#Demon_King#
পর্ব:১০২
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(একাডেমি)
টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের চতুর্থ ধাপের প্রথম স্টেজ শেষ হয়েছে। যেমনটা সবাই আশা করেছিলো তার থেকেও অনেক বেশী উত্তেজনায় সময় কেটেছে সবার। প্রথম স্টেজের নিয়ম গুলো শুনতে পেয়ে সবাই মনে করেছিলো অনেকটা সময় লাগবে এই স্টেজ শেষ করতে তবে সেটা অনেক দ্রুতই শেষ হয়ে গিয়েছে। যার ফলে একাডেমির টপ দশটা টিম সিলেক্ট হয়ে যায়। তবে এখানেই টুর্নামেন্ট শেষ না। টুর্নামেন্টের মেইন ইভেন্ট এখনো বাকি ছিলো
-->> এটা আমাদের সর্বশেষ স্টেজ হবে যেখান থেকে আমরা তোমাদের দশ টিম থেকে সেরা টিমটা বের করবো। তাই আমার বলা নিয়ম গুলো খুব মনোযোগ দিয়ে শুনো। আমাদের এই স্টেজে প্রতিটা টিম প্রতিটা টিমের সাথে ফাইট করবে। যেহেতু পূর্বে অনেক গুলো টিম ছিলো তাই আমরা এই মেইন স্টেজকে তেমন ভাবে সাজাতে পারতাম না। তবে দশটা টিমের মোট একশত স্টুডেন্ট নিয়ে শেষ স্টেজটা একদম পারফেক্ট হতে চাচ্ছে। (শিক্ষক)
এরিনার মাঝখানে থাকা শিক্ষক কথাটা বলে একটু থেমে নিয়ে আবারো বলতে শুরু করলো।
-->> এই স্টেজের নাম, "ব্যাটেল রয়েল"। যা অনেক অনেক স্পেশাল একটা অংশ এই টুর্নামেন্টের। যেহেতু আমাদের একাডেমির এই টুর্নামেন্ট পুরো টাওয়ার জুড়ে ব্রডকাস্ট হচ্ছে তাই আমাদের প্রিন্সিপাল এবং ভাইস প্রিন্সিপাল এটাকে অনেক স্পেশাল বানানোর চেষ্টা করেছে। আর আমরা এখন সেই স্পেশাল মোমেন্টকে সবাই এনজয় করতে যাচ্ছি। এই স্টেজের মূল বিষয় অনেকটা পূর্বের টার মতো মনে হলেও এটা তার থেকে সম্পূর্ণ ভিন্ন হবে। আমাদের প্রিন্সিপালের স্পেশাল স্পেস ম্যাজিক এবং আমাদের ভাইস প্রিন্সিপালের স্পেশাল ব্যারিয়ার ম্যাজিকের সাহায্যে পুরো এরিনা জুড়ে একটা আর্টিফিসিয়াল জায়গা তৈরী করা হবে। এটা কোনো ড্যানজন হবে না। বরং এই জায়গাটা অনেকটা টাওয়ারের বাইরের ডিমনিক ফরেস্টের কপি হতে যাচ্ছে। আমাদের ফাইনাল দশটা টিমের লিডাররা তাদের পুরো টিম নিয়ে পছন্দ মতো একটা জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে। যেখানে প্রবেশের পর তাদের একমাত্র কাজ হবে অন্য টিমের প্লেয়ারদের নক ডাউন করা। এখানে বলে রাখি, কোনো স্টুডেন্টের সুরক্ষার দায়িত্ব কোনো শিক্ষক নিবে না আবার কোনো স্টুডেন্ট যদি অন্য স্টুডেন্টকে ভুল বশত হত্যা করেই ফেলে তাহলে একাডেমি এবং টাওয়ার থেকে বহিষ্কার করা হবে। তাছাড়া এই স্টেজে সব স্টুডেন্ট শুধুমাত্র তাদের একটা আইটেম ব্যবহার করতে পারবে। একটার বেশী আইটেম কোনো স্টুডেন্টের কাছে দেখা গেলে তাকে টুর্নামেন্ট থেকে বাতিল বলে ঘোষনা করা হবে। সকল টিমের টার্গেট থাকবে অন্যান্য টিমকে হারানো। প্রতিটা টিমের কাছে একটা করে ফ্লাগ থাকবে। যেটা টিমের সদস্যদের হারানোর পরই শুধুমাত্র দখল করা যাবে। (শিক্ষক)
চতুর্থ ধাপের প্রথম স্টেজ মানে গোলকধাঁধার অংশটা শেষ হওয়ার সাথে সাথে এরিনায় তৈরীকৃত দেওয়াল গুলোকে পূর্বের মতো করে দেওয়া হয়েছে। এখন পুরো এরিনার মধ্যে কোনো রকম উচু জায়গা ছিলো না শুধুমাত্র মাঝখানের স্টেজ ব্যতিত। তবে সেটাও এখন আর থাকলো না। সকল শিক্ষক সহ স্টেজটা সেখান থেকে উড়তে শুরু করলো এবং এরিনার মাঝ বরাবরই তবে অনেকটা উপরে সেটা রইলো। স্টেজটা অনেক বড় যার মধ্যে শিক্ষকরা বসে সব কিছু মনিটর করবে। ঠিক এই সময়েই এরিনার মধ্যে একটা ব্যারিয়ার তৈরী হলো। যেটা দেখেই বোঝা যাচ্ছিলো সেটা একাডেমির ভাইস প্রিন্সিপালের ছিলো।
