[প্রথমেই বলি গল্পটা পুরো কাল্পনিক, কেউ বাস্তব কিংবা ধর্মের সাথে তুলনা করবেন না]
#Demon_King#
পর্ব:১০৩
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(ট্রেনিং এরিনা)
পুরো ট্রেনিং এরিনা একটা ব্যারিয়ার দিয়ে ঘেরাও করা হয়েছে। ব্যারিয়ারের মধ্যে সকল দর্শক, শিক্ষক এবং যেসব স্টুডেন্ট টুর্নামেন্টে অংশ নিয়েছে তারা রয়েছে। দর্শকদের মাঝে কিছু ভিআইপি গেস্ট রয়েছে যাদের জন্য সম্পূর্ণ ভিন্ন একটা রুম তৈরী করা আছে। সেই ভিআইপি রুমের মধ্যে তিন কিংডমের কিং, কুইন এমনকি বিভিন্ন ডিউক এবং মারকুইসও উপস্থিত আছে।
-->> আমার জীবনে আমি কখনো এরকম কিছু দেখি নি। এমনকি আশাও করি নি এমন কিছু দেখার। (গালাটুস)
-->> কারো বিশ্বাস না হলেও একজন মানা ইউজার হওয়ার ফলে আমি সবাইকে শিওরিটি দিতে পারছি যে এটা ডার্ক এট্রিবিউট ডোমেইনই ছিলো। (প্রিন্সিপাল)
সবার বিশ্বাস করতে একটু কষ্ট হচ্ছিলো। যার মূল কারণ এখন পর্যন্ত কেউ ডার্ক এট্রিবিউটের ব্যাসিক স্পেল গুলোই ভালো করে ব্যবহার করতে পারে না। সেখানে মিডিয়াম স্পেল গুলো তো ব্যবহার করা অসম্ভব কিছু। আর উচ্চ লেভেল স্পেলে কি আদৌও মানুষ পৌঁছাতে পারবে কিনা এটা নিয়ে সবার সন্দেহ রয়েছে। আর এলেক্সই প্রথম ছেলে যে কিনা,
-->> এই ছেলেই প্রথম ব্যক্তি যে কিনা ডার্ক এট্রিবিউট ডোমেইন ব্যবহার করলো। (মারিয়া)
সবাই একে অপরের দিকে তাকিয়ে আছে। এখানে তিন রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই উপস্থিত ছিলো। তাই তাদের মাঝে কোনো সিকরেট নেই। তারা সকলেই ডার্ক এট্রিবিউট সম্পর্কে জানে। যে এট্রিবিউট বাকি সকল এট্রিবিউটের উপরে রাজত্ব করে সেটাই ডার্ক এট্রিবিউট। তবে এটাকে এখন পর্যন্ত কেউ কোনোদিন ব্যবহার করতে পারে নি বলে সবাই এটাকে দুর্বল মনে করে। তিন কিংডম এমনকি টাওয়ারের বাইরে এক সময়ে ডার্ক এট্রিবিউটের অনেক শক্তিশালী স্পেলের ম্যানুয়াল ছিলো, যেগুলো কোনো ডার্ক এট্রিবিউটর মাস্টার করতে পারলে তারা একটা কিংডমকে ধ্বংস করে দেওয়ার মতো ক্ষমতা রাখতো। তবে ডার্ক এট্রিবিউটের একটা ব্যাসিক স্পেল মাস্টার করতে করতেই লোকজন বৃদ্ধ হয়ে যায়।
-->> ফাদার, ডার্ক এট্রিবিউটকে না সবচেয়ে দুর্বল এট্রিবিউট ধরা হয়। তাহলে এটার ব্যবহার দেখে আপনারা সবাই এতো অবাক কেনো? (গেলমান)
রেড কিংডমের প্রিন্স এবং গালাটুসের ছেলে প্রিন্স গেলমান উক্ত কথাটা বলে উঠলো। তার কথা শুনে গালাটুস যে নিজেই একজন মানা ইউজার উত্তর দিতে লাগলো।
