#ডিম্যান_কিং_সিরিজ#
#সুপ্রিম_বিয়িং#
পর্ব:৭৫
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্রিড)
৭০ তম ফ্লোরের মধ্যে একটা জায়গায় দাঁড়িয়ে ছিলো একটা ছেলে। সে দাঁড়িয়ে অনেক গভীর চিন্তায় মগ্ন ছিলো।
-->> এরকম কখনো আমি দেখি নি যে এক বডির মধ্যে অনেক গুলো সউল থাকে। একটা তো পোসেইডনের যেটার পাঁচটা আলাদা জীবন ছিলো। আবার অন্যদিকে স্টোন মাংকি। আবার সবশেষে একটা ড্রাগনের সউলও সিল অবস্থায় রয়েছে। সব মিলিয়ে আমি এখ আমার পরিচয় নিয়ে কনফিউজড। কি বলা যায় আমাকে এখন?
ছেলেটা নিজের পরিচয় নিয়ে কনফিউশানে রয়েছে। সে কে এটা সে ভালো করেই জানে। তবে সে এখন থেকে কি পরিচয়ে পরিচিত পাবে সেটাই সে বুঝতে পারছিলো না।
-->> জ্যাক, নিয়াক, হৃদয় টিটান, আকাশ, হৃদয় বাপ্পী, উকং নাকি পোসেইডন। কোন নামটা বেছে নিবো বুঝতে পারছি না? সবচেয়ে ভালো হয় গোল্ডেন ড্রাগন নামটা হাহাহাহাহা।
সে নিজের সাথেই কথা বলা নিয়ে ব্যস্ত ছিলো। অন্য দিকে তার কোনো খেয়ালই ছিলো না। ছেলেটা কোনো সলিউশন না পেয়ে মাথা থেকে সাতটা চুল ছিড়লো এবং সেটাকে ফুক দিয়ে মাটিতে ফেলে দিলো। চুল গুলো মাটিতে পরার সাথে সাথেই সাতটা ডুপ্লিকেট তৈরী হয়ে গেলো তার।
-->> মনে হচ্ছে আমার পুরো এবিলিটি হারিয়ে ফেলেছি। তাই চুল ছেঁড়া ছাড়া কোনো উপায় নাই। হে আমার মহৎ আমিগণ তোমরা সবাই আমার চিন্তার মধ্যে থাকা সাত ব্যক্তির চেহারা ধারণ করো।
ছেলেটার শরীরের মতো সাতটা শরীর তৈরী হয়েছিলো শুধুমাত্র সাতটা চুল থেকে। যারা তার এই আদেশ শোনার পর সাতটা ব্যক্তিতে পরিণত হয়ে গেলো। লাল এবং নীল চোখ যুক্ত একটা ছেলে হয়ে গেলো একজন। দুটো ডুপ্লিকেট এক চেহারা যুক্ত ব্যক্তিতে রূপান্তর হলো। একজন ছোট কুৎসিত দেখতে ছেলে হয়ে গেলো। পাশে যে ছেলেটা বসে আছে জীবন্ত লাশ হয়ে তার চেহারার মতো হয়ে গেলো একজন। একজন ফর্মার কন্সটেলেশন অফ ওয়াটার পোসেইডনের চেহারা ধারণ করলো। এবং সবশেষে একজন ব্যক্তি উকং বা মাংকি কিং এর আকার ধারন করলো।
"রুয়ি"
ছেলেটা ডান হাত ডান পাশে রাখলো এবং হাতের মুঠো ছেড়ে দিলো। সে আশা করছিলো তার স্টাফটা তার হাতে চলে আসবে কিন্তু সেরকম কিছু হলো না। তার কাছে তার স্টাফ আসার কোনো নাম গন্ধই নিচ্ছিলো না।
-->> ওয়েল এটা আজব বিষয়। রুয়ি কোনো সময় তো আমাকে অপেক্ষা করাই না। যাইহোক আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে।
