#Demon_King#
পর্ব:১০১
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(একাডেমি)
ট্রেনিং এরিনার মধ্যে একটা আর্টিফিশিয়াল ড্যানজন তৈরী করা হয়েছে যার মধ্যে টুর্নামেন্টের চতুর্থ ধাপের প্রথম স্টেজ চলছে। এতোক্ষনে তিন চারটা টিম বাতিল হয়ে গিয়েছে। সাধারণত এই ড্যানজনের মধ্য থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেতে এক একজনের এক যুগ পার হয়ে যাবে তারপরও তারা বের হতে পারবে না। তবে এখন এই ড্যানজনের মধ্যে এনার্জিতে ফুল হয়ে রয়েছে যার কারনে মানা ইউজাররা তাদের ম্যাজিক সেন্স অন্য একটা লেভেলে ব্যবহার করতে পারছে। এজন্য তাদের অন্যদের খুঁজে বের করতে বেশী সময়ের প্রয়োজন হচ্ছে না। যেহেতু এই স্টেজে সকল স্টুডেন্টই প্রায় টপ টিমের মধ্যে রয়েছে তাই তাদের মধ্যে খুব দ্রুত ফাইটের দেখা পাওয়া যাচ্ছে।
-->> স্যাম আমাদেরও কি ফাইটে অংশ নেওয়া উচিত না?
টিম স্যাম থেকে স্যাম যে একজন অউরা ইউজার, আরেকজন মানা ইউজার এবং একজন হিলার এসেছে। মানা ইউজারটা স্যামকে উক্ত কথাটা বললো।
-->> আমরা এখন ফাইট করলে অনেকে বলবে সুযোগের ব্যবহার করছিলাম। তাই যেভাবে আছি সেভাবেই থাকবো আমরা। তবে যদি কোনো টিম আমাদের উপরে এট্যাক করে তখনি আমরা কাউন্টার করবো। (স্যাম)
-->> হাহাহাহাহা, বুঝতে পারছি।
টুর্নামেন্টের ফোকাস এখন সব জায়গায় ছিলো। কারন একটু পর পর এক এক জায়গায় ফাইট তৈরী হচ্ছিলো। পঁচিশ টিমের মধ্যে বেশ কয়েকটা টিম চাচ্ছিলো পালিয়ে থাকতে তবে ম্যাজিক সেন্সের কারণে কোনো টিমেরই পালিয়ে থাকার কোনো সুযোগ ছিলো না। তাই সবাই ফাইট করার সিদ্ধান্তই নিয়েছে। যেহেতু পূর্বের ফাইট গুলোতে সবাই দেখেছে যে, একটা ফাইট জিততে হলে শক্তিশালী না হলেও চলবে। ভালো একটা আইটেম এবং প্রতিপক্ষকে সারপ্রাইজ দিতে পারলেই একটা ফাইট জেতা সক্ষম হয়। যদিও এটা অন্যান্য টিমের উপরে কাজ করতে পারে বা অনেক সময় করে থাকে। তবে কোনো স্টুডেন্টই টিম মাইরার তিন মেম্বারকে সারপ্রাইজ এট্যাক দিতে পারছিলো না বরং টিম মাইরার তিন মেম্বারই তাদেরকে সারপ্রাইজ দিয়ে যাচ্ছিলো।
এলেক্স, হ্যারি এবং স্নেরা তিনজন আরো একটা টিমের সাথে দেখা করেছে। তাদের প্রতিপক্ষের টিম পূর্বেরটার মতো দুর্বল ছিলো না। বরং এবার সবাই অনেকটা শক্তিশালী ছিলো। যাদের মানা ইউজার এলেক্সের টিমকে দেখার সাথে সাথে স্নেরার উপরে পাওয়ারফুল একটা স্পেল দিয়ে এট্যাক করেছিলো। যেটার বিরুদ্ধে এলেক্স কিছুই করে নি এবং হ্যারি চেয়েও কিছু করতে পারে নি। এলেক্স কিছু করে নি কারন সে জানে কোনো রকম এট্যাকই স্নেরাকে কিছু করতে পারবে না।
××× আইটেম ইনফো ×××
নেইমঃ রিং অফ প্রটেকশন
র্যাংকঃ রেয়ার
ইফেক্টঃ
১) একটা ফোর্স ফিল্ড তৈরী করে যাতে করে সম লেভেলের তিনটা স্পেল আটকানো সম্ভব।
২) ইউজারের ইন্টেলিজেন্স ১০০ বৃদ্ধি করে পারমানেন্ট ভাবে।
৩) স্পেশাল স্কিল "হোপ" ব্যবহার করা যাবে। ইউজারের থেকে যেকোনো শক্তিশালী স্পেলকে এবজোর্ব করতে পারবে একটা প্রটেকটিভ ব্যারিয়ার। যেটা কাউন্টার এট্যাক হিসেবেও ব্যবহার করা সম্ভব। কুলডাউন সময়ঃ তিন মিনিট। (এনচান্টেড)
