#Demon_King#
পর্ব:৯৮
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(একাডেমি)
একাডেমির টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড আজ অনুষ্ঠিত হচ্ছে। বিশাল ট্রেনিং এরিনাকে আজকের বিশাল ইভেন্টের ভেন্যু নির্ধারন করা হয়েছে। ট্রেনিং এরিনাটি অনেকটা স্টেডিয়ামের মতো। মাঝখানে গোল করে অনেক বড় একটা জায়গা এবং চারদিকে বসার জন্য গোল করে আসন তৈরী করা। আজ একাডেমির টুর্নামেন্ট দেখার জন্য তিন কিংডমের প্রধান ব্যক্তিগণ উপস্থিত হয়েছে এখানে। এক সাইডে অনেক ভিআইপি করে আসনের ব্যবস্থা করা হয়েছে যেখানে তিন রাজ্যের রয়েল ফ্যামিলির ব্যাক্তিগণ বসে আছে। সেখানে কিছু উচ্চতর লেভেলের নোবেল যেমন ডিউক বা মারকুইসও রয়েছে।
-->> আমি সবাইকে ব্লু কিংডমের মধ্যে স্বাগতম জানাচ্ছি। আমাদের মাঝে অনেক অনেক বছর যাবৎ যুদ্ধ চলছিলো, কিন্তু আপনারা যুদ্ধকে একসাইডে রেখে আমার আমন্ত্রণে যে এখানে এসেছেন তাই আমি মন থেকে অনেক আনন্দিত হয়েছি।
কথাটা ভিআইপি রুমের মধ্য থেকে ব্লু কিংডমের কিং "হোমস দ্যা এইট" বলে উঠলো। বিশাল দেহী এক ব্যক্তি যার শরীরে বয়সের ছাপ মাত্র দেখা যাচ্ছে। ব্লু কিংডমের কিং হোমস এর কথা শুনে রেড কিংডমের কিং বলে উঠলো,
-->> যেহেতু সিকরেট কিংডম এতো দিন পর টাওয়ারের ব্যাপারে নাক গলাতে শুরু করেছে, তাই আমার মনে হয় না আর আমাদের মাঝে যুদ্ধ রেখে কোনো লাভ হবে। তাছাড়া কুইন মারিয়া নিজেই এখানে এসেছে। অন্তত তাকে সম্মান দেখিয়ে আমরা কয়েক বছরের জন্য যুদ্ধকে বন্ধ রাখতে পারি।
রেড কিংডমের কিং "গালাটুস" কথাটা বলে উঠলো।
-->> আপনাদের দুজনের বয়সই বেশী হয়েছে তাই আমার মনে হয় আপনারা দুজনেই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন।
কথাটা বলে উঠলো সিকরেট কিংডমের কুইন মারিয়া। ভিআইপি রুমের মধ্যে অনেক ব্যক্তি রয়েছে। ব্লু, রেড এমনকি সিকরেট কিংডমের কিং, কুইন, ডিউক এবং মারকুইসও রয়েছে এখানে। তাদের সাথে তাদের পরিবারের সদস্যরাও এই রুমের মধ্যে উপস্থিত ছিলো। তিন কিং এবং কুইনের মাঝে কেউই কথা বলছিলো না। সবাই চুপ করে প্রধান ব্যক্তিদের কথা শুনতে ছিলো। আপাতোতো রুমের মধ্যে টেনশন ছিলো সবার মাঝেই। তিন কিংডমের প্রধান ব্যক্তিরা এখানে রয়েছে তাই কেউ কোনো ভুল করলেই একটা যুদ্ধের তৈরী হতে পারে এখানেই। তাই সবাই সতর্কতা অবলম্বন করে বসে আছে।
-->> আমাকে ক্ষমা করবেন, হয়তো আপনাদের টেস্টের মতো আয়োজন করতে পারি নি। তারপরও একাডেমি তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে সবার মন মতো করার জন্য। (হোমস)
ব্লু কিংডমের কিং হোমস কথাটা বলে উঠলো। তার কথা শেষ না হতে হতেই রুমের মধ্যে দুজন ব্যক্তি প্রবেশ করলো। তারা ব্লু কিংডমের একাডেমির প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল ছিলো।
-->> সবাইকে আমার হাম্বল একাডেমি ট্রেনিং এরিনার মধ্যে স্বাগতম। কিং হোমস, কিং গালাটুস, কুইন মারিয়া এবং সকল নোবেল ব্যক্তিদের আমি আমার তরফ থেকে স্বাগতম জানাচ্ছি। এখানের সকলেই হয়তো আমাকে চিনেন, তারপরও আমি আমার পরিচয় আবারো দিচ্ছি। আমার নাম এলফেডো এবং আমি এই একাডেমির প্রিন্সিপাল। আমার স্ত্রী একাডেমির ভাইস প্রিন্সিপাল এখন টুর্নামেন্টের বিষয়টা সবার মাঝে তুলে ধরবে। (প্রিন্সিপাল)