ছেলেটা এবার কয়েক পা হেটে পিছনে চলে গেলো এবং একটা পাথরের পিছনে গিয়ে লুকিয়ে পরলো। একটু পূর্বে তার এবিলিটি ক্লাউড ক্রিয়েশন এর মাধ্যমে বিশাল বড় একটা লাইটনিং এর শক দিয়েছে এই টাওয়ারের মালিক গ্রিডকে। যে দূরে এখনো সেন্সলেস অবস্থায় পরে আছে। যতই মানুষ হোক একজন ডিম্যান প্রিন্স কোনো মানুষকে হোস্ট বানানোর পর সহজেই তাকে হত্যা করা যায় না। গ্রিডের উপরে লাইটনিং স্ট্রাইক পরার পূর্বে সে তার সদ্য তৈরী করা আইটেম ব্যবহার করতে যাচ্ছিলো। কিন্তু সেখানে একটা সমস্যা ছিলো। সে যে আইটেম তৈরী করেছে সেটাকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে নিজেই জানে না। ছেলেটা লুকিয়ে গ্রিডের অপেক্ষা করছিলো একটা পাথরের পিছনে এবং ভাবছিলো।
"ম্যামন এখানে আসলে যাকে প্রথমে এট্যাক করবে আমাকে তার পরিচয়ে থাকতে হবে।"
গ্রিড তার সেন্সে ফিরে এসেছে। পুরো লাইটনিং স্ট্রাইকটা শেষ সময়ে গ্রিড তার কয়েকটা ডিফেন্সিভ স্কিলের মাধ্যমে আটকানোর চেষ্টা করে। তবে সেটায় তেমন একটা লাভ হয় নি। লাইটনিং শেষ পর্যন্ত গ্রিডকে স্পর্শেই করেছিলো। যা এক হাত দিয়ে আটকানোর চেষ্টা করতে গিয়ে গ্রিডের ডান হাতে অনেকটা ইনজুরি হয়েছে।
-->> আমার এখনি এই আইটেমের আশা করা উচিত হয় নি। আমি এই আইটেম একটিভ করায় যে সময় লাগিয়েছি তা অন্য একটা আইটেমে বা শক্তিশালী একটা স্কিল ব্যবহার করলে এই লাইটনিংকে খুব সহজেই এরাতে পারতাম। (গ্রিড)
কথাটা বলে সে বাম হাতে থাকা পেনডেন্টটা গলায় পরে নিলো এবং বলতে লাগলো,
-->> ডিম্যান কিং তার স্কিল কিভাবে ব্যবহার করেছে বা সেটা কিভাবে কাজ করে সেটা সম্পর্কে আমার তেমন ধারনা নেই তাই হয়তো আমি এটাকে একটিভ করতে পারছি না। তাই এটা সম্পর্কে আমাকে আরেকটু রিসার্স করতে হবে। তবে তার পূর্বে আমাকে সামনের ব্যক্তিটার একটা ব্যবস্থা নিতে হবে। আমার মনে হচ্ছে ডিমটা ডিম্যান কিং এর রাখা কোনো আইটেম ছিলো যেটা দিয়ে সে নতুন একটা ডিম্যান প্রিন্স তৈরী করার চিন্তা করে রেখেছিলো। সেটা হলে আমার পথে একটা কাটা থেকেই যাবে। তাই ওদেরকে আমাকে দ্রুত শেষ করতে হবে। (গ্রিড)
ডিম থেকে কি হয়েছে সেটা সম্পর্কে গ্রিডের কোনো ধারনায় ছিলো না। সে সময়ে সে শুধু একজনকে দেখেছিলো। কিন্তু এখন সেখানে আটজন ছিলো। একজন মৃত ছিলো আরেকজনের ফাইট করার কোনো অবস্থায় ছিলো না। গ্রিড সেখানে কাউকে তেমন করে না চিনলেও একটা চেহারাকে সে ভালো করেই চিনে, সেটা হলো পোসেইডনকে। (মাংকি কিং তার মাংকি ফেস ব্যবহার করে নি, তাই এখানে তাকে গ্রিড চিনতে পারে নি।)
-->> এটা নিশ্চয় কোনো ইলুশন হবে। কিংবা ডুপ্লিকেট। যার মধ্য থেকে একটা রিয়েল হবে। আমাকে বোকা বানানো এতোটা সহজ নয়। যেহেতু যে কেউ পোসেইডনের দিকে যাবে তবে আমি জানি তুমি দেখতে কিরকম আর সেটা তুমি চেঞ্জ করতে পারবে না। এজন্যই তো মাস্ক পরে থাকো সব সময়। (গ্রিড)