৪) বাউন্ড আইটেম। স্নেরা ব্যতীত অন্য কেউ এটা ব্যবহার করতে পারবে না। (এনচান্টেড)
××× ×××
প্রথম এট্যাকই স্নেরার আইটেমের সাহায্যে সে বেঁচে গিয়েছিলো। যা প্রতিপক্ষের টিমকে অনেকটা সারপ্রাইজ করেছে। তারা যতদূর জানে কোনো প্রাণ ইউজার প্রটেকটিভ স্পেল ব্যবহার করতে পারে না। আর এতোটা শক্তিশালী প্রটেকটিভ আইটেম খুঁজে পাওয়া একজন আউটসাইডারের জন্য সম্ভব না। আর তাদের অবাক হওয়ার সুযোগ নিয়ে এলেক্স তার চমক দেখিয়ে দিয়েছে।
"ব্লিংক"
এলেক্সের ব্লিংক স্কিল ব্যবহার করা দর্শকরা দেখতে পারলেও গোলকধাঁধার মধ্যে থাকা স্টুডেন্টরা এখনো সেটা সম্পর্কে জানে না। তাই সে বিপক্ষ টিমকে পুরো অফগার্ডে ধরে ফেলেছে।
"এমনিতেও এরা অনেক শক্তিশালী কিন্তু শত হলেও এরা আমার মতো মানুষ। তাই শরীরের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে।" (এলেক্স ভাবছে)
এলেক্স তার ব্লিংক স্কিল ব্যবহার করে মানা ইউজারের পিছনে চলে গেলো। সে উল্টো হয়ে জায়গা বদল করেছে যেখানে তার হাতের কাছেই ছিলো মানা ইউজারের মাথা। এলেক্স তার সোর্ডে এনার্জি প্রয়োগ করে একটা স্লাশ দিলো তবে একদম শেষ পর্যায়ে সেখানে সেই টিমের অউরা ইউজার চলে আসলো এবং মানা ইউজারকে ধাক্কা দিয়ে ফেলে নিজের বড় একটা হ্যামার নিয়ে এলেক্সের সোর্ডকে আটকে দিলো।
-- আমি ভাবি নি একটা মানা ইউজার এতোটা দ্রুত হবে। তারপরও প্রথম থেকেই তোমার উপরে আমার সন্দেহ ছিলো। একটা ডিভাইন বিস্টের সাথে কন্ট্রাক হলে সবচেয়ে দুর্বল ব্যক্তিও আস্তে আস্তে শক্তিশালী হয়ে যায়। আর সেখানে তুমি তো সেই ব্যক্তি যার সাথে আমাদের প্রিন্স নিজে গিয়ে একটা ড্যানজন ক্লিয়ার করেছে। তাই কিছু জিনিস এড হচ্ছিলো না আমার মাথায়। তবে এখন তোমার এবিলিটি দেখে আমার সন্দেহ কেটে গেলো।
এলেক্স শুধু তাকালো। তার সামনের অউরা ইউজারের বয়স অনেকটা হবে। অনেকটা বলতে প্রায় অনেকটা। দেখতে হার্ডকোর বডিবিল্ডার মনে হচ্ছিলো তাকে। এলেক্স তার বয়স আন্দাজ করে বলতে পারছে প্রায় ত্রিশের উপরে হবে তার বয়স।
-->> আমি একজনকে জানতাম যে তোমার মতোই দেখতে ছিলো। তাই কিছুটা ইজি যাচ্ছি তোমার উপরে।
হ্যামারটার আকার বিশাল ছিলো। সেটার একটা এট্যাক এলেক্সের লাগলে এলেক্সের কয়টা হাড় ভাঙবে সেটা সে নিজেই জানে না। তবে এলেক্সের চোখে মুখে ভয়ের কোনো ছাপ নেই, কারন সে কোনো কিছুকে ভয় করে না।
"ব্লিংক"
এলেক্স আবারো ব্লিংক ব্যবহার করলো। এবার সে অউরা ইউজারের একদম পিছনে চলে গেলো এবং তার দুর্বল জায়গায় এট্যাক করতে গেলো।
"একটা মানুষের অনেক গুলো দুর্বল অংশ রয়েছে। তবে সবাই সে দুর্বল অংশ গুলো ধরতে পারে না। পূথিবীতে এক সময়ে মৃত বডির উপরে এক্সপেরিমেন্ট করতে গিয়ে আমাদের বায়োলজির শিক্ষক ১৫ টা অংশের কথা বলেছিলেন যেটা সবচেয়ে দুর্বল অংশ। যদিও অউরা ইউজার তাদের বডিতে অউরা এনার্জি প্রয়োগ করে সেই দুর্বল অংশগুলো রেইনফোর্সড করতে পারে তারপরও পনেরোটা জায়গা সম্পর্কে তাদের জানা একদম অসম্ভব। সবার দৃষ্টি আমার দিকে বেশী না এনে এটাকে সিম্পল ভাবে শেষ করতে হবে।" (এলেক্স ভাবছে)
