#Demon_King#
পর্ব:১০৫
লেখকঃহৃদয় বাপ্পী
.
.
.
(একাডেমি)
টিম মাইরার সাথে ফাইট হচ্ছিলো টিম স্যামের দুজন অউরা ইউজারের। এখন ফাইটটা অনেকটা ইন্টারেস্টিং একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। স্যামের টিমের একজন তার ফ্যামিলিয়ার সাম্মন করেছে। যেটা একটা সাধারণ বিস্ট ছিলো। সাধারণ বিস্ট থাকলেও সেটা মাইরার ফায়ার স্পিরিটের একটা মারাত্মক স্পেল থেকেও কোনো ড্যামেজ প্রাপ্ত হয় নি। এতে বোঝা যায় যে সাধারণ বিস্ট ফ্যামিলিয়ার গুলোও অনেক শক্তিশালী হতে পারে।
-->> আমি জানি আমার ফ্যামিলিয়ারটা চার র্যাংকের মধ্যে সবচেয়ে নিচু র্যাংকের। তবে এটা নতুন কন্ট্রাক হওয়া আর সকল ফ্যামিলিয়ারের থেকে অনেকটা শক্তিশালী ডিফেন্সের দিক দিয়ে।
স্যামের টিমের অউরা ইউজার কথাটা বললো সে ও কিছুদিন হলো এই বিস্টের সাথে ফ্যামিলিয়ার কন্ট্রাক তৈরী করেছে কারণ তার পূর্বের বিস্ট মারা গিয়েছিলো। আর এই কিছুদিনের মধ্যেই সে তার বিস্টের সাথে অনেকটা শক্তিশালী হয়েছে স্পেশাল কিছু ট্রেনিং এর মাধ্যমে। যেহেতু তার কাছে পূর্বেও একটা ফ্যামিলিয়ার ছিলো তাই নতুন ফ্যামিলিয়ারকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা সে খুব ভালো করেই জানে। অন্যদিকে টিম মাইরার টিমে কারোরই তেমন অভিজ্ঞতা ছিলো না ফ্যামিলিয়ারের সাথে। তাই এটা খুব দ্রুত শেষ হতে যাচ্ছিলো বলে মনে করেছে সে। তবে একটা বিষয় তারা খেয়ালই করে নি।
"সিস্টেম ৫০ স্ট্যাট পয়েন্ট আমার স্ট্রেন্থ এবং ৭০ আমার এজিলিটিতে প্রয়োগ করো।"
এলেক্স তার মনে মনে সিস্টেমকে অর্ডার করলো। এলেক্সকে শুধু যে স্ক্রিনে টাচ করে সব কিছু করতে হয় এমন নয়। সে চাইলে শুধু চিন্তা করেই তার সিস্টেমকে দিয়ে সব কিছু করাতে পারে। আর এখনো সেটাই করলো সে। অনেকদিন হলো সে নিজের স্ট্যাটাসকে দেখে না। এখনো সে নিজের স্ট্যাটাস দেখে নি। তারপরও সে জানতো এখানে তার কতটুকু স্ট্রেন্থ এবং স্পিডের প্রয়োজন হবে। এজন্যই সিস্টেমকে সে পরিমাণ বৃদ্ধি করতে বলেছে সে। তার কথাটা মতো তার স্ট্রেন্থ এবং এজিলিটি বৃদ্ধি পেলো। এমনিতেও একটু পূর্বে তার স্ট্যাট ভালোই অনেকটা বৃদ্ধি পেয়েছে। কিসের জন্য বৃদ্ধি পেয়েছে এটা না জানলেও একটা গরিলার সাথে ফাইট করার জন্য সেটা যথেষ্ট ছিলো না। অবশ্য সাধারণ একটা গরিলা হলে অন্য কথা ছিলো, এখন এলেক্সের সামনে যে গরিলা রয়েছে সেটা বিস্ট ওয়ার্ল্ডের গরিলা যেখানে বিভিন্ন রকমের বিস্টের বসবাস। তারা সাধারণ বিস্টদের থেকে অনেক অনেক গুণ শক্তিশালী। এলেক্স এটা এখনো সিওর না যে কিভাবে এই গরিলার মারা যাওয়ার পর সেই বিস্ট ওয়ার্ল্ডে প্রবেশ করলো তবে একটা জিনিস এখন জানে আর সেটা হলো এই গরিলার সাথে ফাইট করা। কিছু পুরাতন বিষয় ছিলো যেটা এলেক্স পূর্ণ করতে চাচ্ছিলো। আর সেটা শুধুমাত্র গরিলার সাথে ফাইট করেই পূর্ণ হবে।