গ্রিড কথাটা বলেই টেলিপোর্টেশন ব্যবহার করলো। সে স্পেসকে কেটে সরাসরি জ্যাকের পিছনে বের হলো। সাতজনের কেউই প্রস্তুত ছিলো না। তাই গ্রিড জ্যাকের লাল এবং নীল চোখ দেখেই তার পিছনে গিয়েছে। একটা ব্যক্তি শত চেষ্টা করলেও তার চোখের কালার চেঞ্জ করতে পারবে না। অবশ্য লেন্সের ব্যবহার করে করা যায়। কিন্তু এখানে লেন্স পাওয়া অসম্ভব একটা ব্যাপার। তাই গ্রিড পিছন থেকে তার বাম হাতে এনার্জি চ্যানেল করিয়ে হাত দিয়েই জ্যাকের গলা নামিয়ে দিলো।
"আমার ক্লোন গুলো আমারই অংশ। তাই সেগুলো ফিল করে, চিন্তা করতে পারে। সেই সাথে তাদের অর্গানও রয়েছে। আমি ভাবি নি একব্লকের লোকির পরে চালাক যে ব্যক্তি তাকে এতো সহজে বোকা বানিয়ে ফেললাম।" (পাথরের পিছনে থেকে ছেলেটা ভাবছিলো)
মাংকি কিং এর এবিলিটি রয়েছে নিজের অসংখ্যা ক্লোন তৈরী করার। সেই ক্লোন গুলো ঠিক তার মতোই হবে। সব রকম পাওয়ার ব্যবহার করতে পারবে মাংকি কিং এর মতো। শুধু পার্থক্য থাকে আসল আর নকলের পাওয়ারের মধ্যে। তাছাড়া তাদেরও ফিজিকাল শরীর রয়েছে যেটায় আঘাত করলে ব্লিডিং হবে। অবশ্য এটা কিছুক্ষণের জন্য সত্য মনে হলেও ক্লোনটা মারা গেলে দেখা যাবে সব ক্লাউডের মতো হারিয়ে গিয়েছে। গ্রিড ভয়ানক একটা হাসি দিয়ে যখন জ্যাকের গলা নামিয়ে দিলো ঠিক সেই সময়ে ছেলেটার বাকি ক্লোন গুলো হাওয়া হয়ে গেলো। তবে জ্যাকের কাটা মাথা এবং শরীর থেকে অঝোরে ব্লাড বের হচ্ছিলো।
-->> ডিম্যান কিং এর প্লান তাহলে এখানেই শেষ। এখন থেকে আমার প্লান শুরু। যেহেতু আমিই পরবর্তী ডিম্যান কিং হতে যাচ্ছি। হাহাহাহাহাহা। (গ্রিড)
এটা বলেই গ্রিড সেখান থেকে টেলিপোর্ট হয়ে গেলো। গ্রিডের চলে যাওয়ার পরই পাথরের পিছন থেকে ছেলেটা বেরিয়ে গেলো। সে তার মৃত ক্লোনের কাছে আসলো যে মাত্র মারা গেলো।
-->> আমি দুঃখিত আমি। তবে তোমার স্যাকরিফাইস আমি সারা জীবন মনে রাখবো। (ছেলেটা)
তখনি বাকি ক্লোনের মতো মৃত ক্লোনের শরীরও মেঘের মতো হয়ে হাওয়ায় ভাসতে ভাসতে উপরে উঠে গেলো।
-->> তাহলে জ্যাক, খারাপ না নামটা। আজ থেকে আমি জ্যাক নামেই পরিচিত হবো। অবশ্য বাকি গুলো ছদ্মনাম হিসেবেও ব্যবহার করা যাবে। (জ্যাক)
জ্যাক নিজের দিকে তাকালো একটু।
-->> ও, এখনো জামা পরি নি আমি। হ্যাঁ মনে পরেছে আমি পূর্বে ব্রেসলেটের মধ্যে কিছু জামা কাপড় রেখেছিলাম। (জ্যাক)
জ্যাক স্পেস ব্রেসলেট থেকে কিছু জামা কাপড় বের করে পরে নিলো। প্রথম প্রথম একাধিক স্মৃতি একসাথে একজনের মধ্যে থাকলে ব্যাপারটা নিতে সমস্যা হয়। কিন্তু বিষয়টাকে জ্যাক সহজ ভাবেই নিচ্ছে। সে একটা টেকনিক ব্যবহার করছে যেটার কারনে তার কাছে সব কিছু সহজ মনে হতো পূর্বে। তবে এখন সহজ না হলেও সহজ ভাবে নিচ্ছে জ্যাক সব কিছু।
