক ভালো লাগে। অবশ্য এক সময়ে ওয়াটার কন্সটেলেশন থাকার কারনে পানি ভালো লাগার বিষয়টা স্বাভাবিক, তবে জ্যাকের কাছে এই পানিটা স্বাভাবিকের থেকে অন্যরকম মনে হয়। বিশেষ করে রাতের সময়। তার কাছে মনে হয় এখানে থাকলে তার আর কোনো খাবারেরও প্রয়োজন হয় না। বরং এমনি এমনি তার পেট ফুল হয়ে যায়। অবশ্য এটা অনেক বাজে একটা থিওরি ছিলো তবে জ্যাক এরকমই মনে করছে এখন। আকাশের চাঁদটা বিশাল দেখা যাচ্ছে। চাঁদের আলোতে পানির নীল দেখা যাচ্ছিলো। জ্যাক একটু সময়ের জন্য তার চোখটা বন্ধ করলো এবং আশেপাশের সৌন্দর্য অনুভব করার চেষ্টা করতে লাগলো, তবে সে যে কখন ঘুমিয়ে গিয়েছে সেটা সে নিজেও জানে না।
পুকুরে ঝর্ণার উপরে ডোয়ার্ক মল্ট দাঁড়িয়ে ছিলো। নিচ থেকে সেখানে তাকালেও কিছু দেখা যায় না। তাই জ্যাকও তাকে দেখতে পারলো না।
-->> শুধু একবার চি এনার্জিটাকে ব্যবহার করতে শেখাতে পারলেই আমি এই জীবন থেকে মুক্ত হতে পারবো। (ডোয়ার্ক মল্ট)
মল্ট সেখান থেকে লাফ দিলো এবং সোজা জ্যাকের বুকের উপরে পা দিলো। এতো উপর থেকে কেউ কারো উপরে পরলে অবশ্যই নিচের জনের কয়েকটা হাড় ভেঙে যাওয়ার কথা, তবে প্রথম দিকে মল্ট অনেক স্পিডে পরলেও একদম জ্যাকের বুক স্পর্শ করার পূর্বে তার স্পিড একদম কচ্ছপের মতো হয়ে গেলো। মল্ট জ্যাকের উপরে একদম আস্তে করে পরলো যাতে পানির একটা বিন্দুও কাঁপলো না। এবার জ্যাকের বুকের উপরেই দাঁড়িয়ে সে তাদের দুজনের চারিদিকে চি এনার্জি সংগ্রহ করতে লাগলো। নিজের শরীরে থেকে কিছুটা চি এনার্জি সে বের করলো এবং সেটা জ্যাকের চারিদিকে ছেড়ে দিলো। চি এনার্জির মানটা এতো বেশী ছিলো যে তা জ্যাকের চারিদিকে একটা হলুদ ধোঁয়ার মতো তৈরী করেছে। এবার সেখান থেকে মল্ট টেলিপোর্ট হয়ে গেলো। কোথায় গেলো সেটা মল্ট ব্যতীত আর কেউ জানে না।
* * * * *
(আন্ডারগ্রাউন্ড ড্যানজন)
ডোয়ার্ক মল্টের পঁচিশতম ফ্লোরের বিশাল পাহাড়ের উপরে যে বাড়ি রয়েছ তার নিচেই একটা আন্ডারগ্রাউন্ড ড্যানজন রয়েছে। যেটা বিশাল বড় একটা ড্যানজন। মূলত সেটাকে একটা ভুলভুলাইয়াও বলা যেতে পারে। কারন সেখানে ছয় মাসের বেশী সময় হয়েছে মাস্ক পার্টির মেয়েরা প্রবেশ করেছে তবে এখনো বের হতে পারে নি। তাতেই বোঝা যাচ্ছে সেটা কতটা কঠিন ড্যানজন। ড্যানজন মূলত অনেক সহজ, যার মনস্টারের সংখ্যা অগণিত থাকলেও তাদের লেভেল অনুযায়ী মনস্টারের এট্যাক এবং ডিপেন্স অনেক কম। একজন্য তাদের হত্যা করে দ্রুত লেভেল বৃদ্ধি করা যায়। যেহেতু মেয়েরা ছেলেদের মতো সেরকম এক্সট্রিম ট্রেনিং করতে পারবে না তাই ডোয়ার্ক মল্ট তাদেরকে সবচেয়ে সহজ ভাবে শক্তিশালী হওয়ার সুযোগ দিয়েছে।
