#Demon_King#
পর্ব:১০৪
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(টাওয়ার অফ গ্লাটোনি)
এরিনার দর্শকদের মাঝে একজন ব্যক্তি ছিলো যার নজর ভিতরে সকল স্টুডেন্টদের মাঝে ছিলো।
"আমি বোর হওয়ার কারণে মূলত এখানে এসেছিলাম এবং একটা ফাইট করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু কে জানতো যে এখানেই একটা ইন্টারেস্টিং ছেলের হাতে আমি বিলজবাবের রিং কে দেখতে পারবো। যেহেতু রিং তার হাতে তাই জিডুরীও সেটার মধ্যে বন্ধী আছে। আমাকে শুধু ছেলেটাকে হত্যা করতে হবে এবং তাতেই জিডুরী শুধুমাত্র আমার হয়ে যাবে।"
দর্শকদের মাঝে থেকে উক্ত কথাটা ডিম্যান প্রিন্স অফ র্যাথ এ.কে.এ সাটান ভাবছিলো। সকাল থেকেই সে এখানে রয়েছে এবং একের পর এক ফাইট দেখে যাচ্ছে। প্রথমে সে নিজেই ফাইটে নামতে চাচ্ছিলো কিন্তু তাতে করে সে মজা পেতো না। বরং যেহেতু এখানে একটা ইন্টারেস্টিং ফাইট হচ্ছিলো তাই সে অপেক্ষা করছিলো সেখানের সবচেয়ে শক্তিশালী স্টুডেন্টের জন্য। তবে অপেক্ষা করতে করতে সাটানের নজর খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে চলে যায়। যে বিষয়ের জন্য সে এখানে এসেছে সেটাকে সে খুঁজে পেয়েছে। এমনি সময়ে সে এখনি এট্যাক করতো কিন্তু সে অপেক্ষা করছিলো। এলেক্স যার কাছে রিংটা ছিলো সে এমন পাওয়ার ব্যবহার করেছে যেটা এক্সব্লকের বাইরে কাউকে ব্যবহার করতে দেখে নি সাটান। তাই তার কৌতূহল অনেকটা বৃদ্ধি পেয়েছে। তার জন্য সে টুর্নামেন্টের শেষটা দেখার জন্য অপেক্ষা করে যাচ্ছে।
* * * * *
(এরিনার মধ্যে)
টিম স্যামের চারজনের মধ্যে তাদের হিলার এতোক্ষণ ডোমেইন ব্যবহারের কারণে প্রায় সেন্স হারিয়ে ফেলার মতো অবস্থা করে ফেলছে। এলেক্সের শরীর তবে এবার সে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাচ্ছিলো। কারণ এলেক্সের শরীর থেকে এখন আর তেমন এনার্জি বের হচ্ছিলো না। কিছুটা সময়ের জন্য এলেক্সের এনার্জি এতোটা বৃদ্ধি পেয়েছিলো যে সে সম্পূর্ণ ভিন্ন একটা মানুষ ছিলো। কিন্তু কালো ভয়েডের মধ্যে তার সাথে যা হলো তার পর থেকে এলেক্সও আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। সে স্বাভাবিক হলেও এখনো স্যামের টিমের ডোমেইন একটিভ ছিলো। আর এখনো ডোমেইন একটিভ থাকার ফলে স্যামের টিমের বাকি তিনজনের শক্তি একটুও কমে নি। বরং সেটা দশগুণ বৃদ্ধি পেয়েই থেমে আছে।
"আমার বৃদ্ধি পাওয়া এনার্জি কমে গেলেও আমার শরীরের হঠাৎ বৃদ্ধি পাওয়া স্ট্রেন্থ এখনো রয়েছে। জানি না এটা কতক্ষণ থাকবে তবে যতক্ষণই থাকুক না কেনো সেই সময়টুকুই আমার প্রয়োজন।" (এলেক্স ভাবছে)