মানুষের ঘাড়ের দুটো জায়গা রয়েছে যেখানে ধারালো কোনো অস্ত্র দিয়ে সোজা পুরো মাথা কেটে ফেলা যায়। সেখানের হাড়গুলোও অনেকটা নরম হয়ে থাকে। আর বর্তমানে এলেক্স সেখানেই এট্যাক করার চেষ্টা করছিলো। যেহেতু মনস্টার হত্যার সময় সে শুধু মাথা কিংবা গলাতেই এট্যাক করে তাই এখানেও তার অভ্যাসের কোনো পরিবর্তন হয়নি।
-->> তোমার স্কিল ভালোই। তবে আমার মনে হয় না তোমার সেরকম কোনো অভিজ্ঞতা তৈরী হয়েছে অন্য কোনো স্টুডেন্টদের সাথে ফাইট করবার। এরকম এট্যাক শুধু মনস্টারের উপরেই কাজে দিবে, কিংবা মানা ইউজারের উপরে।
বিপক্ষ টিমের অউরা ইউজার কথাটা বললো। সে তার হ্যামারকে পিছনের দিকে নিয়ে গিয়েছে এবং সেটার লম্বা হাতল দিয়ে এলেক্সের সোর্ড সোর্ডের স্লাশকে আটকে দিলো। এবার কাউন্টার এট্যাক হিসেবে সে তার হ্যামারকে নামিয়ে দিলো এবং সাইডে ঘুরে হ্যামারের হাতলকে ধরে জোরালো ভাবে এলেক্সের উপরে এট্যাক করলো। এলেক্স তার সামনের অউরা ইউজারের স্পিড দেখে অনেকটা অবাক হয়ে গেলো। সে এখনো কোনো স্টুডেন্টকে দেখে নি যে তার স্পিডের সাথে ম্যাচ করতে পারবে। তবে এবার তার সামনের ব্যক্তিটার স্পিড এলেক্সের থেকেও বেশী ছিলো। আর তার স্ট্রেন্থের কথা যদি বলা হয় তাহলে সে অন্য একটা লেভেলে ছিলো। হ্যামারের এট্যাকটা এলেক্সের শরীরে লাগবে তার একটু আগেই সে সরে গেলো সেখান থেকে। হ্যামারটার এট্যাকে সেখানের ফ্লোর পুরো ফেটে গেলো।
-->> ওয়াও, আমি এরকম একটা এট্যাকের সামনে পরলে তো, এক এট্যাকেই শেষ হয়ে যেতাম। (হ্যারি)
এলেক্স অউরা ইউজারের সাথে ফাইট করছিলো তাই এই সুযোগে হ্যারি বিপক্ষ টিমের মানা ইউজারের সাথে ফাইট করছিলো। তবে মাত্র করা এট্যাকের দিকে সবাইকেই তাকাতে হলো কারন সেটা পুরো এরিনাকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। ভিআইপি রুমের মধ্যে সবাই অবাক হয়েছে। তারা এতোক্ষণ ভাবছিলো শুধু নতুন স্টুডেন্ট গুলোই ভালো করছিলো, কিন্তু এখন পুরাতন স্টুডেন্টের পাওয়ার দেখতে পেয়ে তাদের ভাবনা আরো পাল্টে গেলো।
-->> কোনো রকম এনার্জি ব্যবহার করা ছাড়ায় এই ছেলের এতোটা স্ট্রেন্থ? (গালাটুস)
-->> তাহলে ছোট ছেলেটার ম্যাচিং এবার তেমন ভালো হয় নি মনে হচ্ছে। তার সামনে একটা বিশাল দেহী একটা মনস্টার দাঁড়িয়ে আছে। (হোমস)
হোমসের কথা শুনে পিছন থেকে এলমন্ড একটু হেসে দিলো। তার হাসির শব্দকে কেউ আজ পাত্তা দিলো না। একাডেমির প্রিন্সিপাল বলতে শুরু করলো,
-->> আমাদের খুব স্পেশাল একটা স্টুডেন্ট এটা। অধিকাংশ নোবেল তাকে চিনে। দশ বছর হয়ে যায় সে এস র্যাংকে উঠেছে। তারপরও সে এখনো একাডেমি থেকে বের হতে চাচ্ছে না। তাকে আমাদের কিংডমের ডিউক.......... (প্রিন্সিপাল শেষ করতে পারলো না)
-->> ছেলেটার নাম, ক্রিস। কয়েকবারের মত আমি তাকে প্রপোজাল দিয়েছিলাম আমার ছেলে কিংবা মেয়ের পারশোনাল নাইট হওয়ার জন্য। জানি না তবে কোনো এক কারনে সে আমার প্রপোজালেও রাজি হয় নি। (হ্যানিস)