-->> আমি আর নিতে পারছি না। ছয় মাস, ছয় মাস হলো আমি গোসল করি না। এভাবে আর থাকতে পারবো না। আমরা এখানে এতো কষ্ট করছি আর ঔখানে ছেলেদের কিছু পুশ আপ দিতে হচ্ছে, তাছাড়া ছেলেদের কাছে একটা বিশাল ঝর্ণা সহ পুকুরও রয়েছে গোসলের জন্য। (ইভা)
-->> এখন কান্নাকাটি করে লাভ নেই। এই ড্যানজনে আমরা না আসলে এতো শক্তিশালী এতো কম সময়ে কিভাবে হতাম? (রোজা)
-->> কিন্তু ভাইস লিডার, আমরা এখান থেকে বের কবে হবো? আমি ইভার সাথে একমত, আমরা কোনো ছেলে না এভাবে ছয়মাস গোসল না করে আমরা থাকতে পারি কিভাবে? (রাইসা)
-->> আমি পানি কিনে নিচ্ছি গোসলের জন্য আর এভাবে না গোসল করে থাকতে পারবো না। (এলিস)
-->> তোমরা শান্ত হও। মাস্টার আমাদের বলেছে, এই ড্যানজনে থাকা সময়ে এক বিন্দু খাবার কিংবা পানি নষ্ট না করতে। কখন কি হয়ে যায় তা আমরা কিছুই জানি না। (এমিলি)
-->> হ্যাঁ, তাছাড়া আমার মনে হয় না আমাদের আর বেশীদিন এখানে হারিয়ে থাকতে হবে। পূর্বের ভুলভুলাইয়া আমরা পার করতে পেরেছি। এক জায়গা দিয়ে বার বার এখন আর ঘুরছি না। তাই আমার মনে হয় আর কয়েকদিনের মধ্যেই এই জায়গা থেকে বের হয়ে যেতে পারবো। (রোজা)
-->> বের হতে পারলেই ভালো। আমি বুঝতে পারছি না আমাদের এরকম পাগলের মতো অবস্থা দেখে ছেলেরা কি ভাববে? (ইভা)
মাস্ক পার্টির মেয়ে টিম প্রায় ড্যানজনটা ক্লিয়ার করেই যাচ্ছিলো। তারা কেউ জানে না আরো দুইদিন তাদের গতি মতো চললেই বস রুমে পৌঁছে যাবে এবং সেখান থেকে সোজা বাইরে।
* * * * *
(টাওয়ার অফ এনভি)
লেভিয়াথন তার হারিয়ে যাওয়া স্ট্রেন্থ পাওয়ার জন্য তার নিজ টাওয়ারকে সে আবারো ক্লিয়ার করার সিদ্ধান্ত নিয়েছে। এমনিতেই শক্তিশালী একটা স্পিসিজকে সে নিজের হোস্ট বানাতে পেরেছে যাতে করে তার কাছে পূর্ব থেকেই কিছুটা পাওয়ার সঞ্চয় হয়েছে। তবে এটা তার জন্য পর্যাপ্ত ছিলো না।
-->> আমাকে ডিম্যান কিং এর প্লানকে বন্ধ করতে হলে খুব দ্রুত শক্তিশালী হয়ে বাকিদের সাথে কথা বলতে হবে। (লেভিয়াথন)