এলেক্সের সারা শরীর শিরশির করতে লাগলো। হালকা ব্যথা অনুভব করলো সে। এটা স্বাভাবিক একটা বিষয় এখন। প্রতিবার তার স্ট্যাট বৃদ্ধি করলো এলেক্স এটা অনুভব করে। তাই সেটার দিকে সে একদমই খেয়াল করলো না। বরং সে এক সেকেন্ডের মধ্যে তার জায়গা থেকে ভ্যানিস হয়ে গেলো। এবার সে তার ব্লিংক স্কিল কিংবা টেলিপোর্ট হয় নি। বরং তার স্পিড এতোটা বেশী ছিলো যে সবাই মনে করেছে সে আবারো তার একটা স্পেল ব্যবহার করেছে। এলেক্স দুজন অউরা ইউজারকে অনেকটা সারপ্রাইজ দিলো। তারা কখনোই ভাবে নি যে এলেক্সের স্পিড এতোটা বৃদ্ধি পাবে।
"একটু পূর্বেও আমার স্পিড বেশী ছিলো। কিন্তু হঠাৎ এই ছেলেটার সাথে কি হলো যে আমি ওর মুভমেন্ট একদমই দেখতে পারছি না। না একজন মানা ইউজারের দ্বারা এতোটা স্পিড কখনোই সম্ভব নয়। আমার যতদূর মনে হয় এটা কোনো স্পেশাল আইটেম হবে যেটা সে ব্যবহার করে যাচ্ছে। তা নাহলে আমি এই পর্যন্ত কোনো মানা ইউজারকে এতোটা ফাস্ট দেখি নি।"
স্যামের টিমের ফ্যামিলিয়ার সাম্মন কৃত স্টুডেন্টটা ভাবতে লাগলো উক্ত কথাটা। সে কেনো পূর্বে কেউ কোনোদিন এরকম মানা ইউজারকে দেখে নি সম্পূর্ণ অউরা ইউজারের মতো ফাইট করে। তাই সবাই অবাক না হয়ে পারছে না এলেক্স তাদেরকে অবাক হওয়ারও কোনো রকম সময় দিলো না। দুজনে মনে করেছিলো এলেক্স তাদেরকে এট্যাক করবে। কিন্তু এলেক্স সেটা না করে সামনে দাঁড়িয়ে থাকা অউরা ইউজারের পিছনে থাকা গরিলার কাছে গিয়ে হালকা একটা লাফ দিলো। যেহেতু গরিলার আকার বড় ছিলো এবং এলেক্স এখনো সাইজে ছোট, তাই সে লাফ দিয়ে গরিলার উচু করে রাখা ডান হাতকে ধরলো এবং গরিলাকে সামনের দিকে উল্টিয়ে ফেলে দিলো। মাটিতে পরে গেলো গরিলাটা। এবার এলেক্স তার ডান হাতের কনুই দিয়ে সোজা গরিলার পেটের উপরে পরে গেলো। গরিলাটা তখনো এলেক্সকে এট্যাক করে নি। হয়তো সে পুরানো কথা মনে রেখেছে তাই এখনো এলেক্সকে কোনো রকম এট্যাক করছিলো না। তবে এলেক্স চুপচাপ ছিলো না। সে ছোট ছোট এট্যাকের মাধ্যমে গরিলাকে ফাইট করতে বলছিলো।
যেহেতু গরিলার সাম্মনার এতোক্ষন শকের মধ্যে ছিলো তাই সে তার শক কাটিয়ে ফেলার সাথে সাথে এলেক্সের উপরে ঝাঁপিয়ে পরে। দুজন একসাথে একটা জুনিয়রের সাথে ফাইট করার বিষয়টা খারাপ দেখায় তাই সে একাই এগিয়ে এসেছে। বাকি যে অউরা ইউজার ছিলো সে টিম মাইরার বাকি সদস্যদের উপরে ফোকাস রাখলো।
-->> আমি আসলেই তোমার মতো কাউকে দেখি নি যে মানাকে অউরা এনার্জির মতো ব্যবহার করে। যাইহোক আমার মনে হয় না শুধু সেটুকু করলেই তুমি জিততে পারবে। কারণ এখন থেকে আমিও সিরিয়াস হয়ে যাচ্ছি।