এলেক্স অনেকটা দ্রুত দুজন অউরা ইউজারের কাছে চলে এসেছে। ডোমেইনের মধ্যে এমনিতেই তাদের স্ট্রেন্থ, স্পিড এবং এনার্জি দশগুণ বৃদ্ধি পেয়ে আছে এলেক্সের জন্য। তাই তারা পুরো কনফিডেন্স ছিলো যে এলেক্সকে এখানে হারাতে পারবে। দুজন তাদের সোর্ড দিয়ে এলেক্সকে এট্যাক করতে যাচ্ছিলো ঠিক তখনি এলেক্স তার স্কিল ব্যবহার করলো।
"ব্লিংক"
আপাতোতো সময়ে এলেক্সের স্ট্রেন্থ বৃদ্ধি পেলেও তার সামনের দুজন অউরা ইউজারের সাথে সে পেরে উঠবে না। তাই প্রথমে তাদের পাওয়ারের উৎস কেটে দেওয়াকেই সে একদম ভালো বুদ্ধি বলে মনে করলো। যেহেতু সে একজন মানা ইউজার তাই সবাই তার সাথে ফাইট করতে গেলে এই একটা ভুল করে।
-->> আমি ভুলেই গিয়েছি সে একজন মানা ইউজার যে সোর্ড দিয়ে ফাইট করে।
স্যামের টিমের একজন হঠাৎ বলে উঠলো কথাটা। তবে এলেক্স তাদেরকে কিছু করার সময়ও দিলো না। ডোমেইন ব্যবহারকৃত প্রাণ ইউজারের একদম সামনে টেলিপোর্ট হলো এলেক্স। ডোমেইন ব্যবহার কারী একটু পূর্বেই তার বিশাল ডোমেইন ঠিক রাখার জন্য বিশালাকার এনার্জি ড্রেইন হচ্ছিলো বলে ঠিকমতো দাঁড়াতে পারছিলো না। তবে এবার সে কোনোমতে দাঁড়িয়ে ছিলো তবে সে অনেকটা হাঁপাচ্ছিলো। এলেক্সকে তার সামনে দেখতে পেরে সে অনেকটা অবাক হয়ে গিয়েছে। এমনিতেই প্রাণ ইউজার কোনো এট্যাক করতে পারে না তাই সে সেখানে কি করবে সেটা ভেবে পাচ্ছিলো না। তার চিন্তা করার পূর্বেই এলেক্স তার ডান হাত মুঠো করে নিয়ে জোরালো একটা পান্স মেরে দিলো প্রাণ ইউজারের মুখ বরাবর। একটা মেয়েকে আঘাত করাটা কেমন যেনো দেখায় তারপরও এলেক্স এখানে কোনো রকম মায়া দেখালো না। তার পান্সটা সে উপর থেকে ফুল স্পিডে মেরেছে তাই এক পান্সে প্রাণ ইউজারটা মাটিতে পরে গেলো। সে শুধু যে মাটিতে পরলো তেমন নয়। পুরো মাটি কেঁপে উঠলো তার পরার সাথে সাথে।
"আমি একটু কন্ট্রোল করেছি, নাহলে আমার ওর মাথাটা আর খুঁজে পাওয়া যেতো না হয়তো।" (এলেক্স ভাবছে)
এলেক্সের পান্সটার ফলে স্যামের টিমের হিলার বা প্রাণ ইউজার তার সেন্স হারিয়ে ফেললো। আর তার সেন্স হারানোর ফলে ডোমেইনটা ক্যান্সেল হয়ে গেলো। ডোমেইন ক্যান্সেল হওয়ার সাথে সাথে স্যামের টিমের তিনজনের বৃদ্ধি পাওয়া পাওয়ার আবারো নরমাল হয়ে গেলো। তবে সে পাওয়ার টিম মাইরার কারো শরীরে প্রবেশ করলো না তাই তারা অনেকটা ক্লান্ত বোধ করতে লাগলো এখনো।
-->> এটা অনেক ভালো একটা মুভ ছিলো, প্রথমে আমাদের হিলারকে নক ডাউন করে আমাদের ট্রাম্প কার্ডকে অনেকেই নষ্ট করার প্লান করেছে। তবে আজ পর্যন্ত কেউ সফল হতে পারে নি। তবে এতে খুশি হওয়ার কিছু নেই। ডোমেইনের কারণে বৃদ্ধি পাওয়ার না থাকলেও এমনিতেও আমরা তোমাদের থেকে অনেকটা শক্তিশালী। তাই সুন্দর করে বলছি ফ্লাগটা দিয়ে দাও আমার কাছে।