"তাহলে এগুলোকেই রেয়ার এট্রিবিউট বলা হয়।" (এলেক্স ভাবছিলো)
এলেক্স যে ব্যারিয়ার দেখছিলো সেটা ভাইস প্রিন্সিপালের একটা এট্রিবিউট। রেয়ার এট্রিবিউট সম্পর্কে এলেক্স শুধু শুনেছে টাওয়ারে আসার পর। তবে আজ প্রথম সেটা সে কাউকে ব্যবহার করতে দেখলো। সাধারণ ন্যাচারাল এট্রিবিউট গুলো দিয়ে যেমনঃ পানি, আগুন ইত্যাদি তৈরী করা যায়। ঠিক তেমনি রেয়ার এট্রিবিউট দিয়ে ব্যারিয়ার, স্পেস, সাউন্ড ইত্যাদি তৈরী করা সম্ভব। এলেক্স সহ বাকি টিমের যারা ছিলো তাদেরকে আলাদা রুমের মধ্যে রাখা হয়েছে যেখান থেকে তারা সবটা দেখতে পারছিলো। তাদের অবস্থানকৃত আলাদা রুমটা আকাশে ভাসতে থাকা স্টেজের নিচের অংশে ছিলো। যেটার ভিতর থেকে তারা সবাইকে দেখতে পারলেও অন্যরা তাদের দেখতে পারছিলো না। এই সময়ে শুধুমাত্র যে এরিনার মধ্যে ব্যারিয়ার তৈরী হলো এমন নয়। ব্যারিয়ার তৈরীর শেষে ভিতরের এরিনাও পাল্টাতে শুরু করলো।
-->> এটা আমাদের প্রিন্সিপালের স্পেস ম্যাজিক। প্রিন্সিপালই একমাত্র ব্যক্তি যে একজন স্পেস এট্রিবিউট ইউজার। তার জন্যই আমাদের স্পেস আইটেম গুলো অনেক উন্নত হয়েছে। (হ্যারি)
স্টেজের নিচে মোট দশটা রুম রয়েছে। যার একটার মধ্যে টিম মাইরা অবস্থান করছিলো। শিক্ষক এখনো অনেক নিয়ম কানুন বোঝানোর চেষ্টা করছে তবে কোনো স্টুডেন্টই সেদিকে বেশী গুরুত্ব দিচ্ছে না। কারন তারা তাদের সামনের নতুন চমকটা দেখা নিয়ে ব্যস্ত ছিলো। প্রিন্সিপালের স্পেস ম্যাজিক পুরো জায়গাটাকে পাল্টে দিলো। যেখানে সোজা মাঠের মতো একটা ফাইটের জায়গা ছিলো সেখানে এখন ঘন গাছপালা সহ ডিমনিক মনস্টারের বাস হয়ে গেলো। ব্যারিয়ারের বাইরে থেকে ভিতরের জায়গাকে ছোট স্বাভাবিক মনে হলেও ভিতরে সেটার জায়গাটা একদম বিশাল ছিলো। এতোটাও বিশাল বললে চলবে না। অন্তত একটা কি দুইটা জোন তো ছিলো ডিমনিক ফরেস্টের ব্যারিয়ারের মধ্যে।
-->> দেখো আমার মনে হয় না এই স্টেজের কোনো রকম প্লানে আমাদের কোনো কাজে লাগবে। তাই আমরা যা করবো আমাদের সর্বোচ্চ করার চেষ্টা করবো। (এলিন)
-->> প্রথমত নিয়মটা আমাদের মধ্যে ভালো করে বুঝে নেওয়া উচিত। শিক্ষকের মতে সব টিমের কাছে একটা করে ফ্লাগ থাকবে। যেটা বিপক্ষ টিমকে সংগ্রহ করতে হবে। কোনো একটা টিমের মধ্যে দশটা স্টুডেন্টের যে কারো কাছে ফ্লাগটা থাকতে পারে। তাই সবাইকে হারিয়ে দেখতে হবে আমাদের কার কাছে ফ্লাগটা রয়েছে। আর যে টিম দশটা ফ্লাগ সংগ্রহ করতে পারবে তারাই জয়ী হবে এই টুর্নামেন্টের। (মাইরা)
-->> তাহলে সেকেন্ড থার্ড কে হবে? (ডুফেস)
-->> যেহেতু পয়েন্ট দিয়েছে আমাদের পূর্বের রাউন্ড গুলোতে। তাই আমার ধারনা সে পয়েন্ট গুলোর তুলনা করেই পরবর্তী র্যাংকিং এর ব্যবস্থা করবে। যাইহোক সেটা পরের ব্যাপার। আপাতোতো আমরা যেহেতু ভালো একটা স্পটে আছি তাই ভালো পারফরম্যান্স করতে হবে। তাতে করে আমাদের মাঝে অনেকেই কিংডমের শক্তিশালী কিছু নোবেল পরিবারের দৃষ্টি আকর্ষন করতে পারবো। আর সেটা করতে পারলে আমরা তাদের থেকে বিভিন্ন ধরনের মিশনও পাওয়ার সুযোগ পাবো। যেটা আমাদের গোল্ড কয়েনের পরিমাণ বারিয়ে দিতে সাহায্য করবে। তাই কেউ এই সুযোগকে হাত ছাড়া হতে দিয়ো না। (মাইরা)
টিম মাইরার মতো বাকি টিমেরাও তাদের নিজস্ব প্লান করে নিচ্ছিলো। যেহেতু দশটা টিমের সব গুলো মেম্বার এই স্টেজে প্রবেশ করবে তাই অনেক বড়সড় একটা ফাইটের দেখা পাওয়া যাবে তাই সবাই তাদের প্লান করে রাখছে।
-->> স্যাম, আমাদের প্লান কি হবে?