-->> আমি আশা করছি সবার এই টুর্নামেন্টের ফাইনাল রাউন্ড দেখতে অনেক ভালো এবং উত্তেজিত হবেন। (ভাইস প্রিন্সিপাল)
* * * * *
টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড শুরু হয়েছে। যেসকল স্টুডেন্ট তৃতীয় রাউন্ডে সিলেক্ট হয়েছে তারা সকলেই ট্রেনিং এরিনার মধ্যে দাঁড়িয়ে ছিলো। মাত্র কয়েকজন শিক্ষক সবাইকে এই রাউন্ডের নিয়ম বিস্তারিত ভাবে বিশ্লেষণ করে দিয়েছে। মূলত এই রাউন্ড হবে টিম ফাইট, যেখানে মোট চারটা ধাপ থাকবে। প্রথম ধাপের মধ্যে প্রতিটা টিম একটা করে সুযোগ পাবে ফাইট করার। যে টিম ফাইটে জয়ী হবে তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করবে। এরপর দ্বিতীয়ও ধাপেও প্রতিটা টিম একটা করে ফাইটের সুযোগ পাবে এবং যারা জয়ী হবে তারা তৃতীয় ধাপে প্রবেশের সুযোগ প্রবেশ। তৃতীয় ধাপেও একটা ফাইটে জয়ী হতে পারলে জয়ী টিম ফাইনাল ধাপে প্রবেশ করবে। প্রতি ধাপে একটা করে ফাইটে অংশ নেওয়া যাবে, এই ফাইটেরও কিছু নিয়ম কানুন রয়েছে। ফাইটের সময় একটা টিম সর্বোচ্চ দুটো প্লেয়ার পাঠাতে পারবে, তবে চাইলে একটাও পাঠাতে পারবে। এটা টিমের উপরে নির্ভর করবে। তবে একটা টিম দুইজনের বেশী স্টুডেন্ট পাঠাতে পারবে না ফাইটের জন্য। অবশ্য এখানেও কিছু সুযোগ রয়েছে প্রতিটা টিমের মধ্যে। যদি কোনো টিমের দুজন বা একজন ফাইট করতে করতে হাঁপিয়ে যায় কিংবা প্রতিপক্ষের থেকে দুর্বল হয় তাহলে তারা চাইলে নিজ টিমের আরো একজন বা দুজনের সাথে সুইচ হতে পারবে। তবে সেটা করার জন্য তাদেরকে কিছু নিয়ম ফলো করতে হবে।
প্রথমত স্টুডেন্ট সুইচ করার জন্য দুজন বা একজন যেই ফাইট করুক তাদের নিজ সেন্সে থাকতে হবে, কারন তারা নকডাউন হয়ে গেলে সেই টিম হেরে যাবে। ফাইট যেহেতু একটা গোল রিং এর মধ্যে হবে তাই তাদেরকে অবশ্যই সেই রিং এর মধ্য থেকে বের হতে হবে। এটা করতে পারলেই তাদের টিমের অন্য একজন বা দুজন ব্যক্তি রিং এর মধ্যে প্রবেশ করতে পারবে। একটা টিমের একবার সুইচ হওয়া ব্যক্তি সেই ধাপে আর ফাইট করতে পারবে না। তাই এই প্রথম ধাপ জিততে হলে একটা টিমকে অবশ্যই বিপরীত টিমের দুজনকে নক ডাউন করতে হবে যাতে তারা রিং এর বাইরে না যেতে পারে কিংবা বিপরীত টিমের দশজনকেই রিং এর বাইরে ফেলে দিতে হবে।
-->> এটা দেখে আমার অনেকটা বক্সিং এর কথা মনে পরে যাচ্ছে। (আরোহী)
প্রতিটা টিমকে আলাদা করে রাখা হয়েছে। যেহেতু এরিনাটা অনেক বড় তাই তাদেরকে আলাদা রাখতে কোনো সমস্যা হচ্ছিলো না। এক পাশে এলেক্স এবং তাদের টিম ছিলো। এলেক্স বসে ছিলো একটা বেঞ্চের উপরে আর তখনি তার উপরে হাওয়ার মধ্যে ভাসতে থাকা আরোহী কথাটা বললো। আরোহী চারিদিকে তাকিয়ে ছিলো। যদিও তেমন আয়োজন বলা চলে না, তারপরও নতুন কিছু দেখতে তার বেশ আগ্রহ জাগছে।
-->> এটাকে বক্সিং বলে না। এটা অনেকটা রেস্লিং এর মতো। তবে এখানে হাত পায়ের ব্যবহার কম করে ম্যাজিক এবং আইটেমের ব্যবহার করা হবে। (এলেক্স)
অনেক ধীরে এলেক্স কথাটা বললো। তার টিমের সবাই বসে ছিলো বেঞ্চের মধ্যে। সাধারণ সময়ে তারা সবাই নার্ভাস থাকতো কিংবা কথা নিয়ে ব্যস্ত থাকতো কিন্তু এখন তারা পুরো বদলে গিয়েছে। অবশ্য একটা জিনিস তাদের পুরো বদলে দিয়েছে। এলেক্স তাদের দিকে খেয়াল দিলো না আপাতোতো তারা নিজেদের এনার্জি সোর্চ খুঁজতে ব্যস্ত ছিলো।