-->> আমার কাছে ডার্ক এট্রিবিউট রয়েছে। এটা হয়তো অনেকেই জানে না। আমি এটার সম্পর্কে গোপন রেখেছি। অন্যরাও গোপন রাখে। আর এই গোপন রাখার একটাই কারন, এই এট্রিবিউটকে আমরা কেউ ব্যবহার করতে পারি না। এমন নয় যে এটা সবচেয়ে দুর্বল এট্রিবিউট যা এখনকার ইয়াং জেনারেশন মনে করে বরং এটা পুরো উল্টা। সব কিছুর তৈরী হয়েছিলো অন্ধকার একটা জায়গা থেকে যেখানেই শক্তির মূল উৎস লুকিয়ে ছিলো। আর সেই মূল উৎসটাই এই ডার্ক এট্রিবিউট, যার স্পেল আমরা শত চেষ্টা করেও ব্যবহার করতে পারি না। (গালাটুস)
-->> এক সময়ে ফায়ার এমনকি লাইটনিং এট্রিবিউটের একটা ব্যাসিক স্পেলও কেউ ব্যবহার করতে পারতো না। কিন্তু তখন অন্যান্য এট্রিবিউটকে মানুষ ঠিকই মাস্টার করেছিলো। তাই সবাই ফায়ার এমনকি লাইটনিং এট্রিবিউটকেও দুর্বল মনে করতো। কিন্তু এখন আমরা দুটোকেই মাস্টার করতে পেরেছি। তাই আমাদের জ্ঞানের মাধ্যমে ইয়াং জেনারেশন গুলোও সেগুলো মাস্টার করতে পারছে। সব মিলিয়ে বলা যায় একদিন একজন ব্যক্তি ডার্ক এট্রিবিউটের স্পেল গুলো ব্যবহারের সঠিক নিয়ম বের করবে এবং তার থেকে সকল ব্যক্তিরা ডার্ক এট্রিবিউট ব্যবহার করতে পারবে। (প্রিন্সিপাল)
-->> আপনারা কি কেউ বলতে পারবেন যে সেই ব্লাক ডোমেইনের মধ্যে কি হয়েছিলো? যার কারণে পাঁচটা ব্যক্তি একসাথে ফাইট করার আগ্রহ হারিয়ে ফেলেছে। (মারফি)
মারিয়ার পাশ থেকে মারফি কথাটা বললো। মারিয়ার দুই পাশে তার বড় ভাইয়ের দুই মেয়ে বসা ছিলো। একজন আরেকজনের থেকে প্রায় দশ বছরের ছোট ছিলো। তারপরও দুজনের চেহারা একদম এক রকম ছিলো। তাদের দেখে মনে হবে তারা টুইন হবে।
-->> আমাদের কেউ এখনে পূর্বে ডার্ক ডোমেইন ব্যবহার করে নি, কেউ কখনো ডার্ক ডোমেইনের মধ্যে পরে নি। তাই আমরা আপাতোতো সেটা সম্পর্কে বলতে পারবো না। তবে এখন যে ব্যবহার করলো এবং যারা তার মধ্যে ছিলো শুধুমাত্র তারাই বলতে পারবে সেটার মধ্যে কি হয়েছে। (গালাটুস)
সবার মধ্যে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে। তাই ছোট প্রিন্স বা প্রিন্সেসদের প্রশ্নের উত্তরও কিং কিংবা কুইন দিয়ে দিচ্ছে। যা মোটেও অস্বাভাবিক কোনো ব্যাপার না। তবে অস্বাভাবিক ব্যাপার হলো এখন হয়ে যাওয়া ফাইটটা। একটু পূর্বে যে ছেলেটা একদম অন্যরকম ছিলো সে হঠাৎ করেই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। তাকে দেখে মনেই হচ্ছে না সে পূর্বের ডার্ক ম্যাজিক ব্যবহার করা দুর্বল ছেলেটা। এখন তাকে দেখে মনে হচ্ছে সে ব্লাডের নেশায় মগ্ন কোনো মনস্টার ছিলো।
* * * * *