-->> একটা ডিউকের থেকে প্রপোজাল পেয়েছিলো নাইট হওয়ার। তাহলে বলতে হবে এই ছেলের সেরকম স্কিল রয়েছে। (গালাটুস)
-->> তবে আমি অবাক হচ্ছি এতো বড় সুযোগ পেয়েও সে এখনো একাডেমিতে কি করছে? (মারিয়া)
-->> ওয়েল এটা সম্পর্কে সে বাদে কেউই জানে না। (প্রিন্সিপাল)
-->> হ্যাঁ সকল মনস্টার গুলো আস্তে আস্তে বের হচ্ছে। (গালাটুস)
গোলকধাঁধার মধ্যে এলেক্স এবং ক্রিসের ফাইট চলছিলো। সকল দর্শকের নজর সেদিকেই। ক্রিস যে একজন অউরা ইউজার, তার বয়স অন্যান্য স্টুডেন্টদের থেকে বেশী। তবে এই ওয়ার্ল্ডের এক একজনের বয়সের ডিফারেন্স অনেক পৃথিবীর থেকে। তাই এলেক্সের প্রথম প্রথম বয়স চিহ্নিত করতে সমস্যা হচ্ছিলো। তবে এখন সে সঠিক একটা ধারনা করতে পারে।
-->> সাধারণত আমার ছোট এবং আমার থেকে নিচু র্যাংকের ছেলে মেয়েদের সাথে ফাইট করার কোনো ইচ্ছা নেই। তবে যে ব্যক্তি পিছন থেকে আক্রমন করে তার সামনে তো আমি আমার গ্রাডিটিউট দেখাতে পারবো না তাই না? (ক্রিস)
এলেক্স পিছন থেকে আক্রমন করেছে তাই বিপক্ষ টিমের অউরা ইউজার ক্রিস এলেক্সকে উক্ত কথাটা বললো। সাধারণ কেউ উক্ত কথায় রেগে যেতে কিন্তু এলেক্সের সাব-জব যেহেতু একটা এসাসিনের তাই গুপ্ত ভাবে কাউকে হত্যা করাটায় তার স্পেশালিটি। যাইহোক এলেক্স এবারো চুপচাপ ছিলো। ক্রিস তার হ্যামার নিয়ে এখন আর দাঁড়িয়ে থাকলো না। সে হঠাৎ পলকের মধ্যেই এলেক্সের সামনে চলে আসলো। তার স্পিড অনেকটা ছিলো যা এলেক্সের এজিলিটিকেও হার মানাচ্ছে। এলেক্স শুধু শুধু এখানে তার এজিলিটি বৃদ্ধি করার চিন্তা করছে না।
"এই অউরা ইউজারটাকে আমার অনেক আলাদা মনে হচ্ছে। তার অউরা ব্যবহারের স্টাইলটা আমার অনেকটা পরিচিত মনে হচ্ছে।" (এলেক্স ভাবছে)
ভিআইপি রুমের মধ্য সবাই আগ্রহ নিয়ে ফাইটটা দেখে যাচ্ছে। তাদের আগ্রহ আরো বারানোর জন্য এলমন্ড একটা কথা বলে দিলো।
-->> তেরো নাহলে চৌদ্দ বছর পূর্বে ছেলেটার সাথে দেখা হয়েছিলো উপরের কোনো এক ফ্লোরের মধ্যে। অনেক আগ্রহী ছিলো আমার ফাইটিং স্টাইলে। ছেলেটাকে পছন্দ হয়েছিলো, তাই কয়েকটা জিনিস শিখিয়ে ছিলাম তাকে। এখন মনে হচ্ছে সব কিছু ভালো ভাবেই ব্যবহার করতে পারছে। হাহাহাহা। (এলমন্ড)
সবাই এলমন্ডের দিকে তাকালো এক মুহুর্তের জন্য।
-->> তুমি কি করেছো? (মারিয়া)
-->> একটু ট্রেনিং দিয়েছিলাম আরকি। (এলমন্ড)
মারিয়া সবার সামনে আর কিছু বললো না। বাকি সবাই বিষয়টাকে সিরিয়াস ভাবে নিলেও মারিয়ার মতো কেউ সিরিয়াস ভাবে নিচ্ছিলো না। এলমন্ডের শক্তি সম্পর্কে এখানে মারিয়া ব্যতীত অন্য কেউ জানে না। তাই সে অন্য এক কিংডমের কাউকে ট্রেনিং দিয়েছে সেটা মারিয়া মোটেও মেনে নিতে পারছে না। তার না মেনে নেওয়ার কারন হলো এখন সেই ট্রেনিং প্রাপ্ত ছেলের সাথে মারিয়ার নিজের ছেলের ফাইট হচ্ছিলো। তাই চিন্তায় পরে গেলো মারিয়া। তবে এলমন্ডের চোখের দিকে তাকিয়ে সে একটু চিন্তা মুক্ত হলো। অপর দিকে হোমস এবং হ্যানিস এলমন্ডের কথা শোনার পরই একে অপরের দিকে তাকিয়ে আছে। এমনিতেও হ্যানিস কয়েকবার প্রপোজাল দিয়েছিলো ক্রিসকে একজন নাইট করবার। কিন্তু তাদের দুজনেরই এখন প্রয়োজন ছিলো ক্রিসকে। তাই দুই ভাইয়ের মধ্যে একটা যুদ্ধ লাগবার পথে ছিলো।