* * * * *
(আন্ডারওয়ার্ল্ড)
পুরো আন্ডারওয়ার্ল্ড নিশ্চুপ ছিলো বেশ কয়েকশত বছর। তবে সেটা আর নিশ্চুপ থাকে পারলো না। আন্ডারওয়ার্ল্ডের মধ্যে রুলার অফ ডেড এর প্রবেশের পর থেকে পুরো আন্ডারওয়ার্ল্ড চেঞ্জ হতে সময় নিলো না। হেডিসের প্যালেসের একদম উপরে হেডিস দাঁড়িয়ে ছিলো। তার পিছনে বাহুকে তার একমাত্র স্ত্রী জরিয়ে ধরে দাঁড়িয়ে ছিলো।
-->> আপনাকে আমি এরকম চিন্তিত হতে দেখি নি পূর্বে।
হেডিসের স্ত্রী কথাটা বললো স্বামীর প্রতি চিন্তিত হয়ে। কিছুদিন হলো হেডিস অনেকটা চিন্তিত রয়েছে। তার চিন্তা মূল কারণ আন্ডারওয়ার্ল্ডে নতুন রুলার অফ ডেড আসার ফলে। রুলার অফ ডেড এ.কে.এ লিচ্ দ্যা আনডেড গ্রেট ওয়ারের পর থেকেই নিখোঁজ ছিলো। অনেকেই ভেবেছিলো লিচ্ মারা গিয়েছে বা বিস্ট ওয়ার্ল্ডে চলে গিয়েছে। তবে কেউ আশা করে নি লিচ্ এর টাইটেল এভাবে চেঞ্জ হয়ে যাবে।
-->> আমি ভাবি নি যে আনুবিস রুলার অফ ডেড এর টাইটেল পাবে এবং আন্ডারওয়ার্ল্ডে ফেরত আসবে। (হেডিস)
-->> কিন্তু আপনাদের দুজনের টেরিটোরি তো ভিন্ন তাহলে এখানে চিন্তার কিছু তো আমি দেখতে পাচ্ছি না।
হেডিসের স্ত্রী অনেক কৌতূহল নিয়ে কথাটা বললো। হেডিস আন্ডারওয়ার্ল্ডের কালো আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো।
-->> খুব শীঘ্রই অলিম্পাস ধ্বংস হতে যাচ্ছে। আর এই সময়ে আনুবিস রুলার অফ ডেড হয়ে আন্ডারওয়ার্ল্ডের অধিকাংশ জায়গা দখল করা মানে আমার প্লানের মধ্যে পানি ঢাকা (হেডিস)
* * * * *
(নামহীন একটা জায়গা)
দুজন ব্যক্তি বসে ছিলো, যাদের সামনে একটা দাবার বোর্ড ছিলো। তারা দুজনে দাবা খেলা নিয়ে ব্যস্ত ছিলো। দুজনের কারোরই শরীরের অংশ দেখা যাচ্ছিলো না। একজন হলুদ উজ্জ্বল আলোর মতো জ্বলছিলো অন্যজন কালো ছায়ার মতো জ্বলছিলো। তারা দুজনই হলো সুপ্রিম কন্সটেলেশন, যারা এক্সব্লক এবং এক্সব্লকের বাইরের সব কিছু মেনেজ করে থাকে। কোথায় কি হচ্ছে সেটা তারা দেখতে পারে এবং জানতে পারে। পুরো ইউনিভার্স যে বস্তু বা জিনিস থেকে তৈরী হয়েছে তাকে কেয়স বলা হয়। সেই কেয়সের সাহায্যে দুই সুপ্রিম কন্সটেলেশন আজ এতোটা উপরের একটা পদে রয়েছে। যদিও তারা অনেক উপরের একটা পদে রয়েছে তারপরও দিনভর দাবা খেলা ছাড়া তাদের অন্য কোনো কাজ নেই। নিজেদের সকল দায়িত্ব তাদের অ্যাভেটার দিয়ে করায় সান কন্সটেলেশন, আবার মুন কন্সটেলেশনকে কোনো কাজই করতে হয় না।
-->> তোমার অ্যাভেটার স্টোন মাংকি বের হয়েছে এবং অন্য একটা কন্সটেলেশনের সউলের সাথে মার্জ হয়েছে তুমি কি এটার ব্যাপারে কি করবে না?