অন্যদিকে এরিনার মধ্যে এখনো ফ্লাগ নিয়ে যুদ্ধ হচ্ছে। এখন পর্যন্ত বেশ কয়েকটা টিমের ফ্লাগ হারিয়ে গিয়েছে। যা ব্যাক পাওয়ার জন্য ফ্লাগ হারিয়ে ফেলা টিমও আবার চেষ্টা করে যাচ্ছে। এলেক্সকে তার টিমের বাকি সদস্যরা ফলো করে যাচ্ছে। যদিও তারা পূর্ব থেকে জানে যে তাদের টিমের মধ্যে আপাতোতো সময়ে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হচ্ছে এলেক্স তারপরও আজ যেনো তারাও বাকিদের মতো নতুন এলেক্সকে দেখছিলো। এলেক্স পূর্বে এরকম ব্যবহার করে নি যেমনটা সে আজকে করছে। শুধু যে অন্যদের কাছে এলেক্সকে আজ অন্যরকম লাগছে এমন নয়,
"আমার সাথে আজকে কি হচ্ছে? আমার শরীরে কিছু চেঞ্জ আমি লক্ষ করছি। একই সাথে আমার মাইন্ডের কন্ট্রোলও আমি মাঝে মাঝে হারিয়ে ফেলছি।" (এলেক্স ভাবছে)
পূর্বের ফাইটের সময় এলেক্স তার শরীরের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলো। সে তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা ফর্মে যায় নি তারপরও তার শরীর আপনা আপনি কাজ করেছিলো। যা একটা ভয়ঙ্কর বিষয়ই। এলেক্স পূর্বে কখনো কোনো মানুষ হত্যা করে নি। এই পর্যন্ত সে শুধু মনস্টার হত্যা করেই গিয়েছে। যেটা একটা নেশা হয়ে দাঁড়িয়েছে তার জন্য। আজ কয়েকদিন হলো সে তার লেভেল বৃদ্ধি করতে পারছে না। যদিও এই সকল ফাইটের ফলে তার স্ট্যাট, স্কিল এবং স্পেলের পাওয়ার বৃদ্ধি পাচ্ছিলো তারপরও এলেক্সের সাব-কনশাস এতে সন্তুষ্ট ছিলো না। যার কারণে তার সাব-কনশাস এখানেই লেভেল বৃদ্ধি জন্য উতলা হয়ে উঠেছে। আর লেভেল বৃদ্ধি জন্য মনস্টার কিংবা মানুষ, হত্যা এলেক্সকে করতেই হবে।
"আমি এরকম পরিবর্তনের সাথে পূর্বে কখনো সম্মুখীন হয় নি। আমার শুধু অন্যদের ব্লাড দেখতে মন চাচ্ছে। আমি জানি আমি কোনো ভ্যাম্পায়ার না। তারপরও কেনো আমার মনে হচ্ছে আমার অন্যদের ব্লাড দেখলে ভালো লাগবে?" (এলেক্স)
এলেক্সের পকেটের মধ্যে তার হাত ঢোকানো ছিলো। তার ডান হাত প্রতিনিয়ত কেঁপে যাচ্ছিলো। ডার্ক ডোমেইন ব্যবহারের পর থেকে তার শরীরে পরিবর্তন আসতে শুরু হয়েছে যা সে বুঝতে পারলো। তাই এটাকে সঠিক একটা মুভ বলা যায় না আর আপাতোতো সময়ের জন্য। তারপরও রিক্সকে এক পাশে রেখে এলেক্স তার সাব-কনশাসের নির্দেশ মতো অন্য টিমকে খুঁজতে শুরু করলো। একজন মানুষ কি করবে সেটা তার সাব-কনশাসই ঠিক করে সব সময়। মশা কামড় দিলে, কোথায় কামড় দিলো সেটা না দেখার পরও আমরা সে জায়গায় ঠাপ্পর দিতে পারি সাব-কনশাসের আদেশে। তেমনি এখন এলেক্সও পরবর্তী টিমকে খুঁজে যাচ্ছে তার সাব-কনশাসের আদেশে। তার দিকে প্রায় মানুষের চোখ ছিলো এখন। তবে দুটো চোখ প্রথম থেকে তার দিকেই ছিলো।
"এলেক্সের ব্লাডলাইন একটিভ হয়ে গিয়েছে। আমার মনে হয় না এটা ওর জন্য ভালো সময় হবে ফাইট করার জন্য। তারপরও মারিয়া রয়েছে এখানে তাই সেখানে আমার ইন্টারফেয়ারেন্স মোটেও পছন্দ করবে না। আচ্ছা সময় হোক তারপর সব কিছু দেখা যাবে।" (এলমন্ড ভাবছে)