অন্যদিকে গোলকধাঁধার মধ্যে এলেক্সের দিকে দ্রুত গতিতে এট্যাক করে যাচ্ছে ক্রিস। যে এলেক্সকে একটু ভাবারও সময় দিচ্ছিলো না। এলেক্স তার দুই হাতের সাধারণ ড্যাগারে নিজের মানা এনার্জি চ্যানেল করিয়ে প্রতিটা এট্যাককে আটকাচ্ছিলো। ক্রিসের অস্ত্র এমনিতেই একটা বড় হ্যামার ছিলো যেটা অনেক ভারী এবং সেই সাথে ক্রিসের স্ট্রেন্থ, সব মিলিয়ে প্রতিটা এট্যাক এলেক্স আটকাতে পারলেও সে এট্যাকের ইমপ্যাক্টে পিছনে চলে যাচ্ছিলো। তার ড্যাগার দুটোতে এনার্জি প্রয়োগ করা থাকলেও সে দুটো ভাঙার পথে চলে আসছে।
"সেদিনের ড্যানজনের মধ্যকার ফাইট এবং আজকের এই ফাইটটা। সত্যি একাডেমিতে অনেক শক্তিশালী স্টুডেন্ট রয়েছে।" (এলেক্স ভাবছে)
এলেক্সের ইনফো স্কিল একটিভ ছিলো। তাই প্রথমে তার প্রতিপক্ষকে নিয়ে সে না ভাবলেও এখন তাকে নিয়ে ভাবনার বিষয় ছিলো। কারন,
"আমি আজ পর্যন্ত এমন কাউকে দেখি নি যারা নিজেদের পাওয়ার আমার ইনফো স্কিল থেকেও লুকিয়ে রাখতে পারে।" (এলেক্স ভাবছে)
সাধারণত এলেক্সের থেকে বেশী উপরের লেভেল গুলো এলেক্স ??? আকারে দেখে। তবে তার সামনের অউরা ইউজারের লেভেল সেভাবে সে দেখে নি। প্রথমে সেটা এমন ছিলো,
××× ইনফো ×××
নেইমঃ ক্রিস
লেভেলঃ ১৪৫
××× ×××
সেটা প্রথমে থাকলেও এখন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এলেক্স দেখতে পাচ্ছে।
××× ইনফো ×××
নেইমঃ ক্রিস
লেভেলঃ ১৬৫
××× ×××
লেভেল বৃদ্ধির সাথে ক্রিসের পাওয়ার এবং স্পিডও বৃদ্ধি পেয়েছে। যা এলেক্সের জন্য একটু বেশী হয়ে যাচ্ছিলো।
"আমি আমার আইটেম কিংবা স্পেল গুলো এখনি ব্যবহার করতে চাই নি। কিন্তু মনে হচ্ছে না এখানে আর কিছু করার আছে সেটা ছাড়া।" (এলেক্স ভাবছে)
ক্রিস এই সময়ে এলেক্সের উপরে তার বিশাল হ্যামার দিয়ে এট্যাক করলো তবে এবার এলেক্স সেটাকে আটকানোর চেষ্টা না করে স্কিল ব্যবহার করলো।
"ব্লিংক"
এলেক্স সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। সে চলে যাওয়ার কারনে ক্রিসের এট্যাকটা ফ্লোরে লাগলো যাতে আবারো পুরো এরিনা কেঁপে উঠলো।
-->> আমার সাথে লুকোচুরি খেলা করে লাভ নেই। (ক্রিস)
এলেক্স এতোক্ষণে ক্রিসকে অনেক ভালো করে পর্যবেক্ষণ করেছে। এলেক্স যে কয়বার কাউন্টার এট্যাক করতে চেয়েছে একবারও সম্ভব হয় নি। তার এট্যাক করার পূর্বেই ক্রিস এলেক্সের মুভমেন্ট বুঝতে পেরেছে। ক্রিস একজন অউরা ইউজার হওয়ার ফলো তার ম্যাজিক সেন্স ততটা বেশী না। তাই সে কাছের মানুষকে সেভাবে সেন্স করতে পারে না যেভাবে মনস্টারদের সেন্স করে থাকে। তবে তার সেন্সের ঘাটতিকে পূরন করার জন্য ক্রিস সাউন্ডের ব্যবহার করে থাকে। আশেপাশের শব্দকে সে তার কাছে লাগায়। এলেক্স যে মুভমেন্ট করছে তা থেকে একটা শব্দ হয়। আর প্রতিটা মুভমেন্ট থেকে আলাদা এক ধরনের শব্দের তৈরী হয়। তাই ক্রিস বুঝতে পারে এলেক্স কি করবে সামনে। সে অনুযায়ী সে এট্যাক করে যাচ্ছে যাতে এলেক্স কোনো রকম এট্যাকই করতে পারে না।