যেহেতু এক্সব্লকে প্রবেশের পর সবাই তাদের পাওয়ার হারিয়ে ফেলেছে তাই সেগুলোকে আবার ফিরে পাওয়ার জন্যই টাওয়ারের অস্তিত্ব। যদিও পূর্ব পাওয়ার এখানে থেকে কেউ ফিরে পাবে না তারপরও অন্তত কিছুটা তো তাদের কাছে থাকবেই। আপাতোতো লেভিয়াথন চেষ্টা করছিলো নিজের টাওয়ারটা ক্লিয়ার করে কিছুটা শক্তি অর্জন করতে যাতে করে সে অন্য ডিম্যান প্রিন্সদের সাথে কথা বলতে পারে। সকল ডিম্যান প্রিন্স এক রকম না। কেউ আছে এসমোডিয়াসের মতো যাকে দেখলে না চাইলেও মন থেকে ফিলিংস চলে আসে আবার কেউ আছে সাটানের মতো যার সাথে কথা বলতে গেলেই ফাইট শুরু করে। তাই লেভিয়াথন সব কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছিলো।
-->> ম্যামন সব সময় ডিম্যান কিং এর উপরে সন্দেহ করতো এবং ডিম্যান কিং এর পাওয়ার কপি করারও চেষ্টা করতো। আমার প্রথমে তার কাছে যাওয়া উচিত এবং ডিম্যান কিং এর প্লানটা বলতে হবে। (লেভিয়াথন)
* * * * *
(টাওয়ার অফ গ্রিড)
অন্যদিকে টাওয়ার অফ গ্রিডের মধ্যে ডিম্যান প্রিন্স অফ গ্রিড এ.কে.এ ম্যামন তার তৈরী আজব একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে ছিলো। জায়গাটা হাঁটু পর্যন্ত পানি দিয়ে পরিপূর্ণ এবং মাঝখানে একটা জায়গার মধ্যে একটা আইটেম রয়েছে। কেউ হয়তো জানে না তবে এই জায়গাটা গ্রিড সকল কন্সটেলেশন এর এনার্জি সংগ্রহ করার জন্য ব্যবহার করে যাচ্ছে। সকল কন্সটেলেশন তাদের অ্যাভেটারকে নিজেদের পাওয়ার ব্যবহার করতে দেই। এই পাওয়ারগুলো সাধারণত কন্সটেলেশন গুলোর নিজস্ব এনার্জি যা তারা তাদের অ্যাভেটারের সাথে শেয়ার করে। ডিম্যান টাওয়ার গুলোর মধ্যে কিছু নিয়ম ছিলো, সেখানে কোনো কন্সটেলেশনের অ্যাভেটার প্রবেশ করতে পারবে না। তবে গ্রিড সেই নিয়মে কিছুটা চেঞ্জ করেছে। সে তার টাওয়ারে কন্সটেলেশনদের অ্যাভেটার প্রবেশ করাচ্ছে সেই সাথে কন্সটেলেশনদের নিজস্ব অ্যাভেটার বানাতেও দিচ্ছে। কন্সটেলেশন গুলো তাদের এনার্জি এবং পাওয়ার তাদের অ্যাভেটারের সাথে শেয়ার করার পর অ্যাভেটার গুলো সেগুলো ব্যবহার করলে তার টাওয়ার আস্তে আস্তে এবজোর্ব করতে শুরু করে। এবং এবজোর্বকৃত এনার্জি গ্রিডের এই স্পেশাল রুমের মধ্যে সংগ্রহ হয়।
-->> লোকি ভাবে সে অনেক চালাক ব্যক্তি, কিন্তু সে জানে না তার থেকেও চালাক ব্যক্তি আমি। (গ্রিড)
গ্রিডের হাতে গুঙনির ছিলো। অবশ্য এটাকে আসল গুঙনির বলা যাচ্ছে না। এটা গ্রিডের তৈরী কৃত কপি ভার্সন। যদিও এটা আসল না তারপরও এক্সব্লকের বাইরে এটা একটা ভয়ানক অস্ত্র। ডান হাতে ওডিনের স্পেয়ার গুঙনিরের কপি নিয়ে গ্রিডে এগিয়ে আসলো। এই জায়গাটার মাঝখানে এটা চোখের মতো একটা আইটেম ছিলো যা বরাবরের মতো এনার্জি এবজোর্ব করে যাচ্ছিলো। গ্রিড এমন একটা বস্তু তৈরী করছিলো যা এই পর্যন্ত কেউ করতে পারে না।