গরিলার সাম্মনার তার স্পেস রিং থেকে একটা সোর্ড বের করে নিলো এবং সেটা দিয়ে এলেক্সের সাথে ফাইট করতে শুরু করলো। এলেক্সের উপরে গরিলাটা এট্যাক না করলেও বিপক্ষ টিমের অউরা ইউজার দাঁড়িয়ে রইলো না। সে সোর্ড দিয়ে এলেক্সের দিকে এগিয়ে গেলো আর এদিকে এলেক্সও প্রস্তুত ছিলো। এলেক্সের হাতে এলেক্স নর্মাল একটা লং সোর্ড নিলো। ম্যাজিকাল আইটেম না হলে শত শত সাধারণ আইটেম ব্যবহার করলেও নিয়ম ভঙ্গ হবে না। অবশ্য এটা প্রথমে ভালো করে উল্লেখ করে দেই নি। তাই অনেকে মনে করেছে সাধারণ আইটেম দুটো ব্যবহার করলেই তারা নিয়ম ভঙ্গ করবে। কিন্তু যেহেতু এখনো হ্যারি বাতিল হয় নি তাই এলেক্সও সিওর ছিলো একটা সাধারণ সোর্ড ব্যবহারে সেও বাতিল হবে না। সোর্ডটা এলেক্স ক্যাপিটালের একটা ব্লাকস্মিথের দোকান থেকে কিনেছিলো। যার মধ্যে কোনো এনার্জি ছিলো না। এমনকি এলেক্স এই সোর্ডের মধ্যে নিজের এনার্জিও চ্যানেল করতে পারে না।
স্যামের টিমের অউরা ইউজার এলেক্সের উপরে তার সোর্ড দিয়ে এট্যাক রকতে গেলে এলেক্স তার ইনভেন্টরি থেকে সাধারণ সোর্ডটা বের করে সেটা দিয়ে তার এট্যাককে কাউন্টার করলো।
-->> তোমাকে যত দেখছি আমি ততই অবাক হচ্ছি। একটা মানা ইউজারের কাছে এতোটা শক্তি আশা করা যায় না। তবে আমি বুঝতে পারছি যে স্যাম তোমার উপরে ইন্টারেস্ট রেখেছে কেনো?
স্যামের টিমের অউরা ইউজার উক্ত কথাটা বললো। তাদের সাথে টিম মাইরার ফাইট অনেকক্ষণ যাবৎ হচ্ছে। তবে এখনো এলেক্স তাদের নামই ভালো করে জানে না। নামে এলেক্স গুরুত্ব না দিয়ে এই ফাইটে গুরুত্ব দিলো। যদিও এলেক্স অউরা ইউজারের সাথে ফাইট করতে চাচ্ছিলো না কিন্তু এখানে এখন আর কিছু করার নেই। গরিলাটা তার সাথে যেহেতু ফাইট করতে চাচ্ছে না তাই সেটার কন্ট্রাকটরের সাথেই ফাইট করতে হচ্ছে এখন এলেক্সের। এলেক্স এবং তার প্রতিপক্ষ একের পর এক সোর্ড দিয়ে এট্যাক করছিলো। তাদের সোর্ড কয়বার যে মিলিত হলো সেটা তারা নিজেরাই জানে না। তবে প্রতিবার যখন তাদের সোর্ড মিলিত হচ্ছিলো দুজনেই আরো শক্তিশালী হয়ে উঠছিলো। এলেক্স তার ডান হাতের সোর্ড দিয়ে একটা এট্যাক করলো যা তার প্রতিপক্ষ তার সোর্ড দিয়ে কাউন্টার করলো। তবে তখনি এলেক্স তার বাম হাত দিয়ে তার মুখ বরাবর পান্স করতে যায়, তবে পান্সটা অউরা ইউজার তার বাম হাতের তালু দিয়ে দিয়ে আটকে ফেলে। তবে এলেক্সের নিশানা মুখ বরাবর ছিলো না বরং এলেক্স তার পান্সটা তার প্রতিপক্ষের ডান হাত বরাবর করে যেখানে মুঠো করে সে তার সোর্ডকে ধরে রেখেছিলো। এলেক্সের পান্সের ফলে অউরা ইউজারের হাত থেকে সোর্ডটা পরে গেলো। তবে সোর্ড পরে যাওয়ার পর সে হাসতে শুরু করলো।
-->> স্যাম আমাকে বলেছিলো হয়তো তুমি নিজের পাওয়ার লুকিয়ে রেখেছো নাহলে নিজের পরিচয়। তবে আমার মনে হচ্ছে তুমি তোমার পাওয়ারই প্রথম থেকে লুকিয়ে রেখেছো। গন্তিয়া।
সে গন্তিয়া বলে কাকে ডাকলো এটা এলেক্সের মাথায় কাজ করলো না। তবে যখন একজন এলেক্সের পিছন থেকে তাকে জরিয়ে ধরলো তখনি বুঝতে পারলো গন্তিয়া বলে কাকে ডাক দিয়েছে সে। এলেক্সের পিছন থেকে তাকে গরিলাটা শক্ত করে ধরেছে। দুই হাতের নিচ দিয়ে এবং পা দিয়ে দুই পাকে পেঁচিয়ে ধরে গরিলাটা দাঁড়িয়ে আছে। গরিলার এই স্ট্রেন্থের কাছে এলেক্সের স্ট্রেন্থ অনেক কম মনে হচ্ছিলো। তাই এলেক্স শত চেষ্টা করেও গরিলার লক থেকে নিজেকে ছারাতে পারে নি।