"আমাকে শুধু আমার মুভমেন্টের সাউন্ডকে বন্ধ করে দিলেই হলো।" (এলেক্স ভাবছে)
"স্টিলথ"
এলেক্স তার স্টিলথ স্কিল ব্যবহার করেছে যেটার মাধ্যমে সে কয়েক মিনিটের জন্য লোকজনের সেন্স থেকে হারিয়ে গিয়েছে। এটা করার মূল লক্ষ ছিলো এলেক্স তার হিডেন স্কিল বা স্পেল গুলো এখানে ব্যবহার করতে চাচ্ছিলো না। ফাইটটা যত তারাতাড়ি সে শেষ করবে তার জন্য তত ভালো।
"ফায়ার বোম্ব"
এলেক্স ঠিক তার ক্রিসের সামনে এসে তার মুখ বরাবর তার মারাত্মক একটা স্পেল ব্যবহার করলো। এলেক্স ভেবেছিলো এই স্পেলেই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু ক্রিস এলেক্সের ডান হাত শক্ত করে ধরে ফেললো। ক্রিসের মুখে ফায়ার বোম্বের ব্লাস্টের ফলে অনেকটা ক্ষত হয়ে গিয়েছে। তবে সেটা প্রাণহানি না হওয়ার ফলে সে ঠিক ছিলো। মুখে একটা হাসি নিয়ে সে এলেক্সকে বলতে লাগলো,
-->> আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি একটা মানা ইউজার। তবে এর থেকে বেশী লাগবে যদি আমাকে হত্যা করতে চাও। (ক্রিস)
ক্রিস অনেকদিন হলো ভালো মতো একটা ফাইট এনজয় করে না। তবে আজ কেনো জানি তার এই ফাইটে অনেক এনজয় হচ্ছিলো। তার প্রতিপক্ষের চেহারাটা পরিচিত মনে হলেও সেদিকে সে ভাবছিলো না, কারণ এক চেহারার অনেক ব্যক্তিই থাকতে পারে। বিশেষ করে ক্রিসের ভালো লাগছিলো এমন একটা ছেলের সাথে ফাইট করে যে কখন কি করবে তা সম্পর্কে নিজের কোনো ধারণা নেই বলে।
-->> আবারো এই স্পেল! একজন ফায়ার ম্যাজিক ইউজার হওয়ার ফলে আমি বলতে পারি ঔ জায়গায় আমি থাকলেও হালকা হলেও একটু ড্যামেজ হতাম। সেটা এমন একটা স্পেল যেটার ব্লাস্টের রেডিয়াস কমিয়ে নিয়ে শুধু এট্যাক পাওয়ারের উপরে ফোকাস করা হয়েছে। এরকম খুব কম সংখ্যক ফায়ার ম্যাজিক ইউজারই করতে পারে। (গালাটুস)
-->> এটা কি কোনো স্পেশাল বিষয় বাবা? (গালাটুসের ছেলে কথাটা বলতে লাগলো)
-->> অবশ্যই, ফায়ার ব্লাস্ট এমন একটা স্পেল যেটা লার্জ একটা এরিয়া কাভার করে। সেটাকে ছোট একটা একটা এরিয়ার মধ্যে ব্লাস্ট করানো মানে পুরো ব্লাস্টের পাওয়ার আরো বৃদ্ধি করা। আর সেটাকে ছোট একটা এরিয়ার মধ্যে কমাতে অনেকটা ট্যালেন্টের প্রয়োজন হয় যা খুবই রেয়ার। (গালাটুস)
-->> আমাদের এই স্টুডেন্ট আসলেই অনেকটা রেয়ার। টাওয়ারের বাইরে থেকে আসলেও তার ট্যালেন্ট রয়েছে অনেটা। শুধু যে একটা ড্রাগনের সাথে সে কন্ট্রাক তৈরী করেছে এমন নয়। আপনারা সবাই শুনলে অবাক হবেন তবে টেস্ট ড্যানজনের এবার একমাত্র সেই রেড ড্যানজন ক্লিয়ার করেছে। (প্রিন্সিপাল)
উক্ত কথাটা প্রিন্সিপালের মুখ থেকে একটু ভুলবশতই বের হয়ে গেলো। সে এটা বলতে চাই নি তারপরও কেনো যে বললো এটা বুঝতে পারলো না। পিছন থেকে এলমন্ড হাসছিলো মুচকি মুচকি, তবে সেদিকে কারো নজর নেই।
-->> আমার তো বিশ্বাস হচ্ছে না। আমার কাছে নোটিশ আসছিলো যে একজন এবার রেড ড্যানজন ক্লিয়ার করেছিলো একটা। কিন্তু এই ছেলে সেটা ক্লিয়ার কারী হবে সেটার কোনো ধারনায় আমার ছিলো না।(হোমস)