স্যামের টিমের মানা ইউজার উক্ত কথাটা বললো। এলেক্স তার কথা শুনে তার কাছে থাকা একটা ফ্লাগ বের করলো এবং সেটা তাদেরকে দেখাতে লাগলো।
-->> যদি এটা নিতে চান তাহলে ফোর্স ব্যবহার করতে হবে কিছুটা। (এলেক্স)
এলেক্স আবারো তার জামার মধ্যে সেটা রেখে দিলো। যা দেখতে পেয়ে স্যামের টিমের তিনজন বুঝতে পারলো তাদের এখানে ফাইট করতেই হবে।
-->> আমাদের ডোমেইনের কারণে তোমাদের টিমের বাকিদের দেখে মনে হচ্ছে না তারা ফাইট করতে পারবে। তাই একা শুধু শুধু সাহসের পরিচয় দিয়ে কোনো লাভ নেই।
স্যামের টিমের একজন অউরা ইউজার উক্ত কথাটা বললো।
-->> হাহাহাহা, আমার মনে হয় না আমার টিম মেম্বারদের প্রয়োজন হবে তোমাদের হারাতে। এমনিতেও তারা আমার থেকেও অনেকটা শক্তিশালী। (এলেক্স)
এলেক্সের কথাকে একটা মজা মনে করে তিনজনই একটু হাসলো। তবে এখন আর কথা বলে সময় নষ্ট করলো না তারা। এমনিতেই তাদেরকে আরো ফ্লাগ খুঁজতে হবে তাই এই ফাইটটা তারা যত দ্রুত সম্ভব শেষ করতে চাচ্ছে। তিনজন একসাথে এলেক্সের সাথে ফাইট করবে এটা দেখতে অনেকটা বেমানান দেখাবে তাই একজন অউরা ইউজার এগিয়ে আসলো।
-->> আমি জানি তুমি খুব ভালো সোর্ড ব্যবহার করতে পারো। তবে সব শেষে তুমি একজন মানা ইউজারই। আর তোমার সেই টেলিপোর্টেশন ট্রিকেও আমি এবার পা দিচ্ছি না।
এগিয়ে আসা অউরা ইউজার কথাটা বললো। যেহেতু এলেক্সের কাছে কোনো সোর্ড ছিলো না তাই অউরা ইউজারটাও তার সোর্ডকে এক পাশে ফেলে দিয়েছে। এলেক্স চাইলে তার সোর্ড ব্যবহার করতে পারবে এখানে। তবে যেহেতু একটা আইটেমই ব্যবহার করা যাবে এই টুর্নামেন্টে তাই এলেক্স এখনি তার ড্যাগার বের করছে না। অউরা ইউজারটা দাঁড়িয়ে ছিলো। যেহেতু সে সিনিয়র তাই নিজের সম্মান হারিয়ে সে একটা জুনিয়রকে এট্যাক করতে চাচ্ছে না। তবে এলেক্স এসব জিনিসে কোনো রকম খেয়াল না করে সোজা তার দিকে দৌড়ে গিয়ে মুখ বরাবর একটা পান্স মারলো। এলেক্সের পান্সটা শক্তিশালী ছিলো অনেকটা, তবে সেটাকে খুব সহজেই ডান হাত দিয়ে অউরা ইউজারটা ধরে ফেললো। এলেক্স এবার একটু নিচু হলো এবং তার ডান পা পিছনের দিকে এক বার ঘুরিয়ে নিয়ে একটা কিক দিলো। তবে এলেক্সের মুভমেন্ট বুঝতে পেরে অউরা ইউজারটা এলেক্সের এট্যাক রিড করতে পারলো। তাই কিকটা তার শরীরে লাগবে তার পূর্বেই সে একটা ভারী পান্স মেরে দিলো এলেক্সের বুক বরাবর। পান্স এখনো এলেক্সের পেটে লেগে ছিলো আর এলেক্স মাটিতে পরে গেলো। তার মাটিতে পরার সাথে সাথে মাটি ফেটে গেলো।