ভিআইপি রুমের মধ্য থেকে এলমন্ড ভাবছিলো উক্ত কথাটা। সে একটু চিন্তায় পরে গেলো এখানে। এলেক্সের জন্য বর্তমান সময়টা অনেক গুরুত্বপূর্ণ ছিলো। তবে এই সময়টা তার ফাইটের কোনো সময় ছিলো না। বরং এই সময়ে তাকে একটা বদ্ধ প্রিজনের মধ্যেই আটকে রাখা উচিত ছিলো।
"ব্লাডলাইন একটিভ হওয়ার সময় প্রতিটা ব্যক্তি তার ব্লাডলাইনের মতো ব্যবহার করতে থাকে। আর এলেক্স না চাইলেও সেরকম ব্যবহার শুরু করবে।" (এলমন্ড ভাবছে)
এলমন্ড তার ভাবনার মধ্যে বেশী ডিটেইলসে ভাবলো না। কারণ তাতে করে সে এক্সব্লকের বাইরের কিছু বিষয় সম্পর্কেও স্পইলার দিয়ে দিতো। যাইহোক সে এলেক্সকে দূর থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। অন্যদিকে এলেক্স চুপচাপ সামনের দিকে হেঁটে যাচ্ছিলো। সে অনেক কিছু চিন্তা করে যাচ্ছে কিন্তু কোনো ভাবেই তার শরীরের পরিবর্তন সম্পর্কে সে কোনো ধারনা পেলো না। এমনকি তাকে তার সিস্টেম কিংবা জিডুরীও কোনো রকম সাহায্য করতে পারলো না।
[মাস্টার আপনার শরীরের সাথে কিছু একটা হচ্ছে যেটা আমি ফিল করতে পারছি, তবে সেটা কি তা সম্পর্কে আমার কোনো ধারনা নেই। আমি অনেক পুরাতন রুন ভাষাও পড়েছি তারপরও এইরকম চেঞ্জের ব্যাপারে আমি কিছু বলতে পারবো না।]
এলেক্স জিডুরীকে জিজ্ঞাসা করেছে তার শরীরের পরিবর্তন সম্পর্কে। প্রথম প্রথম এলেক্স এই বিষয়টা তেমন গুরুত্ব না দিলেও এখন এটা তার জন্য অনেক বড় একটা সমস্যা হয়ে দাড়িয়েছে। তাই আর ইগনোর করতে পারছিলো না সে। এলেক্সের সারা শরীরের রক্ত চলাচল বেড়ে গিয়েছে সেই সাথে তার মাংস পেশী গুলোও শক্ত হতে শুরু করেছে। এমনিতেই সে তার মাইন্ডকে সঠিক ভাবে নিয়ন্ত্রণ করতে পারছে না। একটা ছোট বাচ্চাকে যদি কিছু করতে বলা হয় তাহলে সে যেমন কোনো প্রশ্ন ছাড়ায় সে কাজটা করে ঠিক তেমনি এখন এলেক্সের সাব-কনশাস তার শরীরকে যা বলছে এলেক্সও সেটায় করে চাচ্ছে। সে ভাবছে যে সে বেশী ফাইট করবে না কিন্তু তার শরীর সেটা মানছে না। তাইতো সে অন্য টিমের দিকে ছুটে যাচ্ছে। এলেক্সের ডান হাত তার প্যান্টের পকেটের মধ্যে ছিলো। যা একটু পূর্বেই কাপাকপি শুরু করেছিলো। তবে এবার আর তার হাত কাঁপছিলো না। বরং সেটা বের করার মতো কোনো অবস্থা ছিলো না।