কারো বিশ্বাস হচ্ছিলো না এলেক্স রেড ড্যানজন ক্লিয়ার করেছে। বিশ্বাস হবেই বা কিভাবে যদি এলেক্স রেড ড্যানজন ক্লিয়ার করে থাকে তাহলে হয়তো সে সবচেয়ে লাকি ব্যক্তিদের মধ্যে একজন ছিলো। নাহলে এখন সে তার পাওয়ার লুকিয়ে রেখেছে। কোনটা হবে কেউ বুঝতে পারছে না। আপাতোতো এলেক্স যে পারফরম্যান্স দেখাচ্ছে তাতে সবাই বিশ্বাস করে নিচ্ছে এলেক্স সবচেয়ে বেশী ভাগ্যবান ব্যক্তি ছিলো তাই রেড ড্যানজন থেকে জীবিত ফিরতে পেরেছে। নাহলে একটা রেড ড্যানজন ক্লিয়ার করা ব্যক্তির পারফরম্যান্স এর থেকেও অনেক ভালো হতো।
গোলকধাঁধার মধ্যে এলেক্সের হাতকে শক্ত করে ধরেছে ক্রিস। তার হাতের গ্রিপ থেকে এলেক্স নিজেকে মুক্ত করতে পারছে না কোনো ভাবেই। এলেক্সের ইনফো স্কিল একটিভ ছিলো যেটায় আবারো ক্রিসের লেভেল পরিবর্তন হতে দেখলো সে।
××× ইনফো ×××
নেইমঃ ক্রিস
লেভেলঃ ১৯৫
××× ×××
এলেক্স বুঝতে পারছে না কিভাবে নিজের লেভেলকে এভাবে বৃদ্ধি করছে ক্রিস, তবে একটা জিনিস বুঝতে পারছে যে এখন অনেকটা শক্তিশালী হয়ে গিয়েছে তার প্রতিপক্ষ।
-->> শক্তিশালী কারো সাথে ফাইট করার থ্রিলই আলাদা। (এলেক্স)
এলেক্সের মুখে একটা হাসি ফুটে উঠলো। যেটা পূর্বে কেউ লক্ষ না করলেও এটা ক্রিসের নজরে চলে আসলো। এলেক্সের হাসিটা দেখে ক্রিস সেখানেই স্তব্ধ হয়ে গেলো। ক্রিস এতোক্ষণে এলেক্সের নামও জানে না। সে ফাইটে মজা পাচ্ছিলো তাই শুধু ফাইট করে যাচ্ছিলো। শুধু যে মজা পাচ্ছিলো সেটা বললে ভুল হবে। বরং তার পুরানো কিছু স্মৃতি চাঙ্গা হয়ে গিয়েছিলো এই ফাইটের কারণে। তবে মাত্র এলেক্সের মুখের মুচকি হাসিটা দেখে তার সেই পুরানো স্মৃতি গুলো আরো বড় করে নারা দিলো মনের মধ্যে। ক্রিস এলেক্সের ডান হাতকে শক্ত করে ধরেছিলো। এলেক্স ফুল হাতা টি-শার্টের মতো একটা জামা পরে ছিলো। সে এবার ডান হাতের জামার হাতা টান দিয়ে ছিঁড়ে ফেললো। ডান হাতের বাহুতে একটা দাগ ছিলো যেটা দেখেই অবাক হয়ে গেলো ক্রিস। অবশ্য তার একশনটা বোকামির ছিলো তারপরও সে যা দেখতে পেলো সেটা কোনো ভাবেই বিশ্বাস করতে পারলো না।
-->> তোমার নাম কি? (ক্রিস)
এলেক্সের হাতকে শক্ত করে এখনো ধরে রেখেছিলো ক্রিস। সে ক্রিসের বর্তমান ব্যবহারে অনেকটা অবাক হচ্ছে। তাই হাত ছাড়ানোর কোনো ভাবনা ভাবছে না এখন।
-->> এলেক্স
এলেক্সের উত্তর পাওয়ার সাথে সাথে ক্রিসের চোখ দিয়ে পানি বের হতে শুরু করলো। এলেক্স কিছুই বুঝতে পারছিলো না কি হচ্ছিলো।
-->> আমার মনে হয় না এটা ভালো কোনো জায়গা আমাদের কথা বলার জন্য। তাই এই টুর্নামেন্ট শেষে আমি খুঁজে নিবো তোমাকে। মাই ফ্রেন্ড। (ক্রিস)