-->> আমার একটা প্রশ্ন রয়েছে পেটে অনেক দিন হলো, এখানে আমি কোনো স্পেসশীপ দেখতে পাই নি এখনো। আর তোমাকেও দেখতে মোটেও পৃথিবীর মানুষের মতো না। তাহলে পৃথিবী সম্পর্কে এতো কিছু জানো কিভাবে? (আরোহী)
আরোহীর কথায় আর এলেক্স কোনো উত্তর দিলো না। আরোহী এলেক্সের উত্তরের অপেক্ষা করছিলো কিন্তু সে বুঝতে পারলো এলেক্স আর উত্তর দিবে না। তাই সে নিজের কোমরে হাত দিয়ে দাঁত করমর করতে লাগলো।
-->> ছেলেরা আসলে এমন হয় কেনো আমি বুঝি না। (আরোহী)
এতোক্ষনে সকল প্রস্তুতি শেষ। এরিনার মধ্যে ৫০ টা ছোট ছোট রিং এর ব্যবস্থা করা হয়েছে। রিং বলতে, গোল উচু একটা প্লাটফর্ম যার ব্যাসার্থ ১০ মিটার করে। এই রিং এর মধ্যে ফাইট হবে। এমনকি শুরুও হয়ে গিয়েছে। প্রতিটা টিম কাদের সাথে ফাইট করবে এটা পুরোটাই ভাগ্যের উপরে নির্ভর করছে। একটা গোল বক্সের মধ্যে ২১২ টা ব্যাজ রয়েছে যেটা এরিনার মধ্যে প্রবেশের পূর্বে প্রতিটা টিমের লিডার থেকে সংগ্রহ করে নিয়েছে শিক্ষকরা। যেহেতু ৫০ টা রিং রয়েছে তাই এক সময়ে একশত টিমই ফাইট করতে পারবে। বাকি ১১২ জনকে অপেক্ষা করতে হবে একটা রিং খালি হওয়ার জন্য। একদম মাঝখানে একটা স্টেজের মতো তৈরী করা হয়েছে যেখানে একাডেমির অধিকাংশ শিক্ষকরা দাঁড়িয়ে ছিলো লটারি বক্স নিয়ে। স্টেজের উপরে একটা বোর্ড রয়েছে বিশাল যার উপরে বক্স থেকে সদ্য বের করা একশত টিমের লিডারের ব্যাজ ঝুলে আছে। কালো গোল বক্স হওয়ার কারনে সেটা থেকে একদম র্যানডম ভাবে টিম লিডারের নাম বের হচ্ছিলো তাই কারো কোনো কমপ্লেন ছিলো না। একশত টিম পঞ্চাশটা রিং এর উপরে দাঁড়িয়ে ছিলো আর যাদের নাম এখনো লটারিতে উড়ে নি তারা সাইডে রাখা বেঞ্চের উপরে বসে অপেক্ষা করছিলো। আপাতোতো সময়ে প্রতিটা টিমের মধ্যে নার্ভাস ভাব কিংবা আগ্রহ ভাব দেখা যাচ্ছিলো। এলেক্স তার বেঞ্চে বসে সবাইকে দেখতে লাগলো।
"বেশীর ভাগ টপ টিম গুলো ফাইট করছে এখন তাই আমাদের আপাতোতো কোনো শক্তিশালী টিমের সাথে ফাইট করার কোনো চান্স আসবে না। অবশ্য সেটা ভালো হবে। আপাতোতো এলিন আর আমি বাদে মনে হয় না কেউ শক্তিশালী কোনো টিমের সাথে ফাইট করতে পারবে।" (এলেক্স ভাবছে)
এলেক্স বেশ কিছুদিন হলো লক্ষ করছে ঠিক তার মতোই একদম চুপচাপ হয়ে গিয়েছে এলিন। এমনকি ফাইটেও সে তার পুরো পাওয়ার ব্যবহার করে না। এলেক্স তার ইনফো দিয়ে দেখার চেষ্টা করলো যেখানে এলিনের লেভেল তার নিজের থেকেও অনেকটা বেশী। আর ম্যাজিকের দিক দিয়ে বললে তো আরো শক্তিশালী। তাছাড়া তার কাছে হেল ফায়ার ফিনিক্স রয়েছে যেটা আপাতোতো তার ফ্যামিলিয়ার কন্ট্রাকে আছে। সব মিলিয়ে বলা যায়,
"ঠিক আমার মতোই এলিন তার পাওয়ারকে গোপন রাখার চেষ্টা করছে।" (এলেক্স ভাবছে)
এলেক্স তার হাতের রিং এর দিকে তাকালো। তার হঠাৎ একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে পরলো।
"জিডুরী?"
এলেক্স টেলিপ্যাথিক ভাবে জিডুরীর সাথে কথা বলতে পারে। কথা বলতে পারে বললে ভুল হবে, এলেক্স যখন যা ভাবছে তার সব কিছুই জিডুরী শুনতে পারে। অবশ্য এলেক্স যদি চাই সে জিডুরীকে কিছু শুনতে দিবে না তাহলে জিডুরী কিছু শুনবে না। তবে এখন তার জিডুরীর সাথে একটা কথা বলার দরকার ছিলো?