টিম স্যামের মধ্যে একজন মানা ইউজার উক্ত কথাটা বললো। তার উত্তরে স্যাম বলতে শুরু করলো।
-->> আমাদের কোনে রকম প্লান নেই। নামবো এবং সব কিছুকে ধ্বংস করে বাকি নয়টা ফ্লাগ সংগ্রহ করবো। তবে সবাইকে বলে রাখি কেউ ভুলবশত কাউকে হত্যা করে ফেলো না। (স্যাম)
স্যাম সবাইকে তার প্লান সম্পর্কে জানিয়ে দিলো। তাদের সহ বাকিদের প্লান শেষ না হতেই স্টেজটা শুরু হয়ে গেলো। সবার হাতে একটা লাল কালারের ফ্লাগ দেওয়া হয়েছে। যেটা নিয়ে উপর থেকে সবাই তাদের পছন্দ মতো জায়গার মধ্যে প্রবেশ করতে পারবে।
-->> প্রতিটা টিম তাদের পছন্দ মতো জায়গা বেছে নিলে আমাদের টেলিপোর্টেশন ডিভাইস তাদেরকে সরাসরি সেই জায়গাগুলোতে টেলিপোর্ট করে নিবে। সবাই মনে রাখবে এই একটা কথা, এই পুরো স্টেজটা একদম কাছে থেকে রেকর্ড হচ্ছে এবং সেটা পুরো টাওয়ারের মাঝে ব্রডকাস্ট হচ্ছে। তাই আমরা চাইবো সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করতে। (শিক্ষক)
ভিআইপি রুমের মধ্যে সবাই উত্তেজনা নিয়ে বসে ছিলো। একটু পরে কি হবে এটা চিন্তা করতে করতেই তাদের হার্ট বেশী করে বিট করছিলো।
-->> হাহাহাহা, আমার মনে হচ্ছে আমি এখানে এসে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছি। নাহলে তো দূর থেকে এসব দেখে অনেকটা আফসোস করতাম। (গালাটুস)
-->> ব্লু কিংডমের একাডেমির এরকম ব্যবস্থা দেখে আমি আসলেই মুগ্ধ। প্রিন্সিপালের এই পদক্ষেপের কারণে আমাদের কিংডমের স্টুডেন্টরাও অনেক আগ্রহী হবে। যেটা আমাদের কিংডমের যৌথ টুর্নামেন্টকে সফল হতে সাহায্য করবে। (মারিয়া)
মারিয়ার কথায় সবাই সম্মতি জানালো। গতকাল তারা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করেছে। যেটা মারিয়ার উল্লেখ করা বিষয়টা নিয়েই ছিলো। তিন কিংডমের মধ্যে একটা যৌথ টুর্নামেন্টের ব্যবস্থা করা হবে। যার দুটো অংশ হবে। যাইহোক আপাতোতো সেই টুর্নামেন্টের ব্যাপারে না গিয়ে বর্তমানটার মধ্যে ফোকাস দেওয়া যাক।
পুরো এরিনাকে এখন ডিমনিক ফরেস্টের একটা অংশ করে দেওয়া হয়েছে। যার মধ্যে সাধারণ এরিনার থেকেও পাঁচগুন বেশী জায়গা ছিলো প্রিন্সিপালের স্পেস ম্যাজিকের কারনে। প্রতিটা টিমের লিডার বেছে নিতে পারবে তাদের টিম কোথায় থাকবে। আর তাদের সিদ্ধান্ত মতোই তারা তাদের রুম থেকে টেলিপোর্ট হয়ে সে জায়গায় পৌঁছে যাবে। স্টেজ শুরু হয়ে যাওয়ার ফলে সকল টিমই তাদের নির্দিষ্ট জায়গার মধ্যে চলে গেলো। কেউ একদম সাইডে তো কেউ মাঝখানে। যাদের যেখানে সুবিধা তারা সেখানে গিয়েছে টেলিপোর্টেশনের মাধ্যমে। যার মধ্যে টিম এলেক্স একদম একপার্শে এসে দাড়িয়েছে।
-->> আমাদের কাছে কিছু রুন আইটেম থাকলেও আমার মনে হয় না আমাদের এই স্টেজে কোনো চান্স আছে। এই স্টেজে সবচেয়ে শক্তিশালী ব্যক্তিরা রয়েছে। যদিও পূর্বের স্টেজেও অনেক শক্তিশালী ব্যক্তিরা ছিলো তবে অনেকেই বাদ পরেছে খারাপ ভাগ্যের কারনে। আমার মনে হয় আমাদের সবচেয়ে বেশী ভালো হবে লাস্ট পর্যন্ত অপেক্ষা করা। (মাইরা)
-->> গাইস আমি বুঝতে পারছি আমার পরিচয় সম্পর্কে জেনে সবার সেটা মেনে নিতে সমস্যা হচ্ছে, কিন্তু আমি সবাইকে বলতে চাই আমি প্রিন্স পরে বরং তোমাদের সবার বন্ধু প্রথমে। তাই সবাই আমার সাথে তেমন ব্যবহার করো যেমনটা প্রথমে করতে। (হ্যারি)
অন্যান্য সবাই হ্যারির সাথে পূর্বের মতোই ব্যবহার করছিলো শুধুমাত্র মাইরা ব্যতীত। হ্যারি এই কথাটা মাইরাকে উদ্দেশ্য করেই বলেছিলো। তবে মাইরা তার কথায় কোনো গুরুত্ব দিলো না। তাই হ্যারি কিছুটা সাহায্য করার চেষ্টা করলো।