ক্রিস কথাটা বলেই তার টিমের বাকি দুজনকে ইশারা দিলো। এলেক্স পরিস্থিতি তেমন বুঝতে পারছিলো না। ক্রিস তার গ্রিপ হালকা করার সাথে সাথেই এলেক্স তার ইনভেন্টরি থেকে একটা টু হ্যান্ডেড হ্যাভি সোর্ড বের করলো। সে সময় নষ্ট না করে তখনি ক্রিসের উপরে হামলা করলো। বিশাল মোটা ব্লেডের সোর্ডে এলেক্স এনার্জি প্রয়োগ করে তার ফুল স্ট্রেন্থে এট্যাকটা ব্যবহার করেছে। যা ক্রিসের শরীরে লাগার পূর্বেই ক্রিসের ব্যাজ ভেঙে গেলো এবং সে গোলকধাঁধা থেকে বেরিয়ে গেলো। ক্রিস হেরে গিয়েছে যা দেখে তার দুই টিমম্যাট নিজেদের ব্যাজ ভেঙে দিলো। দর্শকরা মনে করেছে যেহেতু ক্রিস হেরে গিয়েছে তাই তারা দুজনও হার মেনে নিয়েছে। কারণ সেই টিমের মানা ইউজারও তেমন সুবিধা করতে পারছিলো না প্রিন্স হ্যারির বিপক্ষে। অন্যদিকে তাদের হিলার তো কোনো এট্যাকের জন্যই কাজে দিবে না। সে পিছন থেকে শুধু মানা ইউজারকেই হিল করছিলো। সবাই যদিও আরো উত্তেজনা পূর্ণ একটা ফাইট আশা করছিলো তারপরও যে ফাইটটা হয়েছে সেটা কেউ আশা করে নি। ক্রিস যে একজন এস র্যাংকের স্টুডেন্ট সে এতো দ্রুত কিভাবে হেরে যায় সেটাই কেউ বুঝতে পারছিলো না। সবাই একটা কনক্লুশনে আসলো, এলেক্স যে আইটেমটা ব্যবহার করেছে। সেটা একটা লিজেন্ডারি আইটেম ছিলো, নাহলে এটা কখনোই সম্ভব না।
ভিআইপি রুমের মধ্যে সবাই কিছুটা অবাক হয়েছে। তবে কিছু সংখ্যক মানুষের চোখের মধ্যেই আসল বিষয়টা পরেছে। তাদের মনে কিছুটা আফসোস হতে শুরু করলো। ভিআইপি রুমের মধ্যে সকল ব্যক্তিই এলেক্সের উপরে আগ্রহী হয়েছে। একটা কারনের জন্যই।
-->> দুদিনে অনেক আশ্চর্যকর জিনিস দেখতে পেয়েছি। তাই এখন আশ্চর্য হবো না যদি দেখি যে এই ছেলে মানা এবং অউরা এনার্জি একসাথে ব্যবহার করতে পারে। (গালাটুস)
-->> এতো বিশাল একটা সোর্ড আমি কখনো কোনো মানা ইউজারকে ব্যবহার করতে দেখি নি। আর এই ছেলে তো নিমিষেই সেটাতে নিজের এনার্জি প্রয়োগ করে পাওয়ারফুল এট্যাক করতে পারছে। (হ্যানিস)
-->> আমার মনে হয় এটা ড্রাগন ফ্যামিলিয়ারের জন্য। আমার ডিভাইন ফ্যামিলিয়ারের সাথে কন্ট্রাক হওয়ার পর আমার স্ট্রেন্থও অনেক হারে বৃদ্ধি পেয়েছিলো। (হোমস)
অন্যদিকে এরিনার মধ্যে এলেক্স দাঁড়িয়ে ছিলো চুপ করে। তাদের মধ্যে অনেকক্ষণ হলো ফাইট হয়েছে।
-->> এলেক্স তুমি ঠিক আছো? (হ্যারি)
হ্যারি এলেক্সকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখতে পেরে এলেক্সকে জিজ্ঞাসা করলো সে ঠিক আছে কিনা। এলেক্সের চেহারা দেখে তাকে একদম ঠিক দেখা যাচ্ছিলো শুধু হাতে কিছুটা ক্ষত ব্যতীত যা স্নেরা হিল করতে ব্যস্ত।
-->> তাহলে এলিন এরকম ফিল করেছিলো যখন ডিউকের কন্যা হেয়া ফাইট করতে রাজি ছিলো না। (এলেক্স)
এলেক্সের কথা স্নেরা এবং হ্যারি কেউই বুঝলো না।
"আমার এট্যাকটা লাগার পূর্বেই সে তার ব্যাজ ভেঙে দিয়েছে। আর এটা করেছে সে আমার হাতের এই দাগটা দেখার পর।" (এলেক্স ভাবছে)
এলেক্স তার ডান হাতের বাহুতে থাকা দাগের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। সে বুঝতে পারলো এখানে কিছু একটা রহস্য রয়েছে যেটা তার মাথায় খেলা করছে না বা সে সেটা সম্পর্কে অজানা। আর তাকে সেটা জানতে হলে সেই ব্যক্তির সাথে আবারো দেখা করতে হবে। তবে একটা জিনিস তার একটুও ভালো লাগছিলো না। নিজে ইচ্ছা করে হেরে যাওয়া, আর এলেক্সের প্রতিপক্ষ ইচ্ছা করে হেরে যাওয়ার মধ্যে পার্থক্য রয়েছে। যা এলেক্স এখন মানতে পারছিলো না।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।