[ওয়াও মাস্টার তো এখন অনেক ভালো একটা সময়ের মধ্যে আছেন। চারপাশে শুধু মেয়ে আর মেয়ে। মাস্টার আমি কিছু টিপস দিচ্ছি এতে করে আপনি সকল মেয়েদের মধ্যে জনপ্রিয় হয়ে যাবেন।]
"গুরুত্বপূর্ণ ব্যাপারে আসা যাক। এই টাওয়ারের মধ্যে কি কোনো আইটেম রয়েছে যেটার মধ্যে রুন ম্যাজিক বা রুন এনচান্টমেন্ট রয়েছে?"
এলেক্স জানতে চাচ্ছিলো বিষয়টা কারন সে এখনো সিওর না যে আদৌও তাদের আইটেম গুলো সবার সামনে তুলে ধরা ঠিক কিনা।
[মাস্টারের চিন্তার কোনো কারন নেই। এই টাওয়ারের মধ্যে যতসকল আইটেম রাখা হয়েছে তা সব ফেইক। বলা যায় এক্সব্লকের আইটেম গুলোর একটা কপি সেগুলো। আসলটার ধারের কাছেও নেই তাদের পাওয়ার। তাই তাদের উপরে রুন ম্যাজিক যতই ব্যবহার করি সেটা আসলের মতো হবে না। আর তাছাড়া এরকম অনেক আইটেম রয়েছে যার মধ্যে রুন ম্যাজিক রয়েছে। এমনকি আমি এই জায়গার মধ্যে সেগুলো উপস্থিতি অনুভব করতে পারছি।]
এলেক্স তার উত্তর পেয়ে গেলো। তাই সে আর কোনো কথা বললো না। সে তার সামনের ফাইট গুলো দেখতে লাগলো। পঞ্চাশটা রিং এর মধ্যে ফাইট হচ্ছিলো এক এক করে। যা একসাথে দেখা অসম্ভব ছিলো। বিভিন্ন রকম ম্যাজিকাল স্টোন দিয়ে পুরো ফাইটকেই রেকর্ড করা হচ্ছিলো। তবে সেটা সাধারণ জনগনের কোনো কাজে দিচ্ছিলো না। তারা তো জনপ্রিয় ব্যক্তি বা শক্তিশালী টিমদের রিং এর উপরেই তাকিয়ে ছিলো। এলেক্সের নজরও একটা রিং এর উপরে পরলো। রিং এর উপরে ফাইট করছিলো দুটো টিম। একটা তার অনেক পরিচিত ছিলো। সেই টিমে দুজন ব্যতীত আর কাউকে এলেক্স চিনে না।
-->> চেইনের ভাগ্য খারাপ বলতে হবে। (এলেক্স)
এলেক্সের রুম মেইট এবং এক সময়ে তাদের সাথে ডিমনিক ফরেস্টে যাওয়া চেইন এবং লুবা দাঁড়িয়ে ছিলো রিং এর পাশে। তাদের সাথে আর ছয়জন ছিলো। রিং এর উপরে আপাতোতো দুজন প্রবেশ করেছে যারা ফাইট করছিলো একাডেমির টপ টিমের সাথে।
"তাহলে দেখা যাক টপ টিমের পাওয়ার কিরকম।" (এলেক্স ভাবছে)
স্যাম যে কিনা একাডেমির এক নম্বর টিমের লিডার সে তার টিমের পক্ষ থেকে একজন মানা ইউজারকে পাঠিয়েছে শুধু ফাইটের জন্য। অন্যদিকে চেইন যে টিমে রয়েছ তাদের টিমের একজন মানা এবং একজন অউরা ইউজার উঠেছে। দুজনের চোখেই ভয় ছিলো কারন তারা শক্তিশালী একটা টিমের বিপক্ষে ফাইট করছিলো। এলেক্স ভেবেছিলো হয়তো ফাইটটা বেশীক্ষণ সে দেখতে পারবে কারন কোনো টিমের একজন রিং এর বাইরে নিজের সেন্স নিয়ে বের হতে পারলে তার পরিবর্তে অন্য একজন রিং এ প্রবেশ করতে পারবে। তবে এখানে স্যামের টিম সেরকম কোনো সুযোগই দিলো না। এক এট্যাকেই দুজনকে নকডাউন করে দিলো। একটা বিষয় এলেক্সের ভালো লাগলো, অন্য রিং এর মধ্যে শক্তিশালী টিম গুলো দুর্বল টিমদের নিয়ে খেলা করছিলো, কিন্তু স্যামের টিমের মানা ইউজার সেটা করে নি। সে প্রথমে প্রতিপক্ষকে একটা এট্যাক করার সুযোগ দিয়েছে যাকে কাউন্টার করার জন্য নিজের "ভাইন ট্রাপ" স্পেল দিয়ে গাছের চিকন শক্ত কান্ড দিয়ে আটকে দেই যাতে তারা রিং থেকে বের না হতে পারে। এরপর তাদের উপরে "স্লিপ পয়জন" স্পেল ব্যবহার করে। যার সাথে সাথে দুজন তাদের সেন্স হারিয়ে ঘুমের দেশে চলে যায়। আর এভাবেই কোনো রকম ফাইট ছাড়ায় স্যামের টিম জিতে যায়।
"আমি কাউকে এভাবে প্লান্ট এট্রিবিউটকে ব্যবহার করতে দেখি নি। এবা এবং জেবা এটা দেখলে হয়তো তাদের অনেক উপকার হতো।" (এলেক্স ভাবছে)
এলেক্স পাশে তাকালো তারা এখনো চোখ বন্ধ করে বসে ছিলো। তাদের আশেপাশে কি হচ্ছিলো তার কোনো কিছু সম্পর্কে তাদের জ্ঞান ছিলো না এখন। সবার চিন্তা ভাবনা এখন একটা অন্ধকার জায়গার মধ্যে বন্ধী ছিলো যেখানে তারা তাদের এনার্জি সোর্চ খুঁজতে ব্যস্ত ছিলো। এলেক্স তাদের বলে দিয়েছে,