-->> এটা একবার তৈরী হয়ে গেলে ডিম্যান কিং এর থ্রোন শুধুমাত্র আমারই হবে। (গ্রিড)
গ্রিড তার হাতে থাকা গুঙনির এর কপিটা চোখের মতো আইটেমের সামনে ধরলো, যার সাথে সাথে কপি গুঙনির আস্তে আস্তে গলতে শুরু করলো। কপি গুঙনির এর মাঝে যতটুকু এনার্জি ছিলো সবটা চলে গেলো চোখের মতো দেখতে আইটেম টার মধ্যে। গ্রিড এখানেই থামলো না। সে সুযোগ বুঝে লোকির আইটেমের একটা কপি তৈরী করে নিয়েছিলো। লোকির সোর্ড যেটা লোকির ইচ্ছামতো হাজারে ডুপ্লিকেট তৈরী করতে পারে, এটাকে সঠিক ভাবে ব্যবহার করতে পারলে অনেক উপকার হবে গ্রিডের তবে তার আপাতোতো উপকারের প্রয়োজন ছিলো না। তার দরকার ছিলো এই এইটেমটার যেটা সে অনেক চেষ্টা করে তৈরী করতে যাচ্ছে।
-->> এখন শুধু ফিনিশিং টাচ্ প্রয়োজন এটার মধ্যে। (গ্রিড)
গ্রিডে আইটেমটা তুললো এবং সেটাকে তার গলার মধ্যে পরে নিলো। একটা পেনডেন্টের মতো সেটা তার গলায় পরে নিলো। এখনো সেটা পরিপূর্ণ হয় নি তাই ব্যবহার করার কথা সে ভুলেও চিন্তা করছে না। তাই গ্রিড প্রথমে সেটাকে পরিপূর্ন করার সিদ্ধান্ত নিলো। আর সেটা করতে হলে তাকে আরো একটা আইটেমের দরকার হবে যেটা সে খুব সহজেই পেয়ে যাবে।
-->> রুলার অফ ডেড হারিয়ে গেলেও তার মূল্যবান রিং টা আমার টাওয়ারেই রেখে গিয়েছে। (গ্রিড)
গ্রিডের হাতে একটা মোবাইল নিলো যার ভিতরে সে জ্যাকের ছবি দেখতে লাগলো। জ্যাকের চেহারা নয় বরং জ্যাকের হাতের রিং এর দিকে তাকিয়ে ছিলো গ্রিড।
* * * * *
সকালে,
জ্যাক তার গভীর ঘুম থেকে সকালে উঠলো। উঠেই প্রথমে চারপাশের পরিবেশ দেখতে লাগলো। সে শুয়ে ছিলো পানির উপরে চিৎ হয়ে। সে পানি থেকে উঠার সিদ্ধান্ত নিলো, তবে উঠতে গিয়ে অবাক হয়ে গেলো। যেখানে সে দাঁড়িয়ে ছিলো সেখানে বুক পর্যন্ত পানি থাকার কথা ছিলো কিন্তু সেখানে জ্যাকের হাঁটু পর্যন্ত পানি আছে এখন।
-->> সারা রাত কি আমি পানি খেয়েছি? (জ্যাক)
জ্যাক প্রথমে খেয়াল না করলেও এখন তার পেটের দিকে তাকালো। তার পেট অনেক গোল হয়ে ফুলে ছিলো। এমন মনে হচ্ছিলো তার পেটে দশ থেকে বিশটার মতো বাচ্চা রয়েছে।
-->> আমার মনে হচ্ছে আমি যে কোনো সময়ে ব্লাস্ট হয়ে যাবো। (জ্যাক)
জ্যাকের পেট বিশাল হয়ে ফুলে ছিলো। শুধু যে তার পেট ফুলেছিলো এমন নয় তার পুরো শরীরই ফুলে গিয়েছে। এমন মনে হচ্ছিলো সে এক রাতেই এক টন ওজন বৃদ্ধি করে ফেলেছে।