এলেক্স আর কোনো কিছু ভাবছিলো না। সে যত চিন্তা করবে তাকে আরো তত বেশী চিন্তা করতে হবে। তাই সে যা হচ্ছিলো সেটাকে হতে দিতে লাগলো। তার পকেটে থাকা হাতের মধ্যে আঙ্গুল গুলো বড় এবং ধারালো আকার ধারন করেছে। যা দেখলেই মনে হবে কোনো মনস্টারের নখর। নখ গুলো বের হওয়ার পর থেকেই এলেক্স অনেক চেষ্টা করেছে সেগুলোকে আবারো পূর্বের মতো করার জন্য। কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু হয় নি। তবে এবার যেহেতু সে সব কিছু নিয়ে চিন্তা ভাবনা করা বাদ দিয়েছে তাই তার হাতের নখটা আবারো পূর্বের মতো হয়ে গেলো। নখ স্বাভাবিক হলেও তার শরীর স্বাভাবিক হচ্ছিলো না। তার শরীরের ব্লাড চলাচল এবং মাংসপেশি দুটোই সময়ের সাথে সাথে বৃদ্ধি পেয়ে যাচ্ছিলো।
"এই সময়ে এলেক্স যদি পজিটিভ চিন্তা করে তাহলে তার শরীর নেগেটিভ ভাবে কাজ করবে। যদিও আমি তাকে এই বিষয়ে কোনো কিছুই এখনো বলি নি তারপরও হয়তো আস্তে আস্তে সে বুঝতে পারছে তাকে কি করতে হবে। তবে একটা সময়ে সেটা যথেষ্ট হবে না। এই টুর্নামেন্ট খুব দ্রুত শেষ করতে হবে।" (এলমন্ড)
এলমন্ড অন্য কোনো চিন্তা না করে টুর্নামেন্টকে ক্যান্সেল করতে চাচ্ছিলো। কিন্তু তখনি তার নজর এরিনার মধ্যকার দর্শকদের মাঝে একজনের দিকে পরে। যার দিকে নজর পরার সাথে সাথে এলমন্ড বুঝতে পারে কিছু কথা।
"আমি মনে করেছিলাম এলেক্স এখনি তার ব্লাডলাইন একটিভ করবে। তবে মনে হচ্ছে এখনো সময় হয় নি তার জন্য।" (এলমন্ড ভাবছে)
এলমন্ড সেই রুমের মধ্য থেকে তার স্পিড ব্যবহার করলো। এলমন্ডের শরীর এতোটা স্পিডে মুভমেন্ট করছিলো যে তার কাছে বাকি সব কিছু থেমে গিয়েছিলো। পকেট থেকে একটা ছোট ব্লেড বের করে এলমন্ড তার হাতে হালকা একটা কাট বসিয়ে দিলো। কয়েক ফোঁটা ব্লাড বের হলো, যা দুই আঙ্গুলের সাহায্যে সে গুলি টোকা দেওয়ার মতো করে এলেক্স যেখানে দাঁড়িয়ে ছিলো সেদিকে নিক্ষেপ করে দিলো। তার শরীরের স্পিডের মতো তার ব্লাডের স্পিডও মারাত্মক ছিলো। তাই সেটা ভিআইপি রুমের দেওয়ালকে ক্ষত না করেই তার মধ্য দিয়ে বের হয়ে গিয়েছে এবং ঠিক এলেক্সের মুখের মধ্যে গিয়ে লেগেছে। এলেক্স সে সময়ে মুখটা হালকা খুলেছিলো আর তখনি এলমন্ড তার স্পিডের সাহায্যে সব কিছুকে ফ্রোজ করে দিয়েছিলো। অবশ্য সব কিছু ফ্রোজ হয়নি বরং এলমন্ডই সবার ধারনার বাইরের একটা স্পিডে মুভমেন্ট করছিলো।
এলেক্সের মুখের মধ্যে তার বাবার ব্লাড চলে গেলো। এটা এলমন্ড বাদে কেউই দেখতে পেলো না। এলেক্সের শরীরে হঠাৎ যে পরিবর্তন লক্ষ হচ্ছিলো সেটা সাথে সাথে কেটে গেলো এবং এলেক্স পুরো স্বাভাবিক হয়ে গেলো।
"বিষয়টা কি এক মিনিটের জন্য জ্বর এসে ঠিক হয়ে যাওয়ার মতো হলো না?" (এলেক্স ভাবছে)