-->> আমাদের এই টিমের অবস্থা এখন যেরকম তাতে আমরা বাকি নয়টার সাথে জিততেই পারবো না। এলেক্স বা এলিনের ফুল পাওয়ারেও আমাদের কোনো কাজে আসবে না। বিশেষ করে যদি স্যামের টিমের সাথে আমাদের দেখা হয় তাহলে কোনো কিছু করবার পূর্বেই আমরা বাতিল হয়ে যাবো। (হ্যারি)
-->> কেনো এই স্যাম ব্যক্তির পাওয়ার কি এতো বেশী? (ডুফেস)
-->> আমাদের একাডেমিতে শুধুমাত্র তোমরাই এমন ব্যক্তি না যার কাছে একটা ডিভাইন বিস্ট রয়েছে। আরো কয়েকজন রয়েছে। যাদের মধ্যে স্যাম একজন। তার ফ্যামিলিয়ার "দ্যা হোয়াইট টাইগার" যেটা টাইগার বিস্টের একটা শক্তিশালী গোত্র। যদিও এলেক্স এবং এলিনের কাছেও ডিভাইন ফ্যামিলিয়ার রয়েছে তারপরও তাদের সেটা ব্যবহারের অভিজ্ঞতা নেই। আর অভিজ্ঞতা আর স্ট্রেন্থের দিক দিয়ে তারা এমনিতেই অনেক উপরে আমাদের থেকে। তাই আমরা যতই ট্রিক কিংবা টেকনিক ব্যবহার করি না কেনো তারা কোনো ভাবেই সেটাতে পরবে না। (হ্যারি)
পুরো টিম ডিমনিক ফরেস্টের একদম সাইডে প্রবেশ করেছে। জায়গাটা নয়জনের জন্য পুরাতন হওয়ার ফলে তারা সেরকম কোনো কিছু ফিল করছিলো না। তবে হ্যারি যে কিনা এই প্রথম ডিমনিক ফরেস্ট দেখছিলো তার চোখ দিয়ে তার কাছে কেনো জানি মনে হচ্ছিলো সে একটা ভূতের জঙ্গলে প্রবেশ করেছে। তার মনে ভয় ছিলো তবে সেটা সে কোনো ভাবেই প্রকাশ করছিলো না। একটা প্রিন্স হয়ে সে যদি এখানে ভয় পেয়ে যায় তাহলে তো সব কিছু এখানেই শেষ হয়ে যাবে। তাই স্বাভাবিক ভাব নিয়ে সে বাকিদের সাথে কথা বলতে লাগলো।
-->> আমার মনে হয় না আমরা জিততে পারবো। তবে চেষ্টা করতে দোষ কোথায়। যতটুকু পারফর্ম আমরা করতে পারি ততটায় আমাদের জন্য লাভ হবে। কারন আমরা একজন ব্যক্তির মতো এখানে সবাই প্রিন্স কিংবা প্রিন্সেস না। (মাইরা)
অবশ্য মাইরার কথা এখানে ভুল ছিলো। সেখানে আরো একজন প্রিন্স এবং প্রিন্সেস ছিলো শুধুমাত্র তাদের চোখের আড়ালে তারা থাকার কারনে তাদের সম্পর্কে কিছুই জানে না কেউ। সবাই নিজেদের মতো কথা বলা নিয়ে ব্যস্ত ছিলো ঠিক তখনি এলেক্স আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। সে এই ফরেস্টের মধ্যে কিছু একটা ফিল করছিলো। যেটা পূর্বে সে কখনো ফিল করে নি। স্পেস ম্যাজিক এমন একটা ম্যাজিক যেটা দিয়ে একটা স্পেসকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় সম্পূর্ণ ভাবে। তবে সেটা মানুষের পক্ষে সম্ভব নয়। তাই প্রিন্সিপাল শুধু ডিমনিক ফরেস্টের একটা ছোট অংশকে কপি করেছে। তার কপিকৃত ডিমনিক ফরেস্টটা একদম আসলটার মতো ছিলো। যার এনার্জি এমনকি মনস্টারের দিক দিয়েও একই ছিলো। পূর্বে এলেক্স তেমন কিছু বোধ না করলেও এখন ডিমনিক ফরেস্টের মধ্যে থাকার ফলে সে অন্যরকম কিছু একটা বোধ করছিলো।
"আমার মনে হচ্ছে এই পুরো ফরেস্টটাই আমার।" (এলেক্স ভাবছে)
ডিমনিক ফরেস্টের মধ্যে ডিমনিক এনার্জি রয়েছে। আর আপাতোতো এলেক্সই একমাত্র ব্যক্তি যে এই ওয়ার্ল্ডে ডিমনিক এনার্জি ব্যবহার করতে পারে। অবশ্য আরো একজন পারে যে অন্য ওয়ার্ল্ড থেকে এসেছে। তবে সেটার কথা বাদ দেই। এলেক্স যেহেতু ডিমনিক এনার্জি ব্যবহার করতে পারে তাই পুরো ডিমনিক ফরেস্টকেই তার মনে হচ্ছিলো। সেটার মালিক এলেক্স এরকম কিছু না বরং এই ফরেস্টের সব কিছুই এলেক্স সেন্স করতে পারছিলো কোনো রকম ম্যাজিক সেন্স ছাড়ায়।
"গাছপালা, আশেপাশের মনস্টার এবং সাধারণ বিস্ট গুলো সব কিছুই আমি ফিল করতে পারছি। আমার মনে হচ্ছে আমি আমার ডোমেইনের মধ্যে ছিলাম" (এলেক্স ভাবছে)
এলেক্সের চিন্তা ভাবনা আরো প্রখর হলো। সে তার চিন্তা ভাবনার সাথে সাথে সামনে এগিয়ে যাচ্ছে। তাকে ফলো করে বাকিরাও হাঁটছে।