"যতক্ষণ পর্যন্ত তোমরা সেই অন্ধকার জায়গার মধ্যে আলোর দেখা পাবে না ততক্ষন পর্যন্ত সব চিন্তা ভাবনা বন্ধ তোমাদের।" (এলেক্স বলেছিলো তাদেরকে)
এলেক্স তাকিয়ে ছিলো তখনি এলিন তার চোখ খুললো। এলেক্স বুঝলো এলিন তার এনার্জি সোর্চ দেখতে সক্ষম হয়েছে। তখনি মাঝখানের বোর্ডে মাইরার ব্যাজ লাগিয়ে দিলো শিক্ষক। দুজন শিক্ষক ডাকতে শুরু করলো,
-->> রিং নং ১২ তে এখন ফাইট হবে টিম মাইরা এবং টিম জনেরা এর। দুই টিমের সকল স্টুডেন্টকে ১২ নং রিং এর কাছে আসার অনুরোধ জানানো হলো। যদি টিমের কোনো সমস্যা তাকে তাহলে একজন কিংবা দুজন ব্যক্তি আসলেও চলবে। যদি পাঁচ মিনিটের মধ্যে কেউ উপস্থিত না হয় এক টিমের তাহলে উপস্থিত টিমকে বিজয়ী বলে ঘোষনা দেওয়া হবে।
শিক্ষকের কথা শুনে এলেক্স উঠলো। এলেক্সের সাথে এলিনও উঠলো। তাদের পিছনে আরোহীও যাচ্ছিলো কিন্তু এলেক্স কড়া চোখে একবার তার দিকে তাকালে আরোহী সেখানেই দাঁড়িয়ে রইলো,
-->> বুদ্ধু এলেক্স, ব্যথা পেয়ে আমার কাছে কান্না করতে করতে আসলে দেইখো আমি সাহায্য করবো না তখন। (আরোহী)
এলেক্স আরোহীকে একটা বিষয় বলেছিলো গতকাল। তাদের কথোপকথন এরকম ছিলো।
-->> আরোহী, এমন নয় যে শুধু আমিই তোমাকে দেখতে পারি। তোমাকে আমি বাদে আরো অনেকেই দেখতে পারবে। তাই আমি চাইবো কালকের টুর্নামেন্টে একটু লুকিয়ে লুকিয়ে থাকতে। (এলেক্স)
-->> হ্যাঁ, এটা আমি আবিষ্কার করেছে এখানে থেকে। একটা মেয়ে আমাকে দেখেছিলো এমনকি স্পর্শও করতে পেরেছিলো আমি প্রথমে অবাক হয়েছিলাম। তবে একটা বিষয় আমি বের করতে পেরেছি, আমাকে কোনো মানুষ দেখতে পারবে না তুমি বাদে। কারন আমি একটা স্পিরিট যেটা মানুষের ধারণ ক্ষমতার বাইরে। (আরোহী)
-->> একটা মেয়ে? (এলেক্স)
-->> হ্যাঁ, আমি পূর্বে তাকে দেখি নি। সেদিনই দেখা হয়েছিলো। চেহারা সঠিক মনে নেই তবে এটুকু মনে আছে একটা আজব ধরনের নেকলেস পরে ছিলো সে। (আরোহী)
-->> আচ্ছা যেটা বল্লাম, কালকে ফাইটের থেকে দূরে থাকার চেষ্টা করবে। (এলেক্স)
ফ্লাশব্যাক শেষ,
এলেক্স এবং এলিন উঠে গেলো, বাকিরা এখনো বিজি আছে তাদের ট্রেনিং নিয়ে। একটু পূর্বে সব গুলো নিয়ম শোনার পর মাইরা একটা প্লান বানিয়েছে, যেটা যদিও মানানসই না তারপরও সেটা এলেক্সের অনেক পছন্দ হয়েছে। এলেক্স হারতে পছন্দ করে না অন্তত এই ওয়ার্ল্ডে আসার পর থেকে হারতে পছন্দ করে না। তবে তাদের হারই তাদেরকে পরবর্তীতে নিয়ে যাবে।
-->> এটা একটা স্পেশাল ফাইট হতে যাচ্ছে পূর্বের টার মতোই। যেহেতু টিম মাইরা দ্বিতীয় রাউন্ডে টপ করেছে তাই তারা স্পেশাল বেনিফিট পাবে। এই রাউন্ডে হারলে কিংবা জিতলে দুটোতেই তারা দ্বিতীয় ধাপে প্রবেশ করতে পারবে। তবে বলে রাখি এই বেনিফিট দ্বিতীয় রাউন্ডে পাওয়া যাবে না বরং শুধুমাত্র প্রথম রাউন্ডের জন্যই।
একজন শিক্ষক কথাটা বলে উঠলো। প্রতিটা রিং এর পাশে একজন করে শিক্ষক রয়েছে, তারা পুরো ফাইটাকে পর্যবেক্ষন করবে এবং কেউ কাউকে হত্যা না করতে পারে এই ব্যাপারটা নিয়ন্ত্রন করবে। তাছাড়া কেউ চিটিং করলে সেটার বিপরীতেও একশন নিবে। সব মিলিয়ে তাদের একটা রেফারি বলা যেতে পারে। এলেক্স এবং এলিন দুজনেই রিং এর উপরে উঠলো। বাকি রিং এর মধ্যে অনেক নামকরা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তির টিমও ফাইট করছিলো কিন্তু কিছু সময়ের জন্য সবার নজর চলে আসলো রিং নং ১২ এর দিকে।
-->> ওরা দুজন আমাদের নতুন ডিভাইন বিস্ট কন্ট্রাকটর না?