-->> আমি আমার শরীরকে ফিট করতে চাচ্ছিলাম কিন্তু এখন এটা কি হলো? (জ্যাক)
জ্যাকের মাথায় কাজ করছিলো না তার সাথে কি হয়েছে। প্রথমত সে এরকম অবস্থা পূর্বে কারো সাথে দেখে নি। তার উপরে কোনো ম্যাজিক কিংবা স্পেল ব্যবহার করা হয়েছে কিনা এটাও জ্যাক বুঝতে পারছে না। শুধু একটা জিনিস বুঝতে পারছিলো সে এই অবস্থা নিয়ে বাকিদের সামনে যেতে পারবে না।
-->> আমাকে ফরেস্টের মধ্যে যেতে হবে। (জ্যাক)
জ্যাক পানির মধ্য দিয়ে হাঁটতে শুরু করলো। প্রথমে তার মনে হয়েছিলো তার শরীরের ওজন নিয়ে সহজে হাটা চলা করতে পারবে না তবে জ্যাকের মনে পরলো সে প্রায় ৯৫০ কেজির সমান গ্রাভিটি ফোর্স নিজের শরীরের উপরে নিয়ে ট্রেনিং করেছে তাই এটা তো কিছুই না।
-->> মনে হচ্ছে ৩০০-৪০০ কেজি ওজন বৃদ্ধি পেয়েছে আমার শরীরে। (জ্যাক)
জ্যাক গ্রাভিটি ট্রেনিল এর ফলে খুব সহজেই বুঝতে পারলো তার বৃদ্ধি কৃত ওজনের মাত্রা কতটুকু। যেহেতু তার হাঁটতে চলতে কোনো সমস্যা হচ্ছিলো না তাই সেই বিষয়ে সে চিন্তা মুক্ত হলো। কিন্তু একটা বিষয় সে কোনো ভাবেই বুঝতে পারলো না। সেটা হলো এই ওজন কমাবে কিভাবে?
-->> আমি যদি জানতাম কিভাবে আমার শরীরে এতো ফ্যাট জমা হয়েছে তাহলে সহজ হয়ে যেতো আমার জন্য সেটা রিমুভ করতে। (জ্যাক)
জ্যাক হাঁটতে হাঁটতে ফরেস্টের মধ্যে ঢুকে গেলো। প্রথমেই সে অনেক ক্ষুধার্ত ছিলো তাই স্টোর থেকে গোল্ড কয়েন দিয়ে কয়েকটা স্যান্ডুয়েজ কিনে নিলো। কিনো খেতে যাবে তখনি জ্যাক তার পেটের দিকে তাকালো। এতোক্ষনে ফোলা মনে হচ্ছি কিন্তু জ্যাকের নজরে এখন একটা বিশাল ভূড়ি ভাসছিলো।
-->> এটা খেলে আমি আরো মোটা হয়ে যাবো। (জ্যাক)
জ্যাক তার খাবারকে তার স্পেস ব্রেসলেটের মধ্যে রেখে দিলো। মসা অবস্থায় থাকার কারনে সে তার পেটকে অনেক ভালো ভাবে দেখতে পারছিলো। জ্যাক তার হাত দিয়ে তার ভূড়ি হাতাতে লাগলো। এটা কোনো আর্টিফিশিয়াল ভাবেও তৈরী নয়। হাত দিলে পুরো বাস্তব মনে হচ্ছিলো সেটাকে। এবার জ্যাক তার দুই গালে দুই হাত দিয়ে থাপ্পর দিলো। মাস্ক খুলে মাত্র এখানে বসেছিলো তাই তার ফোলা ফোলা দুটো গাল থাপ্পর খেয়ে একদম লাল হয়ে গেলো।
-->> না আমাকে আমার ওজন কমাতে হবে। (জ্যাক)
জ্যাক সাথে সাথেই সেখানে পুশ আপ দিতে শুরু করলো। প্রথমে একশোটা দুই হাতে এবং এরপর একশোটা ডান হাত দিয়ে এবং এরপর একশোটা শুধু বাম হাত দিয়ে। পুশ আপ শেষ করে জ্যাক গাছের বিশাল একটা কান্ডকে ঘাড়ের উপরে নিয়ে সিট আপ দিতে শুরু করলো। একটা গাছের উপর থেকে ডোয়ার্ক মল্ট জ্যাকের ট্রেনিং দেখছিলো। না মূলত ডোয়ার্ক মল্ট জ্যাকের শরীরকে দেখছিলো।