-->> এলেক্স কোথায় যাচ্ছে? (এবা)
-->> আমি সঠিক ভাবে বলতে পারবো না। তবে আমাদের ফলো করা উচিত ওকে। (জেবা)
-->> আমার মনে হয় এলেক্স কোনো ধরনের প্লান করে রেখেছে। (হ্যারি)
-->> ওর চুপচাপ স্বভাবটা মাঝে মধ্যে আমাকে অনেক বিরক্ত করে। মাঝে মাঝে মনে হয় ধাক্কা দিয়ে ফেলে দেই। (এনরি)
এলেক্সকে সবাই ফলো করতে শুরু করলো। অন্যদিকে ডিমনিক ফরেস্টের বাকি জায়গা গুলোর মধ্যে বাকি টিম গুলো অবস্থান করছিলো। সবাই যেহেতু টপ টিম ছিলো তাই সবাই চাচ্ছে দ্রুত এট্যাক করে একটা টিমের ফ্লাগ নিয়ে নেওয়া। যেহেতু টিম মাইরা সবচেয়ে দুর্বল ছিলো তাই অধিকাংশ টিমের প্রথম টার্গেটই ছিলো টিম মাইরা। কিন্তু কেউ এখনো তাদেরকে খুঁজে বের করতে পারে নি।
-->> আমি বিরক্ত হয়ে গিয়েছি। এখনো অন্য কোনো টিমের সাথে আমাদের দেখা হলো না।
-->> এটা আসলেই একটা ভূতুরে জায়গা। আমার ম্যাজিক সেন্স গোলকধাঁধার মধ্যে একদম ভালো ভাবে কাজ করলেও এখানে আমি কিছুই সেন্স করতে পারছি না।
-->> এখানে আমরা সেন্স করতে পারছি না কারন আমাদের চারিদিক দিয়ে ডিমনিক এনার্জি রয়েছে। যেহেতু আমরা কেউ এই এনার্জি ব্যবহার করতে পারি না তাই এটা আমাদের এনার্জির বিরুদ্ধে কাজ করছে।
-->> এই ড্যাম প্লেস কেনো যে টাওয়ারের বাইরে রয়েছে আমি সেটাই বুঝতে পারছি না।
-->> হয়তো কোনো ডিম্যান এসেছিলো সেখানে। বা কোনো ডিম্যান মারা গিয়েছিলো।
-->> লিজেন্ডে আছে যে একটা ডিম্যান সেখানে মারা গিয়েছিলো। তাই তার শরীর থেকে ডিমনিক এনার্জি বের হয়ে সেই পুরো জায়গাকে ডিমনিক ফরেস্ট বানিয়ে দিয়েছে।
-->> যায়হোক আমাদের প্রথমত একটা টিমের সাথে দেখা করতে হবে।
প্রতিটা টিমের স্টুডেন্টরা একে অপরের সাথে কথা বলছিলো। বাইরে থেকে দর্শকরা তাদের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ব্যারিয়ারের মধ্যে একটা স্পেশাল আইটেমের ব্যবহার করা হয়েছে। যার কারণে ভিতরের সময় অনেক ধীরে চলছিলো বাইরের তুলনায়। ভিতরে অনেকটা সময় পার হলেও বাইরে খুব কম সময় পার হচ্ছিলো। আইটেমটার সাহায্যে ভিতরে এক দুইদিন সময় চলে গেলেও বাইরে খুব কম সময় লাগবে শেষ হতে। যেহেতু পুরো দর্শকদের এরিয়া নিয়ে ব্যারিয়ার তৈরী করা হয়েছে। তাই তাদের ক্ষেত্রেও সময় অনেক ধীরে চলবে। তাই তারা সব কিছু মনমতো এনজয় করতে পারবে।
দশটা টিমের মধ্যে প্রায় সব টিমই দুটো ভাগ হয়ে পুরো এরিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছে। তারা যেহেতু দুই ভাগে ভাগ হয়েছে তাই তাদের অন্যান্য টিমের স্টুডেন্টদের খুঁজতে সুবিধা হচ্ছে। ইতিমধ্যে দুটো টিমের সাথে দেখাও হয়ে গিয়েছে। একাডেমির টপ টিম হচ্ছে টিম স্যাম। যার টিম থেকে তিনটা অংশ তিনদিকে গিয়েছে। প্রথমত স্যাম একা একদিকে এরপর নয়জন দুই আলাদা হয়ে দুই দিকে। আর তাদের দেখায় হয়েছে ব্লু কিংডমের মারকুইসের ছেলের টিম জেব্রার সাথে। নামটা অনেক ফানি মনে হলেও সে ব্লু কিংডমের ডিউকের পরে সবচেয়ে শক্তিশালী ব্যক্তির সন্তান। তাই তাকে দেখে একাডেমির অধিকাংশ ব্যক্তিই ভয় পায়। তবে তাদের বিপক্ষে ছিলো স্যাম যে তার টিমের এবং একশত জনের মধ্যে একমাত্র ব্যক্তি যে একা একা ঘুরছে অন্য কারো সঙ্গ ছাড়া।
-->> জেব্রা, অনেক দিন আমাদের মধ্যে ফাইট হয় না। (স্যাম)
মারকুইসের সন্তান মোটেও আশা করে নি যে তার বিপক্ষে স্যাম পরবে। তারপরও তারা পাঁচ জন ছিলো এবং স্যাম একা ছিলো এটা চিন্তা করে তারা অনেকটা কনফিডেন্স ছিলো।
-->> এখানে কুল সেজে কোনো লাভ নেই স্যাম। আমরা পাঁচজন আছি আর তুমি একা অউরা ইউজার এখানে। আজকে তোমাকে এখানেই হারিয়ে ফেলবো আমরা। (জেব্রা)