-->> হ্যাঁ, এই ফাইটটা মনে হচ্ছে দারুন হবে।
-->> আমার বিশ্বাস হচ্ছে না আমি দুটো ডিভাইন বিস্টকে নিজ চোখে দেখতে পারবো।
-->> আমি তো ব্লাক ফিনিক্সকে দেখার জন্য এসেছি এখানে।
-->> আমি বুঝতে পারছি না দুজনের ডিভাইন বিস্টই ব্লাক কেনো? তাদের মাঝে কি কোনো সম্পর্ক আছে?
দর্শকদের মাঝে একটা হৈচৈ লেগে গেলে। দর্শকদের মাঝে অনেকেই শুধু এলেক্স এবং এলিনের সম্পর্কে শুনেছে, তবে তারা কখনো তাদের ফাইটকে কাছ থেকে দেখতে পারে নি। স্টুডেন্টরা তাদের সামনে এক রকম ব্যবহার করলেও এখন তাদের ব্যবহার অন্যরকম ছিলো। ফাইট হচ্ছিলো এরিনার মধ্যে তবে এমন নয় যে দর্শকদের মধ্যেও হচ্ছিলো না। কোন টিম জিতবে এটা নিয়ে বেটিং হচ্ছিলো ভরপুর। কেউ জিতছিলো তো কেউ সব হেরে যাচ্ছিলো। এবার তো প্রায় সকল ব্যক্তিই তাদের সমস্ত কিছু টিম মাইরার উপরে লাগিয়ে দিলো।
উপরে ভিআইপি রুমের মধ্যে কিং, কুইন, ডিউক, মারকুইস এবং তাদের পরিবারেরা বসে ছিলো। রুমের মধ্যে গ্লাস দিয়ে বিশাল একটা দেওয়াল তৈরী করা ছিলো যা দিয়ে নিচের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিলো তবে সব কিছু দূরে হওয়ার কারনে সেখানে দেখে কেউই মজা পাচ্ছিলো না। শুধুমাত্র তাদের জন্যই একাডেমি স্পেশাল ব্যবস্থা করেছে। রেকর্ডিং সিস্টেম যেটার মাধ্যমে প্রতিটা ফাইট রেকর্ড হচ্ছিলো এবং সেটা ভিআইপি রুম থেকে দেখা যাচ্ছিলো। অনেকটা টিভির মতো তবে এখানে ম্যাজিকের ব্যবহারে হচ্ছিলো সব।
-->> তাহলে এই ছেলে একটা ব্লাক ড্রাগনকে এবং এই মেয়ে একটা ব্লাক ফিনিক্সকে নিজেদের ফ্যামিলিয়ার বানিয়েছে! (গালাটুস)
রেড কিংডমের কিং অনেক আগ্রহ নিয়ে তাকিয়ে ছিলো, শুধু গালাটুস নয় বরং রুমের সকলেই তাদেরকে দেখতে ছিলো। বর্তমানে তারা শক্তিশালী না হলেও দুটো শক্তিশালী ফ্যামিলিয়ার থাকার কারনে তাদেরকে টপ টিমের সাথেও তুলনা করা যায়। তবে সবার দেখার বিষয় আসলেই তারা ডিভাইন বিস্টের যোগ্য কিনা। তিন কিংডমের কিং এবং শক্তিশালী নোবেল এখানে শুধু বাচ্চাদের খেলা দেখার জন্য নয় বরং এক একজন এক একরকম প্লান নিয়ে এখানে এসেছে। এই একাডেমি ব্লু কিংডমের মধ্যে থাকলেও একাডেমির আরো দুটো অংশ রয়েছে যে দুটো রেড এবং সিকরেট কিংডমে রয়েছে। কারো সাথে কারো যোগাযোগ হয় না, তবে যোগাযোগের মাধ্যমও রয়েছে। সে কথায় প্রথমেই যাচ্ছি না। আপাতোতো রুমের মধ্যে সবাই অনেক উত্তেজিত এই ফাইটটা দেখার জন্য। কারন মাইরার টিম থেকে শুধুমাত্র তারা দুজনেই এসেছিলো বাকিরা বেঞ্চের উপরে বসে বসে ঘুমাচ্ছিলো। ভিআইপি রুমের সবাই একটু অবাক হয়েছে। গ্যালারিতে বসে থাকা দর্শক সব কিছুতে নজর না রাখতে পারলেও এই রুমের ব্যক্তিরা সব কিছু কাছ থেকেই দেখতে পারছিলো প্রজেকশন ম্যাজিকের মাধ্যমে।