-->> আমাদের মাঝে অনেক ডিফারেন্স রয়েছে। যদিও একটা ড্রাগন ফ্যামিলিয়ার রয়েছে তোমার কাছে। তবে সেটা সাম্মন না করলে কোনো দিনও আমাদেরকে হারাতে পারবে না।
এলেক্সের পেট থেকে নিজের পান্সকৃত হাতটা সরিয়ে নিয়ে কথাটা বললো স্যামের টিমের অউরা ইউজার। সে এলেক্সকে ভয় দেখাচ্ছে না বরং রিয়েলিটি বোঝাচ্ছিলো। যা এলেক্স ভালো করেই জানে। কারণ এলেক্স তাদের লেভেল বা নাম কোনোটায় দেখতে পারছিলো না যার মাধ্যমে সে বুঝতে পারলো তারা অনেকটা শক্তিশালী এলেক্সের থেকে। অউরা ইউজারটা এলেক্সের দিকে তাকিয়ে ছিলো তাই সে অন্য দিকের কিছু লক্ষ করে নি। তার পিছনে টিম মাইরার বাকি সদস্যরা দাঁড়িয়ে ছিলো। তাদের মধ্য থেকে হ্যারি তার লাইটনিং পিল মুখে নিয়ে মাত্র একটা লাইটনিং স্ল্যাশ ব্যবহার করলো। তার লাইটনিং স্ল্যাশ অউরা ইউজারের মুখে লাগবে ঠিক তখনি স্যামের টিমের আরেকজন অউরা ইউজার তার সোর্ড দিয়ে সেটাকে কাউন্টার করলো।
-->> আপনারা মনে হয় ভুলে গিয়েছেন যে আমরাও বিপক্ষ টিমের সদস্য। (মাইরা)
টিম মাইরার লিডার উক্ত কথাটা বলেছে। দুজনে এবার খেয়াল করলো, মাইরা তার ফ্যামিলিয়ার সাম্মন করে নিয়েছে।
"প্রজেস"
ফ্যামিলিয়ার সাম্মন করার সাথে সাথে মাইরা তার সাথে প্রজেস ব্যবহার করে। যা দর্শকদের আরো একবার অবাক করে ফেললো। ফ্যামিলিয়ারের সাথে প্রজেস সকলেই ব্যবহার করতে পারে না। এটা ব্যবহার করতে হলে নিজ ফ্যামিলিয়ারের সাথে অনেক ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হয়। তবে ডোমেইন ব্যবহারের থেকে এটা সহজ হওয়ার কারনে অধিকাংশ মানুষই তাদের ফ্যামিলিয়ারের সাথে প্রজেস ব্যবহার করতে পারে। মাইরা তার ফ্যামিলিয়ারের সাথে প্রজেস ব্যবহারের সাথে সাথে তার চোখ দুটো দিয়ে মনে হচ্ছিলো আগুন বের হচ্ছিলো, যদিও সেটা শুধু আগুনের মতো কালার হয়েছে বরং আসল আগুন ছিলো না। তাছাড়া তার চুল গুলো একদম আগুন হয়ে গিয়েছে। যা হাওয়ার মধ্যে একা একাই ভাসছিলো। দর্শকদের মাঝে সবাই তাকিয়ে ছিলো।
-->> কিছুদিন পূর্বেই এবারের সাম্মনিং ক্লাস গেলো না প্রিন্সিপাল? (হোমস)
ব্লু কিংডমের কিং উক্ত কথাটা বললো। তার কথার পিছনে একটা কারণ আছে। যা প্রিন্সিপাল বলতে লাগলো,
-->> মাই কিং, যদিও এই মেয়ে উয়েক্সকুলের মেয়ের মতো ততটা ট্যালেন্টেড নয় তারপরও সে নিজেও একজন ডিউকের কন্যা। তাই এটা সম্ভব হতেই পারে। (প্রিন্সিপাল)
-->> হাহাহাহাহা, বলতে হবে এবারের ইয়াং জেনারেশন গুলো অনেক ট্যালেন্টেড। এই বয়সে এতো দ্রুত একটা ফায়ার স্পিরিটের সাথে কন্ট্রাক এবং সেই সাথে প্রজেস ব্যবহার করাটা আসলেই অবিশ্বাস্য একটা ব্যাপার। (গালাটুস)