-->> হ্যাঁ হ্যাঁ। তোমাদের বেশী লজ্জিত করতে চাই না আমি। তাই এক এট্যাকেই এটা শেষ করে ফেলি। (স্যাম)
স্যামের চরিত্র বাকিদের থেকে সম্পূর্ণ ভিন্ন। সে প্রতিটা বিষয়কে অন্যান্য ব্যক্তিদের মতো চিন্তা না করে নিজের মতো করে চিন্তা করে। আর এজন্যই সে এখানে নিজের পাওয়ার লুকিয়ে ছোট এট্যাক করে তাদের সাথে ফাইট করতে মোটেও রাজি নই।
"আমাকে সম্মানের সাথে আমার ফুল পাওয়ার ব্যবহার করতে হবে।" (স্যাম)
স্যামের কথা শুনে জেব্রার টিমের সকলেই এট্যাকের জন্য প্রস্তুত ছিলো। যেহেতু এই স্টেজে সবাই একটা আইটেম ব্যবহার করতে পারবে। তাই সবাই তাদের সবচেয়ে শক্তিশালী আইটেমই ব্যবহার করছে। দুজন তাদের পাওয়ারফুল স্পেল এবং বাকি তিনজন তাদের আইটেম দিয়ে এট্যাকের জন্য প্রস্তুত ছিলো। তবে তখনি স্যাম তার,
"অউরা ডোমেইনঃ সোর্ডল্যান্ড"
স্যাম তার ডোমেইন ব্যবহার করলো। দর্শকদের মাজে করতালি বেজে উঠলো। যার অর্থ এটা অনেক জনপ্রিয় একটা ডোমেইন ছিলো। স্যামের পায়ের নিচ থেকে পুরো জায়গা বদলে যেতে শুরু করলো। আস্তে আস্তে জেব্রার টিম যেখানে ছিলো সেটা সহ স্যাম সম্পূর্ণ ভিন্ন একটা জায়গার মধ্যে চলে আসলো। অবশ্য তারা কোথাও যায় নি বরং ডোমেইনের কারণে চারপাশের পরিবেশ চেঞ্জ হয়েছে। একটা ব্যাটেলগ্রাউন্ড ছিলো যেখানে ভয়ানক একটা যুদ্ধ হয়েছে। চারপাশে হাজারো মৃত বডি পরে ছিলো যাদের শরীরে সোর্ড গেঁথে ছিলো। স্যাম এবং জেব্রার টিম একে অপরের বিপরীতে দাঁড়িয়ে ছিলো। স্যামকে কিছু করতে হয় নি, সে তার ডোমেইন ব্যবহার করার সাথে সাথে জেব্রার টিমের স্পেল এবং আইটেম গুলো ক্যান্সেল হয়ে যায়। আর এই সময়ে তাদের আশেপাশে থাকা হাজারো সোর্ড এক এক করে উড়তে উড়তে তাদের দিকে যাচ্ছে। যা দেখতে পেয়ে কারোরই কিছু করার ছিলো না। টিম জেব্রার লিডার মারকুইস সন্তান জেব্রা নিজেই তার কাছে থাকা ফ্লাগটা বের করে দিলো এবং নিজেদের হার মেনে নিলো। তারা একদম বুঝে গিয়েছিলো এখানে তাদের করার মতো কিছুই ছিলো না। আর তাছাড়া এখানেই যে তারা সুযোগ হারাচ্ছে এমনও নয়। ফ্লাগ হারিয়ে গেলেও তারা বাতিল হবে না টুর্নামেন্ট থেকে। যতক্ষণ পর্যন্ত না একটা টিম দশটা ফ্লাগ সংগ্রহ করতে পারছে ততক্ষণ পর্যন্ত ফ্লাগ হারিয়ে ফেলা টিম আবারো তাদের ফ্লাগ সংগ্রহ করতে পারবে।
স্যামের ব্যবহার করা ডোমেইনের কাছে হার মেনে জেব্রার টিম তাদের ফ্লাগ স্যামের হাতে তুলে দিলো। স্যাম সেখান থেকে ফ্লাগটা নিয়ে গান গাইতে গাইতে চলে গেলো। অপরদিকে আরো দুই তিন টিমের ছোট গ্রুপের মধ্যেও ফাইটের দেখা দিয়েছে। যারা একে অপরের ফ্লাগের জন্য ফাইট করে যাচ্ছে। এখানে সবাই টপ টিম হওয়ার কারনে তাদের পাওয়ার গুলোও টপ টিমের মতো। যাইহোক আসল বিষয়ে আসি।
এলেক্স সামনা সামনি হেঁটে যাচ্ছিলো। বাকিদের ম্যাজিক সেন্স এখানে কাজ না করলেও এলেক্স তার ম্যাজিক সেন্স ব্যতিতই সব কিছুর লোকেশন সম্পর্কে অবগত হচ্ছিলো। তাদের দিকে একটা টিমের পাঁচজন সদস্য এগিয়ে আসছিলো এটাও এলেক্স বুুঝতে পারছে। তাইতো সে সেদিকেই যাচ্ছিলো।
"আমি কোনো মনস্টার হত্যা করতে পারছি না বলে আমার লেভেলও বৃদ্ধি করতে পারছি না। এই সময়ে ডিমনিক ফরেস্টের মধ্যে মনস্টার রয়েছে যাদের হত্যা করলে আমি আমার লেভেল বৃদ্ধি করতে পারতাম। তবে সেটার সুযোগ আমি পাচ্ছি না মনে হয়। আর আমার আনডেড এর ব্যবহার করেও আমি সবাইকে সেটা দেখাতে চাই না।" (এলেক্স ভাবছে)