কথাটা মুন কন্সটেলেশন বললো সান কন্সটেলেশনকে। দুজনেই অবগত ছিলো কি হয়েছে। এমন নয় যে যা হচ্ছে তা সম্পর্কে তারা এমনি এমনি জানবে। বরং তারা এমন একটা জায়গার মধ্যে রয়েছে যেখানে সময়ের কোনো গুরুত্ব নেই। তাছাড়া সবগুলো ওয়ার্ল্ডে যা হচ্ছে তা তাদের বসে থাকা রুমের চারিদিক দিয়ে টিভির মতো জিনিসে দেখানো হচ্ছে। যা দিয়ে তারা কোথায় কি হচ্ছিলো সেটা নিজ ইচ্ছা মতো দেখতে পারে এমনকি শুনতেও পারে। মুন কন্সটেলেশনের কথায় এবার হলুদ উজ্জ্বল সান কন্সটেলেশন বলতে শুরু করলো।
-->> স্টোন মাংকির সাথে আমার অ্যাভেটার কন্ট্রাক ছিন্ন হয়েছে। আপাতোতো আমি তাকে নিয়ন্ত্রন করতে পারছি না। (সান কন্সটেলেশন)
-->> দ্যা গ্রেট সান কন্সটেলেশন যদি এরকম কথা বলে তাহলে কিরকম দেখা যায়। তাহলে তো এটাকেও ডিসপোজ করে দিবে শীঘ্রই। (মুন কন্সটেলেশন)
-->> আপাতোতো আমাদের এই ছোট ব্যাপার নিয়ে চিন্তা করতে হবে না। আমার নিয়ন্ত্রনের বাইরে গেলেও স্টোন মাংকি শুধুমাত্র স্টোন মাংকিই থাকবে। যতই শক্তিশালী কন্সটেলেশনের সাথে মার্জ হোক না কেনো তাদের সবার মধ্যে লিমিটার কাজ করছে। তাই আপাতোতো আমাদেরকে ব্লাড ড্রাগন নিয়ে চিন্তা করা উচিত। (সান কন্সটেলেশন)
-->> ঠিক আছে তুমি তাহলে ব্লাড ড্রাগনকে নিয়ে চিন্তা করো। ততোক্ষণে আমি না হয় আমার সিল করা করা ড্রাগনের কন্ট্রাকটরের কাছ থেকে ঘুরে আসি। (মুন কন্সটেলেশন)
* * * * *
(টাওয়ার অফ গ্রিড)
৭০তম ফ্লোরের মধ্যে জ্যাক আটকে আছে। ডিম্যান টাওয়ারের নিয়ম অনুযায়ী কোনো প্লেয়ার ভুলবশত এক ফ্লোর গ্যাপ রেখে পরবর্তী ফ্লোরে প্রবেশ করলে গ্যাপ রাখা ফ্লোরে নামতে পারবে না। মানে জ্যাক এখন ৬৯ তম ফ্লোরের যেতে পারবে না। কারন সে ফ্লোর এখনো ক্লিয়ার করা হয় নি। যেহেতু গ্রিড তাকে এখানে নিয়ে এসেছে তাই গ্রিডের সাহায্যেই ক্লিয়ার করা একটা ফ্লোরে প্রবেশ করতে পারবে জ্যাক। তাছাড়া এখন তাকে নিচে না গিয়ে উপরে যেতে হবে। পূর্বে জ্যাক মনের ভুলেও উপরে যাওয়ার কথা চিন্তা করতো না। কারন সে এই ফ্লোর গুলোর মনস্টার সম্পর্কে একটা সঠিক ধারনা করতে পারছিলো। তখন মনস্টার গুলো জ্যাকের থেকেও শক্তিশালী ছিলো। বিশেষ করে বস মনস্টারের সাথে জ্যাক কখনো পেরে উঠতে পারতো না। তবে এখন জ্যাকের মনে হচ্ছিলো সে সব কিছুই করতে পারবে।
-->> আপাতোতো আমার অনেকগুলো গোল রয়েছে। তবে সর্বপ্রথম আমাকে জানতে হবে আমার রুয়ি আর আমার আর্মারটা কোথায়। আমি তাদেরকে সাম্মন করতে পারছি না মানে তারা অন্য কারো দখলে রয়েছে। এরপর রয়েছে অলিম্পাসে আমার ট্রিডেন্ট যেটা সেখানে না যাওয়া পর্যন্ত আমি আনতে পারছি না। (জ্যাক)