-->> এলফেডো তুমি বললে এই মেয়েটা একটা ডিউকের কন্যা, এটা কি সত্য? (হোমস)
ব্লু কিংডমের কিং একাডেমির প্রিন্সিপালকে উক্ত কথাটা বললো। প্রিন্সিপাল শুনে বলতে শুরু করলো,
-->> সেই টিমের প্রিন্স হ্যারি ব্যতীত সবাই ফায়ার এম্পায়ারের মেফাস কিংডম থেকে এসেছে। আর তাদের লিডার মাইরা ভন রিসপন মেফাস কিংডমের ডিউক ম্যান্ডেলা ভন রিসপনের কন্যা। (প্রিন্সিপাল)
-->> ম্যান্ডেলা! সবই তো পরিচিত ব্যক্তি বের হচ্ছে। কিন্তু তারা তাদের সন্তানদের পাঠিয়েছে এই ব্যাপারে একটা চিঠিও তো আমাকে লেখতে পারতো। (হোমস)
-->> ব্রাদার, মেফাসের কিং মারা যাওয়ার কারণে এখন তার মধ্যে ইনটার্নাল ফাইট শুরু হয়েছে। তাই তারা সকলেই অনেক বিজি আছে। (হ্যানিস)
ডিউকের কথা শুনে কিং চুপ হয়ে গেলো। তবে এবার কুইন মারিয়া বলতে লাগলো,
-->> মনে হচ্ছে ব্লু কিংডমের মধ্যে আমরা শীঘ্রই শক্তিশালী একজন মানা ইউজার কুইন দেখতে পারবো। (মারিয়া)
মারিয়া হাসি মুখেই কথাটা বললো। কিং এবং কুইনদের মাঝে কথা গুলো অনেকটা দাবা খেলার মতো। তুমি যদি সঠিক চাল না দিতে পারো তাহলে এক মুভেই সব শেষ হয়ে যাবে। আপাতোতো সময়ে মারিয়া জানে দুই কিং কি ভাবছিলো। যেহেতু তাদের দুজনের ছেলে এবং মেয়ে ছিলো তাই তারা একে অপরের সন্তানদের সাথে বিয়ের চিন্তা করতেই পারে। আবার সেই সাথে উয়েক্সকুলের মতো একটা মানুষের মেয়েও টাওয়ারে রয়েছে তাই তাকেও হাতছাড়া করতে চাচ্ছে না দুজনে। তাই ব্লু কিংডমের কিং হোমসকে অনেকটা কর্নারে রেখেছে সিকরেট কিংডমের কুইন মারিয়া। মারিয়া প্রথম থেকেই মনে করেছিলো হয়তো প্রিন্স এবং মাইরা নামক মেয়েটার মধ্যে কিছু চলছিলো। কিন্তু তার সেই ধারণাটা ভুল প্রমাণ হয়েছে। মাইরা সাথে হ্যারির কোনো চক্কর ছিলো না। বরং মারিয়া এখন স্পষ্ট দেখতে পারছে কার সাথে কার চক্কর রয়েছে।
"এই মাইরা মেয়েটা এলেক্সকে পছন্দ করে। এটা এলেক্স আঘাত পাওয়ার পর আমি তার চোখের পানি দেখেই বুঝতে পারলাম। আমি এলেক্সের মা হয়ে এটা মেনে নিতে পারি না। যেহেতু আমার ভাতিজিও এলেক্সকে ভালোবাসে তাই এলেক্সকের সামনে থেকে প্রথমে এই মেয়েকে সরাতে হবে। যেহেতু প্রিন্স হ্যারি মাইরাকে পছন্দ করে তাই প্রথমত তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। এরপরে আমার ছেলেকে কেউ আর ডিসট্রাব করতে পারবে না।" (মারিয়া ভাবছে)
মারিয়া তার মাস্টার প্লান করে নিয়েছে। তাই সে অনুযায়ী সে ব্লু কিংডমের কিং হোমসকে চাপে রাখছে।