-->> আমার ফ্যামিলিয়ারের যে শুধু ডিফেন্সিভ পাওয়ার বেশী সেটা কিন্ত নয়। একটা গরিলার ডিফেন্সের সাথে তার এট্যাক পাওয়ারও অনেক। তারা চাইলে বিশাল একটা বোল্ডারকে এক পান্সেই ভেঙে দিতে পারে। আর তাছাড়া সোর্ড ফাইটও আমার স্টাইল না। আমার ফ্যামিলিয়ারের মতো আমিও পান্স ব্যবহার করতে বেশী পছন্দ করি।
এটা বলেই উক্ত অউরা ইউজার তার সারা শরীরে নিজের অউরা এনার্জি চ্যানেল করতে শুরু করলো। লাল এনার্জি তার সারা শরীরের মধ্য দিয়ে বয়ে যাচ্ছিলো। এলেক্সের কেনো জানি সেটা দেখে ড্রাগন বলের কথা মনে পরে যাচ্ছিলো। অবশ্য সেটা মোটেও ড্রাগন বলের মতো ছিলো না তারপরও অনেকটা সিমিলার বলা যায়।
"ডার্ক ফায়ার"
এলেক্স গরিলার গ্রিপ থেকে মুক্ত না হতে পেরে এবার আর তার স্ট্রেন্থের ব্যবহার করলো না। বরং সে তার স্কিল একটিভেট করলো। ডার্ক ফায়ার এমন একটা স্কিল যেটা অনেকটা হেল ফায়ারের মতোই। তবে দুটোর মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে যা এলেক্স নিজেও জানে না। তার ডার্ক ফায়ার স্কিল একটিভেট হওয়ার সাথে সাথে এলেক্সের পিঠ থেকে কালো রঙের আগুন বের হতে শুরু করেছে। যেহেতু পিছনে গরিলাটা ছিলো তাই সেই আগুনটা সরাসরি গরিলার পেটে লেগেছে। সাধারণ ফায়ার স্পেল গরিলাটার উপরে কাজ না করলেও এটা অন্য রকম একটা ফায়ার ছিলো তাই ড্যামেজ না হয়ে পারলো না গরিলা। গরিলাটা যদি এলেক্সের সাথে ফাইট করতে চাচ্ছিলো না তারপরও তার কন্ট্রাকটরের জন্য তাকে ফাইট করতে হচ্ছে। অন্যদিকে এলেক্স গরিলার ফিলিংস বোঝার কোনো ক্ষমতা রাখে না। যেহেতু তার মধ্যে কোনো ইমোশান নেই আর এমনিতেও সে এই গরিলার মাংসের কাবাব করে খেয়েছিলো যখন এটা মারা গিয়েছিলো তাই বলা যায় দ্বিতীয়বারের জন্য এটাকে মেরে কাবাব খেতেও এলেক্স পিছনে ফিরবে না।
-->> অনেক হয়েছে,শক্তিশালী কারো সাথে ফাইট করার ফিলিংসটা আসলেই অন্যরকম। কিন্তু আপনার সাথে ফাইট করে আমি সেরকম কোনো রকম কিছু ফিল করছি না। (এলেক্স)
এলেক্স সব সময় ইন্টারেস্টিং ফাইট খুঁজে বেরাই। এই পুরো টুর্নামেন্টের মধ্যে সে জানে তার থেকে অনেক শক্তিশালী ব্যক্তি রয়েছে। এমনকি তার সামনের দুজনও তার থেকে অনেক শক্তিশালী। তবে এলেক্স তাদের সাথে ফাইট করে সেরকম মজা পাচ্ছিলো না। এলেক্স নিজেও জানে না তবে সে চাচ্ছিলো সেই ক্রিস নামক ব্যক্তিটার সাথে আবারো ফাইট করবার। সেই ফাইটটা ছোট হলেও এলেক্স অনেকটা থ্রিল অনুভব করেছিলো। যায়হোক যেহেতু এলেক্স তার ইমোশান দেখাতে পারে না তাই এলেক্সের কথাটা শুনে এবার অউরা ইউজারটা অনেকটা রেগে গেলো। এলেক্সের পিঠ থেকে কালো রঙের আগুন এমনিতেই তাকে সহ বাকি সবাইকে অবাক করেছে, তবে অবাক করার সাথে সাথে তার ফ্যামিলিয়ারকে অনেকটা ড্যামেজও করেছে। তাই সে এবার একদম রেগে গিয়েছে।