এলেক্স যত সামনে যাচ্ছিলো তার চিন্তা আরো প্রখর হচ্ছিলো। সে তার কিছু সিকরেট এখনি অন্যের সামনে তুলতে চাচ্ছিলো না। যার কারণে এখানে অনেক ভালো একটা সুযোগ নষ্ট করে দিলো সে। এলেক্স একটু থামলো। তার থামার কারণে বাকিরাও থামলে। ঠিক তখনি সামনে থেকে পাঁচজনের একটা গ্রুপ চলে আসলো। তারা অনেক পরিচিত একটা গ্রুপ ছিলো, তাই তাদের চিনতে সময় লাগলো না কারো।
-->> এটা মারকুসের মেয়ে এলিফ্রার টিম। সামনে যে মেয়ে দাঁড়িয়ে আছে সেই এলিফ্রা। স্যামের পরে যদি আমাদের কোনো টিমকে ভয় করতে হয় তাহলে এলিফ্রার নামই প্রথমে আসবে। (হ্যারি)
স্যাম সেভাবে পরিচিত না হলেও মারকুইস কন্যা এলিফ্রা সবার মাঝে অনেক পরিচিত ছিলো। তার পরিচিতির মূল কারন তার থেকে ছোট টাইটেলের ব্যক্তিদের দু চোখে দেখতে না পারা। হ্যাঁ এলিফ্রা যে একজন মারকুইসের সন্তান সে তার বাবার থেকে নিচু টাইটেলের যেসব ছেলে মেয়ে আছে এবং নিচের একাডেমির র্যাংকের থেকে নিচের ছেলে মেয়েদের সহ্য করতে পারে না। সবার সাথে খারাপ ব্যবহারের সাথে অনেক বার অনেক স্টুডেন্টকে গুরুতর আহত কিংবা একাডেমি ছারাতে বাধ্যও করেছে সে। আর এখন টিম মাইরার সামনে ঠিক সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে যে কিনা প্রিন্স হ্যারি ব্যতীত বাকি সবাইকে ঘৃণা করে।
"এখানে প্রিন্স হ্যারি ব্যতীত কারো পরিবারই আমার লেভেলে না। তারপরও আমি বেশী কিছু করতে পারবো না প্রিন্সের জন্য। তবে কিছুটা তো করায় যায় যাতে প্রিন্সও কিছু করতে পারবে না।" (এলিফ্রা ভাবছে)
এদিকে মাইরা তার টিম মেম্বারদের সাথে সাথে ফর্মেশনে চলে যেতে বললো। এলেক্স বাদে সবাই ফর্মেশনে চলে গেলো স্নেরা এবং এনরি পিছনে চলে গেলো। কারন তার টিমের হিলার ছিলো। তাদের সামনে রয়েছে এলিন, এবা, জেবা, মাইরা। তারা মানা ইউজার হওয়ার কারণে মাঝখানে থেকে সাপোর্ট দিবে। অন্যদিকে ডুফেস, জেয়াব এবং হ্যারি সামনে দাঁড়ালো। তারা সামনে থেকে সবাইকে এট্যাক করবে এবং তাদের এট্যাককে ট্যাংকের মতো আটকাবে। এবং সবার সামনে দাঁড়িয়ে আছে এলেক্স। সে এখন কি করবে সেটা কেউই জানে না।
-->> তাদের স্পেশাল কিছু ট্যালেন্ট এবং আইটেম থাকলেও আমাদের পাওয়ারের কাছে তারা কিছুই না। তারপরও বলছি সবাই তাদের সর্বোচ্চ চেষ্টা করো এট্যাকে। (এলিফ্রা)
এলেক্স বেশ কিছুক্ষণ হলো একটা আজব বিষয় অনুভব করছিলো। সে এতোক্ষণ বুঝতে পারছিলো না সেটা কি ছিলো। তবে এখন সে সেটাকে ভালো করে বুঝতে পারছে। এলিফ্রার টিম কোনো এলেক্সেদের কোনো রকম এট্যাক দেওয়ার সুযোগ না দিয়েই প্রথমে এট্যাক করতে লাগলো। তাদের পাঁচজনের মধ্যে তিনজনই মানা ইউজার ছিলো। দুজন লাইটনিং এবং একজন ফায়ার ম্যাজিক ব্যবহার করলো। তিনটা এট্যাকই এলেক্সের উপরে লক করে করা হয়েছিলো। যা এলেক্সকে গুরুতর আহত করে তার টিমের পিছনের মেম্বার গুলোকেও আহত করতো। লাইটনিং এবং ফায়ার মিলে এলেক্সের শরীর স্পর্শ করার পূর্বেই।
"ডার্ক ডোমেইনঃ প্রিজন অফ ভয়েড"
এলেক্স নামটা সম্পর্কে কিছুই জানে না। ঠিক যেমনটা তার কানের কাছে প্রথম স্পেল সম্পর্কে কেউ ফিসফিসিয়ে গিয়েছিলো আজও মনে হলে তার কানের কাছে কেউ এটাও বলে গেলো। এলেক্সের পায়ের নিচ থেকে কালো পানির মতো বেরিয়ে গেলো। ঠিক যেমনটা গ্লাটোনির মতো বের হয় ঠিক তেমনি বের হলো। প্রথমে একটু আস্তে বের হলেও সেটা পলকের মধ্যেই একটা বিশাল গোল বলের মতো জায়গা বানিয়ে ফেললো। যার ভিতরে বাইরে কিছুই দেখা যাচ্ছিলো না। শুধুমাত্র এলেক্স এবং এলিফ্রার টিম মেম্বার সেই বলের মধ্যে রয়ে গেলো। গোল বলটা তৈরী হওয়ার সাথে সাথে তিনজনের শক্তিশালী স্পেল সাথে সাথে ক্যান্সেল হয়ে গেলো।
-->> এটা কি ডোমেইন?