যাইহোক তাদের কথায় পরেও আসা যাবে। আমরা ফাইটে ফিরে যায়। এলেক্সের পিছনে যে এলেক্সকে পান্স দিয়েছে সে দাঁড়িয়ে ছিলো এবং আরেকজন তার সামনে দাঁড়িয়ে ছিলো। দুজনের মাঝখানে পরেছে এলেক্স যে এখনো মাটিতে শুয়ে আছে। সে ব্যথা পেয়েছে পান্সটাতে অনেক, তবে তার রিজেনারেট স্কিল তাকে আস্তে আস্তে হিল করে দিচ্ছিলো। তাই এলেক্স তার সামনে কি হচ্ছিলো সেটা দেখতে লাগলো চুপ করে।
-->> আমরা দুর্বল হতে পারি, কিন্তু এতোটাও দুর্বল নয় যে এতো দ্রুত হার মেনে নিবো। (মাইরা)
-->> আর সুন্দরী একটা মেয়েকে দিয়ে তো সব কাজ আমি করাতে পারি না। (হ্যারি)
প্রিন্স হ্যারি এগিয়ে গেলো সামনে। সে তার বাম হাতে থাকা একটা সাধারণ সোর্ড দিয়ে নিজের ডান হাতে ছোট একটা কাট দিলো। দুই ফোটা ব্লাড বের হয়ে সেটা মাটিতে পরে গেলো।
"লাইটনিং বার্ড ইম্পুন্ডুলু"
হ্যারি তার ফ্যামিলিয়ার সাম্মন করলো। যেটা মাটির মধ্যে পরা তার ব্লাডের মধ্য থেকে বেরিয়ে তার ডান কাধের উপরে বসে পরলো। সেটা একটা স্পিরিট বিস্ট ছিলো যেটা খুবই রেয়ার এবং কোনো মানুষের সাথে কন্ট্রাক করতে পছন্দ করে না। দর্শকদের মাঝে করতালির শব্দ শোনা যাচ্ছিলো। যেহেতু প্রিন্স তার পারফর্মেন্স দেখাচ্ছিলো তাই সবার দায়িত্ব ছিলো করতালি দেওয়ার। যারা চাচ্ছিলো না তারাও করতালি দিচ্ছিলো সম্মান দেখানোর জন্য। হ্যারি সেদিকে কান না দিয়ে তার ফ্যামিলিয়ার নিয়ে ফাইট শুরু করে দিলো।
-->> ইম্পুন্ডুলু লাইটনিং স্ট্রাইক। (হ্যারি)
এলেক্স তাকিয়ে ছিলো। তার এখন পুরানো কিছু কথা মনে পরে যাচ্ছে।
"এই সিনটা দেখে আমার অনেকটা পোকেমন এর কথা মনে পরে যাচ্ছে। হয়তো পোকেমন যে তৈরী করেছিলো সে এসব বিস্ট বা মনস্টার সম্পর্কে জানতো তাই তারা সেটা তৈরী করতে পেরেছে।" (এলেক্স ভাবছে)
হ্যারির আদেশে তার স্পিরিট বিস্ট তার ডান কাধ থেকে উড়তে শুরু করলো। পাখিটাকে এতোক্ষন এমনিতেও স্বাভাবিক লাগছিলো না। সেটার সারা শরীর থেকে লাইটনিং বের হচ্ছিলো। লাইটনিং বার্ডটা উড়ে স্যামের টিমের দুই অউরা ইউজারের উপরে গিয়ে লাইটনিং স্ট্রাইক ব্যবহারের জন্য প্রস্তুত ছিলো। যেহেতু সেটা উপরে ছিলো তাই অউরা ইউজার তার বিপরীতে কিছুই করতে পারবে না। এজন্য স্যামের টিমের একজন মানা ইউজার তার স্পেল ব্যবহার করার জন্য প্রস্তুত হচ্ছিলো। কিন্তু সে হ্যারির লাইটনিং বার্ড সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই খুব সহজেই ধোঁকা খেয়ে গেলো। চোখের পলকের মধ্যেই লাইটনিং বার্ডটা তার জায়গা পরিবর্তন করলো এবং সোজা মানা ইউজারের মাথার উপরে চলে গেলো। সেটা সেখানে যাওয়ার সাথে সাথে