এমনিতে অউরা এনার্জি চ্যানেল করার কারণে তার সারা শরীর লাল রঙের এনার্জিতে নিমজ্জিত ছিলো। তবে এখন সে অউরা স্পেল ব্যবহার করলো,
"অউরা স্পেলঃ বডি এনচান্টমেন্ট"
স্পেলটা ব্যবহারের সাথে সাথে সেই অউরা ইউজারের সারা শরীরের মাংসবেশী বৃদ্ধি পেতে শুরু করলো। শরীরের সমস্ত রক্তনালী ফুলতে শুরু করলো। তার এনার্জির পরিমাণও অনেক বৃদ্ধি পেয়ে গেলো। স্পেলটা যে নতুন এমন নয়। এলেক্সও এটা সম্পর্কে শুনেছে। এটাকে অনেকটা জিডুরীর রুন ম্যাজিকের মতোও বলা যায়। এই স্পেলের মাধ্যমে অউরা ইউজাররা তাদের বডিকে একটা অস্ত্রের মতো শক্তিশালী করতে পারে। তবে এটা অনেক রিক্সের একটা স্পেল। এটা ব্যবহারের পরের রিবাউন্ড অনেক মারাত্মক হয়। তাই বডি এনচান্টমেন্ট ব্যবহার না করে অউরা ইউজাররা বডি রেইনফোর্জড স্পেল ব্যবহার করতেই পছন্দ করে। যাইহোক স্পেলটার ফলে তাকে এখন পুরো মনস্টার লাগছিলো। এমনিতেই তার বয়সের সাথে এলেক্সের থেকে উচ্চতায় অনেক বেশী ছিলো। আর এখন তো তার শরীরের মাংসপেশী বৃদ্ধি পাওয়ার ফলে তার সামনে এলেক্সকে ছোট একটা বাচ্চা মনে হচ্ছিলো।
"আমি আমার শক্তিশালী স্পেল এখানে ব্যবহার করতে চাচ্ছি না। যদিও রয়েল কিংবা নোবেল পরিবারের দৃষ্টি আকর্ষন করতে চাইলে সেগুলো ব্যবহার করা আমার জন্য প্রয়োজন তবে আমি এতো বড় রিক্স নিতে চাচ্ছি না। তারপরও আমাদের লেভেলের এতো বিশাল গ্যাপ থাকার ফলে তাকে কোনো ভাবেই হারানোর পথ আমি খুঁজে পাচ্ছি না।" (এলেক্স)
এলেক্স ভেবেছিলো সে এখানে তার নরমাল স্পেল বা স্কিল ব্যবহারের মাধ্যমে জিততে পারবে। তবে তাদের লেভেলের মধ্যে অনেক পার্থক্য ছিলো। প্রায় ১০০ কিংবা তার উপরে তাদের পার্থক্য ছিলো যেটাকে সহজেই পার করা একদম কঠিন। এলেক্সের ভাগ্য ভালো ছিলো যে তার লেভেল অনুযায়ী তার স্ট্যাট বেশী নাহলে এখানে সে দাঁড়িয়েই থাকতে পারতো না। যায়হোক এলেক্স পরবর্তী ধাপের ফাইটের জন্য রেডি হলো। প্রথমত সে গরিলাটাকে হত্যা করতে চেয়েছিলো। কিন্তু প্রতিপক্ষের গরিলা এলেক্সের ডার্ক ফায়ারে অনেকটা ড্যামেজ পাওয়ার কারণে তাকে বিস্ট ওয়ার্ল্ডে পাঠিয়ে দেই। তাই এখন এলেক্সকে গরিলা নিয়ে আর চিন্তা করতে হবে না।
"আমার সাথে স্ট্রেন্থের দিক দিয়ে যেহেতু এতো কাছে আসতে পেরেছে তাই এখন আমাকে আমার ফুল পাওয়ারই ব্যবহার করতে হবে। কারণ এখনো সে তার ফ্যামিলিয়ার সাম্মন করে নি। যেহেতু তার শক্তি এতোটা তাই আমি আশা করছি আমার এই এট্যাকে সে মারা যাবে না।" (অউরা ইউজার ভাবছিলো)