"আমি ভেবেছিলাম সবটা চি এনার্জি এবজোর্ব করে নিবে জ্যাক, কিন্তু মনে হচ্ছে এস এনার্জি এবং চি এনার্জির সাথে মুন এনার্জি এবজোর্ব করার কারনে জ্যাকের শরীরের গ্রোথ অনেক কম সময়ে বেশী বৃদ্ধি পেয়েছে। এরকম ভুল আর করা যাবে না। আরো একদিন এরকম হলে হয়তো আমি মারা যাওয়ার পূর্বেই আমার স্টুডেন্ট মারা যাবে।" (মল্ট ভাবছে)
মল্ট কোনো রকম শব্দ না করে উপর থেকে জ্যাককে দেখে সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। যাওয়ার পূর্বে একটা নোট ফেলে রেখেছিলো যা উড়তে উড়তে জ্যাকের কাছে চলে আসলো। জ্যাক সিট আপ দেওয়া নিয়ে ব্যস্ত ছিলো। তার ঠিক মুখের সামনে একটা কাগজ উড়ে এসে পরলো। জ্যাক তার কাঁধের গাছের কান্ডটা ফেলে দিলো এবং কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করলো। কাগজে লেখা ছিলো,
"সবগুলো এবিলিটি ব্যবহার করার চেষ্টা করো একসাথে।"
এটা জ্যাকের মাস্টারের লেখা ছিলো। জ্যাক লেখাটা দেখে বুঝতে পারলো তার মাস্টার এখানে ছিলো,
-->> তাহলে মাস্টার জানে আমি এরকম কেনো হয়েছি। যায়হোক আমার মনে হয় এটা ভালো একটা বিষয়। আমার এবিলিটি ব্যবহার করলে আমার স্ট্যামেনা ব্যবহার হয়। আর স্ট্যামেনার জন্য আমার ক্যালোরি প্রয়োজন হয়। (জ্যাক)
জ্যাক সময় নষ্ট না করে তার সবগুলো এবিলিটি এক এক করে একটিভ করতে শুরু করলো।
"সুপার হিউম্যান স্ট্রেন্থ"
"ইনভিসিবল"
"সুপার স্পিড"
"গোস্ট মুড"
জ্যাক তার গোস্ট মুড একটিভ করতে যাচ্ছিলো তাতেই তার পূর্ব এবিলিটি একা একা ক্যান্সেল হয়ে গেলো।
-->> তিনটায় আমার সর্বোচ্চ লিমিট। (জ্যাক)
তারপরও জ্যাক হার মানতো না। সে একের পর এক এবিলিটি ব্যবহার করতে শুরু করলো। যা একটু একটু করে তাকে সাহায্য করছিলো।
বাহাত্তর ঘন্টা পর,
জ্যাকের শরীরের মধ্যে আর একটুও স্ট্রেন্থ বলতে কোনো জিনিস অবশিষ্ট নেই। সে চাইলেও আর নিজের শরীরকে নারাতে পারছিলো না। তিন দিন ধরে সে একের পর এক এবিলিটি ব্যবহার করেই যাচ্ছিলো যা প্রথম দিকে অনেক বিরক্তকর হলেও জ্যাক তার অনেকটা ওজন কমিয়ে নিতে পেরেছে। এখন তার শরীর আর পূর্বের মতো ততোটা ফোলা নেই।
-->> মনে হচ্ছে ১০০-২০০ কেজি ওজন হারিয়ে ফেলেছি তিনদিনে। (জ্যাক)