এলেক্স তার কন্ডিশন নিয়ে আর কিছু ভাবতে পারলো না। সে সেসব বিষয় নিয়ে ভাবতে শুরু করবে তার পূর্বেই তাদের সামনে একটা টিম চলে আসলো। যেহেতু কেউ কোনো টিমের থেকে ফ্লাগ নিলে সেটা দেখার কোনো উপায় নেই তাই কোনো টিমের কাছে ফ্লাগ আছে কিনা সেটা বোঝা যাবে তাদেরকে গুরুতর আহত করে। যেহেতু ফ্লাগ স্পেস আইটেমের মধ্যে প্রবেশ হয় না তাই একজনের শরীরের মধ্যেই কোথাও লুকায়িত অবস্থায় সেটা থাকবে। তাই প্রতিটা টিমই অন্য টিমের সামনে পরলে তাদেরকে নকডাউন করার চেষ্টা করে এবং ফ্লাগকে খুজে বের করে।
-->> আমি আশা করি নি এতো দ্রুত আমরা স্যামের টিমের সামনে পরবো। (হ্যারি)
স্যামের টিম মোট তিন ভাগে ভাগ হয়েছে। টিম মাইরার সামনে এখন স্যামের টিমের মোট চারজন ব্যক্তি রয়েছে। একজন হিলার, দুজন অউরা ইউজার এবং একজন মানা ইউজার তাদের সামনে দাঁড়িয়ে ছিলো।
-->> আমাদের ম্যাচিং এবার ভালো হয় নি। স্যামের টিমের সেই হিলার অনেক উচ্চ লেভেলের স্পেল ব্যবহার করতে পারে। (হ্যারি)
হ্যারির কথা বলতে দেরী সময় লাগলো তবে সেই টিমের প্রাণ ইউজারের স্পেল ব্যবহার করতে সময় লাগলো না।
"ডোমেইন অফ হেল্প"
তারা অনেক কাছাকাছি ছিলো। তাই সাথে সাথে পুরো জায়গাটার মধ্যে ডোমেইন ছাড়িয়ে গেলো। টিম মাইরা স্যামের টিমের ডোমোইনের মধ্যে বন্ধি ছিলো। যেখানে তাদের স্পিড, পাওয়ার এমনকি ম্যাজিক এনার্জিও আস্তে আস্তে কমে যাচ্ছে। অন্যদিকে টিম মাইরার সবার হারিয়ে ফেলা স্পিড, পাওয়ার এবং ম্যাজিক এনার্জি আস্তে আস্তে টিম স্যামের বাকি তিনজনের মধ্যে প্রবেশ করছে।
-->> আমি এটা সম্পর্কে বলতে ভুলে গিয়েছি। তাদের মানা ইউজার ডোমেইনও ব্যবহার করতে পারে। যেটা সবচেয়ে ইউনিক একটা ডোমেইন। (হ্যারি)
-->> হ্যাঁ সেটা তো বুঝতে পারছি। এই ডোমেইনের মধ্যে আমাদের পাওয়ার তাদের পাওয়ার হয়ে যাবে তাই আমরা কিছুই করতে পারবো না এখানে। (ডুফেস)
-->> আমাদের গুলো তো ব্যবহার করা যাবে তাই না? (জেয়াব)
-->> তাদের কাছে লিজেন্ডারি আইটেম রয়েছে তাই আমাদের এনচান্টেড আইটেমও সেরকম কাজে লাগবে বলে আমাদের মনে হয় না। (মাইরা)
-->> দেখা যাক আমার পাওয়ার কতটা তারা নিতে পেরেছে। (এলেক্স)
সবার স্বাভাবিক কথার মাঝে এলেক্স একটা অস্বাভাবিক কথা বলে ফেললো যা কেউ বুঝতে পারলো না। তবে এলেক্স অন্য কথা বুঝিয়েছে। এলেক্স এই বিষয়ে অবগত ছিলো না তবে তার শরীরে এখন এতোটা পাওয়ার ছিলো যে সে চাইলে এক পান্সে একটা বোল্ডার ভেঙে ফেলতে পারবে।
"আমার শরীর থেকে পাওয়ার শুধু বেরই হচ্ছে তারপরও আমার মনে হচ্ছে না আমি একটুও দুর্বল হয়েছি। বরং আমার মনে হচ্ছে আমি আরো শক্তিশালী হয়েছি। তাহলে কি এই ডোমেইম আমার জন্য উল্টো কাজ করছে?" (এলেক্স ভাবছে)