নিজের শরীরের লাইটনিং থেকে একটা লাইটনিং স্ট্রাইক নিক্ষেপ করলো মানা ইউজারের দিকে। এটাই যথেষ্ট ছিলো তাকে নক ডাউন করার। স্যামের টিমের অউরা ইউজার দুজন মোটেও এটা আশা করে নি। এই টিমটা সেরকম শক্তিশালী না হলেও তাদেরকে অফ গার্ডে ধরেছে। আর তাছাড়া প্রিন্স হ্যারি স্পিরিট বিস্টটা এমনিতেই মারাত্মক ছিলো। একটা ডিভাইন বিস্টের থেকেও অনেক রেয়ার ধরা হয় একটা লাইটনিং স্পিরিট বিস্টকে। যা কোনো মানুষের সাথে কন্ট্রাক করতে চাই না। সেখানে হ্যারি প্রথম ব্যক্তি, আর সেই প্রিন্স হ্যারির রাজকীয় একটা ফ্যামিলিয়ার যেটা মাত্র সে সাম্মন করেছে তা দেখতে পেরে স্যামের টিমের অউরা ইউজার অবাক হয়ে আছে।
"ফ্লেম"
মাইরা তার ফ্যামিলিয়ারের সাথে প্রজেস ব্যবহার করেছে। তাই আপাতোতো সময়ে মাইরার ফ্যামিলিয়ার মাইরার শরীরের মধ্যে ছিলো। মাইরার কাছে এখন তার ফ্যামিলিয়ারের কিছুটা পাওয়ার ছিলো যা সে ব্যবহার করতে পারবে। তার স্পেলের পাওয়ারও অনেক বৃদ্ধি পেয়েছে এখন। তাই সে সোজা তার ফ্লেম স্পেল ব্যবহার করলো। মাইরার স্পেলে দুজন অউরা ইউজারের নজরই সেদিকে চলে যায়। ঠিক সেই সময়ে,
"প্লান্ট ভাইনস"
এবা এবং জেবা দুজনেই একসাথে তাদের প্লান্ট ম্যাজিক ব্যবহার করলো। দুজনের প্লান্ট ভাইনস স্পেলের ফলে মাটি থেকে কয়েকটা গাছের চিকন চিকন কান্ড বেরিয়ে গেলো। চারটা দুজন অউরা ইউজারের পা কে শক্ত করে পাকিয়ে ধরে রাখলো। এবং আরো চারটা এলেক্সকে তাদের মাঝখান থেকে টেনে নিয়ে আসতে লাগলো। সামনের জন মাইরার ফ্লেমের দিকে নজর রাখলেও পিছনের জন দেখতে পেলো কিছু ভাইনস এলেক্সকে সেখান থেকে নিয়ে যাচ্ছিলো। তাই সে তার পায়ে এনার্জি ফোকাস করে ভাইনস গুলোকে ছিড়ে ফেললো। এবার আরেকটা পান্স সে এলেক্সের বুকের মারতে যাচ্ছিলো যাতে সে ভাইনস গুলোও কেটে যায়। তবে তার পান্স মারার পূর্বেই তার পায়ের নিচ থেকে অনেকগুলো সূচালো আইসের স্পাইক বেরিয়ে আসলো। যা দেখতে পেয়েই সে পিছিয়ে গেলো।
"আইস এট্রিবিউট ডোমেইন"
এলিন তার ডোমেইন ব্যবহার করেছে। যার কারণে সে এখন যেকোনো জায়গায় তার ইচ্ছামতো আইসের যা কিছু মনে চাই তৈরী করতে পারবে। যেখানে খুশি সেখানে সে স্পাইক তৈরী করতে পারবে এমনকি কাউকে বরফে জমিয়েও দিতে পারবে। তবে সেটার কোনোটায় তাদের সামনের দুজনের উপরে কাজ করবে না কারণ এলিনের স্পেল কিংবা লেভেল সব দিক দিয়ে দেখলেও স্যামের টিমের সেই দুজন অনেক শক্তিশালী ছিলো।
-->> তাহলে এখন কৌতূহল জাগছে আমার। (এলেক্স)