এলেক্স এবং এলিন রিং এর উপরে উঠলো। তাদের সাথে জনেরা টিমের দুজন ব্যক্তিও রিং এর উপরে উঠেছে। জনেরা টিমের লিডার জনেরা একজন সাধারণ নোবেলের সন্তান তারপরও সে তার সামনের দুজন প্রতিপক্ষকে দেখে ভয় পাচ্ছে। কারন জনেরার নিজের একটা সাধারণ বিস্ট ফ্যামিলিয়ার আর তার সামনের দুজনের ডিভাইন বিস্ট ফ্যামিলিয়ার। জনেরা একজন অউরা ইউজার, সে এবং তার টিমের আরো একজন মানা ইউজার কে নিয়ে রিং এর উপরে প্রবেশ করছে। যদিও সে অনেকটা নার্ভার ছিলো তারপরও সে একদম ভয় পাচ্ছে না।
"তারা দুজনেই মানা ইউজার, তাছাড়া ডিভাইন বিস্ট ফ্যামিলিয়ার সাম্মন না করতে পারলে শুধুমাত্র দুজন F র্যাংকের স্টুডেন্ট তারা। আমাদের অভিজ্ঞতা বেশী রয়েছে, তাই এই ফাইটে আমাদেরই জয়ী হবে।" (জনেরা)
লিডার জনেরা বিভিন্ন রকম ট্যাকটিক ভেবে নিচ্ছে। তবে সে কোনো রকম ট্রিকস ব্যবহারের সময় পেলো না। এলেক্স এবং এলিন দুজনেই তাদের এট্যাকের জন্য প্রস্তুত হচ্ছিলো।
"ডার্ক বল"
"ওয়াটার বল"
এলেক্সের ডার্ক বলটা একদম পরিপূর্ণ আকারের ছিলো না। সেটা কাপাকাপি করছিলো। এলিনের ওয়াটার বল পারফেক্ট হলেও দুজনে একসাথে যখন তাদের স্পেল ব্যবহার করেছে তখন তাদের হাতের সামনেই দুটো বল মিলিত হলো এবং একটা ব্লাস্টের তৈরী করলো। ব্লাস্টে দুজনেই রিং এর উপর থেকে ছিটকে পরে গেলো।
-->> ওয়েল এরকম কিছু রোজ দেখা যায় না। যেহেতু টিম মাইরার অন্য সদস্যরা আপাতোতো রিং এর পাশে নেই তাই এই রাউন্ডে বিজয়ী হয়েছে টিম জনেরা।
একজন শিক্ষক উক্ত কথাটা বলে উঠলো। পুরো দর্শক সহ এরিনার মধ্যে সকল রিং এ থাকা স্টুডেন্ট অবাক হয়ে গিয়েছে। তারা এরকম কিছু এখন পর্যন্ত দেখে নি। নিজেদের এট্যাকে নক ডাউন হওয়া শুধু স্বপ্নেই ভাবা যায়।
-->> আমি এটা আশা করি নি মোটেও। (হোমস)
ব্লু কিংডমের কিং বলে উঠলো কথাটা। তার সাথে সাথে রেড কিংডমের কিং ও বলতে শুরু করলো,
-->> আমি একটু বেশী আশা করে ফেলেছিলাম মনে হচ্ছিলো। তবে এখন বুঝতে পারছি তারা দুজন আবর্জনা ছাড়া আর কিছু নয়। (গালাটুস)
-->> আমার তা মনে হয় না। একটু পূর্বে প্রিন্সিপাল বললো তাদের মধ্যে ছেলেটার কাছে ফায়ার এবং মেয়েটার কাছে আইস এট্রিবিউট রয়েছে তাই এমন একটা গুরুত্বপূর্ণ ফাইটের মধ্যে কেউ ডার্ক এট্রিবিউট ব্যবহার করার মতো বোকামি জেনে করবে না। (মারিয়া)
মারিয়া বসে বসে রাগছিলো, রাগছিলো রুমের সবাই তার ছেলেকে ছোট করে দেখছিলো এটা দেখতে পেয়ে। তবে সে তার রাগকে কন্ট্রোল করে নিলো কারন সে নিজেই জানে তার ছেলে দুর্বল না এবং এতো সহজে হার মেনে নিবে না। যেহেতু হারলেও এলেক্স দ্বিতীয় ধাপে উঠবে তাই তার এই বিষয়ে কোনো চিন্তা ছিলো না।
-->> হ্যাঁ মাই কুইন, আপনি ঠিক ধরেছেন। তাছাড়া আমার মনে হচ্ছে আপনারা পরবর্তীতে সকলেই সারপ্রাইজ হবেন। (প্রিন্সিপাল)
-->> প্রিন্সিপাল এলফেডো হ্যারি কেনো এই টিমে রয়েছে? (হোমস)
-->> মাই কিং, ক্রাউন প্রিন্সকে আপনি ভালো করেই চিনেন, সে তার বয়সী নোবেলদের থেকে সত্য বন্ধুদের সাথে থাকতে পছন্দ করে। আর এই যে টিমটা দেখতে পারছেন আমার মনে হয় ক্রাউন প্রিন্সের জন্য সবচেয়ে ভালো জায়গা সেখানেই। (প্রিন্সিপাল)
-->> হাহাহাহাহা, কিং হোমস আমার কিন্তু হাসি পেলো। তাহলে তোমার ছেলে এই হাস্যকর একটা টিমের মধ্যে রয়েছে যারা দিনের মধ্যে বসে বসে ঘুমাচ্ছে? (গালাটুস)