জ্যাককে কি করতে হবে সেটা সে প্লান করে নিয়েছে। আপাতোতো তাকে এ জায়গায় থাকলে চলবে না। সে তার পূর্বের বডি মানে আকাশ চৌধুরীর বডিকে মাটিচাপা দিয়ে দিলো এবং সে জায়গা থেকে হাঁটতে শুরু করলো। জ্যাক সিদ্ধান্ত নিয়েছে সে একা একাই ফ্লোর ক্লিয়ার করবে। যেহেতু টাওয়ারটার আর বেশী ফ্লোর বাকি নেই তাই জ্যাক যেটা খোঁজার চেষ্টা করছিলো সেটা হয়তো সে সামনেই পেয়ে যাবে।
-->> আবার এমন তো নয় যে বাকি ড্রাগন আইটেম গুলো ম্যামন তার সেই আজব আইটেমকে খাইয়ে দিয়েছে। তেমন হলো তো গোল্ডেন ড্রাগনের সাহায্য ছাড়া এই জায়গা থেকে বের হতে পারবো না আমি। (জ্যাক)
জ্যাকের সামনে একটা বিশাল মনস্টারের হর্ডি ছিলো যারা জ্যাককে দেখার সাথে সাথে তাকে এট্যাক করার জন্য দৌড়ে আসতে শুরু করলো। জ্যাককে এট্যাক করবে তার পূর্বেই জ্যাক একটা উচ্চ জাম্ব দিয়ে তাদের উপরে উঠে গেলো।
"ফ্লায়িং নিম্বাস"
জ্যাক জোরে বলে উঠলো কথাটা। ঠিক তখনি আকাশের মেঘ থেকে এক টুকরো সাদা মেঘ উড়ে আসলো এবং জ্যাকের নিচে এসে থামলো। জ্যাক সেটার উপরে শুয়ে পরলো যা তাকে মনস্টারের হর্ডি থেকে অনেকটা উপরে নিয়ে নিলো।
-->> অনেক মিস করেছি ফ্লায়িং নিম্বাস তোমাকে। (জ্যাক)
জ্যাক মেঘের টুকরোর উপরে শুয়ে ছিলো। সেই সাথে সে তার মাথা থেকে দশটা চুল ছিড়লো। যা ফু দিয়ে নিচে ফেলে দিলো। প্রতিটা চুল থেকে দশটা ক্লোন তৈরী হলো জ্যাকের।
"ক্লোন"
-->> বয়েজ তোমরা এনজয় করো। আমি বড় মাছটা ধরে আসি। (জ্যাক)
দশটা ক্লোনকে তৈরী করে জ্যাক সেখান থেকে তার ফ্লায়িং নিম্বাসের সাহায্যে উড়ে বস মনস্টারের সন্ধানে চলে গেলো। বস মনস্টারের খোঁজে যাওয়ার পথে জ্যাক তার নিম্বাসের মধ্যে বসে আরো চিন্তা ভাবনা করতে শুরু করলো। এটা পূর্বে সে করে নি। তবে স্টোন মাংকির সাথে মার্জ হওয়ার পর থেকেই তার অভ্যাস পাল্টে গিয়েছে। এখন জ্যাক চিন্তা বেশী করে সেই সাথে নিজের সাথে কথাও বেশী বলে। অনেকে তাকে দেখলে পাগল বলে দাবী করবে তবে এখানে তার করার মতো কিছু নেই।
-->> সান কন্সটেলেশনের সাথে আমার কন্ট্রাক ভেঙে গিয়েছে। তাহলে এক্সব্লকে যেতে পারলে আবারো কন্সটেলেশন টাইটেল ফিরে পেতে আমার সময় লাগবে না। তবে মাঝপথে সান কন্সটেলেশন ঝামেলা না করলেই ভালো হবে। (জ্যাক)