এলেক্সকে এবা এবং জেবার ভাইনস গুলো টেনে তাদের কাছে নিয়ে গিয়েছে। ঠিক তখনি মাইরার ফ্লেম স্পেলটা একটা ব্লাস্টের তৈরী করলো। প্রচন্ড ধোঁয়া তৈরী হওয়ার ফলে ভালো করে দেখা যাচ্ছিলো না। তবে ধোঁয়া গুলো যখন সরে গেলো তখন সবাই দেখতে পেলো।
-->> আমার ফ্যামিলিয়ারটা ব্যবহার করা আমার একটুও ভালো লাগে না। তারপরও এই সময়ের স্পেলটা আসলেই মারাত্মক ছিলো।
সামনে দাঁড়িয়ে থাকা অউরা ইউজারটা বলতে লাগলো কথাটা। শেষ সময়ে সে তার ফ্যামিলিয়ারকে সাম্মন করেছে। যেটা এলেক্স লক্ষ করেছিলো তাইতো সে হালকা মুচকি হেসে উঠেছে। এই পর্যন্ত সে কোনো ফ্যামিলিয়ার সহ কারো সাথে ফাইট করতে পারে নি। যাদের সাথে ফাইট করেছে তারা ফ্যামিলিয়ার সাম্মন করার পূর্বেই নক হয়ে গিয়েছে। তাই এলেক্স এখন এই ফাইটে অনেকটা আগ্রহী হয়ে গিয়েছে। সে শোয়া অবস্থায় ছিলো এখনো। তবে এখন সে উঠলো। তার সামনের স্যামের টিমের অউরা ইউজারের ফ্যামিলিয়ার একটা গরিলা। যেটা দেখতে পেয়ে এলেক্স সাথে সাথে চিনতে পারলো।
"তাহলে সাধারণ বিস্টগুলো হত্যা হয়ে বিস্ট ওয়ার্ল্ডে প্রবেশ করে।" (এলেক্স)
অউরা ইউজারটার ফ্যামিলিয়ার ছিলো একটা সাধারণ বিস্ট র্যাংকের। যা একটা গরিলা ছিলো। বিস্ট র্যাংকের হলেও সেটার অনেক উন্নত প্রজাতির ছিলো তাই তো মাইরার ফ্লেমকে শুধু এক হাতে আটকে দিতে পেরেছে। এলেক্স গরিলাটাকে দেখার সাথে সাথে চিনতে পারলো তাকে। এটা সেই গরিলা ছিলো যেটা প্রথম তাকে ডিমনিক ফরেস্টে সাহায্য করেছিলো। অবশ্য সাহায্য বলা যায় না। বরং বিপদেই ফেলেছিলো এলেক্সকে এই গরিলাটা। তবে এটা মারা যায় যাকে এলেক্স তার আনডেডও করতে পারে নি। এলেক্স এগিয়ে গেলো। তার আগ্রহ এখন স্যামের টিমের সাথে ফাইট করার ছিলো না। বরং সে তার পুরাতন কিছু ব্যাপার গরিলাটার সাথে মিটাতে চাচ্ছিলো।
-->> ঔ গরিলা, আমাকে তো মনে আছে তাই না? অবশ্যই মনে থাকা উচিত, না থাকলে তো আমি তোমার ঔ মোটা মাথায় কয়েকটা পান্স দিয়ে মনে করিয়ে দিবো আমি কে। (এলেক্স)
এলেক্স তার আঙ্গুল গুলো ফোটাতে ফোটাতে এগিয়ে গেলো। এবার আর তার বর্তমানে বৃদ্ধি পাওয়া স্ট্রেন্থকে সে লুকিয়ে রাখছে না।
"যেহেতু টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী আমি কোনো স্টুডেন্টকে হত্যা করতে পারবো না, তবে কোনো ফ্যামিলিয়ার হত্যা করলে হয়তো কেউ মাইন্ড করবে না। আর এমনিতেও আমাকে দেখতে হবে ফ্যামিলিয়ার হত্যা করে আমার লেভেল বৃদ্ধি হয় কিনা।" (এলেক্স ভাবছে)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন। আসলে কয়েকদিন বিজি রয়েছি। তাই তেমন বড় এবং আসল ফাইটে যেতে পারছি না। তবে চেষ্টা করবো সামনে কয়েক পর্বের মধ্যেই পুরো টুর্নামেন্ট শেষ করতে।😅