অউরা ইউজারটা আর দাঁড়িয়ে রইলো না। একটু পূর্বে তার স্পিড এলেক্সের থেকে কম ছিলো। তবে নিজের স্ট্রেন্থের ফলে সে এলেক্সের সবটা এট্যাক কাউন্টার করতে পেরেছে। তবে এবার তার বডিকে অউরা এনার্জি দিয়ে এনচান্ট করার পর তার স্পিড সহ তার স্ট্রেন্থ অনেক বৃদ্ধি পেয়েছে। যা এলেক্সের থেকে এখন বেশী হয়েছে। এলেক্স তার চোখকে অউরা ইউজারের দিকে রেখেছিলো। তবে হঠাৎ তার প্রতিপক্ষ যেখানে দাঁড়িয়ে ছিলো সে তখন সেখানে ছিলো না। নিজের অভিজ্ঞতা থেকে এলেক্স বুঝতে পারলো সেটা কোনো টেলিপোর্টেশন ছিলো না। বরং তার প্রতিপক্ষের স্পিড বৃদ্ধি পেয়েছে। এলেক্সের চিন্তা করার পূর্বেই অউরা ইউজার এলেক্সের সামনে চলে এসেছে। এবং একটা শক্তিশালী পান্স মারার জন্য প্রস্তুত ছিলো। একদম শেষ সময়ে এলেক্স লক্ষ করে তার দুই হাত দিয়ে ক্রস বানালো যাতে সে পান্সটা ব্লক করতে পারে।
বুম,
একটা ব্লাস্টের মতো শব্দ হলো উক্ত পান্সে। পান্সটা এতোটা শক্তিশালী ছিলো যে সে মাটির হালকা উপরে উড়তে উড়তে পিছনে একটা গাছ ভেঙে তার পিছনের আরেকটা গাছের সাথে বারি খেলো। পান্সটা এলেক্সের বুকে লাগে নি তারপরও এলেক্সের মুখ থেকে ব্লাড বের হয়ে গেলো। গাছের সাথে বারি খাওয়ার পর এলেক্স মাটির উপরে উপর হয়ে পরলো। যার কারণে নাকেও কিছুটা ব্যথা লাগলো এবং ব্লাড বের হতে শুরু করলো। এলেক্স উঠলো তবে সে তার হাতকে তেমন অনুভব করতে পারছিলো না। পান্সটা আটকানোর ফলে তার দুটো হাতই অনেক গুরুতর ড্যামেজ প্রাপ্ত হয়েছে। যার দিকে এলেক্স হা করে তাকিয়ে ছিলো। প্রচন্ড ব্যথা করছিলো তারপরও সেদিকে সে খেয়াল করলো না। এখানে এলেক্স তার হিলিং স্কিল ব্যবহার করতে চাচ্ছিলো তবে একটা বিষয় চিন্তা করে সে আর করলো না।
"আমি চিন্তাও করি নি এতোটা শক্তিশালী হবে কোনো অউরা ইউজারের পান্স। তাহলে কি একটু পূর্বে আমি জুনিয়র বলে আমার সাথে মজা করে ফাইট করেছে?" (এলেক্স ভাবছে)
এলেক্সের ভাবনা শেষ হওয়ার সাথে সাথে তার উপরে এনরি এবং স্নেরা দুজনে একসাথে তাদের হিলিং স্পেল ব্যবহার করলো। এলেক্স অনেকটা দূরে ছিলো তাই তাদের হিলিং স্পেল তেমন কাজে না লাগলেও অন্তত এলেক্সের ব্লিডিং বন্ধ হয়ে গিয়েছে।
"হাহাহাহা আমি একটু পূর্বেই ভেবেছিলাম ফাইটটা একদম বোরিং ছিলো কিন্তু এখন মনে হচ্ছে আর বোরিং থাকবে না।" (এলেক্স ভাবছে)
এলেক্স নতুন একটা জিনিস দেখেছে। কোনো জিনিস শুধুমাত্র শুনলে বা পড়লেই পারা যায় না। প্রাকটিক্যাল দেখতে পারলে সেটা নিজেরও ব্যবহার করা অনেক সহজ হয়ে যায়। ঠিক এলেক্সও এটা দেখতে পেয়ে নতুন একটা বিষয় শিখতে পেরেছে। তারপরও এলেক্স এরকম একটা স্পেল ব্যবহার করতে পারবে না যেটা সম্পর্কে তার সঠিক কোনো ধারনা নেই। শুধু যে দেখার মাধ্যমে এলেক্স একটা স্পেল ব্যবহার করতে পারবে এমন নয়। মানা স্পেল গুলো দেখে ব্যবহার করার সহজ হলেও অউরা এনার্জি কিভাবে কাজ করে সেটা এলেক্স এখনো ভালো করে জানে না তাই তাকে আরো একটু জানতে হবে এটা সম্পর্কে।
-->> এখানে অবাক হওয়ার কিছু নেই। অবশ্য আমার বয়স কম এই স্পেল ব্যবহারের জন্য। কিন্তু আমি একটা ড্রাগনের জন্য এখন রিক্স নিতে চাচ্ছি না। বডি রেইনফোর্জড শুধু বাইরের ত্বককে এনার্জি দিয়ে শক্তিশালী করে, আবার অন্যদিকে বডি এনচান্টমেন্ট শরীরের ভিতরের মাংসপেশি এমনকি রক্তনালিকে এনার্জি দিয়ে রেইনফোর্জড করে যার কারণে একজনের শরীর ভিতর থেকে শক্তিশালী হয়ে যায়। তবে এটা ব্যবহারের পরে শরীরের উপরে অনেক মারাত্মক লেভেলের রিবাউন্ড দেখা যায় যার কারণে কেউ এটা ব্যবহার করতে চাই না।