জ্যাক বিভিন্ন চিন্তা করতে করতে কখন যে বস মনস্টারের এরিয়ার মধ্যে চলে এসেছিলো সেটা সেটা খেয়ালই করে নি। প্রতিটা ফ্লোরের বস গুলো অনেক বড় এবং সেই সাথে ভয়ানক হয়। তবে এই ফ্লোরের বসটা যে একটা ড্রাগন হবে সেটা জ্যাক মোটেও কল্পনা করে নি। একটা আর্থ ড্রাগন মাটিতে তার ডানা দিটো দিয়ে শরীরকে ঢেকে ঘুমাচ্ছিলো। যেহেতু নিম্বাসের সাহায্যে জ্যাক উড়ছিলো তাই ড্রাগনটা তার উপস্থিতি বুঝতে পারছিলো না।
-->> শুধু পোসেইডন এবং তার টুকরো সউল যখন ছিলাম তখন আমি অনেকটা ভয় করেছি অলিম্পাসের থেকে। তবে আমার মনে হচ্ছে এটা ভালো একটা সুযোগ তাদের সবাইকে আমার উপস্থিতি জানিয়ে দেওয়ার জন্য। (জ্যাক)
জ্যাক তার নিম্বাস থেকে লাফ দিলো। অনেক দ্রুত সে পরছিলো আকাশ থেকে। সে দুটো পা নিচের দিকে রেখে উপর থেকে ড্রাগনটার পিঠের উপরে পরলো। ড্রাগনদের স্কেল বা আশ সবচেয়ে শক্তিশালী পন্য হিসেবে ধরা হয়। যার উপরে শক্তিশালী একটা মানুষও তিন তলা ভবনের উচ্চতা থেকে পরলে মারা যাবে। কিন্তু জ্যাকের একদম কিছুই হলো না। বরং সে যে ফোর্সে পরেছে তাতে সে ড্রাগনের পিঠের কয়েকটা স্কেল ভেঙে ফেলেছে। এবার সে লাফ দিয়ে পিছনে চলে গেলো এবং ড্রাগনটাকে নাড়াচাড়ার কোনো সুযোগ না দিয়েই ড্রাগনের লেজকে ধরে ফেললো।
-->> এটা মোটেও রুয়ির ওজনের মতো হবে না। (জ্যাক)
জ্যাক বিশাল ড্রাগনটার লেজ ধরে ঘুরাতে শুরু করলো। এতো জোরে ঘোরাতে শুরু করলো যে এখন সাধারণ চোখে আর দুজনকেই দেখা যাচ্ছিলো না। এরপরে জ্যাক আস্তে আস্তে থামতে থামতে আকাশের দিকে ছুঁড়ে মারলো ড্রাগনটাকে।
-->> তাহলে দেখা যাক আমার পানির এবিলিটি আমি নতুন করে ব্যবহার করতে পারি কিনা। (জ্যাক)
"ফ্লায়িং নিম্বাস"
উপরের মেঘের অংশটা আবারো উড়ে জ্যাকের পায়ের কাছে চলে আসলো। জ্যাক লাফ দিয়ে সেটার উপরে উঠলো। সে তার ফ্লায়িং নিম্বাসের সাহায্যে সুপার স্পিডে উপরের দিকে রওনা দিলো।
"স্ক্যালা"
জ্যাকের ডাকে তার সউলের সাথে মার্জ হয়ে যাওয়া স্ক্যালা বের হয়ে গেলো তার ইউনিকর্ন ফর্মে (শিং যুক্ত ঘোড়া)। জ্যাক এবার তার হাতে একটা পানির সোর্ড তৈরী করলো স্ক্যালা এবং নিজের এবিলিটির সাথে। যে সোর্ডের পুরো ব্লেডই পানির ছিলো।
-->> পানি শুধু যে জীবন বাঁচায় এমন নয়। পানি অন্যের জীবন নিতেও সাহায্য করে। (জ্যাক)
জ্যাক তার হাতে ওয়াটার সোর্ড এবং নিম্বাসের গতিতে উপর থেকে পরতে থাকা ড্রাগনের শরীরকে পার করে চলে গেলো। ড্রাগনটা কোনো সাড়াশব্দ ছাড়াই উপর থেকে নিচে পরে গেলো। প্রথমে মনে হচ্ছিলো তার কিছুই হয় নি। কিন্তু সেটা যখন নিচে পরলো তখন তার পুরো শরীর দু আলাদা হয়ে গেলো।
-->> আমার মনে হচ্ছে এই বডির কারণে আমার স্ট্রেন্থ অনেকটা বৃদ্ধি পেয়েছে। (জ্যাক)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।