এলেক্স মনে করছে এই ডোমেইনটা অন্যদের এবজোর্ব করা পাওয়ার তার মধ্যেও প্রবেশ করাচ্ছে। কিন্তু আসলে কিন্তু সে এলমন্ডের ব্লাড সম্পর্কে কিছুই জানে না। তার বাবার এক ফোঁটা ব্লাড এলেক্সের মাঝে অসীম শক্তির তৈরী করেছে। যেটা আস্তে আস্তে স্যামের টিম এবজোর্ব করছিলো। যার ফলে তারা তাদের সাধারণ পাওয়ারের থেকেও প্রায় দশ গুণ বেশী শক্তিশালী হয়ে গিয়েছে। তারপরও তাদের মধ্যে আরো পাওয়ার যাচ্ছে। অন্যদিকে এলেক্স তাদের দিকে যাওয়ার জন্য এক পা বারালো। তখনি স্যামের টিমের হিলার তার হাঁটুতে পরে গেলো। ডোমেইন ব্যবহারের জন্য অনেক পরিমাণ এনার্জির প্রয়োজন হয়। তার ডোমেইন ব্যবহার করার জন্য কম এনার্জির প্রয়োজন হলেও ভিতরে যত বেশী শক্তিশালী ব্যক্তিরা থাকবে তত বেশী এনার্জির প্রয়োজন হবে ডোমেইনটা বেশীক্ষণ মেইনটেইন করতে। একবার ডোমেইনটা ক্যান্সেল হয়ে গেলে এবজোর্ব করা পাওয়ার আবার পূর্বের জায়গায় চলে যাবে। তাই এই ডোমেইনের মধ্যে সব কিছু শেষ করে ফেলে বাকি তিনজন। তবে,
"আমি কখনো কারো মধ্য থেকে এতোটা এনার্জি এবজোর্ব করি নি আমার ডোমেইন দিয়ে। যত এনার্জি এবজোর্ব করে যাচ্ছি তারপরও মনে হচ্ছে সেটা শেষ হবার নাম নিবে না। এরকম হলে আমার ডোমেইন ক্যান্সেল হয়ে গিয়ে আমি আমার জ্ঞান হারিয়ে ফেলবো।"
উক্ত কথাটা স্যামের টিমের হিলার ভাবছিলো। সে এমন সমস্যায় পূর্বে পরে নি। তাই এটা তার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিলো। সে পিছনে থাকার কারনে তার টিমের বাকি তিনজন লক্ষ করে নি যে সে হাঁটুতে বসে পরেছে এবং সেন্স হারানোর পথে ছিলো। আর তারা লক্ষ করবেই কিভাবে। তাদের স্ট্রেন্থ এবং এনার্জি এতোটা বৃদ্ধি পেয়েছে যে তারা সেটায় পাগল হয়ে গিয়েছে। খুশিতে আত্মহারা হয়ে তাদের অন্য কোনো কিছুতে নজর ছিলো না।
-->> আমি জানি না ডোমেইন ব্যবহারের পর থেকে আমার সাথে কি হচ্ছে। তবে এটা এখন আর আমার চিন্তার বিষয় না। কারন যা হবার সেটা হবেই। তবে পূর্বের মতো আমি কাউকে আমার ডেস্টিনি কন্ট্রোল করতে দিচ্ছি না। তাই এবার আর একা কোনো ড্যানজনের মধ্যে আমি পরে থাকবো না অর্ধমৃত অবস্থায়। (এলেক্স)
এলেক্স অনেক আস্তে আস্তে কথাটা নিজেকেই বললো। সে নিজের মধ্যে অনেক স্ট্রেন্থ ফিল করছিলো। তার টিমের বাকিদের পাওয়ার এবজোর্ব হওয়ার ফলে তারা খুব সাধারণ স্টুডেন্টদের মতোই ছিলো। তাই তাদেরকে পিছনে রেখে এলেক্স একাই এগিয়ে এসেছে। এলেক্সের প্রতিটা পদক্ষেপে তার পুরানো স্মৃতি ভেসে উঠছিলো। তার এতিম লাইফ, তার প্রথম ভালোবাসা, তার প্রথম বিয়ে, তার প্রথম ধোঁকা খাওয়া অবশেষে তার প্রথম মৃত্যু। এলেক্সের আর কোনো পদক্ষেপ নেওয়ার মতো ছিলো না। তাই সে দাঁড়িয়ে গেলো। তার চারপাশ অন্ধকার হয়ে গেলো।
"আজকে লেখক মনে হয় সস্তা নেশা করেছে। তাইতো আমার সাথে কি হচ্ছে সেটা আমি নিজেই বুঝতে পারছি না" (এলেক্স ভাবছে)