জ্যাক মনে করছে তার এবিলিটি ব্যবহারে তার ওজন কমে যাচ্ছে তবে এমন কোনো বিষয় না। আসলে জ্যাকের শরীরে সেদিনের রাতে পুকুরে থাকার কারনে পরিমাণের চেয়ে অনেক বেশী পরিমানের এনার্জি প্রবেশ করেছিলো। সারা শরীরের তিন ধরনের এনার্জির প্রক্রিয়ায় অনেক দ্রুত শরীর বৃদ্ধি পায়। জ্যাক সঠিক করে জানেনা এই এনার্জিটার কাজ কি, তবে ডোয়ার্ক মল্ট ভালো করেই জানে। এজন্যই তে জ্যাককে পুরো স্ট্যামেনা শেষ করতে বলে দিয়েছে এবিলিটি গুলো ব্যবহার করে। কারন এখনি মুন এবং চি এনার্জি তাদের কাজ করতে শুরু করবে। হঠাৎ জ্যাকের সারা শরীরে ব্যথা অনুভব হতে লাগলো। সে বুঝতে পারলো না কি হচ্ছিলো।
-->> মাত্রই তো আমি আমার শরীরকে অনুভব করতে পারছিলাম না ক্লান্তির কারনে। কিন্তু এখন এতো ব্যথার তৈরী হলো কিভাবে? (জ্যাক)
জ্যাকের হাড়গুলো কটকট আওয়াজে ভাঙতে শুরু হয়েছে। যার প্রচন্ত ব্যথায় জ্যাক চিল্লাতে শুরু করেছে। তার চিল্লানি যাতে কেউ না শুনতে পারে এজন্য সে পাশে ছিড়ে থাকা টি-শার্টটা কোনো রকমে হাত দিয়ে টেনে মুখের মধ্যে গুঁজে রাখলো। ভাজা হাড়ে কামড় দিলে যেমন কটকট করে আওয়াজ হয় ঠিক তেমনি কটকট করে আওয়াজ করে জ্যাকের শরীরের প্রতিটা হাড় ভাঙছিলো। একটু পূর্বে জ্যাক তার হাত পা নারাচাড়া করার শক্তি পাচ্ছিলো না কিন্তু এখন ব্যথায় সে পাগল হয়ে মাটিতে রোল খাচ্ছিলো। কতক্ষন এরকম ব্যথা তার শরীরে ছিলো সেটা সে নিজেও জানে না তবে অনেক অনেক কষ্ট সে করেছে ব্যথাকে সহ্য করার জন্য।
-->> আমি আরো একবার হেল থেকে ঘুরে আসলাম। ড্রাকুলার পরে এটা আরো একবার ছিলো। আমি এরকম অভিজ্ঞতা আর ভোগ করতে চাই না। (জ্যাক)
জ্যাকের চোখ দিয়ে পানি পরছিলো। সে চিৎ হয়ে শুয়ে ছিলো। তিনদিন টানা কষ্টের পর তার শরীর আবারো পূর্বের মতো নর্মাল হয়ে গেলো। না একদম নর্মাল বললে ভুল হবে, তার শরীর মোটেও নর্মাল ছিলো না এখন। জ্যাক উঠার জন্য পাশে থাকা একটা গাছের গায়ে হাত দিলো। সে গাছের গায়ে একটু শক্ত করেই ধরেছিলো অনেকটা থাবা যেভাবে দেই সেভাবে। গাছের বাকল সহ কিছুটা অংশ জ্যাকের হাতের মধ্যে উঠে চলে আসলো।
-->> আমি কি নরম কোনো গাছে হাত দিলাম নাকি? (জ্যাক)
জ্যাক খেয়াল করলো, সেটা কোনো নরম গাছ ছিলো না। তাই সিওর হওয়ার জন্য জ্যাক কোনোরকম এনার্জি সংগ্রহ না করেই একটা পান্স মারলো গাছের গায়ে। একটা ছোট ধামাকার সাথে মোটা গাছটা ভেঙে গেলো।
-->> ও মাই ডেড। এটা কি ছিলো? (জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।