অউরা ইউজারটা উক্ত কথাটা বললো। এলেক্স যেহেতু একজন মানা ইউজার তাই তাকে তার স্পেল সম্পর্কে বললে কোনো ক্ষতি হবে না। তাই সে হাসি মুখেই নিজের স্পেলের সিকরেট বলে দিলো। তবে সে হয়তো একটা বিষয় জানে না যে এলেক্স তিন ধরনের এনার্জিই ব্যবহার করতে পারে। সে মানাকে অউরার মতো এমনকি অউরাকে মানার মতোও ব্যবহার করতে পারে। যেহেতু এলেক্স এবার উঠেছে তাই অউরা ইউজার দাঁড়িয়ে না থেকে আবারো এট্যাক করতে প্রস্তুত হলো। সে দ্রুত তাদের মধ্যকার গ্যাপ পূর্ণ করে ফেললো এবং এলেক্সকে পান্স দিতে গেলো আবারো একটা।
"কুইক মুভমেন্ট"
এলেক্সের ব্লিংক কুলডাউনে ছিলো। তাই তাকে অন্য একটা স্কিল ব্যবহার করতে হয়েছে। কুইক মুভমেন্ট এলেক্সের এমন একটা স্কিল যা তার মুভমেন্টকে অনেক ফাস্ট করে দেই কিছু সময়ের জন্য। এলেক্স স্কিলটা ব্যবহার করে অউরা ইউজারের হাইস্পিডের মারাত্মক পান্স থেকে এবার সরে গেলো। সে সরে যাওয়ার পর অউরা ইউজারের পান্সে এলেক্সের পিছনে থাকা গাছটা ভেঙে গেলো।
-->> ওয়াও, এই পান্সটা আমার লাগলে আমি এখনি নক ডাউন হয়ে যেতাম। (এলেক্স)
এলেক্স নিজেকেই কথাটা বললো। অউরা ইউজারটা এবার এলেক্সের কথায় কান না দিয়ে এলেক্সকে নক করার জন্য এট্যাক করেই যাচ্ছে। তবে এলেক্সের স্কিলের কারণে সে এখন তার ডিমনিক আনডেড বিস্ট জেনারেলের মতোই ফাস্ট হয়েছে। তাই সে সহজেই তার প্রতিপক্ষের এট্যাক গুলোকে এরিয়ে যেতে পারছিলো।
-->> তাহলে নতুন কিছু চেষ্টা করা যাক। (এলেক্স)
এলেক্স নতুন একটা স্পেল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ ধারণা পেয়েছে। এ পর্যন্ত সে অনেক গুলো নতুন নতুন স্পেল তৈরী করেছে। যা তৈরী করার মাঝে আলাদা একটা থ্রিল সে পেয়েছে। তবে অন্য একজনের সামনে অন্য একটা এনার্জি ব্যবহারকারী হওয়া সত্ত্বেও যদি তাদের স্পেল ব্যবহার করা যায় তাহলে কেমনটা হবে তাদের এক্সপ্রেশন সেটা এলেক্স দেখতে চাচ্ছিলো।
"মানা স্পেলঃ বডি এনচান্টমেন্ট"
নাম একটু চেঞ্জ করলো এলেক্স। এলেক্সের প্রতিপক্ষের বিবরণের মতোই সে নিজের শরীরের মধ্যে প্রতিটা মাংসপেশি এবং রক্তনালির মধ্যে নিজের এনার্জি চ্যানেল করলো। যার ফলে তার মাংসপেশি এবং রক্তনালি দুটোই ফুলে উঠলো। তার শরীর থেকে নীল রঙের এনার্জি বের হচ্ছিলো যেটা বোঝাচ্ছিলো যে সে মানা এনার্জি ব্যবহার করেছে অউরা নয়। এলেক্সের স্পিড এখন অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। শুধু যে তার স্পিড বৃদ্ধি পেয়েছে এমন নয়। তার ডিসট্রাকটিভ পাওয়ারও বেড়ে গিয়েছে। সে পলকের মধ্যে তার প্রতিপক্ষের সামনে চলে গেলো এবং নিজের কপাল দিয়ে তার কপালে এট্যাক করলো। এক আঘাতেই স্যামের টিমের সেই অউরা ইউজার মাটিতে দুরুম করে একটা শব্দ করে পরে গেলো। যেখানে পরেছে সেখানের মাটি অনেকটা ফেটে গিয়েছে। তবে এই এট্যাকে অউরা ইউজারটা নিজের সেন্স হারায় নি। বরং সে নিজেই এলেক্সের দুই হাত ধরে নিজের কপাল দিয়ে এলেক্সের কপালে আঘাত করলো।