এলেক্স মাত্র স্যামের টিমের সামনে এগিয়ে গিয়েছিলো তাদের এট্যাক করার জন্য। কিন্তু এট্যাক করার পূর্বেই সে অন্য একটা স্পেসে চলে আসলো। জায়গাটা ঠিক তার ডোমেইন প্রিজন অফ ভয়েডের মতো। চারপাশে শুধু কালো অন্ধকার। এলেক্স তার ডেড জোন ব্যবহার করে নি তারপরও নিচ থেকে কালো হাত এলেক্সকে নিচের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছে।
-->> আমি হারিয়ে যাচ্ছি তাহলে ভয়েডের মধ্যে? (এলেক্স)
এলেক্সের কোমরের নিচে কিছু দেখা যাচ্ছিলো না। সে কোনো রকম ভয় পাচ্ছিলো না। অবশ্য এখানে অন্য কেউ থাকলে তারা ভয়ে চিল্লানি দিতো কিংবা কোনো কথায় বলতে পারতো না। তবে এলেক্সের সেরকম কোনো রিয়াকশন ছিলো না। সে স্বাভাবিক ভাবে নিচের দিকে তাকিয়ে ছিলো। তখনি তার সামনে থেকে একটা সিলভার কালারের টাইগার দৌড়িয়ে আসতে শুরু করলো। টাইগারটার দিকে এলেক্স এক নজরে তাকিয়ে রয়েছে। সেটা এলেক্সের একদম সামনে এসে দাঁড়ালো। সেই সময়ে একই জায়গা থেকে একটা গোল্ডেন কালারের লায়ন দৌড়িয়ে আসতে শুরু করলো। সেটাও এলেক্সের সামনে এসে দাঁড়ালো। এক এক করে এলেক্সের সামনে আরো ভিন্ন ভিন্ন বিস্ট আসতে শুরু করলো। যা এলেক্সের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগছিলো কিছু একটার।
এলেক্স এখানে কি করবে বুঝতে না পেরে উপরের দিকে তাকালো। ঠিক তখনি উপর থেকে একজন মেয়েকে দেখতে পেলো এলেক্স। মেয়েটার দুটো উজ্জ্বল ডানা ছিলো। একটা কালো এবং একটা সাদা। তার চেহারা এলেক্স দেখতে পারছিলো না। তবে এলেক্স তাকে দেখেই কিরকম একটা টান অনুভব করলো। মেয়েটাকে দেখতে পেয়ে হঠাৎ এলেক্সের মারিয়ার কথা মনে হতে লাগলো। কেনো তা বুঝতে না পেরে তাকিয়ে ছিলো তবে মেয়েটার চেহারা সে দেখতে পারলো না।
[হৃদয় এডিরামা ডি জোফার্ড ভন এলেক্স এখন ভালো সময় নয় তোমার ব্লাডলাইন একটিভ করবার। তাই আরেকটু অপেক্ষা করো।]
-->> কে আপনি? আপনাকে আমার এতো পরিচিত মনে হচ্ছে কেনো? (এলেক্স)
[হিহিহিহি, আমার নাম স্পর্শিয়া। আমাকে তোমার পরিচিত মনে হচ্ছে কারন আমি সব সময় তোমার সাথেই ছিলাম। খুব তারাতাড়ি আমাদের দেখা হবে, আর আমি সেই অপেক্ষায় থাকবো।]
মেয়েটা এলেক্সের হাত ধরে টান দিয়ে এলেক্সকে সেই ভয়েডের মধ্য থেকে বের করে নিলো। মেয়েটা এলেক্সের হাত ছেড়ে দেওয়ার সাথে সাথেই তার আশেপাশের কালো জায়গা দূর হয়ে গেলো। এলেক্সের সামনে স্যামের টিমের চারজন ছিলো।
-->> জানি না সামনে আরো কি হবে। তবে কিছু হওয়ার পূর্বেই আমাকে শেষ করতে হবে ফাইটটা। (এলেক্স)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।