-->> এটা ডার্ক এট্রিবিউটের ডোমেইন। আমার বিশ্বাস হচ্ছে না যে কেউ ডার্ক এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করতে পারবে। না এটা সত্য হতে পারে না। তাছাড়া কেউ ডার্ক ডোমেইন ব্যবহার করলেও সেটা কখনোই আমাদের স্পেলকে ক্যান্সেল করার ক্ষমতা রাখবে না। (এলিফ্রা)
এলেক্স তাদেরকে বেশী অবাক হওয়ার সুযোগই দিলো না। সে দুদিন যাবৎ সবার ডোমেইন ব্যবহার করা দেখতে পেরে এবং এই ডিমনিক ফরেস্টে আবার আসতে পেরে নিজের ডোমেইন সম্পর্কে একটা ধারনা পেয়েছিলো। আর সেটাই সে ব্যবহার করেছে যেটা তার "ডার্ক ডোমেইনঃ প্রিজন অফ ভয়েড"। গোল বলটা এরকম একটা বস্তু যেটার ভিতর থেকে কিংবা বাইরে থেকে কেউ এখন আর প্রবেশ বা বের হতে পারবে না এলেক্সের অনুমতি ছাড়া। তাছাড়া সেখানে নেই কিছু। ভয়েড এমন একটা জায়গা যেখানে কোনো বস্তু কিংবা কোনো অস্তিত্বের সন্ধান পাওয়া যায় না। সে জায়গার প্রতি কারো নিয়ন্ত্রন না থাকলে তারা সে জায়গার মধ্যে হারিয়ে যাবে। যেমনটা এলিফ্রা এবং তার টিমের সাথে হচ্ছিলো।
"ডেড জোন"
এলেক্স তার আরো একটা পাওয়ারফুল স্কিল ব্যবহার করলো তার ডোমেইনের সাথে। এটা কোনো কিছু তৈরী না করলেও তার পুরো ডোমেইনের মধ্য থেকে শত শত কালো হাত বের হতে শুরু করলো। যা এলিফ্রা এবং তার টিমের সদস্যদের পা ধরে তাদেরকে কালো পানির মধ্যে টেনে নেওয়ার চেষ্টা করছিলো।
-->> এটা কোনো সাধারণ বিষয় না। এর মধ্যে পুরো ঢুবে গেলে তোমাদের সউলকে আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। তাই আমি তোমাদের জায়গায় থাকলে সব ভুলে যেতাম এবং ফ্লাগটা বের করতাম। (এলেক্স)
এলেক্সের কথা শোনার সাথে সাথে এলিফ্রা তার ফ্লাগটা বের করে হাতে নিলো। সে সহ বাকি চারজন সাধারণ কোনো অবস্থায় ছিলো না। ভয়ে তাদের সবার গলা শুকিয়ে গিয়েছে। তারা কি বলবে তারা কিছুই জানে না। যতবার তাদের শরীর একটু একটু করে পানির ভিতরে যাচ্ছিলো, ততবারই তাদের মনে হচ্ছিলো তারা মৃত্যুর যন্ত্রনা ভোগ করছিলো। তবে তাদের মুখো কোনো এক্সপ্রেশন দেখা যাচ্ছিলো না। এলেক্স আস্তে আস্তে হেঁটে এসে এলিফ্রার হাত থেকে ফ্লাগটা নিলো এবং নিজের ডোমেইনটা ক্যান্সেল করে দিলো। সাথে সাথে সেখানের কালো বলের মতো জায়গাটা কেটে গেলো এবং ছায়ার মতো একটা বস্তুর ভিতর থেকে এলেক্স এবং তার প্রতিপক্ষ এলিফ্রার টিমের সদস্যরা বেরিয়ে গেলো। এলেক্স একদম ঠিক থাকলেও বিপরীতের পাঁচজন তাদের হাঁটুতে বসে পরেছে। তারা কথা বলার কিছু পাচ্ছে না। নাড়াচাড়াও দিচ্ছে না কোনো। অন্যদিকে ফ্লাগটা এলেক্স পিছনে এসে মাইরার হাতে তুলে দিলো।
-->> তাহলে পরবর্তী টিমের দিকে যাওয়া যাক। (এলেক্স)
এলিফ্রার টিমের মতো এলেক্সের টিম মেম্বারও কোনো কথা বলতে পারছে না। সেখানে কি হয়েছে তারা কিছুই বুঝতে পারছিলো না। শুধু যে সেখানে থাকা দুজন টিমের মুখ থেকে কথা বন্ধ হয়েছে এমন নয় দর্শকরা যে দেখছে সেটা বিশ্বাস করতে পারছে না। সবাই নিশ্চুপ হয়ে ছিলো।
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।