এরিনার মধ্যে এমন কোনো ব্যক্তি ছিলো না যে এই বিষয়ে অবাক হয় নি। প্রথমত একটা সিনিয়র স্টুডেন্ট সেই সাথে সবচেয়ে সেরা টিমের একটা স্টুডেন্টের সাথে একটা এগারো বা বারো বছরের বাচ্চা ছেলে সমান তালে ফাইট করছিলো এটা কেউ আশাও করে নি। দ্বিতীয়ত এলেক্স মানা ইউজার হয়ে অউরা ইউজারের মতো ফাইট করবে এটাও কেউ চিন্তা করে নি। তৃতীয়ত সে যে ডার্ক এট্রিবিউটের ডোমেইন ব্যবহার করতে পারবে এটাও কেউ আশা করে নি। চতুর্থ এখন যে সে অউরা ইউজারের স্পেল ব্যবহার করছে যেটা কখনো কোনো মানা ইউজার ব্যবহার করে নি, যা সবার ভাষা কেড়ে নিয়েছে। এবং সবশেষে এতো কিছু হয়ে যাওয়ার পরও এলেক্স এখনো তার ফ্যামিলিয়ার সাম্মন করে নি। তাই বলা যায় সে কতটা শক্তিশালী।
-->> প্রায় চারশত বছর পূর্বে একজন গ্রেট উইজার্ডের জন্ম হয়েছিলো যে সর্বপ্রথম মানা ইউজার হওয়ার পরেও সোর্ড দিয়ে অউরা ইউজারের মতো ফাইট করেছে। কিন্তু আমি আজ পর্যন্ত শুনি নি যে কোনো মানা ইউজার অউরা ইউজারের স্পেল কপি করতে পারে। এই বিষয় পুরোটাই অসম্ভব। (হোমস)
ব্লু কিংডমের কিং হোমস শকে কথাটা বললো।
-->> প্রথমত ডার্ক এট্রিবিউটের ডোমেইন এবং এখন অউরা স্পেলকে মানা এনার্জি দিয়ে ব্যবহার করছে। আমি মনে হয় না এখন ড্রাগন কে দেখলেও এতোটা সারপ্রাইজ হবো। (গালাটুস)
"মাই কিং, প্রথম যেদিন জানতে পারলাম যে ছেলেটা একা একটা রেড ড্যানজন ক্লিয়ার করেছিলো তখন আমিও বিশ্বাস করি নি। তবে তাকে কিছুদিন ভালো মতো পর্যবেক্ষণ করার পর তার পাওয়ার সম্পর্কে আরো অনেক কিছু জানতে পেরেছি। আমার মনে হয় টুর্নামেন্টের পরে আপনার দেরী করা উচিত হবে না। রয়েল ফ্যামিলির সাপোর্ট পেলে ছেলেটা আরো শক্তিশালী হয়ে উঠবে। আর এরকম শক্তিশালী কেউ আমাদের কিংডমে থাকলে তখন ওয়ারে আমাদেরই জয় হবে।"
উক্ত কথাটা প্রিন্সিপাল একটা আইটেমের সাহায্যে টেলিপ্যাথি ভাবে কিং হোমসকে বললো। প্রিন্সিপালের কথাটা শুনতে পেয়ে হোমস তার পাশে থাকা দুই মেয়ের দিকে তাকিয়ে হাসতে শুরু করলো। সে তার মাস্টার প্লান পেয়ে গিয়েছে। সব সুযোগ তার হাতের মধ্যে ছিলো তাই সে আর অপেক্ষা করতে পারছিলো না।
এলমন্ড দাঁড়িয়ে ছিলো রুমের সবচেয়ে পিছনে। সে না চাইলেও রুমের মধ্যের সবার মনের কথা শুনতে পাচ্ছিলো। তাই সে না হেসে আর পারলো না।
"তাহলে মনে হচ্ছে ছেলে আমার তার বাবার থেকেও বড় মাপের প্লেয়ার হতে চলেছে। এখনি এতোগুলো মেয়েকে পাগল করে দিয়েছে। ভবিষ্যতে কি হয় সেটা কে বা জানে। হাহাহাহাহা" (এলমন্ড ভাবছে)
(৩১৭৬ শব্দ)
* * *
To Be Continued
* * *
কেমন হলো জানাবেন।