রুমের মধ্যে একটু বেশী কথাবার্তা হচ্ছিলো। যেটা একজনের একদমই বেশী পছন্দ হচ্ছিলো না। হঠাৎ করে সবার নিশ্বাস ভারী হতে শুরু করলো। সবার কাছে মনে হচ্ছিলো তাদের হৃদপিন্ড আটকে গেছে এবং এখানেই তাদের মৃত্যু হবে। শক্তিশালী নোবেল, রয়েলরা পর্যন্ত কিছুই করতে পারছিলো না এটার বিরুদ্ধে। সবার নজরই একজনের উপরে পরলো। লোকটা পিছনে বসে ছিলো। সিকরেট কিংডমের কুইন মারিয়া হঠাৎ উঠে দাঁড়ালো এবং বলতে লাগলো,
-->> এলমন্ড! (মারিয়া)
এলমন্ড ঘুমাচ্ছিলো। সকলের কথার কারনে তার ঘুমে ডিসট্রাব হচ্ছিলো। আরো বেশী ডিসট্রাব হচ্ছিলো যখন সবাই তার ছেলেকে ছোট করে দেখছিলো। তাইতো হালকা ব্লাডলাস্ট এনার্জি বের করে দিয়েছিলো সে। যাতেই পুরো রুম নিশ্চুপ হয়ে যায়।
"আমি একজনের মুখ জীবনেও দেখতে চাই না, সে হলো এই ব্যক্তি।"
"এই লোকটাকেও এখানে আসতে হবে?"
"এই ব্যক্তিটা মরে না কেনো?"
"কতটা শক্তিশালী এই ব্যক্তি?"
এক এক জন এক এক রকম জিনিস ভাবছিলো। তবে সবার মাঝে একটা জিনিস কমন ছিলো, তারা সবাই এলমন্ডকে দেখে ভয় পাচ্ছিলো।
-->> আমি দুঃখিত, ঘুমাচ্ছিলাম আমি এবং একটা ভয়ঙ্কর স্বপ্ন ভেসে উঠেছিলো হঠাৎ। (এলমন্ড)
ভিআইপি রুম থেকে আসা যাক। বাইরের দর্শকদের মাঝে অনেক হাহাকার দেখা যাচ্ছিলো। সবাই তাদের বেট এলেক্স এবং এলিনের উপরে লাগিয়েছিলো কিন্তু তার সব টিমের থেকে প্রথমে হেরে যায়। সকল স্টুডেন্টই এই লসের প্রতিশোধ নেওয়ার কথা ভেবে রাখছে।
-->> তাহলে তারা এতোটাও শক্তিশালী না।
-->> হ্যাঁ আমি চাইলেই তাদেরকে পিষে ফেলতে পারবো।
-->> একবার টুর্নামেন্টটা শেষ হোক এরপর দুজনের এমন অবস্থা করবো যে তার টিমের কেউ তাদের আর চিনতে পারবে না।
দুজনে হেঁটে হেঁটে তাদের বসার জায়গার দিকে যাচ্ছিলো যেখানে বাকিরা বসে আছে।
-->> এটা কি ঠিক হয়েছে? (এলিন)
-->> এটাই মাইরার প্লান ছিলো। যেহেতু পরের ধাপে প্রথমেই আমি বা তুমি যেতে পারবো না এই রাউন্ডে গিয়েছিলাম বলে তাই পরের বার শক্তিশালী কোনো টিম আমাদের বিপক্ষে পরলেও তারা আমাদের তেমন সিরিয়াস ভাবে নিবে না। কিন্ত.... (এলেক্স)
-->> আমরা তাদেরকে সিরিয়াস ভাবে নিবো। বুঝতে পারছি। (এলিন)
এলেক্স অনেকটা আগ্রহী ছিলো, ফাইটের জন্য নয় বরং এই পুরো ফাইটটা তিন কিংডমের মধ্যে সরাসরি রেকর্ড আকারে দেখানো হবে। আর এতে করে যে সেটা তার বাবা মার কাছেও যাবে সেটা এলেক্স বুঝতে পারছে।
"আমি জানি না তোমরা দুজন কোথায় আছো, তবে আমি তোমাদের জানাতে চাই আমি আর সেই এলেক্স নেই যার হাঁটতে সমস্যা হতো এক সময়ে। আর তাছাড়া এবার আমার পাওয়ার দেখে হয়তো বাবা আমাকে কিছু আসল ট্রেনিং শিখাবে।" (এলেক্স ভাবছে)
এলেক্স আকাশের দিকে একটু তাকালো। তার অনুভূতি গুলো পূর্বের মতো নেই তাই সে তেমন কিছু অনুভব করে না। তবে এই মুহূর্তে সে তার বাবা এবং আম্মাকে অনেকটা মিস করছিলো।
(৩৫৪৩ শব্দ)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।